এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ : পলিমার অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১. কোন শব্দ থেকে পলিমার শব্দটির উৎপত্তি হয়েছে? ক. ফারসি
● গ্রিক
গ. রোমান
ঘ. ইংরেজি
২. পলিমার শব্দটি এসেছে কীভাবে?
ক. স্প্যানিশ শব্দ ‘পলি’ ও ‘মার’ থেকে
খ. ইরেজি শব্দ ‘পলি’ এবং ‘মনোমার’ থেকে
● গ্রিক শব্দ ‘পলি’ ও ‘মেরোস’ থেকে
ঘ. জার্মান শব্দ ‘পলি’ ও ‘মেরী’ থেকে
৩. Poly এবং Meros শব্দদ্বয় কোন ভাষা হতে আগত? ক. ল্যাটিন
● গ্রিক
গ. ফারসি
ঘ. তুর্কি
৪. গ্রিক শব্দ মেরোস এর অর্থ কী?
ক. অঙ্ক
খ. উপাদান
গ. অল্প
● অংশ
৫. পলিমার শব্দটির অর্থ কী?
ক. অংশ
খ. শিকল
● অনেক অংশ
ঘ. মনোমার
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬. যে ছোট অণু থেকে পলিমার গঠিত হয় তাকে কী বলে?
ক. ক্ষুদ্র অণুখ
খ. শিকল
গ. তন্তু
● মনোমার
৭. নিচের কোনটি মনোমার?
● ইথিলিন
খ. পিভিসি
গ. পলিথিন
ঘ. বাকেলাইট
৮. কোনটি প্রাকৃতিক পলিমার?
● পাট
খ. রেজিন
গ. পলিথিন
ঘ. পিডিসি
৯. ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে কোনটি পাওয়া যায়? ক. রাবার
● পিভিসি
গ. পলিথিন
ঘ. সুতি কাপড়
১০. পলিথিন কোন ধরনের পলিমার?
ক. প্রাকৃতিক
● কৃত্রিম
গ. থার্মোপ্লাস্টিক
ঘ. সেলুলোজিক
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১. পলিথিন তৈরি হয় কোনটি থেকে?
● ইথিলিন
খ. ইথাইন
গ. ইথানল
ঘ. মিথিলিন
১২. শিল্পকারখানায় তৈরি হয় কোনটি?
ক. সিল্ক
খ. সুতি কাপড়
● রেজিন
ঘ. লিনেন
১৩. মেলামাইন ও ফরমালডিহাইড মনোমার থেকে কোন পলিমার তৈরি হয়?
ক. PVC
● রেজিন
গ. পলিথিন
ঘ. রাবার
১৪. বাকেলাইট পলিমার তৈরি হয় কোনটি থেকে?
ক. ফেনল
খ. ফরমালডিহাইড
● ফেনল ও ফরমালডিহাইড
ঘ. মেলামাইন ও ফরমালডিহাইড
১৫. মনোমার থেকে পলিমার তৈরি হয় কোন প্রক্রিয়ায়?
ক. মনোমারকরণ
খ. ডাইমারকরণ
● পলিমারকরণ
ঘ. শিল্পায়ন
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৬. নিচের কোনটি পলিমার?
● প্লাস্টিকের বালতি
খ. পানি
গ. কলমের কালি
ঘ. অ্যালুমিনিয়াম
১৭. পলিমারকরণ কী?
ক. উচ্চচাপ ও তাপের প্রভাবে পলিমারসমূহের বিক্রিয়া
● উচ্চচাপ ও তাপের প্রভাবে মনোমারের সংযুক্তকরণ
গ. পলিমারের আর্দ্র বিশ্লেষণ
ঘ. একটি মনোমারের সংযুক্তিকরণ
১৮. তিনটি মনোমার হলে উৎপন্ন পদার্থটিতে কয়টি মনোমার থাকবে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৯. পলিথিন তৈরির কাঁচামাল কোনটি?
● CH2 = CH₂
খ. CH = CH
গ. CH3 – OH
ঘ. CH3CHO
২০. পলিথিন তৈরিতে ইথিলিন গ্যাসকে কত বায়ু চাপে রাখা হয়?
● ১০০০-১২০০ বায়ুচাপ
খ. ১২০০-১৪০০ বায়ুচাপ
গ. ১৪০০-১৫০০ বায়ুচাপ
ঘ. ১৫০০-১৬০০ বায়ুচাপ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
২১. পলিথিনের সংকেত কোনটি?
● (-CH2-CH₂-)n
খ. (-CH3 -)n
গ. (-CH2-CH3 -)n
ঘ. n(CH2-CH2)
২২. আঁশ জাতীয় পদার্থকে কি বলে?
● তন্তু
খ. তুলা
গ. রেশম
ঘ. রেয়ন
২৩. নাইলন তৈরিতে ব্যবহার হয় কোনটি?
ক. অ্যালকোহল
খ. বোরাক্স
● এডিপিক এসিড
ঘ. এনিলিন
২৪. পাট জাতীয় উদ্ভিদ থেকে তন্তু পৃথক করার জন্য আটি বেঁধে ১০-১৫ দিন পচানোর কারণ কী?
ক. আঁশের গুণাগুণ বৃদ্ধির জন্য
খ. পাট কাঠিকে শক্ত করার জন্য
গ. পাতা ঝরানোর জন্য
● কাঠি এবং তন্তুর মধ্যেকার বাঁধন শিথিল করার জন্য
২৫. উৎস অনুযায়ী তন্তু কয় প্রকার?
● ২
খ. ৫
গ. ৭
ঘ. ৮
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
২৬. নিচের কোন পলিমারটি প্রকৃতিতে পাওয়া যায়?
ক. মেলামাইন
● উল
গ. পিভিসি
ঘ. পলিথিন
২৭. নিচের কোনটি সঠিক?
● কাগজ একটি প্রাকৃতিক পলিমার
খ. নাইলন পাটের তন্তু থেকে প্রস্তুতকৃত
গ. সুতা একটি নন-সেলুলোজিক পলিমার
ঘ. রেয়ন নন-সেলুলোজিক পলিমার
২৮. প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে নিচের কোনটি সবচেয়ে শক্ত ও দীর্ঘ?
ক. রেয়ন
● রেশম
গ. পশম
ঘ. তুলা
২৮. নিচের কোনটি প্রাকৃতিক তন্তু?
ক. ডেকন
খ. রেয়ন
গ. পলিস্টার
● উল
২৯. নিচের কোনটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ নয়?
ক. সিদ্ধ
● রেজিন
গ. পার্ট
ঘ. রেশম
৩০. কোনটি প্রাণিজ তন্তু?
ক. সিল্ক
খ. পাট
গ. তুলা
● পশম
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩১. নিচের কোনটি উদ্ভিজ্জ তন্তু?
● তুলা
খ. ডেন
গ. রেয়ন
ঘ. নাইলন
৩২. টয়লেট পেপার তৈরি করা হয় কী হতে?
ক. মাছ
খ. কাপড়
● ফেলে দেয়া কাগজ
ঘ. পুরাতন প্লাস্টিক
৩৩. সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ কোনটি?
ক. ডেন
● সেলুলোজ
গ. অ্যাসবেস্টস
ঘ. নাইলন
৩৪. প্রাণিজ তন্তুর মনোমার কোনটি?
● অ্যামিনো এসিড
খ. সেলুলোজ
গ. গ্লুকোজ
ঘ. ফ্যাটি এসিড
৩৫. মোটা সুতার জন্য কয়টি কোকুনের জাল একত্র করে টানা হয়?
ক. ১০ – ১৫
● ১৫ – ২০
গ. ৫ – ৭
ঘ. ৭ – ১০
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩৬. নিচের কোনটি কৃত্রিম তন্তু?
ক. লিনেন
খ. রেশম
গ. উল
● পলিস্টার
৩৬. গরমের দিনে আমরা সুতি পোশাক পরতে পছন্দ করি কেন?
ক. সুতির সুতা প্রাকৃতিক তন্তু
খ. সুতির সুতা তুলার আঁশ থেকে তৈরি
গ. সুতির সুতার তাপ পরিবহন ক্ষমতা কম
● সুতার তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি
৩৮. কোনটি নন-সেলুলোজিক কৃত্রিম তত্ত্ব?
ক. এসিটেট রেয়ন
খ. ভিসকোস রেয়ন
● পলি প্রোপিলিন
ঘ. রেয়ন
৩৯. শন কোন ধরনের তন্তু?
● উদ্ভিদ
খ. খনিজ
গ. কৃত্রিম
ঘ. প্রাণিজ
৪০. নিচের কোনটি সেলুলোজিক তন্তু?
ক. নাইলন
খ. পলিস্টার
● কিউপ্রামোনিয়াম রেয়ন
ঘ. ডেকন
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৪১. কৃত্রিম নন-সেলুলোজিক তন্তুর মধ্যে সর্বপ্রধান কোনটি?
● নাইলন
খ. পলিপ্রপিলিন
গ. পলিস্টার
ঘ. ডেব্রুন
৪২. পশম তন্তুর গাঠনিক কাঠামোতে রয়েছে নিচের কোনটি?
ক. ফাইব্রয়েন
● কেরাটিন
গ. কোলাজেন
ঘ. সেলুলোজ
৪৩. রেশম মূলত কী পদার্থ দিয়ে তৈরি?
ক. জেলাটিন
● ফাইব্রেয়ন
গ. উল
ঘ. সিদ্ধ
৪৪. কত রকম রঙের রেশম পাওয়া যায়?
ক. দুই শতাধিক
● তিন শতাধিক
গ. চার শতাধিক
ঘ. পাঁচ শতাধিক
৪৫. নিচের কোনটি হালকা কিন্তু অধিকতর উষ্ণ?
ক. নাইলন
খ. পশম
গ. ফিস উল
● রেশম
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৪৬. নিচের কোনটিকে দীর্ঘক্ষণ সূর্যালোকে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়?
● রেশম
খ. পশম
গ. নাইলন
ঘ. ফিস উল
৪৭. বিলাসবহুল বস্ত্র তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. নাইলন
খ. রেওন
● রেশম
ঘ. পশম
৪৮. রেশমের প্রধান গুণ কোনটি?
ক. স্থিতিস্থাপকতা
খ. নমনীয়তা
● সৌন্দর্য
ঘ. রঙধারণ ক্ষমতা
৪৯. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি?
ক. অ্যালানিন
খ. পি-৪৯
● ফাইব্রেয়ন
ঘ. টিটিন
৫০. অজৈব এসিডের সংস্পর্শে সুতি তত্তুর কী হয়?
ক. পরিবর্তীত
● নষ্ট
গ. অপরিবর্তীত
ঘ. উজ্জ্বল
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫১. প্রায় ৪০ জাতের মেষ থেকে কয় প্রকার পশম তৈরি করা হয়?
● ২০০ প্রকার
খ. ২৫০ প্রকার
গ. ৩০০ প্রকার
ঘ. ৩৫০ প্রকার
৫২. পশম তন্তু নিচের কোন প্রোটিন নিয়ে গঠিত?
ক. টিটিন
খ. পি-৪৯
● কেরাটিন
ঘ. অ্যালনিন
৫৩. জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে কী বলে?
ক. ব্লেড উল
● ফ্লিস উল
গ. পুন্ড উল
ঘ. শার্প উল
৫৪. আমরা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন পোশাক ব্যবহার করি?
ক. রেশমের
● পশমের
গ. তুলার
ঘ. রেয়নের
৫৫. পশমি পোশাক শীতবস্ত্র হিসেবে ব্যবহিত হয়?
ক. তাপ সুপরিবাহী বলে
● তাপ কুপরিবাহী বলে
গ. তাপ অপরিবাহী বলে
ঘ. বিদ্যুৎ পরিবাহী বলে
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫৬. পশমের তাপ পরিবাহিতা কী রকম?
ক. সুপরিবাহী
খ. অর্ধ পরিবাহী
● কুপরিবাহী
ঘ. পরিবাহী
৫৭. নাইলন ভিজলে স্থিতিস্থাপকতা কত গুণ হয়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫৮. নাইলন গলে গিয়ে কোনটি গঠন করে?
ক. ফিস উল
● বোরাক্স বিড
গ. ফাইয়েন
ঘ. স্পিনিং
৫৯. নিচের কোনটি ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়?
ক. ডেব্রুন
খ. পলি প্রোপিলিন
● নাইলন
ঘ. পলিস্টার
৬০. তত্ত্ব দিয়ে নিচের কোনটি তৈরি করা হয়?
● ফিল্টার
খ. পাট
গ. রেশম
ঘ. পশম
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬১. নিচের কোনটি খুব হালকা এবং শক্ত?
ক. টেফলন
খ. পলিস্টার
● নাইলন
ঘ. পশম
৬২. নিচের কোনটি তৈরিতে নাইলন ব্যবহৃত হয়?
ক. কার্পেট
খ. দড়ি
গ. টায়ার
● সবগুলো
৬৩. কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান ও প্রথম তত্ত্ব কোনটি?
ক. পলিস্টার
খ. ডেক্রন
● রেয়ন
ঘ. নাইলন
৬৪. নিচের কোনটি উজ্জ্বল মনোরম, অভিজাত ও টেকসই?
ক. নাইলন
● রেয়ন
গ. পলি প্রোপিলিন
ঘ. ডেক্রন
৬৫. নিচের কোনটিতে বেশি গরম ইস্ত্রি ব্যবহার করা যাবে না?
ক. সুতিবস্ত্রে
● রেয়নবস্ত্রে
গ. পশমী বস্ত্রে
ঘ. রেশম বস্ত্রে
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬৬. রেয়ন নিচের কোনটির সাথে বিক্রিয়া করে না?
ক. গাঢ় এসিড
খ. লবণ
● লঘু এসিড
ঘ. ইপসম লবণ
৬৭. উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে প্রস্তুত করা হয় কোনটি?
ক. রেশম
খ. পশম
● রেয়ন
ঘ. নাইলন
৬৮. রেয়ন তন্তু কত প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
● ৩ প্রকার
ঘ. ২ প্রকার
৬৯. নিচের কোনটি রেয়নের প্রকার?
ক. নাইলন ৬.৬
খ. নাইলন ৬
● ভিসকোস
ঘ. নাইলন –৬
৭০. অধিক উত্তাপে গলে যায় নিচের কোনটি?
ক. নাইলন
খ. পলিথিন
● রেয়ন
ঘ. ডেক্রন
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭১. সুতা তৈরির প্রথম ধাপ কী?
ক. কাডিং
খ. টুইন্টিং
● তত্ত্ব সংগ্রহ
ঘ. কম্বিং
৭২. কটন লিন্ট কোন প্রক্রিয়ায় পাওয়া যায়?
ক. স্পিনিং
খ. হেকিং
গ. ব্লেন্ডিং
● জিনিং
৭৩. নিচের কোনটি পাট জাতীয় গাছ?
● শন
খ. বেত
গ. কাঠ
ঘ. বাঁশ
৭৪. কার্পাস ফল → বীজ → তুলা। প্রক্রিয়াটির নাম কী?
● জিনিং
খ. স্পিনিং
গ. কার্ডিং
ঘ. ব্লেন্ডিং
৭৫. জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তত্ত্বকে বলে-
ক. কম্বিং
খ. টুইস্টিং
● কটন লিন্ট
ঘ. হেলকিং
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭৬. এলাকাভেদে জড়ো করে রাখা পাটজাতীয় গাছকে কী বলে?
● চেল্লা
খ. স্তূপ
গ. রোজা
ঘ. ঢিপি
৭৭. অনেকগুলো কটন লিন্ট একত্রে বেঁধে কি তৈরি করা হয়?
ক. সুতা
খ. কাপড়
● বেল
ঘ. দড়ি
৭৮. চেল্লার অপর নাম কী?
ক. পিস
● পিল
গ. পিন
ঘ. পিব
৭৯. সুতা কাটা হয় কোন মিলে?
● স্পিনিং
খ. কম্বিং
গ. নিটিং
ঘ. কার্ডিং
৮০. স্লাইভার পাকানোকে কী বলা হয়?
ক. কম্বিং
খ. রোডিং
গ. কার্ডিং
● স্পিনিং
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮১. স্লাইভারকে টেনে সরু করার প্রক্রিয়া কোনটি?
● রোডিং আর টুইস্টিং
খ. ব্লেন্ডিং,
গ. নিক্সিং
ঘ. কন্সিং
৮২. কাডিং ও কম্বিং করার পর প্রাপ্ত পাতলা আস্তরের মত অংশকে কী বলে?
ক. হেলকিং
খ. টুইস্টিং
● স্লাইভার
ঘ. স্পিনিং
৮৩. পাট জাতীয় গাছ পাতা ঝরানোর জন্য কতদিন রাখতে হয়?
ক. ৫-৬ দিন
খ. ৫-৭ দিন
● ৫-৮ দিন
ঘ. ৫-৯ দিন
৮৪. স্পিনিং দ্রবণকে কোন যন্ত্রের মধ্য দিয়ে চালনা করা হয়?
ক. থ্রেসিং মেশিন
● স্পিনারেট
গ. রোডিং মেশিন
ঘ. কার্ডিং মেশিন
৮৫. কোন তন্তু থেকে সুতা সরাসরি উৎপাদিত হয়?
● রেশম
খ. পশম
গ. রেয়ন
ঘ. পোকা
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮৬. কোকুনের খোসা উঠে গেলে কী পাওয়া যায়?
ক. সুতা
খ. সিল্ক
গ. তন্তু
● নাল
৮৭. স্লাইভার কে টেনে সরু করার প্রক্রিয়াকে কি বলা হয়?
ক. স্পিনিং
খ. কার্ডিং
গ. হেলকিং
● রোডিং
৮৮. সুতা কাটার দ্বিতীয় ধাপ কোনটি?
ক. ব্লেন্ডিং ও মিক্সিং
● কার্ডিং ও কম্বিং
গ. স্পিনিং ও হেলকিং
ঘ. বেন্ডিং ও জিনিং
৮৯. তন্তু থেকে সুতা কাটার প্রথম ধাপ কী?
ক. কম্বিং
খ. কাডিং
● ব্লেন্ডিং এন্ড মিক্সিং
ঘ. টুইস্টিং
৯০. স্লাইভার কে টেনে সরু করার প্রক্রিয়াকে কি বলা হয়?
ক. কার্ডিং
● রোডিং
গ. স্পিনিং
ঘ. হেলকিং
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯১. সুতা কাটার দ্বিতীয় ধাপ কোনটি?
ক. ব্লেন্ডিং ও মিক্সিং
● কার্ডিং ও কম্বিং
গ. স্পিনিং ও হেলকিং
ঘ. বেন্ডিং ও জিনিং
৯২. তন্তু থেকে সুতা কাটার প্রথম ধাপ কী?
ক. কাডিং
খ. কম্বিং
● রেন্ডিং এন্ড মিক্সিং
ঘ. টুইস্টিং
৯৩. মসৃণ ও সরু সুতা তৈরি করতে নিচের কোন প্রক্রিয়াটি দরকার হয়?
ক. কার্ডিং
খ. টুইস্টিং
গ. রোডিং
● কম্বিং
৯৪. লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিংকে কী বলা হয়?
ক. কার্ডিং
খ. রোডিং
● হেলকিং
ঘ. টুইস্টিং
৯৫. ব্লেন্ডিং এবং মিক্সিং এর উদ্দেশ্য কী?
● বিভিন্ন রকম তুলার মিশ্রণ তৈরি করা
খ. ভালো তুলাকে পৃথক করা
গ. ব্যাচিং করা
ঘ. তুলার গুণাগুণ বৃদ্ধি করা
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯৬. তন্তুর বেল থেকে তুলার মিশ্রণ তৈরি করাকে কী বলে?
ক. কার্ডিং এবং কম্বিং
● ব্লেন্ডিং এবং মিক্সিং
গ. স্পিনিং
ঘ. কাটিং
৯৭. কার্ডিং এবং কম্বিং প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়?
ক. পার্ট তন্তুর গুণাগুণ বৃদ্ধি
খ. রেয়ন তঁত্তুর বৈশিষ্ট্য নির্ধারণ
● ব্যবহার অনুপযোগী অতি ছোট তত্ত্ব বাদ দেওয়া
ঘ. লিনেন তন্তুর সূতাকে ক্ষুদ্র ও মিহিকরণ
৯৭. প্লাস্টিক শব্দের অর্থ কী?
ক. স্থিতিস্থাপক
● সহজে ছাঁচযোগ্য
গ. তাপ সংবেদী
ঘ. অনেক
৯৮. কাগজ এর মনোমার হলো কী?
ক. গ্লুকোজ
খ. গ্লুকোসামিন
● সেলুলোজ
ঘ. গ্লুকোজ এসিটেট
৯৯. রাবার ক্ষয়প্রাপ্ত হয় কোনটি দ্বারা?
ক. জলীয় বাষ্প
খ. দুর্বল ক্ষার
● ওজোন
ঘ. দুর্বল এসিড
১০০. কোনটি তাপ দিলে নরম হয় না?
ক. পলিথিন
খ. পিভিসি
গ. পলিস্টার
● মেলামাইন
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০১. বিশুদ্ধ রাবারের বিদ্যুৎ পরিবাহিতা কেমন?
● কুপরিবাহী
খ. অর্ধপরিবাহী
গ. সুপরিবাহী
ঘ. অপরিবাহী
১০২. কোনটি রাবার?
ক. বৈদ্যুতিক সকেট
● গাড়ির টায়ার
গ. ফ্রাইং প্যানের হাতল
ঘ. পিভিসি পাইপ
১০৩. রাবার কোনটিতে দ্রবণীয়?
ক. পানি
খ. কেরোসিন
● বেনজিন
ঘ. মিথানল
১০৪. পলিথিন কেন প্লাস্টিক?
● সহজে ছাঁচযোগ্য একটি পলিমার
খ. বিদ্যুৎ ও তাপ পরিবাহী
গ. গলিত অবস্থায় একে যে কোন আকার দেয়া যায় না
ঘ. বৈদ্যুতিক সকেটে ব্যবহৃত হয়
১০৫. প্লাস্টিকের একটি গুরুত্বপূর্ণ ধর্ম কী?
ক. সহজে পচে যায়
খ. বিদ্যুৎ ও তাপ পরিবহন করে
● বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না
ঘ. সহজে গলে না
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০৬. ক্যান্সার সৃষ্টির জন্য কোনটি দায়ী?
ক. পশম
খ. রেশম
● প্লাস্টিক
ঘ. সিল্ক
১০৭. রাজু একটি পদার্থকে উত্তপ্ত করে দেখল-এর আয়তন কমে গেছে। পদার্থটি নিচের কোনটি?
ক. লোহা
খ. প্লাস্টিক
● রাবার
ঘ. কাঠ
১০৮. থার্মোসেটিং প্লাস্টিক কোনটি?
ক. পলিথিন
● বাকেলাইট
গ. পলিস্টার
ঘ. পিভিসি
১০৯. আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক. বাকেলাইট
খ. পিভিসি
● পলিইউরেখেন
ঘ. পলিস্টার
১১০. পলিমার ব্যবহৃত হয়-
i. বস্ত্র তৈরিতে
ii. তৈজসপত্র তৈরিতে
iii. তড়িৎ নিরোধকরূপে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১১. দৈনন্দিন জীবনে ব্যবহৃত পলিমার—
i. বৈদ্যুতিক সুইচ বোর্ড
ii. কার্পেট
iii. সুতি কাপড়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১২. পলিমার শব্দটি এসেছে-
i. গ্রিক শব্দ পলি থেকে
ii. গ্রিক শব্দ মেরোস থেকে
iii. গ্রিক শব্দ পলি ও মেরোস উভয় হতে
ক. ⅱ ● ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৩. পলিমার যৌগ হলো –
i. চিনি
ii. পিভিসি
iii. রেজিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৪. মেলামাইন রেজিন —
i. একটি প্রাকৃতিক পলিমার
ii. বৈদ্যুতিক সুইচ বোর্ডে ব্যবহৃত হয় না
iii. মেলামাইন ও ফরমালডিহাইড নামক মনোমার হতে সৃষ্ট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৫. ইথিলিন-
i. এক ধরনের মনোমার
ii. পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়
iii. এক ধরনের পলিমার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১৬. ফেনল ও ফরমালডিহাইডের পলিমারটি-
i. বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয়
ii. কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়
iii. থার্মোপ্লাস্টিক
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৭. প্রকৃতিতে প্রাপ্ত পলিমার—
i. সুতা
ii. সিল্ক
iii. পরিবেশ বান্ধব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৮. মেলামাইন তৈরি করা হয় –
i. ফেনল নামক মনোমার থেকে
ii. মেলামাইন নামক মনোমার থেকে
iii. ফরমালডিহাইড নামক মনোমার থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৯. প্রাকৃতিক পলিমার—
i. মেলামাইন
ii. রাবার
iii. সিল্ক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২০. পলিমারকরণে ব্যবহৃত হয় –
i. হাইড্রোজেন গ্যাস
ii. উচ্চচাপ ও তাপ
iii. অক্সিজেন গ্যাস
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১২১. বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত –
i. পলিমার রেশম
ii. নাইলন ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়
iii. মেলামাইন দাহ্য পদার্থ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২২. ফেনল ও ফরমালডিহাইড নামক দুটি যৌগ—
i. উচ্চচাপ ও তাপে সংযুক্ত হয়ে বাকেলাইট তৈরি করে
ii. প্রাকৃতিক পলিমার তৈরি করে
iii. বৈদ্যুতিক সুইচ তৈরির রাসায়নিক উপাদান
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৩. পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়—
i. O2 গ্যাস
ii. TiCl
iii. রেজিন
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৪. (–CH3 – CH2), তৈরির বিক্রিয়ার শর্তাবলী হলো –
i. উচ্চ তাপ, চাপ ও O2 প্রভাবক
ii. উচ্চ চাপ, তাপ ও Ticl3
iii. উচ্চ তাপ,বায়ুমণ্ডলীয় চাপ ও Ticl3 প্রভাবক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও :
আমাদের চারপাশের অতি পরিচিত অনেক জিনিসই পলিমার পণ্য। এদের মধ্যে সংবাদপত্র, পোশাক-আশাক, মেলামাইনের থালা- বাসন, নাইলনের দড়ি, পলিথিন ব্যাগ, পিভিসি পাইপ প্রভৃতি উল্লেখযোগ্য।
১২৫. উদ্দীপকের পণ্যসমূহ—
i. কৃত্রিম পলিমার ও প্রাকৃতিক পলিমার দ্বারা সৃষ্ট
ii. একই মনোমার থেকে উৎপন্ন
iii. অনেকগুলো মনোমারের যুক্তকরণের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৬. শেষের পলিমারটি-
i. একই ধরনের মনোমার থেকে সৃষ্ট
ii. এক ধরনের প্লাস্টিক
iii. রাসায়নিকভাবে সক্রিয়
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
মিথিলা বিলাসী পোশাক হিসেবে রেশমি পোশাক পছন্দ করে। একদিন সে জেনে অবাক হয় যে, এই পোশাকের তন্তু এক প্রজাতির পোকার গুটি থেকে আহরণ করা হয়।
১২৭. কোন পোকার গুটি থেকে মিথিলার পোশাকের তন্তু আহরণ করা হয়?
ক. শুয়ো
● পলু
গ. চেলে
ঘ. বিছা
১২৮. উক্ত পোশাকের তন্তুকে রানি বলা হয়, কারণ—
i. গুণাগুণ বিবেচনায় সেরা
ii. সূর্যালোকে এর রং নষ্ট হয় না
iii. রানিরা ব্যবহার করতেন
ⅰ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।