এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ : সমাস দিয়ে শব্দ গঠন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
১. সমাসের মাধ্যমে গঠিত হয়-
● নতুন শব্দ
খ. নতুন বাক্য
গ. নতুন বর্ণ
ঘ. নতুন ধ্বনি
২. সমাসবদ্ধ পদকে বলে—
● সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৩. ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?
ক. পূর্বপদ
খ. পরপদ
● সমস্তপদ
ঘ. সমস্যমান পদ
৪. পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন’— এই বাক্যে সময়সূচি কোন পদ?
● সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৫. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
৬. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
● নয় – ছয়
খ. খাসজমি
গ. কনকচাঁপা
ঘ. ত্রিফলা
৭. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
● হাতঘড়ি
খ. চোখে-মুখে
গ. সেতার
ঘ. তেলেভাজা
৮. নিচের কোনটির ব্যাসবাক্যে ‘যে যোজক রয়েছে?
● বেগুনভাজা
খ. ত্রিফলা
গ. ঘরজামাই
ঘ. হাতঘড়ি
৯. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?
ক. চৌরাস্তা
● ঘিভাত
গ. চালাকচতুর
ঘ. টাকমাথা
১০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
● চাঁদমুখ
খ. শশব্যস্ত
গ. হাতঘড়ি
ঘ. বিষাদসিন্ধু
SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
১১. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?
ক. কাজলকালো
● মনমাঝি
গ. তুষারশুভ্র
ঘ. চৌরাস্তা
১২. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
● ছেলে ভুলানো
খ. তেলেভাজা
গ. গরুরগাড়ি
ঘ. হাতে কাটা
১৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. গ্রামছাড়া
খ. গাছপাকা
গ. ধানক্ষেত
● গরুরগাড়ি
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
ক. দ্বিগু সমাস
● বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
১৫. যে বহুব্রীহি সমাসে সমস্তপদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে বলে?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি
খ. পদলোপী বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি
● অলুক বহুব্রীহি
১৬. যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয়, তাকে কী বলে?
ক. সমাস
খ. পূর্বপদ
গ. পরপদ
● ব্যাসবাক্য
১৭. উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কী বসে?
ক. শব্দ
● হাইফেন
গ. কমা
ঘ. ও
১৮. ‘ভালোমন্দ’ সমস্তপদটি কোন সমাসের অন্তর্গত?
● দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
১৯. অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কী সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে?
ক. উপসর্গ
● বিভক্তি
গ. র্দেশক
ঘ. প্রত্যয়
২০. ‘কাঁচা-মিঠা’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাঁচা অথচ মিঠা
খ. কাঁচা ও মিঠা
● যা কাঁচা তাই মিঠা
ঘ. কাঁচা থাকতে মিঠা
SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
২১. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
ক. আসা-যাওয়া
খ. গোলাপফুল
গ. ঊনিশ-বিশ
● চোখে-মুখে
২২. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. শশব্যস্ত
● হাতঘড়ি
গ. পদ্ম আঁখি
ঘ. বিষাদসিন্ধু
২৩. কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?
ক. রুপক
খ. মধ্যপদলোপী
গ. উপমান
● উপমিত
২৪. ‘জাহিদ বিয়ের পর ঘরজামাই হিসেবে আছে।’- এ বাক্যে ‘ঘরজামাই’ কোন কর্মধারয় সমাস?
ক. উপমান
খ. উপমিত
● মধ্যপদলোপী
ঘ. রূপক
২৫. সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে কোন সমাস হয়?
ক. দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
● তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
২৬. ‘গরুরগাড়ি’ কোন সমাসের উদাহরণ?
ক. অলুক দ্বন্দ্ব
খ. রূপক কর্মধারয়
● অলুক তৎপুরুষ
ঘ. ব্যতিহার বহুব্রীহি
২৭. পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক. সমানাধিকরণ
● ব্যতিহার
গ. অলুক
ঘ. ব্যাধিকরণ
২৮. সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. ত্রিফলা
খ. চৌরাস্তা
গ. উনিশ-বিশ
● সেতার
২৯. অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
● তেলেভাজা
খ. চোখেমুখে
গ. গাছপাকা
ঘ. হাতেখড়ি
SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ