নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ : প্রাচীন বাংলার সামাজিক, অথনৈতিক ও সাংকৃতিক ইতিহাস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. পাকিস্তানের
● আফগানিস্তানের
গ. তুরস্কের
ঘ. মিসরের

২. বখতিয়ার খলজি কিসে বিশ্বাসী ছিলেন?
ক. কথায়
খ. কাজে
গ. কুসংস্কারে
● স্বীয় কর্মশক্তিতে

৩. বখতিয়ার খলজি গজনীতে আসেন কেন?
ক. যুদ্ধ করতে
খ. জ্ঞানার্জন করতে
গ. ধর্মপ্রচার করতে
● জীবিকার সন্ধানে

৪. বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে গজনীতে আসেন?

ক. ১১৯৪ খ্রিস্টাব্দে
● ১১৯৫ খ্রিস্টাব্দে
গ. ১১৯৬ খ্রিস্টাব্দে
ঘ. ১১৯৭ খ্রিস্টাব্দে

৫. বিহার বিজয়ের পর বখতিয়ার কার সাথে সাক্ষাৎ করেন?
● কুতুবউদ্দীন আইবকের সাথে
খ. হুমাসউদ্দীনের সাথে
গ. শিহাবউদ্দীন ঘোরীর সাথে
ঘ. হিজবরউদ্দীনের ঘোরীর সাথে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৬. বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্য কেমন ছিল?
ক. আনন্দ-উল্লাসে
খ. আতঙ্কে
● গভীর ভীতিতে
ঘ. ধুমধামে

৭. দৈবজ্ঞ, পণ্ডিত ও ব্রাহ্মণগণ কাকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন?
ক. বখতিয়ার খলজিকে
খ. রাজা গৌরগোবিন্দকে
● রাজা লক্ষণ সেনকে
ঘ. রাজা হিজবরউদ্দীনকে

৮. দ্বারবঙ্গে কয়টি গিরিপথ সুরক্ষিত ছিল?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৯. বখতিয়ার খলজি নদীয়া জয় করেন কখন?
ক. ১২০২ খ্রিস্টাব্দে
খ. ১২০১ খ্রিস্টাব্দে
গ. ১২০৩ খ্রিস্টাব্দে
● ১২০৪ খ্রিস্টাব্দে

১০. লক্ষণাবর্তী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়?
● লখনৌতি
খ. নখনৌতি
গ. লাখনীতি
ঘ. সুখনীতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১১. লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল কোথায়?
ক. পশ্চিমবঙ্গে
● পূর্ববঙ্গে
গ. দক্ষিণবঙ্গে
ঘ. উত্তরবঙ্গে

১২. নদীয়া ও গৌড় বিজয়ের পর কয় বছর বখতিয়ার খলজি আর কোনো অভিযানে বের হন নি?
● দু বছর
খ. তিন বছর
গ. চার বছর
ঘ. পাঁচ বছর

১৩. বখতিয়ার খলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?
ক. যুদ্ধ করার জন্য
খ. শত্রুদের আক্রমণের জন্য
● রাজ্য রক্ষার জন্য
ঘ. আত্মরক্ষার জন্য

১৪. বখতিয়ার খলজির জীবনের শেষ সমর অভিযান হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. গৌড় অভিযান
খ. লখনৌতি অভিযান
গ. বঙ্গ অভিযান
● তিব্বত অভিযান

১৫. বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে মারা যান?
ক. ১২০৪ খ্রিস্টাব্দে
● ১২০৬ খ্রিস্টাব্দে
গ. ১২০৫ খ্রিস্টাব্দে
ঘ. ১২০৭ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১৬. বখতিয়ার খলজির শাসন ব্যবস্থায় কিসের প্রতিফলন ছিল?
● ইসলামি রীতিনীতির
খ. আধুনিক রীতিনীতির
গ. প্রাচীন রীতিনীতির
ঘ. হিন্দুদের রীতিনীতির

১৭. বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল?
ক. প্রায় পাঁচ শ বছর
খ. প্রায় ছয় শ বছর
● প্রায় সাড়ে পাঁচ শ বছর
ঘ. প্রায় সাত শ বছর

১৮. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?

বখতিয়ার খলজি
খ. মর্দান খলচি
গ. শিৱন খলজি
ঘ. হুসামউদ্দীন খলজি

১৯. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন কী?
ক. বঙ্গ
খ. সমতট
গ. পুণ্ড্রনগর
● বুলগাকপুর

২০. ‘বুলগাকপুর’ শব্দের অর্থ কী?
ক. সুন্দর নগরী
খ. শান্তির নগরী
● বিদ্রোহের নগরী
ঘ. অশান্তির নগরী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

২১. বখতিয়ার খলজির কয়জন সহযোদ্ধা ছিল?
ক. দু জন
● তিন জন
গ. চার জন
ঘ. পাঁচ জন

২২. শিরন খলজির শাসনকাল কত বছর স্থায়ী ছিল?
● এক বছর
খ. দুই বছর
খ. তিন বছর
গ. চার বছর

২৩. ১২০৮ খ্রিস্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. বখতিয়ার খলজি
খ. মুহম্মদ শিরান খলজি
গ. আলী মর্দান খলজি
● হুসামউদ্দীন ইওয়াজ খলজি

২৪. কঠোর শাসক হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য? ক. বখতিয়ার খলজি
খ. মুহম্মদ শিরন খলজি
গ. হুসামউদ্দীন ইওয়াজ খলজি
● আলী মর্দান খলজি

২৫. আলী মর্দান খলজি খলজি মালিকেরা কীভাবে বিদ্রোহ করেন?
ক. ছিন্নভিন্নভাবে
খ. এককভাবে
গ. নিজের মতো করে
● একজোট হয়ে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

২৬. ইওয়াজ খলজি কত বছর বাংলার সুলতান ছিলেন?
ক. ১৪ বছর
● ১৫ বছর
গ. ১৬ বছর
ঘ. ১৭ বছর

২৭. বাংলায় মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনীর গোড়াপত্তন করার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত? ক. বখতিয়ার খলজি
খ. হুসামউদ্দীন ইওজ খলজি
গ. শিরন খলজি
● ইওজ খলজি

২৮. ইওজ খলজি রাজধানীর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেছিলেন কেন?
● রাজধানীর নিরাপত্তার জন্য
খ. রাজধানীর উন্নয়নের জন্য
গ. রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য
ঘ. রাজধানীকে আধুনিকায়ন করার জন্য

২৯. রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন কে?
ক. বখতিয়ার খলজি
খ. শিরন খলজি
● ইওজ খলজি
ঘ. হুসামউদ্দীন খলজি

৩০. সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজি কার নিকট হতে স্বীকৃতি লাভ করেছিলেন?
● আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট হতে
খ. আব্বাসীয় খলিফা আল আমিনের নিকট হতে
গ. আব্বাসীয় খলিফা আল মামুনের নিকট হতে
ঘ. আব্বাসীয় খলিফা হারুন অর রশীদের নিকট হতে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৩১. সন্ধির শর্তানুসারে ইওজ খলজি সুলতান ইলতুৎমিশকে কী প্রদা করবেন?
● প্রচুর অর্থ ও হস্তী
খ. প্রচুর অর্থ ও পর্
গ. প্রচুর অর্থ ও ঘোড়া
ঘ. প্রচুর অর্থ ও স্বর্ণালংকার

৩২. সন্ধির সকল শর্ত মেনে নেন কে?
● সুলতান ইওজ খলজি
খ. খলিফা আল নাসির
গ. খলিফা আল মামুন
ঘ. শিরন খলজি

৩৩. সুলতান ইলতুৎমিশের পুত্রের নাম কী?
● নাসিরউদ্দীন মাহমুদ
খ. নাসিরউদ্দীন লস্কর
গ. নাসিরউদ্দীন খলজি
ঘ. ইওজ খলজি

৩৪. ‘মামলুক’ কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. কৃষকদের
খ. শ্রমিকদের
গ. নার্সদের
● দাসদের

৩৫. ইওয়া খলজির মৃত্যুর পর ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত কতজন শাসক বাংলা শাসন করেন?
ক. বারো জন
খ. তেৱো জন
গ. চৌদ্দ জন
● পনের জন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৩৬. প্রথম তুর্কী শাসনকর্তা ছিলেন কে?
● নাসিরউদ্দীন মাহমুদ
খ. জালালউদ্দীন মাসুদ
গ. ইউজবক
ঘ. বখতিয়ার খলি

৩৭. নাসিরউদ্দীন মাহমুদ মৃত্যুবরণ করেন কখন?
● ১২২৯ খ্রিস্টাব্দে
খ. ১২৩৬ খ্রিস্টাব্দে
গ. ১২৪৫ খ্রিস্টাব্দে
ঘ. ১২৪৭ খ্রিস্টাব্দে

৩৮. তুখান খান কত বছর বাংলার শাসনকর্তা ছিলেন?
ক. ৮ বছর
● ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ১১ বছর

৩৯. ১২৪৭-১২৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসনকর্তা হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. তুমান খান
খ. নাসিরউদ্দীন মাহমুদ
গ. ওমর খান
● জালালউদ্দিন মাসুদজানি

৪০. ‘মুঘিসউদ্দিন’ উপাধিটি কার ক্ষেত্রে যুক্তিযুক্ত?
ক. ইউজবক
খ. তুধান খান
গ. ওমর খান
● মাসুদ জানি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৪১. মাসুদ জানি নিহত হন কখন?
ক. ১২৫৬ খ্রিস্টাব্দে
● ১২৫৭ খ্রিস্টাব্দে
গ. ১২৫৮ খ্রিস্টাব্দে
ঘ. ১২৫৯ খ্রিস্টাব্দে

৪২. আরসালান খানের পর বাংলার শাসনকর্তা হন কে? ওমর ক. খান
খ. তাজউদ্দিন
● তাতার খান
ঘ. ইউজবক

৪৩. মামলুক তুর্কিদের সর্বশ্রেষ্ঠ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. খান খান
খ. ওমর খান
গ. শের খান
● তুঘরিল

৪৪. তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?
ক. আন্দরকিল্লা
● নারকিল্লা
গ. বারকিল্লা
ঘ. মেহেরকিল্লা

৪৫. তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন?
● মুঘিসউদ্দীন
খ. মুঘিলউদ্দীন
গ. নাসিরউদ্দীন
ঘ. মুহিউদ্দীন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৪৬. তঘরিল কার হাতে নিহত হন?
ক. শের খানের
খ. তাতার খানের
গ. কায়কোবাদের
● বলবনের

৪৭. বলবন মৃত্যুবরণ করেন কখন?
ক. ১২৮৬ খ্রিস্টাব্দে
● ১২৮৭ খ্রিস্টাব্দে
গ. ১২৮৮ খ্রিস্টাব্দে
ঘ. ১২৮৯ খ্রিস্টাব্দে

৪৮. বুঘরা খানের মন ভেঙে যায় কেন?
ক. বলবনের মৃত্যু সংবাদে
খ. শের খানের মৃত্যু সংবাদে
গ. মাসুদ জানির মৃত্যু সংবাদে
● কায়কোবাদের মৃত্যু সংবাদে

৪৯. কায়কাউস কত বছর বাংলার শাসক ছিলেন?
ক. আট বছর
খ. নয় বছর
● দশ বছর
ঘ. এগারো বছর

৫০. ফিরোজ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
ক. ইব্রাহিম
খ. কদর খান
গ. বুধরা খান
● গিয়াসউদ্দিন বাহাদুর শাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৫১. কত খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লীর অধীনে ছিল?
ক. ১৩৩৬ খ্রিস্টাব্দ
খ. ১৩৩৭ খ্রিস্টাব্দ
● ১৩৩৮ খ্রিস্টাব্দ
ঘ. ১৩৩৯ খ্রিস্টাব্দ

৫২. কার হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে?
● ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে
খ. ফখরুদ্দীন মুবারক শাহের হাতে
গ. কুতুবউদ্দীন আইবকের হাতে
ঘ. তুমার খানের হাতে

৫৩. বাহরাম খানের মৃত্যু হয় কখন?
● ১৩৩৮ খ্রিস্টাব্দে
খ. ১৩৪০ খ্রিস্টাব্দে
গ. ১৩৩৯ খ্রিস্টাব্দে
ঘ. ১৩৪১ খ্রিস্টাব্দে

৫৪. বাহরাম খানের বর্মরক্ষক হিসেবে নিচের কার নামটি অধিক উপযোগী?
ক. আলী মুবারক
খ. আযম
● ফকরা
ঘ. বকনা

৫৫. নিজ নামে মুদ্রা জারি করেছিলেন কে?
ক. বাহরাম খান
খ. বলবন
● ফখরুদ্দীন
ঘ. নাসিরউদ্দীন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৫৬. ফখরুদ্দীনের রাজত্বকাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ১৩৩৮-১৩৪৬ খ্রিস্টাব্দ
খ. ১৩৩৮-১৩৪৭ খ্রিস্টাব্দ
গ. ১৩৩৮-১৩৪৮ খ্রিস্টাব্দ
● ১৩৩৮-১৩৪৯ খ্রিস্টাব্দ

৫৭. সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে?
ক. বাহরাম খান
খ. ইজ্জউদ্দীন
গ. গিয়াসউদ্দিন আযম শাহ
● ফখরুদ্দীন মুবারক শাহ

৫৮. ফখরুদ্দীনের পুত্রের নাম কী?
ক. ইজ্জউদ্দীন
খ. নাসিরউদ্দীন
গ. গাজী মুবারক
● গাজী সাহ

৫৯. গাজী শাহ সোনারগাঁয়ে কত বছর রাজত্ব করেন?
ক. দু বছর
খ. চার বছর
গ. পাঁচ বছর
● তিন বছর

৬০. আলী শাহ ক্ষমতায় ছিলেন-
ক. ১৩৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত
● ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত
গ. ১৩৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
ঘ. ১৩৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৬১. আলী শাহের দুধভাই হিসেবে নিচের কোন নামটি অধিক উপযোগী?
● হাজী ইলিয়াস
খ. ইজ্জউদ্দীন
গ. বাহরাম খান
ঘ. ফখরুদ্দীন

৬২. ইলিয়াস শাহের স্বপ্ন কী ছিল?
ক. ডাক্তার হওয়া
খ. ইঞ্জিনিয়ার হওয়া
গ. ধনসম্পদের মালিক হওয়া
● বাংলার অধিপতি হওয়া

৬৩. ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল নিচের কোনটি?
● পূর্ব বাংলা অধিকার
খ. পশ্চিম বাংলা অধিকার
গ. উত্তর বাংলা অধিকার
ঘ. দক্ষিণ বাংলা অধিকার

৬৪. শাসক হিসেবে ইলিয়াস শাহ কেমন ছিলেন?
ক. অদক্ষ
খ. অযোগ্য
● বিচক্ষণ ও জনপ্রিয়
ঘ. জ্ঞানী

৬৫. হাজিপুর নামক শহরের সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?
ক. ইজ্জউদ্দীন
● ইলিয়াস শাহ
গ. বাহরাম খান
ঘ. গাজী শাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৬৭. ফিরুজাবাদের বিরাট হাম্বামখানা নির্মাণ করেন কে?
ক. ফখরুদ্দীন
খ. ইখতিয়ারউদ্দীন
গ. নাসিরউদ্দীন
● ইলিয়াস শাহ

৬৮. ইলিয়াস শাহ কেমন ছিলেন?
ক. কঠোর
খ. একগুঁয়েমি স্বভাবের
গ. স্বার্থপর
● নিষ্ঠাবান

৬৯. ইলিয়াস শাহ কাকে খুব শ্রদ্ধা করতেন?
ক. পিতামাতাকে
খ. গুরুজনদেরকে
গ. শিক্ষককে
● ফকির-দরবেশদের

৭০. শামসুদ্দীন ইলিয়াস শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
ক. ফখরুদ্দীন
খ. ইজ্জউদ্দীন
● সিকান্দার শাহ
ঘ. ইলিয়াস শাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৭১. গিয়াসউদ্দীনের উপাধির ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. মুবারক শাহ
খ. গাজী শাহ
● আজম শাহ
ঘ. ফিরোজ শাহ

৭২. গিয়াসউদ্দীন আজম শাহ কিসের জন্য খ্যাতি অর্জন করেন?
ক. মেধার জন্য
খ. যোগ্যতার জন্য
গ. প্রজ্ঞার জন্য
● প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য

৭৩. আজম শাহের রাজত্বকালে কেমন অভিযান প্রেরণ করেন?
ক. সফল
● বিফল
গ. সার্থক
ঘ. সময়োপযোগী

৭৪. আজম শাহ কার সাথে বন্ধুত্ব স্থাপন করেন?
● খান জাহানের সাথে
খ. খান রাহমানের সাথে
গ. সিরাজউদ্দীনের সাথে
ঘ. ফখরুদ্দীনের সাথে

৭৫. সুলতান গিয়াসউদ্দীন আযম শাহ কেমন ছিলেন?

ক. জুলুমকারী
খ. নির্যাতনকারী
● ন্যায়বিচারক
ঘ. মিথ্যাবাদী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৭৬. পান্ডুয়ার প্রধান কাজী কে ছিলেন?
ক. নাসিরউদ্দীন
খ. ফখরুদ্দীন
● সিরাজউদ্দীন
ঘ. গিয়াসউদ্দীন

৭৭. সুপণ্ডিত কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
ক. বাহরাম খান
খ. তুমার খান
● গিয়াসউদ্দীন

ঘ. সিরাজউদ্দীন

৭৮. গিয়াসউদ্দীন কাকে সমাদর ও শ্রদ্ধা করতেন?
● কবি-সাহিত্যিকগণকে
খ. মাতাপিতাকে
গ. গুরুজনদেরকে
ঘ. ঋষিদেরকে

৭৯. প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন? ক. সৌদি আরবের
খ. বাংলাদেশের
● পারস্যের
ঘ. আফগানিস্তানের

৮০. ইউছুফ জুলেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আলাওল
খ. শেখ শাদী
গ. ফররুখ আহমদ
● শাহ মুহম্মদ সগীর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৮১. ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
ক. ফখরুদ্দীন
খ. সিরাজউদ্দীন
গ. ফিরোজ শাহ
● গিয়াসউদ্দীন আযম শাহ

৮২. বাংলার ইতিহাসের কয় বছর মুসলমান সুলতানদের মাধান রাজত্বের যুগ?
ক. এক শ বছর
● দুশ বছর
খ. চার শ বছর
গ. তিন শ বছর

৮৩. গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন?
● সাইফুদ্দিন হামজা শাহ
খ. ফিরোজ শাহ
গ. আযম শাহ
ঘ. মুবারক শাহ

৮৪. শিহাবউদ্দীন সুলতান হয়ে নিজের নাম নেন কী?
ক. আযম শাহ
● শিহাবউদ্দীন বায়াজিদ শাহ
গ. ফখরুদ্দীন মুবারক শাহ
ঘ. নাসিরউদ্দীন বায়াজিদ শাহ

৮৫. রাজা গণেশ আযম শাহের কী ছিলেন?
ক. নিচু পর্যায়ের কর্মকর্তা
খ. উচ্চ পর্যায়ের নেতা
● উচ্চ পদস্থ আমাত্য
ঘ. উচ্চ পদস্থ কর্মকর্তা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৮৬. রাজা গণেশ কোথায় চাকরি নেন?
ক. বেসরকারি অফিসে
● সুলতানের দরবারে
গ. সরকারি অফিসে
ঘ. মালিকানা অফিসে

৮৭. গণেশ কাকে হত্যা করেন?
ক. অনেক কবি সাহিত্যিককে
খ. অনেক নেতাকে
● অনেক সুফি সাধককে
ঘ. অনেক মানুষকে

৮৮. গণেশের ভয় পাওয়ার যথার্থ কারণ কোনটি?
● ইব্রাহিম শর্কির উপস্থিতি
খ. আযম শাহের উপস্থিতি
গ. সুলতানের উপস্থিতি
ঘ. কুতুবউল আলমের উপস্থিতি

৮৯. মুসলমান হওয়ার পর যদুর নাম হয় কী?
ক. সাইফুদ্দীন হামযা
খ. মুবারক শাহ
গ. ইব্রাহিম শর্কি
● জালালউদ্দিন মাহমুদ

৯০. গণেশ কয়বার সিংহাসনে বসেছিলেন?
ক. একবার
● দুবার
গ. তিন বার
ঘ. চার বার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৯১. গণেশ মৃত্যুবরণ করেন কখন?
ক. ১৪১৬ খ্রিস্টাব্দে
খ. ১৪১৫ খ্রিস্টাব্দে
● ১৪১৮ খ্রিস্টাব্দে
ঘ. ১৪১৭ খ্রিস্টাব্দে

৯২. গণেশের পুত্রের নাম কী?
● জালালউদ্দীন মাহমুদ
খ. দেবেন্দ্রদাস
গ. ইব্রাহিম শর্কি
গ. মহেন্দ্রদেব

৯৩. রাজা গণেশ ও তার বংশধরেরা কত বছর রাজত্ব করেন?
ক. প্রায় পঁচিশ বছর
খ. প্রায় পঁয়ত্রিশ বছর
● প্রায় ত্রিশ বছর
ঘ. প্রায় চল্লিশ বছর

৯৪. শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকারী কে?
ক. তুঘান খান
খ. ইউজবক
গ. মাসুদ জানি
● নাসির খান

৯৫. নাসিরউদ্দীন মাহমুদ শাহ কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৪৫৬ খ্রিস্টাব্দে
খ. ১৪৫৭ খ্রিস্টাব্দে
গ. ১৪৫৮ খ্রিস্টাব্দে
● ১৪৫৯ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

৯৬. ‘শ্ৰীকৃষ্ণ বিজয়’ কাব্যের রচয়িতা কে?
ক. জগদীশ বসু
● মালাধর বসু
গ. রায় গুণাকর
ঘ. মধুসূদন দত্ত

৯৭. বাংলা রামায়ণের রচয়িতা কে?
ক. মালাধর বসু
খ. সতেন্দ্রনাথ দত্ত
● কৃত্তিবাস
ঘ. গোবিন্দ দাস

৯৮. বরবক শাহ কেমন ছিলেন?
ক. কাব্যরসিক
খ. সাহিত্যরসিক
গ. রসিক মানুষ
● সৌন্দর্যরসিক

৯৯. সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক. মুবারক শাহ
● বরবক শাহ
গ. ফিরোজ শাহ
ঘ. আহমদ শাহ

১০০. প্রাসাদ রক্ষীদলের প্রধান হিসেবে কার নামটি অধিক উপযোগী?
ক. ইউসুফ শাহ
খ. বরবক শাহ
● সুলতান শাহজাদা
ঘ. মাহমুদ শাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১০১. শাহজাদা ফতেহ শাহকে কীভাবে হত্যা করে?
● রাজপ্রাসাদের অভ্যন্তরে
খ. লোকালয়ে
গ. রাজপ্রাসাদের বাইরে
ঘ. নিজ গৃহের বাইরে

১০২. বাংলার হাবশী শাসন কয় বছর স্থায়ী ছিল?
ক. পাঁচ বছর
● ছয় বছর
গ. সাত বছর
ঘ. আট বছর

১০৩. বরবক শাহ উপাধিটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
● সুলতান শাহজাদা
খ. মালিক আন্দিল
গ. মাহমুদ শাহ
ঘ. মুজাফ্ফর শাহ

১০৪. বাংলায় হাবশী শাসনের অবসানের ক্ষেত্রে কার সাদৃশ্য রয়েছে?
ক. মাহমুদ শাহের
খ. শাহজাদার
গ. আন্দিলের
● মুজাফ্ফর শাহের

১০৫. মালিক আন্দিল কত বছর রাজত্ব করেন?
ক. এক বছর
খ. দই বছর
● তিন বছর
ঘ. চার বছর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১০৬. হাবসী শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?
● সৈয়দ হোসেন
খ. মুজাফ্ফর শাহ
গ. আলাউদ্দিন হোসেন
ঘ. ইলিয়াস শাহ

১০৭. হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিচের কোন নামটি অধিক উপযোগী?
ক. সৈয়দ হোসেন
● আলাউদ্দিন হোসেন শাহ
গ. মুবারক শাহ
ঘ. ইলিয়াস শাহ

১০৮. আলাউদ্দিন হুসেন শাহের পদক্ষেপ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
● দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতার বিনাশ
খ. সেনাবাহিনীর ক্ষমতার বিনাশ
গ. নৌবাহিনীর ক্ষমতার বিনাশ
ঘ. বিমানবাহিনীর ক্ষমতার বিনাশ

১০৯. পাইকদের দল ভেঙে দেন কে?
ক. আহমদ শাহ
খ. ফিরোজ শাহ
গ. বরবক শাহ
● হুসেন শাহ

১১০. আরাকানীদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
ক. আযম শাহ
খ. নাদির শাহ
গ. ফিরোজ শাহ
● হুসেন শাহ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১১১. হুসেন শাহ কত বছর রাজত্ব করেন?
ক. চব্বিশ বছর
● ছাব্বিশ বছর
গ. পঁচিশ বছর
ঘ. সাতাশ বছর

১১২. হুসেন শাহ কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৫১৬ খ্রিস্টাব্দ
খ. ১৫১৭ খ্রিস্টাব্দ
গ. ১৫১৮ খ্রিস্টাব্দ
● ১৫১৯ খ্রিস্টাব্দ

১১৩. পুরন্দ খান উপাধিটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মালাধর বসু
● গোপীনাথ বসু
গ. জগদীশ বসু
ঘ. যতীন্দ্রনাথ বসু

১১৪. বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?
● শ্রীচৈতন্য
খ. কৃত্তিবাস
গ. বুদ্ধদেব
ঘ. মুহাম্মদ

১১৫. নিচের কোনটি হুসেন শাহের শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনা?
ক. ভণ্ড পীরের আরাধনা
● সত্য পীরের আরাধনা
গ. শ্রীকৃষ্ণের আরাধনা
ঘ. ঋষির আরাধনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১১৬. হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটি একটি উজ্জ্বল প্রচেষ্টা?
ক. ভণ্ড পীরের আরাধনা
খ. ভগবানের আরাধনা
● সত্য পীরের আরাধনা
ঘ. শ্রীকৃষ্ণের আরাধনা

১১৭. হুসেন শাহ কবি-সাহিত্যিকগণকে পুরস্কার প্রদান করতেন কেন?
ক. সুনামের জন্য
খ. খ্যাতি অর্জনের জন্য
● উৎসাহের জন্য
ঘ. নেকি পাওয়ার জন্য

১১৮. ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করেন কে?
ক. মালাধর বসু
খ. কৃত্তিবাস
গ. শ্রীকৃষ্ণ
● পরমেশ্বর

১১৯. হুসেন শাহ কেমন মুসলমান ছিলেন?
ক. পথে মাত্র
খ. নীতিহীন
● নিষ্ঠাবান
ঘ. বিবেক বর্জিত

১২০. ছোট সোনা মসজিদের নির্মিত হওয়ার ক্ষেত্রে কোন রাজত্ব কালটি সমর্থনযোগ্য?
ক. ফিরোজ শাহের
● হুসেন শাহের
গ. আযম শাহের
ঘ. আহমেদ শাহের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১২১. স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে?
● হুসেন শাহের
খ. বাহরাম খানের
গ. গিয়াসউদ্দিনের
ঘ. আলাউদ্দিনের

১২২. নুসরত শাহ প্রথমে কার সাথে মিত্রতা স্থাপন করেন?

● হুসেন শাহের সাথে
খ. বাবরের সাথে
গ. বখতিয়ারের সাথে
ঘ. ফিরুজ শাহের সাথে

১২৩. নুসরত শাহ কখন আততায়ীর হাতে নিহত হন?
ক. ১৫৩০ খ্রিস্টাব্দে
● ১৫৩১ খ্রিস্টাব্দে
গ. ১৫৩২ খ্রিস্টাব্দে
ঘ. ১৫৩৩ খ্রিস্টাব্দে

১২৪. নুসরত শাহ রাজ্যের বহু স্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন কেন?
● পানি নিবারণের জন্য
খ. মাছ চাষের জন্য
গ. রাজ্য রক্ষার জন্য
ঘ. সৌন্দর্য বৃদ্ধির জন্য

১২৫. ‘মিঠা পুকুর’ কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
● বাগেরহাট
গ. যশোর
ঘ. কুষ্টিয়া

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১২৬. লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন-
i. দৈবতা
ii. পণ্ডিত
iii. ব্রাহ্মণগণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৭. বিহার হতে বাংলায় প্রবেশ করতে হলে আসতে হতো-
i. ঝাড়খণ্ড দিয়ে
ii. তেলিয়াগড় দিয়ে
iii. শিকড়িগড় দিয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৮. যে রাজ্য বিজয়ের পর বখতিয়ার খলজি আর কোনো অভিযানে বেরহননি-
i. ঝাড়খণ্ড
ii. নদীয়া
iii. গৌড়

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৯. বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন-
i. মুহম্মদ শিরন খলজি
ii. আলী মর্দান খলজি
iii. হুসামউদ্দীন ইওজ খলজি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩০. সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজি কর্তৃক দেবকোট থেকে রাজধানী স্থানান্তর করেন-
i. গৌড়ে
ii. নদীয়ায়
iii. লখনৌতিতে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১৩১. ইওজ খলজির প্রশস্ত রাজপথ নির্মাণের ফলে –
i. দেশের উন্নয়ন হবে
ii. বন্যার কবল থেকে গৃহ রক্ষা পাবে
iii. বন্যার কবল থেকে শস্যক্ষেত্র রক্ষা পাবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩২. ইওজ খলজি পৃষ্ঠপোষক ছিলেন—
i. শিল্পের
ii. কৃষির
iii. সাহিত্যের
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. তুঘরিলের রাজ্য জয়ের ক্ষেত্রে যুক্তিযুক্ত—
i. উত্তর বাংলা
ii. দক্ষিণ বাংলা
iii. ফরিদপুরের কিছু অংশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন-
i. সুশাসক
ii. দূরদর্শী রাজনীতিবিদ
iii. অত্যাচারী শাসক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. ইলিয়াস শাহ জয় করেছিলেন-
i. চম্পারণ
ii. গোরখপুর
iii.কাশী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

১৩৬. যে কাজের জন্য সুলতান গিয়াসউদ্দীন আযম শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল তা হলো-
i. কবি-সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন
ii. তিনি কাব্য রসিক ছিলেন
iii. নিজেও ফারসি ভাষায় কবিতা রচনা করতেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. রাজা গণেশের ক্ষেত্রে প্রযোজ্য-
i.আজম শাহের একজন উচ্চপদস্থ অমাত্য ছিলেন
ii. ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন
iii. অনেক সুফি সাধককে হত্যা করেন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. নাসির খানকে হত্যার যথার্থ কারণ হলো-
i. তার অযোগ্যতা,
ii. তার অদক্ষতা
iii. অভিজাতবর্গের নেতিবাচক মনোভাব
ক. ⅰ ● ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো—
i. আল ফাজিল
ii. আল দাখিল
iii. আল কামিল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪০. হাবসী গোষ্ঠীর ইতিহাস ছিল-
i. অন্যায়
ii. বিদ্রোহ
iii. হতাশায় পরিপূর্ণ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪১ ও ১৪২ নং প্রশ্নের উত্তর দাও :
মামুন সর্দার দ্বিতীয়বার ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান হয়ে বহিরাক্রমণ থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন ও পরিখা নির্মাণ করেন। তিনি পণ্য ও তার লাঠিয়াল বাহিনীর চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন।

১৪১. উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড ফুটে উঠেছে?
ক. বখতিয়ার খলজি
খ. নাসিরউদ্দীন মুহাম্মদ
● ইওজ খলজি
ঘ. ইলতুৎমিশ

১৪২. উক্ত শাসকের আমলে ঘটেছে-
i. ব্যবসায় বাণিজ্যের উন্নতি
ii. রাজধানী স্থানান্তর
iii. সৈন্যবাহিনী গঠন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৩ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
রিমা সেন্টাল লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কাভার পেজে দেখতে পায় স্বাধীন সুলতানি আমল (১৩৩৮-১৫৩৮ খ্রি.) লেখা রয়েছে। কৌতূহলী হয়ে সে বইটি পড়তে শুরু করে।

১৪৩. লাইব্রেরির বইটিতে লেখা সময়কাল কোন অঞ্চলের শাসকদের জন্য ব্যর্থতার পরিচয় বহন করে?
ক. বিহার
● দিল্লি
গ. বাংলা
ঘ. উড়িষ্যা

১৪৪. আলোচ্য আসনটির সূচনাকারী হলেন-
ক. কায়কোবাদ
খ. ইলিয়াস শাহ
গ. ইখতিয়ার উদ্দিন গাজীশাহ
● ফখরুদ্দিন মুবারক শাহ

১৪৫. উক্ত বংশের শাসনামলে ঘটেছিল-
i. শাহ-ই-বাঙালি উপাধি
ii. চাঁদপুর থেকে চট্টগ্রাম রাজপথ নির্মাণ
iii. ৩০০ বছরের শাসন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৫ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment