এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ : সরল, জটিল ও যৌগিক বাক্য অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
● সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অধীন
২. “তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন’- বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?
ক. ভাত
খ. খেয়ে
গ. চেয়ারে
● বসলেন
৩. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
● যোজক
ঘ. অনুসর্গ
৪. জটিল বাক্যের উদাহরণ কোনটি?
● যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
খ. পাখিগুলো আকাশে উড়ছে।
গ. আমরা তিন ভাই এবং দুই বোন
ঘ. আমার সমুদ্র দেখতে খুব ভাল লাগে।
৫. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?
ক. যে-সে
খ. যেটুকু-সেটুকু
গ. যত-তত
● যখন-তখন
SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
৬. নিচের কোনটি সরল বাক্য?
● পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
সে এখানে এল এবং বসে পড়ল।
লোকটি নিরক্ষর, কিন্তু অভদ্র নয়।
বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৭. ‘দুর্জন লোক পরিত্যাজ্য’- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে-
● যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
খ. যে দুর্জন সেই পরিত্যাজ্য।
গ. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য।
ঘ. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে।
৮. ‘সে এখানে এসেই বসে পড়ল’- বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?
ক. সে এখানে এসে বসলো।
খ. সে এখানে এসে বসে পড়ল।
গ. সে এখানে এসে বসেছে।
● সে এখানে এল, তারপরে বসে পড়ল।
৯. যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?
ক. সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো।
● সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো।
গ. যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো।
ঘ. যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও।
১০. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. চার
● তিন
ঘ. পাঁচ
SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
১১. কোন ধরনরে বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?
● সরল বাক্যে
খ. জটিল বাক্যে
গ. যৌগিক বাক্যে
ঘ. কোনোটিই নয়
১২. সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে কী বলে?
ক. প্রশ্নবাচক বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
● জটিল বাক্য
১৩. নিচের কোনটি সরল বাক্য নয়?
ক. আমরা তিন ভাইবোন
খ. পাখিগুলো নীল আকাশে উড়ছে
● হামিদ বই পড়েছে, আর সীমা রান্না করছে
ঘ. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন
১৪. বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কোন বাক্য হয়?
● সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. রূপান্তরিত বাক্য
১৫. যৌগিক বাক্যের ক্ষেত্রে কোন যতিচিহ্ন যোজকের কাজ করে?
ক. কমা
খ. সেমিকোলন
গ. ড্যাশ
● সবগুলোই
SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ