এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “ভাষা আন্দোলন ও পরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
১নং প্রশ্নঃ সবুজনগর অঞ্চলের নির্বাচনে ক্ষমতাসীন প্রভাবশালী দলের নেতাকে মোকাবেলা ও পরাজিত করার জন্য ছোট ছোট দল একতাবদ্ধ হয়। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি নির্বাচনি ইশতেহার প্রকাশ করে। জনগণ উক্ত জোটের ওপর সার্বিক আস্থা রেখে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। এর অবশ্যম্ভাবী ফল হিসেবে নির্বাচনে জোটের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয়ী হন এবং ক্ষমতাসীন দলের নেতা চরমভাবে পরাজিত হন।
ক. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
খ. ‘আওয়ামী মুসলিম লীগ’ গড়ে তোলা হয় কেন?
গ. সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতাপূর্ব কোন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়? ব্যাখ্যা করো।
ঘ. ‘ক্ষমতাসীন ও প্রভাবশালী হলেই নির্বাচনে জয়ী হওয়া যায় না’- পাঠ্যপুস্তকে পঠিত অভিজ্ঞতার আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
২নং প্রশ্নঃ পলাশ তার বন্ধু ডেভিডের জন্মদিনে মোবাইল ফোনের মেসেজে ইংরেজি অক্ষরে ‘SHUVO JONMODIN’ কথাটি লিখে পাঠায়। পাশ্চাত্য ভাবধারায় বেড়ে ওঠা ডেভিড তার বন্ধুর কাজটিকে সমর্থন করেনি।। সে ইংরেজিতে জন্মদিনের প্রচলিত মেসেজে ‘HAPPY BIRTHDAY’ আশা করেছিল।
ক. ১৯৪৮ সালের ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন?
খ. ১৯৪৯ সালের পূর্ববাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়?
গ. পলাশের মানসিকতায় কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর ডেভিডের চিন্তা-চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও।
৩নং প্রশ্নঃ তানজিমের বাবা প্রতিবছর একুশে ফেব্রুয়ারির সকালে প্রভাতফেরিতে অংশ নেওয়ার জন্য পরিবারের সবাইকে তাগাদা দেন। এ বছরও একই কাজ করলে তানজিম বাবাকে জিজ্ঞাসা করে; এ বিষয়টিকে এতো গুরুত্ব দেওয়ার কী আছে? জবাবে বাবা বলেন, “ভাষা আন্দোলন বাঙালির প্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলন। এ আন্দোলনই বাঙালিকে রাজনৈতিক প্রতিবাদের ভাষা শেখায়। ভাষা আন্দোলনের সফলতার প্রেরণায় বাঙালি স্বাধীনতা লাভ করে।”
ক. মূলনীতি কমিটি প্রথম প্রতিবেদন প্রকাশ করে কত সালে?
খ. কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে কেন?
গ. উদ্দীপকের তানজিমের বাবা যে আন্দোলন সম্পর্কে বলেছেন সে আন্দোলনটি ব্যাখ্যা করো।
ঘ. তানজিমের বাবার মন্তব্যের শেষ অংশটি বিশ্লেষণ করো।
৪নং প্রশ্নঃ উজায়ের তার বাবার কাছে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে জানতে চায়। উজায়েরের বাবা তাকে বলেন, ১৯৫৪ সালের নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকের বিপক্ষে এক ‘ব্যালট বিপ্লব’। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে পাঁচটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ গঠিত হয়। এ যুক্তফ্রন্ট গঠনে আওয়ামী মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ক. কাদের সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠন করা হয়?
খ. ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো।
গ. উজায়েরের বাবার উল্লেখিত ১৯৫৪ সালের নির্বাচন ব্যাখ্যা করো।
ঘ. ‘যুক্তফ্রন্ট গঠনে আওয়ামী মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’- উজায়েরের বাবার এ বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামত দাও।
৫নং প্রশ্নঃ “আগুনের মতো জ্বলছে, জ্বলছে যার জ্বলছে।
এক একটি হীরার টুকরোর মতো
সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে
আমরা সেখানে কাঁদতে আসিনি
ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (মাহবুবুল আলম চৌধুরী)
ক. তমদ্দুন মজলিশ কোন ধরনের সংগঠন ছিল?
খ. ১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আন্দোলনের স্মরণে একটি দিবস পালিত হয় এবং আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব রয়েছে – মূল্যায়ন করো।
৬নং প্রশ্নঃ জিসান দশম শ্রেণির ছাত্র। সে তার দাদুর কাছ থেকে শুনেছে, শুধু আঞ্চলিক কারণে একটি শাসক দলের ত্যাগী নেতারা উপেক্ষিত হয়। অথচ এ ত্যাগী নেতারা দেশটির জন্মলগ্নে ব্যাপক ত্যাগ স্বীকার করেছিল। শাসক দলের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কার্যাবলি দলটিকে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল।
ক. পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন নির্বাচন হয় কখন?
খ. ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করো।
গ. জিসান তার দাদুর কাছ থেকে যে দল ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তথ্য শুনেছে তার ব্যাখ্যা দাও।
ঘ. “উক্ত দলটির আচরণে সৃষ্টি হয়েছিল আওয়ামী মুসলিম লীগ”- উক্তিটি বিশ্লেষণ করো।
৭নং প্রশ্নঃ বাংলাদেশের রাজনীতিতে ১/১১-এর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ জয় দেখে ড. মনোয়ার মোস্তাফার পাকিস্তানি আমলের এ ধরনের একটি নির্বাচনে জয়লাভের ঘটনাটি মনে পড়ে। পূর্ব বাংলার জনগণের স্বাতন্ত্র্য প্রদর্শন করতে উক্ত নির্বাচন যথেষ্ট ভূমিকা রাখে। যদিও উক্ত নির্বাচনে বিজয়ীরা বেশিদিন টিকে থাকতে পারেনি। তবুও দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নির্বাচনের ফলাফল ইতিবাচক প্রভাব রাখে।
ক. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কবে?
খ. কীভাবে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় শুরু হয়?
গ. উদ্দীপকে পাকিস্তানি আমলের যে নির্বাচনের কথা বলা হয়েছে তার ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষ লাইনের আলোকে ১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করো।
৮নং প্রশ্নঃ আব্দুল মতিন সাহেব একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি নির্বাচনে জয়লাভ করার জন্য আরও তিনটি রাজনৈতিক দলের সাথে জোট গঠন করেন। ফলে নির্বাচনে এই জোট দেশের অন্যতম একটি রাজনৈতিক দলকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করে। দেশটির পূর্বাঞ্চলীয় জনগণ নানা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার আশায় এ জোটকে ভোট প্রদান করেছিল। অন্যদিকে মতিন সাহেবের ছোট ভাই কামাল একটি বহুমুখী কোম্পানির ব্যবস্থাপক। কোম্পানির বেশিরভাগ কর্মকর্তা, কর্মচারী ছিল বাঙালি কিন্তু মালিক পক্ষ ছিল ইংরেজ। অফিসের এক অনুষ্ঠানে কামালকে ইংরেজিতে বক্তব্য দিতে বললে তিনি এর প্রতিবাদ করেন। কারণ তিনি বাংলা ভাষাতেই বক্তব্য দিতে চান। এ অবস্থায় মালিক পক্ষ তাকে জোরপূর্বক ইংরেজিতে বক্তব্য প্রদানে বাধ্য করে।
ক. ২১ দফার প্রথম দফাটি লেখো।
খ. ভাষা আন্দোলন কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আব্দুল মতিন সাহেবের জোটের সাথে পাকিস্তানি শাসনামলের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ন্যায় মালিকপক্ষের আচরণই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছিল- বিশ্লেষণ করো।
৯নং প্রশ্নঃ বৃদ্ধ কলিমউদ্দিন তার সাত ছেলেকে ডাকলেন। তিনি তার ছেলেদের এক বিশেষ শিক্ষা দিবেন বলে মনস্থির করলেন। তিনি প্রত্যেকের হাতে একটি করে লাঠি দিলেন এবং প্রত্যেককে তা ভেঙ্গে ফেলতে বললেন। প্রত্যেকেই তা মটমট করে ভেঙে ফেলল। এবার তিনি। তার সন্তানদেরকে একসাথে সাতটি লাঠি বাধতে বললেন। এবার একে একে সাত ছেলেকে ভাঙতে দিলেন। কিন্তু কেউই তা ভাঙতে পারল না এবার কলিমউদ্দিন তার সন্তানদেরকে বললেন, তোমরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না।
ক. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠনে নেতৃত্ব দেন কে?
খ. আওয়ামী মুসলিম লীগ থেকে দলটি আওয়ামী লীগ নাম ধারণ, করে কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিশেষ শিক্ষার সাথে পাকিস্তান শাসনামলের কোন নির্বাচনে পূর্ব পাকিস্তানের দলগুলোর মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথকে ত্বরান্বিত করেছে- ব্যাখ্যা করো।
১০নং প্রশ্নঃ দৃশ্যপট-১: বহুজাতি ও ভাষাগোষ্ঠীর দেশ শ্রীলংকা। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করলেও দেশটির রাজনীতি সংখ্যালঘু সিংহলিজদের নিয়ন্ত্রণে চলে যায়। সিংহলিজরা ‘ফ্রিডম পার্টি’ নামক একটি দল গঠন করে তামিল ও অন্যান্য ভাষাভাষী লোকদের শোষণ ও নিপীড়ন করতে থাকে। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা নিজেদের ভাষা দিভেহীকেই রাষ্ট্রভাষার মর্যাদা দেয়।
দৃশ্যপট-২: নন্দীপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ‘প্রগতি’ নামক একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। সংগঠনটির সভাপতি হরিরামপুর গ্রাম থেকে নির্বাচিত হওয়ায় অপরাপর গ্রামের মানুষদের ওপর তারা বৈষম্য চাপিয়ে দেয়। এতে করে অন্য গ্রামের নেতারা প্রগতি থেকে বের হয়ে নতুন দল ও জোট গঠন করে। তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন এ রাজনৈতিক জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়।
ক. তমদ্দুন মজলিশ কী?
খ. আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠন করা হয়। কেন?
গ. উদ্দীপকের দৃশ্যপট-১-এ উল্লেখিত রাজনৈতিক দলটির সাথে তোমার পাঠ্যবইয়ের যে দলটির মিল রয়েছে তার কর্মকাণ্ড আলোচনা করো ।”
ঘ. “পূর্ব-পাকিস্তানের নেতারা দৃশ্যপট-২-এ উল্লেখিত নতুন -রাজনৈতিক জোটের নেতাদের মতো কৌশল গ্রহণ করায় বাঙালি। নেতৃত্বের ভিত্তি সুদৃঢ় হয়েছিল”- উক্তিটির মূল্যায়ন করো।
প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।