এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ : ভাষা আন্দোলন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
১. পুরো পাকিস্তানের কতভাগ মানুষের মুখের ভাষা বাংলা ছিল?
ক. ৫৫.৪০%
● ৫৬.৪০%
গ. ৫৭.৪০%
ঘ. ৫৮.৪০%
২. ভাষা আন্দোলন ব্যাপক রূপ লাভ করে?
ক. ১৯৪৮ সালে
● ১৯৫২ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৪ সালে
৩. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের দূরত্ব কত?
● প্রায় এক হাজার মাইল
খ. প্রায় তিন হাজার মাইল
গ. প্রায় দুই হাজার মাইল
ঘ. প্রায় চার হাজার মাইল
৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হয়েছিল কিসের ভিত্তিতে?
ক. ভূখণ্ডের
খ. জনসংখ্যার
● ধর্মের
ঘ. সংস্কৃতির
৫. কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়?
ক. অধ্যাপক আবু তাহেরের
খ. অধ্যাপক আতিকুর রহমানের
গ. অধ্যাপক আনিসুল হকের
● অধ্যাপক আবুল কাশেমের
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
● ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ. ১৯৪৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৫০ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৫২ খ্রিস্টাব্দে
৭. লিয়াকত আলী খান কখন নিহত হন?
● ১৯৫১ খ্রিস্টাব্দে
খ. ১৯৫৩ খ্রিস্টাব্দে
গ. ১৯৫০ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৫২ খ্রিস্টাব্দে
৮. লিয়াকত আলী খান কীভাবে নিহত হন?
ক. যুদ্ধে
খ. দাঙ্গায়
● আততায়ীর হাতে
ঘ. আত্নহত্যায়
৯. শহিদ মিনার কখন নির্মিত হয়?
ক. ১৯৬১ খ্রিস্টাব্দে
খ. ১৯৬২ খ্রিস্টাব্দে
● ১৯৬৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৬৪ খ্রিস্টাব্দে
১০. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
ক. শিল্পী কামরুল হাসান
● শিল্পী হামিদুর রহমান
গ. শিল্পী মঈনুল হোসেন
ঘ. শিল্পী আজিজুল জলিল পাশা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
১১. বর্তমান শহিদ মিনারটি কখন নির্মাণ করা হয়?
ক. ১৯৭১ সালে
● ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
১২. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কখন মর্যাদা দেওয়া হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
● ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
১৩. “সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” এর আহ্বায়ক কে ছিলেন?
● কাজী গোলাম মাহবুব
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. আবুল কাশিম
ঘ. আব্দুস সালাম
১৪. বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. স্বদেশী আন্দোলন
খ. অসহযোগ আন্দোলন
গ. ফরায়েজী আন্দোলন
● ভাষা আন্দোলন
১৫. কিসের প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল?
ক. বাঙালির সংস্কৃতির প্রতি
খ. বাঙালির অস্তিত্ত্বের প্রতি
গ. বাঙালির মর্যাদার প্রতি
● মাতৃভাষা বাংলার প্রতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
১৬. কখন থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে?
ক. ১৯৫২ সাল থেকে
খ. ১৯৫৪ সাল থেকে
● ১৯৫৩ সাল থেকে
ঘ. ১৯৫৫ সাল থেকে
১৭. ১৯৫২ সালের ২১ ফব্রুয়ারি বাঙালি জাতি কীভাবে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল?
ক. গুলির বিনিময়ে
● রক্তের বিনিময়ে
গ. অস্ত্রের বিনিময়ে
ঘ. অর্থের বিনিময়ে
১৮. ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কখন?
ক. ১৯৯৬ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৮ সালে
● ১৯৯৯ সালে
১৯. ‘প্রভাতফেরী’ কথাটির সাথে সাদৃশ্য রয়েছে?
● ২১ ফেব্রুয়ারির
খ. ২৬ মার্চের
গ. ১৪ ডিসেম্বরের
ঘ. ১৬ ডিসেম্বরের
২০. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ববাংলায় কয়টি রাজনৈতিক দল বিদ্যমান ছিল?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
২১. ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের কী নামকরণ করা হয়?
ক. আওয়ামী মুসলিম লীগ
● পাকিস্তান মুসলিম লীগ
গ. ন্যাশনাল মুসলিম লীগ
ঘ. ভারত মুসলিম লীগ
২২. দেশে মারাত্মক সংকট সৃষ্টির যথার্থ কারণ কোনটি?
● মুসলিম লীগের ভ্রান্ত নীতি
খ. আওয়ামী লীগের ভ্রান্ত নীতি
গ. কৃষক লীগের ভ্রান্ত নীতি
ঘ. শ্রমিক লীগের ভ্রান্ত নীতি
২৩. মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার কিসের দিকে সামান্যতম দৃষ্টিপাত করত না?
ক. শিক্ষার
খ. সংস্কৃতির
গ. প্রগতির
● উন্নতির
২৪. কখন থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন অতি দ্রুত কমতে থাকে?
ক. ১৯৬৪ খ্রিস্টাব্দে
খ. ১৯৪৭ খ্রিস্টাব্দে
● ১৯৪৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৪৯ খ্রিস্টাব্দে
২৫. মুসলিম লীগের বিরোধী পক্ষরা কীসে এগিয়ে আসেন?
ক. শিক্ষা ক্ষেত্রে
খ. একতাবদ্ধকরণে
গ. অর্থনৈতিক ক্ষেত্রে
● রাজনৈতিক দল গঠনে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
২৬. ১৯৪৮ সালের মে মাসে সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন?
ক. পরামর্শ করার জন্য
খ. সেবা করার জন্য
গ. সমঝোতা করার জন্য
● নতুন রাজনৈতিক দল গঠনের জন্য
২৭. ঢাকার রোজ গার্ডেনের কর্মী সম্মেলনে কয়জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি অংশ নেয়?
ক. একশ
খ. দুইশ
● তিনশ
ঘ. চারশ
২৮. আওয়ামী মুসলিম লীগ কয়দফা কর্মসূচি গ্রহণ করে?
ক. ৪১ দফা
● ৪২ দফা
গ. ৪৩ দফা
ঘ. ৪৪ দফা
২৯. আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কখন?
● ১৯৫৫ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৭ সালে
ঘ. ১৯৫৮ সালে
৩০. ১৯৬৬ সালে ক্যাদফা দাবি উত্থাপনের মাধ্যমে আও জনগণের দলে পরিণত হয়?
ক. তিন দফা
খ. পাঁচ দফা
গ. চার দফা
● ছয় দফা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৩১. কোন দলের নেতৃতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?
● আওয়ামী লীগ
খ. বি.এন.পি.
গ. জাতীয় পার্টি
ঘ. জামায়াতে ইসলাম
৩২. যুক্তফ্রন্ট কখন গঠন করা হয়?
ক. ১৯৫১ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৩ সালে
● ১৯৫৪ সালে
৩৩. ‘ব্যালট বিপ্লব’ কথাটি কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
● ১৯৫৪ সালের নির্বাচন
খ. ১৯৫৮ সালের নির্বাচন
গ. ১৯৬৯ সালের নির্বাচন
ঘ. ১৯৭০ সালের নির্বাচন
৩৪. মুসলিম লীগ ১৯৫১ সালের নির্বাচন নিয়ে টালবাহানা করে কেন?
ক. নানাবিদ কারণে
খ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
● পরাজয়ের আশংকায়
ঘ. রাজনৈতিক দাঙ্গার আশংকায়
৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার কোন রাজনৈতিক দলটি সবচেয়ে পুরাতন ও বড় ছিল?
ক. কৃষক শ্রমিক পার্টি
খ. নেজাম-ই-ইসলামী
গ. পাকিস্তান জাতীয় কংগ্রেস
● মুসলিম লীগ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৩৬. যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়?
ক. দুইটি
খ. তিনটি
● চারটি
ঘ. পাঁচটি
৩৭. নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল কী?
ক. ধানের শীর্ষ
খ. দাঁড়িপারা
● নৌকা
ঘ. লাঙ্গল
৩৮. যুক্তফ্রন্ট ক্যাফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
● ২১ দফা
খ. ৩১ দফা
গ. ৫২ দফা
ঘ. ৪২ দফা
৩৯. ১৯৫৪ সালের নির্বাচনে শতকরা কয়ভাগ ভোটার ভোট দেয়?
ক. ৩৭.১৬ ভাগ
খ. ৩৭.১৭ ভাগ
● ৩৭.১৯ ভাগ
ঘ. ৩৭.১৮ ভাগ
৪০. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
ক. ২২১টি
খ. ২২২টি
● ২২৩টি
ঘ. ২২৪টি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৪১. কিসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়?
ক. ন্যায়বোধের মাধ্যমে
খ. ভাষা আন্দোলনের মাধ্যমে
● ১৯৫৪ এর নির্বাচনের মাধ্যমে
ঘ. ১৯৭০ এর নির্বাচনের মাধ্যমে
৪২. শেরে বাংলা এ.কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্টের কয় স বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়?
● ১৪
খ. ১৫
গ. ১৭
ঘ. ১৮
৪৩. যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্বপ্র বিভাগের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. স্বাস্থ্য
● কৃষি
গ. শিক্ষা
ঘ. সমবায়
৪৪. কারা যুক্তফ্রন্টের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে?
ক. কৃষক-শ্রমিক পার্টি
খ. পাকিস্তান জাতীয় কংগ্রেস
গ. নেজাম-ই-ইসলাম
● মুসলিম লীগ
৪৫. কোথায় বাঙালি ও বিহারী শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়?
● আদমজী জুট মিলে
খ. ভাই ভাই জুট মিলে
গ. সুরুজ মিয়া জুট মিলে
ঘ. কবির জুট মিলে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৪৬. ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করে প্রকাশ করে কোনটি?
ক. বাসস
খ. রয়টার্স
● নিউইয়র্ক টাইমস
ঘ. এনা
৪৭. ফজলুল হকের ক্ষেত্রে মুসলিম লীগের দেওয়া কোন ঘোষনাটি সমর্থনযোগ্য?
ক. বেঈমান
খ. রাজাকার
গ. আলবদর
● রাষ্ট্রদোহী
৪৮. পূর্ববাংলায় গভর্নরের শাসন জারি হয় কখন?
ক. ১৯৫৪ সালের ২৭ মে
খ. ১৯৫৪ সালের ২৯ মে
গ. ১৯৫৪ সালের ২৮ মে
● ১৯৫৪ সালের ৩০ মে
৪৯. কয়দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়?
ক. ৫৪ দিন
● ৫৬ দিন
গ. ৫৫ দিন
ঘ. ৫৭ দিন
৫০. কেন্দ্রিয় সরকার কয়বার গভর্নরের শাসন জারি করে?
ক. দুইবার
খ. চারবার
● তিনবার
ঘ. পাঁচবার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৫১. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
ক. আদালত
খ. বিবেক
গ. জাতীয় সংসদ
● সংবিধান
৫২. একটি রাষ্ট্রের শাসনকার্য কীভাবে পরিচালিত হয়?
ক. সরকারের মাধ্যমে
খ. আইনের মাধ্যমে
গ. রাজনীতিবিদদের মাধ্যমে
● সংবিধানের মাধ্যমে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৫৩. গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. রাজনৈতিক অস্থিরতা
● শাসকগোষ্ঠীর অনীহা
গ. জনগণের অনীহা
ঘ. প্রাকৃতিক দুর্যোগ
৫৪. গণপরিষদ কর্তৃক সংবিধান রচনার জন্য কমিটি গঠন করা হয় কখন?
● ১৯৪৯ সালের মার্চ মাসে
খ. ১৯৪৯ সালের মে মাসে
গ. ১৯৪৯ সালের এপ্রিল মাসে
ঘ. ১৯৪৯ সালের জুন মাসে
৫৫. পাকিস্তানের সংবিধান কখন রচিত হয়?
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫৫ সালে
● ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৭ সালে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৫৬. ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে কয়টি ধারা ছিল?
ক. ২৩১টি
খ. ২৩৩টি
গ. ২৩২টি
● ২৩৪টি
৫৭. ১৯৫৬ সালের সংবিধান প্রণীত হওয়ার পর কতদিন চালু ছিল?
ক. মাত্র এক বছর
● মাত্র দু’বছর
গ. মাত্র তিন বছর
ঘ. মাত্র চার বছর
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৫৮. আইয়ুব খান সামরিক শাসন জারি করেন কখন?
ক. ১৯৫৬ সালে
খ. ১৯৫৭ সালে
● ১৯৫৮ সালে
ঘ. ১৯৫৯ সালে
৫৯. পাকিস্তান দুই অংশের মধ্যে মিল ছিল না-
i. ইতিহাস
ii. ঐতিহ্য
iii. ভাষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬০. ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয়-
i. সামাজিক আন্দোলনের
ii. অর্থনৈতিক আন্দোলনের
iii. রাজনৈতিক আন্দোলনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৬১. তীব্র আন্দোলনের মুখে মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল-
i. গ্রেফতারকৃতদের মুক্তি
ii. উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
iii. বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬২. ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে-
i. আবদুল মতিন
ii. ওলি আহাদ
iii. গোলাম মাহবুব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৬৩. ভাষা আন্দোলনের শহিদদের মধ্যে নিচের কোন নামটি সামঞ্জস্যপূর্ণ-
i. সালাম
ii. কাদির
iii. রফিক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৪. ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে কোনটি সমর্থনযোগ্য—
i. মুসলিম লীগ
ii. জাতীয় কংগ্রেস
iii. কম্যুনিস্ট পার্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬৫. মুসলিম লীগের ত্যাগী বাঙালী নেতা ছিলেন-
i. এ.কে. ফজলুল হক
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. আবুল হাশিম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৬৬. পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো—
i. মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ
ii. দমন নীতি
iii. বাংলা ভাষার অবমাননা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬৭. জন্ম থেকে আওয়ামী মুসলিম লীগ বিশ্বাসী ছিল-
i. অসাম্প্রদায়িক চেতনায়
ii. সাংস্কৃতিক চেতনায়
iii. ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৬৮. বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়—
i. বাংলা ভাষার আন্দোলন
ii. ১৯৫৪ সালের নির্বাচন
iii. যুক্তফ্রন্ট গঠন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৯. শেরেবাংলা এ.কে. ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ছিলেন-
i. মুখ্যমন্ত্রী
ii. অর্থমন্ত্রী
iii. স্বরাষ্ট্রমন্ত্রী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
মলুহারের সমবায় সমিতির নেতারা সমিতির প্রতি ইলুহারের নেতাদের অবদানের কথা ভুলে গিয়ে ইলুহারের প্রতি অগণতান্ত্রিক আচরণ ও দমন নীতির দ্বারা কোনঠাসা করে রেখেছে। এমতাবস্থায় ইলুহারের নেতৃবৃন্দ নতুন সমবায় সমিতি গঠন করেন।
৭০. উদ্দীপকের সমবায় সমিতিটি ঐতিহাসিক কোন দলের পরিচয় দিয়েছে-
ক. কংগ্রেস
খ.কমিউনিস্ট পার্টি
● পাকিস্তান মুসলিম লীগ
ঘ. যুক্তফ্রন্ট
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ
৭১. অনুচ্ছেদের সাথে সংগতিপূর্ণ আওয়ামী মুসলিম লীগের কোন বাঙালি নেতার নাম সমর্থনযোগ্য-
i. শেরে বাংলা এ কে ফজলুল হক
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. আবুল হাশিম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
রায়পুর ইউনিয়নের নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে। এদের মধ্যে মতি হাওলাদার প্রভাবশালী ব্যক্তি এবং অত্র অঞ্চলের এম. পি তার ঘনিষ্ঠ বন্ধু। মতি হাওলাদারকে পরাজিত করার জন্য অত্র এলাকার বাকি ৫ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন। করে। ফলে মতি হাওলাদার ব্যাপক ব্যবধানে পরাজিত হয়।
৭২. উদ্দীপকের নির্বাচনের সাথে ঐতিহাসিক কোন নির্বাচনের মিল রয়েছে?
● ১৯৫৪ সালের
খ. ১৯৭০ সালের
গ. ১৯৭৪ সালের
ঘ. ১৯৯০ সালের
৭৩. উক্ত নির্বাচনের জোটবদ্ধ দলের নাম কী?
ক. কংগ্রেস
● যুক্তফ্রন্ট
গ. কমিউনিস্ট
ঘ. মুসলিম লীগ
৭৪. আলোচ্য ঐতিহাসিক নির্বাচনে ঐক্যবদ্ধ দলের নির্বাচনি ইশতেহার ছিল—
i. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
ii. জমিদারি প্রথা বিলুপ্ত করা
iii. অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি
১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১০ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
Thanks