নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “সকল শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ : শরিয়তের উৎস অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১. ‘শরিয়ত’ শব্দের অর্থ কী?
ক. উৎস
● পথ
গ. সরল
ঘ. সুত্র

২. জীবনপদ্ধতি, আইন-কানুন, বিধি-বিধান অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি?
● শরিয়ত
খ. মারেফত
গ. ইসলাম
ঘ. তাসাউফ

৩. ইসলামি পরিভাষায় শরিয়ত কী?
ক. আত্মশুদ্ধি
● ইসলামি কার্যনীতি
গ. ইসলামি জ্ঞান অর্জন
ঘ. প্রচলিত কার্যনীতি

৪. আল্লাহ ও রাসুল (স)-এর পূর্ণ আনুগত্য করা কীসের দাবি?
● শরিয়তের
খ. মারেফতের
গ. বিজ্ঞানের
ঘ. সাধারণ শিক্ষার

৫. সূরা মায়িদায় আল্লাহ কীসের ঘোষণা দিয়েছেন?
ক. ইমানের পূর্ণতার
খ. জ্ঞানের পূর্ণতার
গ. আকাইদের পূর্ণতার
● শরিয়তের পূর্ণতার

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৬. “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম’- এখানে দীন বলতে কী বোঝানো হয়েছে? ● শরিয়ত
খ. বিজ্ঞান
গ. তাসাউফ
ঘ. মারেফত

৭. শরিয়তের বিষয়বস্তুকে তিন ভাগে ভাগ করেছেন কারা? ক. নবি-রাসুলগণ
● মুসলিম মনীষীরা
গ. ফেরেশতারা
ঘ. সাহাবিরা

৮. শরিয়ত কীসের দিকনির্দেশনা দেয়?
● জীবন পরিচালনার
খ. নেতৃত্ব লাভের
গ. জ্ঞান লাভের
ঘ. শিক্ষা প্রদানের

৯. জনাব মাহতাব শরিয়তের পূর্ণ অনুসরণে নিজের জীবন পরিচালনা করেন। এর ফলে কে খুশি হবেন?
● মহান আল্লাহ
খ. ফেরেশতাগণ
গ. মানুষ
ঘ. সাহাবাগণ

১০. জনাব সাবের ইসলামের কিছু অংশ পালন করেন, আবার কিছু অংশ অস্বীকার করেন। তার এরূপ আচরণ কীসের অন্তর্ভুক্ত?
ক. শিরক
● কুফর
গ. নিফাক
ঘ. ফিসক

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১১. জনাব হাসান হালাল-হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞানলাভ করতে চান। এজন্য তাকে কোনটির জ্ঞানলাভ করতে হবে?
● ইসলামি শরিয়তের
খ. ইলমে তাসাউফের
গ. ইলমে মারেফতের
ঘ. আধুনিক বিজ্ঞানের

১২. ইসলামি শরিয়ত অপরিহার্য কেন?
ক. জ্ঞানী হওয়ার জন্য
● সুষ্ঠুভাবে জীবন পরিচালনার জন্য
গ. নেতৃত্ব লাভের জন্য
ঘ. সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার জন্য

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১৩. কোনটি আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়?
ক. হাকিকত
খ. তাসাউফ
গ. মারেফত
● শরিয়ত

১৪. মানবজীবনের সব কাজ কীসের অন্তর্ভুক্ত?
ক. বিজ্ঞানের
খ. নৈতিকতার
● ইসলামি শরিয়তের
ঘ. হাকিকতের

১৫. জনাব আজগর একজন মুসলিম। তিনি শরিয়তের কয়টি উৎসের বিধান মেনে চলবেন?
● ৪টি
খ. ৬টি
গ. ৮ টি
ঘ. ১০টি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১৬. কোন দুটি শরিয়তের প্রধান উৎস?
ক. আল-কুরআন ও ইজমা
● আল-কুরআন ও সুন্নাহ
গ. আল-কুরআন ও কিয়াস
ঘ. সুন্নাহ ও ইজমা

১৭. আল-কুরআন শরিয়তের কততম উৎস?
● প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

১৮. ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো কীসের ওপর প্রতিষ্ঠিত?
● আল-কুরআনের
খ. আল-হাদিসের
গ. আল-ইজমার
ঘ. আল-কিয়াসের

১৯. একজন মুসলিম হিসেবে জনাব রায়হান শরিয়তের সকল বিধি- বিধানের মূল উৎস হিসেবে কোনটিকে গ্রহণ করবে?
● আল-কুরআন
খ. আল-হাদিস
গ. আল-ইজমা
ঘ. আল-কিয়াস

২০. মানবজীবনের সব সমস্যার সমাধান রয়েছে কোন গ্রন্থে? ● আল-কুরআনে
খ. আধুনিক বিজ্ঞানে
গ. হাদিস শাস্ত্রে
ঘ. দর্শন শাস্ত্রে

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

২১. সঠিক পথে চলার জন্য জনাব শামীম সর্বশেষ নাজিলকৃত গ্রন্থটি অধ্যয়ন করছে। তার অধ্যয়নকৃত গ্রন্থটির নাম কী?
● আল-কুরআন
খ. আকাইদ শাস্ত্র
গ. বুখারি শরিফ
ঘ. ফিকহ শাস্ত্র

২২. পবিত্র কুরআন কার বাণী?
● মহান আল্লাহর
খ. রাসুল (স)-এর
গ. সাহাবিদের
ঘ. জিবরাইল (আ)-এর

২৩. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল হয়েছে কার মাধ্যমে?
ক. মিকাইল (আ)-এর
খ. আজরাইল (আ)-এর
● জিবরাইল (আ)-এর
ঘ. ইসরাফিল (আ)-এর

২৪. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
ক. তাওরাত
খ. যাবুর
গ. ইনজিল
● আল-কুরআন

২৫. আল-কুরআন কোন ভাষায় নাজিল হয়েছে?
● আরবি
খ. ফার্সি
গ. উর্দু
ঘ. হিন্দি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

২৬. পবিত্র কুরআন কার ওপর নাজিল করা হয়েছে?
ক. হযরত ঈসা (আ)-এর
খ. হযরত মুসা (আ)-এর
● হযরত মুহাম্মদ (স)-এর
ঘ. জিবরাইল (আ)-এর

২৭. ‘বস্তুত এটি সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ’— এটি কোন সূরার আয়াতে?
● আল-বুরুজ
খ. আদ-দুখান
গ. আল-মূলক
ঘ. আল-ইমরান

২৮. লাওহে মাহফুজ অর্থ কী?
ক. বিশেষ স্থান
● সংরক্ষিত ফলক
গ. সংরক্ষিত গুহা
ঘ. গোপন স্থান

২৯. পবিত্র কুরআন সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল?বায়তুল ক. ইযযায়
● লাওহে মাহফুজে
গ. রাসুল (স)-এর অন্তরে
ঘ. কাঠের ফলকে

৩০. পবিত্র কুরআন সংরক্ষিত ফলক থেকে প্রথমে কোথায় নাজিল হয়?
ক. হেরা গুহায়
খ. রাসুল (স)-এর কাছে
● বায়তুল ইযযায়
ঘ. সাওর পাহাড়ে

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৩১. ‘বায়তুল ইযযাহ’ কী?
ক. মক্কার একটি বিশেষ স্থান
খ. মদিনার একটি সংরক্ষিত স্থান
● প্রথম আসমানের একটি বিশেষ স্থান
ঘ. দ্বিতীয় আসমানের একটি সংরক্ষিত স্থান

৩২. সর্বপ্রথম কুরআন নাজিলকালে মহানবি (স) কোন পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন ছিলেন?
ক. সাফা
খ. মারওয়া
● হেরা
ঘ. তুর

৩৩. হেরা গুহায় সর্বপ্রথম আল-কুরআনের কোন সূরার পাঁচটি আয়াত নাজিল হয়?
ক. ফালাক
● আলাক
গ. লাহাব
ঘ. কদর

৩৪. কুরআন মজিদের অবতরণ সম্পন্ন হয়েছে কত বছরে? ● ২৩
খ. ২৫
গ. ৩০
ঘ. ৪০

৩৫. কোন আসমানি কিতাবটি খণ্ড-খণ্ড ভাবে নাজিল হয়েছে?
ক. তাওরাত
খ. যাবুর
গ. ইঞ্জিল
● কুরআন

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৩৬. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
ক. ইঞ্জিল
খ. যাবুর
● আল-কুরআন
ঘ. তাওরাত

৩৭. সকল মানুষের জীবনবিধান ও দিকনির্দেশনা কোথায় বর্ণিত হয়েছে?
ক. তাওরাতে
খ. যাবুরে
গ. ইঞ্জিলে
● আল-কুরআনে

৩৮. কোন গ্রন্থ কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে? ● আল-কুরআন
খ. ইঞ্জিল
গ. যাবুর
ঘ. তাওরাত

৩৯. আল্লাহ তায়ালা নিজে কোনটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন?
● আল-কুরআন
খ. আল-হাদিস
গ. সহিফা
ঘ. আল-ইজমা

৪০. নাজিলের পর থেকে আজ পর্যন্ত কুরআনের কোনো পরিবর্তন হয়নি কেন?
● স্বয়ং আল্লাহ সংরক্ষণ করেছেন বলে
খ. রাসুল (স)-এর ওপর নাজিল হয়েছে বলে
গ. সাহাবিগণ কুরআনের বাণী লিখে রেখেছেন তাই পরিবর্তন ঘ. করা সম্ভব ছিল না বলে

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৪১. কুরআন নাজিল হলে মহানবি (স) কাদেরকে তা মুখস্থ করতে বলতেন?
ক. ফেরেশতাগণকে
খ. মুহাজিরগণকে
● সাহাবিগণকে
ঘ. আনসারগণকে

৪২. মুখস্থ করার মাধ্যমে কুরআন সংরক্ষণ সহজ হয় কেন? ● তৎকালীন আরবদের স্মৃতিশক্তি প্রখর হওয়ায়
খ. তৎকালীন আরবরা প্রভাবশালী হওয়ায়
গ. তৎকালীন আরবরা শিক্ষিত ছিল বলে
ঘ. তৎকালীন আরবরা মুসলমান হওয়ায়

৪৩. আল-কুরআন নাজিলের পর সর্বপ্রথম কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. পশুর চামড়ায় লিখে
খ. গাছের পাতায় লিখে
● মুখস্থ করার মাধ্যমে
ঘ. খেজুর গাছে লিখে

৪৪. কাতিবে ওহি কারা?
ক. হাদিস সংগ্রহকারী
● কুরআন লিপিবদ্ধকারী সাহাবি
গ. কুরআন হিফ্যকারী
ঘ. রাষ্ট্রীয় বিধান লিপিবদ্ধকারীগণ

৪৫. ওহি লেখকদের মধ্যে প্রধান ছিলেন কে,?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
● হযরত যায়দ ইবনে সাবিত (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৪৬. রাসুল (স)-এর সময়ে আল-কুরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ না করার কারণ কী?
ক. বিভিন্ন যুদ্ধে শিক্ষিত সাহাবিদের শাহাদত
খ. ইসলামের প্রচার ও প্রসারে রাসুল (স)-এর ব্যস্ততা
● লিখে রাখার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব
ঘ. লিখে রাখার মতো যোগ্য সাহাবিগণের অভাব

৪৭. ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
● হযরত আবু বকর (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলি (রা)

৪৮. কে সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ নেন?
● হযরত আবু বকর (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত যায়দ ইবনে সাবিত (রা)

৪৯. কোন ভণ্ডনবির বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ পরিচালিত হয়? ক. আবদুল্লাহ ইবন উবাই
● মুসায়লামা কাযযাব
গ. তোলায়হা
ঘ. আসওয়াদ আনাসি

৫০. কোন যুদ্ধের পর কুরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়?
ক. বদরের
খ. মুতার
● ইয়ামামার
ঘ. উহুদের

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৫১. ইয়ামামার যুদ্ধের পর কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেয় কেন?
● বহুসংখ্যক কুরআনের হাফিয শাহাদাতবরণ করায়
খ. ভণ্ডনবিরা জয়ী হওয়ায়
গ. মুসলমানরা পরাজিত হওয়ায়
ঘ. ইসলাম বিলুপ্ত হওয়ায়

৫২. হাফিজগণ শহিদ হলে কুরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় কেন?
ক. তারা কুরআন সংকলক ছিলেন বলে
● তারা কুরআন মুখস্থ করে রেখেছিলেন বলে
গ. তারা কুরআনের সংগ্রাহক ছিলেন বলে
ঘ. তাদের দায়িত্বে কুরআন হেফাজত করা ছিল বলে

৫৩. হযরত উমর (রা) হযরত আবু বকর (রা)-কে কুরআন সংকলনের পরামর্শ দিলেন কেন?
ক. রাসুল (স)-এর নির্দেশ পালনে
● কুরআন বিলুপ্তির আশঙ্কায়
গ. খলিফার আনুগত্য প্রদর্শনে
ঘ. ইসলামের প্রতি ভালোবাসার কারণে

৫৪. হযরত আবু বকর (রা) কাকে কুরআন সংকলনের গুরুদায়িত্ব অর্পণ করেন?
ক. হযরত মুয়াবিয়া (রা)
খ. হযরত উমর (রা)
গ. হযরত উসমান (রা)
● হযরত যায়দ ইবনে সাবিত (রা)

৫৫. কুরআন সংকলনে ৪টি বিশেষ পন্থা অবলম্বন করেন কে? ক. হযরত আবু বকর (রা)
● হযরত যায়দ ইবনে সাবিত (রা)
গ. হযরত আলি (রা)
ঘ. হযরত উসমান (রা)

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৫৬. হযরত আবু বকর (রা)-এর ইন্তেকালের পর কুরআনের কপিটি কার তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল?
ক. হযরত হাফসা (রা)-এর
খ. হযরত উসমান (রা)-এর
গ. হযরত আলি (রা)-এর
● হযরত উমর (রা)-এর

৫৭. হযরত উমর (রা)-এর ইন্তেকালের পর কুরআনের কপিটি কার কাছে সংরক্ষিত ছিল?
ক. হযরত উসমান (রা)-এর
খ. হযরত আলি (রা)-এর
গ. হযরত আয়েশা (রা)-এর
● হযরত হাফসা (রা)-এর

৫৮. মহানবি (স) সাতটি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন কেন?
● কুরআন পাঠ সহজ করার জন্য
খ. ইসলামের বিস্তৃতির জন্য
গ. আরবীয়দের চাপে পড়ে
ঘ. কুরআনের ভাষা সাতটি হওয়ার জন্য

৫৯. কার খিলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়?
ক. হযরত আবু বকর (রা)-এর
● হযরত উসমান (রা)-এর
গ. হযরত উমর (রা)-এর
ঘ. হযরত আলি (রা)-এর

৬০. হযরত উসমান (রা)-এর আমলে কুরআন তিলাওয়াতে মতানৈক্য দেখা দেওয়ার কারণ কী?
ক. অনাবরদের আরবি ভাষায় অজ্ঞতা
খ. ইসলামি খিলাফতের ব্যাপক বিস্তৃতি
গ. কুরআনের ব্যাপক পরিবর্তন ও পরিবর্ধন
● বিভিন্ন গোত্রীয় রীতিতে কুরআন পাঠ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৬১. কুরআন সংকলনের দায়িত্বপ্রাপ্ত বোর্ডের নেতৃত্ব কার ওপর ন্যস্ত করা হয়?
ক. হযরত উসমান (রা)
খ. হযরত আলি (রা)
● হযরত যায়দ ইবনে সাবিত (রা)
ঘ. হযরত হাসান (রা)

৬২. হযরত যায়দ ইবনে সাবিত (রা) প্রথমে কার কাছ থেকে কুরআনের প্রথম পাণ্ডুলিপিটি সংগ্রহ করেন?
ক. হযরত উসমান (রা)
খ. হযরত আয়েশা (রা.)
গ. হযরত আলি (রা)
● হযরত হাফসা (রা)

৬৩. হযরত যায়দ ইবনে সাবিত প্রথম পাণ্ডুলিপি থেকে আরও কয়টি কপি তৈরি করেন?
ক. ৫
খ. ৬
● ৭
ঘ. ৮

৬৪. কপি তৈরি শেষে মূল পাণ্ডুলিপিটি কার কাছে রাখা হয়? ক. হযরত আয়েশা (রা)
খ. হযরত যয়নব (রা)
● হযরত হাফসা (রা)
ঘ. হযরত মায়মুনা (রা)

৬৫. হযরত উসমান (রা) কুরআনের কয়টি অনুলিপি বিভিন্ন শাসনকেন্দ্রে পাঠিয়েছিলেন?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
● ৭টি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৬৬. কোন খলিফার উদ্যোগে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে মতানৈক্য ছিল তা দূরীভূত হয়?
ক. হযরত উমর (রা)-এর
● হযরত উসমান (রা)-এর
গ. হযরত আলি (রা)-এর
ঘ. হযরত মুয়াবিয়ার

৬৭. কার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কুরআন সংকলিত হয়?
ক. হযরত আবু বকর (রা)-এর
খ. হযরত উমর (রা)-এর
● হযরত উসমান (রা)-এর
ঘ. হযরত আলি (রা)-এর

৬৮. কাকে জামিউল কুরআন বলা হয়?
ক. হযরত আবু বকর (রা)-কে
খ. হযরত উমর (রা)-কে
● হযরত উসমান (রা)-কে
ঘ. হযরত আলি (রা)-কে

৬৯. ‘জামিউল কুরআন’ অর্থ কী?
ক. কুরআন মুখস্থকারী
খ. কুরআন পাঠকারী
● কুরআন একত্রকারী
ঘ. কুরআন প্রচার সমিতি

৭০. আল কুরআন সর্বমোট কতটি পারায় বিভক্ত?
ক. ২০
● ৩০
গ. ৪০
ঘ. ৫০

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৭১. ইশমাম শুরু থেকে শেষ পর্যন্ত আল-কুরআন তিলাওয়াত করেছে। সে কয়টি সূরা পড়েছে?
● ১১৪টি
খ. ১১০টি
গ. ১২০টি
ঘ. ১৩০টি

৭২. আল-কুরআনের আয়াত সংখ্যা কত?
● ৬২৩৬
খ. ৬২৮০
গ. ৬২৩০
ঘ. ৬৬৬০

৭৩. অবতরণের সময় বিবেচনায় কুরআন মজিদের সূরাসমূহ কল্পভাগে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৭৪. সাধারণভাবে মক্কি সূরা কাকে বলে?
ক. যা মদিনায় অবতীর্ণ
খ. যা তায়েফে ভঅবতীর্ণ
● যা মক্কায় অবতীর্ণ
ঘ. যা খায়বারে অবতীর্ণ

৭৫. হিজরতের সময় মদিনায় পৌঁছার আগে নাজিল হওয়া সূরাগুলোর নাম কী?
● মক্কি সূরা
খ. হিজরতি সূরা
গ. মাদানি সূরা
ঘ. মুহাম্মদি সূরা

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৭৬. মক্কি সূরার সংখ্যা কয়টি?
ক. ৮৫
● ৮৬
গ. ৮৩
ঘ. ৮৮

৭৭. কোন সূরাগুলোতে তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে?
ক. বড় সূরায়
● মক্কি সূরায়
গ. শরিয়তের বিধান সম্বলিত সূরায়
ঘ. মাদানি সূরায়

৭৮. মক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?
● শিরক কুফরের পরিচয় বর্ণনা
খ. শরিয়তের বিধানের বর্ণনা
গ. ইবাদতের রীতিনীতির বর্ণনা
ঘ. বিচারব্যবস্থার বিশদ বর্ণনা

৭৯. কোন সূরাগুলো আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূকভাবে ছোট?
ক. ইরানি
খ. মাদানি
গ. ইরাকি
● মক্কি

৮০. প্রসিদ্য বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে কোথায়?
● মক্কি সূরায়া
খ. সহিফায়
গ. মাদানি সূরায়
ঘ. হাদিস প্রশ্নে

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৮১. সাধারণভাবে যে সব সূরা মদিনায় নাজিল হয়েছে তাকে কী বলে?
ক. মক্কি সূরা
● মাদানি সূরা
গ. শান্তির সূরা
ঘ. রহমতের সূরা

৮২. প্রসিদ্ধ মতানুযায়ী যে সব সূরা হিজরতের পরে নাজিল হয়েছে তারে কী সূরা বলে?
ক. মক্কি সূরা
● মাদানি সূরা
গ. ইরানি সূরা
ঘ. ইরাকি সূরা

৮৩. মাদানি সূরার সংখ্যা কয়টি?
ক. ২৭
খ. ২৫
● ২৮
ঘ. ২৬

৮৪. নিচের কোনটি মাদানি সূরার বৈশিষ্ট্য?
● মুনাফিকদের ষড়যন্ত্র উদঘাটন
খ. উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের আলোচনা
গ. শিরক কুফরের পরিচয় বর্ণনা
ঘ. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান

৮৫. জিহাদ কুরআনের একটি সূরা পড়তে গিয়ে সেখানে উত্তরাধিকার সংক্রান্ত আইনের বিস্তারিত বিবরণ জানতে পেল। সে কোন ধরনের সূরা তিলাওয়াত করল? ক. হিজরতপূর্ব
খ. মক্কি
গ. হিজরতকালীন
● মাদানি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৮৬. মাহির আল-কুরআনের মাদানি সূরাগুলো অধ্যয়ন করল। এর ফলে সে কী জানতে পারল?
ক. তাওহিদ ও রিসালাত
খ. অবাধ্যদের পরিণতি
গ. ইয়াতীমের সম্পদ হরণের বর্ণনা
● ফরজ-ওয়াজিবের সুস্পষ্ট বর্ণনা

৮৭. সাদিকা ইবাদতের পদ্ধতি, শরিয়তের সাধারণ নীতিমালা ও হালাল-হারাম সম্পর্কে জানতে চায়। এজন্য তাকে কী অধ্যয়ন করতে হবে?
ক. মক্ক সূরা
● মাদানি সূরা
গ. ইসলামি সাহিত্য
ঘ. ফিকাহ শাস্ত্র

৮৮. ‘তিলাওয়াত’ শব্দের অর্থ কী?
ক. উপলব্ধি করা
● পাঠ করা
গ. শুদ্ধ করা
ঘ. মুখস্থ করা

৮৯. আল-কুরআন পাঠ করাকে ইসলামি পরিভাষায় কী বলা হয়?
● কুরআন তিলাওয়াত
খ. হাফিজি তিলাওয়াত
গ. নাযিরা তিলাওয়াত
ঘ. তাজবিদ

৯০. কুরআন মজিদ দেখে পড়াকে কী তিলাওয়াত বলা হয়? ক. হাফিজিয়া
● নাযিরা
গ. তাজবিদিয়া
ঘ. তারতিলিয়া

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৯১. জনাব আমান বেশি বেশি নেকি ও সাওয়াব অর্জন করতে চান। এ জন্য তাকে কীভাবে কুরআন তিলাওয়াত করতে হবে?
ক. মুখস্থ
● দেখে দেখে
গ. চুপে চুপে
ঘ. একা একা

৯২. কোনটি মানুষের প্রতি আল্লাহর বিশেষ নেয়ামত? ক. তাওরাত
খ. বুখারি
গ. যাবুর
● কুরআন

৯৩. পূর্ণাঙ্গ জ্ঞান-ভাণ্ডার কোনটি?
ক. বুখারি
খ. তাওরাত
গ. তিরমিথি
● কুরআন

৯৪. কুরআনকে বিশ্বকোষ বলা হয় কেন?
● বিধানের অন্য
খ. ভাষার জন্য
গ. বৈজ্ঞানিক জ্ঞানের জন্য
ঘ. ব্যাকরণের জন্য

৯৫. মহান আল্লাহ মহানবি (স)-এর ওপর কুরআন নাজিল করেছেন কেন?
● উপদেশ গ্রহণের জন্য
খ. সালাতে পাঠের জন্য
গ. নিয়মিত তিলাওয়াতের জন্য
ঘ. নিয়মিত গবেষণার জন্য

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

৯৬. ‘নিশ্চয়ই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি।’ আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত?
● কামার
খ. হাশর
গ. ফালাক
ঘ. নাসর

৯৭. কীভাবে আল-কুরআনের শিক্ষা ও জ্ঞান আয়ত্ত করা যাবে?
● গভীর চিন্তা ও গবেষণার মাধ্যমে
খ. নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে
গ. নিয়মিত সালাতে তিলাওয়াতের মাধ্যমে
ঘ. অন্যদের শেখানোর মাধ্যমে

৯৮. কুরআন মজিদ শুদ্ধভাবে পড়তে হলে কোনটি শিখতে হবে?
● তাজবিদ
খ. তাসাউফ
গ. তামজিদ
ঘ. তাশদিদ

৯৯. শিরিন আকতার প্রতিদিন সকালবেলা শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করেন। তার এভাবে তিলাওয়াতকে কী বলে?
● তাজবিদ
খ. আকাইদ
গ. তাশদীদ
ঘ. নাযিরা

১০০. ‘আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে’— এ আয়াতে কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. কুরআনের
খ. তিলাওয়াতের
● তাজবিদের
ঘ. ইবাদতের

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১০১. আল্লাহ তায়ালা কীভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন?
● ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে
খ. উচ্চ শব্দ করে
গ. মমতার সাথে
ঘ. কষ্টের সাথে

১০২. আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করলে কয়টি নেকি পাওয়া যায়?
● এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

১০৩. কুরআন তিলাওয়াতে একটি নেকির পরিমাণ কয় গুণ? ক. পাঁচ
● দশ
গ. পনেরো
ঘ. কুড়ি

১০৪. উম্মতে মুহাম্মদির উত্তম ইবাদত কোনটি?
ক. হজ পালন
খ. তাহাজ্জুদ নামায আদায়
গ. সাওম পালন
● কুরআন তিলাওয়াত

১০৫. কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত কোন হাদিসগ্রন্থে বলা হয়েছে?
ক. বুখারি
খ. মুসলিম
গ. তিরমিযি
● বায়হাকি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১০৬. জনাব ইউসুফ পবিত্র কুরআন তিলাওয়াত করে প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হতে চান। এজন্য তাকে কী করতে হবে?
● মর্মার্থ বুঝে আমল করতে হবে
খ. নিয়মিত তিলাওয়াত করতে হবে
গ. মসজিদে তিলাওয়াত করতে হবে
ঘ. সালাতে তিলাওয়াত করতে হবে

১০৭. হাবিবা তার ঘরকে সূর্যের আলোয় উজ্জ্বল রাখতে চায়। এ ক্ষেত্রে তার করণীয় কী?
● ঘরে কুরআন তিলাওয়াত করা
খ. ঘরটিকে মক্তবে পরিণত করা
গ. ফরজ সালাত ঘরে পড়া
ঘ. বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা

১০৮. শানে নুযুল’ অর্থ কী?
● অবতরণের কারণ
খ. পাঠের কারণ
গ. সমাধানের কারণ
ঘ. সাহায্যের কারণ

১০৯. কুরআনের আয়াত বা সূরা নাজিলের কারণ বা পটভূমিকে কী বলে?
ক. শানে ফুজুল
খ. শানে উরুদ
● শানে নুযুল
ঘ. শানে দুরুদ

১১০. ‘সূরা আশ-শামস’ কোন সূরার অন্তর্ভুক্ত?
● মজি
খ. মাদানি
গ. তায়েফি
ঘ. হিজাযি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১১১. সূরা আশ-শামসের আয়াত সংখ্যা কত?
ক. ৮
খ. ১০
● ১৫
ঘ. ২০
১১২. কোন শব্দ থেকে সূরা ‘আশ-শামস’ নামকরণ হয়েছে? ● শামস
খ. কামার
গ. সুমুস
ঘ. খুমুস

১১৩. পবিত্র কুরআনের ৯১তম সূরা কোনটি?
ক. আদ-দুহা
● আশ-শামস
গ. আল-মাউন
ঘ. আন-নাস

১১৪. আশ-শামস শব্দের অর্থ কী?
ক. দিন
● সূর্য
গ. রাত
ঘ. চন্দ্র

১১৫. আন-নাহারু শব্দের অর্থ কী?
ক. সূর্য
খ. চন্দ্র
● দিন
ঘ. আকাশ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১১৬. আশ-শামস সূরার শুরুতে কীসের শপথ করা হয়েছে? ক. নক্ষত্রের
● সূর্যের
গ. চন্দ্রের
ঘ. তারার

১১৭. সূরা শামস-এর বর্ণনা ধারাকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ

১১৮. সূরা আশ-শামসের দ্বিতীয় ভাগে আল্লাহ তায়ালা কাদের অবস্থা বর্ণনা করেছেন?
ক. ফেরেশতাদের
● মানুষের
গ. পশু-পাখির
ঘ. জীব-জন্তুর

১১৯. সূরা আশ-শামসের শেষ ভাগে আল্লাহ কী বর্ণনা করেছেন?
ক. মানুষের অবস্থা
খ. মানুষের সফলতা
● মানুষের ব্যর্থতা
ঘ. মানুষের পরিণতি

১২০. সূরা আশ-শামসের শেষ ভাবে আল্লাহ কী বর্ণনা করেছেন?
ক. মানুষের অবস্থা
● মানুষের ব্যর্থতা
গ. মানুষের সফলতা
ঘ. মানুষের পরিণতি

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১২১. সূরা আশ-শামসে আল্লাহ কোন সম্প্রদায়ের উদাহরণ তুলে ধরেছেন?
ক. আদ
খ. বনি ইসরাইল
● ছামুদ
ঘ. কুরাইশ

১২২. হামুদ সম্প্রদায়ের সমূলে ধ্বংস হওয়ার কারণ কী? ক. অভ্যন্তরীণ কোন্দল
খ. শত্রুদের সাথে যুদ্ধ
● আল্লাহর অবাধ্যতা
ঘ. ভয়াবহ ভূমিকম্প

১২৩. মিজান অসৎ কর্মের পরিণতি জেনেও নিজেকে পাপাচারে জড়িয়ে ফেলেছে। কোন সূরার শিক্ষার অভাবে সে এরূপ কাজে জড়িয়ে পড়েছে?
ক. আল-কদর
খ. আল-মাউন
গ. আদ-দুহা
● আশ-শামস

১২৪. মানুষকে ভালো-মন্দ, সৎকর্ম-অসৎ কর্মের জ্ঞান দান করেন কে?
● মহান আল্লাহ
খ. আদম (আ)
গ. ইবরাহিম (আ)
ঘ. ঈসা (আ)

১২৫. জনাব ইমদাদ নিজেকে সৎকর্মে নিয়োজিত করেছেন। কোন সূরার শিক্ষার প্রভাবে তিনি এরূপ করেছেন? ● আশ-শামস
খ. আল-মাউন
গ. আল-কদর
ঘ. আদ-দুহা

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১২৬. শরিয়ত হলো মানব জাতির জন্য-
i. সার্বিক জীবনব্যবস্থা
ii. সুদৃঢ় ও সুস্পষ্ট পথ
iii. অসমাপ্ত জীবনব্যবস্থা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৭. শরিয়ত বলতে বোঝায়—
i. ইসলামি কার্যনীতি
ii. ইসলামি জীবনপদ্ধতি
iii. প্রচলিত কার্যনীতি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১২৮. শরিয়তের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত
i. আকিদাগত বিধান
ii. নৈতিকতা বিষয়ক নীতি
iii. বাস্তব কাজের নীতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৯. প্রকৃত মুসলিম হওয়ার জন্য প্রয়োজন –
i. শরিয়তের বিধানের ওপর ইমান আনা
ii. সামগ্রিকভাবে শরিয়ত পালন করা
iii. কিতাবের কিছু অংশ বিশ্বাস করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩০. শরিয়ত আমাদের শিক্ষা দেয়—
i. উত্তম চরিত্র ও নৈতিকতার
ii.. চিরস্থায়ী জীবনযাপনের উপায়
iii. ইহ-পরকালীন কল্যাণ লাভের উপায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১৩১. মহান আল্লাহ কুরআন-
i. সংরক্ষণ করেছেন
ii. নাজিল করেছেন
iii. প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করেছেন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩২. কুরআন সংরক্ষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ-
i. এটি সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ
ii. এতে মানুষের সার্বিক জীবন বিধান বিদ্যমান
iii. এটি একমাত্র ঐশীগ্রন্থ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১৩৩. মহানবি (স)-এর সময়ে আল-কুরআন সংরক্ষণ করা হয়—
i. লিখিতভাবে
ii. গ্রন্থাকারে
iii. মুখস্থের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. হযরত উসমান (রা)-এর সময়ে কুরআন তিলাওয়াতে মতানৈক্যের কারণ—
i. বিভিন্ন গোত্রীয় রীতিতে কুরআন পাঠ
ii. আরবদের সাতটি রীতিতে কুরআন পাঠ iii.অনারবদের ঐ রীতিসমূহে অসচেতনতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. কুরআন সংকলন করে এর কপি প্রতিটি কেন্দ্রে দেওয়ার ফলে—
i. আল-কুরআন বিকৃতির হাত থেকে রক্ষা পায়
ii. তিলাওয়াতে মতানৈক্য দূর হয়। ঘটে
iii. ইসলামি খিলাফতের বিস্তৃতি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

১৩৬. কুরআন মজিদ শিখতে হলে প্রথমে তা―
i. দেখে পাঠ করতে হয়
ii. মুখস্থ করতে হয়
iii. তাজবিদ শিখে নিতে হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. আল্লাহ তায়ালা সূরা সা’দের ২৯ নম্বর আয়াতে কুরআন নাজিল কারণ সম্পর্কে বলেছেন—
i. আয়াতসমূহ অনুধাবন করা
ii. বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণের উপদেশ গ্রহণ করা
iii. নামাযে তিলাওয়াত করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. জিয়াদ আল-কুরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করতে চা এজন্য তাকে কুরআন পড়তে হবে—
i. বুঝে শুনে
ii. চিন্তা-গবেষণা সহকারে
iii. সুন্দর সুরে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. জনাব উবাইদুল চান কিয়ামতের দিন তার পিতা-মাতাকে উজ্জ্বল মুকু পরানো হোক। এ জন্য তার করণীয় হবে—
i. কুরআন তিলাওয়াত করা
ii. কুরআন অনুযায়ী আমল করা
iii. প্রতি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রফিক প্রতিদিন সালাতে কুরআনের বড় বড় সূরা থেকে আয়াত পাঠ করেন। তিনি পবিত্র কুরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন।

১৪০. হাদিস অনুযায়ী রফিকের ইবাদতটি কোন ধরনের?
● উত্তম
খ. পবিত্র
গ. প্রশংসনীয়
ঘ. সাহসী

১৪১. জনাব রফিকের সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে-
i. বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত
ii. তাজবিদ সহকারে তিলাওয়াত
iii. নাযিরা তিলাওয়াত
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রায়হান তার ঘরকে উজ্জ্বল রাখার জন্য নিয়মিত একটি আমল করার জন্য সবাইকে অনুরোধ করেন। এটা শুনে পরিবারের সবাই তা আমল করার সিদ্ধান্ত নেয়।

১৪২. জনাব রায়হান কোন আমলের প্রতি ইঙ্গিত করেছেন? ● কুরআন তিলাওয়াত
খ. নফল রোযা রাখা
গ. তাহাজ্জুদ নামায আদায়
ঘ. দান করা

১৪৩. জনাব রায়হানের পরিবারের সদস্যরা এ আমলটি করবেন-
i. বিশুদ্ধভাবে
ii. ধীরে ধীরে
iii. মুখস্থ করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment