এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ : বাংলাদেশের সরকারব্যবস্থা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
১. বিশ্বের সব দেশে কোনটি আছে?
ক. সমাজতন্ত্র
খ. গণতন্ত্র
● সরকার
ঘ. একনায়কতন্ত্র
২. কত সালে প্রথম বাংলাদেশে সরকার গঠিত হয়?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৬ সালে
● ১৯৭১ সালে
৩. কত তারিখে প্রথম বাংলাদেশের সরকার গঠিত হয়?
ক. ৫ই এপ্রিল
● ১০ই এপ্রিল
গ. ২৬শে মার্চ
ঘ. ১৬ই ডিসেম্বর
৪. বাংলাদেশ রাষ্ট্রটিতে সকল ক্ষমতার মালিক কে?
ক. সরকার
খ. রাষ্ট্রপতি
● জনগণ
ঘ. ধনীরা
৫. বাংলাদেশ রাষ্ট্রটি হলো-
ক. একনায়কতান্ত্রিক
● এককেন্দ্রিক
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সমাজতান্ত্রিক
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৬. বাংলাদেশে কোনটি নেই?
ক. সংবিধান
খ. রাজধানী
● প্রদেশ
ঘ. সরকার
৭. সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে?
● রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. স্পিকার
৮. সংসদীয় পদ্ধতিতে দেশের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী কে?
ক. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
৯. সংসদীয় পদ্ধতিতে সরকারপ্রধান কে ?
● প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ. পররাষ্ট্রমন্ত্রী
১০. সংসদীয় পদ্ধতিতে কার নেতৃত্বে মন্ত্রিসভা দেশের শাসনকার্য পরিচালনা করে?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধান বিচারপতির
গ. স্পিকারের
● প্রধানমন্ত্রীর
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
১১. বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১২. বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?
● রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১৩. রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করতে রাষ্ট্রপতি কার পরামর্শ নিয়ে থাকেন?
ক. উপদেষ্টাদের
● প্রধানমন্ত্রীর
গ. ব্যক্তিগত সহকারীর
ঘ. সচিবদের
১৪. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
১৫. বাংলাদেশে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর রাষ্ট্রপতির পদে থাকতে পারেন?
● ৫ বছর
খ. ৮ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
১৬. রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
ক. ২৫ বছর
খ. ৩০ বছর
● ৩৫ বছর
ঘ. ৪০ বছর
১৭. সরকারের সকল শাসনসংক্রান্ত কাজ কার নামে পরিচালিত হয়?
ক. প্রধানমন্ত্রীর
● রাষ্ট্রপতির
গ. স্পিকারের
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রীর
১৮. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন?
ক. বিচারপতি
খ. স্পিকার
● রাষ্ট্রপতি
ঘ. মন্ত্রিসভা
১৯. রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগের দায়িত্ব কে পালন করেন?
ক. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
২০. সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানদের কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রীর
● রাষ্ট্রপতি
গ. স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ. বিচারপতি
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
২১. রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল সংসদের উত্থাপন করা যায় না?
ক. সরকারি বিল
● অর্থবিল
গ. বেসরকারি বিল
ঘ. বাজেট
২২. কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
ক. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ. স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ. সেনাপ্রধান
২৩. কে জাতীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন?
ক. বিচারপতি
● রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
২৪. মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু কে?
● প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. পরিকল্পনামন্ত্রী
ঘ. সমবায়মন্ত্রী
২৫. বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
২৬. বাংলাদেশের বার্ষিক বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?
ক. প্রধানমন্ত্রী
খ. পরিকল্পনামন্ত্রী
● অর্থমন্ত্রী
ঘ. বানিজ্যমন্ত্রী
২৭. আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কে?
ক. পররাষ্ট্রমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
ঘ. পরিকল্পনামন্ত্রী
২৮. মন্ত্রিসভার ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে কোথায় জবাবদিহি করতে হয়?
ক. হাইকোর্টে
খ. রাষ্ট্রপতির নিকট
গ. সচিবালয়ের নিকট
● সংসদের নিকট
২৯. দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার?
● মন্ত্রিসভার
খ. সেনাপ্রধানের
গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়ের
৩০. কোনটি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে?
ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়
খ. তথ্য মন্ত্রণালয়
গ. পরিকল্পনা মন্ত্রণালয়
● মন্ত্রিপরিষদ
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৩১. মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
ক. মন্ত্ৰী
খ. সচিব
গ. কমিশনার
● অতিরিক্ত সচিব
৩২. মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের দায়িত্ব কে পালন করেন?
ক. মন্ত্রী
খ. সচিব
● যুগ্ম সচিব
ঘ. অতিরিক্ত সচিব
৩৩. জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন কে?
ক. সচিব কমিশনার
● জেলা প্রশাসক
গ. সমবায় মন্ত্রণালয়
৩৪. জেলা প্রশাসক কী নামে পরিচিত?
● কালেকটর
খ. উপসচিব
গ. যুগ্ম সচিব
ঘ. মেকানিক
৩৫. উপজেলা উন্নয়ন কমিটির প্রধান কে?
ক. জেলা প্রশাসক
● উপজেলা নির্বাহী কর্মকর্তা
গ. উপজেলা চেয়ারম্যান
ঘ. সহকারী কমিশনার
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৩৬. জাতীয় সংসদে সংরক্ষিত আসন কয়টি?
ক. ১৫টি
খ. ৩০টি
গ. ৪৫টি
● ৫০টি
৩৭. সংসদের একটি অধিবেশন সম্পন্ন হওয়ার কত দিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয়?
ক. ৪০ দিন
● ৬০ দিন
গ. ৭০ দিন
ঘ. ৯০ দিন
৩৮. সংসদে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?
ক. ৩০ জন
খ. ৪০ জন
গ. ৫০ জন
● ৬০ জন
৩৯. সংসদের অনুমতি ব্যতীত একনাগাড়ে কত বৈঠক দিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়?
ক. ৬০ দিন
খ. ৭০ দিন
গ. ৮০ দিন
● ৯০ দিন
৪০. সংসদ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম কত বছর বয়সী হতে হয়?
● ২৫ বছর
খ. ২৭ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৪১. বাংলাদেশের আইন প্রণয়নের সব ক্ষমতা কোনটির?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
খ. বিচার বিভাগের
● জাতীয় সংসদের
ঘ. সচিবালয়ের
৪২. সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে বাংলাদেশে বিচার বিভাগীয় পদে কত বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা লাগে?
● ১০ বছর
খ. ১২ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৮ বছর
৪৩. জেলা জজের কাজে সহায়তা করেন কে?
ক. কমিশনার
● সাব-জজ
গ. জেলা প্রশাসক
ঘ. সচিব
৪৪. বাংলাদেশের বিচারব্যবস্থার সর্বনিম্ন আদালত কোনটি?
ক. জেলা আদালত
খ. সাব-জজ আদালত
গ. সহকারী জজ আদালত
● গ্রাম আদালত
৪৫. মূলত কিসের দ্বারা একটি দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. সেনাবাহিনী
খ. সচিব
● সরকার
ঘ. জনগণ
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৪৬. আমাদের দেশে কোন ধরনের সরকার চালু রয়েছে?
● সংসদীয় পদ্ধতির
খ. একনায়কতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক
৪৭. মন্ত্রিপরিষদ হলো-
● প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী
খ. নামমাত্র শাসক
গ. অলংকৃত প্রধান
ঘ. সাংবিধানিক পদ
৪৮. রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
ক. জনগণের প্রত্যক্ষ ভোটে
● সংসদ সদস্যদের ভোটে
গ. প্রধানমন্ত্রীর ইচ্ছায়
ঘ. বিচারকের পছন্দে
৪৯. কীভাবে রাষ্ট্রপতিকে মেয়াদ শেষের আগে অপসারণ করা যায়?
ক. সংবিধান সংশোধন করে
● অভিশংসনের মাধ্যমে
গ. আস্থা ভোটের মাধ্যমে
ঘ. বিচারপতির রায়ে
৫০. সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল কিসের ভিত্তিতে আইনে পরিণত হয়?
ক. প্রধানমন্ত্রীর সম্মতিতে
● রাষ্ট্রপতির সম্মতিতে
গ. স্পিকারের সম্মতিতে
ঘ. বিচারপতির সম্মতিতে
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৫১. কোনো নাগরিক কার অনুমতি ব্যতীত অন্য কোনো দেশের দেওয়া পদবি গ্রহণ করতে পারে না?
ক. প্রধানমন্ত্রীর অনুমতি
খ. বিচারপতির অনুমতি
● রাষ্ট্রপতির অনুমতি
ঘ. স্পিকারের অনুমতি
৫২. প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হয়?
ক. অসুস্থ হলে
● সংসদ অন্যথা পাস করলে
গ. বিদেশ ভ্রমণ করলে
ঘ. কর পরিশোধ না করলে
৫৩. কী কারণে মন্ত্রিসভা ভেঙে যায়?
● প্রধানমন্ত্রীর পদত্যাগে
খ. রাষ্ট্রপতির পদত্যাগে
গ. বিচারপতির পদত্যাগে
ঘ. স্পিকারের পদত্যাগে
৫৪. মন্ত্রিপরিষদ গঠন করা হয় কেন?
ক. আইন-শৃঙ্খলা রক্ষার্থে
● সরকার পরিচালনায়
গ. বাজেট প্রণয়ন করতে
ঘ. নির্বাচন করতে
৫৫. কিসের মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টিত হয়?
● প্রধানমন্ত্রীর মাধ্যমে
খ. রাষ্ট্রপতির মাধ্যমে
গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৫৬. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কেমন?
ক. যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির
● স্তরভিত্তিক
গ. যুক্তরাজ্যের পদ্ধতির
ঘ. একমুখী
৫৭. মাঠ প্রশাসন মূলত কিসের ভিত্তিতে পরিচালিত হয়?
ক. সচিবালয়
● কেন্দ্রের নিয়ন্ত্রণে
গ. মন্ত্রিসভা
ঘ. জেলা প্রশাসন
৫৮. দপ্তর/অধিদপ্তরগুলো সচিবালয়ের কোন ধরনের সংস্থা হিসেবে কাজ করে?
ক. উপসচিবালয়
● লাইন সংস্থা
গ. সহকারী সংস্থা
ঘ. অভিভাবক সংস্থা
৫৯. সচিবালয় কীভাবে গঠিত?
ক. মন্ত্রীদের নিয়ে
খ. সামরিক সংস্থা নিয়ে
● কয়েকটি মন্ত্রণালয় নিয়ে
ঘ. স্বায়ত্তশাসিত সংস্থা নিয়ে
৬০. একটি মন্ত্রণালয় কিসের অধীনে ন্যস্ত থাকে?
ক. একজন সচিবের
খ. একজন প্রতিমন্ত্রীর
● একজন মন্ত্রীর
ঘ. একজন বিচারপতির
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৬১. উপজেলা পরিষদ কোন ধরনের প্রতিষ্ঠান?
● স্বায়ত্তশাসিত
খ. স্বাধীন
গ. সাংস্কৃতিক
ঘ. সামাজিক
৬২. বাংলাদেশের আইনসভা কোন ধরনের?
ক. দ্বিকক্ষবিশিষ্ট
খ. রাজতান্ত্রিক
● এক কক্ষবিশিষ্ট
ঘ. সমাজতান্ত্রিক
৬৩. স্পিকার কীভাবে নির্বাচিত হন?
ক. জনগণের ভোটে
● সংসদ সদস্যদের ভোটে
গ. প্রধানমন্ত্রীর ইচ্ছায়
ঘ. রাষ্ট্রপতির ইচ্ছায়
৬৪. স্পিকার কোন ধরনের কাজ করেন?
● সংসদ অধিবেশন পরিচালনা
খ. সংসদের শৃঙ্খলা রক্ষা করা
গ. বাজেট পেশ করা
ঘ. আইন তৈরি করা
৬৫. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ কিসের নিকট দায়ী?
ক. স্পিকারের নিকট
● সংসদের নিকট
গ. হুইপের নিকট
ঘ. বিচার বিভাগের নিকট
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৬৬. শাসন বিভাগ কীভাবে নিয়ন্ত্রিত হয়?
● সংসদ কর্তৃক
খ. মন্ত্রণালয় কর্তৃক
গ. বিচার বিভাগ কর্তৃক
ঘ. সচিবালয় কর্তৃক
৬৭. সংসদ সদস্য কী কারণে বহিষ্কৃত হতে পারেন?
ক. মদ্যপান
● অসংসদীয় আচরণ
গ. ৩০ কার্যদিবসের অনুপস্থিতিতে
ঘ. বক্তব্য না দেওয়া
৬৮. বাংলাদেশে কোন ধরনের সরকারপদ্ধতি রয়েছে?
ক. রাজতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক
● সংসদীয়
৬৯. কোন ধরনের শাসনব্যবস্থায় সংসদ সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্ৰবিন্দু?
● সংসদীয় সরকারপদ্ধতিতে
খ. সমাজতান্ত্রিক ব্যবস্থায়
গ. রাজতান্ত্রিক ব্যবস্থায়
ঘ. একনায়কতান্ত্রিক ব্যবস্থায়
৭০. সংসদ সদস্য নির্বাচিত করতে কোন ধরনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
● যোগ্য প্রার্থী নির্বাচনে
খ. বংশীয় প্রার্থী নির্বাচনে
গ. শিক্ষিত প্রার্থী নির্বাচনে
ঘ. ধনী প্রার্থী নির্বাচনে
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৭১. বাংলাদেশে প্রতিটি জেলায় কিসের অধীনে অধস্তন আদালত আছে?
ক. জজকোর্টের
● সুপ্রিম কোর্টের
গ. সাব-জজকোর্টের
ঘ. সহকারী জজকোর্টের
৭২. অধস্তন আদালতে কোন ধরনের মামলা পরিচালনা করা হয়?
ক. ব্যবসায়িক মামলা
● ফৌজদারি মামলা
গ. অর্থসংক্রান্ত মামলা
ঘ. মানহানি মামলা
৭৩. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এ দেশে প্রথম সরকার গঠিত হয় কবে?
ক. ১লা মার্চ
খ. ১৭ই মার্চ
● ১০ই এপ্রিল
ঘ. ১৭ই এপ্রিল
৭৪. স্বাধীনতা দিবসে একটি অনুষ্ঠানে যে ব্যক্তিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কে?
● রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. বিচারপতি
৭৫. সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে ‘ক’ তার রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে নির্বাচিত হন। ‘ক’ সর্বোচ্চ কত বছর ক্ষমতায় থাকতে পারবেন?
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৮ বছর
● ১০ বছর
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৭৬. জনাব ‘খ’ একটি দেশের রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হন। বাংলাদেশে হলে কোনটি প্রয়োজন ছিল?
ক. সংবিধান সংশোধন
● অভিশংসন
গ. বিপ্লব
ঘ. প্রধানমন্ত্রীর সম্মতি
৭৭. আজমল সাখাওয়াত বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ লাভ করেন। তাকে কে নিয়োগ দিয়েছেন?
ক. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ. বিচারপতি
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
৭৮. ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে কত সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
ক. ২০২০ সালে
খ. ২০২১ সালে
গ. ২০২২ সালে
● ২০২৩ সালে
৭৯. রাষ্ট্রপতি মি. ‘ক’-এর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেন। মি. ‘ক’ হলেন-
ক. বিচারপতি
● প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. পররাষ্ট্রসচিব
৮০. বাংলাদেশের মন্ত্রিপরিষদ সম্পর্কে কোনটি প্রযোজ্য?
৫০ জন মন্ত্রী নিয়ে গঠিত
খ. রাষ্ট্রপতির নিকট দায়ী
গ. প্রধানমন্ত্রীর নিকট দায়ী
● সংসদের নিকট দায়ী
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৮১. হেমা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পদবি অর্জন করেছেন। এ পদবি গ্রহণ করতে তার কী প্রয়োজন?
ক. প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ
● রাষ্ট্রপতির সম্মতি
গ. প্রধানমন্ত্রীর সম্মতি
ঘ. বিচার বিভাগের সম্মতি
৮২. বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এর যৌক্তিকতা কী?
ক. কয়েকটি প্রদেশ রয়েছে
খ. দুটি অংশে বিভক্ত
● কোনো প্রদেশ নেই
ঘ. কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নেই
৮৩. রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধান বলা হলেও প্রকৃত অর্থে তিনি প্রকৃত ক্ষমতার মালিক নন। এর কারণ-
● তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেন
খ. সচিবের পরামর্শে সিদ্ধান্ত নেন
গ. মন্ত্রীদের পরামর্শে সিদ্ধান্ত নেন
ঘ. স্পিকারের পরামর্শে সিদ্ধান্ত নেন
৮৪. প্রধানমন্ত্রীর কার্যাবলি বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
● সরকারের স্তম্ভ
খ. রাষ্ট্রের প্রধান
গ. আইন প্রণয়নকারী
ঘ. রাষ্ট্রের কর্ণধার
৮৫. কোনটি প্রধানমন্ত্রীর কাজের আওতাধীন বলে তুমি মনে কর?
ক. জাতীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করা
খ. জরুরি অবস্থা ঘোষণা করা
গ. প্রধান বিচারপতি নিয়োগ করা
● মন্ত্রীদের দপ্তর বণ্টন করা
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৮৬. মাঠ প্রশাসন বিশ্লেষণ করলে এর সর্বোচ্চ স্তরে কোনটি পরিলক্ষিত হয়?
ক. অধিদপ্তর
● বিভাগীয় প্রশাসন
গ. জেলা প্রশাসন
ঘ. উপজেলা প্রশাসন
৮৭. উপজেলা প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কো টি যৌক্তিক?
● এটি প্রশাসনের দ্বিতীয় স্তর
খ. কেন্দ্রীয় প্রশাসন
গ. এটি প্রশাসনের প্রথম স্তর
ঘ. এটি প্রশাসনের তৃতীয় স্তর
৮৮. সচিবালয়ের প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করলে কোনটি শীর্ষে পাওয়া যায়?
ক. সচিব
খ. যুগ্ম সচিব
গ. উপসচিব
● মন্ত্রী
৮৯. বাংলাদেশের আইনসভার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
● এক কক্ষবিশিষ্ট
খ. দ্বিকক্ষবিশিষ্ট
গ. সংরক্ষিত আসন ৪৫টি
ঘ. সদস্যসংখ্যা ৩০
৯০. জাতীয় সংসদের কার্যাবলির অন্যতম দিক হিসেবে কোনটি নির্দেশ করে?
ক. স্বাধীনতা পুরস্কার প্রদান
খ. সচিব নিয়োগ করা
গ. মন্ত্রীদের দপ্তর বণ্টন
● আইন প্রণয়ন করা
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৯১. শাসন বিভাগ গঠিত হয় যেভাবে-
ⅰ. রাষ্ট্রপতিকে নিয়ে
ⅱ. মন্ত্রিপরিষদ নিয়ে
ⅲ. প্রধানমন্ত্রীকে নিয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯২. রাষ্ট্রপতি হতে হলে যে ধরনের যোগ্যতা লাগবে-
ⅰ. ৩৫ বছর বয়স
ⅱ. বিচারক হওয়া
ⅲ. বাংলাদেশি হওয়া
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৩. বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন-
ⅰ. সংসদের নেতা
ⅱ. মন্ত্রিসভার নেতা
ⅲ. সরকারপ্রধান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৪. প্রধানমন্ত্রী জাতীয় সংসদের-
ⅰ. পরিচালক
ⅱ. সদস্য
ⅲ. নেতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৫. বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার থাকায় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যেটি পরিচালিত হয়-
ⅰ. দেশ
ⅱ. জাতি
ⅲ. সরকার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
৯৬. মন্ত্রিসভার নিয়মিত সভায় যে ধরনের বিষয় আলোচিত হয়-
ⅰ. বাণিজ্য সম্পর্কে
ⅱ. প্রতিরক্ষা সম্পর্কে
ⅲ. সংস্কৃতি সম্পর্কে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৭. প্রতিরক্ষা বাহিনী যে ধরনের কাজ করে থাকে-
ⅰ. আইন প্রণয়ন
ⅱ. জনগণের নিরাপত্তা প্রদান
ⅲ. শান্তি-শৃঙ্খলা রক্ষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৮. যে কারণে সুষ্ঠু প্রশাসনের প্রয়োজন—
ⅰ. শান্তি-শৃঙ্খলা রক্ষা
ⅱ. বৈদেশিক সম্পর্ক রক্ষা
ⅲ. রাষ্ট্রের সমৃদ্ধি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৯. মন্ত্রণালয়ের অধীনে যে ধরনের প্রতিষ্ঠান থাকে-
ⅰ. বোর্ড
ⅱ. কর্পোরেশন
ⅲ. স্বায়ত্তশাসিত সংস্থা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০০. মন্ত্রণালয়ের সচিব যে ধরনের ভূমিকা পালন করেন-
ⅰ. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে
ⅱ. মন্ত্রীর পরামর্শদাতা হিসেবে
ⅲ. সংসদ নেতা হিসেবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
১০১. মন্ত্রীর প্রধান কাজ হলো-
ⅰ. প্রকল্প প্রণয়ন
ⅱ. আইন প্রণয়ন
ⅲ. নীতিনির্ধারণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০২. যুগ্ম সচিব যে ধরনের কাজ করেন-
ⅰ. সচিবকে সহায়তা
ⅱ. অফিস ব্যবস্থাপনার
ⅲ. আইন তৈরি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৩. বিভাগীয় কমিশনার যে ধরনের কাজ করেন-
ⅰ. জেলা প্রশাসকের কাজের তদারকি
ⅱ. জনকল্যাণমূলক কাজ
ⅲ. বিভাগের উন্নয়নমূলক কাজ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১০৪ও ৪০৫ নং প্রশ্নের উত্তর দাও :
তৃতীয় শ্রেণির ছাত্র শ্যামল বাবার সাথে টেলিভিশনে খবর দেখছিল। সে দেখল, দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে হাতে বই নিয়ে একজন পাঠ করছেন, অন্যজন শুনে শুনে বলছেন। শ্যামল বাবাকে জিজ্ঞেস করলে বাবা বললেন, “শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বিচার বিভাগের প্রধানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন।
১০৪. শ্যামলের বাবা শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বলতে কাকে বোঝালেন?
ক. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. প্রধান নির্বাচন কমিশনার
১০৫. শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি-
ⅰ. সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন
ⅱ. পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
ⅲ. দেশের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শিপন ‘ক’ এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে এলাকার জনগণের দাবিদাওয়াসমূহ যথাস্থানে বিল আকারে পেশ করার প্রতিশ্রুতি দেন।
১০৬. জনাব শিপন ‘ক’ এলাকার কোন প্রতিনিধি?
ক. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
খ. উপজেলা চেয়ারম্যান
গ. পৌরসভার চেয়ারম্যান
● সংসদ সদস্য
১০৭. জনাব শিপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
● আইন প্রণয়ন করা
খ. অনাস্থা জ্ঞাপন করা
গ. অধিবেশন মূলতবী ঘোষণা দেওয়া
ঘ. বাজেট পাস করা
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ট অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।