SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ : শব্দ ও পদের গঠন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ

১. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
ক. পদাণু
● পদ
গ. বাক্যাংশ
ঘ. প্রকৃতি

২. পদের লগ্নক কত ধরনের?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ

৩. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
ক. প্রত্যয়
খ. বিভক্তি
গ. বলক
● উপসর্গ

৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে?
● বলক
খ. বিভক্তি
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ

৫. কোনটি সাধিত শব্দ?
ক. গাছ
খ. মাহ
গ. চাঁদ
● পরিচালক

৬. কোনটি মৌলিক শব্দ?
ক. প্রশাসন
● চাঁদ
গ. বন্ধুত্ব
ঘ. দায়িত্ব

৭. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
ক. প্রথমে
● শেষে
গ. মধ্যে
ঘ. যে কোনো স্থানে

৮. কোনটি নির্দেশক?
ক. রা
খ. পরি
● টুকু
ঘ. ই

৯. কোনটি লগ্নক নয়?
● প্রত্যয়
খ. নির্দেশক
গ. বলক
ঘ. বচন

১০. নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে’ বাক্যে অলগ্নক পদ কোনটি?
ক. নৌকার
● নীল
গ. হইয়ে
ঘ. মাহুরাঙাটি

SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ

১১. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কী বলে?
● শব্দমূল
খ. বলক
গ. নির্দেশক
ঘ. উপসর্গ

১২. ক্রিয়াপ্রকৃতির অপর নাম কী?
ক. প্রত্যয়
খ. বলক
গ. উপসর্গ
● ধাতু

১৩. উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কী বলে?
ক. মৌলিক শব্দ
● সাধিত শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. যৌগিক শব্দ

১৪. ‘কে যেন দরজা ঠকঠক করছে।’- এ বাক্যে ‘ঠকঠক’ কী?
ক. বিভক্তি
খ. শব্দমূল
গ. বলক
● শব্দদ্বিত্ব

১৫. পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে কী বলে?
● লগ্নক
খ. শব্দমূল
গ. উপসর্গ
ঘ. প্রত্যয়

১৬. ‘সাংবাদিক’ শব্দে ‘ইক’ অংশটুকু কী?
ক. উপসর্গ
● প্রত্যয়
গ. বলক
ঘ. নির্দেশক

১৭. নিচের কোনগুলো বলকের উদাহরণ?
ক. করা, গুলো
● ই. ও
গ. এর, লাম
ঘ. টি, টুকু

১৮. ‘ছেলেরা ক্রিকেট খেলে’— এই বাক্যে ‘ক্রিকেট’ পদটিকে কী বলা যায়?
ক. বলক
খ. বচন
গ. সলগ্নক পদ
● অলগ্নক পদ

১৯. প্রতিটি জনগোষ্ঠীর শব্দভান্ডার কোথায় সংকলিত হয়?
ক. ব্যাকরণে
খ. সাহিত্যে
গ. বাক্যে
● অভিধানে

২০. শব্দ কীসের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বের
খ. বাক্যতত্ত্বের
● রূপতত্ত্বের
ঘ. অর্থতত্ত্বের

SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ

২১. নিচের কোনটি ক্রিয়া-বিভক্তির উদাহরণ?
ক. এর
● লাম
গ. গুলো
ঘ. এ

২২. ‘এখনও তুমি বসে আছ!’- এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে?
● এখনও
খ. তুমি
গ. বসে
ঘ. আছ

২৩. শব্দ যখন বাক্যে স্থান পায়, তখন তার নাম কী হয়?
● পদ
খ. শব্দমূল
গ. বিভক্তি
ঘ. নির্দেশক

২৪. পদের অংশ নয় কোনটি?
ক. বিভক্তি
খ. নির্দেশক
● উপসর্গ
ঘ. বচন

২৫. গঠনগতভাবে পদ কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২৬. ‘সবটুকু ওষুধই তোমাকে খেতে হবে।’- এ বাক্যে ‘সবটুকু’ পদে কোন ধরনের লগ্নক ব্যবহৃত হয়েছে?
ক. বচন
খ. বলক
● নির্দেশক
ঘ. বিভক্তি

SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment