যারা একটা ওয়েবসাইট তৈরি করেছেন এবং সেখানে নিয়মিত লেখালেখি (ব্লগিং) করেন। তাদের জন্য ১০টি প্রয়োজনীয় অনলাইন ব্লগিং টুল সম্পর্কে জানাবো। এই টুলগুলো আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনার কাজে আসবে।
দৈনন্দিন জীবনে যেমন আমাদের জন্য গুম খুব বেশি প্রয়োজন, তেমনি যারা ব্লগিং করেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ টুলগুলো খুবই প্রয়োজন। অনলাইন ব্লগিং টুল আপনার বেশ কাজে আসবে। এই ১০টি টুলের কাজ আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই টুলস গুলোর ব্যবহার জানলে সত্যিই অবাক হবেন। এই টুলস গুলো আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলোকে গুগলের প্রথম পেজে আনতে সহায়তা করবে।
এই টুলস গুলোর মাধ্যমে আপনার আর্টিকেলের কোয়ালিটি এবং মানসম্মত আর্টিকেল হয়েছে কিনা এবং ফিচার ইমেজ সহ বিভিন্ন কাজের সহায়তা করবে। অনলাইন ব্লগিং টুল রয়েছে কয়েক মিলিয়ন তবে তার মধ্যে অনেক সময় আমাদের প্রয়োজনীয় টুলগুলো খুজে পেতে আমাদের কষ্ট হয়, আর তারি তারা ভাই কোথায় আপনাদের জন্য বেস্ট কয়েকটি টুল সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করা আজকের আর্টিকেল।
১. গুগল কিওয়ার্ড প্লানার (Google Keyword Planar)
আপনি যদি নিয়মিত লেখালেখি করেন তাহলে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অবশ্যই আপনার অভিজ্ঞতা অথবা আইডিয়া রয়েছে। মূলত কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগল কিওয়ার্ড প্লানার (Google Keyword Planar) প্রয়োজন হয়ে থাকে। “গুগল কিওয়ার্ড প্লানার টুলস” আপনাকে আপনার কি ওয়ার্ড রিচার্জ করতে অনেক বেশি সহযোগিতা করবে।
যেমন-আপনার কাঙ্খিত কিওয়ার্ড পেতে আপনাকে সহযোগিতা করবে, আপনার টার্গেটকৃত দেশ থেকে আপনাকে কিওয়ার্ড খুঁজে নিতে সহায়তা করবে, আপনার কি ওয়ার্ডের সার্চ ব্যালু সহ কিওয়ার্ডের যাবতীয় ইনফরমেশন ফ্রিতে দেখার সুযোগ দিবে। যা অন্য কোন টুলস এর মাধ্যমে আপনি দেখতে পারবেন না। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটি অন্যতম।
গুগল কিওয়ার্ড প্লানার (Google Keyword Planar) অনলাইন ব্লগিং টুল হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই টুলস আপনি গুগল থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারেন। একটু সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভূগোল অথবা ইউটিউব এর সহায়তা নিতে পারেন। এত বেশি জনপ্রিয় একটি টুল সম্পর্কে হয়তো লিখে শেষ করা সম্ভব নয়। অনলাইন ব্লগিং টুল প্রয়োজনের ক্ষেত্রে এটি ১ নাম্বার দখল করে থাকবে।
২. ক্যানভা (Canva)
ক্যানভা (Canva) অন্যতম জনপ্রিয় একটি টুল। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটি অন্যতম। আপনি যদি আপনার ব্লগ সাইটের জন্য একটি এট্রাক্টিভ লোগো, ফিচার ইমেজ, থাম্বনেল সহ বিভিন্ন ডিজাইন নিজেই তৈরি করতে চান সেক্ষেত্রে ক্যানভা (Canva) আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এটি এমন একটি টুল যা আপনার ব্লগিং করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করে থাকবে।
অনলাইন ব্লগিং টুল যতগুলো রয়েছে তার মধ্যে এটি খুবই জনপ্রিয়। আপনি যদি ক্যানভা (Canva) প্রিমিয়াম এক্সেস পেতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে লাইফ টাইম এর জন্য প্রিমিয়াম এক্সেস প্রোভাইড করব অল্প টাকার বিনিময়ে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।
ক্যানভা (Canva) অনলাইন ব্লগিং টুল যে কতটা গুরুত্বপূর্ণ ব্লগিং করার ক্ষেত্রে তা হয়তো সবার ধারণা থাকে না। ক্যানভা (Canva) এর মধ্যে রয়েছে কয়েক মিলিয়ন প্রজেক্ট যা আপনি প্রিমিয়াম ফিচারে পেয়ে যাবেন। শুধু তাই নয় আপনার পছন্দমত লেআউট ইমেজ গ্রাফসহ বিভিন্ন ফরমেট রয়েছে এখানে। ক্যানভা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইউটিউব অথবা গুগলের সহায়তা নিতে পারেন।
৩. জিটিম্যাট্রিক্স (Gtmetrix)
প্রয়োজনীয় যতগুলো টুলস রয়েছে তার মধ্যে অন্যতম একটি টুলস হচ্ছে জিটিম্যাট্রিক্স (Gtmetrix) টুলস। এই টুলস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড সহ বিভিন্ন ত্রুটি সম্পর্কে। আপনি হয়তো জানবেন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যতটা কম হবে ততটা কম সময়ে আপনার ওয়েবসাইট লোড হবে।
অনলাইন ব্লগিং টুল জগতে এটি অন্যতম ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে এই টুলস এর ব্যবহার প্রত্যেক দিন কয়েক মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। জেনে অবাক হবেন যে এই টুলস দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সুন্দরভাবে অডিট করতে পারবেন। স্লো লোডিং ওয়েবসাইট কখনো গুগলের প্রথম পেইজে পাওয়া যায় না অথবা গুগল কখনো এই ধরনের ওয়েবসাইটকে প্রায়োরিটি দিয়ে থাকে না।
অনলাইন ব্লগিং টুল যেগুলো রয়েছে তার মধ্যে ওয়েবসাইট স্পিড চেকারের জন্য এটি বর্তমানে অন্যতম একটি টুল। আপনার ওয়েবসাইটের (URL) ডোমেইন নাম জিটিম্যাট্রিক্স (Gtmetrix) বক্সে দিলেই তারা কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েবসাইটের সকল ত্রুটি এবং পারফরমেন্স যুক্ত সবকিছুই দেখাবে। এতে করে আপনি আপনার ওয়েবসাইটের কাঙ্ক্ষিত ত্রুটি এবং ভালো দিকগুলো সম্পর্কে অবগত হবেন।
৪. কমপ্রেস ইমেজ (Compress JPeg)
ব্লগিং লাইফে অন্যতম একটি টুল হচ্ছে কমপ্রেস ইমেজ (Compress JPeg) এটির মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ছবিকে কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে নিয়ে আসতে পারবেন। সাইজ কমানোর ফলে আপনার ওয়েব পেজ দ্রুত লোড হবে এবং গুগল এই পেজটিকে বেশি প্রধান্য দিয়ে থাকবেন। গুগলের রেংক সম্পর্কে আশাকরি ইতিমধ্যে আপনি অবগত।
অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে কমপ্রেস ইমেজ (Compress JPeg) যে অন্যতম তা বিশ্বাস করতেই হবে। বিভিন্ন সময় আমরা আর্টিকেলের মধ্যে অনেক ধরনের ফটো (Image) ব্যবহার করে থাকি, আর এই ইমেজগুলো যদি অতিরিক্ত সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই ওয়েব পেজ লোডিং হতে অনেক সময় লেগে যেতে পারে। এজন্য মূলত কমপ্রেস ইমেজ (Compress JPeg) টুলস আমাদের সহায়তা করবে।
আর্টিকেল গুগলের প্রথম পেজে নেয়ার জন্য যেমন কোয়ালিটি ফুল করতে হয় তেমনি পিকচার কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমাতে এই টূল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং এই সহযোগিতা আপনি এই টুল থেকে ফ্রিতেই সংগ্রহ করতে পারবেন। যাতে আপনার এই ওয়েব পেইজ শ্লো না হয় সেজন্য এই টুলস থেকে আপনি আপনার কাঙ্খিত ইমেজ কম্প্রেস করে নিতে পারবেন।
৫. গুগল ট্রান্সলেটর (Google Translate)
হয়তো এইট টুস্টির সাথে অনেকেই আমরা পরিচিত তবে পুরোপুরি ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই অবগত না। গুগল ট্রান্সলেটর (Google Translate) অনলাইন ব্লগিং টুল খুবই জনপ্রিয়তা পেয়েছে কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনকে ঘুরিয়ে দিয়েছে। আপনি পৃথিবীর কোথাও কোনো ভাষা নিয়ে সংস্কার পড়লে সাথে সাথে google ট্রান্সলেট আপনাকে সহযোগিতা করবে এবং তা একদম ফ্রিতে।
গুগল ট্রান্সলেটর ‘Google Translate’ ব্যবহার করার জন্য কোন প্রকার একাউন্ট করতে হয় না। কেবলমাত্র আপনার একটি জিমেইল একাউন্ট থাকলেই আপনি আরো ফিচার পেয়ে যাবেন যা একটি জিমেইল একাউন্ট না থাকলে পাওয়া যায় না। অনলাইন ব্লগিং টুল জগতে এটি বেশ সারা ফেলেছে এবং খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
পৃথিবীতে চলমান সবগুলো ভাষা খুব অল্প সময়ের মধ্যে ইন্টারনেট কানেকশন যুক্ত আছে এমন ডিভাইস দ্বারা কনভার্ট করা যায় আপনার কাঙ্খিত ভাষায়। শুধু ভাষা নয় আপনি কোন ওয়েবসাইট আপনার নিজের ভাষায় করে ফেলতে পারবেন কয়েক মুহূর্ত। এছাড়াও কোন ছবির লেখাগুলোকে আরো সহজে কনভার্ট করতে পারবেন এখানে।
অর্থাৎ এখানে এত এত সুবিধা রয়েছে যা বলে বুঝানো অনেকটা কষ্টসাধ্য বটে। যারা ইতোমধ্যে গুগল ট্রান্সলেটর (Google Translate) সম্পর্কে জানেন তারাও একটু ঘাঁটাঘাটি করে দেখুন এখানে অসংখ্য ফিচার রয়েছে যা প্রিমিয়াম ফিচার এর থেকেও বেশি যদিও এই গুগল ট্রান্সলেটর ফ্রিতে ইউজ করতে পারবে গুগলের যেকোনো অনুসারী।
৬. ক্যোরা (Quora)
অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট/ টুল হচ্ছে ক্যোরা (Quora)। এই ওয়েবসাইটে বাংলা ভাষায় প্রশ্ন উত্তর সিস্টেম রয়েছে। আপনি যে কোন টপিকের প্রশ্ন এখানে লিখে থাকলে সেই টপিকে উত্তর দিবেন অন্য কেউ যারা এই প্রশ্নের উত্তর জানেন। অনলাইন ব্লগিং টুল জগতে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে।
এখানে যেহেতু প্রশ্ন উত্তর ওয়েবসাইট সো আপনার লাভ কি? আপনি যদি কারো প্রশ্নের উত্তর দিয়ে আপনার ওয়েবসাইটের কাঙ্ক্ষিত আর্টিকেল লিংক প্রেজেন্ট করে থাকেন সেক্ষেত্রে ওই প্রশ্ন সার্চ করে অথবা ওই প্রশ্নের মাধ্যমে আপনার আর্টিকেলটি দেখতে পারবে অনেকেই। এতে করে নিয়মিত আপনার আর্টিকেল গুগলের প্রথম পেইজে আসবে এবং আপনি পাবেন ট্রাফিক।
অনলাইন ব্লগিং টুল জগতে ক্যোরা (Quora) বেশ ভালো একটি ওয়েবসাইট। ব্লগিংসহ বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে এখানে জিজ্ঞাসা/ প্রশ্ন করতে পারেন। এখানে আপনাকে অনেকে উত্তর দিবেন এবং সেই উত্তরের সাথে দেখবেন নিচে লিঙ্ক দেয়া রয়েছে যা যিনি উত্তর দিয়েছেন তার ওয়েবসাইট লিংক। অর্থাৎ এখান থেকেও একটি ব্যাকলিংক তৈরি হয়ে যায়।
৭. পিক্সাবে (Pixabay)
জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এরকম অন্য একটি ওয়েবসাইট হচ্ছে পিক্সাবে (Pixabay)। অনলাইন ব্লগিং টুল হিসেবে একটি সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে পলিটেক এবং কোয়ালিটি সম্পন্ন একটি পিকচার বেছে নেওয়া। এই ওয়েবসাইট থেকে আপনি কপিরাইট ঝামেলা ছাড়াই একটি অর্গানিক পিকচার বেছে নিতে পারবেন আপনার ব্লগিং করার জন্য।
এছাড়াও যারা ইনফরমেশনাল ভিডিও তৈরি করেন তারা অনলাইন ব্লগিং টুল পিক্সাবে (Pixabay) থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইট আপনাকে ফ্রিতেই এ ধরনের ভিডিও ফুটেজ এবং কোয়ালিটি সম্পন্ন পিকচার প্রোভাইড করে থাকেন।
ইনফরমেশনাল ভিডিওগুলো তৈরীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফরমেশনাল ভিডিও ক্লিপ প্রয়োজন হয়ে থাকে আর সেই ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পিক্সাবে (Pixabay) আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করবে। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটি সেরা একটি ওয়েবসাইট। একইভাবে আপনি চাইলে এই ওয়েবসাইটে আপনার ফটোগ্রাফি করা ছবি গুলো আপলোড করতে পারবেন।
৮. ট্যানিপিএনজি (Tinypng)
নামটা একটু অদ্ভুত তাই না? ট্যানিপিএনজি (Tinypng) শুনতে অন্যরকম লাগলেও এই ওয়েবসাইট আপনাকে দিচ্ছে আকর্ষণীয় একটি ফ্রি সার্ভিস। যদিও একই ওয়েবসাইট নিয়ে উপরে আরো একটি বিষয় শেয়ার করা হয়েছে। অনলাইন ব্লগিং টুল জগতে এটি বেশ সারা ফেলেছে। ট্যানিপিএনজি (Tinypng) দিয়ে আপনি আপনার কাঙ্খিত পিকচার কে খুব সহজেই কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমাতে পারবেন।
এখানে রয়েছে দুটি ভার্সন: প্রিমিয়াম এবং ফ্রি। ফ্রি ভার্সনে আপনি চাইলে একই সাথে ২০টি ইমেজ আপলোড করতে পারবেন যা সর্বোচ্চ ৫ মেগাবাইট (5MB) হতে হবে। এবার আপনি কিছুক্ষণ ওয়েট করুন আর আপনার কাঙ্খিত পিকচার গুলো দেখুন যে কত নিখুঁতভাবে কোয়ালিটি ঠিক রেখে সাইজগুলো কমিয়ে দিয়েছে।
অনলাইন ব্লগিং টুল জগতে ট্যানিপিএনজি (Tinypng) অন্যরকম সারা ফেলেছে। তবে এই টুলস ব্যবহার করার ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন ট্রাই করতে পারেন এতে আপনি আরও বেশি সুবিধা পাবেন। একই সাথে এই ওয়েবসাইট থেকে আপনি ‘API’ সংগ্রহ করতে পারেন এতে অন্যান্য ওয়েব সাইটে একই সিস্টেম তৈরি করতে পারবেন। তবে এটি যে খুবই জনপ্রিয় এবং সুন্দর একটি মাধ্যম তা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে।
৯.পিন্টারেস্ট (Pinterest)
হ্যাঁ, আপনি হয়তো পিন্টারেস্ট (Pinterest) ওয়েবসাইট চিনে থাকবেন তবে এটির কাজ সম্পর্কে অনেকেই জানেনা। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটিও অন্যতম ভূমিকা পালন করে। পিন্টারেস্ট আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আর্ন করতে সাহায্য করে। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটি অন্যতম হওয়ার কারণই হচ্ছে এটি যে আপনাকে তারা ট্রাফিক দিয়ে থাকবে।
পিন্টারেস্ট (Pinterest) থেকে ট্রাফিক পর উপায় হচ্ছে: আপনার প্রকাশিত আর্টিকেলটি সঠিকভাবে পিন্টারেস্ট (Pinterest) ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে শেয়ার করুন। এবার এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখবেন আপনার ইন্টারেস্ট থেকে শেয়ার করা এই আর্টিকেলটি সবার আগেই আসছে গুগলে।
মজার ব্যাপার হচ্ছে, পিন্টারেস্ট (Pinterest) আপনি ফ্রিতেই অসংখ্য ট্রাফিক পেতে পারেন তাও অর্গানিক। অনলাইন ব্লগিং টুল এর মধ্যে এটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। পিন্টারেস্ট (Pinterest) ব্যবহারকারীরা হয়তো জানবেন এটি ব্যবহার করার ফলে নিয়মিত তার ওয়েবসাইটে ট্রাফিক বেড়ে যাচ্ছে এবং তিনি তার সঠিক মাধ্যমে পৌঁছতে পারছে।
১০. টুইটার (Twitter)
যদিও টুইটার (Twitter) একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, তবে আপনাকে প্রচুর ট্রাফিক পেতে এই ওয়েবসাইট সহায়তা করবে। এক্ষেত্রে টুইটারে আপনার একটি একাউন্ট থাকতে হবে। এবং নিয়মিত সেখানে আপনার হেল্পফুল পোস্টগুলো শেয়ার করার ফলে টুইটার থেকেও আপনি পেতে পারেন কাঙ্খিত ট্রাফিক। অনলাইন ব্লগিং টুল গুলোর মধ্যে এটিও অন্যতম।
অনলাইন ব্লগিং টুল জগতে টুইটার (Twitter) যে পিছিয়ে নেই তা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আপনি চাইলে আপনার একাউন্ট প্রমোট করে নিয়মিত ফলোয়ার্স বাড়াতে পারেন। টাকার বিনিময়ে আপনি পেতে পারেন ‘Blue Badge’ যা আপনার একাউন্টে আরো বেশি কোয়ালিটি সম্পূর্ণ এবং পপুলারিটি পাইয়ে দিবে। এজন্য নিয়মিত টুইটারের সাথে কানেক্ট থাকুন।
টুইটার (Twitter) অ্যাকাউন্ট করা অনেকটাই সহজ ব্যাপার তাই ফেসবুকে যেমন আপনাকে অ্যাকাউন্ট রয়েছে ঠিক তেমনি টুইটারেও আপনার একটি একাউন্ট থাকা জরুরি। অনলাইন ব্লগিং টুল ব্যবহারের ক্ষেত্রে টুইটার অন্যতম ভূমিকা পালন করবে। টুইটার একাউন্ট হতে পারে আপনার ওয়েবসাইট অথবা আপনার নিজের নামে।
শেষ কথা
অনলাইন ব্লগিং টুল আমাদের সবার প্রয়োজন হয় বিশেষ করে যারা ব্লগিং করি। এক্ষেত্রে এই টুল গুলো আপনি ফ্রিতে সংগ্রহ করে রাখতে পারেন। ইতোমধ্যে আমরা ১০টি গুরুত্বপূর্ণ জনপ্রিয় টুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। যারা নিয়মিত লেখালেখি করেন এবং নিজের লেখাকে গুগলের প্রথম পেইজে রাখতে আগ্রহী তাদের জন্য এই টুলগুলো অনেক বেশি সহযোগী হবে।
আসলে প্রত্যেকটা বিষয়ের উপর অসংখ্য টুলস রয়েছে এগুলোর মধ্য থেকে আপনার সঠিক টুল খুজে বের করে একটু কষ্টসাধ্য বটে আর সেই কষ্ট স্বল্পতা দূর করতেই আমরা আজকে আর্টিকেলটি তৈরি করেছি। অনলাইন ব্লগিং টুল সম্পর্কে ইতিমধ্যে আপনি যদি জেনে থাকেন তাহলেও কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে পারেন। আর যদি আপনি এই টুলস গুলো সম্পর্কে নতুন জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার মতামত শেয়ার করুন।
অনলাইন ব্লগিং টুল কতটা প্রয়োজনীয়তা একজন সাকসেস ব্লগার জানবে। কারণ তার সাকসেসফুল হওয়ার পিছনে রয়েছে অসংখ্য ওয়েবসাইট এবং অসংখ্য টুলের সহায়তা। আপনার ওয়েবসাইটের অডিট আর্টিকেল অডিট ইমেজ অডিট সবকিছুই আপনি এখন টুল ব্যবহার করে জানতে পারবেন। বিঃদ্রঃ আপনার প্রয়োজন এমন টুলের নাম লিখে আমাদের আর্টিকেলের নিচে কমেন্ট করুন আমরা আপনার নিকট পৌঁছে দিব।