হয়তো আপনি এই আর্টিকেলটি কোন এন্ড্রয়েড মোবাইল থেকে অথবা ল্যাপটপ/কম্পিউটারের মাধ্যমে পড়ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেই বিভিন্ন আর্টিকেল, গল্প এবং ভিডিও দেখা হয়ে থাকে। আমরা আজকে জানাবো মোবাইল স্লো হওয়ার কারণ কি কি এবং কিভাবে আপনার স্লো হওয়া মোবাইল টি ফাস্ট কাজ করাবেন।
বর্তমানে সবার হাতেই ছোট বড় একটা স্মার্টফোন রয়েছে। কেউ কেউ স্মার্টফোন দিয়ে দৈনন্দিন জীবনে সাধারণ যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করে আবার কেউ কেউ এক্সট্রা এমন কিছু কাজ করে যেগুলোর কারণে মোবাইল নিয়মিত স্লো হয়ে যায়। অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার কারণ অনেকগুলো হতে পারে, তবে এর মধ্যে তিনটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে- মোবাইল প্রসেসর, র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ কম থাকা।
উপরে উল্লেখিত এই তিনটি কারণের জন্য আপনার স্মার্টফোন প্রতিনিয়ত স্লো হবে। অর্থাৎ, আপনি আপনার মোবাইলের উপর যতটা পুরসার ক্রিয়েট করবেন মোবাইল ততটাই প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়বে। আর এই দুর্বল মোবাইলকে সচল করার জন্য কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপস গুলো মেনে চললে আপনিও আপনার দুর্বল মোবাইল কে সচল করতে পারবেন। তবে তার আগে জানতে হবে মোবাইল স্লো হওয়ার কারণ গুলো কি কি।
মোবাইল স্লো হওয়ার কারণ কি?
সাধারণত, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করার পূর্বে ওই মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে আপনার অবগত হতে হবে। ওই মোবাইল সম্পর্কে বিস্তারিত আগে জানতে হবে। মোবাইল স্লো হওয়ার কারণ এখানেই লুকিয়ে রয়েছে। আপনি যখন মোবাইলটি ক্রয় করবেন তখন আপনাকে জানতে হবে এই মোবাইলের প্রসেসর কতটা হাই কোয়ালিটির।
একই সাথে যখন একটি স্মার্ট ফোন করায় করবেন তখন ওই মোবাইল ক্রয় করার পূর্বে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ওই মোবাইলের রিভিউ দেখতে হবে। যদি মনে হয় এই মোবাইল দ্বারা আপনি লম্বা সময় পার করতে পারবেন সে ক্ষেত্রে আপনার আইডি করার করা উচিত অথবা আপনি এই মোবাইল দিয়ে কাজ করবেন সেই কাজের সাথে যদি আপনার মোবাইলটি সামঞ্জস্যপূর্ণ হয় সেক্ষেত্রে আপনি ক্রয় করতে পারেন।
মোবাইল স্লো হওয়ার কারণ হচ্ছে প্রসেসর এবং ইন্টারনাল স্টোরিজ এবং র্যাম। এই তিনটি বিষয়ে মাথায় রেখে আপনি যদি মোবাইল ক্রয় করেন সে ক্ষেত্রে আপনার মোবাইলটি স্লো হওয়ার চান্স খুব একটা বেশি থাকবে না। যদি আপনার মোবাইলে অল্প ক্ষমতার প্রসেসর লাগানো থাকে তাহলে আপনার মোবাইল অনেক বেশি ক্ষমতা সম্পন্ন কখনোই হবে না।
জন্য মোবাইল ক্রয় করার পূর্বে অবশ্যই ভালো প্রসেসর এবং ইন্টার্নাল স্টোরেজ বেশি এবং র্যাম বেশি রয়েছে এমন মোবাইল সিলেক্ট করুন। এতে করে আপনি সিলেটকৃত মোবাইল দ্বারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। এবং ব্যবহার সময়কালীন আপনার মোবাইল ফাস্ট কাজ করতে সক্ষম হবে। তাহলে মোবাইল স্লো হওয়ার কারণ আশা করি বুঝতে পারছেন।
কিভাবে মোবাইল ফাস্ট করা যায়?
ইতোমধ্যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার কারণ গুলো সম্পর্কে জেনেছেন। এবার আমরা আপনাকে জানাবো অ্যান্ড্রয়েড মোবাইল ফাস্ট করার উপায় গুলো সম্পর্কে। বেশ কয়েকটি মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনকে ফাস্ট করতে পারবেন। তবে এই কাজগুলো যতটা সহজ তার থেকে বেশি কঠিন বটে।
কারণ একজন ইউজার হুটহাট করে এসেই তার মোবাইলকে অনেক বেশি ফাস্ট করতে পারবেনা। মোবাইল স্লো হওয়ার কারণ গুলো সম্পর্কে আগে অবগত হতে হবে এরপরে চাইলে তিনি তার মোবাইলকে ফাস্ট করতে পারবে। তার মোবাইল কি কি কারনে স্লো হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আগে জানতে হবে এরপরে তিনি ফার্স্ট করার জন্য অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
নিচে উল্লেখিত বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, কিভাবে এন্ড্রয়েড মোবাইল ফাস্ট করা যায় সে সম্পর্কে। নিচে মাধ্যমগুলো পড়লে আপনি অবগত হবেন যে মোবাইল ফাস্ট করার জন্য আপনাকে কিছু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হতে পারে আবার অ্যাপ ইন্সটল করতে হতে পারে তাই বিষয়গুলো পার্সোনালি চিন্তা করেই করবেন।
সফটওয়্যার আনইন্সটল করুন
মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে উল্লেখিত কারণটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলে এমন অনেক সফটওয়্যার পড়ে আছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে অথবা কখনো কোন কাজে আসছে না। আপনি এখনই এই ধরনের সফটওয়্যার গুলো আনইন্সটল করুন। এতে করে আপনার ইন্টার্নাল স্টোরেজ যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার মোবাইলের র্যাম বৃদ্ধি পাবে।
মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে এটি অন্যতম। এজন্য আপনার মোবাইলে পড়ে আছে এমন সফটওয়্যার গুলো আর ইন্সটল করুন। এবং একই সাথে ওই সফটওয়্যার এর যত ফাইল রয়েছে সেগুলো আপনার ফাইল ম্যানেজার থেকে সরিয়ে ফেলুন। এর ফলে আপনার মোবাইল অনেকটা পূর্বের নেয় ফাস্ট অনুভব করতে পারবেন।
অনেক সময় কিছু বাই ডিফল্ট সফটওয়্যার থাকে যেগুলো আনইন্সটল করা যায় না সেই সফটওয়্যার গুলোকে আপনি “App Info” অপশন থেকে ডিজেবল করে দিন। এতে করে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আপনার মোবাইলের স্টোরেজ এবং র্যাম দখল করবে না। অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো কখনো মোবাইলে ইন্সটল করে লম্বা সময় রাখবেন না এতে আপনার মোবাইলের স্টোরেজ এবং র্যাম নিয়মিত লোড হয়ে যাবে।
র্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করুন
মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে র্যাম স্লো হয়ে যাওয়া অন্যতম একটি কারণ। উপরে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছে তার মধ্যে উল্লেখ রয়েছে যে
আমাদের র্যাম একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এই র্যাম যদি আপনি ক্লিন রাখতে পারেন তাহলে আপনার মোবাইল এমনিতেই ফাস্ট কাজ করবে।
এখন মোবাইলের এই ভাই ডিফল্ট র্যাম ক্লিন দেখার জন্য আপনি থার্ড-পার্টি কিছু অ্যাপস রয়েছে যেগুলো সহযোগিতা নিতে পারেন। এই অ্যাপসগুলো আপনার মোবাইলের র্যাম কে খুব বেশি ক্লিন করতে পারবে না তবে অল্প হলেও আপনার মোবাইলকে সচল রাখতে সহযোগিতা করবে। এজন্য অবশ্যই আপনি মোবাইল যখন স্লো হয়ে যাবে তখন র্যাম বুস্টার অ্যাপ ইন্সটল করুন।
র্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করার ফলে আপনি কোন অপশন ওপেন করলে অথবা কোন সফটওয়্যার ওপেন করলে দ্রুত সময় এটি ওপেন করতে সহযোগিতা করবে। এপ্স ওপেন করার সময় কোন প্রকার ল্যাক অথবা হ্যাং করবে না। এছাড়াও বেশ কিছু বিষয় এই সফটওয়্যার আপনাকে সাপোর্ট করবে। এই ধরনের সফটওয়্যার গুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে পপুলার কয়েকটি সফটওয়্যার রয়েছে তার মধ্যে আপনি পপুলার সফটওয়্যার গুলো সিলেক্ট করতে পারেন।
ব্যবহারিত অ্যাপস আপডেট করা
যিনি হয়তো অবাক হবেন যে আপনার ফোনের ব্যবহারটা অ্যাপস গুলো নিয়মিত আপডেট না করলে বড় ধরনের সিকিউরিটির প্রবলেমে পড়ে যেতে পারেন। আর এন্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে এই কারণটি খুবই জনপ্রিয়। কারণ আপনি যখন আপনার ব্যবহারিত অ্যাপস গুলো আপডেট করেন না তখন ওই অ্যাপসগুলো নতুন ভার্সনের কোন আপডেট না পাওয়াতে সিকিউরিটির সমস্যা দেখা দিবে।
প্রত্যেকটা অ্যাপস কোম্পানি তাদের সফটওয়্যার গুলো নতুন নতুন ভার্সনে আপডেট করে এবং সেখানে বিভিন্ন ফিচার এড করে থাকে আবার বিভিন্ন আপডেটের মাধ্যমে তাদের সিকিউরিটি আরো বেশি স্ট্রং করে। আমরা যারা জানি না যে মোবাইলের অ্যাপস গুলো নিয়মিত আপডেট করতে হয় তারা হয়তো সেই আমদাদ আমলের অ্যাপস গুলো এখনো ব্যবহার করে যাচ্ছি এবং নতুন ফিচার পাচ্ছিনা।
মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে এটি খুবই গুরুত্বপুর্ন। এজন্য সর্বদা মোবাইলে ব্যবহারকৃত অ্যাপস গুলো গুগল প্লে স্টোর থেকে আপডেট করুন। গুগল প্লে স্টোর থেকে আপডেট করার ফলে আপনার অ্যাপসগুলো নতুন সিকিউরিটি পাবে এবং সর্বদা আরো ফাস্ট কাজ করবে। এখনই আপনি আপনার প্লে স্টোর ওপেন করে সেখান থেকে ব্যবহৃত অ্যাপস গুলো আপডেট করে নিন।
ইন্টারনাল স্টোরেজ ক্লিনার
আপনার মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে এটি উল্লেখযোগ্য একটি কারণ। আপনার মোবাইলের internal storage নিয়মিত চেক করুন এবং সেখান থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো সরিয়ে ফেলুন। হয়তো আপনার বাই ডিফল্ট ইন্টার্নাল স্টোরেজ ৩২, ৬৪ অথবা তার বেশি হতে পারে। তবে আপনি আপনার মোবাইলের স্টোরেজ যত ফাঁকা রাখবেন আপনার মোবাইল তত ফাস্ট কাজ করতে সক্ষম হবে।
মোবাইল স্লো হওয়ার কারণ গুলোর মধ্যে এটা বেশ শক্তপোক্ত একটা কারণ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন ফাইল সংগ্রহ করি আর সেগুলো কাজ শেষে ডিলিট করে দেই না এর ফলে আমাদের ইন্টারনাল স্টোরেজ ফাইল ম্যানেজারে পড়ে থাকে আর আস্তে আস্তে করে আমাদের ফাইল ম্যানেজার লোড হয়ে যাওয়াতে আমাদের মোবাইল স্লো কাজ করে। এজন্য অপ্রয়োজনীয় ফাইলগুলো নিয়মিত ইন্টারনাল স্টোরেজ থেকে ঝেড়ে ফেলুন।
সর্বদা আপনার ব্যবহৃত মোবাইলের ইন্টারনেল স্টোরিজ ক্লিন রাখবেন এবং ইন্টারনাল স্টোরেজের ক্যাশ কিরিয়ার করতে হবে ফলে আপনার মোবাইল আরো ফাস্ট হয়ে যাবে। মোবাইলের ক্যাশ ডাটা পরিষ্কার করার জন্য – Settings >> storage >>cache data >> Clear cache data করুন। এর ফলে আপনার ব্যবহারিত ইন্টার্নাল স্টোরেজ ক্লিন হয়ে যাবে এবং মোবাইল চলবে ঝড়ের গতিতে।
আমাদের শেষ কথা
আপনার হাতের মোবাইল স্লো হওয়ার কারণ গুলো আপনি ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছেন। এবার কাঙ্খিত কারণটি সমাধানের লক্ষ্যে নিচে উল্লেখিত বিষয়গুলো ফলো করুন এবং দ্রুত আপনার মোবাইলকে ফাস্ট করুন।
অনেক সময় মোবাইল হ্যাং হয়ে থাকে তখন আমরা কোন উপায় না পেয়ে মোবাইল তাৎক্ষণিক বন্ধ করে ফেলি এর মতো অবস্থায় আপনি অপেক্ষা করুন এবং ঠিক হওয়ার পরে উপরে উল্লেখিত মাধ্যমগুলো এপ্লাই করুন যাতে আপনার মোবাইল আর কখনো হ্যাং হবে না। মোবাইল হ্যাং হওয়ার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত সফটওয়্যার ব্যবহার করা।
এছাড়াও চেষ্টা করবেন আপনার সকল অ্যাপ আপডেট রাখার এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দেয়ার। সবশেষে, আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আপনার মন থেকে একটি কমেন্ট করুন। আর যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে অন্যদেরকে এই বিপদ থেকে বের করতে তাদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন।
প্রশ্নঃ মোবাইল ফাস্ট করার উপায় কি?
উত্তরঃ এক্ষেত্রে কয়েকদিন পর পর সেটিংস থেকে আপডেট অপশনটি চেক করুন। নতুন কোনো আপডেট আসলে দ্রুত আপনার ফোনে তা আপডেট করে নিন৷
প্রশ্নঃ ফোনের টাচ কাজ না করলে কি করব?
উত্তরঃ হঠাৎ মোবাইলের টাচ কাজ না করলে আপনাকে প্রথমে মোবাইলের ব্যাটারী খুলে পুনরায় আবার চালু করতে হবে।
প্রশ্নঃ ফোনের টাচ স্ক্রিন কেন পাগল হয়ে যাচ্ছে?
উত্তরঃ এটি একটি ত্রুটিপূর্ণ ডিজিটাইজার বা একটি ফাটল স্ক্রীনের মতো ডিসপ্লে উপাদানগুলির সাথে একটি শারীরিক সমস্যা৷
প্রশ্নঃ মোবাইলের ডিসপ্লে কাপে কেন?
উত্তরঃ অনেকের মতে ফোনের ব্যাটারি সেভার অপশনটি অন রাখলে ডিসপ্লে কাপে আবার অফ করলে কাপে না।
আরো পড়ুন-
- কম্পিউটার স্লো হলে করণীয় কী? ফাস্ট করার ৮টিপস
- ফ্রি টপ ৫ উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার
- আইফোন ১৫ ক্যামেরা নিয়ে নতুন চমক
- চালু হচ্ছে গুগল জিমেইল ব্লু ব্যাজ টিক চিহ্ন
- কিভাবে ফেসবুক রিল ভিডিও ডাউনলোড করব