এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ : উক্তি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
১. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয়?
ক. কালবাচক
খ. স্থানবাচক
গ. ভাববাচক
● কালবাচক ও স্থানবাচক
২. প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়?
ক. সেমিকোলন
খ. কোলন
গ. ড্যাশ
● উদ্ধারচিহ্ন
৩. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
● সর্বনাম
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. অনুসর্গ
৪. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না-
ক. উদ্ধারচিহ্নের
● ক্রিয়ার কালের
গ. ভাব বিশেষ্যের
ঘ. নামবিভক্তির
৫. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
● কর্তা
খ. কর্ম
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়
SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক. বচন
খ. বাচ্য
গ. কথন
● উক্তি
৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা কীভাবে উদ্ধৃত করা হয়?
● সরাসরি
খ. বাঁকাভাবে
গ. অন্যের দ্বারা
ঘ. ইঙ্গিতের মাধ্যমে
৮. প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক ‘যে’ বসে এবং-
ক. উদ্ধারচিহ্ন বহাল থাকে
● উদ্ধারচিহ্ন উঠে যায়
গ. সেমিকোলন বসে
ঘ. বাক্য সম্পূর্ণ হয়ে যায়
৯. উক্তি পরিবর্তনে বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় কেন?
ক. বাক্যকে ঠিক রাখার জন্য
খ. পদগুলো যথাস্থানে রাখার জন্য
● অর্থের সংগতি রক্ষার জন্য
ঘ. সর্বনাম সবসময় পরিবর্তনশীল বলে
১০. লোকটি বললেন, “আমি আগামীকাল এখানে আবার আসব।”— এটি পরোক্ষ উক্তি কী হবে?
● লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
খ. লোকটি বললেন যে, আমি আগামীকাল এখানে আবার আসব।
গ. লোকটি বললেন যে, তিনি পরদিন এখানে আবার যাবেন।
ঘ. লোকটি বললেন যে, তিনি আগামীকাল এখানে আবার আসবেন।
SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
১১. প্রত্যক্ষ উক্তিতে কিসের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না?
ক. প্রশ্নবাচক
● চিরন্তন সত্য
গ. হৃদয়াবেগ
ঘ. স্থানবাচক
১২. ছেলেটি বলে উঠলো, ‘বাহ! কী সুন্দর বাড়ি।’— এটি পরোক্ষ উক্তিতে কী হবে?
ক. ছেলেটি বলে উঠলো যে, বাহ! কী সুন্দর বাড়ি।
খ. ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাহ! কী সুন্দর বাড়ি।
● ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাড়িটি খুব সুন্দর।
ঘ. ছেলেটি আনন্দের সাথে বাড়িটির সৌন্দর্যের কথা বললো।
১৩. প্রত্যক্ষ উক্তিতে কোন ভাৰ থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়?
ক. প্রশ্নসূচক
খ. আবেগসূচক
গ. অনুজ্ঞাসূচক
● সবগুলোই
১৪. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগের দিন
● পর দিন
গ. পূর্ব দিন
ঘ. সেদিন
১৫. “তিনি বললেন যে বইটা তার দরকার’- বাক্যটি কিসের উদাহরণ?
ক. প্রত্যক্ষ উক্তির
খ. কর্মবাচ্যের
গ. কর্তৃবাচ্যের
● পরোক্ষ উক্তির
SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
১৬. কোনো কথকের বাক্ কর্মের নাম কী?
ক. বাচ্য
খ. বাগবিধি
● উক্তি
ঘ. প্রবাদ
১৭. উক্তি কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
● দুই প্রকার
ঘ. পাঁচ প্রকার
১৮. উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়?
ক. যথা
খ. যেহেতু
● যে
ঘ. যদি
১৯. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন। করতে হয়?
ক. বিশেষ্যের
খ. অব্যয়ের
গ. বিশেষণের
● সর্বনামের
২০. অর্থের সংগতি রক্ষার জন্যে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
● ক্রিয়া এবং সর্বনাম পদের
খ. কালের
গ. সর্বনাম এবং বিশেষ্য পদের
ঘ. অর্থের
SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ