নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ : বাংলায় ইংরেজ শাসনের সূচনা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

১. বাংলায় সাতশতকে কালের ব্যবসায় বাণিজ্য ছিল একচেটিয়া?
ক. বাঙালিদের
খ. পর্তুগিজদের
গ. ইংরেজদের
● আরব বণিকদের

২. অটোমান তুর্কিরা কখন কনস্টান্টিনোপল দখল করে নেয়?
ক. ১৪৫১ খ্রিস্টাব্দে
খ. ১৪৫২ খ্রিস্টাব্দে
● ১৪৫৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৪৫৪ খ্রিস্টাব্দে

৩. পর্তুগিজদের মধ্যে কে প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?
● ভাস্কো-ডা-গামা
খ. বখতিয়ার খলজী
গ. ইব্রাহিম লোদী
ঘ. আহমেদ শাহ

৪. পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?
ক. কালিকটে
খ. চট্টগ্রামে
গ. সাতগাঁওয়ে
● হুগলিতে

৫. ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ইংল্যান্ড
খ. স্কটল্যান্ড
● হল্যান্ড
ঘ. আয়ারল্যাণ্ড

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৬. ওলন্দাজরা এ উপমহাদেশে কখন আসেন?
ক. ১৬০১ খ্রিস্টাব্দে
খ. ১৬০৩ খ্রিস্টাব্দে
● ১৬০২ খ্রিস্টাব্দে
ঘ. ১৬০৪ খ্রিস্টাব্দে

৭. ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. যুদ্ধ করা
● বাণিজ্য করা
গ. লুটতরাজ করা
ঘ. ডাকাতি করা

৮. বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?
ক. ১৭৫৬ খ্রিস্টাব্দে
খ. ১৭৫৭ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৮ খ্রিস্টাব্দে
● ১৭৫৯ খ্রিস্টাব্দে

৯. ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয়?
● বিদারার যুদ্ধে
খ. পলাশীর যুদ্ধে
গ. পানিপথের যুদ্ধে
ঘ. বালাকোটের যুদ্ধে

১০. ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগের সময়কাল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. ১৮০২ খ্রিস্টাব্দে
খ. ১৮০৩ খ্রিস্টাব্দে
গ. ১৮০৪ খ্রিস্টাব্দে
● ১৮০৫ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

১১. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের যথার্থ কারণ কোনটি?
ক. পণ্য উৎপাদন
খ. পোশাক উৎপাদন
গ. অর্থ উপার্জন
● বাণিজ্য করা

১২. দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?
ক. ১৬৭৩ খ্রিস্টাব্দে
খ. ১৬৭৪ খ্রিস্টাব্দে
গ. ১৬৭৫ খ্রিস্টাব্দে
● ১৬৭৬ খ্রিস্টাব্দে

১৩. দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?
ক. ১৮৪২ খ্রিস্টাব্দে
খ. ১৮৪৩ খ্রিস্টাব্দে
গ. ১৮৪৪ খ্রিস্টাব্দে
● ১৮৪৫ খ্রিস্টাব্দে

১৪. ইস্ট ইণ্ডিয়া কোম্পানি গড়ে তোলায় ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
● ইংল্যান্ডের একটি বণিকদল
খ. চীনের একটি বণিকদল
গ. রাশিয়ার একটি বণিকদল
ঘ. আরবের একটি বণিকদল

১৫. ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্য কুঠি স্থাপন করেন?
ক. ১৬৫৬ খ্রিস্টাব্দে
● ১৬৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৬৫৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৬৫৯ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

১৬. ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
ক. শায়েস্তা খানের
● সুবেদার শাহসূজার
গ. আহমেদ শাহের
ঘ. রাজা দ্বিতীয় চার্লসের

১৭. দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?
● বিয়ের যৌতুক হিসেবে
খ. বুদ্ধির মাধ্যমে
গ. যুদ্ধের মাধ্যমে
ঘ. কৌশলে

১৮. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ হয় কখন?
● ১৭০০ খ্রিস্টাব্দে
খ. ১৭০২ খ্রিস্টাব্দে
গ. ১৭০১ খ্রিস্টাব্দে
ঘ. ১৭০৩ খ্রিস্টাব্দে

১৯. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?
● ১৬৬৪ খ্রিস্টাব্দে
খ. ১৬৬৫ খ্রিস্টাব্দে
গ. ১৬৬৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৬৬৭ খ্রিস্টাব্দে

২০. ফরাসি ইস্ট ইণ্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
ক. মুসলিমপট্টমে
● সুরাটে
গ. চন্দননগরে
ঘ. বিহারে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

২১. পন্ডিচেরীতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?
ক. ১৬৭১ খ্রিস্টাব্দে
খ. ১৬৭২ খ্রিস্টাব্দে
● ১৬৭৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৬৭৪ খ্রিস্টাব্দে

২২. ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?
ক. পর্তুগিজরা
খ. ওলন্দাজরা
গ. দিনেমাররা
● ফরাসিরা

২৩. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কখন?
● ১৭৫৭ খ্রিস্টাব্দে
খ. ১৭৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৯ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৬০ খ্রিস্টাব্দে

২৪. আলীবর্দী খানের শাসনকালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. ১৭৪০ – ১৭৫৫ খ্রিস্টাব্দে
● ১৭৪০ – ১৭৫৬ খ্রিস্টাব্দে
গ. ১৭৪০ – ১৭৫৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৪০ – ১৭৫৮ খ্রিস্টাব্দে

২৫. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
● আমেনা বেগম
খ. আম্বিয়া বেগম
গ. আছিয়া বেগম
ঘ. আয়েশা বেগম

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

২৬. আলীবর্দী খান মৃত্যুবরণ করেন কখন?
ক. ১৭৫৪ খ্রিস্টাব্দে
খ. ১৭৫৫ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৭ খ্রিস্টাব্দে
● ১৭৫৬ খ্রিস্টাব্দে

২৭. সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের কী ছিলেন?
ক. ভাই
খ. ভাতিজা
● দৌহিত্র
ঘ. পুত্র

২৮. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?
ক. ২১ বছর
● ২২ বছর
গ. ২৩ বছর
ঘ. ২০ বছর

২৯. ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?
ক. মামি
খ. চাচি
● খালা
ঘ. মা

৩০. আলীবর্দী খানের কয়জন মেয়ে ছিল?
● তিন জন
খ. দুই জন
গ. চার জন
ঘ. পাঁচ জন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৩১. সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কী?
ক. রাজবল্লভ
খ. আলীবর্দী খাঁ
● মীর জাফর আলী খাঁ
ঘ. মীর কাশিম আলী খাঁ

৩২. রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?
ক. সিরাজউদ্দৌলা
খ. মীর জাফর
● কৃষ্ণদাস
ঘ. বিপুল দাস

৩৩. ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগের যথার্থ কারণ কোনটি?
ক. শত্রুদের আক্রমণ
খ. যুদ্ধের ভীতি
গ. ঘনিষ্ঠজনের বিরোধিতা
● নবাবের অতর্কিত আক্রমণ

৩৪. সিরাজউদ্দৌলা কোলকাতা দখল করেন কখন?
ক. ১৭৫৫ খ্রিস্টাব্দে
● ১৭৫৬ খ্রিস্টাব্দে
গ. ১৭৫৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৫৮ খ্রিস্টাব্দে

৩৫. এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
● পলাশীর যুদ্ধ
খ. পানি পথের যুদ্ধ
গ. প্রথম বিশ্বযুদ্ধ
ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৩৬. কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
● ভাগীরথী

৩৭. মীরমদন কোন যুদ্ধে নিহত হন?
● পলাশীর যুদ্ধে
খ. পানিপথের যুদ্ধে
গ. প্রথম বিশ্বযুদ্ধে
ঘ. স্বাধীনতা যুদ্ধে

৩৮. নবাবের সেনাপতির নাম কী?
ক. রবার্ট ক্লাইভ
খ. মীর আলী
গ. কৃষ্ণদাস
● মীর জাফর

৩৯. নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. মীর মদনের অসহযোগিতা
খ. মোহনলালের বিশ্বাসঘাতকতা
● মীর জাফরের বিশ্বাসঘাতকতা
ঘ. সিনকের অসহযোগিতা

৪০. বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগমের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. মীর মদনের মৃত্যু
খ. মীর জাফরের মৃত্যু
গ. রবার্ট ক্লাইভের মৃত্যু
● সিরাজউদ্দৌলার মৃত্যু

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৪১. পলাশীর যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?
ক. মীর জাফরের হাতে
● রবার্ট ক্লাইডের হাতে
গ. সিরাজউদ্দৌলার হাতে
ঘ. মোহনলালের হাতে

৪২. মীর কাশিম কখন সিংহাসনে বসেন?
● ১৭৬০ খ্রিস্টাব্দে
খ. ১৭৬২ খ্রিস্টাব্দে
গ. ১৭৬১ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৬৩ খ্রিস্টাব্দে

৪৩. মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?
ক. জোর করে
খ. যুদ্ধ করে
গ. কৌশলে
● শর্তসাপেক্ষে

৪৪. মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?
ক. নিজের স্বাস্থ্যের প্রতি
● প্রজাদের প্রতি
গ. রাজ্যের প্রতি
ঘ. গরিবদের কল্যাণের প্রতি

৪৫. মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?
ক. পানি সংরক্ষণের জন্য
খ. মাছ চাষের জন্য
গ. প্রকৃতি উপভোগের জন্য
● নিরাপত্তার জন্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৪৬. বিহারের শাসনকর্তা কে ছিলেন?
ক. মীর জাফর
খ. রবার্ট ক্লাইভা
গ. মীর কাশিম
● রামনারায়ণ

৪৭. মীর কাশিম কীভাবে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন?
● সফল প্রতিরোধের মাধ্যমে
খ. অস্ত্রসহ প্রতিরোধের মাধ্যমে
গ. কঠোর প্রতিরোধের মাধ্যমে
ঘ. যুদ্ধের মাধ্যমে

৪৮. কোলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
ক. ১৭৬১ খ্রিস্টাব্দে
● ১৭৬৩ খ্রিস্টাব্দে
গ. ১৭৬২ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৬৪ খ্রিস্টাব্দে

৪৯. বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. সিরাজউদ্দৌলার পরাজয়
খ. রবার্ট ক্লাইভের পরাজয়
গ. মীর জাফরের পরাজয়
● মীর কাশেমের পরাজয়

৫০. কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়?
ক. পলাশীর যুদ্ধের
খ. প্রথম বিশ্বযুদ্ধের
গ. পানি পথের যুদ্ধের
● বক্সার যুদ্ধের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৫১. মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭৬ খ্রিস্টাব্দে
● ১৭৭৭ খ্রিস্টাব্দে
গ. ১৭৭৯ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৭৮ খ্রিস্টাব্দে

৫২. মীর জাফর কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৭৬২ খ্রিস্টাব্দে
খ. ১৭৬৩ খ্রিস্টাব্দে
গ. ১৭৬৪ খ্রিস্টাব্দে
● ১৭৬৫ খ্রিস্টাব্দে

৫৩. মীর জাফরের পুত্রের নাম কী?
ক. সুজাউদ্দৌলা
খ. মীর কাশিম
গ. শাহ আলম
● নাজিম উদ্দৌলা

৫৪. বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?
ক. পলাশী যুদ্ধের পর
● বক্সার যুদ্ধের পর
গ. পানি পথের যুদ্ধের পর
ঘ. মুক্তিযুদ্ধের পর

৫৫. কেন বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যাণ্ডে পাচার হতে থাকে?
ক. বক্সারের যুদ্ধের ফলে
খ. পলাশী যুদ্ধের ফলে
● দেওয়ানি লাভের ফলে
ঘ. ফৌজদারি লাভের ফলে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৫৬. রবার্ট ক্লাইভ কিসের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে?
ক. ফৌজদারি সনদের নামে
● দেওয়ানি সনদের নামে
গ. শিক্ষা সনদের নামে
ঘ. নাগরিকত্ব সনদের নামে

৫৭. নিচের কোন সালটির ছিয়াত্তরের মন্বন্তরের সাথে সাদৃশ্য রয়েছে?
ক. ১৭৮০
খ. ১৭৮৫
গ. ১৭৯০
● ১৭৭০

৫৮. ছিয়াত্তরের মন্বন্তরের বাংলার কয়জন মারা যায়?
ক. প্রায় অর্ধেক
● এক-তৃতীয়াংশ
গ. এক-চতুর্থাংশ
ঘ. এক-পঞ্চমাংশ

৫৯. দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান কে?
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড কর্নওয়ালিশ
● ওয়ারেন হেস্টিংস
ঘ. শের শাহ

৬০. দ্বৈতশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
ক. ১৭৭০ খ্রিস্টাব্দে
খ. ১৭৭১ খ্রিস্টাব্দে
● ১৭৭২ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৭৩ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৬১. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কখন?
ক. ১৭৯১ খ্রিস্টাব্দে
খ. ১৭৯২ খ্রিস্টাব্দে
● ১৭৯৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৭৯৪ খ্রিস্টাব্দে

৬২. ওয়ারেন হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্ত চালুর যথার্থ কারণ কোনটি?
ক. চাঁদা আদায়
● রাজস্ব আদায়
গ. খাজনা আদায়
ঘ. অধিকার আদায়

৬৩. পিটের ইন্ডিয়া এ্যাক্ট পার্লামেন্টে কখন গৃহীত হয়?
ক. ১৭৮১ খ্রিস্টাব্দে
খ. ১৭৮২ খ্রিস্টাব্দে
গ. ১৭৮৩ খ্রিস্টাব্দে
● ১৭৮৪ খ্রিস্টাব্দে

৬৪. দশসালা বন্দোবস্ত চালু হয় কখন?
ক. ১৭৮৬ খ্রিস্টাব্দে
খ. ১৭৮৮ খ্রিস্টাব্দে
গ. ১৭৮৭ খ্রিস্টাব্দে
● ১৭৮৯ খ্রিস্টাব্দে

৬৫. কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?
ক. পাঁচসালা
খ. ছয়সালা
গ. আটসালা
● দশসালা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৬৬. চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থসামাজিক কাঠামোতে কেমন প্রভাব ফেলে?
ক. ইতিবাচক
খ. নৈতিবাচক
● সুদূরপ্রসারী
ঘ. অকল্পনীয়

৬৭. নিচের কোনটির সাথে কর্ণওয়ালিসের সাদৃশ্য রয়েছে?
ক. ব্যবসায়ি
খ. ফকির
গ. কৃষক
● জমিদার

৬৮. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
ক. কৃষকের
খ. শ্রমিকের
গ. ব্যবসায়ির
● জমিদারের

৬৯. উপমহাদেশে জমি ছিল কিসের প্রতীক?
ক. সম্মানের
খ. মর্যাদার
গ. বংশের
● আভিজাত্যের

৭০. কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হওয়ার ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
● পাঁচশালা বন্দোবস্ত
খ. আটসালা বন্দোবস্ত
গ. দশসালা বন্দোবস্ত
ঘ. চিরস্থায়ি বন্দোবস্ত

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৭১. জব চার্ণক ১২০০ টাকার বিনিময়ে জমিদারিষত্ব লাভ করেন-
i. কোলকাতার
ii. সুতানটির
iii. গোবিন্দপুরের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭২. ১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান নবাব ছিলেন-
i. বাংলার
ii. বিহারের
iii. উড়িষ্যার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৩. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন-
i. মীর জাফর
ii. মীর মদন
iii. মোহন লাল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৪. পলাশীর যুদ্ধে নবাবের পতনের যথার্থ কারণ—
i. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
ii. তরুণ নবারের দৃঢ়তার অভাব
iii. নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৫. রবার্ট ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি ছিলেন দূরদর্শী
ii. তিনি ছিলেন অজ্ঞ
iii. তিনি ছিলেন কূটবুদ্ধিসম্পন্ন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৭৬. বাংলার প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে—
i. রবার্ট ক্লাইভের মৃত্যু
ii. সিরাজউদ্দৌলার পরাজয়
iii. সিরাজউদ্দৌলার মৃত্যু
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৭. পলাশী যুদ্ধের ফলে—
i. ইংরেজরা একচেটিয়া ব্যবসার অধিকার পায়
ii. মীর জাফর বাংলার সিংহাসনে বসে
iii. ফরাসিরা বাংলা থেকে বিদায় নেয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৮. রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে ঘটে-
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৯. মীর জাফরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়-
i. অযোগ্যতার
ii. অতিরিক্ত অর্থপ্রদানের অক্ষমতার
iii. ওলন্দাজদের সাথে আতাতের
ক. ⅰ ও ⅱ   খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮০. মীর কাশিমের ক্ষেত্রে অধিক উপযোগী-
i. তিনি ছিলেন সুদক্ষ শাসক
ii. তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ
iii. তিনি ছিলেন পরাধীন মানুষ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৮১. মীর কাশিম নিরাপত্তার জন্য করেছিলেন-
i. দুর্গ নির্মাণ
ii. সেনাবাহিনী গঠন
iii. রাজধানীর চারদিকে পরিখা খনন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. নবাবের সকল পদক্ষেপ ছিল-
i. দেশ ও জনগণের বিরুদ্ধে
ii. দেশ ও জনগণের স্বার্থে
iii. ইংরেজদের স্বার্থ বিরোধী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৮৩. মুর্শিদকুলী খান দখল করে নেন-
i. দেওয়ান পদ
ii. নায়ক পদ
iii. সুবেদার পদ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৪. ১৭৮৬ খ্রিষ্টাব্দে লর্ড কর্নওয়ালিসকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ভারতে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয় –
i. গভর্নর জেনারেল
ii. সেনা প্রধান
iii. মুখ্যমন্ত্রী
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫. একসালা বন্দোবস্ত উপকার হয়নি-
i. সরকারের
ii. জমিদারদের
iii. প্রজাদের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

৮৬. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে –
i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
iii. প্রজাদের পুরোনো স্বত্ব বিলুপ্ত হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৮৭ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
স্যামুয়েল স্বরূপকাঠী থেকে বানারীপাড়ায় ব্যবসায় করতে এসে অধিপত্য বিস্তার করে এবং অন্যান্য এলাকা থেকে আসা ব্যবসায়ীদের তাড়িয়ে দেয়। পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িয়ে ক্ষমতা দখল করে অত্র এলাকার অধিপতি হয়।

৮৭. উদ্দীপকের সাথে বাংলার কোন ঔপনিবেশিক শাসনের মিল রয়েছে?
ক. পর্তুগিজ
খ. ওলন্দাজ
গ. ফরাসি
● ইংরেজ

৮৮. উক্ত সময়ে বাংলার কোন পণ্যটি জগৎবিখ্যাত ছিল?
● মসলিন কাপড়
খ. ভাত ও মাছ
গ. কুটির শিল্প
ঘ. পাট

৮৯. সে সময়ে অন্যান্য এলাকার ব্যবসায়ীরা হলো-
i. পর্তুগিজ
ii. ফরাসি
iii. ইংরেজ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও :
লতিফ তালুকদারের কোনো পুত্র সন্তান না থাকায় তার কনিষ্ঠ মেয়ের পুত্র ফরহাদকে পরবর্তী তালুকদারের জন্য মনোনীত করেন। যথারীতি লতিফ তালুকদারের মৃত্যুর পরে ফরহাদ অত্র এলাকার তালুকদার হয়। কিন্তু এ বিষয়টি তার বড় খালা বিউটি মেনে নিতে পারে নি। তিনি অন্য এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সাথে হাত মিলিয়ে ফরহাদকে পরাজিত ও নিহত করেন। ফলে অত্র এলাকাবাসী স্বাধীনতা হারায়।

৯০. উদ্দীপকের ঘটনাটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে?
ক. বক্সারের যুদ্ধে
● পলাশীর যুদ্ধ
গ. নীল বিদ্রোহ
ঘ. সিপাহি বিদ্রোহ

৯১. বিউটির চরিত্রে ঐতিহাসিক কার চরিত্র ফুটে উঠেছে?
ক. তারামন বিবি
খ. কামরুনন্নেছা
গ. পরি বিবি
● ঘষেটি বেগম

৯২. উক্ত ঘটনাটির ফলাফল –
i. জাতীয় চেতনা
ii. ঔপনিবেশিক শাসন
iii. কোম্পানির শাসন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment