এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ : বিশেষণ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
১. বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে?
ক. বিশেষ্য ও বিশেষণ
● বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষণ ও ক্রিয়াবিশেষণ
ঘ. বিশেষণ ও অনুসর্গ
২. ‘সবুজ মাঠের পরে আমাদের গ্রাম’- বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?
ক. মাঠের
খ. আমাদের
● সবুজ
ঘ. পরে
৩. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?
● লাল
খ. আধা
গ. পাথুরে
ঘ. এক
৪. ‘চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না’- বাক্যটিতে ‘চলন্ত’ কোন জাতীয় বিশেষণ?
● অবস্থাবাচক
খ. গুণবাচক
গ. উপাদান বাচক
ঘ. ভাববাচক
৫. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে?
● খুব ভালো খবর
খ. আধা কেজি চাল
গ. লোকটা পাগল
ঘ. কতক্ষণ সময়
৬. ‘তৃতীয়’ কোন জাতীয় বিশেষণ?
● পূরণবাচক
খ. পরিমাণবাচক
গ. ক্রমবাচক
ঘ. গুণবাচক
৭. যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে কী বলে?
ক. উপাদানবাচক বিশেষণ
● বর্ণবাচক বিশেষণ
গ. ভাববাচক বিশেষণ
ঘ. বিধেয় বিশেষণ
৮. ‘ছেলেটি চালাক।’- এ বাক্যে ‘চালাক’ কোন জাতীয় বিশেষণ?
ক. অবস্থাবাচক
খ. ভাববাচক
গ. উপাদানবাচক
● গুণবাচক
৯. ক্রমবাচক বিশেষণ কোনটি?
● আট
খ. ৩৪তম
গ. কতক্ষণ
ঘ. খুব
১০. বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ ?
ক. অবস্থাবাচক
খ. বর্ণবাচক
গ. বিধেয়
● ভাববাচক
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
১১. ‘লোকটা পাগল।’- এ বাক্যে ‘পাগল’ কোন ধরনের বিশেষণ?
ক. নির্দিষ্টতাবাচক
● বিধেয়
গ. অবস্থাবাচক
ঘ. ভাববাচক
১২. প্রশ্নবাচক বিশেষণ কোনটি?
● কেমন
খ. ভালো
গ. চালাক
ঘ. এই
১৩. নির্দিষ্টতাবাচক বিশেষণ কোনটি?
ক. অনেক
● সেই
গ. আধা
ঘ. এক
১৪. ‘ঠাণ্ডা পানি’— এখানে ‘ঠান্ডা’ কোন জাতীয় বিশেষণ?
ক. বর্ণবাচক
খ. অবস্থাবাচক
গ. উপাদানবাচক
● গুণবাচক
১৫. পূরণবাচক বিশেষণ কোনটি?
ক. এক
● ৩৪তম
গ. ৫৬
ঘ. আধা
১৬. নিচের কোন বাক্যে বাক্যাংশে পরিমাণবাচক বিশেষণ রয়েছে?
ক. তৃতীয় প্রজন্ম
খ. ৩৪তম অনুষ্ঠানে যাবো
● অনেক লোক এসেছে
ঘ. খুব ভালো খবর আছে
১৭. “ছাব্বিশে মার্চ” কোন ধরনের বিশেষণ?
● নির্দিষ্টভাজ্ঞাপক
খ. সংখ্যাবাচক
গ. ক্রমবাচক
ঘ. উপাদানবাচক
১৮. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ -এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক. গুণবাচক
● রূপবাচক
গ. অবস্থাবাচক
ঘ. ভাববাচক
১৯. নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ?
ক. প্রথমা কন্যা
খ. নীল আকাশ
গ. ভাজা মাছ
● পাথুরে মূর্তি
২০. ‘পাথুরে মূর্তি’–এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
● উপাদানবাচক
খ. রূপবাচক
গ. গুণবাচক
ঘ. অবস্থাবাচক
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
২১. কোনটি অংশবাচক নাম বিশেষণের উদাহরণ?
ক. বিঘাটেক জমি
খ. হাজার টনী জাহাজ
গ. পাঁচ শতাংশ ভূমি
● ষোলো আনা দখল
২২. নীল আকাশ, সবুজ মাঠ— এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক. গুণবাচক
খ. ভাব্বাচক
● রূপবাচক
ঘ. উপাদান বাচক
২৩. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
ক. তাজা মাছ
খ. বেলে মাটি
গ. পাথুরে মূর্তি
● সবুজ মাঠ
২৪. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
ক. চলন্ত গাড়ি
খ. করুণাময় তুমি
গ. নীল আকাশ
● দ্রুত চলো
২৫. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
● কালো কালো চেহারা
খ. কবি কবি ভাব
গ. রাশি রাশি ধন
ঘ. গরম গরম জিলাপি
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
২৬. ‘ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন — এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বাক্যের বিশেষণ
● অব্যয়ের বিশেষণ
ঘ. বিশেষণীয় বিশেষণ
২৭. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’— ‘নিশীথ’ কোন পদ?
ক. ক্রিয়া
খ. বিশেষ্য
● বিশেষণ
ঘ. ক্রিয়াবিশেষণ
২৮. কোনটি ভাববাচক বিশেষণ?
● শয়ন/গমন
খ. যৌবন
গ. লবণ
ঘ. বিশ্বনবী
২৯. ‘স্বর্ণময় পাত্র’-এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
ক. রূপবাচক
খ. গুণবাচক
গ. অবস্থাবাচক
● উপাদানবাচক
৩০. কোনটি বর্ণবাচক নাম বিশেষণ?
ক. ঠাণ্ডা হাওয়া
● সবুজ পাতা
গ. মাটির থালা
ঘ. ভরা নদী
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
৩১. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?
ক. সবুজ শস্য
● নিপুণ কারিগর
গ. প্রথমা কন্যা
ঘ. কবেকার কথা
৩২. নবম শ্রেণি, প্রথমা কন্যা— এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?
● ক্রমবাচক
খ. সমষ্টিবাচক
গ. পরিমাণবাচক
ঘ. সংখ্যাবাচক
৩৩. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
ক. নাম বিশেষণ
● ভাব বিশেষণ
গ. সমাসসিদ্ধ বিশেষণ
ঘ. উপসর্গযুক্ত বিশেষণ
৩৪. ‘রূপবাচক বিশেষণ’টি চিহ্নিত করো?
ক. ঠাণ্ডা হওয়া
● কালো মেঘ
গ. মেটে কলসি
ঘ. মেঠো পথ
৩৫. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
ক. হাজার টনি জাহাজ
● মেটে কলসি
গ. দক্ষ কারিগর
ঘ. সিকিপথ
SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ