SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ : বচন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

১. একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম—
● বচন
খ. যোজক
গ. আবেগ
ঘ. পদাণু

২. নিচের কোনটি একবচন?
● আমি
খ. বইগুলি
গ. মাঝিরা
ঘ. কলমগুলো

৩. ‘মানী’ লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
● বৃন্দ
খ. সব
গ. মালা
ঘ. রাজি

৪. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?
● মৌমাছি মৌচাক বানায়।
খ. ছাত্ররা এসে জড়ো হয়েছে
গ. এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
ঘ. হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।

৫. ‘পর্বত’ শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
ক. কুল
খ. সব
গ. সমূহ
● মালা

৬. বচন এক ধরনের-
● লগ্নক
খ. শব্দ
গ. পদ
ঘ. বলক

৭. ‘ফুল’ শব্দের বহুবচন কী হবে?
ক. ফুলরা
● ফুলগুলো
গ. ফুলসমূহ
ঘ. ফুলরাজি

৮. প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত লগ্নক কোনটি?
ক. গণ
● সব
গ. বর্গ
ঘ. মন্ডলী

৯. ‘বৃক্ষ’ শব্দের বহুবচন কী হবে?
ক. বৃক্ষরা
খ. বৃক্ষগুলো
গ. বৃক্ষবৰ্ণ
● বৃক্ষসমূহ

১০. ‘আবলি’ লগ্নক যোগে বহুবচনের সঠিক উদাহরণ কোনটি?
● নিয়মাবলি
খ. শিক্ষকাবলি
গ. পবর্তাবলি
ঘ. সদস্যাবলি

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

১১. বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি?
ক. শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন।
খ. গল্প শোনো।
গ. আমি বই পড়ছি।
● বাজারে লোক কম।

১২. ‘পণ্ডিত’ শব্দের বহুবচনে কোন লগ্নকটি যথাযথ?
ক. মালা
খ. সমূহ
● বর্গ
ঘ. আবলি

১৩. নিচের কোন লগ্নকটি মানী লোকের বহুবচনে ব্যবহৃত হয় না?
ক. গণ
● সব
গ. বৃন্দ
ঘ. মন্ডলী

১৪. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
● বিশেষণ ও সর্বনাম
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষ্য ও বিশেষণ
ঘ. সর্বনাম ও অব্যয়

১৫. কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক. পাল ও পুঞ্জ
● পাল ও যূথ
গ. যূথ ও মালা
ঘ. নিকর ও রাজি

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

১৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
ক. বৃন্দ, মণ্ডলী
● কুল, সব, সমূহ
গ. রা, এরা
ঘ. গণ, বর্গ

১৭. কোন শব্দগুচ্ছটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?
ক. গণ, বৃন্দ, কুল, সকল
খ. বর্ণ, সব, সমূহ, কুল
● কুল, সকল, সব, সমূহ
ঘ. রা, দের, গুলা, গুলি

১৮. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. তৎসম
● পারিভাষিক
গ. অর্ধ-তৎসম
ঘ. বিদেশি
১৯. বচন অর্থ কী?
● সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাণের ধারণা

২০. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
● বিশেষ্য এবং সর্বনাম পদ
খ. বিশেষ এবং বিশেষণ পদ
গ. সর্বনাম এবং ক্রিয়াপদ
ঘ. সর্বনাম এবং বিশেষণ পদ

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

২১. ‘লাল লাল ফুল’- বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছ?
ক. শূন্য
● বহুবচন
গ. একবচন
ঘ. ঈষৎ

২২. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?
ক. গুলা
গ. গুলি
● রা
ঘ. গুলো

২৩. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক. কুল
খ. সমাজ
● মালা/রাজি
ঘ. মণ্ডল

২৪. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
● সাহেবান
খ. সাহেবমণ্ডল
গ. সাহেবকুল
ঘ. সাহেবসমূহ

২৫. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
● বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষণ ও সর্বনাম
গ. বিশেষ্য ও বিশেষণ
ঘ. সর্বনাম ও অব্যয়

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

২৬. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিয়ে
খ. দাম
● নিকর
ঘ. রাজি

২৭. কবিতা শব্দের বহুবচন –
● কবিতাগুচ্ছ
খ. কবিতামালা
গ. কবিতারাজি
ঘ. কবিতাসমূহ

২৮. ‘পর্বত’ শব্দের বহুবচন –
ক. পবর্তগুচ্ছ
● পর্বতমালা
গ. পর্বতপুঞ্জ
ঘ. পর্বতসমূহ

২৯. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক. আবলি
খ. গুচ্ছ
● সকল/কুল
ঘ. বৃন্দ

৩০. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?
ক. গণ, বৰ্গ
● কুল, সমূহ
গ. বৃন্দ, মণ্ডলী
ঘ. রা, এরা

SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment