নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১. পাকিস্তানের কত শতাংশ লোক পূর্ব বাংলার ছিল?
ক. ৫০%
খ. ৫৩%
গ. ৫৪%
● ৫৬%

২. পলাশী যুদ্ধ হয় কত সালে?
● ১৭৫৭ সালে
খ. ১৭৫৮ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৫৯ সালে

৩. কত সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৬৬ সালে
● ১৯৪০ সালে
ঘ. ১৯৫২ সালে

৪. ভাগ কর ও শাসন কর । এ নীতি কাদের সৃষ্টি?
ক. মুঘলদের
খ. তুর্কিদের
গ. আফগানদের
● ব্রিটিশদের

৫. বাংলার স্যার সৈয়দ আহমদ কে?
ক. সৈয়দ আমীর আলী
খ. সৈয়দ আমির আহমদ
গ. হাজী মুহসীন
● নওয়াব আব্দুল লতিফ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৬. কোন সালে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
● ১৮৫৭
খ. ১৮৫২
গ. ১৯২২
ঘ. ১৯৫৭

৭. বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল?
ক. ১৯২২
খ. ১৯৫৭
● ১৯০৫
ঘ. ১৯০৬

৮. লক্ষ্মৌ চুক্তি কত সালে পাস হয়?
ক. ১৯০৬
খ. ১৯০৯
● ১৯১৬
ঘ. ১৯১৯

৯. ১৯৩৭ সালের নির্বাচনে কোন দল জয়ী হয়?
● ভারতীয় কংগ্রেস
খ. মুসলিম লীগ
গ. যুক্তফ্রন্ট
ঘ. পিপলস পার্টি

১০. লাহোর প্রস্তাব কত তারিখে পাঠ করা হয়?
ক. ২১শে ফেব্রুয়ারি
খ. ২৬শে মার্চ
● ২৩শে মার্চ
ঘ. ২৩শে এপ্রিল

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১১. ১৯৪০ সালে লাহোর প্রস্তাব পেশ করেন কে?
ক. বাংলার সচিব
● বাংলার মুখ্যমন্ত্রী
গ. বাংলার গভর্নর
ঘ. বাংলার অর্থমন্ত্রী

১২. কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. শহীদ সোহরাওয়ার্দী
● এ. কে. ফজলুল হক
ঘ. মোহাম্মদ আলী

১৩. মূল লাহোর প্রস্তাব কখন সংশোধন করা হয়?
● ১৯৪৬ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৫২ সালে

১৪. কত সালে ভারত স্বাধীনতা আইন পাস হয়?
ক. ১৯৪৫ সালে
● ১৯৪৭ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৬ সালে

১৫. ভারত স্বাধীনতা আইনে কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১৬. ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪৩ সালে
● ১৯৪৭ সালে
ঘ. ১৯৫২ সালে

১৭. ভারত স্বাধীনতা আইনে কিসের অবসান ঘটে?
ক. ব্রিটিশ সংবিধানের
খ. পর্তুগিজ সংবিধানের
গ. ব্রিটিশ কাউন্সিলের
● ব্রিটিশ শাসনের

১৮. ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
● নূরুল আমিন
খ. লিয়াকত আলী খান
গ. খাজা নাজিমুদ্দীন
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

১৯. উর্দু পাকিস্তানের কোন অঞ্চলের মাতৃভাষা ছিল?
ক. পাঞ্জাব
খ. বেলুচিস্তান
গ. ইসলামাবাদ
● কোনো অঞ্চলই নয়

২০. পাকিস্তানের শতকরা কতজনের মাতৃভাষা বাংলা ছিল?
ক. ৫০ জন
খ. ৫২ জন
গ. ৫৪ জন
● ৫৬ জন

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

২১. কত সালে ভাষা আন্দোলন শুরু হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫২ সালে
● ১৯৪৮ সালে
ঘ. ১৯৩৯ সালে

২২. কখন পাকিস্তান গণপরিষদের অধিবেশন শুরু হয়? ১৯৪৮ ● ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি
খ. ১৯৪৮ সালের ২৩শে এপ্রিল
গ. ১৯৪৮ সালের ২৩শে মার্চ
ঘ. ১৯৪৮ সালের ২৩শে মে

২৩. বাংলাকে পাকিস্তানের গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন কে?
ক. নবাব সলিমুল্লাহ
খ. ফজলুল হক
● ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. শেখ মুজিবুর রহমান

২৪. ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. খাজা নজিমুদ্দীন
খ. নুরুল আমিন
● মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. লিয়াকত আলী খান

২৫. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. লিয়াকত আলী খান
গ. এ. কে. ফজলুল হক
● খাজা নাজিমুদ্দীন

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

২৬. কত সালের কত তারিখে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে?
● ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
খ. ১৯৫২ সালের ২১শে জানুয়ারি
গ. ১৯৫০ সালে ২১শে ফেব্রুয়ারি
ঘ. ১৯৪৮ সালের ২১শে ফেব্রুয়ারি

২৭. কত সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৬৩ সালে
● ১৯৬২ সালে
ঘ. ১৯৬৪ সালে

২৮. কত সালে গণপরিষদ বাতিল করা হয়?
● ১৯৫৪
খ. ১৯৫৭
গ. ১৯৫৮
ঘ. ১৯৬৯

২৯. দ্বিতীয় গণপরিষদ গঠন হয় কত সালে?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
● ১৯৫৫ সালে
ঘ. ১৯৫৬ সালে

৩০. দ্বিতীয় গণপরিষদে পূর্ব বাংলা থেকে কতজন সদস্য ছিল?
● ৪০ জন
খ. ৪২ জন
গ. ৪৮ জন
ঘ. ৫০ জন

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৩১. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক. আওয়ামী লীগ
খ. কৃষক পার্টি
গ. মুসলিম লীগ
● যুক্তফ্রন্ট

৩২. কত সালে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
● ১৯৫৪
খ. ১৯৫৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৪৮

৩৩. যুক্তফ্রন্টের কত দফা কর্মসূচি ছিল?
ক. ৬ দফা
● ২১ দফা
গ. ২২ দফা
ঘ. ১১ দফা

৩৪. ১৯৫৪ সালের নির্বাচনে আইন পরিষদের সদস্যসংখ্যা কত?
ক. ৩০৮টি
খ. ৩০৭টি
গ. ৩০৫টি
● ৩০৯টি

৩৫. সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
● ২২৩টি
খ. ২৩০টি
গ. ২৩৬টি
ঘ. ২০৯টি

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৩৬. কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?
● এ. কে. ফজলুল হক
খ. মওলানা ভাসানী
গ. নওয়াব আব্দুল লতিফ
ঘ. শেখ মুজিবুর রহমান

৩৭. ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে কার চরম পরাজয় ঘটে?
ক. আওয়ামী মুসলিম লীগ
● মুসলিম লীগ
গ. পিপলস পার্টি
ঘ. নেজামে ইসলাম পার্টি

৩৮. কত দিন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ক্ষমতায় ছিল?
ক. ৫৩
খ. ৫৪
● ৫৬
ঘ. ৫৮

৩৯. মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে?
● আইয়ুব খান
খ. ইয়াহিয়া খান
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. নুরুল হক

৪০. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব গ্রহণ করেন?
● শহীদ সোহরাওয়ার্দী
খ. আব্দুল হামিদ খান ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. আজম খান

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৪১. ১৯৬৬ সালের কত তারিখে ছয় দফা কর্মসূচি পেশ করা হয়?
ক. ৫-৬ই জানুয়ারি
● ৫-৬ই ফেব্রুয়ারি
গ. ৫-৬ই মার্চ
ঘ. ৫-৬ই এপ্রিল

৪২. কত সালের পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৯০ সালে
● ১৯৬৫ সালে

৪৩. কে ছয় দফা কর্মসূচি পেশ করেন?
ক. হোসেন সোহরাওয়ার্দী
খ. মওলানা ভাসানী
● শেখ মুজিবুর রহমান
ঘ. এ. কে. ফজলুল হক

৪৪. ছয় দফা কী?
ক. শিক্ষা সনদ
খ. বিজয় সনদ
● মুক্তি সনদ
ঘ. শক্তি সনদ

৪৫. ছয় দফা কর্মসূচিকে আইয়ুব খান কী হিসেবে আখ্যায়িত করেন?
ক. গণতান্ত্রিক আন্দোলন
খ. নিয়মতান্ত্রিক আন্দোলন
গ. সন্ত্রাসবাদী আন্দোলন
● বিচ্ছিন্নতাবাদী আন্দোলন

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৪৬. ছয় দফাকে চিহ্নিত করা হয় বাঙালির-
ক. স্বায়ত্তশাসন হিসেবে
খ. গণ-অভ্যুত্থানের কারণ হিসেবে
গ. বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে
● ম্যাগনাকার্টা হিসেবে

৪৭. আগরতলা মামলার প্রধান আসামি কাকে করা হয়?
ক. শহীদ সোহরাওয়ার্দী
খ. মওলানা ভাসানী
● শেখ মুজিবুর রহমান
ঘ. আজম খান

৪৮. কত সালে আগরতলা মামলা করা হয়?
ক. ১৯৫৬ সালে
● ১৯৬৮ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭১ সালে

৪৯. ১৯৬৯ সাল কী জন্য বিখ্যাত?
● বাংলাদেশের গণ-অভ্যুত্থান
খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
গ. ভারতের স্বাধীনতা সংগ্রাম
ঘ. আমেরিকার স্বাধীনতা সংগ্রাম

৫০. এগারো দফা কর্মসূচি নিয়ে কারা আন্দোলন করেছিল?
ক. কৃষকরা
● ছাত্ররা
গ. বুদ্ধিজীবীরা
ঘ. শ্রমিকরা

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৫১. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ডাকসুর সহসভাপতি কে ছিলেন?
ক. আব্দুর রাজ্জাক
খ. মতিয়া চৌধুরী
● তোফায়েল আহমেদ
ঘ. আব্দুর রব

৫২. কে আগরতলা মামলা প্রত্যাহার করেন?
ক. ইয়াহিয়া খান
খ. ইস্কান্দার মীর্জা
গ. তোফায়েল আহমেদ
● আইয়ুব খান

৫৩. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান বাঙালিদের সাহায্য করে- ক. আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্জনে
খ. ৬২ সালের সংবিধান বাতিলে
গ. ‘৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়ে
● বাঙালিদের স্বাধীনতা অর্জনে

৫৪. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে মোট কয়টি আসন ছিল?
ক. ৩৫০টি
● ৩১৩টি
গ. ৩০৯টি
ঘ. ৩১০টি

৫৫. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?
ক. পিপলস পার্টি
● আওয়ামী লীগ
গ. ন্যাশনাল পার্টি
ঘ. মুসলিম লীগ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৫৬. আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে মোট কতটি আসন লাভ করে?
ক. ২৫০টি
খ. ১৫০টি
গ. ২৯০টি
● ২৯৮টি

৫৭. প্রাদেশিক পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা কত ছিল?
● ১০টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২৫টি

৫৮. ১৯৭১ সালের ৩রা মার্চ অধিবেশন কোথায় আহ্বান করা হয়েছিল?
● ঢাকায়
খ. করাচিতে
গ. লাহোরে
ঘ. ভারতে

৫৯. শেখ মুজিবুর রহমানের ডাকে কত তারিখে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়?
● ৩রা মার্চ, ১৯৭১
খ. ২৬শে মার্চ, ১৯৭১
গ. ১লা মার্চ, ১৯৭১
ঘ. ৭ই মার্চ, ১৯৭১

৬০. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক. রমনা উদ্যান
● সোহরাওয়ার্দী উদ্যান
গ. জিয়া উদ্যান
ঘ. পান্থপথ উদ্যান

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৬১. কত সালে বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৬৯ সালে
● ১৯৭১ সালে
ঘ. ১৯৫২ সালে

৬৩. কোন বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. ঢাকা
● চট্টগ্রাম

৬৪. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
● ২৬শে মার্চ
খ. ২৫শে মার্চ
গ. ১৬ই ডিসেম্ব
ঘ. ১৫ই ডিসেম্বর

৬৫. কত তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়?
ক. ৮ই এপ্রিল ১৯৭১
● ১০ই এপ্রিল ১৯৭১
গ. ৯ই এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ই এপ্রিল ১৯৭১

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৬৬. কত সালের কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে
ক. ১০ই এপ্রিল ১৯৭১
● ১৭ই এপ্রিল ১৯৭১
গ. ২৩শে মার্চ ১৯৭১
ঘ. ২৬শে মার্চ ১৯৭১

৬৭. বাংলাদেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত তৃতীয় বিশ্বের কততম দেশ?
● প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

৬৮. ব্রিটিশ শাসনামলে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয়তাবোধের প্রসার ঘটে কোনটির মাধ্যমে?
● পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে
খ. লাহোর প্রস্তাব
গ. শাসন কর নীতির
ঘ. ব্রিটিশ প্রবর্তিত ভাগ কর

৬৯. ভারতে রাজনৈতিক সংকট কিসের ভিত্তিতে সৃষ্টি হয়?
ক. স্বাধীনতা আন্দোলনের
● লাহোর প্রস্তাবের
গ. স্বাধীনতা সংগ্রামের
ঘ. জাতীর চেতনাবোধের

৭০. আমাদের জাতীয় ইতিহাস কেন একটি স্মরণীয় ঘটনা?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. স্বায়ত্তশাসন লাভ
গ. অসহযোগ আন্দোলন
● ভাষা আন্দোলন

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৭১. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে পুলিশ কেন ছাত্রদের উপর গুলি চালায়?
● ১৪৪ ধারা ভঙ্গ করায়
খ. পুলিশের আদেশ অমান্য করায়
গ. বাংলাকে রাষ্ট্রভাষা করায়
ঘ. উর্দুকে রাষ্ট্রভাষা করায়

৭২. ১৯৫২ সালের আন্দোলনে পূর্ব পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যে কোন ধরনের প্রতিফলন ঘটে?
● জাতীয়তাবোধের
খ. আঞ্চলিকতার
গ. ভাষা ও সংস্কৃতির
ঘ. ধর্মীয় মূল্যবোধ

৭৩. কেন পরোক্ষ নির্বাচনপদ্ধতি সৃষ্টি করা হয়?
● মৌলিক গণতন্ত্র প্রবর্তন করার জন্য
খ. প্রত্যক্ষ ভোটের অধিকারবঞ্ছিত করার জন্য
গ. নতুন শাসনতন্ত্র কায়েম করার জন্য
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য

৭৪. কোন শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ছিল?
● সামরিক শাসনামলে
খ. জিন্নাহর শাসনামলে
গ. ইস্কান্দারের শাসনামলে
ঘ. গণতান্ত্রিক শাসনামলে

৭৫. কেন ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ঘটে?
ক. পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার
● পশ্চিম পাকিস্তান কর্তৃক বৈষম্য দূর করার জন্য
গ. সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য
ঘ. অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৭৬. বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
ক. ২১ দফা
খ. ১১ দফা
● ৬ দফা
ঘ. ১৪ দফা

৭৭. ১৯৬৯ সালে কেন গণ-আন্দোলন শুরু হয়?
ক. আইন-শৃঙ্খলার জন্য
খ. স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
গ. গণতান্ত্রিক সংগ্রাম প্রতিষ্ঠার জন্য
● আগরতলা ষড়যন্ত্র রোধের লক্ষ্যে

৭৮. আগরতলা মামলা প্রত্যাহারের কারণ-
● আন্দোলনের ভয়ে
খ. ক্ষমতা হস্তান্তরের
গ. সর্বদলীয় ক্ষমতার
ঘ. পরিস্থিতির অবনতির

৭৯. পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন-
ক. ইসলামি সমাজতন্ত্র
● ১৯৭০-এর নির্বাচন
গ. পিপলস পার্টির নির্বাচন
ঘ. ১৯৬৯-এর নির্বাচন

৮০. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যুর কারণ-
ক. ১১ দফা
খ. ১৪ দফা
● ৬ দফা
ঘ. ২১ দফা

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৮১. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি-
● বাংলা জাতীয়তাবাদ
খ. বাঙালি জাতীয়তাবাদ
গ. সংস্কৃতি ও ঐতিহ্য
ঘ. পাক জাতীয়তাবাদ

৮২. ১৯৭১ সালে কেন সারা দেশে ১৪৪ ধারা জারি করা হয়?
ক. দেশ বাঁচাতে
খ. জনতাকে দমন করতে
● মিছিল বন্ধ করতে
ঘ. সংগ্রাম করতে

৮৩. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা অর্জন করে?
ক. চুক্তি করেন
খ. চিৎকার করে
গ. আপস করে
● মুক্তিযুদ্ধ করে

৮৪. সেক্টর কমান্ডারের অধীনে নিয়মিত বাহিনীর পাশাপাশি কোন বাহিনী নিয়োজিত থাকে?
● অনিয়মিত গেরিলা বাহিনী
খ. অনিয়মিত সেনাবাহিনী
গ. নৌ-কমান্ডো বাহিনী
ঘ. নিয়মিত মুক্তিবাহিনী

৮৫. বাঙালিরা দীর্ঘ সংগ্রাম করেছে কেন?
ক. ক্ষমতার জন্য
খ. অর্থের জন্য
গ. ধর্মের জন্য
● গণতন্ত্রের জন্য

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৮৬. ব্রিটিশ প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আরিফ। আরিফের মধ্যে জাগ্রত হয়-
ক. ভাষা আন্দোলন
● গণতান্ত্রিক মূল্যবোধ
গ. লাহোর প্রস্তাব
ঘ. আঞ্চলিক মূল্যবোধ

৮৭. ২৩শে মার্চ ১৯৪০ সালে কবির জন্মগ্রহণ করেন। এ দিনটি উল্লেখযোগ্য-
ক. ভাষা আন্দোলন
● লাহোর প্রস্তাব
গ. গণ-অভ্যুত্থান
ঘ. স্বাধীনতা আইন

৮৮. আদনান ভারতের নাগরিক। ভারতের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি হয়-
ক. পাক-ভারত যুদ্ধের প্রভাব
খ. পলাশী যুদ্ধের প্রভাব
গ. ভারত শাসন আইনের প্রভাব
● লাহোর প্রস্তাবের প্রভাব

৮৯. আবার তার ছোট ভাই সোহানকে বলল, ১৯৪০ সালের ২৩শে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে এ. কে. ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন, তা ‘লাহোর প্রস্তাব’ নামে খ্যাত। এটি মুসলমানদের জন্য দাবি করে-
ক. পৃথক নির্বাচনের
● স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টির
গ. সহাবস্থানের
ঘ. পূর্ণ স্বায়ত্তশাসনের

৯০. পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেন তোফায়েল। উর্দু ও ইংরেজির সাথে বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন। তোফায়েল যে নামটির প্রতিচ্ছবি-
● ধীরেন্দ্রনাথ দত্ত
খ. নবাব সলিমুল্লাহ
গ. এ. কে. ফজলুল হক
ঘ. ফজলুল কাদের

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৯১. মির্জা ফখরুল যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন। এ সভার সাথে সাদৃশ্যপূর্ণ সাল হলো-
ক. ১৯৪৭
খ. ১৯৫১
গ. ১৯৫২
● ১৯৫৪
৯২. লাহোর প্রস্তাব ঘোষিত হলে মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়-
ⅰ. হতাশার সৃষ্টি হয়
ⅱ. আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়
ⅲ. লাহোর প্রস্তাব বাস্তবায়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৩. পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনে অগ্রগামী-
ⅰ. ছাত্র নেতৃত্ব
ⅱ. রাজনৈতিক নেতৃত্ব
ⅲ. বুদ্ধিজীবী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. ২১শে ফেব্রুয়ারি ছাত্রসমাজের পক্ষ থেকে যা পালন করা হয়-
ⅰ. ধর্মঘট
ⅱ. সমাবেশ
ⅲ. বিক্ষোভ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৫. ২১ দফা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত কর্মসূচি-
ⅰ. বাংলাকে রাষ্ট্রভাষা করা
ⅱ. শহিদ মিনার নির্মাণ
ⅲ. ভূমিহীনদের জমি বিতরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

৯৬. ১৯৬২ সালে রাষ্ট্রপতিশাসিত সরকার প্রতিষ্ঠা করা হয়-
ⅰ. সংসদীয় সরকার বাদ দিয়ে
ⅱ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বাদ দিয়ে
ⅲ. অসম শাসন প্রতিষ্ঠা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপনে তাৎপর্যপূর্ণ নাম-
ⅰ. শেখ মুজিবুর রহমান
ⅱ. আওয়ামী লীগ
ⅲ. পশ্চিম পাকিস্তানিরা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৮. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব-
ⅰ. আসাদুজ্জামান
ⅱ. মতিউর রহমান
ⅲ. শামসুজ্জোহা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. ১৯৭০ সালে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হলো-
ⅰ. আওয়ামী লীগ
ⅱ. পি. পি. পি
ⅲ. ন্যাপ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০০. বাঙালি জাতির মুক্তির ধ্বনি হলো-
ⅰ. জয় বাংলা
ⅱ. বীর বাঙালি
ⅲ. অস্ত্র ধর
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০১. ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানিরা ঢাকা শহর আক্রমণ করে যে পদ্ধতিতে-
ⅰ. গণহত্যার মাধ্যমে
ⅱ. অগ্নিসংযোগের মাধ্যমে
ⅲ. গোলাবর্ষণের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১০২. ইয়াহিয়ার বর্বর বাহিনী যে নৃশংস ঘটনার সাথে জড়িত-
ⅰ. গণহত্যা
ⅱ. নারী নির্যাতন
ⅲ. লুন্ঠন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০৩. ১৯৫৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের সাথে সাদৃশ্য রয়েছে-
ⅰ. প্রাদেশিক পরিষদ
ⅱ. নাগরিক চেতনা
ⅲ. যুক্তফ্রন্ট
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১০৪. ফয়সাল জানেন, ১৯৪০ সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সাথে সাদৃশ্য রয়েছ-
ⅰ. জিন্নাহ প্ৰস্তা
ⅱ. লাহোর প্রস্তাব
ⅲ. পাকিস্তান প্রস্তাব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪০৫. স্বপন সাহেব মনে করেন, ১৯৫২ সালে যে ভাষা আন্দোলন হয় এর যৌক্তিক কারণ-
ⅰ. মাতৃভাষার মর্যাদা রক্ষা করা
ⅱ. বাংলা ভাষা প্রতিষ্ঠিত করা
ⅲ. অগণতান্ত্রিকতা রোধ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

১০৬. প্রফেসর ইব্রাহিম সাহেব ছাত্রছাত্রীদের বলেন, আইয়ুব খান তার শাসনামলে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন। এর পরিচায়ক হিসেবে যথার্থ হলো-
ⅰ. রাজনৈতিক ক্ষমতা লাভ
ⅱ. এককেন্দ্রিক শাসন
ⅲ. সর্বজনীন ভোটাধিকার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
তুহিন তার দাদু হামিদ খানের কাছে ছয় দফার গুরুত্ব সম্পর্কে জানতে চাইল। উত্তরে হামিদ খান বলেন, বাঙালিদের সকল প্রকার শোষণ ও বঞ্ছনার অবসান ঘটানোই ছিল ছয় দফার লক্ষ্য। তিনি আরও বলেন, “ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।’

১০৭. ছয় দফার লক্ষ্য সম্পর্কে হামিদ খানের বক্তব্য অনুযায়ী বোঝা যায়, বাঙালিরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল। বাঙালিরা নিচের কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছিল?
ⅰ. সামাজিক
ⅱ. রাজনৈতিক
ⅲ. প্রশাসনিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৮. ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। উদ্দীপকে হামিদ খানের এ বক্তব্যের যথার্থ কারণ হলো, এটি-
ক. আইয়ুব খানের পতন ঘটায়
● মুক্তিযুদ্ধের প্রবল প্রেরণা জোগায়
গ. গণ-অভ্যুত্থানের আন্দোলন ঘটায়
ঘ. বাঙালিদের বঞ্চনার অবসান ঘটায়

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন বাবার সাথে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করতে যায়। গ্যালারিতে প্রদর্শিত কিছু চিত্র দেখে সুমন আঁতকে ওঠে। যা ছিল হাজার হাজার বাঙালির নির্মমভাবে হত্যা করার চিত্র। অপর একটি গ্যালারিতে সুমন একটি প্রমাণ্যচিত্র দেখতে পায়। পতাকা হাতে বিজয়ের মিছিল, কণ্ঠে সবার একই গান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”।

১০৯. সুমনের দেখা চিত্রটি ইতিহাসের কোন তারিখকে স্মরণ করিয়ে দেয়?
ক. ২৩শে মার্চ
খ. ২৪শে মার্চ
● ২৫শে মার্চ
ঘ. ২৬শে মার্চ

১১০. সুমনের দেখা দ্বিতীয় চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়-
ⅰ. বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র
ⅱ. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদাদান
ⅲ. হানাদার বাহিনীর প্রতি প্রতিবাদ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment