এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
১নং প্রশ্নঃ রেজা সাহেব চট্টগ্রামের একজন বড় ব্যবসায়ী। তার আমদানি- রপ্তানির ব্যবসায়। তিনি জাহাজের মাধ্যমেই বিদেশ থেকে সোনা, রুপা, দামি পাথরের গয়না, রেশমি সুতা, বিভিন্ন দামি মসলা আমদানি করেন। পাশাপাশি তিনি চা ও পাটজাত দ্রব্য রপ্তানি করেন। গত সপ্তাহে তিনি তার মেয়ের জন্মদিনে পোলাও, কাবাব, রেজালা ও মিষ্টির আয়োজন করেন। সবাই খাবার খেয়ে খুবই খুশি।
ক. মহাভারত বাংলায় অনুবাদ করেন কে?
খ. কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন?
গ. রেজা সাহেবের বাড়ির খাওয়া-দাওয়ার সঙ্গে কোন আমলের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. রেজা সাহেবের অর্থনৈতিক অবস্থা উক্ত আমলের চেয়ে কি সমৃদ্ধ ছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।
২নং প্রশ্নঃ গ্রামের স্কুলশিক্ষক সুধীন রায়ের মেয়ে অনন্যা সপ্তম শ্রেণিতে পড়ে। তার বান্ধবী রাবেয়া সুলতানাকে তার বাবা আর স্কুলে পাঠাবেন না। তিনি বলেন যে, মেয়েদের এর থেকে বেশি পড়ালেখার দরকার নেই। শিক্ষক সুধীন রায় মেয়েদের শিক্ষা সম্পর্কে রাবেয়ার বাবার এই মানসিকতা জেনে বললেন, বর্তমান সময়ে শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং শিক্ষা ছাড়া নারী-পুরুষ সবাই অসম্পূর্ণ। সব যুগেই শিক্ষার গুরুত্ব ছিল এবং আছে।
ক. হোসেনী দালান কে নির্মাণ করেন?
খ. কেন মধ্যযুগকে মুঘলদের ‘স্বর্ণযুগ’ বলা হয়? বর্ণনা দাও।
গ. রাবেয়ার বাবার শিক্ষা বিষয়ক এই মানসিকতার সঙ্গে মধ্যযুগের মুসলিম শিক্ষার কী মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. রাবেয়ার বাবার মতো মানসিকতার কারণেই কি মধ্যযুগে মুসলমান ছেলেমেয়েরা শিক্ষায় এগিয়ে ছিল? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত দাও।
৩নং প্রশ্নঃ
তথ্য-১ | তথ্য-২ |
(i) সুলতানদের জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ করা। (ii) সমাজে উচ্চ, মধ্যম ও নিম্ন তিন শ্রেণির লোক ছিল। (iii) পির-ফকিরদের যথেষ্ট প্রভাব ছিল। |
(i) জাতিভেদ প্রথা প্রচলিত ছিল। (ii) কৌলীন্য প্রথা প্রচলিত ছিল। |
ক. আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
খ. বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎসটি ব্যাখ্যা করো।
গ. তথ্য-১ দ্বারা মধ্যযুগের যে সমাজের কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. তথ্য-২ দ্বারা বাংলার হিন্দু সমাজের সামাজিক অবস্থার প্রতিফলন ঘটেছে- বিশ্লেষণ করো।
৪নং প্রশ্নঃ অনেক দিনের পুরোনো একটি বই পড়ে আবির জানতে পারে এক সময় বাংলার উল্লেখযোগ্য ফসল ছিল ধান, গম, তুলা, পাট, আদা, সরিষা ও ডাল। তখন এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল। কৃষি। চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত। ঐ সময় খুব অল্প পরিমাণ দ্রব্যই বিদেশ থেকে আমদানি করা হতো।
ক. ষাটগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
খ. সতীদাহ প্রথা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. আবির যে বইটি পড়েছিল তাতে বাংলার মধ্যযুগের যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সময়ে বাংলার পণ্য আমদানির চেয়ে রপ্তানিই বেশি হতো- বিশ্লেষণ করো।
৫নং প্রশ্নঃ
সমাজে সুফি ও দরবেশের গুরুত্ব |
শাসকদের উদারতা |
গ্রামীণ জীবনে ধর্মীয় উৎসব হতো |
সাল | নির্মাণ |
১৬৬৩ | ছোট কাটরা |
১৬৭৬ | হোসেনী দালান |
১৬৯০ | লালবাগ কেল্লা |
ক. মধ্যযুগে হিন্দুদের নিকট চরম অধর্ম হিসেবে বিবেচিত হতো কোনটি?
খ. বাংলায় বস্ত্র শিল্পের উৎপাদন বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো।
গ. ছক ‘ক’ দ্বারা মধ্যযুগের কোন সমাজের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ছক ‘খ’-এর শিল্পকীর্তিগুলো মুঘলযুগের স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠ অবদান বক্তব্যটি বিশ্লেষণ করো।
৬নং প্রশ্নঃ আমজাদ সাহেবের গার্মেন্টস-এ যে পোশাক তৈরি হয় সেগুলো তিনি ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন। কারণ বাংলাদেশের পোশাক শিল্পের সুখ্যাতি আছে বিদেশে। তার ভাই সাজ্জাদ গ্রামে বাস করেন, তাই বিভিন্ন কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি করেন। এলাকার ধনী ব্যক্তি হিসেবে তারা দুই ভাই একটি মসজিদ নির্মাণ করেন। যার নির্মাণশৈলী এমন কারুকার্যমণ্ডিত করা হয়েছিল যে বহুদূর থেকেও লোকে মসজিদটি দেখতে আসে এবং এলাকার গৌরব বহন করে।
ক. ‘আকিকা’ কী?
খ. কৃষিকে মধ্যযুগের বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন?
গ. আমজাদ সাহেব ও তার ভাইয়ের কর্মকাণ্ডে মধ্যযুগে বাংলার কোন বৈশিষ্ট্যটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ২য় অনুচ্ছেদে যে স্থাপত্য ও চিত্রকলার প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
৭নং প্রশ্নঃ নেপাল থেকে আসা মদন থাপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে প্রায়ই তার সহপাঠীদের বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। সে মুসলমানদের আকিকা, খতনা, বিয়ে-শাদি ও ধর্মীয় অনুষ্ঠানে যায়। আবার হিন্দুদের জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে বিভিন্ন রীতিনীতি পালন অনুষ্ঠানেও যায়। এ সমস্ত অনুষ্ঠানে খাবার তালিকায় মাছ, মাংস, পোলাও, রেজালা, কাবাব ইত্যাদি থাকে।
ক. ঢাকার হোসেনী দালান কে তৈরি করেন?
খ. মধ্যযুগে বাংলার কৃষিব্যবস্থা কেমন ছিল?
গ. উদ্দীপকে উল্লেখিত অনুষ্ঠানগুলোর সাথে কোন আমলের রীতিনীতির মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আমলে বাংলার অর্থনীতি সমৃদ্ধ ছিল- উক্তিটি মূল্যায়ন করো।
৮নং প্রশ্নঃ রফিক ও শফিক দুই বন্ধু। রফিক বলল, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। শফিক বলল, শুধু কৃষিতেই নয়, বাংলাদেশ পোশাক শিল্পেও বেশ খ্যাতি অর্জন করেছে। তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করেছে।
ক. খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে?
খ. নবাবি আমল বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে রফিকের কথায় মধ্যযুগের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পোশাক শিল্প যেন মধ্যযুগেরই প্রতিচ্ছবি উক্তিটির – তাৎপর্য বিশ্লেষণ করো।
৯নং প্রশ্নঃ দুই বন্ধু রেস্টুরেন্টে বসে গল্প করছিল আর চা পান করছিল। একজনের পরনে রয়েছে পায়জামা, সেরোয়ানি ও পাগড়ি আর অন্যজন পরেছে ধুতি, পাঞ্জাবী ও পাগড়ি।
ক. দাখিল দরওয়াজা কে নির্মাণ করেন?
খ. মধ্যযুগে বাংলার ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে কেন? গ. উদ্দীপকে বাংলার কোন যুগের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সে যুগে বাংলার বস্ত্র শিল্পের খ্যাতি ছিল জগৎজোড়া? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১০নং প্রশ্নঃ দৃশ্যকল্প-১: রোজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। লাইব্রেরিতে সে ইউসুফ-জুলেখা, মনসা মঙ্গল, রসুল বিজয়, শাহনামা প্রভৃতি বইগুলো পড়ে বিস্মিত হলো। তার মধ্যে মনসা মঙ্গল বইটি তাকে বেশি আকর্ষণ করে। কারণ এ সম্পর্কে সে তার দাদা-দাদির কাছ থেকে অনেক গল্প শুনেছে।
দৃশ্যকল্প-২: সাথীর বাবা একজন স্বল্প শিক্ষিত, ব্যক্তি। তিনি গ্রামের মসজিদে ইমামতি করেন। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে। সাথীর পড়াশোনা করার ইচ্ছা থাকলেও এসএসসি পাসের পরেই তার বিয়ে ঠিক করা হয়। তার বাবার মতে মেয়েদের উচ্চ শিক্ষার দরকার নেই। সাথীর বিয়ে উপলক্ষে অনেকেই তাদের বাড়িতে এসেছে এবং সবাই মিলে খুব আনন্দ করছে। বিয়েতে ছেলেরা প্যান্ট-শার্ট এবং মেয়েরা শাড়ি পরবে বলে ঠিক করেছে।
ক. আরবি ও ফারসি ভাষা কীভাবে বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে?
খ. বাংলা সাহিত্যের প্রসারে হুসেন শাহের অবদান ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১-এ মধ্যযুগের কোন দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, দৃশ্যকল্প-২-এ মধ্যযুগে মুসলিম সমাজের সব দিকই ফুটে উঠেছে? তোমার মতামত মূল্যায়ন করো।
প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।