নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ : জীবনের জন্য পানি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১. পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? ক. পেট্রোল
● পানি
গ. দুধ
ঘ. গ্লিসারিন

২. মানবদেহে শতকরা কতভাগ পানি?
ক. ৭৫ ভাগ
● ৬০-৭৫ ভাগ
গ. ৬০-৯০ ভাগ
ঘ. ৭০ ভাগ

৩. মাছ, মাংস, শাক-সবজি প্রভৃতিতে শতকরা কত ভাগ পানি থাকে?
ক. ৪০ – ৫০
● ৬০ – ৯০
গ. ৩০ – ৫০
ঘ. ৫০- ৬০

৪. ভূ-পৃষ্ঠের শতকরা কতভাগ পানি?
● ৭৫ ভাগ
খ. ৭০ ভাগ
গ. ৬০ ভাগ
ঘ. ৬৫ ভাগ

৫. যে তাপমাত্রায় বরফ গলে যায়, তাকে কী বলে?
● গলনাংক
খ. স্ফুটনাংক
গ. বাষ্পীভবন
ঘ. স্ফুটন

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৬. বরফের গলনাংক কোনটি?
● ০ °সে.
খ. ৪°সে.
গ. ৫° সে.
ঘ. ৬° সে.

৭. বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
ক. গলনাংক
● স্ফুটনাংক
গ. স্ফুটন
ঘ. সমচাপ

৮. পানির স্ফুটনাংক কত?
ক. ৮৫.৮৮°সে.
খ. ৯০.৯৮°সে.
গ. ৯৯.৯৮°সে.
● ৯৫.৯৮°সে.

৯. কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সে.
● ৪° সে.
গ. ৫০°সে.
ঘ. ১০০°সে.

১০. কোনটি স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন?
ক. এসিড মিশ্রিত পানি
খ. ব্রোমিন-পানি
● বিশুদ্ধ পানি
ঘ. সোডিয়াম ক্লোরাইড দ্রবণ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১১. পানির ঘনত্ব কীসের উপর নির্ভর করে?
● তাপমাত্রা
খ. চাপ
গ. আলো
ঘ. বাতাস

১২. ৪° সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত মিলিগ্রাম?
ক. ১
খ. ২
গ. ১০
● ১০০০

১৩. কোন ধরনের পানি বিদ্যুৎ অপরিবাহী?
● বিশুদ্ধ
খ. ক্ষারীয়
গ. লোনা
ঘ. অম্লীয়

১৪. কোনটি সর্বজনীন দ্রাবক?
● H2O
খ. CH₂OH
গ. CCl4
ঘ. C₂H₂OH

১৫. পানিতে অদ্রবণীয় কোনটি?
● মাটি
খ. খাদ্য লবণ
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১৬. পানি একটি উভধর্মী পদার্থ কেন?
ক. ক্ষার হিসেবে কাজ করে
● ক্ষার ও এসিড উভয় হিসেবে কাজ করে
গ. এসিড ও লবণ হিসেবে কাজ করে
ঘ. লবণ ও ক্ষার হিসেবে কাজ করে

১৭. বিশুদ্ধ পানির pH মান কত?
ক. ৬
● ৭
গ. ৮
ঘ. ৯

১৮. একটি পানির অণুতে কী থাকে?
● ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু
খ. ২টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু
গ. ২টি অক্সিজেন ও ১টি হাইড্রোজেন পরমাণু
ঘ. ১টি অক্সিজেন ও ১টি হাইড্রোজেন পরমাণু

১৯. অনেক পানির অণু একসাথে কী হিসেবে থাকে?
ক. বরফ
খ. স্ফটিক
● ক্লাস্টার
ঘ. লবণ

২০. পৃথিবীর পানির মধ্যে শতকরা কতভাগ সমুদ্রের পানি?
ক. ৫ ভাগ
খ. ৯৫ ভাগ
গ. ১০ ভাগ
● ৯০ ভাগ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

২১. সমুদ্রের পানিকে কী বলা হয়?
ক. Mineral water
● Marine water
গ. Fresh water
ঘ. Inland water

২২. কোথায় পানি বরফ আকারে থাকে?
● হিমবাহে
খ. পুকুরে
গ. সমুদ্র
ঘ. ঝরণায়

২৩. পৃথিবীতে শতকরা কত ভাগ পানি বরফ আকারে রয়েছে?
ক. ১%
● ২%
গ. ৪%
ঘ. ১০%

২৪. পৃথিবীর শতকরা কত ভাগ পানি ব্যবহারের উপযোগী?
● ১%
খ. ২%
গ. ৩%
ঘ. ৮%

২৫. কোন ফসলটির জন্য প্রচুর পরিমাণে পানি প্রয়োজন? ক. গম
খ. কাউন
গ. পেঁয়াজ
● ইরি ধান

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

২৬. কোনটি জন্মানোর জন্য পানি অপরিহার্য?
ক. কলমি
● টোপাপানা
গ. হেলো
ঘ. কেশরদাম

২৭. জলজ উদ্ভিদসমূহ সালোকসংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে?
● অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন-ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন

২৮. জলজ উদ্ভিদসমূহ মূলত কোনটির মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে?
ক. মূল
● সমগ্র দেহ
গ. কাণ্ড
ঘ. পাতা

২৯. জলজ উদ্ভিদসমূহ কীভাবে বংশবিস্তার করে থাকে? ক. স্পোরের মাধ্যমে
খ. পরাগায়নের মাধ্যমে
● অঙ্গজ উপায়ে
ঘ. পারথেনোজেনেসিস প্রক্রিয়ায়

৩০. কীসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে?
ক. মুখ
● ফুলকা
গ. ফুসফুস
ঘ. ত্বক

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৩১. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের বেশির ভাগই আসে কোনটি থেকে?
ক. মাংস
খ. শাক-সবজি
● মাছ
ঘ. ফলমূল

৩২. পানির মানদণ্ড কোনটির উপর নির্ভর করে?
ক. পরিবেশের উপর
● কোন কাজে ব্যবহার হবে তার উপর
গ. যন্ত্রপাতির উপর
ঘ. বৃষ্টির উপর

৩৩. পানির নিচে থাকা উদ্ভিদের সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হওয়ার কারণ কোনটি?
ক. পানিতে অক্সিজেনের অভাব
খ. পানির তেজস্ক্রিয়তা
● পানির ঘোলাত্ব
ঘ. পানির লবণাক্ততা

৩৪. সালোকসংশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয়?
ক. CO₂
খ. NO2
গ. H₂O₂
● O₂

৩৫. পানি ঘোলা হওয়ার মূল কারণ কোনটি?
● নদী ভাঙ্গন
খ. অক্সিজেনের অভাব
গ. জলজ প্রাণীর বসবাস
ঘ. তেজস্ক্রিয়তা

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৩৬. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য ১০০ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?
● ৫০০ মি.গ্রা.
খ. ৪০০ মি.গ্রা.
গ. ১০০ মি. গ্রা.
ঘ. ৩০০ মি.গ্রা.

৩৭. নদীতে নাব্যতা হ্রাস পায় কখন?
ক. পানির লবণাক্ততা বেড়ে গেলে
খ. পানির pH অস্বাভাবিকভাবে কমে গেলে
গ. পানির বর্ণ ও স্বাদ পরিবর্তন হলে
● পানি ঘোলাটে হলে

৩৮. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ অঙ্কীয়, ক্ষারীয় না নিরপেক্ষ?
ক. তাপমাত্রা
খ. সমচাপ
● pH
ঘ. শিশিরাঙ্ক

৩৯. কোনো জলীয় দ্রবণের pH এর মান ৭ এর কম হলে দ্রবণটি কোন ধরনের?
● এসিডিক
খ. ক্ষারীয়
গ. নিরপেক্ষ
ঘ. বাষ্পীয়

৪০. জলীয় দ্রবণ এসিডিক হলে এর pH মান কোনটি?
● ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৪১. জলীয় দ্রবণ ক্ষারীয় হলে pH এর মান কোনটি?
ক. ৫
খ. ৬
গ. ৭
● ৮

৪২. নদ-নদীর পানি কেমন হয়?
● ক্ষারীয়
খ. নিরপেক্ষ
গ. লবণাক্ত
ঘ. অম্লীয়

৪৩. pH এর মান কত হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়?
ক. ৬ এর কম
● ৫ এর কম
গ. ৮ এর কম
ঘ. ৭ এর কম

৪৪. জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে pH এর সহনীয় মাত্রা কত?
ক. ৬ – ৭
● ৬ – ৮
গ. ৬ – ৯
ঘ. ৬ – ১০

৪৫. ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে কেন?
ক. এরা মিঠা পানিতে বাস করে বলে
খ. মিঠা পানিতে স্রোত থাকে না বলে
● লোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায় বলে
ঘ. মিঠা পানিতে অক্সিজেন বেশি থাকে বলে

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৪৬. ভূপৃষ্ঠ পানি দ্বারা আবৃত শতকরা কত ভাগ?
ক. ১
খ. ৩
গ. ৯৭
● ৭৫

৪৭. কোন পানি কৃষিকাজে ব্যবহারের অনুপযোগী?
ক. খরপানি
খ. মিঠাপানি
● লবণাক্ত পানি
ঘ. এসিডিয় পানি

৪৮. তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলে?
ক. পাতন
খ. আংশিক পাতন
গ. স্ফুটন
● পরিস্রাবণ

৪৯. ফিস্টার ব্যবহার করা হয় কোন প্রক্রিয়ায়?
ক. পাতন
খ. স্ফুটন
গ. ক্লোরিনেশন
● পরিস্রাবণ

৫০. পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি?
● বালির স্তর
খ. ওজোন গ্যাস
গ. ক্লোরিন গ্যাস
ঘ. পাথরের স্তর

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৫১. Ca(OCl)Cl ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে?
ক. পাতন
খ. পরিস্রাবণ
গ. স্ফুটন
● ক্লোরিনেশন

৫২. ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
● সোডিয়াম হাইপোক্লোরাইড
খ. সোডিয়াম ক্লোরাইড
গ. ক্যালসিয়াম সালফেট
ঘ. ম্যাগনেসিয়াম ক্লোরাইড

৫৩. কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়?
ক. আর্সেনিক
● অতি বেগুনি রশ্মি
গ. সোডিয়াম লাইট
ঘ. এক্সরে রশ্মি

৫৪. সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত নিচের কোনটি?
● NaOCl
খ. Ca(OCI)CI
গ. NaCl
ঘ. Na

৫৫. সোডিয়াম হাইপোক্লোরাইড এর মধ্যে থাকা কোন উপাদানটি পানির রোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে?
ক. Na
● Cl
গ. O
ঘ. H

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৫৬. একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কী বলা হবে?
ক. স্ফুটন
খ. পরিস্রাবণ
● পাতন
ঘ. ক্লোরিনেশন

৫৭. কৃষিকাজে রাসায়নিক ও জৈব সার ব্যবহারের কারণ কোনটি?
ক. পানির চাহিদা হ্রাস
● মাটির উর্বরতা বৃদ্ধি
গ. উৎপাদন ব্যয় হ্রাস
ঘ. পোকামাকড় দমন

৫৮. কোনটি পানিবাহিত রোগ?
ক. সোয়াইন ফ্লু
● কলেরা
গ. বসন্ত
ঘ. হাম
৫৯. কৃষিকাজে পোকামাকড় দমনের জন্য কী ব্যবহার করা হয়?
ক. জৈব সার
খ. রাসায়নিক সার
● কীটনাশক
ঘ. লোনা পানি

৬০. আমেরিকার ইরি হ্রদকে কত সালে মৃত হিসেবে ঘোষণা করা হয়?
ক. ১৮৬০
খ. ১৮৯০
গ. ১৯৫০
● ১৯৬০

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৬১. আমেরিকার ইরি হ্রদে কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ায় সেটি মৃত হ্রদে পরিণত হয়েছিল?
● ফসফেট
খ. অক্সিজেন
গ. সালফেট
ঘ. ক্লোরিন

৬২. পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়?
● শ্যাওলা
খ. কচুরিপনা
গ. কেশরদাম
ঘ. শাপলা

৬৩. পানিতে খুব বেশি সিসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানব দেহে দেখা দিতে পারে?
● মস্তিষ্কের বিকল হওয়া
খ. বিকলাঙ্গ হওয়া
গ. ফুসফুস ক্যান্সার
ঘ. পাকস্থলীর রোগ

৬৪. পানিতে কোনটির পরিমাণ খুব বেশি হলে শরীর জ্বালাপোড়া করে?
ক. পারদ
খ. ক্যালসিয়াম
● সিসা
ঘ. আর্সেনিক

৬৫. পানিতে আর্সেনিক থাকলে কী রোগ হয়?
ক. বিতৃষ্ণাবোধ
খ. রক্তশূন্যতা
গ. কিডনি বিকল
● ত্বক ও ফুসফুসের ক্যান্সার

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৬৬. কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
ক. আর্সেনিক
খ. লেড
গ. মারকারী
● সিজিয়াম

৬৭. জাপানের ফুকুশিমা শহরে তেজস্ক্রিয় দুর্ঘটনার কারণ নিচের কোন দুর্যোগটি?
● সুনামি
খ. টর্নেডো
গ. সাইক্লোন
ঘ. খরা

৬৮. জাপানের ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয় ঘটনাটি কবে সংঘটিত হয়?
● ১১ মার্চ, ২০১১
খ. ১৩ মার্চ, ২০১১
গ. ১৩ এপ্রিল, ২০১২
ঘ. ১১ এপ্রিল ২০১২

৬৯. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে প্রায় কত বৃদ্ধি পেয়েছে?
ক. ০.৬৭°C
খ. ০.৭৪°C
● ১°C
ঘ. ০.২°C

৭০. বর্তমানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ৩০°C হলে ১০০ বছর আগে তা কত ছিল?
ক. ৩০°C
খ. ৩১°C
● ২৯°C
ঘ. ২৮°C

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৭১. বৈশ্বিক উষ্ণতার ফলে কোনটি হয়?
ক. পানির তাপমাত্রা হ্রাস পায়
খ. মিঠা পানির লবণাক্ততা হ্রাস পায়
গ. পানিতে অক্সিজেন বৃদ্ধি পায়
● বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়

৭২. লবণাক্ততা বৃদ্ধির ফলে পানির কোন উপাদানটি হ্রাস পাবে?
● দ্রবীভূত অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. দ্রবীভূত হাইড্রোজেন
ঘ. অক্সিজেন

৭৩. বৈশ্বিক উষ্ণতার প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে?
● নাতিশীতোষ্ণ
খ. মরু
গ. শীতল
ঘ. মেরু

৭৪. বৈশ্বিক উষ্ণতার ফলে বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ কত হয়?
ক. 40°C
খ. 42°C
● 47°C
ঘ. 56°C

৭৫. বঙ্গোপসাগরের উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশের কতটুকু অংশ পানির নিচে চলে যাবে?
ক. অর্ধেক
খ. দুই-তৃতীয়াংশ
● এক-তৃতীয়াংশ
ঘ. সম্পূর্ণ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৭৬. বাংলাদেশের কোন অঞ্চলে চিংড়ি চাষের জন্য নালা কেটে মূল ভূখণ্ডে লবণাক্ত পানি আনা হয়? ● দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
খ. দক্ষিণ-পূর্বাঞ্চলে
গ. উত্তরাঞ্চলে
ঘ. উত্তর-পূর্বাঞ্চলে

৭৭. নিচের কোন জেলায় চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূ-খণ্ডে নিয়ে আসা হয়?
● সাতক্ষীরা
খ. চট্টগ্রাম
গ. ভোলা
ঘ. বাক্সবাজার

৭৮. কোন দেশের জনসংখ্যার বড় একটি অংশ জলবায়ু শরনার্থীতে পরিণত হয়েছে?
● মালদ্বীপ ও ভারত
খ. মালদ্বীপ ও শ্রীলংকা
গ. ভারত ও শ্রীলংকা
ঘ. শ্রীলংকা ও নেপাল

৭৯. বন্যপ্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করা ছাড়াও কোন কাজে বনভূমি ভূমিকা রাখে?
ক. বন্যা নিয়ন্ত্রণ করা
খ. ক্ষতিকর পদার্থ শোষণ করা
● ভগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করা
ঘ. পানি ধারণ করা

৮০. শহরাঞ্চলে বৃষ্টির পানি প্রবাহ কোন দূষণের বড় একটি কারণ?
● পানি দূষণ
খ. বায়ু দূষণ
গ. মাটি দূষণ
ঘ. শব্দ দূষণ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৮১. কংক্রিটের পরিবর্তে কোনটি ব্যবহার করলে বৃষ্টির পানি ভূগর্ভে জমা হয়?
● গ্রাভেল
খ. সিমেন্ট
গ. ইট
ঘ. বালি

৮২. ETP -এর পূর্ণরূপ কী?
ক. Effluent Plant
খ. Effluent Treatment
● Effluent Treatment Plant
ঘ. Effluent Treatment Process

৮৩. ইটিপি কী?
● বর্জ্য পরিশোধন ব্যবস্থা
খ. ফুটবল ফেডারেশন
গ. প্রাকৃতিক পরিবেশ দূষণ
ঘ. দূষণ রোধ ব্যবস্থা

৮৪. ETP ব্যবস্থা ব্যবহার হয় কী উদ্দেশ্যে?
ক. শহরাঞ্চলের পানি দূষণ দূরীকরণে
● শিল্পকারখানার বর্জ্য পরিশোধনে
গ. মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধে
ঘ. লঞ্চ, স্টীমার, থেকে ফেলা বর্জ্য পরিশোধনে

৮৫. ইটিপি তৈরি কীসের উপর নির্ভরশীল?
● কী ধরনের ক্ষতিকর বর্জ্য পানিতে বিদ্যমান
খ. কী ধরণের মাছ পানিতে বিদ্যমান
গ. কত প্রজাতির শ্যাওলা পানিতে বিদ্যমান
ঘ. কত পরিমাণে নাইট্রোজেন পানিতে বিদ্যমান

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৮৬. কোনটি ব্যবহার করে মাটির উচ্চতা বাড়ালে মাটির ক্ষয় রোধ করা যাবে?
ক. ইউরিয়া সার
খ. কীটনাশক
● জৈব সার
ঘ. টিএসপি

৮৭. বিশুদ্ধ পানির―
i. স্ফুটনাঙ্ক ৯৯.৯৮° সেলসিয়াস
ii. হিমাঙ্ক ০° সেলসিয়াস
iii. pH এর মান ৭
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৮৮. বিশুদ্ধ পানি যে ধর্ম প্রদর্শন করে –
i. গলনাংক
ii. স্ফুটনাংক
iii. তড়িৎ পরিবাহিতা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. পানির বিশেষ ধর্ম হলো এটি —
i. বেশিরভাগ অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
ii. অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
iii. বিশুদ্ধ অবস্থায় পুরোপুরি নিরপেক্ষ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. পানির সবচেয়ে বড় উৎস হলো-
i. খাল-বিল
ii. সাগর, মহাসাগর বা সমুদ্র
iii. হ্রদ
● ⅱ খ. ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৯১. সমুদ্রের পানি কৃষি কাজে এবং কলকারখানায় ব্যবহার করা যায় না কারণ –
i. সমুদ্রের পানিতে প্রচুর এসিড থাকে
ii. সমুদ্রের পানি লবণাক্ত
iii. সমুদ্রের পানি বিভিন্ন যন্ত্রপাতির ক্ষয়সাধন করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. নবরফ আকারে থাকা পানির উৎস হলো—
i. হিমবাহ
ii. গভীর হ্রদ
iii. তুষার স্রোত
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৩. ব্যবহার উপযোগী পানির উৎস হলো—
i. হ্রদ
ii. হিমবাহ
iii. খাল-বিল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. মিঠা পানির উৎস হলো-
i. নদী
ii. পুকুর
iii. সমুদ্র
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৫. পানি না থাকলে জলজ উদ্ভিদসমূহ –
i. বাঁচতে পারত না
ii. জন্মাতে পারত না
iii. বৃদ্ধি হতে পারত না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৯৬. মিঠা পানিতে লবণাক্ততা বাড়লে-
i. পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়
ii. জলজ উদ্ভিদের বড় অংশ জন্মাতে পারে না
iii. কৃষি কাজের জন্য অনুপযোগী হয়ে পড়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৭. পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে পারে—
i. পানি ঘোলাটে হলে
ii. পানিতে তেল, গ্রিজ ইত্যাদি উপস্থিত থাকলে
iii. শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৮. পানি ঘোলাটে হলে –
i. জলজ উদ্ভিদসমূহের সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়
ii. জলজ প্রাণী ঠিকমত খাবার সংগ্রহ করতে পারে না।
iii. পানির pH এর মান খুব বেশি বৃদ্ধি পায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৯. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন –
i. 1 লিটার পানিতে ন্যূনতম 5 মিলিগ্রাম অক্সিজেন
ii. নদ-নদীর পানির pH 6-8 এর মধ্যে
iii. নদ-নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০০. pH এর মান খুবই গুরুত্বপূর্ণ –
i. নদ-নদীর জন্য
ii. খাল-বিলের জন্য
iii. মাটির জন্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১০১. পানির pH অধিক কমে গেলে –
i. পোনা মাছ মারা যাবে
ii. মাছ রোগাক্রান্ত হবে
iii. জলজ প্রাণীর খনিজ পদার্থের অভাব দেখা দেবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
সোহানদের পুকুরের পানি খুব ঘোলাটে। তারা এ পুকুরে ময়লা আবর্জনাও ফেলে।

১০২. পুকুরটিতে জলজ উদ্ভিদের কোন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়?
ক. শ্বসন
খ. রেচন
● সালোকসংশ্লেষণ
ঘ. দর্শন

১০৩. পুকুরটির পানিতে দ্রবীভূত থাকতে পারে –
i. মাটি
ii. বালি
iii. গ্রিজ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
পানিতে বিভিন্ন কারণে অদ্রবণীয় পদার্থ যেমন- বালি, তৈল, গ্রিজ জমা হয়।

১০৪. উপরের অদ্রবণীয় পদার্থগুলো পানিতে মিশ্রিত হলে কী ঘটে?
● পানি ঘোলা করে
খ. পানিতে জীবাণু হ্রাস করে
গ. পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি করে
ঘ. পানিতে তেজষ্ক্রিয়তা বৃদ্ধি করে

১০৫. উদ্দীপকের অদ্রবণীয় পদার্থগুলো জমা হওয়ার ফলে—
i. জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়
ii. মাছ বা অন্য প্রাণী ঠিকমত খাবার সংগ্রহ করতে পারে না
iii. নদীর নাব্যতা বৃদ্ধি পায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ২য় অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment