এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
১নং প্রশ্নঃ সালেহপুর ইউনিয়নটি নদীর তীরে অবস্থিত। গত বছর বন্যায় ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আয়তনে বড় হওয়ায় ত্রাণ তৎপরতাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সমস্যা সৃষ্টি হচ্ছিল। উক্ত সমস্যা সমাধানকল্পে এই ইউনিয়নকে দুইটি আলাদা ইউনিটে ভাগ করা হয়।
ক. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
খ. স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন কারণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কারণটিই কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ মনে কর? মতের সপক্ষে যুক্তি দাও।
২নং প্রশ্নঃ কেয়া ও কণা দুই বোন ঈদের কেনাকাটা করতে বাজারে যায়। কেয়া তার পছন্দের তালিকায় বিদেশি পণ্য রাখলেও কণা বিদেশি পণ্যকে পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেয়। অবশেষে কলা তার বোন কেয়াকে দেশি পণ্য কেনার বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং উভয়ে দেশি পণ্য ক্রয় করে বাসায় ফেরে।
ক. দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে?
খ. ‘এনফিল্ড’ রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন?
গ. কোন আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহবোধ করেন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়? যুক্তি দাও।
৩নং প্রশ্নঃ দৃশ্য ১: রংপুর দীর্ঘদিন রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। আয়তনে বিশাল ও বিভাগের শাসনকার্য পরিচালনার সুবিধার জন্য রাজশাহী বিভাগকে ভেঙে রাজশাহী ও রংপুর নামে দুটি আলাদা বিভাগ করা হয়। এতে রংপুরবাসী খুশি হয়।
দৃশ্য ২: ‘ক’ দেশের জনগণ বিদেশি শাসনের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্ট। হয়ে একটি আন্দোলন গড়ে তোলে। তারা সরকারি চাকরি, পদবি, স্কুল- কলেজ ইত্যাদি বর্জন করেন। তারা দেশীয় জিনিসের প্রচলন বৃদ্ধি করে বিদেশি পণ্য বর্জন করেন।
ক. কোনটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়?
খ. স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় শিল্পের উন্নতি হয় কেন?
গ. দৃশ্য ১-এ বর্ণিত বিভক্তির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্য ২-এ যে আন্দোলনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার তীব্রতা ও পরিণতি বিশ্লেষণ করো।
৪নং প্রশ্নঃ ‘চমচম টমটম গজারীর বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন – এই স্লোগানটিকে সামনে রেখেই একসময় দেশের তাঁতিদের নতুন জীবন দান করা হয়। অন্যদিকে দেশি পণ্য ক্রয়ে উৎসাহিত করে বিদেশি পণ্য ক্রয়ে নিরুৎসাহিত করা হয়।
ক. সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী?
খ. প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল কীভাবে?
গ. উদ্দীপকের স্লোগানটি কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. এই আন্দোলন বাংলার অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।
৫নং প্রশ্নঃ দৃশ্যপট ১: ‘ক’ রাষ্ট্রে এক বিদেশি শাসকগোষ্ঠী শাসন করে। বিনা বিচারে তারা মানুষকে হত্যা করার ক্ষমতা সংবলিত আইন প্রচলন করে এবং হত্যাযজ্ঞ চালায়। এ ধরনের জনবিরোধী আইনের বিরুদ্ধে ঐ রাষ্ট্রের জনগণ আন্দোলন গড়ে তোলে।
দৃশ্যপট ২: এভাবে বিদেশি শাসকগোষ্ঠীকে নানাভাবে আন্দোলনের সম্মুখীন হতে হয় এবং এক পর্যায়ে ঐ রাষ্ট্রের জনগণের দাবি অনুযায়ী রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে স্বাধীন দুইটি রাষ্ট্রের জন্মের মাধ্যমে বিদেশি শাসকগোষ্ঠী নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়।
ক. বাংলা চুক্তি কী?
খ. প্রীতিলতা বাংলার সমস্ত বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি হয়ে আছেন কেন?
গ. দৃশ্যপট ১-এর সাথে ব্রিটিশ শাসনামলের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যপট -২ ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের ইঙ্গিত বহন করছে বলে তুমি মনে কর কি? যুক্তিসহকারে তোমার মতামত দাও।
৬নং প্রশ্নঃ ফুলপুর ইউনিয়ন আয়তনে বড় হওয়ায় একজন চেয়ারম্যানের পক্ষে এলাকার দেখাশোনা করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় চেয়ারম্যান ফুলপুর ইউনিয়নকে দুইটি ভাগে ভাগ করার প্রস্তাব করেন। এবং দুইজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পক্ষে জোরালো সমর্থন জানান। এক সময় তার প্রস্তাব গৃহীত হয় এবং ফুলপুর ইউনিয়ন দুই ভাগে বিভক্ত হয়। দুই এলাকার উন্নয়নও সাধিত হয়। কিন্তু এতে বাধ সাধেন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি।
ক. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় কত সালে?
খ. সশস্ত্র বিপ্লবী আন্দোলন সংঘটিত হয় কেন?
গ. উদ্দীপকের বিষয়টি বাংলার ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঘটনার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়- উক্তিটি মূল্যায়ন করো।
৭নং প্রশ্নঃ জনাব রফিকুল ইসলাম রূপপুর ইউনিয়নের চেয়ারম্যান। রূপপুর ইউনিয়ন একটি বিশাল এলাকা। এত বিশাল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ। তাই তিনি এ এলাকাকে দুটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন। শাসন সুবিধার জন্য বা উভয় এলাকার জনকল্যাণের জন্য রূপপুরকে দুটি অংশে ভাগ করেন। এর পিছনে সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল।
ক. ‘The Spirit of Islam’ গ্রন্থটি কে রচনা করে?
খ. লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?
গ. রূপপুর ইউনিয়নকে দু’ভাগে ভাগ করার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “এর পেছনে সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল”। – বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
৮নং প্রশ্নঃ ক’ উপজেলা আয়তনে বড় এবং লোকসংখ্যা বেশি হওয়ায় প্রশাসনিক ও সামাজিক কাজে সমস্যা সৃষ্টি হয়। দাবি ওঠে দুটি উপজেলা করার। সরকার ন্যায্য দাবি মনে করে দুটি উপজেলা ঘোষণা করেন। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য স্থানীয়দের কেউ কেউ এই বিভক্তির পক্ষে এবং কেউ কেউ বিপক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলে। প্রশাসন ভেঙে পড়ে ও বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
ক. ‘বয়কট’ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী?
খ. ‘এনফিল্ড’ রাইফেল কীভাবে সৈন্যদের বিদ্রোহী করে তুলেছিল?
গ. উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঘটনাটি হিন্দু-মুসলিমদের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা বিশ্লেষণ করো।
৯নং প্রশ্নঃ রানু একটি পত্রিকা পড়ে জানতে পারে একসময় এদেশের জনগণ বিদেশি শাসনের প্রতি এতই ঘৃণা প্রদর্শন করত যে তারা বিদেশি পণ্যের পাশাপাশি বিদেশি শিক্ষাও বর্জন করে। তারা দেশের বিভিন্ন স্থানে সমিতির মাধ্যমে বিদেশি পণ্য বর্জনের প্রচারণাও চালায়।
ক. সশস্ত্র বিপ্লবী আন্দোলন কী?
খ. পূর্ব বাংলার মুসলমানরা কেন বঙ্গভঙ্গকে সমর্থন জানায়?
গ. রানুর পড়া পত্রিকায় ব্রিটিশ শাসনামলের যে আন্দোলনের প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও।
ঘ. ব্রিটিশ ভারতে এ ধরনের পণ্য বর্জন ও শিক্ষা বর্জনের ফলাফল ছিল সুদূরপ্রসারী- মতামত দাও।
১০নং প্রশ্নঃ ঢাকা ১.৫০ কোটি জনসংখ্যার একটি বিশাল শহর। একমাত্র মেয়রের পক্ষে শাসনকাজ ও উন্নয়ন কাজ পরিচালনা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ ঢাকাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর এই দুই ভাগে বিভক্ত করে পরিপত্র জারি করে। মধ্যবিত্ত মিজান সাহেব ঢাকা দক্ষিণের অধিবাসী। মেয়ের বিয়ের কেনাকাটার জন্য নামকরা একটি শপিংমলে যান এবং সেখানে ভারতীয় শাড়িসহ বিভিন্ন দেশের প্রসাধনী দেখে ক্ষুব্ধ হন। তিনি দেশের তাঁত শাড়ি, জামদানি এবং দেশীয় প্রসাধনী কেনেন। তিনি দোকানিকে দেশীয় পণ্য বিক্রয়ে উৎসাহিত করেন।
ক. রাওলাট আইন কী?
খ. বঙ্গভঙ্গ কেন হয়?
গ. ‘ঢাকা বিভাজন’ বঙ্গভঙ্গের কোন কারণটিকে সমর্থন করে? ব্যাখ্যা করো।
ঘ. “মিজান সাহেবের মতো মানুষদের ভূমিকা ভারতবর্ষে একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্ম দেয়।” উক্তিটি বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।