নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের শাসনকাল অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক. ২১ ফেব্রুয়ারি
● ২৬ মার্চ
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ১৫ আগস্ট

২. মুক্তিযুদ্ধের কয় মাস বঙ্গবন্ধু কারাগারে ছিলেন?
ক. সাত মাস
খ. আট মাস
● নয় মাস
ঘ. দশ মাস

৩. বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কখন?
● ১০ জানুয়ারি ১৯৭২
খ. ১১ জানুয়ারি ১৯৭২
গ. ১২ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৩ জানুয়ারি ১৯৭২

৪. দেশে ফেরার পূর্বে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়?
ক. লাহোরে
খ. কলকাতায়
● লন্ডনে
ঘ. নিউইয়র্কে

৫. মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোন নামটি সমর্থনযোগ্য?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৬. ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করা হয় কখন?
ক. ১০ জানুয়ারি ১৯৭২
● ১১ জানুয়ারি ১৯৭২
গ. ১২ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৩ জানুয়ারি ১৯৭২

৭. বঙ্গবন্ধুর দায়িত্ব পালনের সময়কাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ১৯৬৯-১৯৭১
খ. ১৯৭০-১৯৭১
● ১৯৭২-১৯৭৫
ঘ. ১৯৭১-১৯৭২

৮. স্বাধীন পরবর্তী বাংলাদেশের অবস্থা কেমন ছিল?
ক. আশাহত
খ. অনাকাঙ্ক্ষিত
গ. খুব ভালো
● ভয়াবহ

৯. বাংলাদেশ ভূখণ্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হওয়ার কারণ হিসেবে পাকিস্তান বাহিনীর কোন নীতিটি অধিক যুক্তিযুক্ত?
ক. একপেশি নীতি
খ. পক্ষপাত নীতি
গ. কাদামাটি নীতি
● পোড়ামাটি নীতি

১০. মুক্তিযুদ্ধের সময় কয়টি রেলসেতু ধ্বংসপ্রাপ্ত হয়?
ক. ১০০টি
খ. ২০০টি
● ৩০০টি
ঘ. ৪০০টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

১১. পাকিস্তান বাহিনীর সারাদেশের কয়টি কলেজ ভবন জ্বালিয়ে দেয়?
ক. ৬ শত
খ. ৭ শত
গ. ৮ শত
● ৯ শত

১২. স্বাধীনতার পর বাংলাদেশের শতকরা কয় জনের জীবিকা ছিল কৃষি?
ক. ৮০ জনের
খ. ৯০ জনের
● ৮৫ জনের
ঘ. ৯৫ জনের

১৩. বঙ্গবন্ধু কিসের উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন?
ক. শিক্ষার
খ. স্বাস্থ্যের
● কৃষির
ঘ. যোগাযোগের

১৪. বঙ্গবন্ধু একটি পরিবারের সর্বাধিক কতটুকু জমির মালিকানা নির্ধারণ করেন?
ক. ৫০ বিঘা
খ. ১৫০ বিঘা
● ১০০ বিঘা
ঘ. ২০০ বিঘা

১৫. কোন ক্ষেত্রে বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেন?
ক. কৃষি
খ. স্বাস্থ্য
● শিক্ষা
ঘ. শিল্প

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

১৬. ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করা হয় কখন?
● ২৬ জুলাই ১৯৭২
খ. ২৭ জুলাই ১৯৭২
গ. ২৮ জুলাই ১৯৭২
ঘ. ২৯ জুলাই ১৯৭২

১৭. বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন?
ক. ৬ মাসের
খ. ৭ মাসের
● ৯ মাসের
ঘ. ৮ মাসের

১৮. বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কখন?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৭২ সালে
● ১৯৭৩ সালে

১৯. কত সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা একটা সন্তোষজনক অবস্থায় উন্নীত হয়?
ক. ১৯৭২ সালের মধ্যে
● ১৯৭৪ সালের মধ্যে
গ. ১৯৭৩ সালের মধ্যে
ঘ. ১৯৭৫ সালের মধ্যে

২০. যুদ্ধের পর পরই বঙ্গবন্ধু কয়টি নতুন সেতু নির্মাণ করেন?
ক. ৯৬টি
● ৯৭টি
গ. ৯৮টি
ঘ. ৯৯টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

২১. ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালুর তারিখের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. ১৬ জুন ১৯৭৩
● ১৮ জুন ১৯৭৩
গ. ১৭ জুন ১৯৭৩
ঘ. ১৯ জুন ১৯৭৩

২২. বঙ্গবন্ধু পরিকল্পনা কমিশন গঠন করেন কখন?
● ১৯৭২ সালের জানুয়ারি মাসে
খ. ১৯৭২ সালের মার্চ মাসে
গ. ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে
ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে

২৩. পাঁচসালা পরিকল্পনার সময়কাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ১৯৭১-১৯৭৫
খ. ১৯৭২-১৯৭৬
● ১৯৭৩-১৯৭৮
ঘ. ১৯৭৩-১৯৭৭

২৪. রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● সংবিধান
খ. আইন
গ. আদালত
ঘ. জাতীয় সংসদ

২৫. বাংলাদেশের দলিলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. অলিখিত দলিল
খ. সহায়ক দলিল
● লিখিত দলিল
ঘ. চরম দলিল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

২৬. ভারত ও পাকিস্তান কখন স্বাধীনতা লাভ করে?
● ১৯৪৭ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৫০ সালে

২৭. বাংলাদেশ সংবিধান প্রণয়নের সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
ক. শিক্ষা পরিষদ আদেশ
খ. বঙ্গ পরিষদ আদেশ
● গণপরিষদ আদেশ
ঘ. সেনাপতির আদেশ

২৮. গণপরিষদের একমাত্র কাজ হিসেবে নিচের কোনটি অধিক যৌক্তিক?
ক. আইন প্রণয়ন
● সংবিধান প্রণয়ন
গ. মতামত প্রণয়ন
ঘ. আদেশ প্রণয়ন

২৯. গণপরিষদ আদেশ কখন থেকে কার্যকর করা হয়?
● ২৬ মার্চ ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ২৬ মার্চ ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

৩০. আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি কাকে গণপরিষদের দলীয় নেতা নির্বাচন করে?
● বঙ্গবন্ধুকে
খ. জিয়াউর রহমানকে
গ. আব্দুল জলিলকে
ঘ. জিল্লুর রহমানকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৩১. গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন?
● ১০ এপ্রিল ১৯৭২
খ. ১২ এপ্রিল ১৯৭২
গ. ১১ এপ্রিল ১৯৭২
ঘ. ১৩ এপ্রিল ১৯৭২

৩২. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে?
ক. মোহাম্মদ উল্লাহ
● শাহ আব্দুল হামিদ
গ. আখতার হামিদ সিদ্দিকী
ঘ. শওকত আলী

৩৩. সংবিধান কমিটির আহ্বায়ক হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. এ কিউ এম বদরুদ্দোজা
● ড. কামাল হোসেন
গ. আব্দুল মতিন খসরু
ঘ. ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

৩৪. সংবিধান কমিটির সদস্য ছিল কয় জন?
ক. ৩৩ জন
● ৩৪ জন
গ. ৩৬ জন
ঘ. ৩৫ জন

৩৫. সংবিধান বিল গণপরিষদে পাস হয় ক‍খন?
ক. ১ নভেম্বর ১৭২
খ. ২ নভেম্বর ১৯৭২
● ৪ নভেম্বর ১৯৭২
ঘ. ৩ নভেম্বর ১৯৭২

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৩৬. বঙ্গবস্তুর সরকার কয় দিনে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়?
ক. মাত্র নয় মাসে
● মাত্র দশ মাসে
গ. মাত্র এক বৎসরে
ঘ. মাত্র এগারো মাসে

৩৭. সংবিধানে কোনটি মূলভাষা হিসেবে গ্রহণ করা হয়?
● বাংলা
খ. ইংরেজি
গ. হিন্দি
ঘ. আরবি

৩৮. প্রথম সংবিধানের কয়টি ভাগ ছিল?
● ১১ টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১৩টি

৩৯. ১৯৭২ সালের সংবিধান কীরূপ ছিল?
● লিখিত
খ. অলিখিত
গ. প্রশ্নবিদ্ধ
ঘ. লিখিত ও অলিখিত

৪০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
ক. হাইকোর্ট
খ. সুপ্রিম কোর্ট
গ. জাতীয় সংসদ
● সংবিধান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৪১. বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শকে গ্রহণ করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

৪২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. সাম্প্রদায়িক চেতনা
● অসাম্প্রদায়িক চেতনা
গ. বাঙালি চেতনা
ঘ. ধর্মীয় চেতনা

৪৩. বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন কেন?
ক. অর্থসম্পদের মালিক হওয়ার জন্য
খ. বীরত্ব প্রকাশের জন্য
গ. ক্ষমতা দখলের জন্য
● দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য

৪৪. বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. সুপরিবর্তনীয় সংবিধান
● দুষ্পরিবর্তনীয় সংবিধান
গ. অলিখিত সংবিধান
ঘ. গ্রহণযোগ্য সংবিধান

৪৫. ১৯৭২ সালের সংবিধানে কোন পরিষদকে জাতীয় সংসদ বলে অভিহিত করা হয়েছে?
ক. শিক্ষা পরিষদ
● আইন পরিষদ
গ. নির্বাহী পরিষদ
ঘ. বিচার পরিষদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৪৬. বঙ্গবন্ধু দেশে ফিরেন কবে?
ক. ১১ জানুয়ারি ১৯৭২
● ১০ জানুয়ারি ১৯৭২
গ. ১২ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৩ জানুয়ারি ১৯৭২

৪৭. বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কয়টি বিষয়ে গুরুত্ব দেন?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি

৪৮. “আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই”— কথাটি কে বলেছেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. শেখ হাসিনা
ঘ. খালেদা জিয়া

৪৯. বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির রূপরেখার প্রতিফলন দেখার ক্ষেত্রে কোন সংবিধান সমর্থনযোগ্য?
ক. ১৯৭০ সালের সংবিধান
● ১৯৭২ সালের সংবিধান
গ. ১৯৭৪ সালের সংবিধান
ঘ. ১৯৭৬ সালের সংবিধান

৫০. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
ক. ১৫ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১৬ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ১৮ সেপ্টেম্বর ১৯৭৪
● ১৭ সেপ্টেম্বর ১৯৭৪

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৫১. বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৫ তম
● ১৩৬ তম
গ. ১৩৭ তম
ঘ. ১৩৮ তম

৫২. ১৯৭২ এর জুন পর্যন্ত প্রাপ্ত বিদেশি সাহায্যের কয় ভাগ প্রদান করে ভারত?
● ৬৭.০১ ভাগ
খ. ৬৭.০২ ভাগ
গ. ৬৭.০৩ ভাগ
ঘ. ৬৭.০৪ ভাগ

৫৩. বঙ্গবন্ধু সরকার প্রথমদিকে মার্কিন সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানানোর যৌক্তিক কারণ কোনটি?
● মুক্তিযুদ্ধের বিরোধিতা
খ. বাংলাদেশকে সমর্থন না দেওয়া
গ. বাংলাদেশকে হেয় করা
ঘ. বঙ্গবন্ধুর বিরোধিতা

৫৪. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কয়টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?
● ১৩০টি
খ. ১৩১টি
গ. ১৩২টি
ঘ. ১৩৩টি

৫৫. বঙ্গবন্ধুর শাসনামলে কয়টি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে?
ক. ১১টি
খ. ১২টি
গ. ১৩টি
● ১৪টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৫৬. স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
ক. ৬ মার্চ ১৯৭৩
খ. ৮ মার্চ ১৯৭৩
● ৭ মার্চ ১৯৭৩
ঘ. ৯ মার্চ ১৯৭৩

৫৭. বাংলাদেশের সংবিধান কার্যকর হবার পর কী ভেঙে দেওয়া হয়?
ক. জাতীয় সংসদ
খ. আইন পরিষদ
গ. শিক্ষা পরিষদ
● গণপরিষদ

৫৮. ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী দল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● আওয়ামী লীগ
খ. বিএনপি
গ. জাতীয় পার্টি
ঘ. জামায়াতে ইসলামী

৫৯. ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করে?
● ৩০৬টি
খ. ৩০৮টি
গ. ৩০৭টি
ঘ. ৩০৯টি

৬০. বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয় কখন?
ক. ১৩ মার্চ ১৯৭৩
খ. ১৪ মার্চ ১৯৭৩
গ. ১৫ মার্চ ১৯৭৩
● ১৬ মার্চ ১৯৭৩

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৬১. দেশে রাষ্ট্রপতি সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কখন?
ক. ১৯৭৫-এর ২৩ জানুয়ারি
খ. ১৯৭৫-এর ২৪ জানুয়ারি
● ১৯৭৫-এর ২৫ জানুয়ারি
ঘ. ১৯৭৫-এর ২৬ জানুয়ারি

৬২. সরকার পদ্ধতির পরিবর্তন আনা হয় কীভাবে?
ক. সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে
খ. সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে
গ. সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে
● সংবিদানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে

৬৩. বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয় কখন?
ক. ১৯৭৫-এর ২২ ফেব্রুয়ারি
খ. ১৯৭৫-এর ২১ ফেব্রুয়ারি
গ. ১৯৭৫-এর ২৩ ফেব্রুয়ারি
● ১৯৭৫-এর ২৪ ফেব্রুয়ারি

৬৪. কৃষক-শ্রমিক আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুদ্ধ?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. আব্দুল জলিল
গ. এম. মনসুর আলী
ঘ. জিয়াউর রহমান

৬৫. বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
● এম. মনসুর আলী
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৬৬. বঙ্গবন্ধু নতুন সরকার পদ্ধতির কোন বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন?
ক. গ্রহণযোগ্যতার
● সীমাবদ্ধতার
গ. সর্ববিষয়ে
ঘ. স্বীকৃতির

৬৭. বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ২৬ মার্চ ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭৫
● ১৫ আগস্ট ১৯৭৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৬৮. বঙ্গবন্ধুর বুকে কয়টি গুলির আঘাত পাওয়া যায়?
ক. ১৬টি
খ. ১৭টি
● ১৮টি
ঘ. ১৯টি

৬৯. ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারের কয় জনকে হত্যা করা হয়?
ক. ১৫ জনকে
খ. ১৬ জনকে
গ. ১৭ জনকে
● ১৮ জনকে

৭০. বঙ্গবন্ধুর দু কন্যা প্রাণে বেঁচে যাওয়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. আত্মীয়ের বাসায় থাকায়
খ. পালিয়ে থাকায়
গ. ঘুমিয়ে থাকায়
● দেশের বাইরে থাকায়

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৭১. বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খুনী চক্রের নেতৃত্বে ছিলেন কে?
ক. জিয়াউর রহমান
● খন্দকার মোশতাক আহমদ
গ. জেনারেল এরশাদ
ঘ. মেজর ডালিম

৭২. কে প্রথম স্বাধীন দেশে সামরিক আইন জারি করেন?
ক. জিয়াউর রহমান
খ. হুসেইন মোঃ এরশাদ
গ. মঈন ইউ আহমেদ
● খন্দকার মোশতাক আহমেদ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৭৩. খন্দকার মোশতাক আহমেদ সামরিক আইন জারি করেন কেন?
ক. বঙ্গবন্ধু হত্যার বিচার করার জন্য
খ. বঙ্গবন্ধুর হত্যাকারীদের চিহ্নিত করার জন্য
গ. দেশে শান্তিশৃঙ্খলার জন্য
● অবৈধ ক্ষমতাকে স্থায়ী করার জন্য

৭৪. খন্দকার মোশতাক আহমদ কাদের সহায়তায় রাষ্ট্রক্ষমতা দখল করেন?
ক. সেনাবাহিনীর
খ. বিমানবাহিনীর
গ. নৌবাহিনীর
● খুনীচক্রের

৭৫. রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন-
i. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন
ii. স্বাধীন রাষ্ট্রে আশু করণীয় ও নীতিনির্ধারণী বিষয়ে
iii. নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৭৬. আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তা হলো-
i. যুক্তরাষ্ট্র
ii. ভারত
iii. ভুটান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৭. বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারণ
ii. সর্বোচ্চ ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা
iii. বাইশ লাখের অধিক কৃষক পরিবার পুনর্বাসন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৭৮. বঙ্গবন্ধুর শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-
i. ১০টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
ii. ৯০০ কলেজ ভবন পুনঃনির্মাণ
iii. ৪০০ স্কুল ভবন পুনঃনির্মাণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৯. ১৯৭২ সালে ৭ মার্চের মধ্যে ঢাকার সাথে বিমান যোগাযোগ কার্যকর হয়-
i. চট্টগ্রামের
ii. সিলেটের
iii. কুমিল্লার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮০. সংবিধান হতে পারে-
i. লিখিত
ii. অলিখিত
iii. অস্পষ্ট
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৮১. বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য –
i. বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল
ii. বাংলাদেশের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল তিন বছর
iii. বাংলাদেশের সংবিধানে সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. বাংলাদেশের জনগণ এ সংবিধান লাভ করে-
i. দীর্ঘ সংগ্রামের বিনিময়ে
ii. ত্যাগের বিনিময়ে
iii. রক্তের বিনিময়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৩. ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল –
i. সাম্প্রদায়িকতা পরিহার
ii. কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা না করা
iii. রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৪. বঙ্গবন্ধুর শাসনামলেও বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি-
i. যুক্তরাষ্ট্র
ii. চীন
iii. সৌদি আরব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫. বিরাট সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জনের সমর্থনযোগ্য কারণ হলো—
i. জাতিসংঘের সদস্যপদ লাভ
ii. ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ
iii. কমনওয়েলথের সদস্যপদ লাভ
ক. ⅰ খ. ⅰ ও ⅲ ● ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

৮৬. বঙ্গবন্ধুর শাসনামলে অর্জিত হয়—
i. ১৩০টি স্বীকৃতি
ii. ১০০ কোটি ডলার সাহায্য
iii. ১৪টি সংস্থার সদস্যপদ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৭. পররাষ্ট্রনীতির মূলকথা হলো-
i. শান্তিপূর্ণ সহাবস্থান
ii. সবার সঙ্গে বন্ধুত্ব
iii. কারও সঙ্গে আন্তরিক সম্পর্ক নয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. বাংলাদেশের জনগণ বিদ্রোহ করে-
i. সাম্রাজ্যবাদ
ii. উপনিবেশবাদ
iii. বর্ণবাদ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটি ছিল বাঙালির জাতির জন্য—
i. করুণ
ii. নির্মম
iii. হৃদয় বিদারক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও : সুজন সাহেব নিজের জীবনকে তুচ্ছ করে দেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। তাকে বার বার ক্ষমতা ও ধনসম্পদের লোভ দেখানো সত্ত্বেও দেশের মানুষের কল্যাণের জন্য লড়াই করে গেছেন। তিনি এক ভাষণে বলেন, “আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের মুক্তি চাই।” জীবনের শেষ রক্ত বিন্দু উৎসর্গ করেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।

৯০. উদ্দীপকের আলোচনায় কোন নেতার চরিত্র ফুটে উঠেছে?
ক. মওলানা ভাসানী
খ. এ. কে ফজলুল হক
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সোহরাওয়ার্দী

৯১. বর্ণিত ঘটনা দ্বারা প্রমাণিত নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
ক. ১০ জানুয়ারি, ১৯৭১
● ১০ জানুয়ারি, ১৯৭২
গ. ১০ ফেব্রুয়ারি, ১৯৭১
ঘ. ১০ ফেব্রুয়ারি, ১৯৭২

৯২. আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ-
i. পাঁচসালা পরিকল্পনা
ii. সংবিধান প্রণয়ন, ১৯৭২
iii. সাধারণ নির্বাচন, ১৯৭৩
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও : নীলখেত থেকে শারমিন ছোট একটি পুস্তিকা ক্রয় করে উক্ত পুস্তিকার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আইন, মূলনীতি, মৌলিক অধিকার, প্রশাসনিক গঠন ইত্যাদি উল্লেখ আছে।

৯৩. শারমিনের ক্রয় করা পুস্তকটি বাংলাদেশের কোন পুস্তক?ক. আইনের বই
খ. প্রশাসনিক পাণ্ডুলিপি
গ. প্রাচীন নথিপত্র
● সংবিধান

৯৪. উক্ত পুস্তকের মূলনীতি—
i. ধর্মনিরপেক্ষতা
ii. সমাজতন্ত্র
iii. গণতন্ত্র
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৩ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment