SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ : ভাষা ও বাংলা ভাষা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ

১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
● চোখ
খ. নাক
গ. কান
ঘ. জিভ

২. ব্রেইল ভাষা ব্যবহার করে
ক. শ্রবণ প্রতিবন্ধীরা
খ. মানসিক প্রতিবন্ধীরা
● দৃষ্টি-প্রতিবন্ধীরা
ঘ. শারীরিক প্রতিবন্ধীরা

৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
ক. ১৫ কোটি লোক
খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক
● ৩০ কোটি লোক

৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ
খ. ৫ম
● ৬ষ্ঠ
ঘ. ৭ম

৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
● ইন্দো-ইরানীয়

৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. পালি
● ক ও গ উভয়ই

৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তম
খ. সংস্কৃত
● পূর্ব ভারতীয় প্রাকৃত
ঘ. দ্রাবিড়ীয়

৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—
ক. মহাভারতে
● চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে
ঘ. মঙ্গলকাব্যে

৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
● বাংলা
গ. মণিপুরি
ঘ. কুটিল

১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা
খ. ওড়িশা
● ত্রিপুরা
ঘ. হরিয়ানা

SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ

১১. ইশারা ভাষা ব্যবহার করে কারা?
ক. দৃষ্টি-প্রতিবন্ধীরা
খ. শারীরিক প্রতিবন্ধীরা
গ. শ্রবণ প্রতিবন্ধীরা
● বাক-প্রতিবন্ধীরা

১২. বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
ক. পনেরো কোটি
খ. সতেরো কোটি
● ষোলো কোটি
ঘ. আঠারো কোটি

১৩. ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
ক. ৮ কোটি
খ. ১৯ কোটি
● ১০ কোটি
ঘ. ১১ কোটি

১৪. নিচের কোনটি ভাষা-পরিবার?
ক. প্রাকৃত
খ. ইন্দো-ইরানীয়
● অস্ট্রো-এশীয়
ঘ. ফারসি

১৫. বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?
● ইন্দো-ইউরোপীয়
খ. চীনা-তিব্বতীয়
গ. আফ্রিকীয়
ঘ. দ্রাবিড়ীয়

১৬. অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার-
ক. শত্রু
খ. মিত্র
● আত্মীয়
ঘ. অনাত্মীয়

১৭. ইন্দো-ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি?
● ইন্দো-ইরানীয়
খ. প্রাকৃত
গ. ভারতীয় আর্য
ঘ. সেমীয়-হেমীয়

১৮. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
ক. ১১
খ. ৩৯
● ৫০
ঘ. ৫১

১৯. কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
ক. ২০০০
● ২৫০০
গ. ৩০০০
ঘ. ৩৫০০

২০. ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
ক. দক্ষিণ ভারতীয়
● পূর্ব-ভারতীয়
গ. উত্তর-ভারতীয়
ঘ. পশ্চিম-ভারতীয়

SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment