নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ :  নাগরিক ও নাগরিকতা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১. আজ থেকে কত বছর আগে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ধ হয়?
ক. ২,০০০ বছর আগে
খ. ২,১০০ বছর আগে
গ. ২,৪০০ বছর আগে
● ২,৫০০ বছর আগে

২. কোথায় নাগরিক ও নাগরিকতার ধারণার প্রথম উদ্ভব হয়?
● প্রাচীন গ্রিসে
খ. ইতালিতে
গ. আধুনিক গ্রিসে
ঘ. ইংল্যান্ডে

৩. প্রাচীন গ্রিসে কোনটি ছিল?
ক. জাতীয় রাষ্ট্র
খ. আধুনিক রাষ্ট্র
গ. সমাজতান্ত্রিক ব্যবস্থা
● নগর-রাষ্ট্র

৪. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক. ভোট
● নাগরিকতা
গ. জাতীয়তা
ঘ. আইন

৫. নাগরিকতা কী?
ক. রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা
খ. রাজনৈতিক অধিকার ভোগ করা
● ব্যক্তির মর্যাদা
ঘ. রাষ্ট্রের মর্যাদা

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৬. নাগরিক হলো ব্যক্তির-
ক. বুদ্ধিমত্তা
খ. মর্যাদা
● পরিচয়
ঘ. চেতনা

৭. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৮. জন্মসূত্রে নাগরিকতা অর্জনে কোন নীতিটি অনুসরণ করা হয়?
● জন্মস্থান নীতি
খ. জন্মকাল নীতি
গ. জন্মসাল নীতি
ঘ. জন্মদিন নীতি

৯. কোনটি নাগরিকতা অর্জনের পদ্ধতি?
ক. দেশ ভ্রমণ
খ. আইকন হওয়া
গ. উচ্চ বংশীয় হওয়া
● অনুমোদন সূত্র

১০. কোন নীতি অনুযায়ী পিতামাতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়?
ক. জন্মদিন নীতি
খ. জন্মকাল নীতি
● জন্মনীতি
ঘ. জন্মস্থান নীতি

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১১. কোন নীতি অনুযায়ী সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে, সে ঐ দেশের নাগরিকতা লাভ করে?
ক. জন্মনীতি
খ. জন্মদিন নীতি
● জন্মস্থান নীতি
ঘ. জন্মকাল নীতি

১২. একজন ব্যক্তি একসঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কী বলে?
ক. শুভেচ্ছা নাগরিক
খ. বিশেষ নাগরিক
● দ্বৈত নাগরিক
ঘ. অতিথি নাগরিক

১৩. কোন দেশ নাগরিকতার ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসরণ করে?
ক. ইন্দোনেশিয়া
খ. ফ্রান্স
● আমেরিকা
ঘ. রাশিয়া

১৪. রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার?
ক. নৈতিক অধিকার
● আইনগত অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. ব্যক্তিগত অধিকার

১৫. রাজনৈতিক অধিকার কোনটি?
ক. কর্মের অধিকার
খ. ন্যায্য মজুরি লাভের অধিকার
ঘ. অবকাশ লাভের অধিকার
● আবেদন করার অধিকার

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১৬. সাধারণত একজন ব্যক্তি কয়টি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়?
● ১টি রাষ্ট্রের
খ. ২টি রাষ্ট্রের
গ. ৩টি রাষ্ট্রের
ঘ. ৪টি রাষ্ট্রের

১৭. বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করে?
● জন্মনীতি
খ. জন্মস্থান নীতি
গ. অনুমোদন নীতি
ঘ. জন্মদিন নীতি

১৮. দ্বৈত নাগরিকত্ব নীতি কোন দেশে অনুসরণ করা হয়?
ক. বাংলাদেশে
● মার্কিন যুক্তরাষ্ট্রে
গ. ভারতে
ঘ. রাশিয়ায়

১৯. কে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে?
ক. আত্মকেন্দ্রিক ব্যক্তি
● আত্মসংযমী
গ. আত্মভোলা ব্যক্তি
ঘ. আত্মসমালোচক

২০. সুনাগরিকের প্রধানত কয়টি গুণ রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

২১. কোনটি সুনাগরিকের অন্যতম একটি গুণ?
ক. সত্যবাদিতা
● বুদ্ধি
গ. ন্যায়পরায়ণতা
ঘ. ধর্মপরায়ণতা

২২. সুনাগরিকের কোনটি থাকা উচিত?
ক. বংশ-মর্যাদা
খ. ধন-সম্পদ
● আত্মসংযম
ঘ. ক্ষমতা

২৩. কোনটি ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না?
● অধিকার
খ. ধন-সম্পদ
গ. বংশ মর্যাদা
ঘ. সামাজিক স্বীকৃতি

২৪. অধিকারের মূল লক্ষ্য কী?
ক. রাষ্ট্রের সর্বজনীন কল্যাণ
খ. সমাজের সর্বজনীন কল্যাণ
● ব্যক্তির সর্বজনীন কল্যাণ
ঘ. গোষ্ঠীর সর্বজনীন কল্যাণ

২৫. অধিকার সকল নাগরিকের মঙ্গলের জন্য কোনটি কর্তৃক দেওয়া হয়?
ক. ব্যক্তি
খ. গোষ্ঠী
গ. সমাজ
● রাষ্ট্র

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

২৬. সুনাগরিক হওয়ার পথে প্রধান অন্তরায় কী?
ক. দলীয় মনোভাব
● নির্লিপ্ততা
গ. অসামাজিকতা
ঘ. ব্যক্তিগত স্বার্থপরতা

২৭. সুনাগরিকের অন্তরায় কোনটি?
ক. কবিতা পড়া
● ব্যক্তিগত স্বার্থপরতা
গ. হাসাহাসি করা
ঘ. গল্পগুজব করা

২৮. কোনটি সুনাগরিকের গুণ?
ক. নির্লিপ্ততা
খ. সংকীর্ণ মনোভাব
গ. স্বার্থপরতা
● সংবেদনশীলতা

২৯. অধিকার প্রধানত কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

৩০. দুর্বলের সাহায্য লাভের অধিকারকে কী বলে?
● নৈতিক অধিকার
খ. ব্যক্তি অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. সামাজিক অধিকার

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৩১. কোনটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না?
ক. মৌলিক অধিকার
খ. নিরাপত্তার অধিকার
গ. অর্থনৈতিক অধিকার
● নৈতিক অধিকার

৩২. কোনটির আইনগত ভিত্তি নেই?
ক. মানবাধিকারের
খ. রাজনৈতিক অধিকারের
● নৈতিক অধিকারের
ঘ. তথ্য অধিকারের

৩৩. কোন অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না?
● নৈতিক অধিকার
খ. তথ্য অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. মৌলিক অধিকার

৩৪. যেসব অধিকার রাষ্ট্রের সংবিধানে বর্ণিত থাকে তাকে কী বলে?
ক. মানবাধিকার
● মৌলিক অধিকার
গ. নৈতিক অধিকার
ঘ. সামাজিক অধিকার

৩৫. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের অধিকার বর্ণিত রয়েছে?
ক. প্রথম ভাগে
খ. দ্বিতীয় ভাগে
● তৃতীয় ভাগে
ঘ. চতুর্থ ভাগে

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৩৬. কোনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
● মানবাধিকার
খ. নৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. অর্থনৈতিক অধিকার

৩৭. কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
● ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে

৩৮. কত তারিখে জাতিসংঘে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়?
ক. ১লা ডিসেম্বর
খ. ৫ই ডিসেম্বর
গ. ৮ই ডিসেম্বর
● ১০ই ডিসেম্বর

৩৯. নিচের কোনটি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত?
ক. সরকারি চাকরি লাভের অধিকার
● শ্রমিক সংঘ গঠনের অধিকার
গ. নিয়মিতভাবে কর প্রদানের অধিকার
ঘ. খ্যাতি লাভের অধিকার

৪০. সাধারণভাবে অধিকার বলতে কী বোঝায়?
● ইচ্ছামতো কাজ করার ক্ষমতা
খ. স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা
গ. যথেচ্ছ কাজ করার ক্ষমতা
ঘ. যেকোনো মতামত প্রকাশ করার ক্ষমতা

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৪১. কত তারিখে তথ্য অধিকার আইন পাস হয়?
● ৫ই এপ্রিল
খ. ৫ই মার্চ
গ. ৫ই জুন
ঘ. ৫ই জুলাই

৪২. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধপ্রাপ্তির তারিখ থেকে অনধিক কত কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন?
ক. ১০ কার্যদিবসের মধ্যে
● ২০ কার্যদিবসের মধ্যে
গ. ২৫ কার্যদিবসের মধ্যে
ঘ. ৩০ কার্যদিবসের মধ্যে

৪৩. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য দিতে না পারলে কয় দিনের মধ্যে অনুরোধকারীকে অবহিত করতে হবে?
ক. ৫ দিনের মধ্যে
● ১০ দিনের মধ্যে
গ. ২০ দিনের মধ্যে
ঘ. ১৫ দিনের মধ্যে

৪৪. তথ্য অধিকার আইনের কত ধারায় ‘তথ্য অধিকার’-এর অর্থ বলা হয়েছে-
● ২ (ছ)
খ. ২ (ক)
গ. ২ (চ)
ঘ. ২ (গ)

৪৫. নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৪৬. কোনটি মানুষের নৈতিক কর্তব্য?
ক. রাষ্ট্রের প্রতি আনুগত্য
খ. আইন মান্য করা
গ. কর প্রদান করা
● সন্তানদের শিক্ষিত করা

৪৭. আমাদের জীবন, সম্পত্তি, স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?
● আইন
খ. ধর্মীয় প্রথা
গ. গোত্রের নীতি
ঘ. সামাজিক প্রথা

৪৮. আইন কাদের জন্য সমানভাবে প্রযোজ্য?
ক. ধনীদের জন্য
খ. গরিবের জন্য
গ. পুরোহিতদের জন্য
● সবার জন্য

৪৯. প্রাচীন গ্রিসে রাষ্ট্রগুলো কেমন ছিল?
ক. বৃহৎ রাষ্ট্র
● ছোট ছোট রাষ্ট্র
গ. পুঁজিবাদী রাষ্ট্র
ঘ. জাতীয় রাষ্ট্র

৫০. প্রাচীন গ্রিসে নাগরিক হিসেবে পরিচিত ছিল-
● প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীরা
খ. পরোক্ষভাবে অংশগ্রহণকারীরা
গ. দাসরা
ঘ. নারীরা

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৫১. নাগরিকতা কিসের পরিচয়?
● ব্যক্তির
খ. গোষ্ঠীর
গ. সমাজের
ঘ. দেশের

৫২. কীভাবে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করা যায়?
● জন্মসূত্রে
খ. খ্যাতি অর্জন করে
গ. স্বাবলম্বী হয়ে
ঘ. সম্পদশালী হয়ে

৫৩. বাংলাদেশের কোনো দম্পতি যুক্তরাজ্যে গিয়ে সন্তান জন্ম দিলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে কেন?
ক. অনুমোদন সূত্রের কারণে
খ. জন্মস্থান নীতির কারণে
● জন্মনীতির কারণে
ঘ. বৈদেশিক নীতির কারণে

৫৪. কিসের ভিত্তিতে একজন ব্যক্তি দুটি রাষ্ট্রের নাগরিকের মর্যাদা লাভ করতে পারে?
● জন্মসূত্রের কারণে
খ. বংশ মর্যাদার কারণে
গ. অনুমোদন সূত্রের কারণে
ঘ. ক্ষমতার কারণে

৫৫. রাষ্ট্রের সব নাগরিকই-
ক. সুনাগরিক
খ. ধনী
গ. পরিশ্রমী
● সুনাগরিক নয়

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৫৬. কিসের উপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে?
ক. মূলধনের উপর
● সুনাগরিকের বুদ্ধির উপর
গ. নেতৃবৃন্দের উপর
ঘ. জনগণের উপর

৫৭. কোন ধরনের নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ?
● বুদ্ধিমান নাগরিক
খ. ব্যবসায়ী নাগরিক
গ. অভিজাত শ্রেণির নাগরিক
ঘ. শিল্পপতি নাগরিক

৫৮. কীভাবে নাগরিকদের বুদ্ধিমান নাগরিক হিসেবে গড়ে তোলা যায়?
ক. জ্ঞান দিয়ে
খ. সুযোগ-সুবিধা দিয়ে
● শিক্ষাদান করে
ঘ. ভোটাধিকার দিয়ে

৫৯. কিসের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে?
● সুযোগ-সুবিধা ভোগ
খ. কর প্রদান
গ. ভোটাধিকার প্রয়োগ
ঘ. আর্থিক সাহায্য

৬০. অধিকার বলতে বোঝায়-
ক. ইচ্ছানুযায়ী কাজ করা
● আইন দ্বারা নির্ধারিত কাজ করা
গ. খুশিমতো কাজ করা
ঘ. খেয়ালমতো কাজ করা

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৬১. রাষ্ট্র কর্তৃক নাগরিকদের অধিকার দেওয়া হয় কেন?
● নাগরিকদের উন্নয়নের জন্য
খ. ভোটাধিকার প্রয়োগের জন্য
গ. নাগরিকদের সচেতন করতে
ঘ. নাগরিকদের ক্ষমতায়নে

৬২. নৈতিক অধিকার সমাজভেদে-
ক. অভিন্ন থাকে
খ. একই থাকে
● পার্থক্য হয়
ঘ. পার্থক্য থাকে না

৬৩. সামাজিক অধিকার বলতে বোঝায়-
ক. নির্বাচিত হওয়া
খ. নির্বাচনে ভোটাধিকার
গ. যোগ্যতা অনুযায়ী কাজ
● মত প্রকাশের অধিকার

৬৪. রাজনৈতিক অধিকার বলতে বোঝায়-
ক. স্বাধীনভাবে চলাফেরা
খ. পরিবার গঠন করা
গ. ধর্মচর্চা করা
● ভোটাধিকার

৬৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে কেন?
ক. সরকারের ভয়ে
খ. জনগণের ভয়ে
● নাগরিকের অনুরোধে
ঘ. নেতাদের অনুরোধে

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৬৬. কী কারণে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তথ্য সরবরাহে ৩০ কার্যদিবস নিতে পারে?
● একাধিক তথ্য প্রদান ইউনিট থাকলে
খ. অফিসে ব্যস্ততা থাকলে
গ. গুরুত্বপূর্ণ তথ্য হলে
ঘ. গোপনীয় তথ্য হলে

৬৭. কিসের মাধ্যমে নাগরিকের জীবন বিকশিত হয়?
● অধিকার
খ. জ্ঞানার্জন
গ. সংস্কৃতিচর্চা
ঘ. ধর্মচর্চা

৬৮. অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে বলে-
ক. করণীয় দায়িত্ব
খ. সাধারণের ইচ্ছা
গ. ব্যক্তিস্বাধীনতা
● কর্তব্য

৬৯. কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য?
ক. নৈতিক কর্তব্য
খ. সামাজিক কর্তব্য
● আইনগত কর্তব্য
ঘ. অর্থনৈতিক কর্তব্য

৭০. কর্তব্য কিসের দ্বারা স্বীকৃত থাকে?
ক. সমাজ
● রাষ্ট্রীয় আইন
গ. মানবিক মূল্যবোধ
ঘ. ধর্মীয় অনুশাসন

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৭১. কিসের অনুপস্থিতিতে সমাজজীবনে অরাজকতা দেখা দেয়?
● আইন
খ. ধর্মীয় রীতি
গ. ব্যক্তিস্বাধীনতা
ঘ. মূল্যবোধ

৭২. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
ক. নির্বাচন অনুষ্ঠানের জন্য
খ. অর্থনৈতিক মন্দা ঠেকাতে
● নাগরিকের অধিকার নিশ্চিত করতে
ঘ. অর্থনৈতিক উন্নয়নে

৭৩. নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
● রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
খ. রাজনীতি করা
গ. কর প্রদান করা
ঘ. সেবামূলক কাজে অংশগ্রহণ করা

৭৪. অধিকার কিসের মধ্যে নিহিত?
ক. ব্যক্তি
খ. সমাজ
● কর্তব্য
ঘ. ধর্মীয় রীতি

৭৫. কর্তব্য পালন করতে হয় কী কারণে?
● অধিকার ভোগ করায়
খ. আইনের ভয়ে
গ. আবশ্যক বলে
ঘ. নৈতিক দায়িত্ব বলে

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৭৬. কিসের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়?
ক. শত্রুর
খ. শক্তিশালী ব্যক্তির
গ. সমাজের
● রাষ্ট্রের

৭৭. মৃদুল যে দেশে জন্মগ্রহণ করে সেখানে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। মৃদুল কোন দেশের নাগরিক?
ক. ভারত
খ. ইংল্যান্ড
গ. জাপান
● গ্রিস

৭৮. মাসিউর রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখলেও তার স্ত্রী ও গৃহভৃত্য ভূমিকা রাখতে পারে না। এটা প্রাচীন গ্রিস হলে কী কারণে তারা ভূমিকা রাখতে পারে না?
ক. অসুস্থ বলে
● নারী ও ভূত্য বলে
গ. সুনাগরিক বলে
ঘ. নাগরিক বলে

৭৯. আমজাদ যে দেশটিতে বাস করে তা গঠিত ছোট ছোট রাষ্ট্র নিয়ে। নিচের কোনটির সাথে আমজাদের দেশের সাদৃশ্য আছে?
● নগর-রাষ্ট্র
খ. গণতান্ত্রিক রাষ্ট্র
গ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
ঘ. জাতীয় রাষ্ট্র

৮০. স্বপন যুক্তরাষ্ট্রের দূতাবাসে জন্মগ্রহণ করে। স্বপনের ক্ষেত্রে তাহলে কোনটি প্রযোজ্য?
● যুক্তরাষ্ট্রের নাগরিক
খ. যুক্তরাষ্ট্রের অতিথি
গ. যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা দূত
ঘ. যুক্তরাষ্ট্রের সুনাগরিক

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৮১. বিকাশের পিতামাতা বাংলাদেশি কিন্তু সে জন্মগ্রহণ করে ভারতে। এ ক্ষেত্রে বিকাশের নাগরিকতা কোনটি হবে?
● বাংলাদেশের
খ. উভয় দেশের
গ. ভারতের
ঘ. ইচ্ছার উপর নির্ভরশীল

৮২. রাজেশের মা ভারতীয় ও বাবা বাংলাদেশি, কিন্তু সে কানাডায় বসবাস করে। তাহলে রাজেশ কোন দেশের নাগরিক হবেন?
ক. ভারতের
খ. কানাডার
গ. ভারত ও কানাডার
● বাংলাদেশ ও কানাডার

৮৩. নাগরিকতা অনেক সময় জন্মস্থান নীতি অনুসারে হয়ে থাকে। ক্ষেত্রে কোন দেশের নাম অগ্রগণ্য?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. জাপান
● যুক্তরাষ্ট্র

৮৪. আরিফ ভারতে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা-মা বাংলাদেশি। সে কোন নীতি অনুসারে বাংলাদেশের নাগরিক হবে?
ক. জন্মস্থান নীতি
খ. অনুমোদন নীতি
● জন্মনীতি
ঘ. স্থায়ী বাসিন্দা নীতি

৮৫. বাংলাদেশের আসিফ ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে একটি মেয়েকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব পেল। তার নাগরিকত্ব পাওয়াটা কোন সূত্রকে সমর্থন করে?
● অনুমোদন সূত্র
খ. জন্মসূত্র
গ. আইনগত সূত্র
ঘ. চুক্তিবদ্ধতার সূত্র

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৮৬. অঝরা তার স্বামীর সাথে ইরানে থাকে। কিন্তু সে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে। তাহলে সে কোন দেশের নাগরিক বলে বিবেচিত হবে?
ক. ইরানের
খ. উভয় দেশের
● বাংলাদেশের
ঘ. অন্য আরেকটি দেশের

৮৭. একজন সুনাগরিক হিসেবে রহিমের কয়টি গুণ আছে? ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৮৮. সামির তার রাষ্ট্রের নিকট শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। সামিরের ক্ষেত্রে যেটা অধিক প্রযোজ্য-
● বুদ্ধিমান
খ. ধনী
গ. মেধাবী
ঘ. উচ্চ বংশীয়

৮৯. শ্যামল তার পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চায়। এটা তার কোন ধরনের অধিকার?
● সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. মানবাধিকার

৯০. যোগ্যতা অনুযায়ী কাজ পেতে চাওয়ায় তুহিন নির্যাতিত হয়। তার কোন অধিকার ক্ষুণ্ণ হয়েছে?
● সামাজিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. নৈতিক

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৯১. বিপুলের জন্মদিনে মানবাধিকার ঘোষণাপত্র জাতিসংঘে গৃহীত হয়। বিপুল কত সালে জন্মগ্রহণ করে?
● ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৫১ সালে

৯২. আলভি পাকিস্তানের স্থায়ী বাসিন্দা। সে চাকরির সুবাদে বাংলাদেশে এসেছে। সে বাংলাদেশের কোন অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে?
ক. সামাজিক অধিকার
খ. অর্থনৈতিক অধিকার
● রাজনৈতিক অধিকার
ঘ. নৈতিক অধিকার

৯৩. মিসায়েল তেহরান থেকে এ দেশে ঘুরতে এসেছে। সে তার নিজের ভাষায় কথা বলে। কিন্তু তাকে যদি বাধ্য করা হয় ৯৪. বাংলা ভাষায় কথা বলার জন্য, তাহলে তার কোন অধিকার খর্ব করা হবে?
ক. মতামত প্রকাশের অধিকার
খ. জীবনধারণের অধিকার
● ভাষা ও সংস্কৃতির অধিকার
ঘ. চলাফেরার অধিকার

৯৫. নাজমুল সাহেব তার স্ত্রীকে নির্বাচনে অংশগ্রহণ করতে সমর্থন দিলেন। এটি নাজমুল সাহেবের স্ত্রীর কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
● রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. নৈতিক

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

৯৬. শফিক থাইল্যাণ্ডে বেড়াতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ল। সে তার দেশের সরকারের কাছে সাহায্যের আবেদন জানাল। এ সাহায্যের আবেদন চাওয়া শফিকের কোন ধরনের অধিকার?
● রাজনৈতিক
খ. আইনগত
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক

৯৭. জামিলা বেগম পুরুষদের সাথে একই কারখানায় এক ধরনের কাজ করে। কিন্তু তাকে পুরুষদের তুলনায় কম বেতন দেওয়া হয়। এ ক্ষেত্রে তাকে কোন অধিকার থেকে বঞ্চিত করা হয়?
ক. সামাজিক
● অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. আইনগত

৯৮. জারদারি পাকিস্তানের অধিবাসী। কিন্তু তার সন্তান আসিফ বাংলাদেশে জন্মগ্রহণ করে। এখন যে নীতি অনুযায়ী আসিফ পাকিস্তানের নাগরিক হবে-
ক. জন্মস্থান নীতি
● জন্মনীতি
গ. অনুমাদন সূত্রে
ঘ. শর্তসাপেক্ষে

৯৯. একজন সুনাগরিকের ক্ষেত্রে অধিক প্রণিধানযোগ্য-
● রাষ্ট্রের সম্পদ
খ. স্বাবলম্বী ব্যক্তি
গ. সুদর্শন ব্যক্তি
ঘ. সম্পদশালী ব্যক্তি

১০০. সুনাগরিক হওয়ার অত্যাবশ্যক বিষয়টি বিশ্লেষণ করলে সন্ধান পাওয়া যায়-
ক. বংশ মর্যাদা
খ. পারিবারিক অবস্থান
গ. নাগরিকতার ধরন
● শিক্ষা

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১০১. একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে যৌক্তিক- ● বিবেক
খ. সম্পদশালী হওয়া
গ. সুদর্শন
ঘ. উচ্চ বংশীয়

১০২. নাগরিকের আত্মসংযম বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
ক. আইন মান্য করা
খ. যথাসময়ে কর প্রদান
● নিষ্ঠার সাথে দায়িত্ব পালন
ঘ. রাষ্ট্রের প্রতি আনুগত্য

১০৩. নাগরিকের যথাযথ শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এর যথার্থ কারণ-
● সুনাগরিক হিসেবে গড়ে তুলতে
খ. স্বাবলম্বী করতে
গ. সচেতনতা বৃদ্ধি করতে
ঘ. অর্থনৈতিক উন্নয়নে

১০৪. নগর-রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে যথার্থ-
ক. নারী প্রশাসক
খ. দাসদের রাজনৈতিক অধিকার
● ছোট ছোট রাষ্ট্র
ঘ. সর্বজনীন ভোটাধিকার

১০৫. জন্মস্থান নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ-
ক. পিতার নাগরিকতা
● জন্মের স্থান
গ. মাতার নাগরিকতা
ঘ. জন্মের সম

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১০৬. অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনে জন্মনীতি গুরুত্বপূর্ণ নয়। এর যথার্থ কারণ-
ক. অপরিহার্য শর্ত বলে
খ. বাধ্যকতা রয়েছে বলে
● আবেদন করতে হয় বলে
ঘ. কিছুদিন উক্ত দেশে বাস করতে হয় বলে

১০৭. যুক্তরাষ্ট্রের নাগরিকতা বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
ক. দ্বৈত নাগরিকতা
খ. জন্মনীতি
● জন্মস্থান নীতি
ঘ. অনুমোদন সূত্র

১০৮. বাংলাদেশের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যে রূপটি পরিলক্ষিত হয়-
● জন্মনীতি
খ. জন্মস্থান নীতি
গ. অনুমোদন সূত্র
ঘ. বংশ-মর্যাদা

১০৯. দ্বৈত নাগরিকতা বিষয়টি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
ক. দুই ব্যক্তির নাগরিকতা
খ. বাবা-মায়ের নাগরিকতা
● দুই দেশের নাগরিকতা
ঘ. স্বামী-স্ত্রীর নাগরিকতা

১১০. যে ধরনের মানুষ নগর-রাষ্ট্রের নাগরিক হতে পারত না-
ⅰ. নারী
ⅱ. অভিজাত শ্রেণি
ⅲ. দাস
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১১১. নাগরিক বলতে বোঝায়-
ⅰ. স্থায়ীভাবে বসবাসকারী জনগণকে
ⅱ. ভ্রমণরত জনসমষ্টিকে
ⅲ. রাষ্ট্রের প্রতি অনুগত জনসমষ্টিকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১২. নাগরিকতা বলতে বোঝায়-
ⅰ. নাগরিক হিসেবে ব্যক্তির মর্যাদা
ⅱ. নাগরিক হিসেবে ব্যক্তির সম্মান
ⅲ. নাগরিক হিসেবে ব্যক্তি বংশ মর্যাদা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৩. অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনে যে ধরনের শর্ত পালন করতে হয়-
ⅰ. সরকারি চাকরি করা
ⅱ. সম্পত্তি ক্রয় করা
ⅲ. দীর্ঘদিন বসবাস করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. নাগরিকতা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের নীতি অনুসরণ করে-
ⅰ. জন্মনীতি
ⅱ. জন্মস্থান নীতি
ⅲ. অনুমোদন সূত্র
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. যার বিবেক আছে সে যে ধরনের কাজ করে-
ⅰ. ন্যায়-অন্যায় বুঝতে পারে
ⅱ. সৎ কাজ থেকে বিরত থাকে
ⅲ. সৎ-অসৎ বুঝতে পারে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১১৬. বিবেকবান নাগরিক সব সময়-
ⅰ. রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে
ⅱ. ন্যায়ের পক্ষে থাকে
ⅲ. কর্তব্য পালন করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৭. আত্মসংযমের অর্থ হলো-
ⅰ. লোভ-লালসার ঊর্ধ্বে থাকা
ⅱ. সৎ থাকা
ⅲ. নেতৃত্ব দেওয়া
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৮. প্রত্যেক নাগরিককে যেটির ঊর্ধ্বে থাকা উচিত-
ⅰ. দুর্নীতি
ⅱ. স্বজনপ্রীতি
ⅲ. পক্ষপাতিত্ব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৯. যেটির মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে-
ⅰ. সমাজ স্বীকৃত সুযোগ-সুবিধা
ⅱ. রাষ্ট্র স্বীকৃত সুযোগ-সুবিধা
ⅲ. ব্যক্তির অপরিহার্য কর্তব্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২০. আইনগত অধিকার হলো-
ⅰ. সামাজিক অধিকার
ⅱ. রাজনৈতিক অধিকার
ⅲ. নৈতিক অধিকার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১২১. তথ্যপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট যেভাবে অনুরোধ করা যায়-
ⅰ. মোবাইলে
ⅱ. ই-মেইলে
ⅲ. ডাকযোগে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২২. নৈতিক কর্তব্য আসে মানুষের-
ⅰ. বংশপরম্পরা থেকে
ⅱ. বিবেক থেকে
ⅲ. সামাজিক নৈতিকতা থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১২৩. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশের অর্থ হলো-
ⅰ. দেশের স্বাধীনতার প্রতি আনুগত্য প্রকাশ
ⅱ. সার্বভৌমত্বের প্রতি আনুগত্য প্রকাশ
ⅲ. মূলনীতির প্রতি আনুগত্য প্রকাশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৪. আইনবিহীনভাবে কল্পনা করা যায় না-
ⅰ. সমাজব্যবস্থা
ⅱ. নাগরিক জীবন
ⅲ. রাষ্ট্রীয় ব্যবস্থা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৫ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও :
মিলন বাংলাদেশি, কিন্তু দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তার তিনটি সন্তান রয়েছে, যাদের দুজন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে ও বসবাস করছে। তবে তার তৃতীয় সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ না করলেও দীর্ঘদিন বসবাস করছে।

১২৫. মিলনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. শুধু বাংলাদেশের নাগরিক
খ. শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক
গ. সব দেশের নাগরিক
● দ্বৈত নাগরিক

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

১২৬. মিলনের তৃতীয় সন্তানের ক্ষেত্রে যেটি সমর্থনযোগ্য-
ক. শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক
● দ্বৈত নাগরিক
গ. বাংলাদেশের নাগরিক
ঘ. কোনো দেশেরই নাগরিক নয়

১২৭. মিলন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ না করেও সে ঐ দেশের নাগরিক। এর যৌক্তিক কারণ-
● অনুমোদন সূত্র
খ. জন্মস্থান নীতি
গ. জন্মনীতি
ঘ. জন্মদিন নীতি

পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment