নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ : সবাই কাছাকাছি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১. যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
● ২টি
ঘ. ৪ টি

২. কোন ক্ষেত্রে অবশ্যই প্রেরক ও গ্রাহক থাকতে হবে? ক. প্রেরণ
খ. গ্রহণ
● যোগাযোগ
ঘ. তথ্য বিশ্লেষণ

৩. যোগাযোগের ভাষা প্রেরক ও গ্রাহকের নিকট কীরূপ হতে হবে?
ক. জটিল
● বোধগম্য
গ. অত্যাধুনিক
ঘ. দুর্বোধ্য

৪. প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোর কাজটিকে কী বলা হয়?
ক. সৌজন্যবোধ
● ফিডব্যাক
গ. কনট্যাক্ট
ঘ. নেটওয়ার্কিং

৫. নিচের কোনটি এক ধরনের যোগাযোগ?
ক. শিক্ষকের বক্তৃতা দেয়া
খ. শিক্ষককে প্রশ্ন করা
● টেলিফোনে ট্যাক্সি ক্যাব ডাকা
ঘ. কোনো যন্ত্রে তথ্য রেকর্ড করা

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৬. ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠাকে কী বলা যায়? ক. আধুনিকতা
খ. শিল্প প্রযুক্তি
গ. তথ্য বিশ্লেষণ
● যোগাযোগ

৭. যোগাযোগের জন্য বার্তাকে সংকেতে রূপ দেয় কে?
● প্রেরক
খ. মাধ্যম
গ. গ্রাহক
ঘ. ভাষা

৮. মৃদুল শাওনের কাছে ফ্যাক্সের মাধ্যমে ডকুমেন্ট পাঠাল, এক্ষেত্রে শাওনকে কী বলা যাবে?
ক. প্রেরক
● গ্রাহক
গ. বিশ্লেষক
ঘ. মাধ্যম

৯. সাড়া বা উত্তর পাঠানো কার কাজ?
ক. প্রেরকের
খ. প্রকৌশলীর
● গ্রাহকের
ঘ. মধ্যস্থ ব্যক্তির

১০. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপ কয়টি?
ক. ৪টি
খ. ৯ টি
● ৫ টি
ঘ. ৬টি

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১১. তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া কোনটি?
ক. পরিবহন
● যোগাযোগ
গ. ইন্টারনেট
ঘ. ই-মেইল

১২. কোনটি তথ্য যোগাযোগের অন্তর্ভুক্ত?
ক. বাসে চড়া
খ. বিমানে ভ্রমণ
গ. নৌকায় চলাচল
● রেডিওতে খবর শোনা

১৩. যোগাযোগের ভাষা, কথা বা বার্তার মধ্যে কোন বিষয়টি থাকা আবশ্যক?
ক. শুদ্ধতা
খ. সর্বজনগ্রাহ্যতা
গ. আধুনিকতা
● সৌজন্য বোধ

১৪. যোগাযোগের ক্ষেত্রে প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানো কাজকে কী বলা হয়?
● ফিডব্যাক
খ. অর্থ উদ্ধার
গ. নয়েজ
ঘ. সিগন্যাল

১৫. কে অধিকাংশ যোগাযোগব্যবস্থার বার্তা তৈরি করে?
ক. যন্ত্র
খ. কম্পিউটার
● ব্যক্তি
ঘ. গ্রাহক যন্ত্র

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১৬. কোন যোগাযোগ প্রযুক্তি আমাদের উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে?
ক. প্লেন যোগাযোগ
● ইলেকট্রনিক যোগাযোগ
গ. বাস যোগাযোগ
ঘ. ট্রেন যোগাযোগ

১৭. অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামন দাঁড়িয়ে কথা বলেন, সেটিকে কী বলা হয়?
● মাইক্রোফোন
খ. স্পিাকার
গ. কম্পিউটার
ঘ. স্ক্যানার

১৮. যে কোনো শব্দ তরঙ্গকে কীসের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়?
● মাইক্রোফোন
খ. স্ক্যানার
গ. ক্যামেরা
ঘ. স্পিকার

১৯. মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে কী ব্যবহৃত হয়?
● মাইক্রোফোন
খ. স্পিকার
গ. চলকুণ্ডলী
ঘ. ডায়াফ্রাম

২০. মাইক্রোফোনের ডায়াফ্রামের সাথে কী লাগানো থাকে?
● চলকুন্ডলী
খ. স্পিকার
গ. কোন
ঘ. ক্যাথোড রে টিউব

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

২১. এমপ্লিফায়ারের কাজ কোনটি?
ক. ছবি ঝকঝকে করা
● শব্দ বিবর্ধন
গ. শব্দের নয়েজ হ্রাস
ঘ. ছবির আকার বৃদ্ধি

২২. মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রাম ধাতুর পাত কম্পিত হয় কোন তরঙ্গের দ্বারা?
ক. তড়িৎ তরঙ্গ
খ. বাহক তরঙ্গ
গ. তড়িৎ চৌম্বক তরঙ্গ
● শব্দ তরঙ্গ

২৩. শব্দ সৃষ্টি করলে মাইক্রোফোনের কোন অংশটি চৌম্বক ক্ষেত্রের সামনে পিছনে নড়তে থাকে?
ক. স্পিকার
● চলকুন্ডলী
গ. এমপ্লিফায়ার
ঘ. ইলেকট্রন বিম

২৪. যে যন্ত্র থেকে জোরে শব্দ শোনা যায় তাকে কী বলা হয়? ক. মাইক্রোফোন
● স্পিকার
গ. কম্পিউটার
ঘ. স্ক্যানার

২৫. স্পিকারের কোনের সাথে কী লাগানো থাকে?
● কয়েল
খ. ইলেকট্রন গান
গ. ইলেকট্রন টিউব
ঘ. ইলেকট্রন বিম

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

২৬. স্পিকারে ডায়াফ্রামের বদলে কী থাকে?
ক. অধাতু
খ. কাচ
● কাগজ বা ধাতুর তৈরি কোন
ঘ. কোনটিই নয়

২৭. কোনটি রেকর্ডিং-এর ক্ষেত্রে ভূমিকা পালন করে?
ক. স্পিকার
● মাইক্রোফোন
গ. রেডিও
ঘ. ডায়াফ্রাম

২৮. স্পিকার তড়িৎ সংকেতকে কীসে পরিবর্তন করে?
ক. শক্তিতে
খ. ছবিতে
● শব্দে
ঘ. আলোতে

২৯. নির্দিষ্ট তথ্য বহনকারী কোনো চিহ্নকে কী বলা হয়?
ক. ডাটা
খ. প্রতীক
গ. উপাত্ত
● সংকেত

৩০. প্রেরণের দিক বিবেচনায় ইলেকট্রিক্যাল সংকেতকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৩১. উপাত্ত প্রক্রিয়ার জন্য আমরা কী ব্যবহার করতে পারি?
ক. শব্দ
খ. সংকেত
গ. চিহ্ন
● ইলেকট্রনিক্স

৩২. এনালগ সিগন্যালকে কোনো ইলেকট্রনিক্স দ্বারা প্রক্রিয়া করাকে কী বলে?
ক. এনালগ সিগন্যাল
খ. ডিজিটাল সিগন্যাল
● এনালগ ইলেকট্রনিক্স
ঘ. ডিজিটাল ইলেকট্রনিক্স

৩৩. সংকেতের মানকে সংখ্যায় পরিবর্তন করা হলে তাকে কী বলা হয়?
ক. এনালগ সংকেত
খ. বৈদ্যুতিক সংকেত
● ডিজিটাল সংকেত
ঘ. ইলেকট্রিক্যাল সিগন্যাল

৩৪. ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় অবদান কোনটি?
ক. টেলিফোন
খ. ফ্যাক্স
● কম্পিউটার
ঘ. টেলিভিশন

৩৫. কোনটি সিগন্যালের গুণগত মান নষ্ট করে?
ক. শব্দ
খ. বিদ্যুৎ
● নয়েজ
ঘ. কম্পন

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৩৬. নয়েজ খুব সহজে অনুপ্রবেশ করতে পারে না কোথায়?
ক. এনালগ সিগন্যালে
খ. এনালগ ইলেকট্রনিক্স
● ডিজিটাল সিগন্যালে
ঘ. ডিজিটাল ইলেকট্রনিক্স

৩৭. কোনটি ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য তৈরি করা হয়?
● আইসি
খ. স্পিকার
গ. চলকুন্ডলী
ঘ. মাইক্রোফোন

৩৮. দৈনন্দিন জীবনে সংখ্যা প্রকাশের ভিত্তি কোনটি?
● ডেসিম্যাল
খ. বাইনারি
গ. অক্টাল
ঘ. হেক্সাডেসিম্যাল

৩৯. ইলেকট্রনিক্সে সংখ্যা প্রকাশ করা হয় কীসের ভিত্তিতে?
ক. ডেসিম্যাল
● বাইনারি
গ. অক্টাল
ঘ. হেক্সাডেসিম্যাল

৪০. টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ উন্নয়ন ঘটে কত শতকে?
ক. অষ্টাদশ
● ঊনবিংশ
গ. বিংশ
ঘ. একবিংশ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৪১. যোগাযোগের ক্ষেত্রে সেলফোনের ব্যবহার শুরু হয় কখন?
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ঊনবিংশ শতাব্দীতে
● বিংশ শতাব্দীতে
ঘ. একবিংশ শতাব্দীতে

৪২. আমরা সর্বোচ্চ কত কম্পাঙ্কের শব্দ শুনতে পারি?
ক. 20 Hz
খ. 200 Hz
গ. 2000 Hz
● 20,000 Hz

৪৩. কোনটি দ্বারা মডুলেটেড তরঙ্গ বিবর্ধন করা হয়?
ক. ম্যাগনিফায়ার
● এমপ্লিফায়ার
গ. মডুলেটর
ঘ. স্পিকার

৪৪. যে উচ্চ তরঙ্গের সাথে বৈদ্যুতিক সিগন্যালকে যুক্ত করা হয় তাকে কী বলে?
ক. গ্রাহক তরঙ্গ
খ. প্রেরক তরঙ্গ
● বাহক তরঙ্গ
ঘ. রেডিও তরঙ্গ

৪৫. আমাদের শব্দ শোনার সর্বনিম্ন মাত্রা কত কম্পাঙ্ক?
● 20 Hz
খ. 200 Hz
গ. 2000 Hz
ঘ. 20,000 Hz.

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৪৬. শব্দ থেকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত সিগন্যালের কম্পাঙ্ক কত হয়?
ক. 10 Hz থেকে 20 Hz
খ. 20 Hz থেকে 200 Hz
গ. 20 Hz থেকে 20,000 Hz
● 200 Hz থেকে 2000 Hz

৪৭. বিদ্যুৎ তরঙ্গকে বাহক তরঙ্গের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়?
● মডুলেশন
খ. বিবর্ধন
গ. ডিমডুলেশন
ঘ. ফিডব্যাক

৪৮. কোনটির সাহায্যে মডুলেটেড তরঙ্গ চারদিকে ছড়িয়ে দেওয়া হয়?
ক. মডুলেটর
খ. মাইক্রোফোন
● এন্টেনা
ঘ. এপ্লিফায়ার

৪৯. গ্রাহক যন্ত্রের এন্টেনা রেডিও তরঙ্গকে কীসে রূপান্তরিত করে?
ক. চৌম্বকীয় তরতো
● বিদ্যুৎ তরফে
গ. বাহক তরঙ্গে
ঘ. বেতার তরঙ্গে

৫০. বাহক তরঙ্গ থেকে বিদ্যুৎ তরঙ্গকে আলাদা করার প্রক্রিয়াকে কী বলে?
ক. মডুলেশন
খ. বিবর্ধন
● ডিমডুলেশন
ঘ. ফিডব্যাক

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৫১. গ্রাহক তরঙ্গের বিস্তার কমিয়ে বা বাড়িয়ে সিগন্যাল সংযুক্ত করার পদ্ধতিকে কী বলে?
● AM রেডিও
খ. FM রেডিও
গ. মডুলেশন
ঘ. ডিমডুলেশন

৫২. গ্রাহক তরঙ্গের বিস্তার সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেট করার পদ্ধতিকে কী বলে?
ক. AM রেডিও
● FM রেডিও
গ. বিবর্ধন
ঘ. ডিমডুলেশন

৫৩. টেলিভিশনের মাধ্যমে প্রথম ভিডিও পাঠিয়েছেন কে?
● লজি বেয়ার্ড
খ. মার্কনী
গ. আলেকজান্ডার বেইন
ঘ. জগদীশ চন্দ্র বসু

৫৪. কোনটি ব্যবহার করে টেলিভিশন ক্যামেরার আলোকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা হয়?
● CCD
খ. LED
গ. LCD
ঘ. Diode

৫৫. বর্তমানে কোনটি পিকচার টিউবের জায়গা দখল করেছে?
ক. ক্যাথোড রে টিউব
● এলইডি টেলিভিশন
গ. স্যাটেলাইট টেলিভিশন
ঘ. টিএফটি ডিসপ্লে

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৫৬. কত সালে প্রথম টেলিভিশনের মাধ্যমে ভিডিও পাঠানো হয়?
ক. ১৯১৬
খ. ১৯২১
● ১৯২৬
ঘ. ১৯৩১

৫৭. ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কতটি স্থিরচিত্র পাঠাতে হয়?
ক. ১০টি
খ. ১৫ টি
গ. ২০টি
● ২৫ টি
৫৮. রঙিন ছবির ক্ষেত্রে টেলিভিশন ক্যামেরা প্রতিটি ছবিকে কয়টি মৌলিক রংয়ে ভাগ করে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫ টি

৫৯. কোনটি দ্বারা বাহক তরঙ্গ থেকে মূল ছবির সিগন্যাল বের করে নেয়া হয়?
ক. মডুলেটর
● রেকটিফায়ার
গ. ডিমডুলেটর
ঘ. পিকচার টিউব

৬০. স্যাটেলাইট টিভির অনুষ্ঠান সম্প্রচারে ব্যবহার করা হয়?
ক. এন্টেনা
খ. কো-এক্সিয়াল ক্যাবল
● মহাকাশে পাঠানো উপগ্রহ
ঘ. প্রাকৃতিক উপগ্রহ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৬১. পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগ মাধ্যম কোনটি?
● টেলিফোন
খ. রেডিও
গ. ফ্যাক্স
ঘ. টেলিভিশন

৬২. টেলিফোন কে আবিষ্কার করেন?
ক. লজি বেয়ার্ড
খ. মার্কনী
গ. আর্থার করণ
● আলেকজান্ডার গ্রাহাম বেল

৬৩. টেলিফোন কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৭৭৫
খ. ১৭৯৩
● ১৮৭৫
ঘ. ১৮৯৩

৬৪. টেলিফোন কয়টি উপাংশ থাকে?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬

৬৫. কোনটি টেলিফোনকে মূল নেটওয়ার্কের সাথে সংযুক্ত বা বিচ্ছিন্ন করে?
● সুইচ
খ. রিংগার
গ. কি-প্যাড
ঘ. স্পিকার

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৬৬. মাসুম টেলিফোনের কোন অংশটি ব্যবহার করে নবীনকে ডায়াল করতে পারবে?
ক. মাইক্রোফোন
খ. সুইচ
গ. রিংগার
● কি-প্যাড

৬৭. কীসের কারণে মোবাইল ফোন সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম?
ক. ছোট আকার
খ. স্বল্প খরচ
● তারহীন
ঘ. সহজলভ্য

৬৮. মোবাইল নেটওয়ার্কে কোনটি প্রেরক ও গ্রাহকে মধ্যে যোগাযোগের স্থান?
ক. BTS
খ. BSC
● MSC
ঘ. SIM

৬৯. কোনটির মাধ্যমে বেস স্টেশনগুলো মোবাইল সুইচিং কেন্দ্রের সাথে যোগাযোগ করে?
ক. BTS
● BSC
গ. CCD
ঘ. SIM

৭০. কোনো ডকুমেন্ট কপি করে টেলিফোন লাইনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে সরাসরি পাঠিয়ে দেওয়াকে কী বলে?
ক. টেলিগ্রাম
● ফ্যাক্স
গ. টেলিগ্রাফ
ঘ. ই-মেইল

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৭১. ফ্যাক্স এর পূর্ণশব্দ কোনটি?
ক. Faxcimile
● Facsimile
গ. Faxsimle
ঘ. Facsimili

৭২. টেলিফোন আবিষ্কারের কত বছর পূর্বে ফ্যাক্সের ধারণা পেটেন্ট করা হয়?
ক. ১০
খ. ২০
● ৩০
ঘ. ৪০

৭৩. রেডিও ও টেলিভিশন থেকে যে ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে সেগুলো প্রধানত কী ধরনের?
ক. চাপ জনিত
● শব্দদূষণ জনিত
গ. দুশ্চিন্তা জনিত
ঘ. দর্শন জনিত

৭৪. যারা রেডিও বা টিভি চালান, তারা মাথা ব্যথা, কানে কম শোনা, অবসন্নতা ইত্যাদি স্বাস্থ্য সমস্যায় পড়েন কখন? শব্দ
● শব্দ খুব জোরে হলে
খ. শব্দ সাধারণ হলে
গ. শব্দ কম হলে
ঘ. শব্দ খুবই কম হলে

৭৫. মোবাইল ফোন থেকে সৃষ্ট কোন তরঙ্গ ক্যান্সার রোগ তৈরি করতে পারে?
● মাইক্রো তরঙ্গ
খ. তড়িৎ তরঙ্গ
গ. চুম্বক তরঙ্গ
ঘ. ন্যানো তরঙ্গ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৭৬. শিশুদের বিকাশমান কোষের যথোপযুক্ত বিকাশে ক্ষতি করে কোনটি?
ক. রেডিওর উচ্চ শব্দ
খ. টেলিভিশন পর্দার উজ্জ্বলতা
গ. ইন্টারনেট ব্যবহার
● টেলিভিশন নিঃসৃত বিকিরণ

৭৭. যোগাযোগের অন্তর্ভুক্ত ঘটনা
i. টেলিফোনে কথা বলা
ii. তথ্য প্রক্রিয়াকরণ
iii. তথ্য বিনিময়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৮. যোগাযোগ বলতে বোঝায়—
i. চিন্তাভাবনা করা
ii. কথাবার্তা বিনিময়
iii. তথ্যের আদান প্রদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৯. যোগাযোগের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় –
i. প্রেরক
ii. বিদ্যুৎ শক্তি
iii. গ্রাহক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮০. যোগাযোগের জন্য প্রেরক ও গ্রাহক পরস্পরের প্রতি –
i. আস্থা থাকতে হবে
ii. আগ্রহ থাকতে হবে
iii. গ্রহণযোগ্যতা থাকতে হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৮১. যোগাযোগের ভাষা হতে হবে-
i সহজ ও সরল
ii. অত্যাধুনিক
iii. সুস্পষ্ট ও সম্পূর্ণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. যোগাযোগের জন্য প্রেরক বার্তাকে-
i. সংকেত রূপ দেয়
ii. কোনো মাধ্যম দিয়ে
iii. তথ্য হিসেবে গ্রহণ করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৩. যোগাযোগের ক্ষেত্রে গ্রাহক-
i. বার্তা প্রেরণ করে
ii. বার্তার অর্থ উদ্ধার কে
iii. প্রয়োজনে বার্তার উত্তর দেয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৪. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে-
i. প্রেরক যন্ত্র
ii. যোগাযোগ মাধ্যম
iii. গ্রাহক যন্ত্র
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৫. মাইক্রোফোন ভূমিকা পালন করে-
i. রেডিও সম্প্রচারের ক্ষেত্রে
ii. টেলিফোনের ক্ষেত্রে
iii. শব্দ শুনতে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৮৬. মাইক্রোফোনের ক্ষেত্রে—
i. এর সামনে দাঁড়িয়ে বক্তা কথা বলেন
ii. এর মধ্যে ডায়াফ্রাম থাকে
iii. এটি শব্দকে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৭. ইলেকট্রিক্যাল সংকেত প্রেরণের দিক বিবেচনায়—
i. এনালগ
ii. অডিও
iii. ডিজিটাল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. উপাত্ত হিসেবে প্রকাশ করা হয়—
i. শব্দ
ii. আলো
iii. তাপমাত্রা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা তথ্য বা উপাত্তকে সম্ভব—
i. বৈদ্যুতিক সিগন্যালে
ii. এনালগ সিগন্যালে
iii. ডিজিটাল সিগন্যালে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯০. ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সংকেতকে রূপান্তর করা হয়—
i. সংখ্যায়
ii. ডিজিটে
iii. বৈদ্যুতিক সিগন্যালে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৯১. বাইনারি পদ্ধতিতে ভোল্টেজকে ধরা যায়—
i. ১০
ii. ১
iii. ০
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যবহার হয়—
i. কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণে
ii. ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কে
iii. শব্দ, ছবি বা ভিডিও সিগন্যাল শুরু করতে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
সানজিব সকালে অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠল। উঠে সে দাঁত ব্রাশ করে নাস্তা করল। এরপর সে টেলিফোনে তার সহপাঠীর সাথে আজকের ক্লাস সম্পর্কে আলোচনা করলো। স্কুল বাস আসলে সে বাসে চড়ে স্কুলে চলে গেল।

৯৩. সানজিবের সহপাঠীর সাথে কথা বলার ঘটনাকে কী বলা যায়?
ক. পরামর্শ
● যোগাযোগ
গ. তথ্য প্রক্রিয়াকরণ
ঘ. চিন্তার বিকাশ

৯৪. সানজিৰ তথ্য যোগাযোগের সাহায্য নেয়—
i. ঘুম থেকে উঠার জন্য
ii. সহপাঠীর সাথে কথা বলতে
iii. স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
সঙ্গীত শিল্পী আসিফ মাইক্রোফোনের সামনে দাড়িয়ে গান পরিবেশন করছিলেন। অনেক দূর থেকেও দর্শক শ্রোতারা তার গান শুনতে পাচ্ছিলেন।

৯৫. কোনটির জন্য শ্রোতারা গান শুনতে পারছিলেন?
ক. বেতার
● স্পিকার
গ. রেকর্ডার
ঘ. গ্রামোফোন

নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৯৬. আসিফ যেটির সামনে দাড়িয়ে গান পরিবেশন করছিলেন সেটিতে রয়েছে—
i. ডায়াফ্রাম
ii. ধাতব কোন
iii. চলকুন্ডলী
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১৩ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment