এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ : অম্ল, ক্ষারক ও লবনের ব্যবহার অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
১. এসিড পানিতে নিচের কোন আয়ন তৈরি করে?
● হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোক্সাইড
ঘ. কার্বনেট
২. পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় কোন এসিড?
● জৈব এসিড
খ. কার্বলিক এসিড
গ. নাইট্রিক এসিড
ঘ. সাইট্রিক এসিড
৩. খনিজ এসিড হলেও দুর্বল এসিড কোনটি?
ক. H₂SO4
খ. HNO3
গ. HCI
● H2CO3
৪. কোনটি ভিটামিন C?
● এসকরবিক এসিড
খ. অ্যামোনিয়াম সালফেট
গ. ভিনেগার
ঘ. ব্ল্যাক লাইম
৫. নিচের কোন ভিটামিনটি ক্ষত সারাতে সহায়ক হিসেবে কাজ করে?
ক. ভিটামিন ‘এ’
খ. ভিটামিন ‘বি’
● ভিটামিন ‘সি’
ঘ. ভিটামিন ‘ডি’
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৬. আম, জলপাইয়ের আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?
● এসিটিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. কার্বোনিক এসিড
ঘ. সালফিউরিক এসিড
৭. কেক বা পাউরুটিকে ফুলিয়ে তোলে কোনটি?
● CO2
খ. H₂O
গ. H₂S
ঘ. NH3
৮. কোনটি এসিটিক এসিড?
ক. HOOC-COOH
খ. H₂SO
● CH3COOH
ঘ. H₂CO3
৯. দই-এ কোন এসিড বিদ্যমান?
ক. অ্যাপামিন
খ. অক্সালিক এসিড
● ল্যাকটিক এসিড
ঘ. সাইট্রিক এসিড
১০. সৌরবিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কী?
ক. (NH4)2CO3
● H2SO4
গ. (NH4)2 SO4
ঘ. HCI
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
১১. শক্তিশালী এসিড কোনটি?
● H₂SO4
খ. CH3COOH
গ. H2CO3
ঘ. HCOOH – COOH
১২. হিস্টামিন কী ধরনের পদার্থ?
● ক্ষারক
খ. এসিড
গ. লবণ
ঘ. প্রোটিন
১৩. নিচের কোনটি হিস্টামিনকে অকার্যকর করে?
● ভিনেগার
খ. ভিনাইল এসিটেট
গ. এড্রিনালিন
ঘ. সুপার বেইজ
১৪. অ্যাসিটিক এসিডের ৫% দ্রবণকে কী বলে?
ক. ব্রাইন
● ভিনেগার
গ. লাইম ওয়াটার
ঘ. নিয়াসিন
১৫. এসিডিটির কারণে আমরা যে এন্টাসিড খাই সেটি কী?
● ক্ষার
খ. এসিড
গ. নিরপেক্ষ দ্রবণ
ঘ. অ্যান্টিবায়োটিক
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
১৬. সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. NaOCI
খ. Ca(OCl)Cl
● NaCl
ঘ. NaO
১৭. NaHCO3+HCI-এ বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কোনটি?
● NaCl
খ. NaOH
গ. Na2CO3
ঘ. Na
১৮. বিচ্ছুর হুলে কোনটি আছে?
● হিস্টামিন
খ. এড্রিনালিন
গ. ভিনাইল এসিটেট
ঘ. মেলিটিন
১৯. কোমল পানীয়সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে?
ক. কার্বন মনোঅক্সাইড
খ. হাইড্রোজেন
● কার্বন ডাইঅক্সাইড
ঘ. অ্যামোনিয়া
২০. মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কোনটি?
ক. এসিটিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. অক্সালিক এসিড
● সালফিউরিক এসিড
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
২১. এসিডসমূহ পানিতে কোন আয়নটি প্রদান করে?
● H+
খ. OH-
গ. NO3-
ঘ. SO32-
২২. কোমল পানীয় খাওয়া উচিত কোনটি খেলে?
● উচ্চ প্রোটিন যুক্ত খাবার
খ. ভিটামিন সি
গ. ভিনেগার
ঘ. কেক
২৩. স্কার্ভি রোগ হয় কোনটির অভাবে?
● এসকরবিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. ভিনেগার
ঘ. সোডিয়াম বাইকার্বনেট
২৪. নিত্য ব্যবহার্য জিনিসপত্রে ক্ষয় সাধন করে কোনটি?
● HNO3
খ. H2CO3
গ. Na2CO3
ঘ. CH3COOH
২৫. তুঁতের অপর নাম কী?
● কপার সালফেট
খ. সিলভার সালফেট
গ. সিলভার ক্লোরাইড
ঘ. সিলভার নাইট্রেট
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
২৬. অ্যামোনিয়াম নাইট্রেট-এর সংকেত কোনটি?
ক. H2CO₂
● NH4NO3
গ. CH3COOH
ঘ. H₂PO4
২৭. অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি?
● (NH4)3PO4
খ. H3PO4
গ. NH4PO3
ঘ. (NH4)2PO4
২৮. এসিডের বৈশিষ্ট্য কোনটি?
ক. লাল লিটমাসকে নীল করে
● প্রতিস্থাপনীয় H+ আয়ন থাকে
গ. pH মাত্র ৭ এর বেশি
ঘ. ফেনফথ্যালিনে গোলাপি বর্ণ ধারণ করে
২৯. অ্যামোনিয়াম সালফেটের সংকেত কোনটি?
ক. H₂PO
● (NH4)2SO4
গ. (NH4)2 PO4
ঘ. NH4NO3
৩০. কার্বোনিক এসিড-এর সংকেত কোনটি?
ক. HCI
খ. H2SO4
● H₂CO3
ঘ. Na2CO2
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৩১. H2SO, (aq) – H+ + ‘A’ বিক্রিয়াটিতে A কোনটি?
ক. SO42-
খ. SO3-
● HSO4-
ঘ. H+
৩২. কোন আয়নটি দ্বারা এসিডের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?
ক. Cl-
খ. Na+
● H+
ঘ. Ca+
৩৩. H2SO4 + পানি – X X (aq) – 2Y + SO42-(aq) Y নিচের কোনটি?
● H+
খ. H₂O+
গ. H₂S
ঘ. SO32-
৩৪. কোন এসিডটি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না?
ক. H₂SO4
খ. HNO3
● CH3COOH
ঘ. HCl
৩৫. রান্নায় কোন এসিড ব্যবহৃত হয়?
ক. হাইড্রোক্লোরিক
খ. সালফিউরিক
● এসিটিক এসিড
ঘ. ফরমিক এসিড
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৩৬. ভিনেগারের গাঠনিক সংকেত কোনটি?
● CH3COOH
খ. H-COOH
গ. HOOC-COOH
ঘ. CH3CH₂-COOH
৩৭. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. অ্যামোনিয়া
গ. কার্বন মনোক্সাইড
● লবণ
৩৮. কোন এসিড রোগ প্রতিরোধ করে?
ক. হাইড্রোক্লোরিক এসিড
● এসকরবিক এসিড
গ. এসিটিক এসিড
ঘ. অক্সালিক এসিড
৩৯. কোন এসিডটি মানুষের শরীর ঝলসে ফেলতে পারবে?
ক. সাইট্রিক
খ. অ্যাসকরবিক
● নাইট্রিক
ঘ. এসিটিক
৪০. এসিড ছোড়ার আইন বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন হিসেবে কত সালে পাস হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৮৫
● ১৯৯৫
ঘ. ২০০০
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৪১. বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি কোনটি?
ক. ১০ বছর জেল
খ. ৫ বছর জেল
গ. ২ বছর জেল
● যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড
৪২. এসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কোনটি?
● মৃত্যুদণ্ড
খ. যাবজ্জীবন জেল
গ. অর্থদণ্ড
ঘ. ১০ বছরের জেল
৪৩. এসিড সন্ত্রাসে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়?
● HNO3
খ. H2SO4
গ. CH3COOH
ঘ. HC3COOCH3
৪৪. লাল লিটমাস নীল হয় কোনটির ক্ষেত্রে?
● ক্ষারীয় পদার্থে
খ. এসিডে
গ. মধুতে
ঘ. পানিতে
৪৫. টুথপেস্ট কী ধরনের পদার্থ?
ক. এসিডধর্মী পদার্থ
● ক্ষারধর্মী পদার্থ
গ. লবণধর্মী পদার্থ
ঘ. উভধর্মী পদার্থ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৪৬. কোনটি ক্ষারীয় পানীয়?
ক. পানি
● চুনের পানি
গ. মদ
ঘ. তরমুজের রস
৪৭. মিথাইল অরেঞ্জ ক্ষারকের উপস্থিতিতে কী রং ধারণ করে?
ক. লাল
খ. কমলা
● হলুদ
ঘ. গোলাপি
৪৮. একটি বর্ণহীন দ্রবণে KOH মিশালে দ্রবণটি গোলাপী হয়ে গেল। দ্রবণটি কী?
● ফেনফথ্যালিন
খ. মিথাইল রেড
গ. লাল লিটমাস কাগজ
ঘ. মিথাইল অরেঞ্জ
৪৯. কোনটি পাকস্থলীর এসিড?
ক. H₂SO4
● HCl
গ. CH3COOH
ঘ. CH3COOCH3
৫০. পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কোনটি প্রয়োজন?
ক. ক্ষার
খ. লবণ
গ. অক্সিজেন
● এসিড
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৫১. পাকস্থলীতে এসিডিটি বাড়ায় কোনটি?
ক. চা
খ. কফি
গ. মদ
● সবগুলো
৫২. কোনটি এসিডিটির কারণ?
ক. ভালো ঘুম
খ. নিয়মিত খাবার
● দুশ্চিন্তা
ঘ. কোনটিই নয়
৫৩. কোনটি পাকস্থলীর এসিডিটি কমাতে সাহায্য করে?
ক. চা
খ. চর্বিজাতীয় খাবার
গ. রসুন
● সবুজ চা
৫৪. কোনটি ক্ষারধর্মী ?
ক. পেঁয়াজ
খ. রসুন
গ. মরিচ
● বিট
৫৫. এসিডিটি প্রশমন করতে পারে কোনটি?
ক. মদ
● মাখন
গ. পানি
ঘ. কফি
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৫৬. এসিডিটি কমাতে সাহায্য করে কোনটি?
ক. পেঁয়াজ
খ. রসুন
● পেঁপে
ঘ. মরিচ
৫৭. অতিরিক্ত এসিড কমানো যায় কোনটি দ্বারা?
● হারবাল চা
খ. পেঁয়াজ
গ. রসুন
ঘ. মরিচ
৫৮. পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কোন এসিড প্রয়োজন হয়?
ক. নাইট্রিক এসিড
খ. এসকরবিক এসিড
গ. সাইট্রিক এসিড
● হাইড্রোক্লোরিক এসিড
৫৯. পাকস্থলীর এসিডিটির জন্য দায়ী কোনটি?
ক. CHCOOH3HC
● HCl
গ. NaHCO3
ঘ. NaCl
৬০. কোনটি এসিডিটি তৈরি করে?
ক. পালংশাক
● কফি
গ. বাদাম
ঘ. পিচ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৬১. অতিরিক্ত এসিড কমানো যায় কী খেলে?
ক. মাখন
খ. তরমুজ
গ. পেঁয়াজ
● বাদাম
৬২. কোনো দ্রবণের pH = ৭ বলতে নিচের কোনটি বোঝায়?
ক. দ্রবণটি অম্লীয়
খ. দ্রবণটি ক্ষারীয়
● দ্রবণটি নিরপেক্ষ
ঘ. দ্রবণটি এসিডীয়
৬৩. বিশুদ্ধ পানির pH এর মান কত?
ক. ৮
খ. ৯
গ. ১০
● ৭
৬৪. দ্রবণ নিরপেক্ষ হলে তার pH কত?
ক. ১০
খ. ৮
● ৭
ঘ. ৯
৬৫. আমাদের ত্বকে pH কত থাকে?
● ৪-৬
খ. ৪-৮
গ. ৪-১০
ঘ. ৪-৭
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৬৬. নবজন্ম নেওয়া শিশুর ত্বকের pH কত?
ক. ৬ এর কাছাকাছি
খ. ৮ এর কাছাকাছি
গ. ৮ ও ৬ কাছাকাছি
● ৭ এর কাছাকাছি
৬৭. আমাদের ত্বক-
i. এর pH ৪-৫
i. এর pH 4-৬
iii. এর জন্য প্রযোজ্য প্রসাধনী শিশুদের ত্বকের জন্য প্রযোজ্য
● ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৮. কোনো ধরণের pH এর মান 7 হলে, দ্রবণটি –
i. দ্রবণে H পরিমাণ নির্দেশ করে
ii. দ্রবণটি নিরপেক্ষ হবে
iii. সবুজ বর্ণের হবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৯. কোনো দ্রবণের ক্ষেত্রে –
i. pH = 7 হলে জলীয় দ্রবণটি নিরপেক্ষ
ii. pH = 3 হলে জলীয় দ্রবণটি অম্লীয়
iii. pH = 12 হলে জলীয় দ্রবণটি ক্ষারীয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৭০. এসিডিক মাটিতে প্রয়োগ করতে হয়-
i. ক্যালসিয়ামযুক্ত সার
ii. ফসফেটজাতীয় সার
iii. ম্যাগনেসিয়ামযুক্ত সার
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৭১. ক্ষারীয় মাটির pH এর মান নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়—
i. পটাসিয়াম নাইট্রেড
ii. ট্রিপল সুপার ফসফেট
iii. ম্যাগনেসিয়াম সালফেট
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭২. নিরপেক্ষ জলীয় দ্রবণে তেঁতুলের রস যোগ করায় pH এর মান –
i. 14-এ উন্নীত হবে
ii. 7 অপেক্ষা কমতে থাকবে
iii. এক সময় 3-এ উন্নীত হতে পারে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৩. এসিডিটি কমাতে সাহায্য করে –
i. পেঁপে
ii. তরমুজ
iii. পেঁয়াজ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৪. পাকস্থলীর এসিডিটি বেড়ে যেতে পারে –
i. অম্লীয় পানীয় খালি পেটে পান করলে
ii. পেঁয়াজ, রসুন ইত্যাদি মসলাযুক্ত খাবার কম খেলে
iii. চা, কফি জাতীয় পানীয় পান করলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৫. এসিডিটির কারণ হলো-
i. দুশ্চিন্তা
ii. অতিরিক্ত কফি পান করা
iii. অতিরিক্ত মসলাযুক্ত খাবার খাওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৭৬. এসিডিটি হলে খেতে হবে –
i. আদা চা
ii. পেঁপে
iii. লেটুসপাতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৭৭. এসিডিটি কমাতে সাহায্য করে-
i. শাকসবজি
ii. ফুলকপি
iii. ভুট্টা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৭৮. পাকস্থলীতে এসিডিটি বাড়িয়ে দেয়—
i. ভাজাপোড়া
ii. তেলযুক্ত খাবার
iii. চর্বি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
রুমেল প্রচুর মশলা জাতীয় খাদ্য খেয়ে থাকে। এর জন্য প্রায়ই রুমেলের এসিডিটি হয়। ডাক্তার তাকে X জাতীয় ফল এবং Y জাতীয় সবজি খাওয়ার পরামর্শ দিলেন।
৭৯. কোনটি X জাতীয় ফল?
● স্ট্রবেরি
খ. আমলকি
গ. লেবু
ঘ. কমলা
৮০. উদ্দীপকের Y-
i. মাশরুম হতে পারে
ii. লাল লিটমাস নীল করে
iii. ক্ষারধর্মী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।