নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ : দুযোগের সাথে বসবাস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১. বাংলাদেশের ঋতুচক্রের কোন ঋতু সংকুচিত হয়ে আসছে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
● শীত
ঘ. বসন্ত

২. নদীমাতৃক বাংলাদেশে জলবায়ুর স্বাভাবিক প্রভাব কোনটি?
● বন্যা
খ. খরা
গ. টর্নেডো
ঘ. নদীভাঙন

৩. সাম্প্রতিককালে অসময়ে বন্যা হওয়ার কারণ কী?
ক. ভূপ্রাকৃতিক কারণ
খ. নদীভাঙন
● জলবায়ুর পরিবর্তন
ঘ. নদীর নাব্যতা হ্রাস

৪. বিগত তিন দশকে পদ্মা, মেঘনা ও যমুনাতে কত হেক্টর জমি বিলীন হয়ে গেছে?
ক. ১,৬০,০০০
খ. ১,৭০,০০০
● ১,৮০,০০০
ঘ. ১,৯০,০০০

৫. বাংলাদেশে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কোনটি?
● খরা
খ. বৃষ্টিপাত
গ. ঝড়
ঘ. কালবৈশাখী

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৬. দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপোযোগী হয়ে পড়েছে?
ক. ১,৮০,০০০
খ. ৪,৩০,০০০
গ. ৬,৮০,০০০
● ৮,৩০,০০০

৭. বিগত ৫০ বছরে সেন্টমার্টিন দ্বীপের কত শতাংশ প্রবাল বিলীন হয়ে গেছে?
ক. ৫০%
খ. ৬০%
● ৭০%
ঘ. ৮০%

৮. রোগ-জীবাণু জন্মানোর জন্য সহায়ক তাপমাত্রা কত?
ক. ৩০° সে.
● ৩৫° সে.
গ. ৪০° সে.
ঘ. ৪৫° সে.

৯. জলবায়ু পরিবর্তনের ফলে কোন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়?
ক. এইডস
খ. ডায়রিয়া
● অ্যানথ্রাক্স
ঘ. কলেরা

১০. বাংলাদেশের ঋতুচক্র পরিবর্তনের কারণ কোনটি?
ক. আবহাওয়ার পরিবর্তন
● জলবায়ুর পরিবর্তন
গ. ভৌগোলিক পরিবর্তন
ঘ. ভূপ্রাকৃতিক পরিবর্তন

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১১. জলবায়ু পরিবর্তনের কারণে ২১০০ সালের মধ্যে খাদ্য উৎপাদন হ্রাস পাবে?
● ৩০%
খ. ৪০%
গ. ৫০%
ঘ. ৬০%

১২. আষাঢ় ও শ্রাবণ ছাড়াও বর্তমানে অন্য কোন মাসে ভারী বর্ষণ দেখা যাচ্ছে?
ক. ভার্চু
● আশ্বিন
গ. কার্তিক
ঘ. অগ্রহায়ণ

১৩. কোন প্রাকৃতিক দুর্যোগটি বাংলাদেশের জন্য অনেকাংশেই দরকারি?
ক. খরা
● বন্যা
গ. নদীভাঙন
ঘ. টর্নেডো

১৪. কোন মাসের বৃষ্টি বাংলাদেশে অসময়ে বন্যার কারণ?
ক. আষাঢ়
খ. শ্রাবণ
গ. ভাদ্র
● আশ্বিন

১৫. বাংলাদেশের কোন অঞ্চলে শীতকালে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে?
ক. দক্ষিণাঞ্চলে
● উত্তরাঞ্চলে
গ. দক্ষিণ পশ্চিমাঞ্চলে
ঘ. উত্তর পূর্বাঞ্চলে

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১৬. কোনটি বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলবে?
ক. বন্যা
খ. ঝড়
● তাপমাত্রা বৃদ্ধি
ঘ. সাইক্লোন

১৭. কোন দুর্যোগটি বাংলাদেশের জন্য দরকারি?
● বন্যা
খ. খরা
গ. টর্নেডো
ঘ. নদীভাঙন

১৮. বন্যার উপকারী দিক কোনটি?
ক. ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়
● জমিতে পলি পড়ে বলে জমির উর্বরতা বাড়ে
গ. বন্যা পরবর্তীতে নতুন গাছ জন্মায়
ঘ. অনেক নতুন ঘরবাড়ি দেখা যায়

১৯. নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা দেওয়াকে কী বলে?
ক. নদী নিয়ন্ত্রণ
খ. নদী প্রতিরোধ
● নদী শাসন
ঘ. নদী মেরামত

২০. কোনটি বাংলাদেশের জন্য স্বাভাবিক ঘটনা,?
● নদীভাঙন
খ. টর্নেডো
গ. জলোচ্ছ্বাস
ঘ. ঘূর্ণিঝড়

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

২১. বাংলাদেশে কোন সময়ে ভয়াবহ খরা হয়েছিল?
ক. ১৯৭১-১৯৭২ সালে
খ. ১৯৭৪-১৯৭৫ সালে
● ১৯৭৮-১৯৭৯ সালে
ঘ. ১৯৮২-১৯৮৩ সালে

২২. জলবায়ুজনিত কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের কত অংশ তলিয়ে যাবে?
● এক-তৃতীয়াংশ
খ. এক-চতুর্থাংশ
গ. এক-পঞ্চমাংশ
ঘ. অর্ধেক

২৩. বাংলাদেশের কোন অঞ্চলের জমি লবণাক্ত হয়ে কৃষির অনুপোযোগী হয়ে গেছে?
ক. উত্তর-পশ্চিম
খ. উত্তর-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
ঘ. দক্ষিণ-পূর্ব

২৪. ২০৫০ সাল নাগাদ চাল ও গমের উৎপাদন যথাক্রমে শতকরা কত হ্রাস পাবে?
● ৮.৮% ও ৩২%
খ. ১০%  ও ৩২%
গ. ৮.৮% ও ৩৪%
ঘ. ১৫% ও ৩৫%

২৫. দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের কত শতাংশ কৃষি জমি লবণাক্ততার শিকার হয়ে গেছে?
ক. ১০%
খ. ১১%
গ. ১২%
● ১৩%

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

২৬. ২০৫০ সাল নাগাদ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলের শতাংশ কৃষি জমি লবণাক্ততার শিকার হবে?
ক. ১৩%
● ১৬%
গ. ১৮%
ঘ. ২০%

২৭. সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি. বৃদ্ধি পেলে সুন্দরবনের কত শতাংশ তলিয়ে যাবে?
ক. ৪৫%
খ. ৫৫%
গ. ৬৬%
● ৭৫%

২৮. সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা কত?
ক. ২০-২৪°
● ২২-২৮°
গ. ২৪-৩০°
ঘ. ২৪-৩২°

২৯. মাছ সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেঁচে থাকতে পারে?
ক. ২৬°
খ. ২৭°
গ. ২৮°
● ৩২°

৩০. বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে?
ক. রংপুর
● সিরাজগঞ্জ
গ. দিনাজপুর
ঘ. ময়মনসিংহ

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৩১. জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা কোনটি?
ক. Green Peace
খ. GSB
● IPCC
ঘ. UN

৩২. নিচের কোনটি IPCC এর পূর্ণরূপ?
ক. Intergovernmental Panel on Climate
● Change. Intergovernmental Population Climate Change.
গ. Intergovermental Population Change Climate.
ঘ. Intergovernmental Panel Crust Climate.

৩৩. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে?
● ০.৭° সেলসিয়াস
খ. ০.৯° সেলসিয়াস
গ. ০.৮° সেলসিয়াস
ঘ. ৯.১° সেলসিয়াস

৩৪. ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত সেলসিয়াস বৃদ্ধি পাবে?
● ১.১°-৬.৪°
খ. ২.১-৭.৪°
গ. ২.১°-৮.১°
ঘ. ২.৩°-৬.৪°

৩৫. ২০৮০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত সে.মি. হতে পারে?
ক. ৩০
খ. ৩২
● ৩৪
ঘ. ৩৬

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৩৬. ১৯৬১-২০০৩ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে?
ক. ১ মিলিমিটার
খ. ১.৫ মিলিমিটার
● ০.১৮ মিলিমিটার
ঘ. ২ মিলিমিটার

৩৭. বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত?
ক. ৫ বিলিয়ন
খ. ৬ বিলিয়ন
● ৭ বিলিয়ন
ঘ. ৮ বিলিয়ন

৩৮. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে?
ক. ৭ বিলিয়ন
খ. ৯ বিলিয়ন
গ. ৮ বিলিয়ন
● ১০ বিলিয়ন

৩৯. ২০১০-১১ সালে বাংলাদেশে মোট উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
ক. প্রায় ১০ মিলিয়ন মেট্রিক টন
খ. প্রায় ২০ মিলিয়ন মেট্রিক টন
গ. প্রায় ৩০ মিলিয়ন মেট্রিক টন
● প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন

৪০. জনসংখ্যা কমে যাওয়ার পেছনে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কোনটির?
ক. জন্মহার
খ. মৃত্যুহার
● বহিরাগমন
ঘ. বহির্গমন

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৪১. পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা কী?
ক. শহরায়ন
● নগরায়ণ
গ. সভ্যতাকরণ
ঘ. শিল্পায়ন

৪২. জলবায়ুর পরিবর্তনের ফলে ২১০০ সালের মধ্যে পৃথিবীর কোথায় পানির প্রাপ্যতা বেড়ে যাবে?
● নাতিশীতোষ্ণ ও বিষুব রেখা থেকে দূরবর্তী অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি
ঘ. মেরু অঞ্চলে

৪৩. ১৯৫০ সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির কারণে কত শতাংশ বনভূমি উজাড় হয়ে গেছে?
ক. ৫০ ভাগ
খ. ৬০ ভাগ
গ. ৭০ ভাগ
● ৮০ ভাগ

৪৪. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত কোটি?
ক. ১০
খ. ১৫
● ১৬
ঘ. ১২

৪৫. জনসংখ্যা বৃদ্ধির শূন্য হার বলতে কী বোঝায়?
ক. জন্মহার বেশি, মৃত্যুহার কম
খ. মৃত্যুহার বেশি, জন্মহার কম
● জন্মহার ও মৃত্যুহার সমান
ঘ. বহির্গমন বেশি, বহিরাগমন কম

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৪৬. বনভূমি উজাড় হওয়ার মূল কারণ কোনটি?
ক. শিল্পকারখানা বৃদ্ধি
খ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
● জনসংখ্যা বৃদ্ধি
ঘ. কৃষির সম্প্রসারণ

৪৭. সবচেয়ে মারাত্মক বন্যা সংঘটিত হয় কত সালে?
● ১৯৭৪
খ. ১৯৮৭
গ. ১৯৮৮
ঘ. ২০০৭

৪৮. বন্যা সৃষ্টির অন্যতম জটিল কারণ কোনটি?
ক. পলি পড়া
● নদ-নদীর পানি ধারণ ক্ষমতা কম
গ. নদীভাঙন
ঘ. আবর্জনা ফেলা

৪৯. ১৯৭৪ সালের দুর্ভিক্ষের একমাত্র কারণ কোনটি?
ক. খরা
● বন্যা
গ. ভূমিকম্প
ঘ. জলোচ্ছ্বাস

৫০. বাংলাদেশে ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত কত কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে?
ক. ৪০০০
খ. ৬০০০
● ৮০০০
ঘ. ১০,০০০

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৫১. বাংলাদেশের কোন জেলায় প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়?
ক. রাজশাহী
খ. পঞ্চগড়
● সিরাজগঞ্জ
ঘ. পীরগঞ্জ

৫২. দেশের বাইরে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কতটি নদী?
ক. ৪৮টি
খ. ৫৫টি
● ৫৮টি
ঘ. ৬৮টি

৫৩. বাংলাদেশের কতগুলো নদী ভারত থেকে উৎপত্তি লাভ করেছে?
ক. ৫০
● ৫৫
গ. ৫২
ঘ. ৫৮

৫৪. গঙ্গা নদীর পানি নিয়ে পানি বণ্টন চুক্তি সাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে?
● বাংলাদেশ-ভারত
খ. বাংলাদেশ-মায়ানমার
গ. বাংলাদেশ-নেপাল
ঘ. বাংলাদেশ-শ্রীলঙ্কা

৫৫. কোন ফসল উৎপাদনে অনেক বেশি পানি প্রয়োজন হয়? ক. গম
খ. পিঁয়াজ
গ. কাউন
● ইরি ধান

৫৬. বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া যায় কীভাবে? নদী
● নদী শাসনের মাধ্যমে
খ. নদীতে বাঁধ দিয়ে
গ. নদী পাড়ে পথ দিয়ে
ঘ. মুইসগেট নির্মাণ করে

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৫৭. পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট এল নিনোর জন্য কোন দুর্যোগটি সৃষ্টি হয়?
ক. বন্যা
খ. সাইক্লোন
● খরা
ঘ. কালবৈশাখী

৫৮. রাশিয়াতে একটানা কত দিন মোট ৫ মি.মি. এর বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে?
ক. ১৫
খ. ২০
গ. ৫
● ১০

৫৯. কোনটি দুর্ভিক্ষের কারণ?
ক. সাইক্লোন
খ. টর্নেডো
গ. জলোচ্ছ্বাস
● খড়া

৬০. বাংলাদেশে খরার জন্য ঝুঁকিপূর্ণ কোনগুলো?
ক. চট্টগ্রাম, রাঙামাটি
● দিনাজপুর, যশোর
গ. মাগুরা, কুষ্টিয়া
ঘ. ঢাকা, ফরিদপুর

৬১. সাম্প্রতিককালে বাংলাদেশে খরা সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. ভূমিকম্প
● এল-নিনো (El-Nino)
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. বন্যা

৬২. খরার মূল কারণ কোনটি?
● বার্ষিক বৃষ্টিপাত কমে যাওয়া
খ. উজান থেকে পানি প্রত্যাহার
গ. ওজোন স্তরের ক্ষয়
ঘ. নদীর গতিপথ পরিব

৬৩. মাটিতে কম পানি থাকলেও কোনগুলো জন্মাতে পারে?
● গম ও পিঁয়াজ
খ. কাউন ও ধান
গ. আম ও গম
ঘ. পিঁয়াজ ও তা

৬৪. খরা পীড়িত এলাকায় নিচের কোন ফসল চাষটি অনুপযোগী?
ক. গম
● ইরি ধান
গ. কাউন
ঘ. পিঁয়াজ

৬৫. Partial drought কী?
ক. ২ সপ্তাহ ০.২৫ মিমি. বৃষ্টিপাত
● ৪ সপ্তাহ ০.২৫ মিমি. বৃষ্টিপাত
গ. ১০ দিন ৫ মি.মি. এর বেশি বৃষ্টিপাত
ঘ. ২৪ ঘণ্টায় ৬.২৪ মিমি বৃষ্টিপাত

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৬৬. আমেরিকায় খরা কাকে বলে?
● ২৪ ঘণ্টায় ৬.২৪ মিমি.-এর কম বৃষ্টিপাত
খ. ২৪ ঘণ্টা টানা বৃষ্টিপাত
গ. ১০ দিন ৫ মি.মি.-এর বেশি বৃষ্টিপাত
ঘ. ৪ সপ্তাহ ০.২৫ মিমি.-এর বেশি বৃষ্টিপাত

৬৭. কোন নদীর পানি ভারত একতরফা ব্যবহার করত?
ক. ব্ৰহ্মপুত্ৰ
খ. মেঘনা
● গঙ্গা
ঘ. যমুনা

৬৮. বাংলাদেশে ২০১৭ সালের সাইক্লোন ‘মোরা’ কত জনের প্রাণহানি ঘটিয়েছিল?
ক. ৫ জন
খ. ১০ জন
গ. ১২ জন
● ৭জন

৬৯. ১৯৬০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে সাইক্লোন কতবার আঘাত হানে?
ক. ২০ বার
খ. ৩০ বার
গ. ৪০ বার
● ৫০ বার

৭০. ‘ঘূর্ণিঝড়’ কোথায় ‘সাইক্লোন’ নামে পরিচিত?
● দক্ষিণ এশিয়ায়
খ. আমেরিকায়
গ. আফ্রিকায়
ঘ. দূর প্রাচ্যে

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৭১. স্মরণকালের সবচেয়ে প্রলয়ংকরী সাইক্লোন কত সালে হয়েছিল?
ক. ১৯৫৩
খ. ১৯৬৫
● ১৯৭০
ঘ. ১৯৮৫

৭২. ২০০৭ সালের সংঘটিত সিডরে কত মানুষের প্রাণহানি ঘটে?
ক. ৭ হাজার
খ. ১৫ হাজার
● ১০ হাজার
ঘ. ১৬ হাজার

৭৩. সিডরে আর্থিক ক্ষতির পরিমাণ কত ছিল?
ক. ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৬০০ বিলিয়ন মার্কিন ডলার
গ. ১.৭ মিলিয়ন মার্কিন ডলার
● ১.৭ বিলিয়ন মার্কিন ডলার

৭৪. সাইক্লোন কোথায় সৃষ্টি হয়?
ক. মরুভূমিতে
খ. উপকূলে
গ. নদীতে
● গভীর সমুদ্রে

৭৫. সাইক্লোন সৃষ্টির জন্য সাগরের তাপমাত্রা কত হতে হয়?
ক. ২৪° সে.
খ. ২৫° সে.
গ. ২৬° সে.
● ২৭° সে. এর বেশি

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৭৬. ১৯৭০ সালের সাইক্লোনে কত মানুষের মৃত্যু ঘটে?
ক. ৪ লক্ষ
● ৫ লক্ষ
গ. ৬ লক্ষ
ঘ. ৭ লক্ষ

৭৭. বঙ্গোপসাগরের তাপমাত্রা সারাবছর কত থাকে?
ক. ২৪° সে.
খ. ২৫° সে.
গ. ২৬° সে.
● ২৭° সে. এর বেশী

৭৮. কোনটি বাষ্পীভবনে সাহায্য করে?
● সুপ্ততাপ
খ. লীনতাপ
গ. আপেক্ষিক সুপ্ততাপ
ঘ. উচ্চতাপ

৭৯. ঘূর্ণিঝড়ের মারাত্মক দিক কোনটি?
ক. টর্নেডো
খ. ঝড়
● জলোচ্ছ্বাস
ঘ. ঘরবাড়ি ধ্বংস

৮০. ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ কমানোর জন্য আমেরিকা কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে?
● সিলভার আয়োডাইড (Agl)
খ. সিলভার ক্লোরাইড (AgCl)
গ. সিলভার ব্রোমাইড (AgBr)
ঘ. হাইড্রোক্লোরিক এসিড (HCI)

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৮১. উপকূলীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে কতজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে?
ক. ১৬০০০
● ৩২০০০
গ. ১৭০০০
ঘ. ২০,০০০

৮২. সাগর মহাসাগরের তলদেশের প্লেট দুমড়ে যাওয়ার ফলে কী ঘটে?
● সমুদ্র তলদেশে ভূমিকম্প
খ. সুনামি
গ. জলোচ্ছ্বাস
ঘ. ঘূর্ণিঝড়

৮৩. টর্নেডো আমাদের দেশে কী নামে পরিচিত?
ক. টাইফুন
খ. বজ্রপাত
● কালবৈশাখী
ঘ. সাইক্লোন

৮৪. টর্নেডোর গতিবেগ ঘণ্টায় কত?
ক. ২২৫ কি.মি.
খ. ৩৭০ কি.মি.
● ১০০ কি.মি.
ঘ. ৬০০ কি.মি.

৮৫. টর্নেডো কোথায় সৃষ্টি হয়?
ক. সাগরে
খ. মধ্যসাগরে
গ. উপকূলে
● যে কোনো স্থানে

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৮৬. টর্নেডো সৃষ্টির প্রধান কারণ কোনটি?
ক. উচ্চচাপ সৃষ্টি
● লঘুচাপ সৃষ্টি
গ. বায়ুমন্ডলের তাপমাত্রা হ্রাস
ঘ. বাতাসের আর্দ্রতা হ্রাস

৮৭. বাংলাদেশে কত সালে প্রলয়ংকরী টর্নেডো আঘাত হানে?
ক. ১৯৭৪
খ. ১৯৮৪
● ১৯৮৯
ঘ. ১৯৯৯

৮৮. ১৯৮৯ সালে কোথায় প্রলয়ংকরী টর্নেডো আঘাত হানে?
● মানিকগঞ্জ
খ. সাতক্ষীরা
গ. বাগেরহাট
ঘ. পটুয়াখালী

৮৯. বাংলাদেশে সাধারণত কোন মাসে কালবৈশাখী হয়?
● বৈশাখ
খ. জ্যৈষ্ঠ্য
গ. আষাঢ়
ঘ. শ্রাবণ

৯০. স্মরণকালের ভয়াবহ টর্নেডো কত সালে সংঘটিত হয়েছে?
ক. ১৯৬৪
● ১৯৬৯
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৯

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৯১. স্মরণকালের ভয়াবহ টর্নেডো কোথায় সংঘটিত হয়?
● ঢাকার ডেমরা
খ. মানিকগঞ্জের সাটুরিয়া
গ. ঢাকার নারায়ণগঞ্জে
ঘ. ঢাকার সাভারে

৯২. ১৯৬৯ সালের টর্নেডোতে বাতাসের বেগ কত ছিল?
ক. ৪৪৪ কি.মি./ঘন্টা
খ. ৫৪৪ কি.মি./ঘণ্টা
● ৬৪৪ কি.মি./ঘণ্টা
ঘ. ৮০০ কি.মি./ঘণ্টা

৯৩. ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে কত প্রাণহানি ঘটেছে?
ক. ১ লাখ ৭০ হাজার
● ১ লাখ ৪০ হাজার
গ. ২ লাখ ৭০ হাজার
ঘ. ২ লাখ ৪০ হাজার

৯৪. ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে কত সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
● ২০০৭
ঘ. ২০০৮

৯৫. আইলা কী?
● ঘূর্ণিঝড়
খ. বন্যা
গ. খরা
ঘ. নদীভাঙন

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

৯৬. আইলা কত সালে হয়েছিল?
ক. ২০০৭
খ. ২০০৮
● ২০০৯
ঘ. ২০১০

৯৭. ২০০৯ সালের সাইক্লোনে কত ক্ষতি হয়?
ক. ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
খ. ১.৭ মিলিয়ন মার্কিন ডলার
● ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৬০ লাখ মার্কিন ডলার

৯৮. বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সুনামি সংঘটিত হয় কত সালে?
● ১৭৬২ সালের ২ এপ্রিল
খ. ১৮৬২ সালের ২ এপ্রিল
গ. ১৯৬২ সালের ২ এপ্রিল
ঘ. ১৯৭২ সালের ২ এপ্রিল

৯৯. সুনামির সময় সমুদ্রের পানির গতিবেগ ঘণ্টায় কত হতে পারে?
ক. ৩০০-৫০০ মাইল
খ. ৩০০-৫০০ কি.মি.
● ৫০০-৮০০ মাইল
ঘ. ৫০০-৮০০ কি.মি.

১০০. সুনামির সময় ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব কত হয়?
ক. ৫০ মাইল
খ. ৭৫ মাইল
● ১০০ মাইল
ঘ. ১০৫ মাইল

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১০১. সুনামির সময় ঢেউয়ের উচ্চতা কত হতে পারে?
ক. ৩ ফুট
খ. ২৫ ফুট
গ. ৭৫ ফুট
● ১০০ ফুট

১০২. কোন দ্বীপে সুনামি সংঘটিত হয়েছিল?
● ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে
খ. ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে
গ. বোর্নিও দ্বীপে
ঘ. কলোরাডো দ্বীপপুঞ্জে

১০৩. ২০০৪ সালে ঘটে যাওয়া সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
ক. প্রশান্ত মহাসাগরে
● ভারত মহাসাগরে
গ. আটলান্টিক মহাসাগরে
ঘ. দক্ষিণ মহাসাগরে

১০৪. সুনামির সাথে যুগপৎ রূপে কোন প্রাকৃতিক দুর্যোগের নাম জড়িত?
ক. নদীভাঙন
খ. ঘূর্ণিঝড়
গ. জলাবদ্ধতা
● ভূমিকম্প

১০৫. সুনামির ফলে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
● ইন্দোনেশিয়া
খ. শ্রীলঙ্কা
গ. মালয়েশিয়া
ঘ. থাইল্যান্ড

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১০৬. সুনামিতে ইন্দোনেশিয়ার কোন প্রদেশের মানুষ সবচেয়ে বেশি মারা যায়?
● আচেহ
খ. বালি
গ. রাবার
ঘ. সেলিসি

১০৭. পৃথিবীর সবচেয়ে বড় সুনামি হয় কোন দেশে?
● ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. জাপান
ঘ. থাইল্যান্ড

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১০৮. কত সালের সুনামিতে বাংলাদেশের কোন ক্ষতি হয়নি?
ক. ২০০৭
খ. ১৯৯১
● ২০০৪
ঘ. ২০০৯

১০৯. সাধারণ বৃষ্টির বৈশিষ্ট্য কোনটি?
ক. ক্ষারকীয়
খ. অত্যন্ত ক্ষারকীয়
গ. স্বাভাবিক
● এসিডিক

১১০. স্বাভাবিক পানির pH কত?
ক. ৫
খ. ৬
● ৭
ঘ. ৮

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১১১. উপকূলীয় অঞ্চলে বন্যার প্রধান কারণ-
i. ঝড়
ii. জলোচ্ছ্বাস
iii. সাইক্লোন
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii

১১২. বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে করণীয়—
i. নদী খনন
ii. নদী প্রশিক্ষণ
iii. মুইস গেট নির্মাণ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১১৩. নদী শাসন বলতে বোঝায়-
i. নদী খনন করা
ii. নদীর পাড়ে পাথর রাখা
iii. নদীর পাড়ে সিমেন্টের ব্লক রাখা
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii

১১৪. নদী শাসন বলতে বোঝায়-
i. পাথর, সিমেন্টের ব্লক তৈরি
ii. নদীর পাড়ে গাছ লাগানো
iii. ফ্লুইস গেট নির্মাণ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১১৫. খরার অন্যতম কারণ—
i. দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া
ii. পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া
iii. লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাওয়া
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১১৬. খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়—
i. অভিস্রবণ
ii. বাষ্পীভবন
iii. প্রস্বেদন
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii

১১৭. জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর যেসব দেশের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে তা হলো—
i. বাংলাদেশ
ii. ভারত
iii. মালদ্বীপ
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১১৮. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে—
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. বহির্গমন ও বহিরাগমন
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১১৯. নগর জীবন যাপনে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে কারণ—
i. ভালো বর্জ্য ব্যবস্থাপনা না থাকা
ii. ভালো পানি সরবরাহ ব্যবস্থাপনা না থাকা
iii. আবাদী জমি ধ্বংস
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২০. গ্রিন হাউস গ্যাস হলো—
i. কার্বন ডাইঅক্সাইড (CO2)
ii. ওজোন (O3)
iii. নাইট্রাস অক্সাইড (N2O)
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১২১. গ্রিন হাউস গ্যাস নিঃসরণ না কমালে—
i. বায়ুর আপমাত্রা অনেক বেড়ে যাবে
ii. জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে
iii. CO2 এর পরিমাণ কমে যাবে
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২২. অসময়ে বন্যা, খরার কারণে –
i. খাদ্য ঘাটতি হয়
ii. খাদ্য উৎপাদন ব্যাহত হয়
iii. দুর্ভিক্ষ হয়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১২৩. বাংলাদেশে প্রলয়ংকরী বন্যা হয়—
i. ১৯৯৮ সালে
ii. ২০০৫ সালে
iii. ২০০০ সালে
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

১২৪. জলবায়ুর পরিবর্তনের ফলে মাছের ব্যাঘাত ঘটছে—
i. বাসস্থান
ii. খাদ্য সংগ্রহ
iii. জৈবিক প্রক্রিয়ায়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১২৫. বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বাড়লে-
i. রোগজীবাণু বেশি জন্মাবে
ii. রোগ সংক্রমণ বেশি হবে
iii. অ্যানথ্রাক্স রোগ হবে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
অপু পদ্মা তীরবর্তী অঞ্চলে গিয়ে দেখল এক বিশেষ দুর্যোগের কারণে ঘরবাড়ি, আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

১২৬. উক্ত এলাকায় নদী ভাঙনের ফলে গৃহহারা মানুষজন কোথায় আশ্রয় নিচ্ছে?
ক. আশ্রয় কেন্দ্ৰ
খ. ঘরের ছাদে
● শহুরে বস্তিতে
ঘ. আবাদী জমিতে

১২৭. অপুর দেখা দুর্যোগটি হলো—
i. বাংলাদেশে একটি স্বাভাবিক ঘটনা
ii. সাম্প্রতিকালে একটি মারাত্মক সমস্যা
iii. একটি প্রাকৃতিক দুর্যোগ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
শিলু খবরে দেখল যে একটি বিশেষ ঘটনার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

১২৮. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি?
ক. ভূমিকম্প
খ. অগ্ন্যুৎপাত
গ. দাবানল
● গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ

১২৯. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে –
i. জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে
ii. পরিবেশে বিরূপ প্রভাব পড়বে
iii. বনভূমি ধ্বংস হয়ে যাবে
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment