SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় সৃজনশীল

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “বাংলায় ইংরেজ শাসনের সূচনা” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

১নং প্রশ্নঃ মামুন ও কামাল দুই ভাই। পিতার মৃত্যুর পর তাদের স্টার গার্মেন্টসের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধলে বড় ভাই মামুন গার্মেন্টস পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং ছোট ভাই জামাল সংসার দেখাশোনার দায়িত্ব নেন। গার্মেন্টসের আয় থেকে কামালকে সংসার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ প্রদান না করায় সংসারে বিশৃঙ্খলা দেখা দেয়।

ক. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
খ. প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল কেন?
গ. উদ্দীপকের ক্ষমতা ভাগাভাগির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর উক্ত ঘটনা বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

২নং প্রশ্নঃ বেশ কিছুদিন ধরে পলাশপুর চা বাগানের বার্ষিক আয় ওঠা- নামা করছিল । এ জন্য বাগান কর্তৃপক্ষ বাগানের আয় নির্দিষ্ট করার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থা কয়েক বছরের জন্য কতিপয় ব্যক্তির নিকট বরাদ্দ দেয়। এ ব্যবস্থায় নতুন ইজারাদাররা বেশি মুনাফা লাভের আশায় চা শ্রমিকদের অতিরিক্ত সময়ে কাজ করাতে বাধ্য করে অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই। এ ব্যবস্থার ফলে চা-বাগান ও চা শ্রমিকদের অবস্থার উন্নয়নের প্রতি কোনো দৃষ্টি ছিল না ইজারাদারদের। বাগান কর্তৃপক্ষ এ দুরবস্থার হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং বাগানের আয় সুনির্দিষ্ট করতে ইজারাদারদের সাথে স্থায়ীভাবে বরাদ্দ সম্পাদন করে।

ক. কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?
খ. ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নতুন ব্যবস্থার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর উক্ত বন্দোবস্ত অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল? যুক্তি দাও।

৩নং প্রশ্নঃ রফিকুল ইসলামের সাথে তার মেয়ে আছমা ভারতে বেড়াতে যায়। সেখানে তারা ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ায়। বিভিন্ন জায়গা ঘুরে তারা কালিকট বন্দর দেখতে পায়। আছমার বাবা তাকে বলেন একজন ইউরোপীয় বণিক একটি নতুন জলপথ আবিষ্কার করে ইউরোপ থেকে এই বন্দরে এসে পৌঁছে।

ক. উপমহাদেশে জমি কীসের প্রতীক ছিল?
খ. জমির ওপর জমিদারের স্থায়ী মালিকানা স্বীকৃত হওয়ায় কীরূপ সুবিধা হয়েছিল?
গ. আছমার বাবা কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত পথে অনেক ইউরোপীয় কোম্পানি এদেশে আগমন করে- কথাটি বিশ্লেষণ করো।

৪নং প্রশ্নঃ উলিপুর মৌজার মোট জমির পরিমাণ পনেরো হাজার একর। জমির আয় নির্দিষ্ট করার জন্য কর্তৃপক্ষ কতিপয় প্রভাবশালী ব্যক্তির নিকট জমি ইজারা দেন। জমির মালিকানা পেয়ে ইজারাদাররা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। ফলে অনেক কৃষক জমিজমা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। কর্তৃপক্ষ এ দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং জমির আয় সুনির্দিষ্ট করতে উক্ত প্রভাবশালী ব্যক্তিদের স্থায়ীভাবে ভূমি বরাদ্দ দেন।

ক. কথিত অন্ধকূপ হত্যায় কতজনের মৃত্যু হয়?
খ. দ্বৈত শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন ব্যবস্থার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত ব্যবস্থার ফলাফল ছিল সুদূরপ্রসারী”- উক্তিটি বিশ্লেষণ করো।

৫নং প্রশ্নঃ ঘটনা-১: সুমন ‘ক’ রাষ্ট্রের রাজক্ষমতায় আরোহণ করেই নিকট স্বজনদের ষড়যন্ত্রের শিকার হন। ঘনিষ্ঠজনরা জনাব সুমনকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি বণিকদের সাথে গোপনে হাত মিলায়। এক পর্যায়ে বিদেশি বণিকগণ বেপরোয়া হয়ে উঠলে সুমনের সাথে তাদের যুদ্ধ বাঁধে। জনাব সুমনের অদূরদর্শিতা ও নিকটস্থ নির্ভরশীল ব্যক্তির অসহযোগিতায় যুদ্ধে সুমন পরাজিত হন।

ঘটনা-২: জনাব আকমল সাহেব শর্তানুয়ায়ী ম্যানেজার আজাদকে কোম্পানির পরিচালক হিসেবে মনোনীত করেন। পরবর্তীতে কোম্পানি পরিচালনা সংক্রান্ত নামমাত্র দায়িত্ব দেয়া হয় আজাদ সাহেবকে। অপরদিকে আকমল সাহেব লাভ করেন অন্যান্য ক্ষমতা।

ক. ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কী লাভ করেন?
খ. ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?
গ. সুমনের পরাজয়ের সাথে নবাবি শাসনামলের কোন ঐতিহাসিক ঘটনার পটভূমির মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, ঘটনা-১-এর পরিণতিতেই ঘটনা-২-এর সৃষ্টি? মতামত দাও।

৬নং প্রশ্নঃ আসাদ সাহেব তার ধানের জমি প্রতি বছর নগদ অর্থের বিনিময়ে লিজ দেন। এতে দেখা যায় কৃষকরা অধিক ফসলের জন্য। অতিরিক্ত সার প্রয়োগ করে ফলে জমির উর্বরতা নষ্ট হয়। তাই তিনি। দীর্ঘদিনের জন্য স্থায়ীভাবে জমি লিজ দেয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, তার ব্যবসা দেখাশোনার ভার ছেলের হাতে অর্পণ করেন। কিন্তু আর্থিক লেনদেন নিজ হাতে পরিচালনা করেন। ফলে ছেলের দায়িত ষোলো আনা থাকলেও প্রকৃত ক্ষমতা থেকে যায় আসাদ সাহেবের হাতে।

ক. ভারত উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম কী?
খ. ‘অন্ধকূপ হত্যা’ কী? ব্যাখ্যা করো।
গ. আসাদ সাহেবের প্রথম সিদ্ধান্তটি ইংরেজ শাসনামলের কোন ঘটনাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ২য় অনুচ্ছেদে বর্ণিত ঘটনাটির মতো ইংরেজদের এমন পদক্ষেপের কারণে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। বক্তব্যটি বিশ্লেষণ করো।

৭নং প্রশ্নঃ দৃশ্যকল্প-১: রনি ও জনি দুই ভাই। পারিবারিক ব্যবসা পরিচালনায় তারা একটি ভিন্ন পন্থা অবলম্বন করে। ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে রনির ওপর আর আর্থিক দিক দেখাশুনা করে জনি। জনি মাসিক খরচ হিসেবে রনিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।

দৃশ্যকল্প-২: রহমান সাহেব তার ১০০ বিঘা জমি কৃষকদের মাঝে বণ্টন করেন প্রথমে মাসিক মাসোহারা প্রদানের বিনিময়ে। কিন্তু এ ব্যবস্থা লাভজনক না হওয়ায় পরবর্তীতে তিনি পাঁচ বছরের জন্য কৃষকদের মাঝে বণ্টন করে দেন।

ক. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
খ. “অন্ধকূপ হত্যা” বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১ ব্রিটিশ শাসনামলের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২-এ যে ঘটনার পটভূমির প্রতিফলন ঘটেছে তা মূলত কৃষকদের শোষণ করে বিশ্লেষণ করো।

৮নং প্রশ্নঃ ব্যবসায়ী সালমানের মৃত্যুর পর তার দুই পুত্র সন্তানের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বড় ছেলে তমাল আয়ের প্রধান উৎস দোকান পরিচালনার দায়িত্ব নেন এবং ছোট ছেলে কায়সারকে সংসার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সংসারের ভিন্ন কোনো আয়ের পথ না থাকায় নির্ধারিত অর্থে কায়সার সঠিকভাবে সংসার পরিচালনায় ব্যর্থ হয়। অপরপক্ষে তমাল দোকান থেকে প্রচুর অর্থ উপার্জন করে ব্যাংকে জমা রাখে। সঠিকভাবে সংসার পরিচালনায় ব্যর্থতার অভিযোগে কায়সারকে দায়ী করে তমাল। ফলে সংসারে দুই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি হয়।

ক. ‘অন্ধকপ হত্যা’ নামে মিথ্যা প্রচারণা চালায় কোন ইংরেজ?
খ. ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সম্পত্তি ভাগাভাগির সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন নীতির মিল লক্ষণীয়? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষের জন্য উক্ত নীতিই দায়ী? মতের পক্ষে যুক্তি দাও।

৯নং প্রশ্নঃ আকাশ ও তার দাদু হোসেন সাহেব টিভিতে “নবাব সিরাজউদ্দৌলা” নামক একটি সিনেমা দেখছিল। সিনেমা শেষে জনাব হোসেন সাহেব তার নাতিকে বলেন যে, পলাশি যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটে এবং ঔপনিবেশিক শাসনের পথ। সুগম হয়। এর প্রায় ছয় বছর পর অন্য আরেকটি যুদ্ধে ইংরেজরা জয়ী হলে বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয়।

ক. কে ‘মনসা-মঙ্গল’ কাব্য রচনা করেছিলেন?
খ. ইংরেজ বণিকরা এ অঞ্চলের সাথে ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত হয় কেন?
গ. উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত যুদ্ধের গুরুত্ব উপমহাদেশের ইতিহাসে পলাশির যুদ্ধ অপেক্ষাও বেশি”- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।

১০নং প্রশ্নঃ সুলতান আকরাম খান তার সেনাপতি ইয়ার আলীকে খুব বিশ্বাস করতেন। ইয়ার আলী ক্ষমতালাভের আশায় সুলতানের শত্রুদের সাথে হাত মেলায় এবং যুদ্ধ ক্ষেত্রে সেনাপতি হওয়া সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে সুলতান আকরাম খান পরাজিত হন এবং পরে নিহত হন। ফলে জনগণ স্বাধীনতা হারায়।

ক. সতীদাহ প্রথা কী ?
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
গ. উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্বের কোন ঘটনার মিল রয়েছে? বর্ণনা করো।
ঘ. “সুলতান আকরাম খানের মতো নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়”- উক্তিটি মূল্যায়ন করো।

প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৮ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment