SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় সৃজনশীল

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “প্রাচীন বাংলার জনপদ” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।

১নং প্রশ্নঃ জনাব ইকবাল পৃথিবীর বিভিন্ন জনপদ সম্পর্কে জানতে একটি ইতিহাসের বই ক্রয় করেন। তিনি পাল রাজাদের আমলে যে জনপদটির নামডাক সবচেয়ে বেশি ছিল তার সম্পর্কে অনেক অজানা তথ্য বইটি পড়ে জানতে পারেন। একসময় এটি শশাংকের রাজধানী ছিল। শুধু তাই নয়, শশাংকের পরবর্তীকালে আরও অনেকের রাজধানী ছিল এ প্রাচীন জনপদটি।

ক. ইতিহাসে কিসের ঠাঁই নেই?
খ. ইতিহাসের বিষয়বস্তু ব্যাখ্যা কর।
গ. ইকবাল সাহেবের বইটিতে প্রাচীন বাংলার যে জনপদের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার বর্ণনা দাও।
ঘ. তুমি কি মনে কর, উক্ত জনপদটি একসময় সমগ্র বাংলাদেশকে নিয়েই পরিচিত ছিল? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

২নং প্রশ্নঃ বেনু অতি প্রাচীন এক জনপদের ইতিহাস জানতে তার শিক্ষকের শরণাপন্ন হল। শিক্ষক জনপদটি সম্পর্কে সামান্য একটু হংকার প্রদান করে বললেন, এটি ছিল মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী, গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকেই এ জনপদ বলা হতো। তবে শিক্ষক বেনুকে আরেকটি জনপদেরও কিছু তথ্য প্রদান করেন যার ধ্বংসাবশেষ বগুড়া থেকে সাত মাইল দূরে অবস্থিত। প্রাচীন সভ্যতা ও নিদর্শনের দিক দিয়ে এ জনপদই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।

ক. কোন জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত?
খ. তাম্রলিপ্ত জনপদের বর্ণনা দাও।
গ. বেনু যে জনপদটি সম্পর্কে শিক্ষকের কাছে জানতে চেয়েছিল তার পরিচয় ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষক বেনুকে প্রাচীন বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ জনপদের যে তথ্য প্রদান করেছেন সে সম্পর্কে তোমার মতামত দাও।

৩নং প্রশ্নঃ কুতুবউদ্দিন ৯ম শ্রেণির ছাত্র। সে তার স্কুলের শিক্ষাসফরে জাফলং ভ্রমণে যায়। শিক্ষক মোতালেব সাহেব তাকে জানায় জাফলং অঞ্চলটি একসময় নামকরা এক জনপদের অন্তর্ভুক্ত ছিল। তবে অনেক ঐতিহাসিক চট্টগ্রামকেও এ জনপদের অংশ বলে মনে করে। তবে একথা সত্যি যে সপ্তম ও অষ্টম শতক হতে দশম ও একাদশ শতক পর্যন্ত এটি একটি স্বতন্ত্র রাজ্য ছিল। কুতুবউদ্দিন ও তার বন্ধুরা পরবর্তী বছরে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল ভ্রমণে আগ্রহী হয়।

ক. বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
খ. গৌড় জনপদের পরিচয় দাও।
গ. শিক্ষক মোতালেব সাহেব যে জনপদের বর্ণনা দিয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, কুতুবউদ্দীন ও তার বন্ধুরা আগামী বছর প্রাচীন সমতট অঞ্চলে ভ্রমণে আগ্রহী? মতামতের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।

৪নং প্রশ্নঃ একসময় বাউল শিল্পী ইয়াকুব সরকার বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে গান গেয়ে বাংলার সংস্কৃতির বিস্তার ঘটাত। কিন্তু পরবর্তীকালে তিনি পরিবারের অন্যদের সাথে ব্যবসার উদ্দেশ্যে খুলনা, বরিশাল ও পটুয়াখালী বিভিন্ন হাট- বাজারে মৌসুমি ফলের ব্যবসায় আত্মনিয়োগ করেন। শিল্পী ইয়াকুব সরকার তার ভ্রমণকাহিনী নিয়ে একটি বইও রচনা করেন যা বাউল শিল্পীদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

ক. সম্রাট অশোকের রাজত্বকাল শুরু হয় খ্রিস্টপূর্ব কত অব্দে?
খ. “প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুত্র”- ব্যাখ্যা কর।
গ. ইয়াকুব সরকার প্রাচীন বাংলার যে জনপদে গান গাইত সে জনপদের পরিচয় দাও।
ঘ. “ইয়াকুব সরকার যে অঞ্চলে ব্যবসায় করেছেন তাহল প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ”- বিশ্লেষণ কর।

৫নং প্রশ্নঃ

বক্স -ক বক্স -খ
১. বিক্রমপুর
২. নাব্য
১. মেদেনিপুর জেলার তমলুক
২. হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থল
৩. দন্ডভুক্তি

ক. কোন বিষয়ক আলোচনায় যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
খ. চন্দ্রদ্বীপ জনপদের পরিচয় দাও।
গ. বক্স ক-এর অঞ্চলগুলো যে জনপদের সাথে সম্পৃক্ত তার ব্যাখ্যা দাও।
ঘ. তুমি কি মনে কর, বক্স খ-এর অঞ্চলগুলো বরেন্দ্র অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত? মতামতের সপক্ষে যুক্তি দাও।

৬নং প্রশ্নঃ বিবি তার বার্ষিক পরীক্ষা শেষে পরিবারের সবার সাথে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে যায়। তারা সেখানে জাদুঘরে প্রাচীন অনেক নিদর্শন দেখতে পায়। বিবির বাবা বললেন যে, এই অঞ্চলটি প্রাচীন একটি জনপদের অংশ। বিবিরি খালাতো ভাই বলে যে, আমি বরেন্দ্র এলাকায় গিয়েছিলাম। এটি বরেন্দ্র জনপদের অন্তর্গত নয়।

ক. শশাঙ্ক এবং পাল রাজারা তাদের কী বলে পরিচয় দিতেন?
খ. জনপদ বলতে কী বোঝায়?
গ. বিবির বাবা কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন? নিরূপণ কর।
ঘ. উদ্দীপকে বিবির খালাতো ভাইয়ের কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।

৭নং প্রশ্নঃ আফরিন টিভিতে ‘দাদাগিরি’ অনুষ্ঠান দেখছে। সেখানে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। আফরিনের দাদা বললেন যে, এসব অঞ্চল প্রাচীন একটি জনপদের অংশ ছিল। যশোর সকলেরি বালিকা উচ্চ বিদ্যাদয়।

ক. শশাকের রাজধানী কোথায় ছিল?
খ. প্রাচীন জনপদগুলোর পরিচয় কীভাবে জানা যায়?
গ. আফরিনের সাদা প্রাচীন কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন? বর্ণনা কর।
ঘ. আফরিনের দাদা প্রাচীন যে জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে- কথাটি বিশ্লেষণ কর।

৮নং প্রশ্নঃ দৃশ্যপট-১: শুভ মামার সাথে জাতীয় যাদুঘরে যায়। সে যাদুঘরে প্রাচীন বাংলার জনপদের একটি মানচিত্র দেখতে পায়। মানচিত্রে সে এমন একটি উল্লেখযোগ্য জনপদ দেখতে পায়, যেটি গঙ্গা-ভাগীরথী নদীর তীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত।

দৃশ্যপট-২: শান্ত বাবাকে নিয়ে সুন্দরবন দেখতে যায়। সে সুন্দরবন থেকে পটুয়াখালীতে যায়। সেখানে সে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখে। সেই স্থানের নিচু জলাভূমিতে পরিযায়ী পাখির বিচরণ দেখে সে মুগ্ধ হয়। অপরদিকে, সোহাগ তার বন্ধুদের নিয়ে শিক্ষা সফরে স্কুল থেকে বগুড়া যায়। সে সেখানে বড় বড় শিলালিপি দেখে।

ক. জনপদ কাকে বলে?
খ. জলবায়ু জনগণের জীবনযাপনের ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে?
গ. শুভর যাদুঘরে দেখা মানচিত্রে নির্দেশিত জনপদটি ব্যাখ্যা করো।
ঘ. শান্ত ও সোহাগের উল্লেখিত স্থানগুলোতে দেখা জনপদের মধ্যে কোনটি প্রাচীন বাংলার নিদর্শনকে সমৃদ্ধ করেছে? তোমার মতামত বিশ্লেষণ করো।

৯নং প্রশ্নঃ সবুজ সাহেব তার মেয়ে উষ্ণকে নিয়ে শীতের ছুটিতে বগুড়া ও দিনাজপুর বেড়াতে যান। তিনি মেয়েকে বলেন, অতীতে এসব এলাকা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এদিকে লাবনী তার মামার সাথে কুয়াকাটা বেড়াতে যায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ হন। মামা লাবনীকে বলেন, বাংলাদেশের এই অঞ্চল একসময় খুব শক্তিশালী ছিল।

ক. তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত?
খ. গৌড় জনপদের বিবরণ দাও।
গ. উদ্দীপকে সবুজ সাহেবের দেখা স্থানগুলো কোন জনপদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. লাবনীর দেখা কুয়াকাটায় প্রাচীন বাংলার কোন জনপদের চিত্র ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।

১০নং প্রশ্নঃ এক সময় বাউল গায়ক আনিস আলী ব্যাপারী বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় গান গেয়ে বাংলার সংস্কৃতির বিস্তরণ, ঘটাত। কিন্তু পরবর্তী সময়ে তিনি পরিবারের প্রয়োজনে খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন হাট-বাজারে মৌসুমি ফলের ব্যবসায় মনোযোগ দেন। শিল্পী আনিস আলী ব্যাপারী তার ভ্রমণ কাহিনীর উপর একটি বইও রচনা করেন যা বাউল শিল্পীদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

ক. কোন অঞ্চলটি আর্দ্র নিম্নভূমি?
খ. বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড’- ব্যাখ্যা দাও।
গ. বাউল গায়ক আনিস আলী ব্যাপারী যে জনপদে গান গাইত সে জনপদের বর্ণনা দাও।
ঘ. বাউল গায়ক আনিস আলী ব্যাপারী যে অঞ্চলে ব্যবসা করেছেন সেটির সাথে প্রাচীন কোন জনপদের মিল আছে তা বিশ্লেষণ করো।

প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment