নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

১. ১৯৫৬ সালের ২৩ মার্চ কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মনোনীত হন?
ক. এ. কে. ফজলুল হক
খ. খাজা নাজিমউদ্দীন
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
● জেনারেল ইস্কান্দার মির্জা

২. ইস্কান্দার মির্জার সময়কালে কোন বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখায়?
ক. সেনাবাহিনী
খ. নৌবাহিনী
গ. বিমানবাহিনী
● সামরিক বাহিনী

৩. ইস্কান্দার মির্জা দেশে সামরিক শাসন জারি করেন কখন?
ক. ১৯৫৮ সালের ৬ অক্টোবর
● ১৯৫৮ সালের ৭ অক্টোবর
গ. ১৯৫৮ সালের ৮ অক্টোবর
ঘ. ১৯৫৮ সালের ৯ অক্টোবর

৪. ইস্কান্দার মির্জা কাকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন?
● আইয়ুব খানকে
খ. ওমরাও খানকে
গ. শাহেদ আলীকে
ঘ. আতহার আলীকে

৫. জেনারেল আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন?
ক. এ. কে. ফজলুল হককে
খ. খাজা নাজিমউদ্দীনকে
গ. ওমরাও খানকে
● ইস্কান্দার মির্জাকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৬. জেনারেল আইয়ুব খান কখন ক্ষমতা দখল করেন?
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে
● ১৯৫৮ সালে

৭. মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ কখন জারি করা হয়?
ক. ১৯৫৭ সালে
খ. ১৯৫৮ সালে
● ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে

৮. প্রাথমিক অবস্থার মৌলিক গণতন্ত্র কয় স্তর?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. এক

৯. মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে কয়টি নির্বাচনি ইউনিট নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়?
ক. ৫০,০০০
খ. ৬০,০০০
গ. ৭০,০০০
● ৮০,০০০

১০. নির্বাচকমণ্ডলীর সদস্যরা কিসের মেম্বার ছিল?
● বি ডি
খ. বি পি
গ. ডি বি
ঘ. বি লি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

১১. মৌলিক গণতন্ত্রীদের আস্থাভোটে আইয়ূব খান কত বছরের প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. দু বছরের জন্য
খ. তিন বছরের জন্য
গ. চার বছরের জন্য
● পাঁচ বছরের জন্য

১২. নতুন সংবিধান কখন ঘোষণা করা হয়?
ক. ১৯৬২ সালের ২ মার্চ
● ১৯৬২ সালের ১ মার্চ
গ. ১৯৬২ সালের ৩ মার্চ
ঘ. ১৯৬২ সালের ৪ মার্চ

১৩. ১৯৬২ সালের ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন?
ক. চুরির অভিযোগে
খ. ডাকাতির অভিযোগে
● দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে
ঘ. দুর্নীতির অভিযোগে

১৪. শরীফ কমিশন শিক্ষাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে কখন?
● ১৯৬২ সালের আগস্ট মাসে
খ. ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে
গ. ১৯৬২ সালের অক্টোবর মাসে
ঘ. ১৯৬২ সালের নভেম্বর মাসে

১৫. শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার যথাযথ কারণ কোনটি?
ক. জনসমর্থন না থাকা
খ. অনুমোদন না থাকা
গ. শিক্ষক আন্দোলন
● ছাত্র আন্দোলন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

১৬. আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. আওয়ামী মুসলিম লীগ
খ. মোর্চা
● কনভেনশন মুসলিম লীগ
ঘ. এনডিএফ

১৭. সোহরাওয়ার্দী কখন ইন্তিকাল করেন?
ক. ১৯৬৩ সালের সেপ্টেম্বরে
খ. ১৯৬৩ সালের নভেম্বরে
● ১৯৬৩ সালের ডিসেম্বরে
ঘ. ১৯৬৩ সালের অক্টোবরে

১৮. কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়?
ক. আইয়ুব খানের
খ. খাজা নাজিমুদ্দীনের
● শেখ মুজিবুর রহমানের
ঘ. ইস্কান্দার মির্জার

১৯. COP এর পূর্ণরূপের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● Combined Opposition Party
খ. Coined Opposition Party
গ. Comeatment Opposition Party
ঘ. Combined Optional Party

২০. মুহাম্মদ আলী জিন্নাহর বোনের নাম কী?
ক. আসমা জিন্নাহ
খ. রুমা জিন্নাহ
গ. রাহিমা জিন্নাহ
● ফাতেমা জিন্নাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

২১. কোন স্থানটিকে ভারত ও পাকিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত?
ক. আসাম
খ. ত্রিপুরা
● কাশ্মীর
ঘ. মেঘালয়

২২. কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে কখন যুদ্ধ বাধে?
ক. ১৯৪৬ সালে
খ. ১৯৪৮ সালে
● ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৯ সালে

২৩. আইয়ুব খানের দীর্ঘদিনের আশা ছিল কী?
ক. ভারত দখল করা
● কাশ্মীর দখল করা
গ. বাংলাদেশ দখল করা
ঘ. কলকাতা দখল করা

২৪. কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে কখন?
● ১৯৬৫ সালে
খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৮ সালে

২৫. কাশ্মির নেতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শেখ আয়াতুল্লাহ
খ. শেখ রাসেল
গ. শেখ জামাল
● শেখ আব্দুল্লাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

২৬. পাকিস্তান রাষ্ট্রের কীভাবে জন্ম হয়?
● লাহোর প্রস্তাব অনুসারে
খ. দিল্লি প্রস্তাব অনুসারে
গ. ঢাকা প্রস্তাব অনুসারে
ঘ. ইসলামাবাদ প্রস্তাব অনুসারে

২৭. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে কীভাবে উচ্ছেদ করে?
ক. মিথ্যা অপবাদ দিয়ে
● অন্যায়ভাবে
গ. সম্মানজনকভাবে
ঘ. ন্যায়ভাবে

২৮. পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল কারা?
ক. সেনাবাহিনী
খ. সামরিক কর্মকর্তাগণ
গ. পুলিশগণ
● সিভিল সার্ভিস কর্মকর্তাগণ

২৯. ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল কয় জন?
ক. ১১৬ জন
খ. ১১৭ জন
গ. ১১৮ জন
● ১১৯ জন

৩০. ১৯৬২ সালে ফরেন সার্ভিসে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল কত?
● ২০.৮%
খ. ২১.৮%
গ. ২২.৮%
ঘ. ২৩.৮%

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৩১. আইয়ুব খানের শাসনামলে মোট বাজেটের কয় ভাগ সামরিক বাজেট ছিল?
ক. ৫০%
● ৬০%
গ. ৭০%
ঘ. ৮০%

৩২. ১৯৬৬ সালে সামরিক বাহিনীর ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল কয় জন?
● ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

৩৩. জন্মলগ্ন থেকে পাকিস্তানে কয়টি পদ্মবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়?
ক. একটি
খ. দুটি
● তিনটি
ঘ. চারটি

৩৪. পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রণীত হত কোথায়?
ক. পূর্ব পাকিস্তানে
● পশ্চিম পাকিস্তানে
গ. লাহোরে
ঘ. ঢাকায়

৩৫. ১৯৫৬ সালে করাচির জন্য কত টাকা ব্যয় করা হয়?
● ৫৭০ কোটি টাকা
খ. ৫৮০ কোটি টাকা
গ. ৫৭৫ কোটি টাকা
ঘ. ৫৮৫ কোটি টাকা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৩৬. ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার জন্য ব্যয় করা হয় কত?
ক. ১৫ কোটি টাকা
● ২৫ কোটি টাকা
গ. ৩০ কোটি টাকা
ঘ. ৩৫ কোটি টাকা

৩৭. ১৯৪৭-৭০ পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিল কত?
ক. ৫৪.৬%
● ৫৪.৭%
গ. ৫৪.৮%
ঘ. ৫৪.৯%

৩৮. পশ্চিম পাকিস্তানিরা কাদের নিরক্ষর রাখার চেষ্টা করে?
ক. পাকিস্তানিদের
● বাঙালিদের
গ. সাঁওতালদের
ঘ. উপজাতিদের

৩৯. পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কত ভাগ?
ক. প্রায় ৫৫%
● প্রায় ৫৬%
গ. প্রায় ৫৭%
ঘ. প্রায় ৫৮%

৪০. পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখার ষড়যন্ত্র করে?
ক. উর্দু
খ. ইংরেজি
গ. হিন্দি
● আরবি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৪১. বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক, সংগীত, সাহিত্য অধিক যুক্তিযুক্ত?
● রবীন্দ্রনাথের
খ. আল মাহমুদের
গ. শরৎচন্দ্রের
ঘ. হুমায়ুন আহমেদের

৪২. ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কখন?
● ১৯৬৬ সালে
খ. ১৯৬৮ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৬৯ সালে

৪৩. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
ক. আইয়ুব খান
খ. ইস্কান্দার মির্জা
গ. এ. কে. ফজলুল হক
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪৪. ‘আমাদের বাঁচার দাবি’ পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয়?
ক. আইয়ুব খানের
খ. মওলানা ভাসানীর
● বঙ্গবন্ধুর
ঘ. লিয়াকত আলী খানের

৪৫. ছয় দফাকে আখ্যায়িত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. আমাদের ন্যায্য দাবি
● আমাদের বাঁচার দাবি
গ. আমাদের মৌলিক দাবি
ঘ. আমাদের শেষ দাবি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৪৬. বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে কখন দেশব্যাপী হরতাল পালিত হয়?
ক. ১৯৬৬ সালে ৬ জুন
● ১৯৬৬ সালে ৭ জুন
গ. ১৯৬৬ সালে ৮ জুন
ঘ. ১৯৬৬ সালে ৯ জুন

৪৭. কোন নির্বাচনে ছয় দফা ছিল মূল ইশতেহার?
ক. ১৯৫৪ সালের
খ. ১৯৫৮ সালের
● ১৯৭০ সালের
ঘ. ১৯৬৬ সালের

৪৮. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করে?
ক. রেনেসাঁর মাধ্যমে
খ. বিপ্লবের মাধ্যমে
গ. জবরদখলের মাধ্যমে
● মুক্তিযুদ্ধের মাধ্যমে

৪৯. বাঙালির মুক্তির সনদ বলে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
● ছয় দফা
খ. এগারো দফা
গ. ৭০-এর নির্বাচন
ঘ. ভাষা আন্দোলন

৫০. বাঙালির আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ভাষা আন্দোলন
খ. যুক্তফ্রন্ট
● ছয় দফা
ঘ. এগারো দফা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৫১. ১৯৬৩ সালে বঙ্গবন্ধু গোপনে কোথায় গমন করেন?
● ত্রিপুরায়
খ. আগরতলায়
গ. নয়াদিল্লিতে
ঘ. কলকাতায়

৫২. ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর কোন কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে?
ক. হরতাল
খ. অবরুদ
গ. ধর্মঘট
● ছয় দফা

৫৩. আগরতলা ষড়যন্ত্র মামলায় কয় জন অভিযুক্ত ছিল?
ক. ৩৪ জন
খ. ৩৬ জন
● ৩৫ জন
ঘ. ৩৭ জন

৫৪. আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য কী গঠন করা হয়?
ক. বিশেষ আইন
খ. বিশেষ আইনজ্ঞ
গ. বিশেষ ফৌজ
● বিশেষ ট্রাইব্যুনাল

৫৫. ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
● এস এ রহমান
খ. এম. আর খান
গ. মুকসুমুল হাকিম
ঘ. উইলিয়াম

৫৬. সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?
ক. অমানবিকভাবে
খ. পৈশাচিক কায়দায়
গ. গোপনে
● গুলি করে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৫৭. আইয়ুব খান পরিস্থিতি শান্ত করতে কোথায় গোলটেবিল বৈঠ আহ্বান করেন?
ক. লাহোরে
খ. ইসলামাবাদে
● রাওয়ালপিন্ডিতে
ঘ. ঢাকায়

৫৮. ‘বঙ্গবন্ধু’ কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
● শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. এরশাদ
ঘ. জিল্লুর রহমান

৫৯. পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে কখন উপনীত হয়?
ক. ১৯৬৫-৬৬ সালে
খ. ১৯৬৬-৬৭ সালে
গ. ১৯৬৭-৬৮ সালে
● ১৯৬৮-৬৯ সালে

৬০. বঙ্গবন্ধুর ছয় দফাসহ অন্যান্য দাবির ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
● ১১ দফা আন্দোলন
খ. যুক্তফ্রন্ট
গ. ৬৯-এর গণঅভ্যুত্থান
ঘ. ৭০-এর নির্বাচন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৬১. ‘জুলুম প্রতিরোধ দিবস’ কখন পালন করা হয়?
ক. ৫ ডিসেম্বর
● ৬ ডিসেম্বর
গ. ৭ ডিসেম্বর
ঘ. ৮ ডিসেম্বর

৬২. আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে?
ক. বঙ্গবন্ধুর নিকট
খ. ইস্কান্দার মির্জার নিকট
● ইয়াহিয়া খানের নিকট
ঘ. ভাসানীর নিকট

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৬৩. পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. ভাষা আন্দোলন
● ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গ. যুক্তফ্রন্ট গঠন
ঘ. সত্তরের নির্বাচন

৬৪. পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ করা যায়—
i. আত্মীয়করণের প্রবণতা
ii. স্বৈরতান্ত্রিক প্রবণতা
iii. আমলাতান্ত্রিক প্রবণতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৫. ছাত্রদের ওপর কঠোর দমন নীতি চালান-
i. আইয়ুব খান
ii. ইয়াহিয়া খান
iii. মোনায়েম খান
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৬৬. ন্যাশনার ডেমোক্রেটিক ফ্রন্টের উদ্দেশ্য ছিল-
i. ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হওয়া
ii. গণতন্ত্র পুনরুদ্ধার করা
iii. ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৭. পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যম হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. স্বৈরতন্ত্র
ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৬৮. প্রাদেশিক সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না-
i. মুদ্রাব্যবস্থায়
ii. অর্থনৈতিক ক্ষেত্রে
iii. রাজনৈতিক ক্ষেত্রে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৯. দু অঞ্চলের মাঝে সম্পূর্ণ আলাদা ছিল –
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭০. ছয় দফা কর্মসূচি ঘোষণার যথার্থ কারণ হল-
i. পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি
ii. পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি
iii. পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৭১. পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতির প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত ঘটে তা হলে-
i. স্বাধিকার
ii. স্বাধীনতা
iii. ছয় দফা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭২. পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করে-
i. রাজনৈতিক
ii. প্রশাসনিক
iii. অর্থনৈতিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

৭৩. আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হলো—
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. সার্জেন্ট সামসুল হক
iii. মাহফুজুল বারী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৪. আগরতলা ষড়যন্ত্র মামলার পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলি ছিলেন-
i. মাঞ্জুর কাদের
ii. আব্দুস সালাম খান
iii. টি. এইচ. খান
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৫. আগরতলা মামলার শুনানি পুনরায় শুরু হয় –
i. ২৭ জুলাই ১৯৬৮
ii. ২৯ জুলাই ১৯৬৮
iii. ৩১ জুলাই ১৯৬৮
ক. ⅰ খ. ⅲ ● ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
জলিল তালুকদারের অপশাসন দেখে বিশিষ্ট নেত্রী তাসলিমা আক্তার বিরোধিতা করে বলেন, “এ বাংলায় ইদ্রিস জোমাদ্দারের মৌলিক গণতন্ত্র সাদৃশ্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না।”

৭৬. ইদ্রিস জোমোদ্দার দ্বারা ঐতিহাসিক কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে?
ক. ইস্কান্দার মির্জা
খ. মোনায়েম খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
● আইয়ুব খান

৭৭. উক্ত শাসকের কর্মকাণ্ড ছিল না-
i. গণতান্ত্রিক
ii. স্বৈরতান্ত্রিক
iii. সমাজতান্ত্রিক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
হ্যারিকেট তার বন্ধ সীমান্তের দেশে বেড়াতে এসেছে। তিনি সীমান্তের দেশের ইতিহাস জানতে চাইলে সীমান্ত তাদের দেশের ঐতিহাসিক মামলার ঘটনাটি বলে।

৭৮. সীমান্তের দেশের ঐতিহাসিক মামলাটির প্রধান আসামি ছিলেন-
ক. শেরে বাংলা এ. কে ফজলুল হক
খ. তিতুমীর
গ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭৯. উক্ত মামলার উদ্দেশ্য ছিল-
i. পূর্ব পাকিস্তানিদেরকে দমিয়ে রাখা
ii. বাংলাকে রাষ্ট্রভাষা করতে না দেওয়া
iii. পূর্ব পাকিস্তানের রাজনীতির ভিতকে ধ্বংস করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১১ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment