SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ : বাক্যের বর্গ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ

১. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
● বর্গ
খ. উদ্দেশ্য
গ. বিধেয়
ঘ. বাক্যাংশ

২. ‘বর্গ’ আসলে—
ক. বাক্যের বিন্যাস
খ. ধ্বনিগুচ্ছ
গ. বর্ণের সমষ্টি
● শব্দের গুচ্ছ

৩. বর্গের নাম হয়-
● পদ অনুযায়ী
খ. বাক্য অনুযায়ী
গ. ধ্বনি অনুযায়ী
ঘ. বর্ণ অনুযায়ী

৪. বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়?
● বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবৰ্গ

৫. বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে—
ক. বিশেষ্যবর্গ
● বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
ঘ. ক্রিয়াবৰ্গ

৬. বিধেয় অংশের ক্রিয়া সাধারণত-
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষণ-বর্গ
● ক্রিয়াবৰ্গ

৭. বর্ণকে কিসের একক বলা যায়?
ক. শব্দের
খ. অর্থের
গ. ভাষার
● বাক্যের

৮. কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ বসিয়ে প্রায়ই কী বসায়?
● বর্গ
খ. ধ্বনিগুচ্ছ
গ. ভাব
ঘ. বাক্যাংশ

৯. পাঠ্যবইয়ে কত প্রকার বর্গের আলোচনা করা হয়েছে?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ

১০. আমটা দেখতে ভারী সুন্দর। এখানে নিম্নরেখ শব্দগুচ্ছ কোন ধরনের বর্ণ?
ক. বিশেষ্যবর্গ
খ. ক্রিয়াবগ
গ. ক্রিয়াবিশেষণবর্গ
● বিশেষণবর্গ

SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ

১১. নিচের কোন বাক্যে বিশেষ্যবর্গ রয়েছে?
● আমার ভাই পড়তে বসেছে
খ. ভদ্রলোক সত্যিকারের নির্লোভ
গ. সে লিখছে আর হাসছে
ঘ. আমি সকাল থেকে বসে আছি

১২. যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে কী বলে?
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
● ক্রিয়াবিশেষণবর্গ
ঘ. ক্রিয়াবৰ্গ

১৩. নিচের কোনটিতে ক্রিয়াবর্গ ব্যবহৃত হয়েছে?
ক. সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে
● অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে
গ. রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে
ঘ. আমি সকাল থেকে বসে আছি

১৪. ‘বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।’— নিম্নরেখ শব্দগুচ্ছ কোন ধরনের বর্ণ?
ক. বিশেষ্যবর্গ
খ. ক্রিয়াবণ
গ. বিশেষণবর্গ
● ক্রিয়াবিশেষণবর্গ

SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment