নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ : ইতিহাস পরিচিতি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

১. ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. সময়ের
● যুগের
গ. বছরের
ঘ. শতাব্দীর

২. কাল বিভাজনের তারতম্য লক্ষ করা যায় কীভাবে?
ক. স্থানভেদে
● অঞ্চলভেদে
গ. গোত্রভেদে
ঘ. জাতিভেদে

৩. খ্রিস্টীয় কত শতকের পূর্বপর্যন্ত সময়কে বাংলার প্রাচীন যুগ ধরা হয়?
ক. এগারো
খ. বারো
● তেরো
ঘ. চৌদ্দ

৪. প্রাচীন যুগে বাংলা বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝানো হতো?
ক. বাংলাদেশ ও পূর্ববঙ্গ
● বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ
গ. বাংলাদেশ ও উত্তরবঙ্গ
ঘ. বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ

৫. প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
● অনেকগুলো

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৬. প্রাচীনযুগে বিভিন্ন অঞ্চলের শাসকগণ কীভাবে শাসন করতেন?
ক. পূর্বপুরুষদের অনুকরণে
খ. ধর্মের ভিত্তিতে
গ. অঞ্চলের ভিত্তিতে
● যার যার মতো করে

৭. প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
ক. সমতট
খ. বঙ্গ
● জনপদ
ঘ. হরিকেল

৮. গৌড়ের উল্লেখ দেখা যায়৷ সর্বপ্রথম কার গ্রন্থে?
● পাণিনির
খ. ইংসির
গ. হেরোডোটাসের
ঘ. মিহিরের

৯. গৌড় কিসের নাম?
ক. প্রাচীন যুগের
● জনপদের
গ. প্রাচীন ইতিহাসের
ঘ. বিখ্যাত ব্যক্তির

১০. অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
ক. হেরোডোটাস
খ. কালিদাস
গ. পাণিনি
● কৌটিল্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

১১. গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. বৈদিক সাহিত্যে
খ. মহাভারতে
● অর্থশাস্ত্রে
ঘ. পুরাণে

১২. গৌড়ের নাগরিকদের বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
ক. কৌটিল্যের
● ব্যাৎসায়নের
গ. পাণিনির
ঘ. হর্ষবর্ধনের

১৩. কার শিলালিপি হতে প্রমাণিত হয় যে, সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না?
ক. পাণিনির
খ. হেরোডোটাসের
● হর্ষবর্ধনের
ঘ. র‍্যাপসনের

১৪. শশাংকের রাজধানীর নাম কী ছিল?
● কর্ণসুবর্ণ
খ. বঙ্গ
গ. হরিকেল
ঘ. পুণ্ড্র

১৫. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
● গৌড়ের
খ. বঙ্গের
গ. হরিকেলের
ঘ. পুণ্ড্রের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

১৬. উত্তর ভারতের কোন অঞ্চলে গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?

ক. দক্ষিণ অঞ্চল
খ. পূর্ব অঞ্চল
গ. পশ্চিম অঞ্চল
● বিস্তীর্ণ অঞ্চল

১৭. গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো-
● পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন
খ. উন্নত যন্ত্রপাতির আবিষ্কার
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সভ্যতার উৎকর্ষ সাধন

১৮. কত শতকে শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ ছিল?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
● ৭ম
ঘ. ৮ম

১৯. মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
ক. প্রাচীন যুগের
খ. মধ্য যুগের
গ. আদিম যুগের
● মুসলমান যুগের

২০. সর্বশেষ গৌড় বলতে কাকে বোঝাত?
ক. পূর্ব বাংলাকে
খ. পশ্চিম বাংলাকে
গ. দক্ষিণ বাংলাকে
● সমগ্র বাংলাকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

২১. বশ কী?
● প্রাচীন জনপদ
খ. দেশের নাম
গ. মুদ্রার নাম
ঘ. আধুনিক জনপদ

২২. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে কোন জনপদের প্রতিবেশী বলা হয়েছে?
ক. গৌড়
● মগধ ও কলিঙ্গ
গ. সমতট
ঘ. পুন্ড্র

২৩. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
ক. গৌড়
খ. হরিকেল
● বঙ্গ
ঘ. বরেন্দ্র

২৪. অনুমান করা হয় বঙ্গ একটি-
ক. গোত্রের নাম
খ. উপজাতির নাম
● জাতির নাম
ঘ. অঞ্চলের নাম

২৫. প্রাচীনকালে গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকে কী বলা হতো?
ক. চন্দ্রদ্বীপ
খ. হরিকেল
গ. তাম্রলিপ্ত
● বঙ্গ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

২৬. বঙ্গের আয়তন সংকুচিত হয়ে পড়ে কখন?
● পাল ও সেনবংশীয় রাজাদের আমলে
খ. সুলতানি আমলে
গ. মুসলিম আমলে
ঘ. পাকিস্তানি আমলে

২৭. পাল বংশের শেষ পর্যায়ে বা ক্যাটি জনপদে বিভক্ত হয়ে যায়?
● দুটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. পাঁচটি

২৮. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ বিভক্ত হয়ে কী নাম ধারণ করে?
ক. উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ
● উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গ
গ. উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গ
ঘ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

২৯. উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. বদ্বীপ
খ. বিক্রমপুর
গ. নাব্য
● পদ্মা

৩০. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৩১. বর্তমানে অস্তিত্ব নেই নিচের কোন জায়গাটির?
ক. পদ্মা
খ. বদ্বীপ
গ. বিক্রমপুর
● নাব্য

৩২. বাঙালি জাতির উৎপত্তির সাথে সাদৃশ্য রয়েছে?
ক. গৌড়
খ. বরেন্দ্র
● বঙ্গ
ঘ. পুন্ড্র

৩৩. বিক্রমপুর ও নাব্য কিসের নাম?
ক. দুটি গোত্রের নাম
খ. দুটি গ্রামের নাম
গ. দুটি জাতির নাম
● দুটি অঞ্চলের নাম

৩৪. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি?
ক. গৌড়
খ. হরিকেল
গ. বঙ্গ
● পুণ্ড্র

৩৫. পুণ্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
ক. আর্য
খ. মহেঞ্জোদারো
● পুণ্ড্র
ঘ. গৌড়

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৩৬. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
ক. বাঙালি
খ. সাওতালি
গ. মারমা
● পুণ্ড্র

৩৭. পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী?
ক. মুর্শিদাবাদ
খ. বিক্রমপুর
গ. কর্ণসুবর্ণ
● পুণ্ড্রনগর

৩৮. পুণ্ড্রনগরের পরবর্তীকালে কী নাম হয়?
ক. বগুড়া
খ. রাজশাহী
গ. দিনাজপুর
● মহাস্থানগড়

৩৯. অশোকের রাজত্বকাল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● খ্রিস্টাব্দে, ২৭৩-২৩২ অব্দ
খ. খ্রিস্টাব্দে, ২৭৩-২৩১ অব্দ
গ. খ্রিস্টাব্দে, ২৭৩-২৩০ অব্দ
ঘ. খ্রিস্টাব্দেপ, ২৭৩-২২৩ অব্দ

৪০. কার শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
ক. কেশব সেনের
খ. বিশ্বরূপ সেনের
গ. ধর্মপালের
● সম্রাট অশোকের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৪১. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে নিচের কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ?
ক. গৌড়
খ. বঙ্গ
গ. সমতট
● পুন্ড্র

৪২. বগুড়া হতে কত মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন?
ক. পাঁচ মাইল
খ. ছয় মাইল
● গ. সাত মাইল
ঘ. আট মাইল

৪৩. সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে পুত্র কিসে রূপান্তরিত হয়?
● পুণ্ড্রবর্ধনে
খ. মহাস্থানগড়ে
গ. হরিকেলে
ঘ. সমতটে

৪৪. কত শতকের লেখকেরা হরিকেল নামে এক জনপদের বর্ণনা করেছেন?
ক. পাঁচ শতকের
খ. ছয় শতকের
● সাত শতকের
ঘ. আট শতকের

৪৫. সাত শতকের লেখকেরা কী নামের জনপদের বর্ণনা করেছেন?
ক. গৌড়
খ. বঙ্গ
● হরিকেল
ঘ. পুন্ড্র

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৪৬. ইংসিং কোন দেশের ভ্রমণকারী?
ক. ভারতীয়
খ. রাশিয়া
গ. আমেরিকা
● চীনা

৪৭. চীনা ভ্রমণকারী ইৎসি-এর মতে হরিকেল ছিল কোথায়?
● পূর্ব ভারতের শেষ সীমানায়
খ. পশ্চিম ভারতের শেষ সীমানায়
গ. দক্ষিণ ভারতের শেষ সীমানায়
ঘ. উত্তর ভারতের শেষ সীমানায়

৪৮. কত শতক পর্যন্ত হরিকেল একটি যন্ত্র রাজ্য  ছিল?
ক. সাত
খ. আট
গ. নয়
● এগারো

৪৯. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
ক. ধর্মপাল
খ. দেবপাল
● ত্রৈলোক্যচন্দ্র
ঘ. দেবেন্দ্র

৫০. অনেকে সিলেটের সাথে কাকে অভিন্ন বলে মনে করেন?
ক. গৌড়কে
খ. বঙ্গকে
গ. পুণ্ড্রকে
● হরিকেলকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৫১. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে কার অবস্থান ছিল?
ক. পুড়ের
খ. হরিকেলের
● সমতটের
ঘ. বরেন্দ্রর

৫২. সমতট অঞ্চলটি কেমন ছিল?
ক. উঁচু ভূমি
খ. নিম্নভূমি
গ. আর্দ্র উঁচু ভূমি
● আর্দ্র নিম্নভূমি

৫৩. কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কার প্রাচীন নাম?
● কুমিল্লার
খ. নোয়াখালীর
গ. চট্টগ্রামের
ঘ. ফেনীর

৫৪. কোন অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল?
ক. কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া
● কুমিল্লা-নোয়াখালী
গ. কুমিল্লা-ফেনী
ঘ. কুমিল্লা-চট্টগ্রাম

৫৫. সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান কোন জেলা ছিল সমতটের অন্যতম অংশ?
ক. কুমিল্লা
খ. নোয়াখালী
গ. বরিশাল
● ত্রিপুরা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৫৬. গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
ক. তাম্রলিপ্ত
খ. চন্দ্রদ্বীপ
গ. বরেন্দ্র
● সমতট

৫৭. কুমিল্লা শহর থেকে বড় কামতার দূরত্ব কত?
ক. ১০ মাইল
খ. ১১ মাইল
● ১২ মাইল
ঘ. ১৩ মাইল

৫৮. সমতটের রাজধানী ছিল কোথায়?
ক. কুমিল্লা
খ. আনন্দবিহার
● বড় কামতা
ঘ. ময়নামতি

৫৯. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
● সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম

৬০. বরেন্দ্র কোন বঙ্গের জনপদ ছিল?
● উত্তর
খ. পূর্ব
গ. দক্ষিণ
ঘ. পশ্চিম

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৬১. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
ক. গৌড়
খ. বঙ্গের
● পুণ্ড্রবর্ধনের
ঘ. সমতটের

৬২. পুণ্ড্রনগরের অবস্থান ছিল কোথায়?
ক. ভারতের শেষ সীমানায়
খ. কুমিল্লায়
গ. বঙ্গের কাছাকাছি
● বরেন্দ্র এলাকায়

৬৩. এক সময় সমগ্র এলাকা কী নামে পরিচিত হতো?
ক. ম্রলিপ্ত
খ. চন্দ্রদ্বীপ
গ. হরিকেল
● বরেন্দ্র

৬৪. প্রাচীন বাংলার ইতিহাসে কাকে জনপদের মর্যাদা দেওয়া হয়?
ক. পুণ্ড্রকে
খ. বঙ্গকে
গ. সমতটকে
● বরেন্দ্রকে

৬৫. তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত ছিল?
● হরিকেলের উত্তরে
খ. হরিকেলের দক্ষিণে
গ. হরিকেলের পূর্বে
ঘ. হরিকেলের পশ্চিমে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৬৬. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. চব্বিশ পরগনা
● মেদিনীপুর জেলার তমলুক
গ. ত্রিপুরা
ঘ. আসাম-মিজোরাম

৬৭. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক. খুব উঁচু
খ. খুব নিচু
● নিচু ও আর্দ্র
ঘ. উঁচু ও আর্দ্র

৬৮. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল?
ক. ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
● নৌবাণিজ্যের কেন্দ্র
গ. কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
ঘ. কাপড়ের বাণিজ্যকেন্দ্র

৬৯. হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থল হতে কত মাইল দূরে তাম্রলিপ্তের অবস্থান ছিল?
ক. ১০ মাইল
খ. ১১ মাইল
● ১২ মাইল
ঘ. ১৩ মাইল

৭০. তাম্রলিপ্ত কত শতক হতে দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে?
ক. পাঁচ
খ. ছয়
● সাত
ঘ. আট

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৭১. কত শতকের পর হতে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
ক. সাত শতকের
● আট শতকের
গ. নয় শতকের
ঘ. দশ শতকের

৭২. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্বনাম?
● বরিশাল
খ. নোয়াখালী
গ. কুমিল্লা
ঘ. চাঁদপুর

৭৩. বর্তমান কোন জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র?
ক. পটুয়াখালী
● বরিশাল
গ. বগুড়া
ঘ. নওগাঁ

৭৪. বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল?
ক. পুণ্ড্র
খ. বঙ্গ
গ. গৌড়
● চন্দ্রদ্বীপ

৭৫. সপ্তম শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ এলাকাকে কে সংঘবদ্ধ করেন?
ক. দেবপাল
খ. মহীপাল
গ. ধর্মপাল
● শশাংক

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৭৬. বাংলা কয়টি জনপদ নামে পরিচিত হতো?
ক. দুটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৭৭. প্রাচীন বাংলার শাসকগণ কীভাবে একাধিক জনপদের শাসন ক্ষমতা গ্রহণ করতেন?
● আধিপত্য বিস্তারের মাধ্যমে
খ. যুদ্ধে পরাজিত করে
গ. যোগ্যতাবলে
ঘ. প্রশাসন দেখিয়ে

৭৮. গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
● চতুর্থ

৭৮. গৌড়ের সীমানা বলে মনে করা হয়-
ⅰ.  মালদহ
ⅱ. মুর্শিদাবাদ
ⅲ. বর্ধমান
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

৭৯. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছে-
ⅰ.  গৌড় জনপদের
ⅱ. মগধ জনপদের
ⅲ. কলিফা জনপদের
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮০. বঙ্গের আয়তন সংকুচিত হওয়ার ক্ষেত্রে যুক্তিযুক্ত-
ⅰ.  পাল রাজাদের শাসনামল
ⅱ. মুসলিম রাজাদের শাসনামল
ⅲ. সেন রাজাদের শাসনামল
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৮১. প্রাচীন শিলালিপিতে পাওয়া দুটি অঞ্চলের নাম হিসেবে আমরা জানব –
ⅰ.  পরগণা
ⅱ. বিক্রমপুর
ⅲ. নাব্য
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল-
ⅰ.  ফরিদপুরের নিম্ন জলাভূমি
ⅱ. বরিশালের নিম্ন জলাভূমি
ⅲ. পটুয়াখালীর নিম্ন জলাভূমি
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

৮৩. পুণ্ড্র জাতির কথা উল্লেখ আছে –
ⅰ. অর্থশাস্ত্রে
ⅱ. বৈদিক সাহিত্যে
ⅲ. মহাভারতে
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৪. পুণ্ড্রবর্ধন কোন জেলা জুড়ে বিস্তৃত ছিল-
ⅰ. বগুড়া
ⅱ. দিনাজপুর
ⅲ. রাজশাহী
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

৮৫. সমতটের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত-
ⅰ.  পশ্চিম বাংলায় ছিল সমতটের অবস্থান
ⅱ. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম
ⅲ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৮৬. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান?
ⅰ.  গঙ্গা
ⅱ. পদ্মা
ⅲ. করতোয়া
ক. ⅰ ও ⅱ    ● ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৭. তাম্রলিপ্ত জনপদের ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ.  হরিকেলের উত্তরে অবস্থিত ছিল
ⅱ. বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল প্রাণকেন্দ্র
ⅲ. নৌ চলাচলের জন্য জায়গাটি ছিল খুবই উত্তম
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

৮৮. বাংলা জনপদ নামে পরিচিত হতো—
ⅰ.  পুণ্ড্রবর্ধন
ⅱ. গৌড়
ⅲ. বঙ্গ
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. শশাংক ও পাল রাজারা সমগ্র পশ্চিমবঙ্গের রাজা হয়েও পরিচয় দিতেন—
ⅰ.  দণ্ডভুক্তি বলে
ⅱ. রাঢ়াধিপতি বলে
ⅲ. গৌড়েশ্বর বলে
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ?
ⅰ.  পুণ্ড্র
ⅱ. গৌড়
ⅲ. বঙ্গ
● ⅰ    খ. ⅲ  গ. ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯১ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও :

অনিক একটি টি-শার্ট গায়ে দিয়েছে। এতে লেখা আছে “হরিকেল, সমতট, বরেন্দ্র ও চন্দ্রদ্বীপ যাই ঘুরে আসি।

৯১. টি-শার্টের গায়ে যে স্থানগুলোর নাম লেখা ছিল সেগুলো পরিচয় বহন করে?
ক. পিকনিক স্পট
● প্রাচীন জনপদ
গ. ঐতিহাসিক স্থান
ঘ. প্রাচীন সভ্যতা

৯২. আয়তনের দিক দিয়ে আলোচ্য জনপদগুলোর মধ্যে ক্ষুদ্র জনপদ কোনটি?
● চন্দ্রদ্বীপ
খ. বরেন্দ্র
গ. সমতট
ঘ. হরিকেল

৯৩. উদ্দীপকে উল্লিখিত সমতট জনপদটির ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ.  নৌ চলাচলের জন্য উত্তম
ⅱ. আর্দ্র নিম্নভূমি
ⅲ. সাত শতকে বড় কামতা রাজধানী ছিল
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  ● ⅱ ও ⅲ   ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯৪ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :

রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মুরাদের দুর্বলতার কারণে পার্শ্ববর্তী জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এসহাক মিয়া রায়পুরের কিছু অংশ তাদের আওতায় নিয়ে নেয়। মুরাদের পরে রায়পুরের চেয়ারম্যান হয় শহিদ মিয়া। তিনি রায়পুর ইউনিয়নকে দুভাগে ভাগ করেন। কিন্তু ঐ সময়ে জয়পুর ইউনিয়নের মধ্যে জাতীয় চেতনার উদ্ভব ঘটে।

৯৪. উদ্দীপকের আলোচনায় কোন জনপদের ইঙ্গিত রয়েছে?
ক. গৌড়
● বঙ্গ
গ. হরিকেল
ঘ. পুন্ড্র

৯৫. উক্ত জনপদটি কোন শাসনামলে দুভাগে বিভক্ত করা হয়?
● পাল শাসনামল
খ. সুলতানি শাসনামল
গ. সেন শাসনামল
ঘ. মুঘল শাসনামল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় অধ্যায় MCQ

৯৬. জয়পুর ইউনিয়নের সাথে উক্ত জনপদের মিল রয়েছে—
ⅰ.  আয়তন সংকুচিত
ⅱ. দুভাগে বিভক্ত
ⅲ. জাতির উৎপত্তি
ক. ⅰ ও ⅱ    খ. ⅰ ও ⅲ  গ. ⅱ ও ⅲ   ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment