নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১. কোন রাজাদের শাসনকাল থেকে ধারাবাহিকভাবে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়?
ক. সেন
● পাল
গ. মুঘল
ঘ. সুলতানি

২. বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?

ক. ধারাবাহিকভাবে
খ. সাধারণভাবে
●  বিচ্ছিন্নভাবে
ঘ. পরিকল্পিতভাবে

৩. স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান শাসক হিসেবে কার নামটি অধিক উপযোগী?
ক. গোপাল
খ. দেবপাল
● শশাংক
ঘ. ধর্মপাল

৪. কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?

ক. এগারো
● বারো
গ. তেরো
ঘ. চৌদ্দ

৫. সেন শাসন অব্যাহত ছিল কয় বছর?
ক. প্রায় এক শ বছর
খ. প্রায় তিন শ বছর
● প্রায় দু শ বছর
ঘ. প্রায় চার শ বছর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৬. সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
● মুসলমানদের হাতে
খ. হিন্দুদের হাতে
গ. ইংরেজদের হাতে
ঘ. পর্তুগিজদের হাতে

৭. গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচিত না হওয়ার যথার্থ কারণ হলো-
ক. তেমন শিক্ষিত লোক ছিল না
● তেমন কোনো উপাদান পাওয়া যায় নি
গ. তেমন কোনো ঘটনা পাওয়া যায় নি
ঘ. তেমন কোনো প্রয়োজন হয় নি

৮. প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহের ক্ষেত্রে কোন নামটি সাদৃশ্যপূর্ণ?
ক. দেবপাল
● আলেকজান্ডার
গ. গোপাল
ঘ. পাটলি

৯. ভারত আক্রমণ করেন কে?
ক. শশাঙ্ক
খ. পাটলিপুত্র
● আলেকজান্ডার
ঘ. গোপাল

১০. গ্রিক লেখকদের কথায় কী নামে বাংলাদেশে এক শক্তিশালী রাজ্য ছিল?
ক. সমতট
খ. চন্দ্রদ্বীপ
● গঙ্গারিডই
ঘ. বঙ্গ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১১. পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
● মগবাদি
খ. আলেকজান্ডার
গ. গোপাল
ঘ. শশাঙ্ক

১২. প্রাসিজয় কিসের নাম?
ক. গোত্রের নাম
খ. বংশের নাম
গ. অঞ্চলের নাম
● জাতির নাম

১৩. উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. আলেকজান্ডারের
● সম্রাট অশোকের

১৪. কোন সাম্রাজ্যের পতনের শুঙ্গ ও কম্ব বংশের আবির্ভাব ঘটে?
● মৌর্য সাম্রাজ্যের
খ. সেন সাম্রাজ্যের
গ. মুঘল সাম্রাজ্যের
ঘ. গুপ্ত সাম্রাজ্যের

১৫. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ৩১০ খ্রিস্টাব্দে
● ৩২০ খ্রিস্টাব্দে
গ. ৩৪০ খ্রিস্টাব্দে
ঘ. ৩৩০ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১৬. সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. চন্দ্রগুপ্তের
● সমুদ্রগুপ্তের

১৭. গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
● মহাস্থানগড়
ঘ. বরেন্দ্র

১৮. সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?
ক. পূর্ণাঙ্গ
খ. বিচ্ছিন্ন
গ. পরাধীন
● করদ

১৯. ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভবের সাথে সাদৃশ্য রয়েছে-
ক. গুপ্ত সাম্রাজ্যের উত্থান
খ. মৌর্য সাম্রাজ্যের উত্থান
● গুপ্ত সাম্রাজ্যের পতন
ঘ. মৌর্য সাম্রাজ্যের পতন

২০. গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে কী দেখা দেয়া?
ক. অর্থনৈতিক মন্দা
খ. প্রাকৃতিক দুর্যোগ
● রাজনৈতিক অস্থিরতা
ঘ. সামাজিক বিশৃঙ্খলা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

২১. গুপ্তদের পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

২২. কত শতকের প্রথমার্ধে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?
ক. অষ্টম
● ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. পঞ্চম

২৩. গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
ক. সামন্ত
● মহাসামন্ত
গ. বসন্ত
ঘ. রাজন্ত

২৪. শশাঙ্ক কত খ্রিস্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন?
ক. ৬০৩ খ্রিস্টাব্দের
খ. ৬০৪ খ্রিস্টাব্দের
গ. ৬০৫ খ্রিস্টাব্দের
● ৬০৬ খ্রিস্টাব্দের

২৫. শশাঙ্কের রাজধানী ছিল কোথায়?
● কর্ণসুবর্ণ
খ. মুর্শিদাবাদ
গ. মহাস্থানগড়
ঘ. চন্দ্রদ্বীপ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

২৬. শশাঙ্ক কোথায় তাঁর রাজ্য স্থাপন করেন?
● গৌড়ে
খ. বঙ্গ
গ. পুণ্ড্রনগরে
ঘ. চন্দ্রদ্বীপে

২৭. কামরূপের রাজা কার হাতে পরাজিত হন?
ক. গোপালের
খ. দেবপালের
গ. ধর্মপালের
● শশাংকের

২৮. শশাঙ্কের সময়ে উত্তর ভারতে কয়জন শক্তিশালী রাজা ছিলেন?
ক. এক জন
● দু জন
গ. তিন জন
ঘ. চার জন

২৯. শশাঙ্ক কীভাবে যীয় শক্তি বৃদ্ধি করেন?
ক. সৈন্য নিয়োগের মাধ্যমে
● দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
গ. থানেশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
ঘ. কনৌজের সাথে আত্মীয়তার মাধ্যমে

৩০. রাজ্যশ্রীর সাথে কার বিয়ে হয়?
● গ্রহবর্মনের
খ. কনৌজের
গ. থানেশ্বরের
ঘ. শশাংকের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৩১. কনৌজের গ্রহবর্মন সিংহাসনের যথার্থ কারণ কোনটি? ক. শশাঙ্কের মৃত্যু
খ. কনৌজের মৃত্যু
গ. দেবগুপ্তের মৃত্যু
● প্রভাকর বর্ধনের মৃত্যু

৩২. মৌখরিরাজ গ্রহবর্মনকে পরাজিত করেন কে?
ক. শশাঙ্ক
খ. গোপাল
● মালবরাজ দেবগুপ্ত
ঘ. রাজ্যশ্রী

৩৩. শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● ৬৩৭ খ্রিস্টাব্দের কিছু আগে
খ. ৬৩৮ খ্রিস্টাব্দের কিছু আগে
গ. ৬৩৭ খ্রিস্টাব্দের কিছু পরে
ঘ. ৬৩৮ খ্রিস্টাব্দের কিছু পরে

৩৪. শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?
● শৈবধর্মের
খ. জৈনধর্মের
গ. ইসলাম ধর্মের
ঘ. সনাতন ধর্মের

৩৫. হিউয়েন সাং শশাঙ্ককে কোন ধর্মের বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন?
ক. সনাতন ধর্মের
● বৌদ্ধধর্মের
গ. ইসলাম ধর্মের
ঘ. খ্রিস্টধর্মের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৩৬. সাত শতকে বাংলার ইতিহাসের সাথে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● শশাঙ্ক
খ. চন্দ্রগুপ্ত
গ. দেবগুপ্ত
ঘ. কনৌজ

৩৭. প্রাচীন বাংলার ইতিহাসে কে প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক?
ক. রাজ্যবর্ধন
খ. দেবগুপ্ত
গ. থানেশ্বর
● শশাংক

৩৮. কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠার যথার্থ কারণ নিচের কোনটি?
● রাজ্যশ্রীর সাথে গ্রহবর্মনের বিয়ে
খ. রাজ্যশ্রীর সাথে শশাঙ্কের বিয়ে
গ. রাজ্যশ্রীর সাথে দেবগুপ্তের বিয়ে
ঘ. রাজ্যশ্রীর সাথে থানেশ্বরের বিয়ে

৩৯. কার মৃত্যুতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ সূচনা হয়?
ক. দেবগুপ্তের
খ. সমুদ্রগুপ্তের
● শশাঙ্কের
ঘ. গোপালের

৪০. কার হাতে গৌড়রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়?
● হর্ষবর্ধন ও ভাস্করবর্মনের
খ. হর্ষবর্ধন ও কনৌজের
গ. রাজ্যশ্রীর ও গ্রহবর্মনের
ঘ. গ্রহবর্মন ও ভাস্করবর্মনের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৪১. পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কী বলে?
ক. হযবরল
● মাৎস্যন্যায়
গ. দা-কুমড়া
ঘ. কাৎস্যন্যায়

৪২. বাংলায় অরাজকতা চলে কত বছরব্যাপী?
● এক শ বছর
খ. দুশ বছর
গ. তিন শ বছর
ঘ. চার শ বছর

৪৩. বাংলার অরাজকতার অবসান ঘটে কীভাবে?
● পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
খ. সেন রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
গ. মুঘল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে
ঘ. সুলতানি রাজত্বের উত্থানের মধ্য দিয়ে

৪৪. বাংলার মানুষের মন বিষিয়ে গিয়েছিল কেন?
ক. দীর্ঘদিনের অর্থমন্দা
খ. দীর্ঘদিনের পরাধীনতা
● দীর্ঘদিনের অরাজকতা
ঘ. দীর্ঘদিনের ইংরেজ শাসন

৪৫. প্রবীণ নেতাগণ কাকে রাজপদে নির্বাচিত করলেন?

ক. দেবগুপ্তকে
খ. সমুদ্রগুপ্তকে
গ. শশাঙ্ককে
● গোপালকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৪৬. তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ কার সিংহাসন আরোহণ নিয়ে রূপকথার অবতারণা করেন?
ক. শশাঙ্কের
খ. কনৌজের
● গোপালের
ঘ. গ্রহবর্মনের

৪৭. কার পূর্বজীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় নি?

ক. রাজ্যশ্রীর
খ. থানেশ্বরের
● গোপালের
ঘ. দেবগুপ্তের

৪৮. গোপালের পিতার নাম কী?
ক. প্রভাকরবর্ধন
খ. কনৌজ
● বেপ্যট
ঘ. শশাংক

৪৯. শত্রু ধ্বংসকারী কথাটি অধিক যুক্তিযুক্ত?
ক. গোপাল
খ. শশাংক
গ. দেবগুপ্ত
● ব্যপট

৫০. গোপালের পিতামহের নাম কী?
ক. হর্ষবর্ধন
খ. ভাস্করবর্মন
গ. গ্রহবর্মন
● দয়িতবিষ্ণু

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৫১. দয়িতবিষ্ণু কেমন ছিলেন?
● সর্ববিদ্যা বিশুদ্ধ
খ. অযোগ্য
গ. মূর্খ
ঘ. অদক্ষ

৫২. গোপাল কত বছর শাসন করেছিলেন?
ক. ২৫ বছর
খ. ২৬ বছর
● ২৭ বছর
ঘ. ২৮ বছর

৫৩. গোপাল সিংহাসনে আরোহণ করে কিসে মনোযোগ দেন?

ক. শিক্ষা বিস্তারে
খ. সমাজ সংস্কারে
গ. মানবসম্পদ উন্নয়নে
● রাজ্য বিস্তারে

৫৪. গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
● ধর্মপাল
খ. দেবপাল
গ. শশাংক
ঘ. সমুদ্রগুপ্ত

৫৫. ৭৫৬ থেকে ৭৮১ পর্যন্ত বাংলা শাসনের ক্ষেত্রে কোন নামটি সমর্থনযোগ্য?
ক. শশাঙ্ক
খ. কনৌজ
গ. রাজ্যবর্ধন
● গোপাল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৫৬. পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● ধর্মপাল
খ. গোপাল
গ. রাজ্যশ্রী
ঘ. দেবগুপ্ত

৫৭. উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে ধর্মপালের সময়ে কয়টি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৫৮. ত্রিশক্তির সংঘর্ষ শুরু হয় কখন?
ক. ছয় শতকের শেষদিকে
খ. সাত শতকের শেষদিকে
● আট শতকের শেষদিকে
ঘ. নয় শতকের শেষদিকে

৫৯. ধর্মপালের সময়ে উত্তর ভারতের তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতার যথার্থ কারণ কোনটি?
● আধিপত্য বিস্তার
খ. সম্পদ লুট
গ. শিক্ষা বিস্তার
ঘ. ক্ষমতা দখল

৬০. ত্রিশক্তির প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
ক. বছরাজা
● ধর্মপাল
গ. গোবিন্দ
ঘ. শশাঙ্ক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৬১. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
● ৪০ বছর
ঘ. ৫০ বছর

৬২. ধর্মপালের শাসনকাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● ৭৮১-৮২১ খ্রিস্টাব্দে
খ. ৭৮১-৮৩১ খ্রিস্টাব্দে
গ. ৭৮১-৮৪১ খ্রিস্টাব্দে
ঘ. ৭৮১-৮৫১ খ্রিস্টাব্দে

৬৩. ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. ইসলাম
খ. হিন্দু
● বৌদ্ধ
ঘ. খ্রিস্টান

৬৪. ধর্মপাল কোথায় বৌদ্ধবিহার নির্মাণ করেন?
ক. সোমপুরে
খ. পাহাড়পুরে
গ. মহাস্থানগড়ে
● ভাগলপুরে

৬৫. ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন?
ক. ২০টি
খ. ৩০টি
● ৫০টি
ঘ. ৪০টি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৬৬. রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. গোপালের
খ. গোবিন্দের
● ধর্মপালের
ঘ. দেবপালের

৬৭. ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না কোন রাজার?

● নারায়ণের
খ. নাগভট্টের
গ. গর্গের
ঘ. দেবেন্দ্রের

৬৮. নারায়ণের হিন্দু মন্দির নির্মাণে ধর্মপাল কিভাবে ভূমি দান করেছিলেন?
ক. সুদযুক্ত
খ. সুদমুক্ত
গ. শর্তযুক্ত
● করমুক্ত

৬৯. ধর্মপাল যাদের ভূমিদান করেছিলেন তাদের অধিকাংশ কী ছিল?
ক. সন্ন্যাসী
● ব্রাহ্মণ
গ. ঋষি
ঘ. জ্ঞানী

৭০. ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন?
● গৰ্গ
খ. গোপাল
গ. গোবিন্দ
ঘ. শশাংক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৭১. প্রাচীন বাংলার খ্যাতিমান সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. গোপাল
● ধর্মপাল
গ. দেবপাল
ঘ. সমুদ্রপাল

৭২. ধর্মপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে?
● দেবপাল
খ. গোপাল
গ. মহাপাল
ঘ. চন্দ্রপাল

৭৩. কে পিতার যোগ্য উত্তরসূরি ছিল?
ক. ধর্মপাল
● দেবপাল
গ. মহীপাল
ঘ. গোপাল

৭৪. বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক হিসেবে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
● দেবপাল
খ. ধর্মপাল
গ. গোপাল
ঘ. মহীপাল

৭৫. মগধের বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেন কে?

ক. অশোক
খ. শশাঙ্ক
গ. গোবিন্দ
● দেবপাল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৭৬. দেবপাল কোথায় নতুন রাজধানী স্থাপন করেন?
ক. উড়িষ্যায়
গ. কামরূপে
ঘ. নালন্দায়
● মঙ্গেরে

৭৭. দেবপাল কিসের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন?
ক. ধর্মের
● বিদ্যানের
গ. পিতামাতার
ঘ. শিক্ষকের

৭৮. পাল সাম্রাজ্যের পতনের যথার্থ কারণ নিচের কোনটি?

ক. দেবপালের অযোগ্যতা
খ. দেবপালের অদক্ষতা
গ. দেবপালের অসুস্থতা
● দেবপালের মৃত্যু

৭৯. দেবপালের প্রথম পুত্রের নাম কী?
● বিগ্রহপাল
খ. নারায়ণপাল
গ. রাজ্যপাল
ঘ. গোপাল

৮০. বিগ্রহপালের রাজত্বকাল কোনটি?
ক. ৮৬১-৯৫৯ খ্রিস্টাব্দে
খ. ৮৬১-৯৬৯ খ্রিস্টাব্দে
গ. ৮৬১৯৭৯ খ্রিস্টাব্দে
● ৮৬১৯৮৯ খ্রিস্টাব্দে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৮১. প্রথম বিগ্রহপালের পুত্রের নাম কী?
● নারায়ণপাল
খ. রাজ্যপাল
গ. দ্বিতীয় বিগ্রহপাল
ঘ. মহীপাল

৮২. দুর্বল উদ্যমহীন শাসক হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. বিগ্রহপাল
খ. রাজ্যপাল
● নারায়ণপাল
ঘ. দেবপাল

৮৩. দ্বিতীয় বিগ্রহপালের সুযোগ্য পুত্রের নাম কী?
● প্রথম মহীপাল
খ. দ্বিতীয় মহীপাল
গ. ন্যায়পাল
ঘ. শুরপাল

৮৪. প্রথম মহীপালের কৃতিত্ব হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক. গৌড় জাতির বিতাড়ন
খ. আর্য জাতির বিতাড়ন
গ. পুণ্ড্র জাতির বিতাড়ন
● কম্বোজ জাতির বিতাড়ন

৮৫. মহীপাল কোন ধর্মাবলম্বী ছিলেন?
ক. ইসলাম
খ. হিন্দু
● বৌদ্ধ
ঘ. খ্রিস্টান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৮৬. মহীপাল মনেপ্রাণে কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?     ক. ইসলাম ধর্মের
খ. হিন্দুধর্মের
● বৌদ্ধধর্মের
ঘ. খ্রিস্টধর্মের

৮৭. মহীপাল কী রক্ষায় যত্নবান ছিলেন?
ক. মানসম্মান
খ. আত্মমর্যাদা
গ. সম্পত্তি
● পুরানকীর্তি

৮৮. নালন্দায় এক বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন কে?
ক. নারায়ণপাল
খ. বিগ্রহপাল
● মহীপাল
ঘ. শুরপাল

৮৯. বাংলার অনেক দিঘি ও নগরীর সাথে কার নামটির সাদৃশ্য আছে?
ক. গোপালের
খ. দেবপালের
গ. ধর্মপালের
● মহীপালের

৯০. মহীপালের জনপ্রিয়তা অর্জনের যথার্থ কারণ কোনটি?
ক. অসাধারণ মেধা
খ. সুখ্যাতি
গ. তার অভিজাত্য
● জনহিতকর কাজ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৯১. মহীপালের রাজত্বকাল কত বছর?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
গ. ৪০ বছর
● ৫০ বছর

৯২. মহীপাল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন কেন?

● অসাধারণ কীর্তির জন্য
খ. অসাধারণ শক্তির জন্য
গ. সুন্দর চরিত্রের জন্য
ঘ. প্রভাব-প্রতিপত্তির জন্য

৯৩. মহীপালের মৃত্যুর সাথে সাথে সাম্রাজ্য হারাতে শুরু করেন কেন?
ক. রাজনৈতিক অস্থিরতার কারণে
খ. অর্থনৈতিক মন্দার কারণে
গ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
● সুযোগ্য উত্তরসূরি না থাকার কারণে

৯৪. কার রাজত্বকালে বাংলার পাল সাম্রাজ্য বহু স্বাধীন খন্ড খন্ড অংশে বিভক্ত হয়ে যায়?
ক. গোপালে
খ. প্রথম বিগ্রহপালের
গ. প্রথম মহীপালের
● তৃতীয় বিগ্রহপালের

৯৫. কৈবর্ত বিদ্রোহ হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. ধর্মপালের
গ. প্রথম মহীপালের
● দ্বিতীয় মহীপালের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

৯৬. কৈবর্ত বিদ্রোহের নেতা হিসেবে কার নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. শুর পাল
খ. সন্ধাকর নন্দী
● দিবা
ঘ. রামপাল

৯৭. দিব্য কীভাবে বরেন্দ্র দখল করেন?
ক. প্রথম মহীপালকে হত্যা করে
● দ্বিতীয় মহীপালকে হত্যা করে
গ. গোপালকে হত্যা করে
ঘ. রামপালকে হত্যা করে

৯৮. পাল বংশের সর্বশেষ সফল শাসক হিসেবে নিচের কোন নামটি যুক্তিযুক্ত?
ক. দেবপাল
খ. ধর্মপাল
গ. শুরপাল
● রামপাল

৯৯. ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কালীদাস রায়
খ. রায় গুনাকর
● সন্ধাকর নন্দী
ঘ. অমৃতলাল

১০০. রামপাল রাজ্যভার গ্রহণ করে কী করতে সচেষ্ট হন?
● বরেন্দ্র উদ্ধার
খ. আভিজাত্য উদ্ধার
গ. পুণ্ড্র উদ্ধার
ঘ. বঙ্গ উদ্ধার

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১০১. রামপালের পরবর্তী শাসকগণ কেমন ছিলেন?
ক. কর্মঠ
খ. বুদ্ধিমান
গ. দক্ষ
● দুর্বল

১০২. বাংলায় সেন শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক উপযোগী?
● বিজয় সেন
খ. অজন্ত সেন
গ. লক্ষ্মণ সেন
ঘ. প্রবীর সেন

১০৩. পাল যুগের বেশিরভাগ সময় দক্ষিণ-পূর্ব বাংলা কেমন ছিল?
ক. পরাধীন
● স্বাধীন
গ. অস্থির
ঘ. বিশৃঙ্খল

১০৪. খড়গ বংশের কয় জন রাজার নাম পাওয়া যায়?
ক. দু জন
খ. তিন জন
● চার জন
ঘ. পাঁচ জন

১০৫. দেব রাজারা নিজেদের কী মনে করতেন?
ক. অযোগ্য
খ. দুর্বল
গ. পরাধীন
● শক্তিধর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১০৬. দেবপর্বত কোথায় অবস্থিত?
● কুমিল্লায়
খ. চট্টগ্রামে
গ. নোয়াখালীত
ঘ. সিলেটে

১০৭. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোন অঞ্চলে?
ক. পুণ্ড্রনগর
● সমতট
গ. মহাস্থানগড়
ঘ. বরেন্দ্র

১০৮. দেব রাজাদের শাসনকাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● ৭৪০ – ৮০০ খ্রিস্টাব্দে
খ. ৭৬০ ৮০০ খ্রিস্টাব্দে
গ. ৭৫০ – ৮০০ খ্রিস্টাব্দে
ঘ. ৭৬০ – ৮০০ খ্রিস্টাব্দে

১০৯. হরিকেল জনপদে কত শতকে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে?
ক. সপ্তম
খ. অষ্টম
● নমম
ঘ. দশম

১১০. কান্তিদেবের পিতার নাম কী?
ক. গোপাল
খ. মহীপাল
গ. ভদ্রদত্ত
● ধনদত্ত

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১১১. কান্তিদেবের রাজধানীর নাম ছিল কী?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. ময়নামতি
● বর্ধমানপুর

১১২. কান্তিদেবের গড়া রাজ্যের পতন হয় কার হাতে?
● চন্দ্রবংশের
খ. সেন বংশের
গ. মুঘল বংশের
ঘ. সুলতান বংশের

১১৩. দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. সেন বংশ
● চন্দ্রবংশ
গ. তুর্কি বংশ
ঘ. আর্য বংশ

১১৪. চন্দ্রবংশের রাজারা কত বছর শাসন করেন?
ক. এক শ বছর
খ. দুশ বছর
● দেড় শ বছর
ঘ. আড়াই শ বছর

১১৫. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. দেব পর্বত
● লালমাই পাহাড়
গ. আনন্দবিহার
ঘ. ময়নামতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১১৬. রোহিতগিরি নামটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. বড়কামতা
● লালমাই পাহাড়
গ. ময়নামতি
ঘ. কুটিলামুড়া

১১৭. মহারাজাধিরাজ উপাধিটি কার ক্ষেত্রে অধিক উপযোগী?
ত্রৈলোক্যচন্দ্র
খ. দেবেন্দ্র
গ. পূর্ণচন্দ্ৰ
ঘ. সুবর্ণচন্দ্র

১১৮. ত্রৈলোক্যচন্দ্র কত বছর রাজত্ব করেন?
ক. ১০ বছর
খ. ২০ বছর
● ৩০ বছর
ঘ. ৪০ বছর

১১৯. ত্রৈলোক্যচন্দ্রের সুযোগ্য উত্তরাধিকারী কে ছিলেন?
ক. পূর্ণচন্দ্ৰ
● শ্রীচন্দ্র
গ. সুবর্ণচন্দ্র
ঘ. পরমেশ্বর

১২০. শ্রীচন্দ্র কোথায় রাজধানী গড়ে তোলেন?
● বিক্রমপুরে
খ. গজারিয়ায়
গ. লৌহজংয়ে
ঘ. কেরানীগঞ্জে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১২১. শ্রীচন্দ্র কত বছর রাজত্ব করেন?
ক. প্রায় ২৫ বছর
খ. প্রায় ৩৫ বছর
● প্রায় ৪৫ বছর
ঘ. প্রায় ৫৫ বছর

১২১. শেষ চন্দ্র রাজা হিসেবে কার নাম গ্রহণযোগ্য?
● গোবিন্দচন্দ্র
খ. নিতাইচন্দ্র
গ. কল্যাণচন্দ্র
ঘ. শ্রীচন্দ্র

১২৩. বজ্রবর্মার পুত্রের নাম কী?
● জাতবর্মা
খ. গাঙ্গেয়দেব
গ. সামন্তরাজ
ঘ. সীমান্তবর্মা

১২৪. বর্মদের রাজধানী হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. সোনারগাঁও
খ. লালমাই
গ. বড়কামতা
● বিক্রমপুর

১২৫. হরিবর্মা কত বছর রাজত্ব করেন?
ক. ৪৫ বছর
● ৪৬ বছর
গ. ৪৭ বছর
ঘ. ৪৮ বছর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১২৬. ধর্ম রাজবংশের শেষ রাজা কে ছিলেন?
ক. হরিবর্মা
খ. সামলবর্মা
● ভোজবর্মা
ঘ. জাতবর্মা

১২৭. গঙ্গা নদীর স্রোত হিসেবে সমর্থনযোগ্য-
ⅰ.  ভাগীরথী
ⅱ. বঙ্গোপসাগর
ⅲ. পদ্মা
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৮. মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়-
ⅰ.  উত্তর বঙ্গ
ⅱ. কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
ⅲ. তাম্রলিপ্ত (হুগলি)
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

১২৯. মৌর্য সাম্রাজ্যের পতনের পর আবির্ভাব ঘটে-
ⅰ.  গুপ্ত বংশের
ⅱ. শুঙ্গ বংশের
ⅲ. কম্ব বংশের
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩০. স্বাধীন বঙ্গরাজ্য শাসনকারী হিসেবে অধিক উপযোগী-
ⅰ.  গোচন্দ্র
ⅱ. ধর্মাদিত্য
ⅲ. সমাচার দেব
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১৩১. শশাঙ্কর ক্ষেত্রে সমর্থনযোগ্য-
ⅰ.  হিউয়েন সাং তাঁকে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন
ⅱ. শৈব ধর্মের উপাসক ছিলেন
ⅲ. প্রাচীন বাংলার ইতিহাসে তিনি প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ছিলেন
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

১৩২. গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়-
ⅰ. বপাটের হাতে
ⅱ. হর্ষবর্ধনের হাতে
ⅲ. ভাস্করবর্মনের হাতে
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. নিচের যে উপাধিটি ধর্মপালের ক্ষেত্রে প্রযোজ্য –
ⅰ.  পরমেশ্বর
ⅱ. পরমভট্টারক
ⅲ. মহারাজাধিরাজ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. দেবপাল অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন-
ⅰ.  ধর্মের প্রতি
ⅱ. বিদ্যার প্রতি
ⅲ. বিদ্যানের প্রতি
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. নারায়ণ পালের পর একে একে পাল সিংহাসনে বসেন-
ⅰ.  রাজ্যপাল
ⅱ. দ্বিতীয় গোপাল
ⅲ. দ্বিতীয় বিগ্রহপাল
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১৩৬. মহীপালের ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ.  ইসলাম ধর্মাবল
ⅱ. বৌদ্ধ ধর্মাবলম্বী
ⅲ. বৌদ্ধ ধর্মের উদার পৃষ্ঠপোষক
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. মহীপালের প্রতিষ্ঠিত শহর হলো-
ⅰ.  মাহীগঞ্জ
ⅱ. মহীপুর
ⅲ. মাহীসন্তোষ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ  ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. মহীপালের পর ক্ষমতায় বসেন-
ⅰ.  দ্বিতীয় মহীপাল
ⅱ. ন্যায়পাল
ⅲ. তৃতীয় বিগ্রহপাল
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. খড়গদের অধিকার বিস্তৃত ছিল –
ⅰ.  ত্রিপুরা অঞ্চলে
ⅱ. সিলেট অঞ্চলে
ⅲ. নোয়াখালী অঞ্চলে
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪০. খড়গ বংশের রাজা হিসেবে নিচের অধিক যুক্তিযুক্ত-
ⅰ.  শ্রী শান্তিদের
ⅱ. শ্রী বীরদের
ⅲ. শ্রী ভবদেব
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

১৪১. খড়গ বংশের রাজাদের উপাধি হিসেবে সমর্থনযোগ্য –
ⅰ.  পরম সৌগত
ⅱ. পরম ভট্টারক
ⅲ. পরমেশ্বর মহারাজাধিরাজ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

১৪২. গোবিন্দচন্দ্রের সময় রাজ্য আক্রমণ করেন—
ⅰ.  রাজেন্দ্র চোল
ⅱ. জাতবর্মা
ⅲ. কর্ণ
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন-
ⅰ.  সামন্ত সেন
ⅱ. হেমন্ত সেন
ⅲ. বল্লাল সেন
● ⅰ   খ. ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৪. উপাধিটি বিজয় সেনের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত সেটি হল–
ⅰ.  পরমেশ্বর
ⅱ. পরম মাহেশ্বর
ⅲ. পরম ভট্টারক মহারাজাধিরাজ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৫ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :

আমিন পাড়ার বেপারী বাড়ির লোকেরা জায়গাজমি, গৃহপালিত পশুপাখিসহ নানা ধরনের পারিবারিক সমস্যা নিয়ে একে অপরের সাথে প্রতিনিয়ত ঝগড়া, মারামারি ও খুন খারাবির মতো জঘন্য কাজে নিশ্চ ছিল। কেউ কাউকে মান্য করত না। একটি আতঙ্গের মধ্যে করত তারা। এমতাবস্থায় অস্ত্র বাড়ির বার লোকেরা সকলকে নি এক সন্ধ্যায় বসে উক্ত সমস্যা সমাধানের পথ খুঁজে পায় যে, আমরা সকলে মিলে আমাদের মধ্যে থেকে একজনকে নেতা নির্বাচিত করব এবং আমরা সবাই তার হুকুম পালন করব। ফলে আরোগ আলীকে নেতা নির্বাচিত করলে অত্র এলাকায় শান্তি ফিরে আসে।

১৪৫. প্রাচীন বাংলার কোন শাসকের মৃত্যুর পর উদ্দীপকের ঘটনাটি ঘটে?
ক. দেবগুপ্ত
খ. গোপাল
● শশাঙ্ক
ঘ. মহীপাল

১৪৬. উক্ত ঘটনাটি প্রাচীন বাংলার কোন শাসকের নির্বাচিত হওয়ার ঘটনা?
ক. শশাঙ্ক
● গোপাল
গ. ধর্মপাল
ঘ. মহীপাল

১৪৭. প্রাচীন বাংলার উক্ত শাসকের ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ.  ২৭ বছরের শাসনামল
ⅱ. রাজ্য বিস্তারে অসামান্য অবদান
ⅲ. বিদ্রোহ দমনে পারদর্শিতা
● ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৮ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :

মালেক জমিদারের বংশধরেরা পর্যায়ক্রমে তার জমিদারি পরিচালনা করেন। তাদের মধ্যে ছালেক জমিদার সবচেয়ে বেশি জমিদারি বৃদ্ধি করেন এবং তাদের বসবাসের জন্য বড় একটি দালান নির্মাণ করেন। তিনি ধর্মীয় পৃষ্ঠপোষক ছিলেন এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন।

১৪৮. উদ্দীপকে কোন বংশের শাসনামলের ঐতিহাসিক ঘটনার বর্ণনা করা হয়েছে?
ক. খড়গ বংশ
খ. সেন বংশ
গ. চন্দ্র বংশ
● পাল বংশ

১৪৯. উদ্দীপকে উল্লিখিত কাজগুলো কোন শাসকে ক্ষেত্রে প্রযোজ্য?
ক. ধর্মপাল
● দেবপাল
গ. শশাঙ্ক
ঘ. মহীপাল

১৫০. উক্ত শাসক যে সমস্ত কাজ করে না তা হলো-
ⅰ.  সমুদ্র জয়
ⅱ. বিদ্যা ও বিদ্যানের প্রতি শ্রদ্ধা
ⅲ. মন্দির নির্মাণ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment