নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : আমাদের সম্পদ অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

১. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত?
ক. জৈব এসিড
● হিউমাস
গ. ব্যাকটেরিয়া
ঘ. অ্যারোমেটিক

২. মাটিতে বিদ্যমান যৌগসমূহ (খনিজ পদার্থ) কী ধরনের? ক. জৈব
● অজৈব
গ. রাসায়নিক
ঘ. কৃত্রিম

৩. হিউমাস কোন ধরনের পদার্থ?
ক. কৃত্রিম
খ. অজৈব
● জৈব
ঘ. পলিমার

৪. হিউমাস সাধারণত কোন রঙের হয়?
ক. লালচে
খ. খয়েরী
● কালচে
ঘ. সবুজাভ

৫. উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে শতকরা পানির পরিমাণ কত?
ক. ৫০- ৬০ ভাগ
খ. ৫০-৭০ ভাগ
গ. ৫০- ৭৫ ভাগ
● ৮৫-৯৫ ভাগ

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৬. মাটি বলতে কোনটিকে বোঝায়?
ক. জমিতে পতিত বালিকে
● নানা রকম জৈব ও অজৈব পদার্থের মিশ্রণকে
গ. মোটা দানাযুক্ত বালুকে
ঘ. ডোবায় জমাকৃত পিট মাটিকে

৭. মাটিতে কোন ধাতুর লবণ পাওয়া যায় না?
ক. ক্যালসিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. পটাসিয়াম
● লিথিয়াম

৮. মাটিতে জৈব পদার্থ শতকরা কত ভাগ থাকে?
● ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০

৯. মাটিতে বায়বীয় পদার্থের পরিমাণ কত?
ক. ৫%
● ২৫%
গ. ৪০%
ঘ. ৩৫%

১০. মাটিতে সাধারণত পানি থাকে শতকরা কত ভাগ?
● ২৫
খ. ৩০
গ. ৪৫
ঘ. ১৫

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

১১. শিকড় ছাড়া গাছ অন্য কোন অঙ্গ দ্বারা পানি শোষণ করে?
ক. ফুল
খ. কাণ্ড
গ. নডিউল
● স্টোমাট

১২. মাটির প্রতিটি স্তরকে কী বলে?
ক. সারফেস
খ. সিডসয়েল
গ. হরাইজন
● হরাইজোন

১৩. মাটির ২য় স্তরকে কী বলে?
ক. টপসয়েল
● সাবসয়েল
গ. সারফেস সয়েল
ঘ. হিউমাস

১৪. মাটির তৃতীয় স্তরে কোন ধরনের শিলা পাওয়া যায়?
ক. শক্ত
খ. আঠালো
● নরম
ঘ. আকরি

১৫. মাটিতে বিদ্যমান অজৈব খনিজ পদার্থ কোনটি?
ক. মিথেন
খ. হিউমাস
গ. পেট্রোল
● কোয়ার্টজ

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

১৬. কোন পদার্থটি মাটির উর্বরতার জন্য অত্যাবশ্যকীয়?
ক. Na
খ. CI
গ. F
● Ca

১৭. মাটি কী থেকে তৈরি হয়?
ক. পাথর
খ. বালু
● শিলা
ঘ. মানুষ ও জীব-জন্তুর মৃতদেহ পচে

১৮. কোন ধরনের মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে?
● পিটি মাটিতে
খ. কড়ি মাটিতে
গ. বালু মাটিতে
ঘ. পলি মাটিতে

১৯. সাধারণত মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
● ৪
ঘ. ৫

২০. কোন মাটিতে সূক্ষ্ম রন্দ্র বিদ্যমান?
ক. পলি মাটি
● বালি মাটি
গ. এঁটেল মাটি
ঘ. কাদা মাটি

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

২১. কোন মাটিতে পানি আটকে থাকে না?
● বালি মাটি
খ. পলি মাটি
গ. এঁটেল মাটি
ঘ. কাদা মাটি

২২. কোথায় শোষিত পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
● হিউমাসে
খ. মাটিতে
গ. মূলরোমে
ঘ. মূলের উপরের অংশে

২৩. মরুভূমিতে কয়টি বিশেষ প্রজাতির গাছ জন্মায়?
● ১-২টি
খ. ২-৩টি
গ. ৩-৪টি
ঘ. ৪-৫টি

২৪. মাটিতে থাকা গ্যাস কোথায় যায়?
ক. মানুষ গ্রহণ করে
খ. গাছ গ্রহণ করে
গ. স্ট্রাটোস্ফিয়ারে যায়
● বায়ুমণ্ডলে যায়

২৫. মাটি কয়টি সমান্তরাল স্তরে বিভক্ত?
ক. ২টি
● ৪টি
গ. ৬টি
ঘ. ৮ টি

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

২৬. মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে কী বলে?
● দিগবলয়
খ. সাবসয়েল
গ. সারফেস সয়েল
ঘ. উপসয়েল

২৭. কোন স্তরের মাটি বালুময় হয়?
ক. সারফেস সয়েল
● টপসয়েল
গ. হরাইজোন
ঘ. সাবসয়েল

২৮. কোন স্তরে শিলাপূর্ণ থাকে?
ক. A স্তরে
খ. B স্তরে
● C স্তরে
ঘ. D স্তরের নিচে

২৯. নরম শিলা কোন স্তরে থাকে?
ক. Horizon A
খ. Horizon B
● Horizon C
ঘ. Horizon D

৩০. গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতা অনুযায়ী মাটি কয় প্রকার?
● ৪
খ. ৩
গ. ২
ঘ. ১

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৩১. পানি ধারণক্ষমতা সবচেয়ে কম কোন মাটিতে?
● বালু মাটি
খ. শিলা মাটি
গ. কাদা মাটি
ঘ. খনিজ মাটি

৩২. কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার প্রয়োগ অত্যাবশ্যক?
ক. পলি মাটি
খ. বালি মাটি
● কাদা মাটি
ঘ. দো-আঁশ মাটি

৩৩. জলাবদ্ধতা হলে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. গাছ উপড়ে যাওয়া
খ. ফলন কমে যাওয়া
গ. মরে যাওয়া
● গাছের শিকড়ের পচন ধরা

৩৪. বালু মাটিতে থাকে না কোনটি?
ক. অতি ক্ষুদ্র শিলা
খ. খনিজ পদার্থ
গ. হিউমাস
● পানি

৩৫. বায়বায়ন সবচেয়ে বেশি হয় কোনটিতে?
● বালু মাটি
খ. পলি মাটি
গ. কাদা মাটি
ঘ. দো-আঁশ মাটি

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৩৬. কোনটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না?
ক. দো-আঁশ মাটি
খ. কাদা মাটি
গ. পলি মাটি
● বালি মাটি

৩৭. কোন ধরনের মাটিতে জৈব ও খনিজ উভয় ধরনের পদার্থ থাকে?
ক. দো-আঁশ মাটিতে
খ. এঁটেল মাটিতে
গ. বালু মাটিতে
● পলি মাটিতে

৩৮. পানিযুক্ত মাটি নিয়ে আঙুল দিয়ে ঘষলে মসৃণ অনুভূত হয় কোন মাটি?
ক. বালি মাটি
● পলি মাটি
গ. কাদা মাটি
ঘ. এঁটেল মাটি

৩৯. কোন মাটি অনেকটা আঠালো?
ক. পলি মাটি
● কাদা মাটি
গ. এঁটেল মাটি
ঘ. দো-আঁশ মাটি

৪০. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ক. বালু মাটি
● কাদা মাটি
গ. পলি মাটি
ঘ. দো-আঁশ মাটি

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৪১. ফসল চাষের জন্য কৃষকদের কোন মাটি বেছে নেওয়া উচিত?
● দো-আঁশ মাটি
খ. খড়ি মাটি
গ. কাদামাটি
ঘ. পলি মাটি

৪২. কোন ধরনের মাটি বালু, পলি ও কাদার সমন্বয়ে গঠিত? ক. পলি মাটি
খ. কাদা মাটি
গ. বেলে মাটি
● দো-আঁশ মাটি

৪৩. বৃষ্টিপাত কোন মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি করে?
ক. বালু মাটি
খ. পলি মাটি
● কাদা মাটি
ঘ. দো-আঁশ মাটি

৪৪. কোন মাটির পানি দ্রুত নিষ্কাশন ও ধারণ ক্ষমতা দুটোই ভাল ?
ক. বালু মাটি
খ. কাদা মাটি
গ. পলিমাটি
● দো-আঁশ মাটি

৪৫. পিটি মাটিতে বেশি পরিমাণ থাকে কোনটি?
ক. অজৈব পদার্থ
খ. ধাতব পদার্থ
● জৈব পদার্থ
ঘ. অধাতব পদার্থ

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৪৬. সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে কোন মাটিতে?
ক. পলি
● পিটি
গ. বালু
ঘ. খড়ি

৪৭. ডোবা ও আর্দ্র এলাকায় সাধারণত কোন মাটি পাওয়া যায়?
ক. খড়ি মাটি
খ. কাদা মাটি
● পিটি মাটি
ঘ. পলি মাটি

৪৮. খড়িমাটি কী প্রকৃতির?
ক. এসিডিক
খ. কাদাযুক্ত
● ক্ষারীয়
ঘ. বালুযুক্ত

৪৯. মাটির প্রকারভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. বালু মাটি
খ. পলি মাটি
গ. কাদা মাটি
● এঁটেল মাটি

৫০. ফসল উৎপাদনের জন্য মাটির গুরুত্বপূর্ণ মানদণ্ড কোনটি?
ক. ঘনত্ব
● pH
গ. আর্দতা
ঘ. তাপমাত্রা

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৫১. নিরপেক্ষ মাটির pH কত?
ক. ৫
খ. ৬
● ৭
ঘ. ৮

৫২. মাটির pH কত হলে আলু এবং গম সর্বোচ্চ উৎপাদন দেয়?
● ৫-৬
খ. ৬-৭
গ. ৪-৬
ঘ. ৭-৮

৫৩. মাটির pH এর সাথে সম্পর্কযুক্ত কোনটি?
ক. মাটির আর্দ্রতা
খ. মাটির ভাঙন
● ফসলের উৎপাদনশীলতা
ঘ. তেল-ধারণ ক্ষমতা

৫৪. pH < ৭ হলে মাটি কীরূপ হবে?
ক. ক্ষারীয়
খ. লবণযুক্ত
● এসিডিক
ঘ. নিরপেক্ষ

৫৫. বৃষ্টি হলে কোন জায়গায় মাটি ক্ষয় বেশি হয়?
ক. নিচু জমি
খ. পতিত জমি
গ. পুকুরের পাড়
● ঢালু জমি

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৫৬. রাসায়নিক সার ব্যবহারে কী ঘটে?
ক. মাটির পানি ধারণক্ষমতা বাড়ে
● উপকারী অণুজীব ধ্বংস হয়
গ. গাছ পালা নষ্ট হয়
ঘ. মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়

৫৭. নদীভাঙন ঠেকানোর জন্য তৈরি করা ব্লক কী দিয়ে তৈরি?
ক. ইট
খ. পাথর
● কংক্রিট
ঘ. বালু

৫৮. প্রোটিন ও অ্যামাইনো এসিড কিসের দ্বারা ভাঙে?
ক. ছত্রাক
● ব্যাকটেরিয়া
গ. ভাইরাস
ঘ. শৈবাল

৫৯. অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?
ক. আয়রন
খ. ম্যাগনেসিয়াম
● মারকারি
ঘ. সোডিয়াম

৬০. কোন ধাতুটি ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে?
ক. Na
খ. K
● U
ঘ. Ca

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৬১. নিচের কোনটি ক্ষতিকর তেজষ্ক্রিয় পদার্থ?
● রেডিয়াম
খ. কার্বন মনোক্সাইড
গ. সালফার ডাই অক্সাইড
ঘ. সিলিকন

৬২. নিচের কোন পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নিঃসরণ হয় না? ক. রেডন
খ. সিজিয়াম
গ. রেডিয়াম
● টাইটেনিয়াম

৬৩. কোনটি গাছের পুষ্টি উপাদান?
● খনিজ পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. পানি
ঘ. জৈব উপাদান

৬৪. সাম্প্রতিককালে পাহাড় ধসে কোন এলাকার অনেক প্রাণহানি হয়েছে?
ক. সিলেট
খ. রাঙামাটি
গ. খাগড়াছড়ি
● চট্টগ্রাম

৬৫. মাটিতে কী লাগালে ভারী বৃষ্টিপাতেও ক্ষয়সাধন হয় না? ক. বীরুৎ
খ. গুল্ম
● তৃণগুল্ম
ঘ. হার্ব

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৬৬. রাসায়নিক সারের পরিবর্তে কোন সার দিতে হবে?
ক. কৃত্রিম সার
খ. মিশ্রিত সার
● জৈব সার
ঘ. প্রাণীর বিষ্ঠা

৬৭. একটি জমিতে বার বার কোন ফসল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়?
● একই ফসল
খ. ভিন্ন ফসল
গ. প্রথমে ধান, তারপর গম
ঘ. প্রথমে গম. তারপর ধান

৬৮. প্রকৃতিতে এখন পর্যন্ত কত রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে?
ক. ২৩০০
খ. ২৪০০
● ২৫০০
ঘ. ২৬০০

৬৯. খনিজ পদার্থ কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৭০. অধাতব খনিজ পদার্থ কোনটি?
ক. রুপা
খ. তামা
● হীরক
ঘ. সোনা

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৭১. কোনটি জৈব খনিজ পদার্থ নয়?
ক. কয়লা
খ. গ্যাস
গ. পেট্রোল
● হীরক

৭২. নিচের কোনটি লোহা তৈরিতে কাজে লাগে?
ক. জিপসাম
খ. পাইরাইটস
● ম্যাগনেটাইট
ঘ. কোয়ার্টজ

৭৩. চুনাপাথরের সংকেত কোনটি?
ক. CaSO4
● CaCO3
গ. Ca(OH)2
ঘ. CaO

৭৪. গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. দস্তা
খ. ম্যাগনেটাইট
● সিলভার
ঘ. অ্যালুমিনিয়াম

৭৫. কাচ, সিরিচ কাগজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
● কোয়ার্টজ
খ. মাইকা
গ. লিগনাইট
ঘ. জিপসাম

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৭৬. কোন কয়লায় শতকরা ৫০-৮০ ভাগ কার্বন থাকে?
ক. অ্যানথ্রাসাইট
● বিটুমিনাস
গ. লিগনাইট
ঘ. লিগনেসাইট

৭৭. প্রাকৃতিক গ্যাসে অতি সামান্য পরিমাণে কী থাকে?
ক. ইথেন
খ. প্রোপেন
● আগন
ঘ. মিথেন

৭৮. বাংলাদেশে System loss হয় শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস?
ক. ২৫
খ. ১৫
গ. ১০
● ৫

৭৯. বাংলাদেশে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
ক. ২১
খ. ৪১
● ৫১
ঘ. ৭১

৮০. বাংলাদেশে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানির কাজে ব্যবহৃত হয়?
● ১
খ. ৩
গ. ১১
ঘ. ২২

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৮১. গ্যাসকূপে গ্যাসের সাথে কী থাকে?
ক. স্বর্ণ
● তেল
গ. লোহা
ঘ. তামা

৮২. শতকরা কত ভাগ গ্যাস অপচয় হয়?
ক. ২ ভাগ
● ৫ ভাগ
গ. ৭ ভাগ
ঘ. ৯ ভাগ

৮৩. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. গ্যাস
খ. খনিজ
গ. কয়লা
● গোবর

৮৪. বিটুমিনাস কয়লা কত বছরের পুরনো?
ক. ১০০ মিলিয়ন
খ. ২০০ মিলিয়ন
● ৩০০ মিলিয়ন
ঘ. ৪০০ মিলিয়ন

৮৫. লিগনাইট কত বছরের পুরানো কয়লা ?
● ১৫০ মিলিয়ন
খ. ৩০০ মিলিয়ন
গ. ২০০ মিলিয়ন
ঘ. ৩৫০ মিলিয়ন

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৮৬. কয়লা কোন ধরনের শিলা?
ক. রূপান্তরিত শিলা
● পাললিক শিলা
গ. অস্থায়ী শিলা
ঘ. কোনটিই নয়

৮৭. বাংলাদেশে ইটের ভাটায় সবচেয়ে বেশি কোন প্রাকৃতিক জ্বালানি ব্যবহৃত হয়?
ক. গ্যাস
● কয়লা
গ. ডিজেল
ঘ. বিদ্যুৎ

৮৮. ইউরিয়া সারের কাঁচামাল কোনটি?
ক. ইথেন
খ. প্রোপেন
গ. বিউটেন
● মিথেন

৮৯. শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয়?
● ১১
খ. ২২
গ. ৩১
ঘ. ৫১

৯০. বাসাবাড়িতে শতকরা কতভাগ গ্যাস ব্যবহৃত হয়?
ক. ৯
● ১১
গ. ১২
ঘ. ১৩

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৯১. কয়লা কত রকমের হতে পারে?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৯২. বাংলাদেশ সবচেয়ে বেশি কয়লা কোথায় ব্যবহৃত হয়?
● ইটের ভাটায়
খ. হোটেল রেস্তোরায়
গ. বাসাবাড়িতে
ঘ. শিল্পকারখানায়

৯৩. কতটি পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৯৪. স্বর্ণকারগণ অলংকার তৈরির সময় ব্যবহার করেন কোনটি?
ক. ডিজেল
● কয়লা
গ. স্পিরিট ল্যাম্প
ঘ. প্রকৃতিক গ্যাস

৯৫. কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে তাকে কী বলে?
ক. Surface Mining
খ. Underground Mining
● Open pit Mining
ঘ. Bottom Mining

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

৯৬. লিগনাইট কয়লায় কার্বনের শতকরা পরিমাণ সর্বোচ্চ কত?
● ৫০ ভাগ
খ. ৮০ ভাগ
গ. ৭০ ভাগ
ঘ. ৯৫ ভাগ

৯৭. মাটির জন্য-
i. জৈব সার উত্তম
ii. ঢালু জায়গার মাটি বেশি ক্ষয় হয়
iii. ইট ভাটা মাটি ক্ষয়ের কারণ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

৯৮. মাটি —
i. জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ
ii. এতে বায়বীয় পদার্থের পরিমাণ ২৫%
iii. না থাকলে অক্সিজেন পেতাম না
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

৯৯. মাটি গঠনের ক্ষেত্রে —
i. ২৫% জৈব পদার্থ থাকে
ii. ২৫% পানি থাকে
iii. ২৫% বায়বীয় পদার্থ থাকে
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii

১০০. মাটিতে বিদ্যমান অক্সিজেন গ্যাস –
i. বায়বায়ন প্রক্রিয়ায় মাটিতে আসে
ii. অণুজীব জন্ম ও বেড়ে ওঠার জন্য প্রয়োজন
iii. অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত হয়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

১০১. টপ সয়েল-
i. স্তরের মাটি বালুময়
ii. মাটির ২য় স্তর
iii. স্তরে হিউমাসের পরিমাণ বেশি
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০২. আমাদের বেঁচে থাকার জন্য অতিপ্রয়োজনীয় জ্বালান-
i. তেল
ii. গ্যাস-কয়লা
iii. লোহা
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৩. ধাতুর জৈব লবণে বিদ্যমান —
i. আয়োডিন (I)
ii. ক্যালসিয়াম (Ca)
iii. পটাসিয়াম (K)
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii.

১০৪. মাটিতে বিদ্যমান —
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. কার্বন মনোক্সাইড
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৫. হিউমাসে থাকে—
i. প্রোটিন
ii. অ্যালকোহল
iii. ম্যাংগানিজ
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

১০৬. হিউমাস —
i. দেখতে অনেকটা কালচে রঙের
ii. প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়
iii. হরাইজোন B তে থাকে
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৭. পলি মাটিতে-
i. বিদ্যমান কণাগুলো দানাদার, মসৃণ
ii. জৈব ও খনিজ পদার্থ থাকে
iii. পানি ধারণক্ষমতা সবচেয়ে কম
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৮. পলি মাটির বৈশিষ্ট্যগুলো হলো—
i. পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি
ii. মাটি খুবই উর্বর
iii. মাটির কণার আকার বালু মাটির চেয়ে বড়
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৯.দো-আঁশ মাটির উপাদান—
i. বালু
ii. পলি
iii. কাদা
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii

১১০. পিটি মাটির বৈশিষ্ট্য –
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. ডোবা ও আর্দ্র এলাকায় পাওয়া যায়
iii. পুষ্টিকর উপাদান অনেক বেশি থাকে
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
মাটিতে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ বিদ্যমান। যেমন Ag, Si, Cu, CH4. এছাড়া টপ সয়েল ও কালচে রঙের জৈব পদার্থ বিদ্যমান।

১১১. কালচে পদার্থটি কী?
● হিউমাস
খ. পেট্রোলিয়াম
গ. কয়লা
ঘ. গ্রাফাইট

১১২. কালচে পদার্থটি –
i. মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়
ii. মাটিতে থাকা পানি শোষণ করে রাখতে পারে
iii. জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাটির চারটি সমান্তরাল স্তরের মধ্যে Horizon A, Sub soil / Horizon B and Horizon C তৃতীয় স্তর।

১১৩. উক্ত ২য় স্তরের মাটি কীরূপ?
ক. বালুময়
খ. শিলাময়
● খনিজ পদার্থময়
ঘ. কাদাময়

১১৪. তৃতীয় স্তরটিতে-
i. শিলা থেকে মাটি তৈরি হয়
ii. মূল শিলা থেকে নরম শিলা তৈরি হয়
iii. নরম শিলা পরিবর্তিত হয়ে মাটির কণায় পরিণত হয়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii গ. i, ii ও iii

নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ৮ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment