নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ : জীবন বাঁচাতে বিজ্ঞান অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

১. এক্স-রে রশ্মি আবিষ্কৃত হয় কত সালে?
● ১৮৮৫
খ. ১৯০৫
গ. ১৯৯৮
ঘ. ১৮৯৮

২. ১৯৫০ সালে মানুষের গড় আয়ু কত ছিল?
ক. ৪০ বছরের কাছাকাছি
● ৫০ বছরের কাছাকাছি
গ. ৭০ বছরের কাছাকাছি
ঘ. ৬০ বছরের কাছাকাছি

৩. নিচের কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
● উইলহেলম রন্টজেন
খ. মার্কনী
গ. গ্রাহাম বেল
ঘ. গ্যালিলি

৪. এক্স-রের তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর-
ক. কয়েক শত গুণ বড়
খ. কয়েক শত গুণ ছোট
গ. কয়েক হাজার গুণ বড়
● কয়েক হাজার গুণ ছোট

৫. এক্স-রে টিউবে কয়টি ইলেকট্রোড থাকে?
ক. ১টি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৬. এক্স-রে টিউবে কোন ধরনের ফিলামেন্ট ব্যবহার করা হয়?
ক. নাইক্রোম
খ. রেডিয়াম
● টাংস্টেন
ঘ. থোরিয়াম

৭. তাপের কারণে টাংস্টেন ফিলামেন্ট থেকে কোনটি মুক্ত হয়?
ক. প্রোটন
খ. পজিট্রন
● ইলেকট্রন
ঘ. আয়ন

৮. এক্স-রে টিউবে কোনটি ধনাত্মক ভোল্টেজ বিশিষ্ট?
ক. ট্রান্সডিউসার
খ. ক্যাথিটার
● অ্যানোড
ঘ. ক্যাথোড

৯. এক্স-রে টিউবে কয়টি ইলেকট্রোড থাকে?
ক. ১টি
খ. ৩টি
● ২টি
ঘ. ৪টি

১০. এক্স-রে টিউবে কোন ধরনের ফিলামেন্ট ব্যবহার করা হয়?
ক. নাইক্রোম
খ. রেডিয়াম
● টাংস্টেন
ঘ. থোরিয়াম

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

১১. তাপের কারণে টাংস্টেন ফিলামেন্ট থেকে কোনটি মুক্ত হয়?
ক. প্রোটন
খ. পজিট্রন
● ইলেকট্রন
ঘ. আয়ন

১২. এক্স-রে টিউবে কোনটি ধনাত্মক ভোল্টেজ বিশিষ্ট?
ক. ট্রান্সডিউসার
খ. ক্যাথিটার
● অ্যানোড
ঘ. ক্যাথোড

১৩. এক্স-রে টিউবে সাধারণত কোনটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়?
ক. লোহা
খ. টাংস্টেন
● তামা
ঘ. অ্যালুমিনিয়াম

১৪. হাড়ের ক্ষয় বা ভেঙে যাওয়া কোনটির মাধ্যমে শনাক্ত করা হয়?
● এক্স-রে
খ. এমআরআই
গ. এন্ডোসকপি
ঘ. এনজিওগ্রাফি

১৫. এক্সরে টিউবে টাংস্টেনের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে কোনটিকে উত্তপ্ত করা হয়?
ক. অ্যানোড
● ক্যাথোড
গ. ধারক
ঘ. ক্যাথিটার

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

১৬. এক্স-রে টিউবের ক্ষেত্রে কোনটির ভোল্টেজ ঋণাত্মক?
● ক্যাথোড
খ. ক্যাথিটার
গ. অ্যানোড
ঘ. ট্রান্সডিউসার

১৭. এক্সরে টিউবের ভোল্টেজ কত এর কাছাকাছি?
ক. ১০,০০০
● ১০০,০০০
গ. ১০০০
ঘ. ১০০

১৮. এক্স-রে টিউবে অ্যানোড ও ক্যাথোডের মধ্যকার ভোল্টেজ বেশি হলে কী ঘটবে?
ক. ইলেকট্রনের গতিশক্তি স্থির থাকবে
● ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে
গ. ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পাবে
ঘ. প্রোটনের গতিশক্তি বৃদ্ধি পাবে

১৯. দাঁতের ক্যাভিটির ক্ষয় নির্ণয়ের জন্য কোনটি করা হয়?
ক. সিটিস্ক্যান
● এক্স-রে
গ. এমআরআই
ঘ. আলট্রাসনোগ্রাফি

২০. কোনটির মাধ্যমে অস্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়?
ক. ইসিজি
● এক্স-রে
গ. আল্ট্রাসনোগ্রাফি
ঘ. এমআরআই

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

২১. ফুসফুসের রোগ কোনটি?
● নিউমোনিয়া
খ. হাম
গ. গ্যাস্ট্রিক আলসার
ঘ. জন্ডিস

২২. রেডিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়?
ক. আলাফা রে
● এক্স-রে
গ. বিটা রে
ঘ. রেডিও রে

২৩. নিচের কোন রোগটি এক্স-রের মাধ্যমে নির্ণয় করা হয়?
● নিউমোনিয়া
খ. লিউকেমিয়া
গ. থ্যালাসেমিয়া
ঘ. অ্যানিমিয়া

২৪. কোনটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করে?
● এক্স রশ্মি
খ. গামা রশ্মি
গ. বিটা রশ্মি
ঘ. আলোক তরঙ্গ

২৫. এক্স-রে তে কোন মৌলের কুণ্ডলী ব্যবহার করা হয়?
ক. নাইক্রোম
● টাংস্টেন
গ. রেডিয়াম:
ঘ. সেরিয়াম

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

২৬. কোনটি এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ?
ক. আল্ট্রাসনোগ্রাফি
● এক্স-রে
গ. সিটিস্ক্যান
ঘ. এমআরআই

২৭. হাড়ের ক্ষয় হলে বা ভেঙে গেলে কোনটির মাধ্যমে শনাক্ত করা সহজ হয়?
● এক্স-রে
খ. ইসিজি
গ. সিটিস্ক্যান
ঘ. MRI

২৮. কোন পরীক্ষার ক্ষেত্রে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে সরু বিমে পরিণত করা হয়?
ক. এনজিওগ্রাফি
খ. এন্ডোসকপি
● আলট্রাসনোগ্রাফি
ঘ. এক্স-রে

২৯. আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
ক. ১-৫ MHz
● ১-১০ MHz
গ. ১-১০০ MHz
ঘ. ১-১০০ MHz

৩০. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রক্রিয়ায়?
● আলট্রাসনোগ্রাফি
খ. সিটিস্ক্যান
গ. ইসিজি
ঘ. এক্স-রে

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৩১. আলট্রাসনোগ্রাফিতে তরঙ্গ প্রতিধ্বনিত হয়ে কোথায় ফিরে আসে?
ক. ক্যাথোডে
খ. অ্যানোডে
গ. ক্যাথিটারে
● ট্রান্সডিউসারে

৩২. আলট্রাসনোগ্রাফিতে প্রতিধ্বনিকে কোন সংকেতে রূপান্তর করা হয়?
ক. এনালগ সংকেতে
খ. ডিজিটাল সংকেতে
● বৈদ্যুতিক সংকেতে
ঘ. আলোক সংকেতে

৩৩. কোন প্রক্রিয়ায় নিক্ষিপ্ত শব্দ তরঙ্গের ফিরে আসার ওপর ভিত্তি করে কম্পিউটারের সাহায্যে নিখুঁত ছবি আঁকা হয়?
ক. সিটিস্ক্যান
খ. এমআরআই
● আলট্রাসনোগ্রাফি
ঘ. এক্স-রে

৩৪. ভ্রূণের আকার, গঠন, স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থান জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে?
● আলট্রাসনোগ্রাফি
খ. ইসিজি
গ. সিটিস্ক্যান
ঘ. এনজিওগ্রাফি

৩৫. কোন পরীক্ষার ক্ষেত্রে উচ্চ কম্পাঙ্ক শব্দ ব্যবহার করা হয়?
ক. এক্স-রে
● আলট্রাসনোগ্রাফি
গ. সিটিস্ক্যান
ঘ. ইসিজি

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৩৬. কোন পরীক্ষার ক্ষেত্রে ট্রান্সডিউসার ব্যবহার করা হয়?
ক. এক্স-রে
খ. ইসিজি
● আলট্রাসনোগ্রাফি
ঘ. সিটিস্ক্যান

৩৭. আলট্রাসনোগ্রাফিতে কোনটির মাধ্যমে উচ্চ কম্পাঙ্কের আলট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়?
ক. ক্যাথোড
খ. অ্যানোড
গ. ক্যাথিটার
● ট্রান্সডিউসার

৩৮. কোন পরীক্ষার মাধ্যমে জরায়ুর টিউমার ও অন্যান্য পেলভিক উপস্থিতি শনাক্ত করা যায়?
ক. এক্স-রে
খ. এনজিওগ্রাফি
● আলট্রাসনোগ্রাফি
ঘ. ইটিটি

৩৯. হূৎপিণ্ড পরীক্ষা করার জন্য ব্যবহৃত আলট্রাসাউন্ডকে কী বলে?
● ইকোকার্ডিওগ্রাম
খ. আলট্রাসনোগ্রাফি
গ. ইকোকার্ডিওগ্রাফি
ঘ. এনজিওপ্লাস্টি

৪০. কোন পরীক্ষাটি সবচেয়ে নিরাপদ?
ক. এক্স-রে
খ. রেডিওথেরাপি
● আলট্রাসনোগ্রাফি
ঘ. কেমোথেরাপি

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৪১. কোনটির মূলনীতি শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করার মতো?
ক. এক্স-রে
খ. কেমোথেরাপি
● আন্ট্রাসনোগ্রাফি
ঘ. সিটিস্ক্যান

৪২. মাথায় আঘাত পেলে মস্তিষ্কে কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার উত্তম উপায় কোনটি?
● সিটিস্ক্যান
খ. এনজিওগ্রাফি
গ. এন্ডোসকপি
ঘ. ইসিজি

৪৩. সিটিস্ক্যান শব্দের পূর্ণরূপ কোনটি?
● Computed Tomography scan
খ. Gomputer Tomography scan
গ. Computed Tranformation scan
ঘ. Computed Transmission scan

৪৪. সিটিস্ক্যান যন্ত্রে কোনটি ব্যবহার করা হয়?
ক. আলফা রশ্মি
● এক্স রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. বিটা রশ্মি

৪৫. সিটিস্ক্যান যন্ত্রে কোনটি প্রতিবিম্ব গ্রহণ করে?
● ডিটেকটর
খ. ক্যাথিটার
গ. ক্যাথোড
ঘ. ট্রান্সডিউসার

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৪৬. কোন যন্ত্রে এক্স-রে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স-রে নির্গত করে?
ক. আলট্রাসনোগ্রাফি
খ. এমআরআই
● সিটিস্ক্যান
ঘ. এনজিওগ্রাফি

৪৭. কোন পরীক্ষার ক্ষেত্রে প্রতিবিম্ব স্পষ্ট করার জন্য রোগীর শরীরে বিশেষ Contrast দ্রব্য ব্যবহার করা হয়?
ক. ইসিজি
খ. এন্ডোসকপি
গ. আল্ট্রাসনোগ্রাফি
● সিটিস্ক্যান

৪৮. কোন যন্ত্রটি শরীরের ভেতরে না গিয়ে ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে?
● সিটিস্ক্যান
খ. এক্স-রে
গ. এন্ডোসকপি
ঘ. এনজিওগ্রাফি

৪৯. কোন পরীক্ষাটির মাধ্যমে রক্তবাহী শিরা বা ধমনির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়?
ক. এক্স-রে
খ. আলট্রাসনোগ্রাফি
● সিটিস্ক্যান
ঘ. এন্ডোসকপি

৫০. কোন পরীক্ষাটিতে একগুচ্ছ রশ্মি একটি অক্ষকে কেন্দ্র করে বিভিন্ন দিকে নিক্ষেপ করে ছবি তোলে?
● CT Scan
খ. ECG
গ. Endoscopy
ঘ. X-Ray

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৫১. মস্তিষ্কের রক্তক্ষরণ জানার ক্ষেত্রে কোন পরীক্ষাটি করানো হয়?
ক. এক্স-রে
● এমআরআই
গ. ইসিজি
ঘ. আলট্রাসনোগ্রাফি

৫২. MRI এর পূর্ণরূপ কী?
● Magnetic Resonance Imaging
খ. Magnetic Reversible Imaging
গ. Magnetic Resonance Interaction
ঘ. Magnetic Reversible Interaction

৫৩. হাইড্রোজেনের নিউক্লিয়াস কোনটি?
ক. ইলেকট্রন
● প্রোটন
গ. পজিট্রন
ঘ. নিউট্রন

৫৪. এমআরআই যন্ত্রে কোনটি চৌম্বকক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়ে যায়?
ক. ইলেকট্রন
খ. আয়ন
● প্রোটন
ঘ. পজিট্রন

৫৫. এমআরআই যন্ত্রের সাথে কোন যন্ত্রের সাদৃশ্য রয়েছে?
ক. এক্স-রে
খ. এনজিওগ্রাফ
গ. আলট্রাসনোগ্রাফি
● সিটিস্ক্যান

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৫৬. পানির অণুতে বিদ্যমান মৌল কী কী?
ক. হাইড্রোজেন, নাইট্রোজেন
খ. অক্সিজেন, নাইট্রোজেন
● হাইড্রোজেন, অক্সিজেন
ঘ. অক্সিজেন, ক্লোরিন

৬৭. কোন পরীক্ষার ক্ষেত্রে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়?
ক. আলট্রাসনোগ্রাফি
খ. সিটিস্ক্যান
● এমআরআই
ঘ. এনজিওগ্রাফি

৫৮. কোন পরীক্ষাটি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এর ভিত্তি করে কাজ করে?
● এমআরআই
খ. সিটিস্ক্যান
গ. এক্স-রে
ঘ. আলট্রাসনোগ্রাফি

৫৯. কোন পরীক্ষার ক্ষেত্রে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়?
ক. আলট্রাসনোগ্রাফি
খ. সিটিস্ক্যান
● এমআরআই
ঘ. এনজিওগ্রাফি

৬০. কোন পরীক্ষাটি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এর ভিত্তি করে কাজ করে?
● এমআরআই
খ. সিটিস্ক্যান
গ. এক্স-রে
ঘ. আলট্রাসনোগ্রাফি

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৬১. এমআরআই পরীক্ষায় কোন তরঙ্গ থেকে প্রোটনগুলো শক্তি গ্রহণ করে?
ক. বেতার তরঙ্গ
খ. অবলোহিত তরঙ্গ
গ. চৌম্বক তরঙ্গ
● শব্দ তরঙ্গ

৬২. কোন পরীক্ষার রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়?
● এমআরআই
খ. সিটিস্ক্যান
গ. ইসিজি
ঘ. এনজিওগ্রাফি

৬৩. কোন পরীক্ষার মাধ্যমে শরীরের মধ্যেকার কোমল টিস্যুর ভেতরকার পার্থক্যগুলো ভালো করে বোঝা যায়?
ক. এমআরআই
খ. সিটিস্ক্যান
গ. এক্স-রে
● এনজিওগ্রাফি

৬৪. কোনটি শরীরের ভেতর থাকলে এমআরআই করা যায় না?
● ধাতু
খ. অধাতু
গ. পানি
ঘ. জৈব যৌগ

৬৫. এমআরআই যন্ত্রে কোন তরঙ্গ ধাতুকে উত্তপ্ত করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে?
ক. শব্দতরঙ্গ
খ. অবলোহিত তরঙ্গ
● বেতার তরঙ্গ
ঘ. এক্স-রে তরঙ্গ

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৬৬. এমআরআই পরীক্ষায় কী ব্যবহার করা হয়?
● চৌম্বক ক্ষেত্র
খ. তড়িৎক্ষেত্র
গ. আলোর প্রতিফলন
ঘ. আলোর প্রতিসরণ

৬৭. এমআরআই-এ ব্যবহৃত চৌম্বকক্ষেত্র মানবদেহের কোন উপাদানকে চৌম্বকায়িত করে?
ক. হৃৎপিণ্ড
খ. রক্ত
● পানি
ঘ. অস্থি

৬৮. কোনটির মাধ্যমে গোড়ালির মচকানোর তীব্রতা নির্ণয় করা যায়?
● MRI
খ. X-Ray
গ. CT Scan
ঘ. Chemotheraphy

৬৯. সিটিস্ক্যান পরীক্ষায় কত সময় ব্যয় হয়?
● ৫-১০ মিনিট
খ. ১০-১৫ মিনিট
গ. ১৫-২০ মিনিট
ঘ. ২০-২৫ মিনিট

৭০. ইসিজি এর পূর্ণরূপ কী?
ক. Electronic Cardogram
● Electro Cardiogram
গ. Cardiograph
ঘ. Electro cardiograph

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৭১. নিচের কোনটি পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন?
ক. সিটিস্ক্যান
খ. আলট্রাসনোগ্রাফি
● ইসিজি
ঘ. এমআরআই

৭২. হার্ট এটাক সম্পর্কে নির্ভরযোগ্য সংকেত দিতে পারে কোনটি?
● ইসিজি
খ. এক্স-রে
গ. কেমোথেরাপি
ঘ. সিটিস্ক্যান

৭৩. কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা যায়?
ক. এমআরআই
● ইসিজি
গ. সিটিস্ক্যান
ঘ. আলট্রাসনোগ্রাফি

৭৪. কোনটি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে?
ক. যকৃত
খ. কিডনি
● হৃৎপিণ্ড
ঘ. মস্তিষ্ক

৭৫. ইসিজি ব্যবহার করে হৃৎপিণ্ডের কোনটি শনাক্ত করা হয়?
ক. আলোক সংকেত
● বৈদ্যুতিক সংকেত
গ. চৌম্বক সংকেত
ঘ. শব্দ সংকেত

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৭৬. কোনটির সাহায্য হূৎপিণ্ডের স্পন্দন হার ও ছন্দময়তা পরিমাপ করা হয়?
ক. আলট্রাসনোগ্রাফি
● ইসিজি
গ. এমআরআই
ঘ. সিটি স্ক্যান

৭৭. কোনটি হূৎপিণ্ডের মধ্যে রক্তপ্রবাহের একটি পরোক্ষ প্রমাণ দেয়?
ক. আলট্রাসনোগ্রাফি
● ইসিজি
গ. এমআরআই
ঘ. সিটিস্ক্যান
৭৮. ইসিজি পরীক্ষায় বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ট্রান্সডিউসার
খ. ক্যাথিটার
গ. Contrast দ্রব্য
● ইলেকট্রোড

৭৯. ইসিজি পরীক্ষায় মোট কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
ক. ৬
খ. ৭
গ. ৮
● ১০

৮০. ইসিজি পরীক্ষায় হূৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
ক. ৪
● ৬
গ. ৮
ঘ. ১০

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৮১. ইসিজি পরীক্ষায় ইলেকট্রোড থেকে প্রাপ্ত সংকেতগুলোকে যখন ছাপানো হয় তখন তাকে কী বলে?
● ইলেকট্রোকার্ডিওগ্রাম
খ. এনজিওগ্রাফি
গ. ইলেকট্রোকার্ডিওগ্রাফ
ঘ. এনজিওগ্রাম

৮২. কোনটি ব্যবহার করে শরীরের ভেতরকার হূৎপিণ্ডের অবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়?
ক. আলট্রাসনোগ্রাফি
● ইসিজি
গ. এক্স-রে
ঘ. এমআরআই

৮৩. ধাতব বস্তু সংবেদী মেশিন কোনটি?
ক. ইসিজি
● এমআরআই
গ. এন্ডোসকপি
ঘ. এক্স-রে

৮৪. ইসিজি যন্ত্রের কাজ কী?
ক. শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা হৃৎপিণ্ডের
● স্পন্দনের হার ও ছন্দময়তা পরিমাপ
গ. টিউমার শনাক্তকরণ
ঘ. হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় শনাক্ত করা

৮৫. শরীরের নির্দিষ্ট কোন রাসায়নিক উপাদান ঠিক আছে কিনা কিসের মাধ্যমে জানা যায়?
● ইসিজি
খ. সিটিস্ক্যান
গ. কেমোথেরাপি
ঘ. এমআরআই

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৮৬. দেহের নির্দিষ্ট অঙ্গে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কী দ্বারা?
● ইসিজি
খ. সিটিস্ক্যান
গ. এন্ডোসকপি
ঘ. এক্স-রে

৮৭. কোন পরীক্ষাটিতে গ্রাফ দেখেই হৃৎপিণ্ড সার্বিকভাবে কাজ করছে কিনা বোঝা যায়?
ক. এক্স-রে
খ. কেমোথেরাপি
● ইসিজি
ঘ. এনজিওগ্রাফি

৮৮. এমআরআই যন্ত্রের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে-
i. শরীরের বিদ্যমান পানি চৌম্বকায়িত হয়
ii. প্রতিধ্বনিত তরকা থেকে সংকেত পাওয়া যায়
iii. পানিতে বিদ্যমান প্রোটনগুলো চৌম্বকক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. এমআরআই যন্ত্রে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠানো হলে-
i. প্রোটনগুলো তরজা থেকে শক্তি গ্রহণ করে
ii. প্রোটনগুলোর দিক অপরিবর্তিত থাকে
iii. নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ঘটে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. এমআরআই ও সিটিস্ক্যান যন্ত্র দুইটি সম্পর্কে বলা যায়-
i. দেখতে প্রায় একই রকম
ii. কার্যপ্রণালি ভিন্ন
iii. সিটিস্ক্যান এর চেয়ে এমআরআই-এ ঝুঁকি বেশি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৯১. মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে করানো হয়-
i. সিটিস্ক্যান
ii. এমআরআই
iii. এন্ডোসকপি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়-
i. সিটিস্ক্যান
ii. এমআরআই
iii. ইসিজি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৩. ইসিজি পরীক্ষায় শরীরে ইলেকট্রোড লাগাতে হয়—
i. দুই হাতে দুটি
ii. দুই পায়ে দুটি
iii. হূৎপিণ্ডের অবস্থান-সংলগ্ন বুকের উপর লাগানো হয় চারটি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. ইসিজি পরীক্ষা করা হয়-
i. বুকের ধড়ফড়ানি হলে
ii. অনিয়মিত কিংবা দ্রুত হৃৎস্পন্দন হলে
iii. বুকে ব্যথা হলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৫. যেসব অস্বাভাবিক অবস্থায় ইসিজি করা হয় সেগুলো হচ্ছে-
i. হৃৎস্পন্দনের হার বেশি
ii. বুকে ব্যথা হলে
iii. হাড় ভেঙ্গে গেলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

৯৬. MRI এর ক্ষেত্রে-
i. আঘাতের তীব্রতা নির্ণয় করা যায়
ii. টিউমার শনাক্ত করা যায়
iii. পেটের আলসার নির্ণয় করা যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. এমআরআই এর মাধ্যমে নির্ণয় করা যায়-
i. পিঠের জখমের ব্যথার তীব্রতা
i. গোড়ালির মচকানোর তীব্রতা
iii. ফুসফুসের ক্যান্সার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৮. এমআরআই সর্বাধিক ব্যবহৃত হয় —
i. মস্তিষ্কে
ii. যোজক কলায়
iii. পেশিতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. ইলেকট্রোকার্ডিওগ্রাম –
i. সহজ, ব্যথাহীন পরীক্ষা
ii. হৃৎপিণ্ড পরীক্ষায় ব্যবহৃত
iii. ক্ষত নির্ণয় করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০০. ইসিজির মাধ্যমে বোঝা যায় –
i. হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা
ii. হৃদকম্পন নিয়মিত কিনা
iii. শরীরের কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক কিনা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

১০১. আলট্রাসনোগ্রাম ব্যবহার করা হয়-
i. পিত্তপাথর শনাক্তকরণে
ii. হৃদযন্ত্রের ত্রুটি নির্ণয়ে
iii. টিউমার অপসারণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১০২. আলট্রাসনোগ্রাফিতে –
i. MHz ভরা ব্যবহার করা হয়
ii. কম্পিউটারে নিখুত ছবি আঁকা হয়
iii. প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
সালাম গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেলে তার বাবা তাকে নিয়ে হাসপাতালে গেলেন। ডাক্তার সালামের মাথার আঘাতের অবস্থা দেখে একটি পরীক্ষা করতে বললেন।

১০৩. ডাক্তার সালামকে কোন পরীক্ষা করতে বললেন?
ক. আলট্রাসনোগ্রাফি
খ. এক্স-রে
● সিটিস্ক্যান
ঘ. এনজিওগ্রাফি

১০৪. উক্ত পরীক্ষাটির মাধ্যমে পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়-
i. শরীরের নরম টিস্যুর
ii. রক্তবাহী শিরা বা ধমনির
iii. ফুসফুসের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার একটি পরীক্ষা করে তার স্ত্রীর গর্ভের সন্তানের অবস্থা পর্যবেক্ষণ করলেন।

১০৫. উক্ত পরীক্ষায় বিজ্ঞানের কোন সূত্র অনুসৃত হয়?
ক. আলোর প্রতিসরণ
খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
● শব্দের প্রতিধ্বনি
ঘ. প্রতিফলন

১০৬. পরীক্ষাটি এক্স-রে থেকে অনেক বেশি নিরাপদ কারণ-
i. অপ্রয়োজনীয় বিকিরণ তুলনামূলকভাবে কম
ii. হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় খুব সহজে শনাক্ত করতে পারে
iii. রোগীর শরীর এপ্রন দিয়ে ঢেকে নিতে হয় না
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১৪ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment