নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ : হৃদযন্ত্রের যত কথা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১. কোনটি ক্ষারধর্মী তরল যোজক টিস্যু?
● রক্ত
খ. মূত্র
গ. লালারস
ঘ. পিত্তরস

২. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
ক. ২-৩ লিটার
খ. ৪-৫ লিটার
গ. ৩-৪ লিটার
● ৫-৬ লিটার

৩. রক্ত মানুষের দেহের মোট ওজনের প্রায় কত শতাংশ?
● ৮%
খ. ১১%
গ. ১০%
ঘ. ৫৫%

৪. রক্তে রক্তরসের শতকরা পরিমাণ কত?
ক. ৮%
খ. ৪৫%
● ৫৫%
ঘ. ৯০%

৫. রক্তে রক্তকণিকার পরিমাণ কত শতাংশ?
ক. ৩০%
খ. ৩৫%
গ. ৪০%
● ৪৫%

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৬. কোনগুলো রেচন পদার্থ?
ক. অ্যামিনো এসিড, অ্যামোনিয়াম গ্লিসারল
● ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া
গ. ফ্যাটি এসিড, সোডিয়াম, ক্রিয়েটিনিন
ঘ. ম্যালিক এসিড, গ্লুকোজ, অ্যামোনিয়া

৭. রক্তরসে কোনটি দ্রবীভূত অবস্থায় থাকে?
ক. লোহিত রক্তকণিকা
খ. অনুচক্রিকা
গ. শ্বেত রক্তকণিকা
● জৈব ও অজৈব পদার্থ

৮. হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?
ক. লোহিত কণিকা
খ. শ্বেত কণিকা
● রক্তরস
ঘ. অনুচক্রিকা

৯. হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?
● আমিষ
খ. ক্ষারধর্মী
গ. শর্করা
ঘ. চর্বি

১০. কোন প্রাণীর রক্তের রং লাল?
ক. তেলাপোকা
● ব্যাঙ
গ. ঘাসফড়িং
ঘ. জোঁক

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১১. রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে?  ক. কামিনো হিমোগ্লোবিন হিসেবে
● অক্সিহিমোগ্লোবিন হিসেবে
গ. অক্সাইড আয়ন হিসেবে
ঘ. বাইকার্বনেট আয়ন হিসেবে

১২. নিচের কোনটি প্রতিরক্ষামূলক উপাদান?
ক. ইউরিয়া
খ. লেসিথিন
গ. ক্রিয়েটিনিন
● অ্যান্টিটক্সিন

১৩. কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়?
ক. N2
খ. O2
● Co2
ঘ. H₂

১৪. রক্তরস কোন বর্ণের হয়?
● হলুদ
খ. বর্ণহীন
গ. নীল
ঘ. লাল

১৫. রক্তে দ্রবীভূত প্রতিরক্ষামূলক জৈব পদার্থ কোনটি?
ক. প্রোথ্রম্বিন
খ. গ্লোবিউলিন
● অ্যাগ্লুটিনিন
ঘ. ক্রিয়েটিনিন

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১৬. কোনটি রক্তরসের কাজ?
ক. স্বাস্থ্য ভাল রাখে
● রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে
গ. দেহের ভারসাম্য রক্ষা করে
ঘ. দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে

১৭. রক্তকণিকা প্রধানত কয় ধরনের?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

১৮. Red Blood Cell কোথায় উৎপন্ন হয়?
● অস্থিমজ্জায়
খ. প্লীহায়
গ. যকৃতে
ঘ. হৃৎপিণ্ডে

১৯. কোনটির উপস্থিতিতে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. বাইকার্বনেট
● হিমোগ্লোবিন

২০. লোহিত কণিকার গড় আয়ু কত?
ক. ১০০ দিন
খ. ১৩০ দিন
● ১২০ দিন
ঘ. ১৪০ দিন

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

২১. কোনটির লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত? ক. সাপ
● মানুষ
গ. ব্যাঙ
ঘ. পাখি

২২. প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
● ৪.৫ – ৫.৫ লাখ
খ. ৩ – ৫ লাখ
গ. ৪ – ৫ লাখ
ঘ. ৮০ – ৯০ লাখ

২৩. মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা কোন আকৃতির?
ক. দ্বি-উত্তল চাকতি
● দ্বি-অবতল চাকতি
গ. উত্তলাবতল চাকতি
ঘ. সমতলাবতল চাকতি

২৪. পূর্ণবয়স্ক স্ত্রী দেহের প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
ক. ৩-৪ লক্ষ
● ৪-৫ লক্ষ
গ. ৬০-৭০ লক্ষ
ঘ. ৮০-৯০ লক্ষ

২৫. শিশুদের প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
● ৬০-৭০ লক্ষ
খ. ৬৫-৭৫ লক্ষ
গ. ৮০-৯০ লক্ষ
ঘ. ৭০ – ৮০ লক্ষ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

২৬. কোন মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বেই নিউক্লিয়াসবিহীন হয়ে যায়?
● স্তন্যপায়ী
খ. উভচর
গ. পক্ষীকূল
ঘ. সরীসৃপ

২৭. মানুষের শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক. ৫-১০ দিন
খ. ২০-২৫ দিন
● ১-১৫ দিন
ঘ. ২৫ – ৩০ দিন

২৮. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
● ৫-১০ দিন
খ. ১০-১৫ দিন
গ. ২০-৩০ দিন
ঘ. ২০-৪০ দিন

২৯. শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে কোন রোগ হয়?
ক. অ্যানিমিয়া
খ. থ্যালাসেমিয়া
● লিউকেমিয়া
ঘ. পলিসাইথিমিয়া

৩০. কোনটি রক্তরসে নিজেরাই চলাচল করতে পারে?
● WBC
খ. Platelet
গ. RBC
ঘ. কোনোটি নয়

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৩১. এলার্জি প্রতিরোধ করতে সহায়তা করে কোন কণিকা? ক. লিম্ফোসাইট
খ. RBC
গ. Platelet
● বেসোফিল

৩২. গুরু মস্তিষ্কের রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
ক. পলিসাইথিমিয়া
খ. থ্যালাসেমিয়া
গ. করোনারি থ্রম্বোসিস
● সেরিব্রাল থ্রম্বোসিস

৩৩. কোন কণিকাটি অ্যান্টিবডি গঠন করে?
ক. বেসোফিল
খ. লিউকোপ্লাস্ট
● লিম্ফোসাইট
ঘ. RBC

৩৪. রক্তের কোন উপাদান রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?
ক. অনুচক্রিকা
● বেসোফিল
গ. লোহিত কণিকা
ঘ. নিউট্রোফিল

৩৫. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো?
ক. লিউকেমিয়া
● থ্রম্বোসাইটোসিস
গ. লিউকোসাইটোসিস
ঘ. পারপুরা

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৩৬. থ্রম্বোপ্লাসটিন নামক পদার্থের সৃষ্টি হয় কোনটি থেকে?
ক. লোহিত রক্তকণিকা
খ. শ্বেত রক্তকণিকা
গ. প্লাজমা
● অণুচক্রিকা

৩৭. কোন রোগে নির্দিষ্ট সময় অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক. পারপুরা
● থ্যালাসেমিয়া
গ. প্রম্বোসাইটোসিস
ঘ. লিউকেমিয়া

৩৮. কোন আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে?
ক. Na+
● Ca2+
গ. C-
ঘ. K+

৩৯. কোন কোষে হিমোগ্লোবিন থাকে?
ক. লিউকোসাইট
খ. থ্রম্বোসাইট
গ. হেপাটোসাইট
● এরিথ্রোসাইট

৪০. কোনটি অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে?
ক. লোহিত রক্তকণিকা
● শ্বেত রক্তকণিকা
গ. নিউরন
ঘ. অনুচক্রিকা

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৪১. কোনটি রক্তের অম্ল-ক্ষারের সমতা রক্ষায় বাফার হিসেবে কাজ করে?
● হিমোগ্লোবিন
খ. রক্তরস
গ. পিত্তরস
ঘ. লসিকা

৪২. সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৪৩. অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা কত রকমের?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৪৪. WBC কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
● ফ্যাগোসাইটোসিস
খ. অটোলাইসিস
গ. সাইনোসাইটোসিস
ঘ. পিনোসাইটোসিস

৪৫. কোনটি দানাহীন শ্বেত রক্তকণিকা?
ক. নিউট্রোফিল
খ. বেসোফিল
গ. ইওসিনোফিল
● মনোসাইট

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৪৬. কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার?
ক. এরিথ্রোসাইট
খ. থ্রম্বোসাইট
● মনোসাইট
ঘ. বেসোফিল

৪৭. গ্রানুলোসাইট শ্বেত কণিকা কত রকমের?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ

৪৮. হিস্টামিন এর কাজ কোনটি?
ক. জীবাণু ভক্ষণ করা
খ. জীবাণু ধ্বংস করা
● এলার্জি প্রতিরোধ করা
ঘ. রক্ত জমাটে বাধা দেয়া

৪৯. রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাঁধা দেয় কোনটি?
● হেপারিন
খ. অ্যান্টিবডি
গ. হিস্টামিন
ঘ. এনজাইম

৫০. প্রোথ্রমবিনকে থ্রমবিনে পরিণত করে কোনটি?
● থ্রম্বোপ্লাসটিন
খ. ফাইব্রিনোজেন
গ. ফাইব্রিন
ঘ. থ্রম্বোসাইট

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৫১. সারাদেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. বৃক্ক
● রক্ত
গ. লসিকা
ঘ. পাকস্থলি

৫২. লিউকোসাইট-এ মনোসাইট শতকরা কত ভাগ থাকে?
ক. ০ – ১
খ. ১ – ৬
● ২ – ১০
ঘ. ২০ – ৪৫

৫৩. শ্বেত রক্তকণিকায় শতকরা কতভাগ লিম্ফোসাইট থাকে?
ক. ১ – ৬
● ২০ – ৪৫
গ. ৪০ – ৭৫
ঘ. ১৫ – ৪০

৫৪. নিচের কোনটি শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
ক. মনোসাইট
খ. লিম্ফোসাইট
● নিউট্রোফিল
ঘ. ইওসিনোফিল

৫৬. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রক্তে সিরাম ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত?
ক. ১৫ – ৪০ mg/dL.
খ. ৪ -৬ mg/dL.
গ. ১০০-২০০ mg/dl
● ০.৫ – ১.৫ mg/dl

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৫৭. উচ্চ রক্তচাপের ফলে হতে পারে কোনটি?
ক. যকৃত ক্যান্সার
খ. ফুসফুস ক্যান্সার
● প্যারালাইসিস
ঘ. রক্তশূন্যতা

৫৮. পূর্ণবয়স্ক পুরুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু?
ক. ১০ -২২ gm/dL
● ১৪ – ৪৬ gm/dL
গ. ১২ – ১৪ gm/dL
ঘ. ১৬ – ১৮gm/dL

৫৯. পূর্ণবয়স্ক স্ত্রীলোকের দেহে হিমোগ্লোবিন কী পরিমাণ থাকে?
ক. ১০ -২২ gm/dL
খ. ১৪ – ১৬ gm/dL
● ১২ – ১৪ gm/dL
ঘ. ১৬ – ১৮ gm/dL

৬০. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার পরিমাণ কত?
ক. ৪০০০ – ১০,০০০
খ. ৫০,০০০ – ১, ০০,০০০
● ৫০,০০০ – ৪,০০,০০০
ঘ. ৪,০০,০০০ – ৫,০০,০০০

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৬১. প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মান কত?
ক. ০.০২ – ১ mg/dl
খ. ০.০৫ – ১ mg/dl
গ. ০.২ – ২ mg/dl
● ০.২ – ১ mg/dl

৬২. হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়?
ক. রাতকানা
● অ্যানিমিয়া
গ. জন্ডিস
ঘ. লিউকেমিয়া

৬৩. মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০,০০০-১,০০০,০০০ হলে সেই অবস্থাকে কী বলে?
ক. পলিসাইথিমিয়া
● লিউকেমিয়া
গ. অ্যানিমিয়া
ঘ. পারপুরা

৬৪. লিউকোসাইটোসিস অবস্থায় রক্তে শ্বেত কণিকার পরিমাণ প্রতি ঘনমিলিমিটারে কতটুকু?
● ২০,০০০ – ৩০,০০০
খ. ৪০০০ – ১০,০০০
গ. ৫০,০০০ – ১, ০০,০০০
ঘ. ৫০,০০০ – ৪,০০,০০০

৬৫. শরীরে প্রবেশকারী বহিরাগত বস্তু বা প্রোটিনকে কী বলে?
ক. রোগ
খ. জীবাণু
● অ্যান্টিজেন
ঘ. অ্যান্টিবডি

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৬৬. অ্যান্টিজেনকে প্রতিরোধের জন্য দেহে কোনটি তৈরি হয়?
ক. বেসোফিল
খ. অনুচক্রিকা
● অ্যান্টিবডি
ঘ. লোহিত কণিকা

৬৭. বহিরাগত বস্তু থেকে আমাদের দেহকে নিরাপত্তা দেয় কোনটি?
ক. অ্যান্টিবডি
খ. ডাক্তার
● অ্যান্টিজেন
ঘ. পুলিশ

৬৮. মানুষের দেহে দুধরনের অ্যান্টিজেন উপস্থিত এর আবিষ্কারক কে?
ক. চ্যাডউইক
● ল্যান্ডস্টেইনার
গ. কার্ল এরিক
ঘ. মেন্ডেল

৬৯. মানুষের রক্ত কোষে কয় ধরনের অ্যান্টিজেন আছে?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৭০. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করছে?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৭১. A রক্তের গ্রুপ বিশিষ্ট একজন ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে?
ক. A,O
● A, AB
গ. A, B, AB
ঘ. O

৭২. কোন গ্রুপের রক্ত অন্য তিন গ্রুপের রক্তকে জমাট বাঁধিয়ে দেয়?
ক. A
খ. B
● AB
ঘ. O

৭৩. কারও রক্তের গ্রুপ তিন হলে সে কোন গ্রুপ থেকে রক্ত নিতে পারবে?
ক. A
খ. B, AB
গ. AB, O
● O

৭৪. সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত?
ক. অক্সিজেন সমৃদ্ধ রক্ত
খ. নাইট্রোজেন সমৃদ্ধ রক্ত
গ. ক্যালসিয়াম সমৃদ্ধ রক্ত
● কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত

৭৫. শিরার উৎপত্তি কোথা হতে?
ক. হৃৎপিণ্ড
● কৈশিক জালিকা
গ. পালমোনারি নালি
ঘ. উপশিরা

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৭৬. পালমোনারি ধমনির উৎপত্তি কোথা থেকে?
ক. ডান অ্যাট্রিয়াম
খ. বাম অ্যাট্রিয়াম
● ডান ভেন্ট্রিকল
ঘ. বাম ভেন্ট্রিকল

৭৭. শিরা ও ধমনির সংযোগস্থলের রক্তনালি কোনটি?
ক. পালমোনারি ধমনি
খ. পালমোনারি শিরা
গ. অ্যাওটা
● কৈশিক জালিকা

৭৮. হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে?
● ডায়াস্টোল
খ. সিস্টোল
গ. অ্যাট্রিয়াম
ঘ. ভেন্ট্রিকল

৭৯. ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয়?
ক. অ্যাওটা
খ. অ্যাট্রিয়াম
● পালমোনারি ধমনি
ঘ. কৈশিক জালিকা

৮০. কোনটির সংকোচন ও প্রসারণ সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায়?
● হূৎপিণ্ড
খ. ধমনি
গ. শিরা
ঘ. ফুসফুস

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৮১. হূৎপিন্ডের বাম অ্যাট্রিয়ামের সঙ্গে কতটি পালমোনারি শিরা যুক্ত থাকে?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৬টি

৮২. অ্যাট্রিয়ামের অপর নাম কী?
ক. শিরা
খ. ধমনী
গ. নিলয়
● অলিন্দ

৮৩. ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি যুক্ত থাকে?
● ভেনাক্যাভা
খ. পালমোনারি শিরা
গ. পালমোনারি ধমনি
ঘ. অ্যাওটা

৮৪. পালমোনারি শিরা যুক্ত থাকে কোনটির সাথে?
ক. ডান অ্যাট্রিয়াম
● বাম অ্যাট্রিয়াম
গ. ডান ভেন্ট্রিকল
ঘ. বাম ভেন্ট্রিকল

৮৫. বাম ভেন্ট্রিকল থেকে কোনটির উৎপত্তি হয়েছে?
ক. সুপিরিয়র ভেনাক্যাভা
খ. ইনফিরিয়র ভেনাক্যাভা
গ. পালমোনারি শিরা
● অ্যাওটা

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৮৬. ধমনির প্রাচীর কয় স্তর বিশিষ্ট?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৮৭. কোনটি ধমনির বৈশিষ্ট্য?
ক. প্রাচীর পাতলা
খ. গহ্বর বড়
● কপাটিকা অনুপস্থিত
ঘ. স্পন্দন নেই

৮৮. কোনটি শিরার বৈশিষ্ট্য?
ক. প্রাচীর ২ স্তর বিশিষ্ট
খ. প্রাচীর বেশ পাতলা
গ. গহ্বর ছোট
● কপাটিকা অনুপস্থিত

৮৯. ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা হৃৎপিণ্ডের কোথায় প্রবেশ করে? ক. বাম অ্যাট্রিয়ামে
খ. ডান ভেন্ট্রিকলে
● ডান অ্যাট্রিয়ামে
ঘ. বাম ভেন্ট্রিকলে

৯০. কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম কয় স্তর বিশিষ্ট?
● এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৯১. CO2 সমৃদ্ধ রক্ত কোনটি দিয়ে বৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়?
ক. অ্যাওটা
খ. ভেনাক্যাভা
গ. পালমোনারি শিরা
● পালমোনারি ধমনি

৯২. অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে?
ক. ধমনি ও পালমোনারি ধমনি
● শিরা ও পালমোনারি শিরা
গ. শ্বেত কণিকা
ঘ. শিরা ও ধমনি

৯৩. হৃৎপিণ্ড ডায়াস্টোলিক অবস্থায় কোন পদার্থ পরিবহন করে?
ক. N₂
● CO₂
গ. Na₂
ঘ. O2

৯৪. হাতের কবজিতে হৃৎস্পন্দন অনুভব করাকে কী বলে? ক. হার্টসাউন্ড
● পালসরেট
গ. হৃৎস্পন্দন
ঘ. হার্ট-বিট

৯৫. শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার হৃৎস্পন্দন হয়?
ক. ৬০-১০০
খ. ৮০-১০০
গ. ১০০-১২০
● ১০০-১৪০

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

৯৬. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃৎস্পন্দন হয়?
ক. ৪০-৬০ বার
খ. ৬০-৮০ বার
● ৬০-১০০ বার
ঘ. ১২০-১৬০ বার

৯৭. একটি হৃৎস্পন্দন সম্পন্ন হতে কত সময় লাগে?
ক. ০.৭ সেকেন্ড
● ০.৮ সেকেন্ড
গ. ০.৯ সেকেন্ড
ঘ. ১০ সেকেন্ড

৯৮. হৃৎস্পন্দনে ‘লাব’ শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
ক. অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
● নিলয়ের সিস্টোল
গ. অ্যাট্রিয়ামের সিস্টোল
ঘ. নিলয়ের ডায়াস্টোল

৯৯. প্রতি ডিগ্রী ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে?
ক. ৮
● ১০
গ. ১২
ঘ. ২০

১০০. রক্তরসে দ্রবীভূত জৈব পদার্থ হলো-
i. ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন ও অ্যালবুমিন
ii. অক্সিজেন, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম
iii. গ্লুকোজ, কোলেস্টেরল ও বিলিরুবিন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১০১. রক্তরস পরিবহন করে-
i. হরমোন, এনজাইম, লিপিড
ii. অক্সিজেন
iii. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০২. রক্তের কাজ হচ্ছে –
i. দেহের বিভিন্ন অংশে হরমোন পরিবহন করা
ii. নাইট্রোজেন ঘটিত বর্জ্য বৃত্তে পরিবহন করা
iii. দেহে পানির পরিমাণ ঠিক রাখা
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৩. হিমোগ্লোবিন-
i. একটি লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ
ii. মেরুদণ্ডী প্রাণীদেহের রক্তরসে থাকে
iii. CO2 এর সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি করে
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৪. সিরাম-
i. হলুদ রঙের মতো স্বচ্ছ রস
ii. রক্তকণিকা বিহীন
iii. রক্ত জমাট বাঁধার পর জমাট অংশ থেকে নিঃসৃত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৫. লোহিত রক্তকণিকা প্রকৃতপক্ষে –
i.হিমোগ্লোবিন ভর্তি ভাসমান ব্যাগ
ii. অক্সিজেন পরিবহনে অক্ষম
iii. চ্যাপ্টা আকৃতির
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১০৬. মানুষের লোহিত রক্তকণিকা –
i. বিভাজিত হয় না
ii. দ্বি-উত্তল আকৃতির
iii. প্লীহাতে সঞ্চিত থাকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৭. শ্বেত রক্তকণিকার কোষগুলো
i. হিমোগ্লোবিনবিহীন
ii. রক্তরসের মধ্য দিয়ে চলতে সক্ষম
iii. অসুস্থ দেহে সংখ্যায় বেশি থাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৮. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ বা ধ্বংস করে –
i. লিম্ফোসাইট
ii. মনোসাইট
iii. নিউট্রোফিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত –
i. বেসোফিলের
ii. ইউসিনোফিলের
iii. মনোসাইটের
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. অণুচক্রিকার আকার-
i. দ্বি-অবতল
ii. গোলাকার ও বড়
iii. ডিম্বাকার বড়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১১. অণুচক্রিকার দানাদার সাইটোপ্লাজমে-
i. নিউক্লিয়াস থাকে
ii. মাইটোকন্ড্রিয়া থাকে
iii. গলগি বস্তু থাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. রক্তের কাজ-
i. টিস্যু কোষে O2 পরিবহন করা
ii. ফুসফুসে CO2 পরিবহন করা
iii. N2-ঘটিত বর্জ্য পদার্থ বৃদ্ধে পরিবহন করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৩. মানুষের হৃৎপিণ্ড-
i. এক রকমের পাম্প যন্ত্র বিশেষ
ii. দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত
iii. মধ্যচ্ছদার ওপরে অবস্থিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ অবস্থায় যখন সংকুচিত হয়, তখন –
i. হৃদস্পন্দনে প্রথম লাব শব্দের সৃষ্টি হয়
ii. বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়
iii. সেমিলুনার কপাটিকা খুলে যায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. অ্যাট্রিয়ামের সিস্টোল অবস্থায় –
i. ভেন্ট্রিকল ডায়াস্টোল অবস্থায় থাকে
ii. ডান অ্যাট্রিয়াম থেকে দূষিত রক্ত ডান ভেন্ট্রিকালে আসে
iii. বাম অ্যাট্রিয়াম থেকে দূষিত রক্ত বাম ভেন্ট্রিকলে আসে
ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১১৬. অ্যাওটা থেকে রক্ত বিভিন্ন ধমনি ও শাখা ধমনির মাধ্যমে কলাকোষকে—
i. পুষ্টিদ্রব্য সরবরাহ করে
ii. CO2 সরবরাহ করে
iii. O2 সরবরাহ করে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
শিশু অবস্থা থেকেই মুহিবের রক্তশূন্যতা। তার প্রতি তিন মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। ডাক্তার বলেছে এটি একটি বংশগত রোগ।

১১৭. মুহিব কোন রোগে আক্রান্ত?
ক. এইডস
খ. লিউকেমিয়া
● থ্যালাসেমিয়া
ঘ. হিমোফিলিয়া

১১৮. মুহিবের উক্ত রোগের কারণ –
i. তার অটোজোমে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন
ii. তার পিতার অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন
iii. তার মাতার অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
অভি রাস্তায় একটি আঘাতপ্রাপ্ত ব্যাঙ দেখল। ব্যাঙটির দেহ থেকে লাল রঙের এক ধরনের তরল পদার্থ ঝরছিল।

১১৯. অভির দেখা উক্ত পদার্থটির নাম কী?
● রক্ত
খ. রক্তরস
গ. সিরাম
ঘ. হিমোসিল

১২০. উক্ত পদার্থটি লাল বর্ণের হয়-
i. হিমোগ্লোবিন উপস্থিত থাকায়
ii. ক্লোরোফিল উপস্থিত থাকায়
iii. লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment