নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “সকল শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ : আদশ জীবনচরিত্র অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১. যা অনুসরণ বা অনুকরণ করা যায় তাকে কী বলে?
ক. প্রথা
খ. পদ্ধতি
● আদর্শ
ঘ. রীতিনীতি

২. শেষ নবি ও সর্বশ্রেষ্ঠ রাসুল কে?
ক. হযরত আদম (আ)
খ. হযরত দাউদ (আ)
গ. হযরত মুসা (আ)
● হযরত মুহাম্মদ (স)

৩. আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ কে?
ক. হযরত আদম (আ)
● হযরত মুহাম্মদ (স)
গ. হযরত ইবরাহিম (আ)
ঘ. হযরত ইসমাইল (আ)

৪. অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ’ – কোন সূরার আয়াত?
ক. আন-নাস
খ. আল-ইখলাস
গ. আল-ফালাক
● আল-আহযাব

৫. আদর্শ জীবনচরিতে কয় ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
ক. চার
খ. তিন
● দুই
ঘ. এক

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৬. ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী?
● অজ্ঞতার যুগ
খ. নবযুগ
গ. আলোর যুগ
ঘ. আধুনিক যুগ

৭. কখন কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো?
ক. আব্বাসি যুগে
খ. উমাইয়া যুগে
● প্রাক-ইসলামি যুগে
ঘ. সেলজুক যুগে

৮. জাহেলি যুগের বাৎসরিক মেলাটির নাম কী?
ক. বৈশাখী
● উকায
গ. সারদীয়
ঘ. বই

৯. রাসুল (স)-এর আগমনের পূর্বে পবিত্র কাবায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল?
ক. ৩৫০
● ৩৬০
গ. ৩৭০
ঘ. ৩৮০

১০. সর্বশ্রেষ্ঠ রাসুল কে?
ক. হযরত দাউদ (আ)
● হযরত মুহাম্মদ (স)
গ. হযরত মুসা (আ)
ঘ. হযরত ঈসা (আ)

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১১. আলম সর্বোত্তম পন্থায় জীবন পরিচালনা করতে চায়। তাকে কার আদর্শ অনুসরণ করতে হবে?
● মুহাম্মদ (স)-এর
খ. মুয়াবিয়া (রা)-এর
গ. ইমাম সাহেবের
ঘ. পিতার

১২. আমাদের মুক্তির পথ দেখিয়েছেন কে?
ক. হযরত জিবরাইল (আ)
খ. হযরত আদম (আ)
গ. হযরত মিকাইল (আ)
● হযরত মুহাম্মদ (স)

১৩. আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
● আস-সাবউল মুআল্লাকাত
খ. আস-সাবউল আনতারা
গ. আস-সাবউল মাসানী
ঘ. আস-সাবউল হাসসান

১৪. আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোন যুগে রচিত হয়? ক. আধুনিক যুগে
খ. মধ্যযুগে
গ. প্রাচীন যুগে
● জাহেলি যুগে

১৫. আরবের সেরা কবিতাগুলো কোথায় ঝুলিয়ে দেওয়া হতো?
ক. প্রত্যেকের ঘরের দরজায়
● পবিত্র কাবার দেয়ালে
গ. শহরের মূল ফটকে
ঘ. মসজিদ প্রাঙ্গণে

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১৬. “যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পার তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ কর’— একথা কে বলেছেন?
ক. আল্লাহ তায়ালা
● আলি (রা)
গ. মহানবি (স)
ঘ. ইবনে আব্বাস (রা)

১৭. বিশ্বমানবতার শান্তির দূত কে?
ক. হযরত দাউদ (আ)
খ. হযরত আদম (আ)
গ. হযরত মুসা (আ)
● হযরত মুহাম্মদ (স)

১৮. আজমান শহরের জনগণ অশিক্ষিত নিরক্ষর হলেও সাহিত্যের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে। জাহেলি যুগের কাদের সাথে এদের তুলনা করা যায়? ● আরবদের
খ. আমেরিকানদের
গ. ইহুদিদের
ঘ. বিধর্মীদের

১৯. মহানবি হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৬২২ খ্রিস্টাব্দে
খ. ৬১০ খ্রিস্টাব্দে
● ৫৭০ খ্রিস্টাব্দে
ঘ. ৫৬৯ খ্রিস্টাব্দে

২০. রাসুল (স) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বনু তাইম
খ. কায়েস
● কুরাইশ
ঘ. বনু নাজির

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

২১. হযরত মুহাম্মদ (স)-এর পিতার নাম কী?
● আবদুল্লাহ
খ. আব্দুল মুত্তালিব
গ. আবু তালিব
ঘ. আবুল হিশাম

২২. মহানবি (স)-এর মায়ের নাম কী?
ক. হালিমা
● আমিনা
গ. রহিমা
ঘ. আছিয়া

২৩. মহানবি (স)-এর দাদার নাম কী?
ক. ওয়াহাব
● আব্দুল মুত্তালিব
গ. আব্দুল্লাহ
ঘ. আবু তালিব

২৪. মুহাম্মদ (স)-এর নাম ‘আহমদ’ রাখেন কে?
ক. পিতা আব্দুল্লাহ
● মাতা আমিনা
গ. দাদা আব্দুল মুত্তালিব
ঘ. চাচা আবু তালিব

২৫. মহানবি (স)-এর ধাত্রী মায়ের নাম কী?
ক. আসিয়া
খ. জয়নাব
গ. আমিনা
● হালিমা

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

২৬. মা হালিমার গোত্রের নাম কী?
ক. বনু করাইয়া
খ. বনু হাশিম
● বনু সাদ
ঘ. বনু সুয়ায়েল

২৭. মা হালিমা মহানবি (স)-কে কত বছর লালন-পালন করেন?
ক. তিন
খ. চার
● পাঁচ
ঘ. ছয়

২৮. হযরত মুহাম্মদ (স) এর দুধভাইয়ের নাম কী?
ক. হযরত আলি (রা)
খ. হযরত আবু বকর (রা)
● আব্দুল্লাহ
ঘ. হারেছ

২৯. মায়ের ইন্তিকালের পর মহানবি (স)-এর লালন-পালনের দায়িত্ব নেন কে?
ক. হালিমা
● আব্দুল মুত্তালিব
গ. আবু তালিব
ঘ. ওয়াহাব

৩০. কত বছর বয়সে রাসুল (স) তাঁর মাকে হারান?
ক. পাঁচ
● ছয়
গ. সাত
ঘ. আট

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৩১. দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (স) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
● আবু তালিব
খ. আবু জেহেল
গ. আবু বকর (রা)
ঘ. ওয়াহাব

৩২. মুহাম্মদ (স) কী উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়ায় যান? ক. চাকরি
● ব্যবসায়
গ. ভ্রমণ
ঘ. শিক্ষা

৩৩. রাসুল (স) শেষ যামানার আখেরি নবি হবেন’— এমন মন্তব্য কে করেছিলেন?
ক. দাদা আব্দুল মুত্তালিব
খ. চাচা আবু তালিব
গ. দুধভাই আবদুল্লাহ
● বুহায়রা নামক পাদ্রি

৩৪. হারবুল ফিজার অর্থ কী?
ক. ন্যায় যুদ্ধ
খ. অন্যায় আচরণ
● অন্যায় যুদ্ধ
ঘ. ন্যায় আচরণ

৩৫. ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?
ক. ৩
● ৫
গ. ৭
ঘ. ৯

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৩৬. হিলফুল ফুযুল কী?
● শান্তি সংঘ
খ. রাজনৈতিক সংঘ
গ. সামরিক সংঘ
ঘ. অর্থনৈতিক সংঘ

৩৭. রাসুল (স) হিলফুল ফুযুল গঠন করেছিলেন কেন? ● শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য
খ. অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য
গ. রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য
ঘ. সামরিক বাহিনীর উন্নতির জন্য

৩৮. বর্তমান বিশ্বের জাতিসংঘ হিলফুল ফুযুলের কাছে অনেকাংশে ঋণী এর কারণ কী?
● এটি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট
খ. এটি দুর্বল দেশকে সামরিক সাহায্য করে
গ. তৃতীয় বিশ্বের দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতা করে ঘ. এটি মানুষকে পাপাচার থেকে দূরে রাখে

৩৯. ‘আল-আমিন’ অর্থ কী?
ক. ইবাদতকারী
খ. বিনয়ী
● বিশ্বাসী
ঘ. পবিত্র

৪০. আরবের লোকজন মহানবি (স)-কে আল-আমিন উপাধি দিয়েছিল কেন?
● চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে
খ. নবি হওয়ার কারণে
গ. জ্ঞানী ছিলেন বলে
ঘ. এতিম ছিলেন বলে

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৪১. খাদিজা (রা)-এর ব্যবসার কাজে মুহাম্মদ (স) কোথায় গিয়েছিলেন?
ক. আবিসিনিয়া
● সিরিয়া
গ. ইয়েমেন
ঘ. তুরস্ক

৪২. ব্যবসার ক্ষেত্রে সর্বকালের যুবকদের জন্য রাসুল (স) আদর্শ কেন?
● সততা ও দায়িত্বশীলতার জন্য
খ. নিয়মানুবর্তিতার জন্য
গ. একাগ্রতা ও আনুগত্যের জন্য
ঘ. ব্যবসায়িক মনোবৃত্তির জন্য

৪৩. খাদিজা (রা)-এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী ছিল? ● মাইসারা
খ. হালিমা
গ. বাহিরা
ঘ. মায়মুনা

৪৪. হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গে খাদিজা (রা)-এর বিবাহের প্রস্তাব পাঠান কে?
ক. দাদা আব্দুল মুত্তালিব
খ. হযরত মুহাম্মদ (স)
গ. চাচা আবু তালিব
● হযরত খাদিজা (রা)

৪৫. মহানবি (স)-এর সাথে বিয়ের সময় খাদিজা (রা)-এর বয়স কত ছিল?
ক. ২৫
খ. ৩০
গ. ৩৫
● ৪০

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৪৬. কার সম্মতিক্রমে হযরত মুহাম্মদ (স) ও বিবি খাদিজার বিবাহ সম্পন্ন হয়?
ক. দাদা আব্দুল মুত্তালিব
● চাচা আবু তালিব
গ. হযরত আবু বকর (রা)
ঘ. নানা ওয়াহাব

৪৭. ‘হাজরে আসওয়াদ’ অর্থ কী?
● কালো পাথর
খ. সাদা পাথর
গ. নীল পাথর
ঘ. পাথর

৪৮. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনসংক্রান্ত বিরোধের মীমাংসা করেন কে?
ক. হযরত ইবরাহিম (আ)
খ. আবু জাহেল
● হযরত মুহাম্মদ (স)
ঘ. আবু সুফিয়ান

৪৯. রাসুল (স) কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন?
● হেরা
খ. সাওর
গ. ওহুদ
ঘ. তুর

৫০. কত বছর বয়সে রাসুল (স) নবুয়তপ্রাপ্ত হন?
ক. ৩৫
● ৪০
গ. ৪৫
ঘ. ৫০

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৫১. কত খ্রিষ্টাব্দে মহানবি (স) নবুয়ত লাভ করেন?
ক. ৫৭০
● ৬১০
গ. ৬০০
ঘ. ৬০৮

৫২. পবিত্র কুরআন নাজিলের মাধ্যম কে ছিলেন?
● হযরত জিবরাইল (আ)
খ. হযরত ইসমাইল (আ)
গ. হযরত আজরাইল (আ)
ঘ. হযরত মিকাইল (আ)

৫৩. মুহাম্মদ (স)-এর ওপর সর্বপ্রথম কোন আয়াতটি নাজিল করা হয়?
ক. ফাতিহার প্রথম তিন আয়াত
খ. মায়িদার প্রথম পাঁচ আয়াত
গ. হুজুরাতের প্রথম তিন আয়াত
● আলাকের প্রথম পাঁচ আয়াত

৫৪. পবিত্র কুরআনের নাজিলকৃত প্রথম শব্দ কী?
ক. আল হামদুলিল্লাহ
খ. ক্কূল
● ইক্বরা
ঘ. ইন্না

৫৫. নবুয়ত প্রাপ্তির পর রাসুল (স) প্রথম কাদের কাছে দাওয়াত দিয়েছেন?
● নিকট আত্মীয়দের
খ. মক্কার সম্ভ্রান্ত কাফিরদের
গ. মদিনাবাসীর
ঘ. সিরিয়াবাসীর

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৫৬. মহানবি (স) মক্কার কুরাইশদের বিরোধিতার সম্মুখীন হয়েছিল কেন?
● এক আল্লাহর প্রতি আহ্বান জানানোর জন্য
খ. কুরাইশদের ওপর নির্যাতন করার জন্য
গ. কুরাইশদের প্রভাব-প্রতিপত্তি নষ্ট করার জন্য
ঘ. কুরাইশদের বয়কট করার জন্য

৫৭. মসজিদের মিহরাব নির্মাণ নিয়ে মুসল্লিরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লে ইমাম সাহেব অত্যন্ত বিচক্ষণতার সাথে একটি সমাধান বের করেন যা সবাই মেনে নেয়। এ ঘটনা রাসুল (স)-এর জীবনের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
ক. হিলফুল ফুযুল গঠন
খ. মদিনা সনদ প্রণয়ন
● হাজরে আসওয়াদ স্থাপন
ঘ. মক্কা বিজয়

৫৮. কারা মহানবি (স)-কে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল?
● মক্কার কাফিররা
খ. খ্রিষ্টানরা
গ. ইহুদিরা
ঘ. মদিনাবাসী

৫৯. মহানবি (স)-এর মদিনায় হিজরতের প্রধান কারণ কী ছিল?
ক. কাফিরদের ভয়
খ. সাহাবিদের অনুরোধ
● আল্লাহর নির্দেশ
ঘ. ইসলাম প্রচার

৬০. মদিনা হিজরতের পর মহানবি (স) প্রথম কোন কোন গোত্রের যুদ্ধ বন্ধ করেন?
ক. উমাইয়া ও হাশিম
খ. কুরাইশ ও বনু বকর
গ. বনু তায়িম ও বনু তামিম
● আওস ও খাযরাজ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৬১. ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরতকারীদের কী বলা হয়?
● মুহাজির
খ. মুজাহিদ
গ. আনসার
ঘ. গাজি

৬২. আনসার শব্দের অর্থ কী?
ক. ভ্রমণকারী
● সাহায্যকারী
গ. হিজরতকারী
ঘ. ইবাদতকারী

৬৩. মুহাজিরদেরকে সার্বিকভাবে সাহায্যকারী মদিনাবাসীকে কী বলা হয়?
● আনসার
খ. মুজাহিদ
গ. গাজি
ঘ. মুমিন

৬৪. মসজিদে নববি কোথায় অবস্থিত?
ক. মক্কা
● মদিনা
গ. কুফা
ঘ. জেরুজালেম

৬৫. মহানবি (স) সব মুসলিমের মিলনকেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন কোনটিকে?
ক. বায়তুল হারামকে
● মসজিদে নববিকে
গ. মসজিদুল আকসাকে
ঘ. মসজিদে কুবাকে

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৬৬. মহানবি (স) মদিনায় হিজরত করে যে লিখিত সনদ প্রণয়ন করেন। তার নাম কী?
ক. শান্তি চুক্তি
● মদিনা সনদ
গ. ম্যাগনা কার্টা
ঘ. হিলফুল ফুযুল

৬৭. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
ক. ১৭
খ. ২৭
গ. ৩৭
● ৪৭

৬৮. জনাব ‘ক’ ইসলামি রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করেছেন। রাসুল (স)-এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?
ক. হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর
খ. হিলফুল ফুযুল গঠন
● মদিনা সনদ প্রণয়ন
ঘ. বিদায় হজের ভাষণ

৬৯. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
● মদিনা সনদ
খ. বিল অব রাইটস
গ. চার্টার অব ইংল্যান্ড
ঘ. ভারতীয় সংবিধান

৭০. ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরতকারীদের কে কী বলা হয়?
ক. আনসার
খ. মুত্তাকি
● মুহাজির
ঘ. আবিদ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৭১. মদিনা সনদে কতটি সম্প্রদায়ের নাম উল্লেখ আছে?
● ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

৭২. মদিনায় পৌঁছে হযরত মুহাম্মদ (স) সকল জাতিকে এক করেছিলেন কেন?
ক. যুদ্ধ প্রতিহত করতে
● ইসলামি রাষ্ট্র গঠন করতে
গ. কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে
ঘ. অর্থনৈতিক উন্নতি অর্জন করতে

৭৩. মদিনা সনদে মদিনার সর্বোচ্চ বিচারালয়ের বিচারক করা হয় কাকে?
● মহানবি (স)-কে
খ. একজন মুহাজিরকে
গ. হযরত আলি (রা)-কে
ঘ. একজন আনসারকে

৭৪. মদিনা সনদে মদিনাকে কী বলে অভিহিত করা হয়?
ক. উঁচু শহর
খ. সমৃদ্ধ শহর
গ. শ্রেষ্ঠ শহর
● পবিত্র শহর

৭৫. কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়?
ক. চতুর্থ
● ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. পঞ্চম

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৭৬. কাদের মধ্যে হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়? ● কুরাইশ ও মুসলিম
খ. আনসার ও মুহাজির
গ. আরব ও অনারব
ঘ. রোমান ও গ্রীক

৭৭. কারা হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করে?
● কুরাইশরা
খ. ইহুদিরা
গ. মুসলমানরা
ঘ. খ্রিষ্টানরা

৭৮. কুরাইশরা কত খ্রিষ্টাব্দে হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করে?
ক. ৬২২ খ্রি.
খ. ৬২৮ খ্রি.
● ৬৩০ খ্রি.
ঘ. ৬৩২ খ্রি.

৭৯. রাসুল (স) কত খ্রিষ্টাব্দে মক্কা বিজয় করেন?
ক. ৬৩১
খ. ৬৩২
গ. ৬৩৩
● ৬৩০

৮০. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল? ক. চার হাজার
খ. ছয় হাজার
গ. আট হাজার
● দশ হাজার

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৮১. মক্কা বিজয়ের সময় মক্কার কুরাইশরা ভীত হয়েছিল কেন?
● মুসলিমদের বিশাল বাহিনী দেখে
খ. অস্ত্রশস্ত্র ও ঢাল-তলোয়ার দেখে
গ. মক্কার কাফিররা ইসলাম গ্রহণ করেছিল বলে
ঘ. রাসুল (স)-এর অলৌকিক নিদর্শন দেখে

৮২. জামান সাহেব ও তার সঙ্গীরা বিনা বাধায় তাদের নিজ মাতৃভূমিকে শত্রুমুক্ত করে সেখানে ঘর তৈরি করে। রাসুল (স)-এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?
ক. হিজরত
খ. শান্তিসংঘ গঠন
গ. আরাফায় ভাষণ
● মক্কা বিজয়

৮৩. মক্কা বিজয়ের প্রধান শিক্ষা কী?
ক. শত্রুদের কঠোর শাস্তি দেওয়া
খ. সুযোগ পেলে প্রতিশোধ নেওয়া
গ. শত্রুকে হত্যা করা
● শত্রুকে ক্ষমা করা

৮৪. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে বিদায় হজ সম্পন্ন করেন? ক. ৬৩০
● ৬৩২
গ. ৬৩১
ঘ. ৬৩৩

৮৫. রাসুল (স) কোন পাহাড়ের টিলায় উঠে আল্লাহর প্রশংসা করেছিলেন?
ক. জাবালে নূর
খ. হেরা
● জাবালে রহমত
ঘ. ওহুদ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৮৬. কোন স্থানে রাসুল (স) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন? ক. হেরার ময়দানে
● আরাফাতের ময়দানে
গ. বদর প্রান্তরে
ঘ. ওহুদের মাঠে

৮৭. ‘আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।’ মহানবি (স) এ ঘোষণা কখন দিলেন?
● মক্কা বিজয়ের পরে
খ. বদরের যুদ্ধের পরে
গ. তাবুক যুদ্ধ শেষে
ঘ. ওহুদ যুদ্ধের পরে

৮৮. বিদায় হজ আরবি কোন মাসে অনুষ্ঠিত হয়?
● জিলহজ
খ. জিলকদ
গ. সাবান
ঘ. রমজান

৮৯. রাসুল (স)-এর বিদায় হজের ভাষণে কী নির্দেশনা ছিল? ক. হজ পালন করার
● বিশ্ব মানবতার সার্বিক জীবন পরিচালনার
গ. পরকালীন কল্যাণ হাসিলের
ঘ. আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের

৯০. খুলাফায়ে রাশেদিন কারা?
ক. ইসলামের সুসংবাদপ্রাপ্ত খলিফারা
● ইসলামের প্রথম চারজন খলিফা
গ. জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরা
ঘ. মহানবি হযরত মুহাম্মদ (স)-এর সাহাবিরা

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৯১. খুলাফায়ে রাশেদিনের অন্তর্ভুক্ত খলিফার সংখ্যা কত? ক. দুইজন
খ. তিনজন
● চারজন
ঘ. পাঁচজন

৯২. মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?
ক. হযরত উমর (রা)
খ. হযরত উসমান (রা)
● হযরত আবু বকর (রা)
ঘ. হযরত আলি (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৯৩. হযরত আবু বকর (রা) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক. ৫৮৩
খ. ৫৭০
● ৫৭৩
ঘ. ৫৭৬

৯৪. হযরত আবু বকর (রা) কোন গোত্রে জন্মগ্রহণ করেন? ক. উমাইয়া
● তায়িম
গ. আদিল
ঘ. বনু বকর

৯৫. বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে?
ক. হযরত আলি (রা)
খ. হযরত উমর (রা)
● হযরত আবু বকর (রা)
ঘ. হযরত উসমান (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৯৬. বিপদে-আপদে, সুখে-দুঃখে সবসময় রাসুল (স)-এর সঙ্গী ছিলেন কে?
● হযরত আবু বকর (রা)
খ. যায়দ বিন সাবিত (রা)
গ. হযরত মুয়াবিয়া (রা)
ঘ. হযরত তালহা (রা)

৯৭. ‘আতিক’ এবং ‘সিদ্দিক’ কোন খলিফার উপাধি ছিল? ● হযরত আবু বকর (রা)-এর
খ. হযরত উমর (রা)-এর
গ. হযরত ওসমান (রা)-এর
ঘ. হযরত আলি (রা)-এর

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

৯৮. সিদ্দিক অর্থ কী?
ক. সত্যবাদী
● মহাসত্যবাদী
গ. মিতব্যয়ী
ঘ. পরোপকারী

৯৯. কোন যুদ্ধে আবু বকর (রা) তার সমস্ত সম্পত্তি দান করেন?
● তাবুক
খ. বদর
গ. ওহুদ
ঘ. খন্দক

১০০. জনাব ইমরান সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের সব সম্পদ ব্যয় করেন। তার মধ্যে কোন খলিফার আদর্শের প্রতিফলন ঘটেছে?
● হযরত আবু বকর (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলি (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১০১. হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?
ক. তিনি বিশ্বস্ত ছিলেন
খ. তিনি ইসলামের সেবক ছিলেন
● তিনি মিরাজের ঘটনা শোনামাত্র বিশ্বাস করেছিলেন
ঘ. তিনি ইসলামের পথে অর্থদান করতেন

১০২. কোন যুদ্ধে কুরআনের অনেক হাফিয শাহাদতবরণ করেন?
ক. বদর
● ইয়ামামা
গ. ওহুদ
ঘ. খায়বার

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১০৩. পবিত্র কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছিল কেন? ক. কুরআন পড়ার লোক না থাকায়
খ. সঠিকভাবে সংরক্ষিত না হওয়ায়
● হাফিযে কুরআন শাহাদত বরণ করায়
ঘ. মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়ায়

১০৪. পবিত্র কুরআন প্রথম গ্রন্থাকারে প্রকাশ করেন কে?
● আবু বকর (রা)
খ. উমর (রা)
গ. উসমান (রা)
ঘ. আলি (রা)

১০৫. ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে?
● আবু বকর (রা)
খ. উমর (রা)
গ. উসমান (রা)
ঘ. আলি (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১০৬. আদর্শ বলতে বোঝায়—
i. অনুসরণীয় চালচলন
ii. গ্রহণযোগ্য রীতিনীতি
iii. উদার গুণাবলি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৭. সালমা গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে চায়। এ জন্য তার করণীয়—
i. পরমতসহিষ্ণু হওয়া
ii. উদার হওয়া
iii. বিশ্বস্ত হওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১০৮. যেসব চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বর্জন করব—
i. প্রতারণা
ii. সাম্প্রদায়িকতা
iii. সহনশীলতা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. আইয়ামে জাহেলিয়া সমাজের মানুষ ছিল-
i. বর্বর ও মানবতাবিরোধী
ii. সুষ্ঠু সামাজিক ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ
iii. সহনশীল ও উদার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১০. হিলফুল ফুযুল নামক সংঘের উদ্দেশ্য ছিল—
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. রাজনৈতিক সমস্যার সমাধান করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১১১. রাসুল (স)-কে তৎকালীন আরবের লোকজন আল-আমিন উপাধি দিয়েছিল। কারণ-
i. তিনি দায়িত্বশীল ছিলেন
ii. তিনি দেখতে অসাধারণ সুন্দর ছিলেন
iii. তিনি আমানতদার ছিলেন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. হযরত খাদিজা (রা) রাসুল (স)-কে দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁর—
i. ন্যায়পরায়ণতার জন্য
ii. সত্যবাদিতার জন্য
iii. অসাধারণ সৌন্দর্যের জন্য
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১১৩. হাজরে আসওয়াদ স্থাপনসংক্রান্ত বিরোধ মীমাংসায় রাসুল (স) পরিচয় দেন-
i. সত্যবাদিতার
ii. বিচক্ষণতার
iii. নিরপেক্ষতার
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৪. কুরাইশরা রাসুল (স)-কে ইসলাম প্রচার থেকে বিরত থাকার বিনিময়ে তাকে সুন্দরী নারী প্রদান এবং নেতা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কারণ—
i. ইসলাম তাদের স্বার্থের প্রতিকূল ছিল
ii. ইসলাম একত্ববাদের কথা বলে
iii. তাদের নেতৃত্ব
হারানো ভয় ছিল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. ‘ক’ দেশের সরকার বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে সকল বিচার কাজ পরিচালনা করেন। এর ফলে সে দেশে-
i. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে
ii. দ্বন্দ্ব-সংঘাত লোপ পাবে
iii. অর্থনৈতিক সমৃদ্ধি আসবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১১৬. মহানবি (স)-এর আদর্শ অনুযায়ী জীবন গড়তে চাইলে প্রয়োজন –
i. ওয়াদা রক্ষা করা
ii. মেহমানদের সেবাযত্ন করা
iii. প্রাকৃতিক দুর্যোগে লোকদের সাহায্য করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৭. মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল—
i. বিনা রক্তপাতে
ii. কাফিরদের প্রবল প্রতিরোধের মুখে
iii. কোনো প্রকার বাধা ছাড়াই
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৮. বিদায় হজের ভাষণে মহানবি (স) বলেন—
i. আল্লাহর সাথে কাউকে শরিক করবে না
ii. সকল মুসলমান সমান
iii. অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৯. দেওয়ান সাহেব রাসুল (স)-এর বিদায় হজের ভাষণ অনুযায়ী নিজ জীবন পরিচালনা করতে চান। এজন্য-
i. স্ত্রীর সাথে সদব্যবহার করা
ii. অন্যের আমানত রক্ষা করা
iii. সুদ খাওয়া থেকে বিরত থাকা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২০. হযরত আবু বকর (রা) ছিলেন—
i. ইসলামের প্রথম খলিফা
ii. আরবের শ্রেষ্ঠ ধনী
iii. ইসলামের ত্রাণকর্তা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১২১. হযরত আবু বকর (রা)-এর জীবন থেকে শিক্ষা পাওয়া যায়—
i. সম্পদ দান করার
ii. রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা ও বিচক্ষণতার
iii. শৌর্যবীর্যের সাথে যুদ্ধ করার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মহসীন সাহেব কুমিল্লার জেলা পরিষদ সচিব হওয়ার পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সংবিধান প্রণয়ন করেন।

১২২. উক্ত সংবিধান প্রণয়ন ইসলামের প্রথম যুগের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. হিলফুল ফুজুল
খ. উকাজ মেলা
● মদিনা সনদ
ঘ. হুদায়বিয়ার সন্ধি

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

১২৩. এর মাধ্যমে-
i. সবার সমান অধিকার নিশ্চিত হয়
ii. মদিনা পবিত্র নগরী বলে ঘোষিত হয়
iii. মক্কা ইসলামি রাষ্ট্রে পরিণত হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :
রাসুল (স) তার জীবনের একটি পর্যায়ে চরমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তবে তিনি এর প্রতিবাদ না করে ধৈর্যের পরিচয় দিয়েছেন।
১২৪. উদ্দীপকে রাসুল (স)-এর জীবনের কোন পর্যায়ের কথা বলা হয়েছে?
ক. নবুয়ত লাভের পূর্ববর্তী মক্কি জীবন
● নবুয়ত লাভের পরবর্তী মক্কি জীবন
গ. মক্কা বিজয়ের পরবর্তী জীবন
ঘ. হিজরত পরবর্তী জীবন

১২৫. তাঁর জীবনের উক্ত পর্যায় থেকে আমরা শিক্ষা পাই—
i. সত্য প্রচারে ধৈর্যশীল হতে হবে
ii. কেউ অত্যাচার করলে তার ক্ষতি করতে হবে
iii. সংযমী হতে হবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment