নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ :  রাষ্ট ও সরকারব্যবস্থা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১. কোনটি মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে?
ক. প্রশাসন
● সরকার
গ. জনগণ
ঘ. সার্বভৌমত্ব

২. রাষ্ট্র গঠনের কয়টি উপাদান রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

৩. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে

৪. নিচের কোনটিতে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না?
ক. পুঁজিবাদে
খ. জনকল্যাণ রাষ্ট্রে
● সমাজতন্ত্রে
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্রে

৫. কোন রাষ্ট্রে একটি মাত্র দল থাকে?
ক. কল্যাণমূলক রাষ্ট্রে
খ. যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রে
গ. গণতান্ত্রিক রাষ্ট্রে
● সমাজতান্ত্রিক রাষ্ট্রে

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৬. নিচের কোনটি সমাজতান্ত্রিক দেশ?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
● কিউবা

৭. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি?
ক. তিনটি
● চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি

৮. কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য?
ক. স্বাস্থ্য সংরক্ষণ
খ. রাজনৈতিক অস্থিরতা
● জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ
ঘ. দেশরক্ষা

৯. আধুনিককালে রাষ্ট্রব্যবস্থা কোন ধরনের?
ক. জাতীয়তাবাদী
খ. আঞ্চলিক
গ. অগণতান্ত্রিক
● কল্যাণমূলক

১০. কোন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকে? ● গণতান্ত্রিক ব্যবস্থা
খ. সমাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১১. কোন ব্যবস্থায় বিপ্লবের প্রয়োজন হয় না?
ক. পুঁজিবাদী ব্যবস্থায়
● গণতান্ত্রিক ব্যবস্থায়
গ. একনায়কতান্ত্রিক ব্যবস্থায়
ঘ. রাজতান্ত্রিক ব্যবস্থায়

১২. বর্তমান যুগে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা কোনটি?
ক. সমাজতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. রাজতন্ত্র
● গণতন্ত্র

১৩. কোনটি গণতন্ত্রের প্রাণ?
ক. নির্বাচন
● আইনের শাসন
গ. জনগণ
ঘ. আইন

১৪. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
● সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
খ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
গ. অধিকার, কর্তব্য ও সাম্য
ঘ. অধিকার, সাম্য ও স্বাধীনতা

১৫. গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবচ কোনটি?
● বিচার বিভাগের স্বাধীনতা
খ. আইন বিভাগের প্রাধান্য
গ. বিচার বিভাগের কর্তব্যপরায়ণতা
ঘ. শাসন বিভাগের প্রাধান্য

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১৬. কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা?
ক. গণতন্ত্র
খ. এককেন্দ্রিক
গ. সমাজতন্ত্র
● একনায়কতন্ত্র

১৭. কে একনায়কতন্ত্রের উগ্র জাতীয়তাবোধ পোষণ করে সারা পৃথিবীতে ধ্বংস ডেকে এনেছিলেন?
ক. লেনিন
খ. মাও সে তুং
● হিটলার
ঘ. চার্চিল

১৮. কোন শাসনব্যবস্থা ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করে?
ক. গণতান্ত্রিক শাসনব্যবস্থা
● একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা
গ. সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা
ঘ. পুঁজিবাদী শাসনব্যবস্থা

১৯. কোন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান সীমিত ক্ষমতা ভোগ করেন?
● নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
খ. গণতন্ত্রে
গ. সমাজতন্ত্রে
ঘ. একনায়কতন্ত্রে

২০. এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয়-
● কম
খ. মধ্যম ধরনের
গ. বেশি
ঘ. অত্যন্ত বেশি

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

২১. এককেন্দ্রিক সরকার কোন রাষ্ট্রের জন্য অধিক উপযোগী?
ক. বড় রাষ্ট্র
খ. ভিন্ন কৃষ্টিসম্পন্ন রাষ্ট্র
● ছোট রাষ্ট্র
ঘ. পুঁজিবাদী রাষ্ট্র

২২. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় কোনটির উপর কাজের চাপ বেশি থাকে?
● কেন্দ্রীয় সরকার
খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. ইউনিয়ন পরিষদ

২৩. কোন রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক সরকার উপযোগী নয়?
ক. সমাজতান্ত্রিক রাষ্ট্র
খ. ছোট রাষ্ট্র
● বড় রাষ্ট্র
ঘ. কল্যাণমূলক রাষ্ট্র

২৪. কোন রাষ্ট্রে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক ভিন্নতা বেশি থাকে?
ক. কল্যাণমূলক রাষ্ট্রে
খ. জাতি রাষ্ট্রে
গ. ছোট রাষ্ট্রে
● বৃহৎ রাষ্ট্রে

২৫. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় বিষয়গুলো কোনটির হাতে থাকে?
ক. মন্ত্রিসভা
খ. আঞ্চলিক সরকার
● কেন্দ্রীয় সরকার
ঘ. প্রেসিডেন্ট

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

২৬. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় বিষয়গুলো কোনটির হাতে থাকে?
ক. মন্ত্রিসভা
● কেন্দ্রীয় সরকার
গ. আঞ্চলিক সরকার
ঘ. প্রেসিডেন্ট

২৭. নিচের কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারপদ্ধতি রয়েছে?
● ভারত
খ. বাংলাদেশ
গ. পাকিস্তান
ঘ. নেপাল

২৮. কোন সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম থাকে?
● যুক্তরাষ্ট্রীয় সরকার
খ. এককেন্দ্রিক সরকার
গ. রাজতন্ত্রে
ঘ. সংসদীয় সরকার

২৯. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনটি আঞ্চলিক সমস্যাগুলো চিহ্নিত করে?
ক. কেন্দ্রীয় সরকার
খ. মন্ত্রিসভা
গ. গোয়েন্দা বিভাগ
● প্রাদেশিক সরকার

৩০. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জনগণ কয়টি সরকারের প্রতি আনুগত্য দেখায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৩১. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জনগণ কত প্রকার আইন ও আদেশ মেনে চলে?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

৩২. আইন ও শাসন বিভাগের জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের কয়টি রূপ রয়েছে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩৩. সংসদীয় সরকার অন্য কোন নামে পরিচিত?
ক. রাষ্ট্রপতি প্রভাবিত সরকার
● মন্ত্রিপরিষদশাসিত সরকার
গ. গণতান্ত্রিক সরকার
ঘ. নির্ভরশীল সরকার

৩৪. সংসদীয় সরকারব্যবস্থায় কোনটির হাতে দেশের শাসনক্ষমতা থাকে?
● মন্ত্রিসভার
খ. প্রধানমন্ত্রীর
গ. রাষ্ট্রপতির
ঘ. বিচারকগণের

৩৫. সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী হন কে?
ক. আইনগত
খ. বয়সে প্রবীণ
● দলের নেতা
ঘ. জনপ্রিয় ব্যক্তি

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৩৬. সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ কোনটি?
● বিরোধী দল
খ. মন্ত্রিসভা
গ. প্রধানমন্ত্রী
ঘ. আইন তৈরি

৩৭. সংসদে কোনটি হয়?
ক. রচনা প্রতিযোগিতা
● বিতর্ক
গ. সংগীত
ঘ. ক্রীড়া

৩৮. নিচের কোন দেশে রাষ্ট্রপতিশাসিত সরকার প্রচলিত আছে?
ক. পাকিস্তানে
খ. ভারতে
গ. বাংলাদেশে
● যুক্তরাষ্ট্রে

৩৯. রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় সরকারের কয়টি বিভাগ পৃথকভাবে কাজ করে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৪০. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সামাজিক
খ. পারিবারিক
গ. সাম্প্রদায়িক
● রাজনৈতিক

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৪১. কিসের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে?
● সময়ের
খ. মন্ত্রিসভা
গ. ক্ষমতা
ঘ. সংবিধান

৪২. যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে বলে-
ক. সমাজতান্ত্রিক রাষ্ট্র
● পুঁজিবাদী রাষ্ট্র
গ. এককেন্দ্রিক শাসন
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্র

৪৩. কোন ধরনের রাষ্ট্রে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় না?
ক. পুঁজিবাদী রাষ্ট্রে
● সমাজতান্ত্রিক রাষ্ট্রে
গ. গণতান্ত্রিক রাষ্ট্রে
ঘ. রাজতান্ত্রিক রাষ্ট্রে

৪৪. কোন ধরনের শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সব জনগণের হাতে ন্যস্ত থাকে?
● গণতান্ত্রিক ব্যবস্থায়
খ. সমাজতান্ত্রিক ব্যবস্থায়
গ. রাজতান্ত্রিক ব্যবস্থায়
ঘ. পুঁজিবাদী ব্যবস্থায়

৪৫. বাংলাদেশ কেমন রাষ্ট্র?
● গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. রাজতান্ত্রিক

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৪৬. গণতান্ত্রিক ব্যবস্থা কিসের উপর প্রতিষ্ঠিত?
ক. শাসকের ইচ্ছা
● জনগণের সম্মতি
গ. জনগণের সম্পত্তি
ঘ. শাসকের সম্মতি

৪৭. গণতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?
ক. কঠোর
খ. জটিল
● নমনীয়
ঘ. সহনীয়

৪৮. গণতান্ত্রিক রাষ্ট্রে ঘন ঘন নীতির পরিবর্তন ঘটে কেন?
● ঘন ঘন সরকার পরিবর্তনে
খ. জনগণ ক্ষমতার উৎস বলে
গ. মন্ত্রিসভার পতনের ফলে
ঘ. নৈতিকতার অভাবে

৪৯. এককেন্দ্রিক রাষ্ট্রে কিসের মাধ্যমে রাষ্ট্রের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়?
ক. মন্ত্রিসভা
খ. আইনসভা
● সংবিধান
ঘ. সচিবালয়

৫০. এককেন্দ্রিক রাষ্ট্রে দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয় কেন?
ক. নির্বাচনের জন্য
● শাসনকাজের সুবিধার্থে
গ. সম্পদের সুষম বণ্টনে
ঘ. দারিদ্র্য বিমোচনে

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৫১. যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাষ্ট্র মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে বলে-
● যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. যুক্তফ্রন্ট
ঘ. যুক্ত প্রদেশ

৫২. ভারত কোন ধরনের রাষ্ট্র?
ক. সমাজতান্ত্রিক
খ. রাজতান্ত্রিক
গ. রাষ্ট্রপতিশাসিত
● যুক্তরাষ্ট্রীয়

৫৩. বর্তমান বিশ্বে কোন ধরনের সরকারের সংখ্যা নগণ্য ?
● নিরঙ্কুশ রাজতন্ত্র
খ. গণতান্ত্রিক
গ. এককেন্দ্রিক
ঘ. রাষ্ট্রপতিশাসিত

৫৪. জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য যে রাষ্ট্র কাজ করে তাকে বলে-
● কল্যাণমূলক রাষ্ট্র
খ. গণতান্ত্রিক রাষ্ট্র
গ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
ঘ. পুঁজিবাদী রাষ্ট্র

৫৫. জাপানে কোন ধরনের সরকার প্রচলিত আছে?
● এককেন্দ্রিক সরকার
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাষ্ট্রপতিশাসিত সরকার
ঘ. সমাজতান্ত্রিক সরকার

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৫৬. এককেন্দ্রিক সরকারের সংগঠন কেমন?
● সরল প্রকৃতির
খ. জটিল প্রকৃতির
গ. মিশ্র প্রকৃতির
ঘ. দুর্বোধ্য প্রকৃতির

৫৭. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় প্রশাসকগণ জনহিতকর কাজে যথেষ্ট সময় দিতে পারেন না কেন?
ক. দক্ষতার অভাবে
● রুটিন কাজের চাপে
গ. জ্ঞানের অভাবে
ঘ. সম্পদের স্বল্পতার জন্য

৫৮. যুক্তরাষ্ট্রীয় সরকার কোন ধরনের নীতির উপর প্রতিষ্ঠিত?
ক. সম্পদ বণ্টন রীতি
● ক্ষমতা বণ্টন রীতি
গ. মর্যাদা বণ্টন রীতি
ঘ. সুবিধা বণ্টন রীতি

৫৯. কানাডায় কোন ধরনের সরকারপদ্ধতি রয়েছে?
ক. সমাজতান্ত্রিক
খ. এককেন্দ্রিক
● যুক্তরাষ্ট্রীয়
ঘ. একনায়কতান্ত্রিক

৬০. কোন ধরনের ব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে খুবই সহায়ক?
ক. এককেন্দ্রিক সরকারব্যবস্থা
খ. একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা
● যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থ
ঘ. স্বৈরাচারী সরকারব্যবস্থা

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৬১. যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠনপ্রণালি কেমন?
ক. সরল
খ. দ্বিমুখী
● জটিল
ঘ. দুর্বল

৬২. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায় কেন?
● দ্বৈত সরকার কাঠামোর জন্য
খ. দক্ষ জনবল সৃষ্টিতে
গ. জনসংখ্যা বেশি হওয়ায়
ঘ. বৃহৎ রাষ্ট্র হওয়ায়

৬৩. সংসদীয় সরকার কিসের দ্বারা পরিচালিত হয়?
● জনমত
খ. প্রধানমন্ত্রীর ইচ্ছায়
গ. মন্ত্রিসভার ইচ্ছায়
ঘ. মিডিয়ার প্রভাবে

৬৪. সংসদীয় সরকারের পতন হতে পারে কী কারণে?
ক. রাষ্ট্রপতির আস্থা হারালে
খ. প্রধানমন্ত্রীর আস্থা হারালে
● আইনসভার আস্থা হারালে
ঘ. বিচার বিভাগের আস্থা হারালে

৬৫. সংসদীয় সরকার মূলত কোন ধরনের সরকার?
ক. নির্দলীয় সরকার
● দলীয় সরকার
গ. তত্ত্বাবধায়ক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৬৬. কীভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়?
ক. মামলা করে
খ. আস্থা ভোটে
● অভিশংসন করে
ঘ. গণভোট গ্রহণ করে

৬৭. রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা কোন ধরনের হয়?
ক. সরল প্রকৃতির
● অনমনীয় প্রকৃতির
গ. নমনীয় প্রকৃতির
ঘ. দুর্বোধ্য প্রকৃতির

৬৮. রাসেল একটি প্রতিষ্ঠানের কথা বলল, যার চারটি উপাদানের মধ্যে জনসংখ্যা অন্যতম। রাসেল নিচের কোন প্রতিষ্ঠানের কথা বলেছে?
ক. জেলা প্রশাসন
খ. পরিবার
গ. সমিতি
● রাষ্ট্র

৬৯. ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
● একনায়কতান্ত্রিক রাষ্ট্র
খ. এককেন্দ্রিক রাষ্ট্র
গ. কল্যাণমূলক রাষ্ট্র
ঘ. পুঁজিবাদী রাষ্ট্র

৭০. জালালের ব্যক্তিগত মালিকানায় ভূমি, শ্রম ও মূলধন আছে। সে তাহলে কোন রাষ্ট্রে বাস করে?
ক. সামন্ত সমাজে
খ. দাসনির্ভর সমাজে
গ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে
● পুঁজিবাদী রাষ্ট্রে

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৭১. নিলয় একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হলে তার সম্পর্কে কোনটি সঠিক হবে?
ক. ভূমিতে ব্যক্তিমালিকানা ভোগ করে
খ. শ্রমে ব্যক্তিমালিকানা আছে
● ব্যক্তিমালিকানা অনুপস্থিত
ঘ. মূলধনে মালিকানা আছে

৭২. একটি দেশে জনগণই সব ক্ষমতার উৎস। দেশটি তাহলে কোন ধরনের?
ক. সমাজতান্ত্রিক
খ. দাসনির্ভর
গ. রাজতান্ত্রিক
● গণতান্ত্রিক

৭৩. বাংলাদেশের ডলি তার দেশের রাষ্ট্রব্যবস্থার গুণ বলতে কোনটিকে নির্দেশ করবে?
● দায়িত্বশীল শাসন
খ. সংখ্যার উপর গুরুত্ব
গ. দলীয় শাসনব্যবস্থা
ঘ. ঘন ঘন নীতির পরিবর্তন

৭৪. সিমি গণতান্ত্রিক দেশে বাস করে। এই গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন-
ক. মূলধন
● সচেতন জনগোষ্ঠী
গ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ঘ. নির্বাচন

৭৫. মলয় বাবু একজন স্বেচ্ছাচারী শাসক। মলয় বাবুর রাষ্ট্রব্যবস্থা হলো-
ক. রাজতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
● একনায়কতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৭৬. আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সম্পর্কে কোনটি প্রযোজ্য?
ক. ছোট রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
● যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য

৭৭. ইমন তার ছোট ভাই লিমনকে বলল, গণতন্ত্র আবেগ দ্বারা পরিচালিত হয়। কিন্তু ‘এক দেশ, এক জাতি, এক নেতা’- এটি সরকারের আদর্শ হওয়া উচিত। ইমন কোন ধরনের সরকারব্যবস্থাকে সমর্থন করে?
ক. রাজতন্ত্র
● একনায়কতন্ত্র
গ. গণতন্ত্র
ঘ. প্রজাতন্ত্র

৭৮. শিক্ষিকা সোনিয়া তার ছাত্রছাত্রীদের বললেন, ‘গণতন্ত্রে মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না।’ শিক্ষিকা সোনিয়া এ কথাটি দ্বারা বোঝাতে চেয়েছেন- ক. গণতন্ত্র গুণীদের সরকার
খ. গণতন্ত্র বহু দলের সরকার
গ. গণতন্ত্র উত্তম শাসনব্যবস্থা
● গণতন্ত্র জনগণের সরকার

৭৯. পুঁজিবাদী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
ক. সম্পদের সামাজিক মালিকানা
খ. ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত
● ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি
ঘ. ভোগের ক্ষেত্রে বাধা-নিষেধ

৮০. কিউবায় নিচের কোনটি পরিলক্ষিত হয়?
ক. সম্পদের ব্যক্তিগত মালিকানা
● সম্পদের সামাজিক মালিকানা
গ. গণতান্ত্রিক ব্যবস্থা
ঘ. সংসদীয় সরকারব্যবস্থা

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৮১. জনগণই গণতান্ত্রিক রাষ্ট্রে সব ক্ষমতার উৎস- কথাটির তাৎপর্য হলো-
ক. জনগণ রাষ্ট্র পরিচালনা করে
খ. জনগণ সব ক্ষমতা চর্চা করে
● জনগণ প্রতিনিধি নির্বাচন করে
ঘ. জনগণ আইন তৈরি করে

৮২. গণতান্ত্রিক রাষ্ট্রে কোন গুণটি দেখা যায় বলে তুমি মনে কর?
● দায়িত্বশীল শাসন
খ. ঘন ঘন নীতি পরিবর্তন
গ. ব্যয়বহুল শাসনব্যবস্থা
ঘ. সংখ্যার উপর গুরুত্ব

৮৩. গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণের আস্থা অর্জনের চেষ্ট করে। এর যথার্থ কারণ কী?
● জনগণ সরকার নির্বাচিত করে বলে
খ. সরকার জনগণের উপর নির্ভরশীল
গ. সরকার জনগণ পরিচালনা করে
ঘ. সরকার হলো জনগণ

৮৪. নিচের কোনটি গণতান্ত্রিক আচরণ বলে তুমি মনে কর?
ক. নিজের মতামতকে গুরুত্ব দেওয়া
খ. অন্যকে মত প্রকাশের সুযোগ না দেওয়া
গ. অন্যের উপর মতামত চাপিয়ে দেওয়া
● অন্যের মতকে শ্রদ্ধা করা

৮৫. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কোনটি পরিলক্ষিত হয়?
● একটি রাজনৈতিক দল
খ. মন্ত্রিসভাশাসিত সরকার
গ. বহু রাজনৈতিক দল
ঘ. গণমাধ্যমের স্বাধীনতা

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৮৬. তোমার জানা মতে নিরঙ্কুশ রাজতন্ত্র পরিলক্ষিত হয় যে দেশের শাসনব্যবস্থায়-
ক. বাংলাদেশে
খ. ভারতে
গ. যুক্তরাষ্ট্রে
● সৌদি আরবে

৮৭. যুক্তরাজ্যের শাসনব্যবস্থা বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
● সমাজতন্ত্র
খ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. সামন্ত ব্যবস্থা

৮৮. খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান- মানুষের এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করা কোন রাষ্ট্রের লক্ষ্য? ক. আধুনিক রাষ্ট্রের
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্রের
গ. এককেন্দ্রিক রাষ্ট্রের
● কল্যাণমূলক রাষ্ট্রের

৮৯. শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সর্বদা বিপ্লবের ভয় থাকে। অভ্যন্তরীণ বিরোধিতা ও গণ-অসন্তোষের কারণে বেশিদিন টিকে থাকতে পারে না।- এটি কোন ধরনের শাসনব্যবস্থা?
ক. স্বৈরতান্ত্রিক
● একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক

৯০. বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে, যে কারণে-
ⅰ. সামাজিক চাহিদার বিভিন্নতার কারণে
ⅱ. রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে
ⅲ. অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্নতার কারণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৯১. রাষ্ট্র যে ধরনের প্রতিষ্ঠান-
ⅰ. স্থায়ী
ⅱ. পূর্ণাঙ্গ
ⅲ. পারিবারিক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র যে ধরনের হয়-
ⅰ. গণতান্ত্রিক
ⅱ. পুঁজিবাদী
ⅲ. সমাজতান্ত্রিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৩. গণতান্ত্রিক রাষ্ট্রে যেটির সুযোগ থাকে—
ⅰ. জনগণের মত প্রকাশের
ⅱ. সরকারের সমালোচনার
ⅲ. রাষ্ট্রের সমালোচনার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. গণতান্ত্রিক রাষ্ট্রের যে ধরনের গুণ রয়েছে-
ⅰ. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ
ⅱ. দায়িত্বশীল শাসন
ⅲ. সম্মতির উপর প্রতিষ্ঠিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৫. একনায়কতান্ত্রিক ব্যবস্থার আদর্শ হলো-
ⅰ. এক জাতি
ⅱ. এক দেশ
ⅲ. এক নেতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৯৬. রাজতন্ত্র যে ধরনের হতে পারে-
ⅰ. নিরঙ্কুশ রাজতন্ত্র
ⅱ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ⅲ. নির্বাচিত রাজতন্ত্র
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. কল্যাণমূলক রাষ্ট্র জনগণের জন্য যে ধরনের সুযোগ সৃষ্টি করে-
ⅰ. কর্মসংস্থানের
ⅱ. বেকার ভাতা প্রদান
ⅲ. চিকিৎসা প্রদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

৯৮. এককেন্দ্রিক সরকারের যে ধরনের গুণ রয়েছে-
ⅰ. সহজ সাংগঠনিক ব্যবস্থা
ⅱ. মিতব্যয়িতা
ⅲ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় অঞ্চলগুলোর বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে-
ⅰ. ভাষাগত বিভিন্নতার কারণে
ⅱ. সংস্কৃতিগত বিভিন্নতার কারণে
ⅲ. কৃষ্টিগত বিভিন্নতার কারণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০০. যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম গুণ হলো-
ⅰ. স্থানীয় নেতৃত্ব বিকাশে সহায়ক
ⅱ. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা লোপ
ⅲ. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১০১. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে যে ধরনের বিষয়ে জটিলতা দেখা দেয়-
ⅰ. ক্ষমতা বণ্টন
ⅱ. আইন প্রণয়ন
ⅲ. সম্পর্ক নির্ধারণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০২. যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলো যে ধরনের-
ⅰ. স্বতন্ত্র
ⅱ. কেন্দ্রশাসিত
ⅲ. স্বায়ত্তশাসিত
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৩. সংসদীয় সরকারের অন্যতম গুণ হলো-
ⅰ. বিরোধী দলের মর্যাদা
ⅱ. দায়িত্বশীল শাসনব্যবস্থা
ⅲ. সমালোচনার সুযোগ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১০৪. সংসদীয় সরকারব্যবস্থায় চরম দলীয় মনোভাব দেখা যায়-
ⅰ. ক্ষমতাসীন দলে
ⅱ. বিরোধী দলে
ⅲ. সুশীলসমাজে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
একটি রাজনৈতিক দলের নেতা। ‘ক’-এর রাজনৈতিক দল সরকার গঠন করেছে। জনগণের অংশগ্রহণে জনগণের দ্বারা সরকারটি পরিচালিত হয়। এ ছাড়া শক্তিশালী বিরোধী দল রয়েছে।

১০৫. ‘ক’-এর দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান?
ক. সমাজতান্ত্রিক
● গণতান্ত্রিক
গ. রাজতন্ত্র
ঘ. একনায়কতান্ত্রিক

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

১০৬. অনুচ্ছেদে উল্লেখিত ‘ক’-এর দেশের জনগণের আচরণ সম্পর্কে যেটি প্রযোজ্য-
ⅰ. সরকারের সমালোচনা করে
ⅱ. মত প্রকাশ করতে পারে
ⅲ. জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
দ্বীপের দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ননীতি পরিবর্তন হয়। সরকার পতনের থে সাথে নতুন নতুন নীতি গৃহীত হয়। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

১০৭. সন্দ্বীপের দেশে কোন রাজনৈতিক ব্যবস্থার স্বরূপ ফুটে উঠেছে?
ক. সমাজতন্ত্রের
খ. একনায়কতন্ত্রের
● গণতন্ত্রের
ঘ. রাজতন্ত্রের

১০৮. অনুচ্ছেদে উক্ত সমস্যা সমাধানের জন্য যেটি প্রয়োজন বলে তোমার মনে হয়-
ⅰ. রাষ্ট্রীয় উন্নয়নের সংকল্প
ⅱ. বিরোধী দলের প্রতি বৈরী সম্পর্কের অবসান
ⅲ. স্বদেশপ্রেম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment