এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “সকল শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ : আখলাক অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
ক. আচরণ
খ. রূপ
গ. প্রশংসা
● স্বভাব
২. মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কী?
● আখলাক
খ. তাকওয়া
গ. ইলম
ঘ. তাসাউফ
৩. প্রচলিত অর্থে আখলাক বলতে কী বোঝায় ?
● সচ্চরিত্র
খ. দুশ্চরিত্র
গ. চরিত্র
ঘ. স্বভাব
৪. আখলাক কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. আখলাকে হামিদাহ শব্দের অর্থ কী?
ক. অনুসরণীয় চরিত্র
খ. নিন্দনীয় চরিত্র
● প্রশংসনীয় চরিত্র
ঘ. মার্জিত চরিত্র
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৬. মানবীয় মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
ক. সোনা-রূপা
খ. টাকা-পয়সা
গ. হিরা-পান্না
● উত্তম চরিত্র
৭. মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদাহ? ক. সততা, অলসতা, ক্ষমা,
খ. পরিচ্ছন্নতা, মিথ্যা, কৃপণতা
গ. মানবসেবা, প্রতারণা, ক্রোধ
● ওয়াদা পালন, ধৈর্য, দয়া
৮. জনাব সুমন এমন স্বভাবের অধিকারী যা সমাজে প্রশংসনীয় এবং আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর কাছে প্রিয়। তার স্বভাবকে কী বলা যায়?
● আখলাকে হামিদাহ
খ. আখলাকে যামিমাহ
গ. তাকওয়া
ঘ. আমানতদারিতা
৯. কোন আচরণকে আখলাকে হামিদাহ বলা হয়? ● শরিয়তসম্মত আচরণ
খ. গর্হিত আচরণ
গ. লোক দেখানো আচরণ
ঘ. নৈতিকতা বহির্ভূত আচরণ
১০. আখলাকে হামিদাহর অপর নাম কী?
● আখলাকে হাসানাহ
খ. জিহাদ ফি সাবিলিল্লাহ
গ. আখলাকে সায়্যিআহ
ঘ. তাযকিয়াতুন নফস
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১১. আখলাকে হামিদাহর অন্তর্ভুক্ত কোনটি?
● সততা
খ. সালাত
গ. সাওম
ঘ. যাকাত
১২. “উত্তম চরিত্রের গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি’— বাণীটি কার?
ক. আদম (আ)-এর
খ. ঈসা (আ)-এর
গ. ইবরাহিম (আ)-এর
● মহানবি (স)-এর
১৩. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিস বেশি ভারী হবে?
ক. দান-সদকা
খ. যাকাতের সম্পদ
গ. নেক আমল
● উত্তম চরিত্র
১৪. মহানবি (স) কোনটিকে পুণ্য বলেছেন?
ক. উচ্চ শিক্ষা
খ. আর্থিক প্রতিপত্তি
● সুন্দর চরিত্র
ঘ. বংশ মর্যাদা
১৫. তাকওয়া সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। এর ফলে মুত্তাকিরা কী গুণ অর্জন করবেন? ক. সারারাত ইবাদত-বন্দেগি করবেন
● নিষ্ঠাবান ও সৎকর্মশীল হয়ে উঠবেন
গ. অর্থ-সম্পদ লাভে উৎসাহী হবেন
ঘ. তাবলিগ জামাআতে নিজেদের উৎসর্গ করবেন
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১৬. আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম?
ক. সম্পদশালী
খ. উচ্চ শিক্ষিত
● উত্তম চরিত্রবান
ঘ. উচ্চ বংশীয়
১৭. তাকওয়া শব্দের অর্থ কী?
● বিরত থাকা
খ. মনোযোগ দেওয়া
গ. নীরব থাকা
ঘ. আত্মনিয়োগ করা
১৮. আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে কী বলা হয়?
● তাকওয়া
খ. সিদক
গ. ইনসাফ
ঘ. আমানত
১৯. আল্লাহভীতি বলতে কী বোঝায়?
ক. আল্লাহর যিকির করা
● আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়
গ. পাপ থেকে বেঁচে থাকা
ঘ. হালাল পথে উপার্জন করা
২০. তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিকে কী বলা হয়?
ক. ইমাম
খ. বিত্তশালী
গ. মুস্তাদি
● মুত্তাকি
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
২১. জনাব রিশাদ বিশ্বাস করেন তার সমস্ত কার্যবিধি মহান আল্লাহ অবলকন করছেন এবং এগুলোর হিসাব দিতে হবে। তাই আল্লাহর ভয়ে তিনি পাপ কাজ থেকে দূরে থাকেন। তার পরিচয় কী?
ক. হাফিজ
খ. আমিন
গ. মুজাহিদ
● মুত্তাকি
২২. সৎকর্মশীল জীবনযাপনের মূলকথা কী?
● তাকওয়া
খ. আদল
গ. সত্যবাদিতা
ঘ. সবর
২৩. মহান আল্লাহ কাদেরকে ভালোবাসেন?
● মুত্তাকিদের
খ. শিক্ষিতদের
গ. উচ্চ বংশীয়দের
ঘ. জনপ্রতিনিধিদের
২৪. আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কোনটি? আল্লাহভীতি ● সৎকর্ম
খ. পদমর্যাদা
গ. বংশ মর্যাদা
ঘ. জনপ্রতিনিধি
২৫. জনাব মিনহাজ সকল পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেন। তার মধ্যে কোনটি বিদ্যমান?
ক. আমানতদারিতা
● তাকওয়া
গ. ভ্রাতৃত্ববোধ
ঘ. সিদক
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
২৬. ইসলামে নৈতিকতার মূলভিত্তি কী?
ক. আখলাক
খ. জ্ঞানী হওয়া
গ. মত্তাকি হওয়া
● তাকওয়া
২৭. জান্নাত লাভের পূর্বশর্ত কী?
ক. সম্পদশালী হওয়া
খ. চুক্তিবদ্ধ হওয়া
● মুত্তাকি হওয়া
ঘ. তাকওয়া
২৮. “নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান’ – আয়াতটি কোন সূরার?
ক. আল-আম্বিয়া
● আল-হুজুরাত
গ. আন-নিসা
ঘ. আন-নাহল
২৯. ‘নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন আয়াত এটি কোন সূরার?
● আত-তাওবা
খ. আন-নাহল
গ. আন-নিসা
ঘ. আলে-ইমরান
৩০. তাকওয়াবানদের আল্লাহ কোন শক্তি দেবেন?
ক. জিহাদ করার
খ. সকল অন্যায় দূর করার
গ. সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার
● ন্যায়-অন্যায় পার্থক্য করার
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৩১. ‘নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা’- এ কথা কুরআনের কোথায় বর্ণিত আছে?
● সূরা আন-নাবার ৩১ নম্বর আয়াতে
খ. সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতে
গ. সূরা আন-নাযিআতের ৪০ নম্বর আয়াতে
ঘ. সূরা আল আরাফের ২২ নম্বর আয়াতে
৩২. মানবচরিত্রের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক কোনটি? ক. সত্য কথা বলা
খ. নামায পড়া
● আল্লাহকে ভয় করা
ঘ. ওয়াদা পালন করা
৩৩. তাকওয়াবান ব্যক্তিরা খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখেন কেন? ● আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে
খ. আল্লাহ ও তাঁর রাসুল (স)-কে ভালোবেসে
গ. রাসুল (স)-এর নির্দেশ পালন করতে
ঘ. সমাজে সম্মানজনক অবস্থানে থাকার জন্য
৩৪. সকল সৎগুণের মূল কী?
ক. সত্যবাদিতা
খ. ধৈর্যশীলতা
গ. ওয়াদা পালন
● তাকওয়া
৩৫. আল-আহ-এর শাব্দিক অর্থ কী?
● অঙ্গীকার
খ. সত্য কথা বলা
গ. আমানত
ঘ. ন্যায়পথে চলা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৩৬. কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে কী বলে?
● ওয়াদা পালন
খ. তাকওয়া
গ. আদল
ঘ. ইহসান
৩৭. ওয়াদা ভঙ্গকারীর কী থাকে না?
ক. পরহেজগারিতা
● দীন
গ. তাকওয়া
ঘ. ভয়
৩৮. ‘হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো’- এ কথা কেন বলেছেন?
● আল্লাহ তায়ালা
খ. রাসুল (স)
গ. আবু বকর (রা)
ঘ. উমর ইবনে আবদুল আজিজ (রা)
৩৯. হাশরের মাঠে প্রতিশ্রুতি সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন?
● আল্লাহ তায়ালা
খ. রাসুল (স)
গ. ফেরেশতাগণ
ঘ. জীনরা
৪০. কামরুজ্জামান তার সহকর্মীকে কথা দেওয়ায় নিজের গুরুত্বপূর্ণ কাজ রেখে সহকর্মীর কাজটি করে দেয়। তার কাজে কোনটির প্রতিফলন ঘটেছে?
ক. সততার
খ. আমানতদারিতার
গ. মানবসেবার
● ওয়াদা রক্ষার
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৪১. কোনটি মুমিনের বৈশিষ্ট্য?
● ওয়াদা পালন করা
খ. দেরিতে নামায পড়া
গ. হজ পালন না করা
ঘ. যাকাত সঠিকভাবে না দেওয়া
৪২. ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ?
ক. মুশরিকের
খ. কাফিরের
গ. ফাসিকের
● মুনাফিকের
৪৩. ‘হে মুমিনগণ! তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো’? কথা কুরআনে কোথায় বর্ণিত আছে?
● সূরা আস-সাফফের ২ নম্বর আয়াতে
খ. সূরা আন-নিসার ৭ নম্বর আয়াতে
গ. সূরা আত-তাওবার ১০ নম্বর আয়াতে
ঘ. সূরা আল-মায়িদার ৩ নম্বর আয়াতে
৪৪. সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি?
ক. সাদিক
● সিদ্ক
গ. কারি
ঘ. সুদক
৪৫. বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে কী বলা হয়?
● সিদক
খ. কিয়
গ. আদল
ঘ. ইহসান
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৪৬. একজন মুত্তাকির প্রধান গুণ কোনটি?
ক. সরলতা
খ. সাহসিকতা
গ. লজ্জাশীলতা
● সত্যবাদিতা
৪৭. যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কী বলে?
● সাদিক
খ. শহিদ
গ. মুহসিন
ঘ. মুমিন
৪৮. মহাসত্যবাদীকে কী বলা হয়?
ক. আতিক
খ. সাদিক
● সিদ্দিক
ঘ. ফারুক
৪৯. সত্যবাদিতার বিপরীত কোনটি?
● মিথ্যাচার
খ. অহংকার
গ. গিবত
ঘ. পরনিন্দা
৫০. চরম মিথ্যাবাদীকে কী বলা হয়?
● কাযযাব
খ. সাদিক
গ. ফাসিক
ঘ. কিযব
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৫১. প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ বা প্রমাণ করাকে কী বলে? ক. সততা
খ. শঠতা
গ. অবাস্তব
● মিথ্যা
৫২. কোনটি সকল পাপের মূল?
ক. নামায ত্যাগ করা
● মিথ্যা বলা
গ. খুন করা
ঘ. মাপে কম দেওয়া
৫৩. ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো’— কোন সূরার আয়াত?
ক. আল-বাকারা
● আল-আহযাব
গ. আন-নাস
ঘ. আল-ফালা
৫৪. সফিক সাহেব জীবনের সর্বাবস্থায় সততা ও সত্যবাদিতার চর্চা করেন। তাকে কী বলা যাবে?
ক. মুসাফির
● মুমিন
গ. আবিদ
ঘ. পরহেজগার
৫৫. আমেনা শুধু নিজেই সত্য বলার চর্চা করছেন না বরং সত্যবাদীদের সাথে সুসম্পর্ক রাখছেন। এর ফলে কোনটি ঘটবে?
● সমাজে সার্বিকভাবে সত্য প্রতিষ্ঠা হবে
খ. নিন্দুকেরা অবদমিত হবে
গ. সমাজ থেকে মিথ্যা দূর করা যাবে
ঘ. সত্যবাদীকে সবাই চিনবে
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৫৬. হযরত আবু বকর (রা)-কে সিদ্দিক বলা হয় কেন?
ক. তিনি আল্লাহভীরু ছিলেন বলে
● তিনি সত্যবাদী ছিলেন বলে
গ. তিনি নির্ভীক ও সাহসী ছিলেন বলে
ঘ. তিনি গরিব ছিলেন বলে
৫৭. সালমা কথায় কথায় মিথ্যা বলে, অন্যের সাথে হাসি তামাশা করে। তার এ কাজ তাকে কোথায় নিয়ে যাবে? ক. মুক্তির পথে
● ধ্বংসের পথে
গ. শত্রুতার পথে
ঘ. কল্যাণের পথে
৫৮. আসমা সব সময় সত্য কথা বলে। সে কোনটি লাভ করবে?
ক. নবিগণের সঙ্গ
খ. প্রচুর ধন-সম্পদ
● সফলতা ও মুক্তি
ঘ. পুনর্জীবন
৫৯. আখিরাতে সত্যবাদিতার কী প্রতিদান দেওয়া হবে? ক. নবিগণের সঙ্গ
খ. পিতা-মাতার সাক্ষাত
● জান্নাত
ঘ. পুনর্জীবন
৬০. সত্য পুণ্যের পথ দেখায়, আর পুণ্য মানুষকে কোন পথে নিয়ে যায়?
● জান্নাতের পথে
খ. সহজ-সরল পথে
গ. সমৃদ্ধির পথে
ঘ. শান্তির পথে
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৬১. সত্য কীসের পথ দেখায়?
ক. জ্ঞানের
খ. যশের
গ. সমৃদ্ধির
● পুণ্যের
৬২. শালীনতা মানে ?
ক. রুদ্ধ হওয়া
● মার্জিত হওয়া
গ. জাগ্রত হওয়া
ঘ. দয়া করা
৬৩. ইসলাম কেমন ধর্ম?
ক. অহংকারের
খ. অশ্লীলতার
● সৌন্দর্যের
ঘ. নীতিহীনতার
৬৪.আখলাকে হামিদাহর কোন দিকটি বহু নৈতিক গুণের সমষ্টি?
ক. পরোপকারিতা
খ. ধৈর্যশীলতা
● শালীনতা
ঘ. সত্যবাদিতা
৬৫. শালীনতার বিপরীত কোনটি?
● অশ্লীলতা
খ. অহংকার
গ. গিবত
ঘ. মিথ্যাচার
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৬৬. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কোনটি?
ক. আমানতদারিতা
খ. হজ করা
গ. সম্পদশালী হওয়া
● শালীনতা বজায় রাখা
৬৭. ‘খ’ সব সময় অশালীন পোশাক পরে। তার এ আচরণের ফলে কোনটি ঘটবে?
● সে নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলবে
খ. সে সমাজচ্যুত হবে
গ. আর্থিক ক্ষতির সম্মুখীন হবে
ঘ. সফলতা লাভ করবে
৬৮. কোনটি মানুষকে শালীন হতে সাহায্য করে?
ক. অর্থসম্পদ
খ. সত্যবাদিতা
● লজ্জাশীলতা
ঘ. আমানতদারিতা
৬৯. বর্তমান সমাজে ইভটিজিং, ব্যভিচার ছড়িয়ে পড়ছে। এর মূল কারণ কী?
● অশ্লীলতা
খ. আইনের শিথিলতা
গ. নিরক্ষরতা
ঘ. সামাজিক নীতির অভাব
৭০. ‘লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়।’ কোন হাদিস গ্রন্থে আছে?
● মুসলিম
খ. বুখারি
গ. নাসাঈ
ঘ. আবু দাউদ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৭১. গচ্ছিত রাখার আরবি প্রতিশব্দ ক?
ক. খিয়ানত
● আমানত
গ. আদল
ঘ. আহাদ
৭২. যিনি আমানত রক্ষা করেন তাকে কী বলা হয়?
ক. সাদিক
খ. খায়িন
● আমিন
ঘ. কাযিব
৭৩. আরিফ তার বন্ধুর থেকে ধার নেওয়া বইটি যত্ন সহকারে সংরক্ষণ করে। তাকে আমরা কী বলতে পারি?
● আমিন
খ. খায়িন
গ. মুত্তাকি
ঘ. মুজাহিদ
৭৪. আমানতের বিপরীত শব্দ কোনটি?
● খিয়ানত
খ. সিদক
গ. গিবত
ঘ. রিয়া
৭৫. খিয়ানত অৰ্থ কী?
ক. গিবত করা
● আত্মসাৎ করা
গ. লোভ করা
ঘ. মিথ্যা বলা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৭৬. আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে কী বলে?
ক. কাযিব
● খিয়ানত
গ. রিবা
ঘ. তাহারাত
৭৭. যিনি খিয়ানত করে তাকে কী বলা হয়?
● খায়িন
খ. কাযিব
গ. সিদ্দিক
ঘ. আমিন
৭৮. আরিফা তার বিদ্যালয়ের আসবাবপত্র রক্ষা করে। তার কাজে কোনটি প্রতিফলিত হয়েছে?
● আমানত রক্ষা
খ. সত্যবাদিতা
গ. ওয়াদা পালন
ঘ. সমাজসেবা
৭৯. হাবিবের কাছে টাকা জমা রেখে সময়মতো সব টাকা ফেরত পায়নি জালাল। এক্ষেত্রে হাবিবকে কী বলা হবে? ক. আমিন
খ. সিদ্দিক
● খায়িন
ঘ. কাযিব
৮০. কোনটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য?
ক. অন্যের উপকার করা
খ. ছেলেমেয়েদের শিক্ষিত
গ. সবার সাথে সদ্ভাব রক্ষা করা
● আমানত রক্ষা করা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৮১. ইসলামের শত্রুরা রাসুল (স)-কে আল-আমিন বলে ডাকত কেন?
● আমানত রক্ষা করতেন বলে
খ. সাহসী ছিলেন বলে
গ. আল্লাহর রাসুল ছিলেন বলে
ঘ. ইসলাম প্রচার করতেন বলে
৮২. আমানত রক্ষা করাকে কীসের অঙ্গ বলা হয়েছে? ক. শিক্ষার
● খ. ইমানের
গ. নৈতিকতার
ঘ. ইসলামের
৮৩. খিয়ানত করা কাদের বৈশিষ্ট্য?
ক. কাফির
খ. মুশরিক
গ. ফাসিক
● মুনাফিক
৮৪. আমানতের খিয়ানত করা কী?
● হারাম
খ. হালাল
গ. মানদুব
ঘ. মাকরুহ
৮৫. নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীদের পছন্দ করেন না’- এ কথা কুরআনের কোন সূরায় বর্ণিত আছে?
ক. সূরা বাকারা
খ. সূরা মায়িদাহ
● সূরা আনফাল
ঘ. সূরা ইয়াসিন
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৮৬. শিক্ষকের কাছে ছাত্র-ছাত্রীরা আমানত। তাই তাদের প্রতি শিক্ষকের কর্তব্য কী?
● সুশিক্ষা দান করা
খ. পরীক্ষায় বেশি নম্বর দেওয়া
গ. আবদার পূরণ করা
ঘ. মন রক্ষা করে চলা
৮৭. হিজরতের সময় রাসুল (স) কোনটির কথা মনে রেখেছিলেন?
ক. শত্রুদের শাস্তি দেওয়ার কথা
● আমানত রাখা সম্পদের কথা
গ. মাতৃভূমির উন্নতির কথা
ঘ. কাফিরদের সাথে দেওয়া ওয়াদার কথা
৮৮. রাসেল রাষ্ট্রীয় সম্পদের যথেচ্ছা ব্যবহার করে অপচয় করে। তার এ কাজ ইসলামে কী হিসেবে গণ্য?
ক. সুদ
● খিয়ানত
গ. নাজাসাত
ঘ. ঘুষ
৮৯. ইসলামে কোনটি আমানতস্বরূপ?
● সঠিকভাবে দায়িত্ব পালন
খ. মানুষকে অর্থ প্রদান
গ. সবাইকে খাদ্য দান
ঘ. সবার বাসস্থানের ব্যবস্থা করা
৯০. মানুষের সেবা করাকে কী বলা হয়?
ক. সমাজসেবা
খ. অতিথি সেবা
● মানবসেবা
ঘ. হারুল্লাহ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৯১. আশরাফুল মাখলুকাত কারা?
● মানুষ
খ. জিন-পরি
গ. ফেরেশতা
ঘ. জীবজন্তু
৯২. ‘আশরাফুল মাখলুকাত’ শব্দের অর্থ কী?
ক. সৃষ্টির সেবা
খ. জীবের সেবা
গ. মানুষের সেরা
● সৃষ্টির সেরা
৯৩. আল্লাহ সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তাই মানুষের কর্তব্য কী?
● সৃষ্টির সেবা করা
খ. সৃষ্টির দাসত্ব করা
গ. সৃষ্টিকে অবহেলা করা
ঘ. নিজেদের নিয়ে ব্যস্ত থাকা
৯৪. ইসলামে অধিকার কয়ভাগে বিভক্ত?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৯৫. আল্লাহ তায়ালার হককে কী বলে?
ক. হাক্কুল ইবাদ
● হাক্কুল্লাহ
গ. ফরজে আইন
ঘ. ফরজে কিফায়া
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
৯৬. হাক্কুল ইবাদ বলতে কী বোঝায়?
● বান্দার হক
খ. আল্লাহর হক
গ. নামায পড়া
ঘ. বাইতুল্লাহ তাওয়াফ করা
৯৭. মানবসেবা কোন ধরনের ইবাদত?
ক. হাক্কুল্লাহ
খ. হাক্কুন্নাস
● হাক্কুল ইবাদ
ঘ. হাক্কুল ওয়ালিদাইন
৯৮. মানবসেবা কীসের পরিচয় বহন করে?
ক. আধুনিক জ্ঞানের
● উন্নত চরিত্রের
গ. অর্থ সম্পদের
ঘ. নেতৃত্বের
৯৯. মানবসেবা কীসের পরিচয় বহন করে?
ক. আধুনিক জ্ঞানের
● উন্নত চরিত্রের
গ. নেতৃত্বের
ঘ. অর্থ সম্পদের
১০০. মহৎপ্রাণ হতে হলে আমাদের কী করা উচিত?
ক. সত্য কথা বলা
খ. ওয়াদা পালন করা
● মানুষের সেবা করা
ঘ. অন্যের আমানত রক্ষা করা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১০১. ‘তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো। তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন’- এটি কার বাণী?
● মহানবি (স)-এর
খ. ইবরাহিম (আ)-এর
গ. ঈসা (আ)-এর
ঘ. মুসা (আ)-এর
১০২. ‘বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে – সাহায্য করতে থাকেন।’— এটি কার বাণী?
ক. মহান আল্লাহর
● মহানবি (স)-এর
গ. উমর (রা)-এর
ঘ. আবু বকর (রা)-এর
১০৩. সুমাইয়া প্রায়ই ক্ষুধার্তকে খাদ্য দান করে। আখিরাতে সে এর কী প্রতিদান পাবে?
ক. জান্নাতের পোশাক
খ. জান্নাতের স্বর্ণখচিত আসন
গ. জান্নাতের দামি অলঙ্কার
● জান্নাতের সুস্বাদু ফল
১০৪. আসমান ও জমিনের সবকিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন?
● মানুষের জন্য
খ. নিজের জন্য
গ. নবিগণের জন্য
ঘ. ফেরেশতাদের জন্য
১০৫. মুহসিন গরিব হলেও প্রতিদিন তার প্রতিবেশীদের খোঁজ নেয় এবং তাদের বিপদে সামর্থ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মুহসিনের আচরণে কোনটি প্রকাশ পেয়েছে?
● মানবসেবা
খ. ক্ষমাশীলতা
গ. পরিচ্ছন্নতা
ঘ. ন্যায়পরায়ণতা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১০৬. জাহাঙ্গীর সাহেব শত ব্যস্ততার মাঝেও হাসপাতালে ভর্তি আত্মীয়ের যাবতীয় সেবা করছেন । তার কাজে কোনটি পালিত হচ্ছে?
ক. হাক্কুল্লাহ
খ. হাক্কুল ওয়ালিদাইন
● হাক্কুল ইবাদ
ঘ. হাক্কুল আওলাদ
১০৭. ব্যবহারিক অর্থে তাকওয়া শব্দের অর্থ—
i. পরহেজগারি
ii. খোদাভীতি
iii. আত্মশুদ্ধি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৮. জনাব রহিম একজন মুত্তাকি। তিনি নিজেকে বিরত রাখেন-
i. অশালীন কথা বলা থেকে
ii. হালাল উপার্জন থেকে
iii. সুদ, ঘুষ নেওয়া থেকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৯. আল্লাহ তাকওয়াবানদের –
i. বরকতময় রিজিক দান করেন
ii. সফলতা দান করেন
iii. অঢেল সম্পদ দান করেন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১০. আসমা খাতুন একজন তাকওয়াবান ব্যক্তি। তিনি –
i. ইহকালীন জীবনে সম্মান ও মর্যাদা লাভ করবেন
ii. ইহকালীন জীবনে প্রচুর সম্পত্তির মালিক হবেন
iii. পরকালীন জীবনে সফলতা লাভ করবেন
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১১১. তাকওয়াবান ব্যক্তি সকল কাজে-
i. সবসময় বিপদমুক্ত থাকেন
ii. নীতি-নৈতিকতা অবলম্বন করেন
iii. অশ্লীলতা পরিহার করেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১২. সত্যবাদিতা—
i. অশালীন কাজ থেকে বিরত রাখে
ii. জান্নাতের পথে পরিচালিত করে
iii. কল্যাণ ও সফলতা দান করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৩. আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন-
i. তাঁকে ভয় করতে
ii. সত্যবাদী হতে
iii. নির্ভীক ও সাহসী হতে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৪. অশালীন কাজকর্মের ফলে –
i. মানুষের মানবিকতা নষ্ট হয়ে যায়
ii. মানুষ পশুত্বের অভ্যাস গ্রহণ করে
iii. আর্থিক ক্ষতি সাধিত হয়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৫. ইসলামি শিক্ষার উদ্দেশ্য হলো—
i. মানুষকে মার্জিত করে তোলা
ii. মানুষকে পূত-পবিত্র জীবন দান
iii. মানুষকে উচ্চশিক্ষিত করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১১৬. শাহিন শালীনতা অর্জন করতে চায়। এজন্য তাকে –
i. মার্জিত পোশাক পরতে হবে
ii. মন্দ কথা পরিহার করতে হবে
iii. বিনয়ী হতে হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৭. মালিহা শালীন পোশাক পরে বাইরে যায়। তার মধ্যে রয়েছে—
i. আল্লাহভীতি
ii. লজ্জাশীলতা
iii. গর্ব, অহংকার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১১৮. শান্তিপুরের মানুষ শালীনতা রক্ষা করে চলে। এর ফলে তাদের—
i. মানসম্মান রক্ষা পাবে
ii. সমাজ শান্তিময় হবে
iii. পরকালীন সফলতা আসবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১৯. আমানত বলতে বোঝায়—
i. নিরাপদ রাখা
ii. গচ্ছিত রাখা
iii. পবিত্র সম্পদ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২০. বেলাল সর্বদা আমানতের খিয়ানত করে। এর ফলে –
i. লোকেরা তাকে ঘৃণা করবে
ii. লোকেরা তাকে এড়িয়ে চলবে
iii. সে আর্থিকভাবে বিপর্যস্ত হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১২১. খিয়ানতকারীর পরিণাম হচ্ছে—
i. দারিদ্র্যের মধ্যে পড়ে
ii. সচ্ছলতা লাভ করে
iii. বিশ্বাস হারিয়ে ফেলে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১২২. সন্তান হিসেবে মাতা-পিতার প্রতি আমাদের কর্তব্য হচ্ছে- i. তাদের সেবা করা
ii. তাদের আনুগত্য করা
iii. তাদের সব কথা মান্য করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
সাদিয়া একজন চাকরিজীবী। সাধারণ সৌন্দর্য প্রকাশ পায় তিনি এমন শাড়ি, অন্যান্য বস্ত্র ও অলংকার পরিধান করে অফিসে যান। কথা-বার্তা ও চাল- চলনে তাকে সবাই ভদ্র বলেই জানে।
১২৩. সাদিয়ার মধ্যে কোনটি প্রকাশ পেয়েছে?
ক. আদল
খ. আহদ
● শালীনতা
ঘ. সত্যবাদিতা
১২৪. এ ধরনের আচরণের ফলে —
i. তিনি পাপ কাজ থেকে মুক্ত থাকবেন
ii. সামাজিক শান্তি বিরাজ করবে
iii. অর্থনৈতিক উন্নতি সাধিত হবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১২৫ ও ১২৬ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের শাসক রাষ্ট্রীয় সম্পদ যথাযথভাবে সংরক্ষণ এবং জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেন।
১২৫. ‘ক’ রাষ্ট্রের শাসকের কাজে কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক. ওয়াদা পালন
● আমানত রক্ষা
গ. ন্যায়বিচার
ঘ. সততা
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
১২৬. উক্ত গুণের কারণে—
i. জনগণ শান্তিতে বসবাস করবে
ii. রাষ্ট্র সমৃদ্ধি অর্জন করবে
iii. মহান আল্লাহ খুশি হবেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।