এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ : প্রাচীন বাংলার সামাজিক, অথনৈতিক ও সাংকৃতিক ইতিহাস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১. মানুষ কোন ধরনের জীব?
● সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
২. সমাজবদ্ধ হয়ে বসবাস করা কার ?
● মানুষের
খ. জিনের
গ. ফেরেশতার
ঘ. পশুপাখির
৩. জীবন বাঁচাতে কয়টি জিনিসের প্রয়োজন?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৪. প্রাচীন বাংলার মানুষের ভাষার নাম ছিল কী?
ক. সংস্কৃত
খ. উর্দু
গ. বাংলা
● অস্ট্রিক
৫. বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি?
ক. আর্য
● আলপাইন
গ. বাঙালি
ঘ. গৌড়
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৬. বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● মধ্যম আকৃতির দেহ
খ. শ্বেতাঙ্গ
গ. সাদা চুল
ঘ. চোখের মণি সাদা
৭. আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল কোনটি? ক. রাপ্রথা
খ. দাস প্রথা
● জাতিভেদ প্রথা
ঘ. ধৰ্ম প্ৰথা
৮. প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাচ
৯. ক্ষত্রিয়দের পেশা ছিল কী?
● যুদ্ধ করা
খ. পূজা-পার্বণ করা
গ. ব্যবসায় বাণিজ্য করা
ঘ. কৃষিকাজ করা
১০. বৈশ্যদের কাজ ছিল কী?
ক. যুদ্ধ করা
● ব্যবসায় বাণিজ্য করা
গ. পূজা-পার্বণ করা
ঘ. মাছ শিকার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১১. বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায়?
ক. বীরত্বের
খ. সাহসের
গ. মেধার
● উন্নত চরিত্রের
১২. প্রাচীনকালে বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
ক. ভাত
খ. মাছ-মাংস
গ. চাইনিজ
● নিরামিষ
১৩. প্রাচীনকালে পুরুষেরা কীভাবে ধূতি পরত?
● মালকোচা দিয়ে
খ. হটির নিচে
গ. নাভীর নিচে
ঘ. নাভীর উপরে
১৪. প্রাচীনকালে মেয়েরা কীভাবে শাড়ি পরত?
ক. মালকোচা দিয়ে
খ. হাঁটুর নিচ পর্যন্ত
গ. মাটি পর্যন্ত
● গোড়ালি পর্যন্ত
১৫. প্রাচীনকালে মেয়েরা কয় প্রকার খোপা বাঁধত?
ক. দু প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
● নানা প্রকার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১৬. বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হতো কখন?
● প্রাচীনকালে
খ. মৌর্য যুগে
গ. মধ্যযুগে
ঘ. আধুনিককালে
১৭. প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে কিসের প্রভাব ছিল প্রবল?
ক. ন্যায়বোধের
খ. নীতিবোধের
গ. আত্মবোধের
● ধর্মশাস্ত্রের
১৮. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কী?
ক. রিকসা ও নৌকা
খ. পরুর গাড়ি ও বাস
● গরুর গাড়ি ও নৌকা
ঘ. ট্রেন ও ঠেলাগাড়ি
১৯. প্রাচীনকালে খাল-বিলে চলাচলের জন্য কী ব্যবহার করত?
● ভেলা
খ. ডোঙ্গা
গ. স্টীমার
ঘ. নৌকা
২০. প্রাচীনকালে মানুষ ছোট ছোট খাল পার হতো কীভাবে? ক. পুল দিয়ে
● সাঁকো দিয়ে
গ. ব্রীজ দিয়ে
ঘ. কালভার্ট দিয়ে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
২১. প্রাচীনকালে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করত?
ক. বস্তিতে
● গ্রামে
গ. নগরে
ঘ. শহরে
২২. প্রাচীনকালের কোন রাজাদের অত্যাচারে সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে ওঠে?
ক. পাল রাজাদের
● সেন রাজাদের
গ. মৌর্য রাজাদের
ঘ. মুঘল রাজাদের
২৩. বাংলায় মধ্যযুগের সূচনা হয় কীভাবে?
● মুসলমান সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
খ. হিন্দু সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
গ. বৌদ্ধ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
ঘ. খ্রিস্টান সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
২৪. বাংলাদেশের মানুষের প্রধান পেশা কী?
ক. ব্যবসায় বাণিজ্য
খ. শিক্ষকতা
গ. চিকিৎসা
● কৃষি
২৫. প্রাচীনকালে বাংলার অধিবাসীদের বেশির ভাগ কোথায় বাস করত?
ক. বনে-জঙ্গলে
● গ্রামে
গ. শহরে
ঘ. নগরে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
২৬. প্রাচীনকালে কীভাবে গ্রাম গড়ে তুলত?
ক. মহিলা পুরুষ ভিন্ন ভিন্নভাবে
খ. যার যার মতো করে
● সবাই মিলে একসাথে
ঘ. আলাদাভাবে
২৭. প্রাচীনকালের মানুষ কীভাবে সংসার চালাত?
ক. ব্যবসায় করে
খ. পশু শিকার করে
গ. মাছ শিকার করে
● ভূমি চাষ করে
২৮. প্রাচীনকালে কত প্রকারের ভূমি ছিল?
ক. চার
খ. পাচ
গ. পাঁচ
● তিন
২৯. প্রাচীনকালে পতিত জমিকে কী বলা হতো?
ক. বাস্তু
খ. উর্বর
গ. ক্ষেত্র
● খিল
৩০. প্রাচীনকালে জমি মাপা হতো কীভাবে?
ক. ফিতা দিয়ে
খ. গজ দিয়ে
গ. সুতা দিয়ে
● নল দিয়ে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৩১. প্রাচীনকাল হতেই বঙ্গদেশ কোনটির জন্য প্রসিদ্ধ ছিল? ক. ব্যবসায় বাণিজ্য
● কৃষি
গ. পশু শিকার
ঘ. মাছ চাষ
৩২. প্রাচীনকালে বাংলার প্রধান ফসল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● ধান
খ. পার্ট
গ. ইক্ষু
ঘ. তুলা
৩৩. নিচের কোন শিল্পটি প্রাচীন বাংলায় বেশ সমৃদ্ধ ছিল? ● কুটির শিল্প
খ. মাঝারি শিল্প
গ. বৃহৎ শিল্প
ঘ. পোশাক শিল্প
৩৪. প্রাচীনকালে গ্রামের লোকদের দরকারি সবকিছু কোথায় তৈরি হতো?
ক. কারখানায়
● গ্রামে
গ. শহরে
ঘ. নগরে
৩৫. বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল কেন?
ক. কৃষির জন্য
● বস্ত্র শিল্পের জন্য
গ. মৎস্য শিল্পের জন্য
ঘ. বন শিল্পের জন্য
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৩৬. বিশ্বখ্যাত কোন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো?
● মসলিন কাপড়
খ. রেশমি কাপড়
গ. পশমি কাপড়
ঘ. সুতি কাপড়
৩৭. কত গল্প মসলিন একটি নল্যের ফোঁটায় ভরা যেত?
ক. ১০গজ
● ২০গজ
গ. ৩০গজ
ঘ. ৪০গজ
৩৮. বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্যা?
ক. শিক্ষার হার বৃদ্ধি
খ. জীবনযাত্রার মান বৃদ্ধি
● শিল্পের উন্নতি
ঘ. কৃষির উন্নতি
৩৯. প্রাচীনকালের ব্যবসায় বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিলা?
ক. করপ্রধা
● বিনিময় প্রথা
গ. দাসপ্রথা
ঘ. কুপ্রথা
৪০. বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয় কয় শতক পূর্বে?
ক. খ্রিস্টপূর্ব দু শতক
খ. খ্রিস্টপূর্ব এক শতক
● খ্রিস্টপূর্ব চার শতক
ঘ. খ্রিস্টপূর্ব তিন শতক
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৪১. প্রাচীনকালে বঙ্গদেশে কোনটি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো?
● কড়ি
খ. টাকা
গ. মুদ্রা
ঘ. পয়সা
৪২. প্রাচীন বাংলার শিল্পকলা ধ্বংস হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. সময়ের পরিবর্তন
খ. যুগের পরিবর্তন
গ. রুচিবোধের পরিবর্তন
● নানাবিধ কারণ
৪৩. প্রাচীনযুগে বাংলার শিল্পকলা কেমন ছিল?
ক. কম উন্নত
● খুবই উন্নত
গ. উন্নত ছিল না
ঘ. ভঙ্গুর
৪৪. ফা-হিয়েন কোন দেশের নাগরিক?
ক. ভারত
খ. আমেরিকা
● চীন
ঘ. বাংলাদেশ
৪৫. কোনটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে অধিক যুক্তিযুক্ত?
ক. মহাস্থানগড়
খ. ময়নামতি
● স্তূপ্ত
ঘ. আনন্দবিহার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৪৬. ঢাকা জেলার কোন গ্রামে রাজা দেব খড়গের ব্রোঞ্জ স্তূপ পাওয়া গেছে?
● আশরাফপুর
খ. মিরপুর
গ. হাতিরপুল
ঘ. কোনাপাড়ায়
৪৭. বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. পাহাড়পুরের ব্রোঞ্জ স্তূপ
খ. ময়নামতির ব্রোঞ্জ স্তূপ
গ. মহাস্থানগড়ের ব্রেহ্মা স্তূপ
● আশরাফপুরের ব্রোঞ্জ স্তূপ
৪৮. কোন যুগে বিহারের রূপের পরিবর্তন হয়?
ক. প্রাচীন যুগে
খ. সেন যুগে
● পাল যুগে
ঘ. মুঘল যুগে
৪৯. কয়েক বছর পূর্বে কোথায় কয়েকটি বিহারের সন্ধান পাওয়া গেছে?
ক. কুমিল্লার লালমাইয়ের
● কুমিল্লার ময়নামতিতে
গ. কুমিল্লার বড় কামতায়
ঘ. কুমিল্লায় বুড়িচংয়ে
৫০. কোনটি সমগ্র ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরে খ্যাতি অর্জন করে?
● সোমপুর বিহার
খ. আনন্দবিহার
গ. কান্তজি মন্দির
ঘ. ওয়ারী-বটেশ্বর
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৫১. প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির বলে ধারণা করা হয় নিচের কোনটি?
● বরাকরের মন্দির
খ. বৌদ্ধ মন্দির
গ. কান্তজি মন্দির
ঘ. শিব মন্দির
৫২. সম্প্রতি উয়ারী-বটেশ্বরে কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
ক. ২০০০ বছরের
● ২৫০০ বছরের
গ. ৩০০০ বছরের
ঘ. ৩৫০০ বছরের
৫৩. ঢাকা থেকে উয়ারী-বটেশ্বরের দূরত্ব কত?
ক. ৫৫ কি.মি.
● ৭৫ কি.মি.
গ. ৬৫ কি.মি.
ঘ. ৮৫ কি.মি.
৫৪. প্রাচীন বাংলার সভ্যতা কেমন ছিল?
● গ্রামকেন্দ্রিক
খ. শহরকেন্দ্রিক
গ. নগরকেন্দ্রিক
ঘ. রাজধানীকেন্দ্রিক
৫৫. প্রাচীন বাংলায় বহু কী ছিল?
ক. মসজিদ
● মন্দির
গ. গির্জা
ঘ. চার্চ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৫৬. প্রাচীনকালের মন্দিরগুলো ধ্বংস হলেও অনেক স্থানে কী রক্ষিত হয়েছে?
ক. প্রতিমূর্তি
খ. ছায়ামূর্তি
গ. জ্ঞানী মূর্তি
● দেবমূর্তি
৫৭. গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?
ক. কদাকার
খ. কদর্য
গ. নিম্নমানের
● উন্নতমানের
৫৮. পাহাড়পুরের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৫৯. কোন যুগের পূর্বেকার কোন চিত্র আজ পর্যন্ত পাওয়া যায় নি?
ক. সেন
● পাল
গ. মৌর্য
ঘ. পুন্ড্র
৬০. প্রাচীন বাংলার শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন নিচের কোন ক্ষেত্রে?
ক. ছবি আঁকায়
খ. সাহিত্য রচনায়
গ. ছড়া লেখায়
● রেখার সাহায্যে চিত্রাঙ্কনে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৬১. কোনটি রামপালের রাজত্বকালে রচিত চিত্র শিল্পে শ্রেষ্ঠ নিদর্শন?
● অস্ট সাহসিকা প্রজ্ঞা পারমিতা
খ. রামচরিত
গ. জীবনচরিত
ঘ. গীতাঞ্জলী
৬২. প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে নিচের কোন যুগটি স্মরণীয়?
ক. মৌর্য যুগ
খ. সেন যুগ
গ. মুঘল যুগ
● পাল যুগ
৬৩. নিচের কোন যুগটিকে পাল যুগের শিল্পকলা বলে সমর্থন করা যায়?
● নবম-দ্বাদশ শতক
খ. নবম ত্রয়োদশ শতক
গ. নবম চতুর্দশ শতক
ঘ. নবম-পঞ্চদশ শতক
৬৪. দেবদেবীর মূর্তিগুলো কীভাবে নির্মিত হয়েছিল? রাজাদের ক. নামানুসারে
খ. শিল্পীদের নির্দেশনায়
গ. ঋষিদের নির্দেশনায়
● শাস্ত্রীর অনুশাসন অনুসারে
৬৫. আর্য কথাটি কিসের নাম?
ক. উপনাম
খ. বিকল্প পথ
গ. সুন্দর নাম
● সাংস্কৃতিক নাম
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৬৬. আর্যদের ভাষার নাম কী?
ক. সংস্কৃত
খ. গৌড়ীয়
● প্রাচীন বৈদিক
ঘ. চাইনিজ
৬৭. এখন পর্যন্ত সর্বমোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
ক. ৪১টি
খ. ৪৩টি
গ. ৪৫টি
● ৪৭টি
৬৮. কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ হিসেবে অধিক যুক্তিযুক্ত?
● ৮-১২ শতক পর্যন্ত
খ. ৮-১৪ শতক পর্যন্ত
গ. ৮-১৩ শতক পর্যন্ত
ঘ. ৮-১৫ শতক পর্যন্ত
৬৯. প্রাচীন যুগে বাংলা ভাষা কাদের সাহিত্যের ভাষা ছিল? ক. লেখকের
খ. পণ্ডিতদের
গ. সাহিত্যিকদের
● জনসাধারণের
৭০. নিচের কোন ভাষাটি বৈদিকভাষা থেকে সংস্কার করা হয়েছে?
ক. বাংলা
খ. হিন্দি
গ. ইংরেজি
● সংস্কৃত
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৭১. কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. সরস্বতী পূজা
খ. লক্ষী পূজা
গ. পাথর পূজা
● ধ্বজ পূজা
৭২. কোন প্রভাবের সঠিক কাল নির্ণয় করা দুরূহ ব্যাপার? ক. মৌর্য
● আর্য
গ. সেন
ঘ. গৌড়
৭৩. পাল শাসনের আমলেও কোন ধর্মের প্রভাব-প্রতিপত্তি অটুট ছিল?
● বৈদিক ধর্মের
খ. ইসলাম ধর্মের
খ. সনাতন ধর্মের
ঘ. বৌদ্ধধর্মের
৭৪. আর্যধর্মের বিবর্তন নিচের কোনটির প্রভাব?
ক. আন্তর্জাতিক ধর্ম বিশ্বাস
● স্থানীয় ধর্ম বিশ্বাস
গ. জনসাধারণের ধর্ম বিশ্বাস
ঘ. ঋষিদের ধর্ম বিশ্বাস
৭৫. প্রাচীনকালে কারা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন?
ক. রাজাগণ
খ. ঋষিগণ
গ. শিক্ষকগণ
● পুরোহিতরা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৭৬. পাল-চন্দ্ৰ-কম্বোজ যুগে কোন ধর্মের উন্নতির প্রমাণ পাওয়া যায়?
ক. বৈদিক
● বৈষ্ণব
গ. সনাতন
ঘ. ইসলাম
৭৭. বিষ্ণুর স্তবের প্রচলন করেন কে?
● লক্ষণ সেন
খ. গোপাল
গ. দেবপাল
ঘ. সামন্ত সেন
৭৮. বাংলায় শৈবধর্ম বিস্তারের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. অজয়গুপ্তের সহায়তা
● বৈন্যগুপ্তের সহায়তা
গ. দেবপালের সহায়তা
ঘ. ধর্মপালের সহায়তা
৭৯. পাল আমলে কোন সম্প্রদায় খুব শক্তিশালী ছিল? ক. দ্রাবিড়
খ. গৌড়
গ. আর্য
● পাশুপত
৮০. প্রাচীন যুগের কোনটি রোগের আরোগ্য পূজা হিসেবে সমর্থনযোগ্য?
ক. চন্দ্ৰ দেবতা
● সূর্য দেবতা
গ. তারকা দেবতা
ঘ. বৃক্ষ দেবতা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৮১. কোন সময়ে বাংলায় শক্তি পূজা প্রচলিত ছিল?
● অতি প্রাচীনকালে
খ. আদিমকালে
গ. প্রাচীনকালে
ঘ. আধুনিককালে
৮২. জৈন ধর্মের প্রবর্তক কে?
ক. গৌতম বুদ্ধ
● মহাবীর রাঢ়
গ. মহাজন
ঘ. যিশুখ্রিস্ট
৮৩. কোন সম্রাটের রাজত্বকালে উত্তরবঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল?
● অশোকের রাজত্বকাল
খ. দেবপালের রাজত্বকালে
গ. ধর্মপালের রাজত্বকালে
ঘ. গোপালের রাজত্বকালে
৮৪. নাটোরের পাহাড়পুরে একটি জৈন বিহার ছিল কত শতকে?
ক. দ্বিতীয় শতকে
খ. তৃতীয় শতকে
● চতুর্থ শতকে
ঘ. পঞ্চম শতকে
৮৫. নিচের কোনটির কারণে জৈনধর্মের প্রভাব কমে আসে? ক. সেন যুগের শুরু
● পাল যুগের শুরু
গ. মুঘল যুগের শুরু
ঘ. সুলতানি যুগের শুরু
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৮৬. প্রাচীন বাংলার ধর্মজগতে কোন ধর্মটি বিশেষ স্থান দখল করে আছে?
ক. ইসলাম
● বৌদ্ধ
গ. হিন্দু
ঘ. খ্রিস্ট
৮৭. বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারের ক্ষেত্রে কোন রাজত্বকালটি সমর্থনযোগ্য?
ক. দেবপালের রাজত্বকাল
খ. ধর্মপালের রাজত্বকাল
গ. গোপালের রাজত্বকাল
● অশোকের রাজত্বকাল
৮৮. বাংলায় বৌদ্ধধর্ম খুব বৃদ্ধি পেয়েছিল নিচের কোনটির প্রভাবে?
ক. মৌর্য বংশের আগমনে
খ. গুপ্ত বংশের আগমনে
● পাল বংশের আগমনে
ঘ. সেন বংশের আগমনে
৮৯. সোমপুর বিহারে বাস করতেন কে?
ক. রাজ্যশ্রী
খ. দেবেন্দ্র
● বোধিভদ্র
ঘ. অশোক
৯০. কয়েক বছর পূর্বে কোথায় নগরকেন্দ্রিক ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
● উয়ারী-বটেশ্বরে
খ. বরেন্দ্রভূমিতে
গ. পাহাড়পুরে
ঘ. ময়নামতিতে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৯১. কোনটি বিশাল আকৃতির বিহার হিসেবে সমর্থনযোগ্য? ক. আনন্দ বিহার
● শালবন বিহার
গ. বৌদ্ধ বিহার
ঘ. উড়িষ্যা বিহার
৯২. শালবন বিহার কে নির্মাণ করেন?
ক. বোধিভদ্র
খ. দীপঙ্কর
গ. ধর্মপাল
● শ্রীভবদেব
৯৩. সহজিয়া ধর্মমতে কার স্থান সবার উপরে?
ক. পিতার
খ. মাতার
গ. আল্লাহর
● গুৰুৱ
৯৪. বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র কোনটি?
● বৌদ্ধ সংঘ
খ. বৌদ্ধ মন্দির
গ. বৌদ্ধ বিহার
ঘ. বৌদ্ধ সংসদ
৯৫. প্রাচীন বাংলায় একমাত্র কার পরধর্ম বিদ্বেষের কাহিনী আছে?
ক. শ্রী শ্রীকৃষ্ণের
খ. রামের
গ. সামন্তসেনের
● শশাংকের
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
৯৬. প্রাচীন যুগে বাংলার ধর্মজীবন কেমন ছিল?
● উন্নত
খ. অনুন্নত
গ. ভঙ্গুর
ঘ. দুর্বল
৯৭. পরধর্ম সহিষ্ণুতা বৈশিষ্ট্যটি কার ক্ষেত্রে প্রযোজ্য? ● বাঙালির
খ. মারমার
গ. চাকমার
ঘ. সাঁওতালদের
৯৮. কান্তিদেবের বংশের লোকেরা কোন ধর্মাবলম্বী?
ক. ইসলাম
খ. খ্রিস্ট
● বৌদ্ধ
ঘ. হিন্দু
৯৯. প্রাচীন বাংলায় আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল কেমন? ক. অল্প
খ. সামান্য
গ. ক্ষীণ
● প্রচুর
১০০. ‘উমা’ শব্দের অর্থ কী?
● দুর্গার অর্চনা
খ. পিতার অর্চনা
গ. গুরুর অর্চনা
ঘ. ভগবানের অর্চনা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১০১. শাবোরৎসব অনুষ্ঠানের সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন দিনটির?
ক. বিজয়া সপ্তমীর দিন
খ. বিজয়া নবমীর দিন
গ. বিজয়া অষ্টমীর দিন
● বিজয়া দশমীর দিন
১০২. প্রাচীনকালে কোন মাসে এক ধরনের অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল?
ক. পৌষ মাসে
খ. মাঘ মাসে
গ. ফাল্গুন মাসে
● চৈত্র মাসে
১০৩. ‘হোলি’ কিসের নাম?
ক. বাদ্যযন্ত্রের নাম
● উৎসবের নাম
গ. দেবতার নাম
ঘ. মূর্তির নাম
১০৪. নিচের কোন উৎসবে স্ত্রী-পুরুষ সকলে যোগদান করত? ক. সরস্বতী পূজায়
খ. ঘুড়ি উৎসবে
গ. নববর্ষ উৎসবে
● হোলি উৎসবে
১০৫. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে কিসের ক্রীড়া হতো?
ক. হাডুডু
খ. কানামাছি
গ. কাবাডি
● অক্ষ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১০৬. বাংলার হিন্দুদের দৈনন্দিন জীবনে কিসের প্রবল প্রভাব ছিল?
● ধর্মশাস্ত্রের
খ. গণিতশাস্ত্রের
গ. চিকিৎসা শাস্ত্রের
ঘ. বিজ্ঞান শাস্ত্রের
১০৭. প্রাচীনকালে কাদের কোনো সুনাম ছিল না?
ক. বাঙালি নারীদের
● বাঙালি পুরুষদের
গ. সাঁওতালি নারীদের
ঘ. সাঁওতালি পুরুষদের
১০৮. প্রাচীনকালে কাদের স্বাধীনতা ছিল না?
ক. বাংলার নারীদের
● বাংলার মেয়েদের
গ. বাংলার পুরুষদের
ঘ. বাংলার ছেলেদের
১০৯. প্রাচীনকালে জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হতো কে?
ক. অবিবাহিত নারী
খ. বিবাহিত নারী
গ. অপয়া নারী
● বিধবা নারী
১১০. বিধবা নারীদের বিলাস বর্জন ও কৃষ্ণ সাধনের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী ছিল?
● নিরামিষ আহার
খ. মাছ-ভাত আহার
গ. ডাল-ভাত আহার
ঘ. বিশেষ আহার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১১১. প্রাচীন বাংলায় কাদের ধনসম্পত্তিতে কোনো বিধিবিধানগত অধিকার ছিল না?
ক. ছেলেদের
খ. মা-বাবার
গ. পুরুষদের
● নারীদের
১১২. প্রাচীনকালে কোন সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চে ছিল?
ক. অশিক্ষিত সমাজে
● শিক্ষিত সমাজে
গ. আদিম সমাজে
ঘ. আধুনিক সমাজে
১১৩. মানুষের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ হলো-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৪. জীবন বাঁচাতে আমাদের প্রয়োজন-
i. খাদ্য
ii. বস্ত্ৰ
iii. বাসস্থান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৫. প্রাচীনকালে শুদ্রদের পেশা ছিল-
i. কৃষিকাজ
ii. ব্যবসায় করা
iii. মাছ শিকার করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১১৬. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের বাহন ছিল-
i. ঘোড়ার গাড়ি
ii. গরুর গাড়ি
iii. নৌকা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৭. প্রাচীন বাংলার ভূমির প্রকারভেদ হিসেবে সমর্থনযোগ্য-
i. বাস্তু
ii. ক্ষেত্র
iii. খিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৮. বঙ্গে প্রাচুর্য ছিল—
i. কৃষিদ্রব্যে
ii. প্রাকৃতিক দ্রব্যে
iii. শিল্পদ্রব্যে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৯. প্রাচীন বাংলায় ধনী লোকেরা যাতায়াতের জন্য ব্যবহার করতো-
i. হাতি
ii. ঘোড়া
iii. ঘোড়ার গাড়ি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১২০. বাংলা পতিত হয়-
i. বৈদিক ধর্মের প্রভাবে
ii. বৌদ্ধধর্মের প্রভাবে
iii. জৈনধর্মের প্রভাবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
১২১. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত—
i. রামকৃষ্ণের কাহিনী
ii. কৃষ্ণলীলার কাহিনী
iii. রামায়ণ কাহিনী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২২. ‘নিগ্রহ’ নামটি সমর্থনযোগ্য-
i. জৈনধর্মের লোকদের ক্ষেত্রে
ii. তেরো শতকে বাংলায় এ সংঘের অস্তিত্ব ছিল
iii. সপ্তম শতকে উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১২৩. প্রাচীন বাংলায় চীনা ও তিব্বতীয় তথ্যমতে জানা যায় –
i. প্রাচীন যুগে বাংলার ধর্মজীবন খুব উন্নত ছিল
ii. প্রাচীন বাংলায় একমাত্র শশাংকের পরধর্ম বিদ্বেষের কাহিনী
iii. পরধর্ম সহিষ্ণতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২৪. প্রাচীন বাংলায় বিধবা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল—
i. মুছে যেত কপালের সিঁদুর ও সমস্ত প্রসাধন ও অলঙ্কার
ii. নিরামিশ আহার করে সব ধরনের বিলাস বর্জন ও কৃচ্ছ্রসাধন করতে হতো
iii. স্বামীর মৃত্যু হলে একই চিতায় স্ত্রীকেও জীবন্ত পুড়িয়ে মারা হতো
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১২৫. সোমপুর বিহারে বসবাসকারী হিসেবে সমর্থনযোগ্য –
i. অশোক
ii. বোধিভদ্র
iii. অতীশ দীপঙ্কর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও :
সাম্প্রতিক সময়ে এক শ্রেণির যুবক মাথায় বাবরি চুল ও মুখে খোড়া খোচা দাঁড়ি রাখে। তারা হাতে, কানে ও গলায় বিভিন্ন অলংকার পরিধান করে। এমনকি তারা আধুনিক হতে গিয়ে নানা প্রকার পানীয় পান করে।
১২৬. উদ্দীপকের যুবকদের সাথে কোন যুগের যুবকদের মিল খুঁজে পাও?
ক. আধুনিক যুগ
● প্রাচীন যুগ
গ. মধ্যযুগ
ঘ. আর্য-পূর্বযুগ
১২৭. উক্ত যুগে—
i. ‘সতীদাহ প্রথা’ চালু ছিল
ii. ধনসম্পত্তিতে নারীদের অধিকার ছিল না
iii. দুর্নীতি ও অশ্লীলতা ছিল না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১২৮ ও ১২৯ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে প্রাচীন বাংলার খিল ব্যবস্থা, মসলিন কাপড়ের ব্যবসায় ও বাণিজ্য বন্দরের কথা স্মরণ করে আফসোস করতে লাগল।
১২৮. উদ্দীপকে ‘খিল’ বলতে কোনটিকে বুঝিয়েছে?
ক. প্রসাধনী
● পতিত জমি
গ. মোটা কাপড়
ঘ. বিনিময় প্রথা
১২৯. লিয়াকতের আফসোসকৃত বন্দর হলো—
i. চাঁদপুর বন্দর
ii. চট্টগ্রাম বন্দর
iii. কর্ণসুবর্ণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি
১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।