এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ : বাংলা ভাষার রীতি ও বিভাজন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
১. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
ক. সাধু রীতি
খ. লেখ্য রীতি
গ. আঞ্চলিক রীতি
● প্রমিত রীতি
২. বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়—
প্রাচীন যুগে
মধ্যযুগে
● উনিশ শতকের শুরুতে
বিশ শতকের শুরুতে
৩. নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?
● করিল
খ. করেছে
গ. করত
ঘ. করলাম
৪. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
● ক্রিয়ারূপ দীর্ঘ
খ. বিশেষ্যের আধিক্য
গ. অনুসর্গ হ্রস্ব
ঘ. খ ও গ উভয়ই
৫. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক. বরেন্দ্রি
খ. রাঢ়ি
● কামরূপি
ঘ. পূর্বি
৬. নিচের কোনটি লেখ্য ভাষা রীতি?
ক. প্রমিত রীতি
খ. কাব্য রীতি
গ. সাধু রীতি
● সবগুলোই সঠিক
৭. স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত-
● কথ্য ভাষা রীতির
খ. প্রমিত ভাষা রীতির
গ. সাধু ভাষা রীতির
ঘ. কাব্য ভাষা রীতির
৮. যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম-
ক. গদ্য ভাষা রীতির
খ. কাব্য ভাষা রীতির
গ. লেখ্য ভাষা রীতির
● কথ্য ভাষা রীতির
৯. আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বাঙ্গালি
● পূর্বি
গ. বরেন্দ্রি
ঘ. কামরূপি
১০. বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বাঙ্গালি
খ. রাঢ়ি
● বরেন্দ্র
ঘ. ঝাড়খণ্ডি
SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
১১. বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কী?
ক. রাঢ়ি
● কামরূপি
গ. বরেন্দ্রি
ঘ. ঝাড়খণ্ডি
১২. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কী?
● বাঙ্গালি
খ. কামরূপি
গ. বরেন্দ্রি
ঘ. ঝাড়খণ্ডি
১৩. পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বাঙ্গালি
● কামরূপি
গ. বরেন্দ্রি
ঘ. ঝাড়খণ্ডি
১৪. বক্তার কী ভেদে আদর্শ কথ্য রীতিতে কমবেশি পার্থক্য দেখা যায়?
ক. সামাজিক অবস্থান
খ. শিক্ষা
গ. সংস্কৃতি
● সবগুলোই সঠিক
১৫. ‘চর্যাপদ’ লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত?
ক. প্রমিত রীতি
খ. সাধু রীতি
● কাব্য রীতি
ঘ. গদ্য রীতি
১৬. বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ কত আগে রচিত হয়েছিল?
ক. প্রায় পাঁচশ বছর
● প্রায় এক হাজার বছর
গ. প্রায় দুই হাজার বছর
ঘ. প্রায় সাড়ে তিন হাজার বছর
১৭. বাংলা সাধু রীতির বিকাশ ঘটে কখন?
● উনিশ শতকের শুরুতে
খ. উনিশ শতকের মাঝামাঝি
গ. বিশ শতকের শুরুতে
ঘ. বিশ শতকের দ্বিতীয়ার্ধে
১৮. লেখা বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি?
খ. সাধু রীতি
গ. কাব্য রীতি
ঘ. চলিত রীতি
● প্রমিত রীতি
১৯. বাংলা কাব্য রীতি কয়ভাগে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০. নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের দীর্ঘ রূপ
খ. তৎসম শব্দবহুল
গ. সর্বনামে ‘হ’ বর্ণ যুক্ত
● ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ
২১. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে?
ক. সাধু রীতি
● চলিত রীতি
গ. কাব্য রীতি
ঘ. কথ্য রীতি
২২. শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম—
ক. মায়ের মুখের ভাষা
খ. বিভিন্ন ভাষার বই
● পাঠ্যপুস্তক
ঘ. বিভিন্ন উপভাষা
২৩. কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. কাল ও দেশভেদে
খ. পরিবেশ ও অঞ্চলভেদে
● দেশ, কাল ও পরিবেশভেদে
ঘ. কাল ও স্থানভেদে
২৪. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলিত
খ. আঞ্চলিক
● সাধু
ঘ. প্রাকৃত
২৫. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক. সাধু ভাষা
খ. মিশ্র ভাষা
● আদর্শ চলিত ভাষা
ঘ. আঞ্চলিক ভাষা
২৬. বাংলা ভাষার রীতি কয়টি?
● দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. পাঁচটি
SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
- SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২য় অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৮ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৯ম অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ১৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ২৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৩ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৪ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৫ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৬ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৭ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৮ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৩৯ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪০ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪১ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪২ অধ্যায় MCQ
- SSC বাংলা ২য় পত্র ৪৩ অধ্যায় MCQ