এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ : নির্দেশক অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
১. কোনটি নির্দেশক নয়?
● -তম
খ. -খানা
গ. – জন
ঘ. – টা
২. -টা/-টি নির্দেশকের রূপান্তর?
● -টো
খ. -টুকু
গ. -তে
ঘ. -তা
৩. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?
ক. -টি
● -টুক
গ. -খানা
ঘ. -খানি
৪. কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে?
● জন
খ. টুকু
গ. খানা
ঘ. খানি
৫. নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. বিশেষণ
● সবগুলোই
৬. যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. লিঙ্গ
খ. বচন
গ. আবেগ
● নির্দেশক
৭. কোন ধরনের শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয় না?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. বিশেষণ
● ক্রিয়া
৮. যেসব ক্ষেত্রে -টা বা -টি বসে, সেসব ক্ষেত্রে অন্য কী বসতে পারে?
● – খানা বা – খানি
খ. – জন
গ. -টুকু
ঘ. কোনোটিই নয়
৯. -জন নির্দেশক শুধু কিসের বেলায় ব্যবহার হয় ?
ক. প্রাণী
● মানুষ
গ. বস্তু
ঘ. জন্তু
১০. ‘৪৫ জন’- এখানে ‘জন’ আলাদা শব্দের মতো বসেছে কেন?
ক. অঙ্কে লেখা সংখ্যার পরে বসে
● অধিক সংখ্যক বলে
গ. নিয়ম বহির্ভূত বলে
ঘ. সর্বদাই এরকম হয় বলে
SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
১১. মানুষ ছাড়া আর কীসের সঙ্গে ‘-জন’ নির্দেশক ব্যবহৃত হয়?
ক. প্রাণী
খ. উদ্ভিদ
গ. আসবাবপত্র
● সংখ্যা
১২. যে লগ্নক নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?
ক. সংখ্যা
খ. লিঙ্গ
● নির্দেশক
ঘ. উপসর্গ
১৩. ‘ন্যাকামিটা এখন রাখো’— বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
● নিরর্থকতা
খ. দ্ব্যর্থকতা
গ. সার্থকতা
ঘ. ভিন্নার্থকতা
১৪. ‘এক যে ছিল রাজা’- এখানে নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● অনির্দিষ্টতা
খ. নিরর্থকভাবে
গ. নির্দিষ্টতা
ঘ. বাহুল্য অর্থে
১৫. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়ে যায়?
ক. নির্দিষ্ট
খ. অনির্দিষ্ট
● সুনির্দিষ্ট
ঘ. নিরর্থক
SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
১৬. কোন নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
ক. কেতা
● টো/টুকু
গ. গাছি
ঘ. গুলিন
১৭. সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’— এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে?
● নিরর্থক ভাব
খ. নির্দিষ্টতা
গ. অনির্দিষ্টত
ঘ. সামান্যতা
১৮. ‘পোয়াটাক দুধ দাও’- এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. নির্দিষ্টতা
● অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা
ঘ. অতিনির্দিষ্টতা
১৯. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
● টুকু
খ. টা
গ. গুলো
ঘ. এক
২০. কোন নির্দেশকটি নির্দেশক ও অনিদের্শক দুই অর্থেই প্রযোজ্য?
ক. গাছা
খ. পাটি
গ. গাছি
● গোটা
SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
২১. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
ক. সংকীর্ণতা
খ. সীমাবদ্ধতা
● অনির্দিষ্টতা
ঘ. অবরুদ্ধতা
২২. নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
● শেষে
খ. প্রথমে
গ. মাঝে
ঘ. আদি ও অন্তে
২৩. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
● কেতা, পাটি
খ. গোটা, টা
গ. খানা, টুকু
ঘ. গুলো, গুলি
২৪. টাক, টুক, টুকু, টো ইত্যাদি নির্দেশকে কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. সুনির্দিষ্ট
খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা
● নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা
SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ