এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ : ক্রিয়ার কাল অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
১. ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে?
ক. ক্রিয়ার স্থান
খ. ক্রিয়ার মূল
● ক্রিয়ার কাল
ঘ. ক্রিয়ার বিভক্তি
২. ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক. আমি রোজ স্কুলে যাই
● আমি স্কুলে যাচ্ছি
গ. আমি স্কুলে এসেছি
ঘ. আমরা স্কুলে এসেছি
৩. কোন কালে অনুজ্ঞা হয় না?
ক. ভবিষ্যৎ কালে
খ. বর্তমান কালে
গ. ঘটমান ভবিষ্যৎ কালে
● অতীত কালে
৪. কাজটি চলছে এখনও শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়?
ক. সাধারণ বর্তমান
● ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. অনুজ্ঞা বর্তমান
৫. “আমার আশীর্বাদ নিয়ো” বাক্যটি কোন কালের?
ক. সাধারণ বর্তমান
● অনুজ্ঞা বর্তমান
গ. সাধারণ অতীত
ঘ. নিত্য অতীত
৬. আজ বিকেলে যদি সুমন আসত, মজা হতো— বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. ঘটমান বর্তমান
● সাধারণ ভবিষ্যৎ
৭. নিচের কোন বাক্যে ঘটনা অতীতের, কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের?
ক. আমি গত বছর পরীক্ষা দিয়েছি।
খ. সবাই যেন সভায় হাজির থাকে।
● গত বছর তিনি একুশে পদক পান।
ঘ. পরের সপ্তাহে আমরা বাড়ি যাচ্ছি।
৮. বর্তমান কাল কত প্রকার?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
৯. যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে কোন বর্তমান কাল বলে?
● সাধারণ
খ. ঘটমান
গ. পুরাঘটিত
ঘ. অনুজ্ঞা
১০. এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে কী বলে?
ক. সাধারণ বর্তমান কাল
● পুরাঘটিত বর্তমান কাল
গ. অনুজ্ঞা বর্তমান কাল
ঘ. সাধারণ অতীত কাল
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
১১. ‘তাড়াতাড়ি কাজটি করো।’—এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
● অনুজ্ঞা বর্তমান
ঘ. অনুজ্ঞা ভবিষ্যৎ
১২. ‘সূর্য পূর্ব দিকে ওঠে।’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
ক. অনুজ্ঞা
খ. পুরাঘটিত
গ. ঘটমান
● সাধারণ
১৩. অতীত কাল কত প্রকার?
ক. দুই
● চার
গ. ছয়
ঘ. সাত
১৪. অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে কোন অতীত কাল বলে?
● সাধারণ
খ. ঘটমান
গ. নিত্য
ঘ. পুরাঘটিত
১৫. ‘তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।’—এটি কোন অতীত কালের উদাহরণ?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. পুরাঘটিত
● নিত্য
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
১৬. ঘটমান অতীত কালের উদাহরণ কোনটি?
● তারা মাঠে খেলছিল।
খ. খুব সকালে ঘুম থেকে উঠতাম।
গ. তখন বাতিটা জ্বলে উঠল।
ঘ. খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।
১৭. অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. পুরাঘটিত
● নিত্য
১৮. পুরাঘটিত অতীত কালের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. অতীতে সংঘটিত ঘটনা
খ. বহু পূর্বে সংঘটিত ঘটনা
● প্রায়ই ঘটতো এমন ঘটনা
ঘ. এ ঘটনার পরে আরো কিছু ঘটনা ঘটেছে
১৯. ভবিষ্যৎ কাল কত প্রকার?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. ‘আমি রংপুরে যাব।’— এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
● সাধারণ ভবিষ্যৎ
ঘ. অনুজ্ঞা ভবিষ্যৎ
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
২১. যে ক্রিয়া ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, তাকে কোন ভবিষ্যৎ কাল বলে?
ক. সাধারণ
● ঘটমান
গ. পুরাঘটিত
ঘ. অনুজ্ঞা
২২. ভবিষ্যৎ অনুজ্ঞা বলতে বোঝায়, ভবিষ্যৎ কালের –
ক. আদেশ
খ. আমন্ত্রণ
গ. উপেক্ষা
● সবগুলো
২৩. ‘কাজটি তাড়াতাড়ি কোরো’- এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান
খ. অনুজ্ঞা বর্তমান
গ. সাধারণ ভবিষ্যৎ
● অনুজ্ঞা ভবিষ্যৎ
২৪. ভবিষ্যতের ঘটনা, কিন্তু ক্রিয়ার কাল বর্তমান-এমন উদাহরণ কোনটি?
● সবাই যেন সভায় হাজির থাকে
খ. ভালোভাবে পৌঁছে যেয়ো।
গ. শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
ঘ. তাড়াতাড়ি কাজটি করো।
২৫. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।’ – এটি কোন কালের ঘটনা?
ক. ভবিষ্যৎ
খ. অতীত
গ. অনুজ্ঞা
● বর্তমান
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
২৬. ‘এমন ঘটনা ঘটতেই থাকবে।’- এটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?
ক. সাধারণ
● ঘটমান
গ. পুরাঘটিত
ঘ. অনুজ্ঞা
২৭. সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং নিত্য কোন কালের প্রকারভেদ?
ক. বর্তমান
● অতীত
গ. ভবিষ্যৎ
ঘ. সবগুলো
২৮. পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি?
ক. চিন্তা করো না, কালই আসছি।
● এতক্ষণ আমি অঙ্ক করেছি।
গ. সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
ঘ. সে ভাত খায়।
২৯. ‘আমি দেখেছি।’- বাক্যের ক্রিয়া পদটি কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. পুরাঘটিত অতীত
● পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ বর্তমান
৩০. ‘তিনি গতকাল হাটে যাননি – ক্রিয়াটি কোন কালের?
● সাধারণ বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. সাধারণ অতীত
ঘ. পুরাঘটিত অতীত
SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ