নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ : দেখতে হলে আলো চাই অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১. দর্পণে কোনটি ঘটে?
ক. প্রতিসরণ
● প্রতিফলন
গ. ব্যতিচার
ঘ. সমাবর্তন

২. গাড়িতে দর্পণ ব্যবহার করা হয় কেন?
● গাড়ীর দুপাশে ও পিছনের দিকে দেখার কাজে
খ. গাড়ীর দুপাশে ও সামনের দিকে দেখার কাজে
গ. গাড়ীর দুপাশে দেখার কাজে
ঘ. গাড়ীর পিছনের দিকে দেখার কাজে

৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পন ব্যবহার করা হয়?
ক. সমতল
● গোলীয়
গ. পরাবৃত্তাকার
ঘ. বেলনাকৃতি

৪. গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানে ব্যবহৃত দর্পণ কী নামে পরিচিত?
ক. সাইড ভিউ মিরর
খ. ফ্রন্ট ভিউ মিরর
● রিয়ার ভিউ মিরর
ঘ. টপ ভিউ মিরর

৫. গাড়িতে ব্যবহৃত দর্পণ তিনটি কী ধরনের?
● দুটি উত্তল ও একটি সমতল
খ. দুটি অবতল ও একটি উত্তল
গ. তিনটিই অবতল
ঘ. তিনটিই উত্তল

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৬. গাড়ির লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখা উচিত?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৭. গাড়ির ভিতরে সামনের দিকে মাঝখানে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
● ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

৮. নিচের কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
ক. শপিং মলে
খ. পথচারী দেখার জন্য গাড়িতে
● রাস্তার বাতিতে
ঘ. রাডারে সংকেত সংগ্রাহক হিসেবে

৯. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোক রশ্মির দিক পরিবর্তনকে কী বলে?
ক. আলোর প্রতিফলন
● আলোর প্রতিসরণ
গ. আলোর পোলারন
ঘ. আলোর সমবর্তন

১০. আলো যখন এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন এর গতিপথ কোথায় পরিবর্তিত হয়?
ক. স্বচ্ছ তলে
● বিভেদ তলে
গ. বায়বীয় মাধ্যমে
ঘ. তরল মাধ্যমে

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১১. মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
ক. আলোর ব্যতিচার
খ. আলোর প্রতিফলন
● আলোর প্রতিসরণ
ঘ. আলোর সমবর্তন

১২. আলোর প্রতিসরণের জন্য আলোক রশ্মিকে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কীভাবে আপতিত হতে হয়?
ক. লম্বভাবে
● তির্যকভাবে
গ. সমান্তরালে
ঘ. যেকোনো ভাবে

১৩. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কী বলে?
ক. সমাবর্তন
● প্রতিসরাঙ্ক
গ. ব্যতিচার
ঘ. বিচ্ছুরণ

১৪. আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে কোন ত্রিকোণমিত্রিক অনুপাত ব্যবহার করা হয়?
ক. tan
খ. cot
● sin
ঘ. cos

১৫. পানির প্রতিসরাঙ্ক কত?
ক. ১
খ. ১.২৫
● ১.৩৩
ঘ. ১.৫২

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১৬. বাতাসের প্রতিসরাঙ্ক কত?
● ১
খ. ১.২৫
গ. ১.৩৩
ঘ. ১.৫২

১৭. আপতন কোণ r এবং প্রতিসরণ কোণ r হলে কোনটি ঠিক?
● i>r
খ. i=r
গ. i<r
ঘ. i≤ r

১৮. অধিকাংশ লেন্সই কীসের তৈরি?
● কাচ
খ. প্লাস্টিক
গ. কোয়ার্টজ
গ. ডায়মন্ড

১৯. লেন্স প্রধানত কয় প্রকার?
ক. এক প্রকার
● দুই প্রকার
গ. তিন প্রকার
ঘ. চার প্রকার

২০. লেন্সের বক্তৃতার কেন্দ্র কয়টি?
ক. ১টি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

২১. উত্তল লেন্সকে কী বলা হয়?
ক. ক্ষীণমধ্য লেন্স
খ. সূক্ষ্ম লেন্স
● অভিসারী লেন্স
ঘ. অপসারী লেন্স

২২. অবতল লেন্সের অপর নাম কী?
ক. স্থূলমধ্য লেন্স
খ. সমতল লেন্স
গ. অভিসারী লেন্স
● অপসারী লেন্স

২৩. কোন লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু?
ক. অবতল লেন্স
খ. অপসারী লেন্স
● উত্তল লেন্স
ঘ. সমতল লেন্স

২৪. কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রাপ্ত ভাগ মোটা?
ক. স্থূল মধ্য লেন্স
খ. উত্তল লেন্স
গ. অভিসারী লেন্স
● অবতল লেন্স

২৫. কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় কোন লেন্স?
ক. অবতল লেন্স
খ. সমতলাবতল লেন্স
● উত্তল লেন্স
ঘ. উত্তলাতল লেন্স

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

২৬. উত্তল লেন্সে আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়?
ক. অবতল পৃষ্ঠে
খ. সমতল পৃষ্ঠে
● উত্তল পৃষ্ঠে
ঘ. সব পৃষ্ঠে

২৭. অবতল লেন্স আলোক রশ্মিকে কী করে?
ক. প্রতিফলিত
খ. আপতিত
গ. অপবর্তিত
● অপসারিত

২৮. লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কী বলে?
ক. গোলীয় কেন্দ্র
খ. আলোক কেন্দ্র
● বক্রতার কেন্দ্র
ঘ. বক্রতার ব্যাসার্ধ

২৯. চোখের লেন্স কোনটির মত কাজ করে?
● অভিসারী লেন্স
খ. গোলীয় দর্পণ
গ. অপসারী লেন্স
ঘ. সমতল দর্পণ

৩০. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?
ক. বক্রতার দৈর্ঘ্য
খ. বক্রতার অক্ষ
● প্রধান অক্ষ
ঘ. বক্রতার ব্যাসার্ধ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৩১. লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
● ফোকাস দূরত্ব
খ. প্রধান ফোকাস
গ. বক্রতার কেন্দ্র
ঘ. বক্রতার ব্যাসার্ধ

৩২. লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে কী বলে?
● প্রধান ফোকাস
খ. বক্রতার কেন্দ্র
গ. ফোকাস দূরত্ব
ঘ. আলোক কেন্দ্র

৩৩. একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলে?
ক. কাজ
খ. বল
● ক্ষমতা
ঘ. শক্তি

৩৪. লেন্সের ক্ষমতার একককে কী দ্বারা প্রকাশ করা হয়?
● D
খ. P
গ. W
ঘ. kW

৩৫. উত্তল লেন্সের ক্ষমতা কী রূপ?
ক. অপসারী
● ধনাত্মক
গ. ঋণাত্মক
ঘ. নিরপেক্ষ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৩৬. লেন্সের ফোকাস দূরত্ব কোনটি?
● লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব
খ. প্রধান অক্ষ থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব
গ. মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব
ঘ. মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব

৬৭. 50cm ফোকাস দূরত্ববিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত? ক. -2D
খ. -0.2D
গ. 0.2D
● 2D

৩৮. 25cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের ক্ষমতা কত?
ক. ID
খ. -2D
গ. 3D
● -4D

৩৯. লেন্সের ক্ষমতা – 2D বলতে কী বোঝায়?
ক. লেন্সটি উত্তল
● লেন্সটি অবতল
গ. লেন্সটি গোলীয়
ঘ. লেন্সটি সমতল

৪০. কোনো ব্যক্তি চশমায় +2D ক্ষমতার লেন্স ব্যবহার করলে লেন্সটি কীরূপ?
ক. অবতল
● উত্তল
গ. উত্তলাতল
ঘ. সমতল

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৪১. 2D ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত?
ক. 0.2m উত্তল
● 0.5m. উত্তল
গ. 0.5m অবতল
ঘ. 0.2m অবতল

৪২. +2D ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত?
ক. ১ মিটার
● ০.৫ মিটার
গ. ০.২৫ মিটার
ঘ. ২ মিটার

৪৩. লেন্সের ক্ষমতা + 4D বলতে কী বোঝায়?
● লেন্সটি উত্তল
খ. লেন্সটি অবতল
গ. লেন্সটি গোলীয়
ঘ. লেন্সটি সমতল

৪৪. চোখের লেন্স দ্বারা প্রতিসরিত আলোক রশ্মি রেটিনার ওপর কীরূপ বিশ্ব গঠন করে?
● উল্টো
খ. সোজা
গ. অসদ
ঘ. সদ

৪৫. রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্ব পুনরায় উল্টে দেয় কোনটি?
● মস্তিষ্ক
খ. কোণ
গ. অ্যাকুয়াস হিউমার
ঘ. রড

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৪৬. চক্ষুর রেটিনার উপর আলো পড়লে রড ও কোণ সেই আলোকে কী করে?
ক. শোষিত করে
খ. প্রতিসরিত করে
● তড়িৎ সিগন্যালে পরিণত করে
ঘ. তড়িৎ চুম্বকীয় সিগন্যালে পরিণত করে

৪৭. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি?
● রড
খ. ভিট্রিয়াস হিউমার
গ. কোণ
ঘ. অ্যাকুয়াস হিউমার

৪৮. চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?
ক. কর্ণিয়ার
খ. আইরিশে
● রেটিনায়
ঘ. কৃষ্ণ মণ্ডলে

৪৯. রড ও কোণ নামক কোষসমূহ স্নায়ুর সাথে কোথায় সংযুক্ত থাকে?
ক. কর্নিয়ায়
● রেটিনায়
গ. চক্ষু লেন্সে
ঘ. চোখের মনিতে

৫০. তড়িৎ সিগন্যাল কীসের মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়?
● অক্ষি স্নায়ু
খ. চোখের পেশি
গ. নিউরন
ঘ. রেটিনা

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৫১. কোনটি তীব্র আলোতে সাড়া দেয়?
● কোণকোষ
খ. রেটিনা
গ. রডকোষ
ঘ. অ্যাকুয়াস হিউমার

৫২. ঘন মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের তুলনায় কীরূপ?
● কম
খ. বেশি
গ. সমান
ঘ. দ্বিগুণ

৫৩. চোখ দূরের বস্তু দেখতে পায় না কখন?
ক. বার্ধক্য দৃষ্টি
● হ্রস্বদৃষ্টি
গ. বিষম দৃষ্টি
ঘ. দীর্ঘদৃষ্টি

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৫৪. চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
ক. বার্ধক্য দৃষ্টি
খ. দীর্ঘদৃষ্টি
গ. বিষম দৃষ্টি
● হ্রস্বদৃষ্টি

৫৫. কোন ত্রুটির ক্ষেত্রে বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে দেখা যায়?
● হ্রস্বদৃষ্টি
খ. দীর্ঘদৃষ্টি
গ. বার্ধক্য দৃষ্টি
ঘ. বিষম দৃষ্টি

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৫৬. যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না তাকে কী বলে?
ক. দীর্ঘদৃষ্টি
খ. বিষম দৃষ্টি
গ. বার্ধক্য দৃষ্টি
ঘ. হ্রস্বদৃষ্টি

৫৭. চোখ কাছের বস্তু দেখতে পায় না কখন?
ক. ছানি পড়লে
● দীর্ঘদৃষ্টি হলে
গ. চোখ উঠলে
ঘ. হ্রস্বদৃষ্টি হলে

৫৮. চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে কোনটি?
● অবতল লেন্স
খ. স্থূলমধ্য লেন্স
গ. উত্তল লেন্স
ঘ. সমতল লেন্স

৫৯. দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি ত্রুটি সাধারণত কাদের মধ্যে দেখা যায়?
ক. শিশুদের
খ. মহিলাদের
গ. কিশোরদের
● বয়স্ক ব্যক্তিদের

৬০. অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি কোন লেন্সের মধ্য দিয়ে অপসারিত হয়?
ক. উত্তল লেন্স
● অবতল লেন্স
গ. স্থূলমধ্য লেন্স
ঘ. অভিসারী লেন্স

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৬১. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
ক. বিষম দৃষ্টি
খ. হ্রস্বদৃষ্টি
● দূরদৃষ্টি
ঘ. বার্ধক্য দৃষ্টি

৬২. দূরদৃষ্টি জুটির ফলে, কাছের কোনো বন্ধু হতে আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর কোথায় মিলিত হয়?
ক. রেটিনার পাশে
● রেটিনার পিছনে
গ. রেটিনার সামনে
ঘ. যেকোনো স্থানে

৬৩. কোন ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়?
ক. বিষম দৃষ্টি
● দূরদৃষ্টি
গ. হ্রস্বদৃষ্টি
ঘ. বার্ধক্য দৃষ্টি

৬৪. ক্ষীণদৃষ্টির কারণ কোনটি?
ক. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
খ. অভিসারী ক্ষমতা কমে যাওয়া
● অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া
ঘ. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া

৬৫. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তার কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
● উত্তল
খ. অবতল
গ. সমতলাতল
ঘ. সমতলোত্তল

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৬৬. কখন দীর্ঘদৃষ্টির উদ্ভব হয়?
● লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে
খ. লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে
গ. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
ঘ. লেন্সের ফোকাস দূরত্ব হ্রাস পেলে

৬৭. একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের পেছনে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পারে না। ঐ শিক্ষার্থীর চোখের ত্রুটি কী হতে পারে?
● ক্ষীণদৃষ্টি
খ. দূরদৃষ্টি
গ. হাইপারমেট্রোপিয়া
ঘ. বিষম দৃষ্টি

৬৮. হ্রস্বদৃষ্টি দূর করতে হ্রস্বদৃষ্টির দীর্ঘতম অবতল লেন্সের দূরত্ব কিসের সমান?
ক. বক্রতার ব্যসার্ধ
খ. প্রধান অক্ষ
● ফোকাস দূরত্ব
ঘ. ২৫ সে.মি.

৬৯. দীর্ঘদৃষ্টিতে প্রতিসরিত রশ্মিগুলো কোথায় মিলিত হয়?
ক. রেটিনার সামনে
খ. বক্রতার কেন্দ্রে মিলিত হবে
● রেটিনার পিছনে
ঘ. ফোকাস দূরত্বে

৭০. চোখ ভালো রাখার জন্য কীসের প্রয়োজন?
● ভিটামিন এ
খ. খনিজ লবণ
গ. ভিটামিন ডি
ঘ. আয়োডিন

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৭১. কোন খাবার চোখকে রোগমুক্ত রাখতে সাহায্য করে?
ক. মাছ-মাংস
খ. দুধ-ডিম
গ. ফাস্টফুড
● গাঢ় সবুজ শাকসবজি

৭২. নিচের কোনটি চোখের ক্ষতি করে?
ক. পর্যাপ্ত আলোর ব্যবহার
● ধুমপান করা
গ. নির্দিষ্ট দূরত্বে রেখে বই পড়া
ঘ. সঠিক জীবনধারা অনুসরণ করা

৭৩. কোন সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করা উচিত?
ক. শীতের দিনে
খ. বৃষ্টির দিনে
গ. বর্ষাকালে
● প্রখর রোদে

৭৪. অপর্যাপ্ত আলো ক্ষতিকর কোনটির জন্য?
ক. কান
খ. গলা
● চোখ
ঘ. নাক

৭৫. চোখকে যদি ক্লান্ত মনে হয় তাহলে কী করা ভালো?
ক. কাজ করা
খ. বসে থাকা
গ. খেলাধুলা করা
● বিশ্রাম নেওয়া

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৭৬. মানবদেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
ক. হাত
খ. পা
● চোখ
ঘ. কান

৭৭. চোখ ভালো রাখার জন্য কী সমৃদ্ধ খাবার প্রয়োজন?
ক. আয়োডিন
খ. প্রোটিন
● জিংক
ঘ. শর্করা

৭৮. ফ্যাটি এসিডযুক্ত খাবার প্রয়োজন কেন?
ক. কান ভালো রাখার জন্য
● চোখ ভালো রাখার জন্য
গ. হৃৎপিণ্ড ভালো রাখার জন্য
ঘ. যকৃত ভালো রাখার জন্য

৭৯. কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
● চর্বিযুক্ত
খ. প্রোটিনযুক্ত
গ. ভিটামিন ডি সমৃদ্ধ
ঘ. আয়োডিনযুক্ত

৮০. কোনটি চোখকে সুস্থ রাখে?
ক. লাউ
● গাজর
গ. চাল কুমড়া
ঘ. শশা

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৮১. গাড়িতে দর্পণ ব্যবহার করা হয়-
i. গাড়ির দুপাশে দেখার কাজে
ii. গাড়ির পিছনের দিকে দেখার কাজে
iii. গাড়ির সামনের দিকে দেখার কাজে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. পাহাড়ি রাস্তার বাঁকে গোলীয় দর্পণ ব্যবহার করা হয়-
i. পিছনের গাড়ির অবস্থান জানার জন্য
ii. বাঁকের অন্য পাশের গাড়ির অবস্থান জানার জন্য
iii. গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ী চালানোর জন্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৩. দর্পণের ব্যবহার করা হয় –
i. নিরাপদ ড্রাইভিং এর জন্য
ii. পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে
iii. পার্বত্য সড়কের বিপজ্জনক বাঁকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৮৪. আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে—
i. প্রতিসরণ ঘটে
ii. দিক পরিবর্তন করে
iii. প্রতিসরণের ২য় সূত্র খাটে না
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত –
i. একটি ধ্রুব সংখ্যা
ii. দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক
iii. প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৮৬. অভিসারী লেন্স হিসেবে কাজ করে-
i. রেটিনা
ii. চোখের লেন্স
iii. উত্তল লেন্স
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৭. লেন্সের ক্ষমতা বলতে বোঝায় আলোক রশ্মিকে-
i. অভিসারী করার ক্ষমতা
ii. অপসারী করার ক্ষমতা
iii. বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করার ক্ষমতা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৮৮. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায় লেন্সটি –
i. উত্তল লেন্স
ii. প্রধান অক্ষের 0.5 মিটার দূরত্বে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে
iii. প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. লেন্সের ক্ষমতা – 4D বলতে বোঝায়-
i. অবতল লেন্স
ii. লেন্স থেকে 25cm দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. অভিসারী লেন্স
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র-
i. রডসমূহ আলো গ্রহণ করে
ii. কোণসমূহ আলো গ্রহণ করে
iii. কোষ অসংবেদনশীল হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৯১. রেটিনায় অবস্থিত ‘কোণ’ কোষের কাজ –
i. তীব্র আলোতে সাড়া দেয়া
ii. রঙের অনুভূতি বুঝিয়ে দেয়া
iii. রঙের পার্থক্য বুঝিয়ে দেয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯২. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব –
i. স্বাভাবিক চোখে ২৫ সে. মি.
ii. বয়সের সঙ্গে পরিবর্তিত হয়.
iii. শিশুর ক্ষেত্রে ৫ সে. মি.
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৩. রডকোষগুলো-
i. ক্ষীণ আলোতে সাড়া দেয়
ii. বস্তুর নড়াচড়া বোঝায়
iii. আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বোঝায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য দায়ী –
i. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
ii. অক্ষিগোলকের আয়তন কমে যাওয়া
iii. চোখের লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৫. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে –
i. দূরের বস্তু অস্পষ্ট মনে হয়
ii. কাছের বস্তু অস্পষ্ট দেখা যায়
iii. উত্তল লেন্স ব্যবহার করতে হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৯৬. একটি ত্রুটিযুক্ত চোখের দূরবিন্দুর দূরত্ব 50 cm, এক্ষেত্রে যে চশমা ব্যবহার করতে হবে তার-
i. লেন্সের ফোকাস দূরত্ব 50 cm হবে
ii. লেন্সটি উত্তল হতে হবে
iii. লেন্স অপসারী ক্ষমতাসম্পন্ন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
হাসান চোখের মাধ্যমে দেখার বিষয়টি বুঝতে পারছিল না। সে তার শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানালেন, চোখের বিভিন্ন অংশ রয়েছে। তার মধ্যে দু’ধরনের ক্ষুদ্র স্নায়ুকোষ রয়েছে দেখার কাজে যাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

৯৭. উক্ত স্নায়ু কোষগুলোর নাম কী?
ক. রড ও রেটিনা
খ. কোণ ও রেটিনা
● রড ও কোণ
ঘ. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার

৯৮. কোষগুলো গুরুত্বপূর্ণ কারণ এরা –
i. রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়
ii. রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টিয়ে দেয়
iii. বস্তুর নড়াচড়া ও আলোক তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
হাসনাদের চশমা তৈরির প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সে নানা ধরনের লেন্স দেখতে পেল। কোনো লেন্সের মধ্যভাগ মোটা, কোনোটির আবার মধ্যভাগ সরু। সে এসব লেন্সের ব্যবহার সম্পর্কে জানতে পারল।

৯৯. প্রথম লেন্সটি কোন ধরনের লেন্স হতে পারে?
● উত্তল
খ. অবতলোত্তল
গ. উত্তলাবতল
ঘ. অবতল

১০০. দ্বিতীয় প্রকার লেন্সটি-
i. অবতল লেন্স হিসেবে পরিচিত
ii. একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারীগুচ্ছে পরিণত করে
iii. ঋণাত্মক ক্ষমতা বিশিষ্ট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment