এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ : ক্রিয়াবিভক্তি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
১. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
ক. শব্দমূল
● ধাতু
গ. ক্রিয়াবিভক্তি
ঘ. শব্দ
২. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
ক. বর্ণ
খ. ধ্বনি
● ক্রিয়াবিভক্তি
ঘ. ধাতু
৩. সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
● -ই (করি)
খ. -আই (করাই)
গ. -লে (করলে)
ঘ. -এন (করেন)
৪. প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীত কালে শ্রোতা পক্ষের মানী ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -তি (করাতি)
খ. – আলাম (করালাম)
গ. -ইয়েছি (করিয়েছি)
● -আলেন (করালেন)
৫. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত কালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -ব (করব)
খ. -বে (করবে)
● -তি (করতি)
ঘ. -এন (করেন)
৬. প্রযোজক ক্রিয়ার সাধারণত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -আও (করাও)
খ. -আস (করাস)
গ. – আয় (করায়)
● -আই (করাই)
৭. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?
ক. -আনো (করানো)
খ. -ইয়ে (করিয়ে)
● -আতে (করাতে)
ঘ. -আলে (করালে)
৮. ক্রিয়ার কয়টি অংশ?
● দুটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. পাঁচটি
৯. ক্রিয়ামূলের সঙ্গে সেখব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয়, সেগুলোকে কী বলে?
ক. ধাতু
খ. ক্রিয়ামূল
● ক্রিয়াবিভক্তি
ঘ. ক্রিয়াপদ
১০. অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ আছে?
ক. পাচটি
খ. চারটি
গ. তিনটি
● দুটি
SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
১১. সাধারণ ক্রিয়ার পুরাঘটিত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. – এছ
● -এছি
গ. -লাম
ঘ. -ছি
১২. ‘-ইস’ সাধারণ ক্রিয়ার কোন কালের শ্রোতা পক্ষের সাধারণ ক্রিয়াবিভক্তি?
ক. ঘটামান বর্তমান
খ. ঘটমান অতীত
● অনুজ্ঞা বর্তমান
ঘ. নিত্য অতীত
১৩. নিচের কোনটি প্রযোজক ক্লিয়ার ক্রিয়াবিভক্তি?
● -আও
খ. -ছিল
গ. -লি
ঘ. -ছি
১৪. নিচের কোনটি ক্রিয়াবিভক্তি নয়?
ক. -আবি
খ. -উক
● -এর
ঘ. -ছে
১৫. সাধারণ ক্রিয়ার ভূত অসমাপিকা ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. – আস
খ. – এছে
● – এ
ঘ. – এছে
১৬. প্রযোজক ক্রিয়ার পুরাঘটিত অতীত অন্য পক্ষের সাধারণ ক্রিয়াবিভক্তি কোনটি?
● – ইয়েছিল
খ. -ইয়েছিলে
গ. -আচ্ছিলি
ঘ. – আলি
১৭. প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -ইয়ে
খ. – আতে
গ. – আবেন
● -আলে
১৮. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত শ্রোতা পক্ষের মানী ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -তাম
● – তেন
গ. – আতাম
ঘ. -আতেন
১৯. ‘কর’ ধাতুর পুরাঘটিত বর্তমান শ্রোতা পক্ষে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ কোনটি?
ক. করিয়েছে
● করিয়েছিস
গ. করাবি
ঘ. করাস
২০. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে-
ক. অনুসর্গ
খ. কৃৎ প্রত্যয়
গ. প্রত্যয়
● ক্রিয়া বিভক্তি
SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
২১. যা-ধাতুর মধ্যম পুরুষ নিত্যবৃত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি?
ক. গিয়েছিলে
খ. যাচ্ছিলি
● যেতে
ঘ. যাইত
২২. সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞার চলিতরীতির বিভক্তি কোনটি?
ক. -উন
খ. – ন
গ. -ও
● শূন্য
২৩. দে-ধাতুর প্রথম পুরুষে ঘটমান বর্তমানের চলিতরীতির রূপ কোনটি?
ক. দিতেছে
খ. দিত
● দিচ্ছে
ঘ. দিয়েছিল
SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ