নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ : প্রাত্যহিক জীবনে তড়িৎ  অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

১ একাধিক কোষের সমন্বয়ে কোনটি গঠিত হয়?
ক. অ্যামিটার
● ব্যাটারি
গ. ভোল্টমিটার
ঘ. তড়িৎ কোষ

২. ব্যাটারির সেলে কোন শক্তি জমা থাকে?
ক. রাসায়নিক শক্তি
● তড়িৎ শক্তি
গ. সৌর শক্তি
ঘ. শব্দ শক্তি

৩. ব্যাটারিতে কয়টি অংশ থাকে?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৪. ব্যাটারিতে থাকে নিচের কোনগুলো?
ক. ইলেকট্রন, প্রোটন, নিউট্রন
খ. ক্যাথোড, অ্যানোড, কপার দন্ড
গ. অ্যানোড, ক্যাথোড, পজিট্রন
● ক্যাথোড, অ্যানোড ও ইলেকট্রোলাইট

৫. ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে কোথায় জমা করা হয়?
● ক্যাথোডে
খ. অ্যানোডে
গ. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে
ঘ. নিউক্লিয়াসে

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৬. ব্যাটারি সেলে বিদ্যুৎ প্রবাহের ফলে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে কোনটি তৈরি হয়?
ক. রোধ
খ. রিওস্টেট
● বিভব পার্থক্য
ঘ. তড়িৎ প্রবাহ

৭. ইলেকট্রন প্রবাহের কোন দিকে বিদ্যুৎ প্রবাহ ধরা হয়?
ক. সামনে
● বিপরীতে
গ. সম্মুখে
ঘ. পশ্চিমে
৮. ব্যাটারির বিভব যোগ হয় কোন সংযোগে?
● সিরিজ
খ. সমান্তরাল
গ. সমবায়
ঘ. মিশ্র

৯. ব্যাটারির বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের?
● ডিসি
খ. এসি
গ. পর্যায়বৃত্ত
ঘ. দিক পরিবর্তি

১০. আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাই দেয়া হয় তাকে কী বলে?
ক. ডিসি
● এসি
গ. অপর্যায়বৃত্ত
ঘ. দিক অপরিবর্তি

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

১১. আমাদের বাসায় এসি সাপ্লাই প্রতি সেকেন্ডে কত বার দিক পরিবর্তন করে?
ক. ৬০
খ. ৭০
গ. ৮০
● ৫০

১২. আমাদের বাসায় বিদ্যুৎ সাপ্লাই কত ভোল্টের হয়?
ক. ২০০
খ. ২১০
● ২২০
ঘ. ২৩০

১৩. ১টি ব্যাটারির সেল ১.৫ ভোল্ট হলে পাঁচটি সেলের সিরিজ সংযোগে কত ভোল্ট পাওয়া সম্ভব?
ক. ৪.৫
● ৭.৫
গ. ৩
ঘ. ৬

১৪. কোন সংযোগে বিভবের পরিবর্তন হয় না?
● সমান্তরাল
খ. সিরিজ
গ. শ্রেণি
ঘ. মিশ্র

১৫. সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারে কোন সংযোগ?
ক. সিরিজ
খ. শ্রেণি
● সমান্তরাল
ঘ. মিশ্র সমবায়

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

১৬. ব্যাটারি দিয়ে বাল্ব জ্বালানোর পদ্ধতি কয়টি?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

১৭. কোন সার্কিটে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি একটি সুইচের মাধ্যমে সংযোগ দেয়া যায়?
● সিরিজ
খ. প্যারালাল
গ. মিশ্র
ঘ. সমান্তরাল

১৮. কোন সার্কিটে একাধিক বাল্ব বা ফ্যান সংযুক্ত করলে সমান উজ্জ্বলতায় জ্বলবে?
● সমান্তরাল
খ. শ্রেণি
গ. সিরিজ
ঘ. মিশ্র সমবায়

১৯. একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য কত হয়?
● ১.৫ ভোল্ট
খ. ৩ ভোল্ট
গ. ৪.৫ ভোল্ট
ঘ. ৫ ভোল্ট

২০. ১টি ব্যাটারির সেল ১.৫ ভোল্ট হলে ৪টি সেলের সিরিজ সংযোগে কত ভোল্ট পাওয়া সম্ভব?
ক. ১.৫
● ৬
গ. ৪.৫
ঘ. ৭.৫

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

২১. বিদ্যুৎ প্রবাহ কত হলে আমরা সেটি অনুভব করতে পারি?
● ৫০ V এর বেশি
খ. ৫০ এর কম
গ. ৫০ V এর কম
ঘ. ৩০ V এর কম

২২. কোন তারে তড়িৎ ভোন্টেজ অনুপস্থিত?
ক. তামার তারে
● নিরপেক্ষ তারে
গ. জীবন্ত তারে
ঘ. রুপার তারে

২৩. কোন তার সাধারণত ভূমির সাথে সংযুক্ত থাকে?
ক. রুপার তার
খ. জীবন্ত তার
● নিরপেক্ষ তার
ঘ. কপারেরর তার

২৪. মেইন তারটি কোথায় হয়ে মিটারে যায়?
ক. ডিস্ট্রিবিউশন বক্স
● ফিউজ
গ. প্লাগ সকেট
ঘ. বাতি

২৫. কোনটির মাধ্যমে বাড়িতে কী পরিমাণ বিদ্যুৎশক্তি খরচ হচ্ছে তা মিটারে লিপিবদ্ধ হয়?
ক. নিরপেক্ষ তার
● মেইন তার
গ. ফিউজ
ঘ. সার্কিট ব্রেকার

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

২৬. মিটার হতে তার দুটি কোথায় যায়?
ক. মেইন ফিউজে
● মেইন সুইচে
গ. মেইন তারে
ঘ. সার্কিট ব্রেকারে

২৭. কোনটির সাহায্যে বাসা বাড়িতে তড়িৎ সংযোগ পুরোপুরি বন্ধ কে দেওয়া যায়?
ক. ফিউজ
খ. সার্কিট ব্রেকার
● মেইন সুইচ
ঘ. প্লাগ সকেট

২৮. মেইন সুইচ থেকে তার দুটি কোথায় যায়?
ক. কামেইন ফিউজে
খ. সার্কিট ব্রেকারে
● ডিস্ট্রিবিউশন বক্সে
ঘ. প্লাগ সকেটে

২৯. বাসা বাড়িতে বৈদ্যুতিক বাতির জন্য ব্যবহৃত ফিউজ হলো—
● ৫ A
খ. ১০ A
গ. ১৫ A
ঘ. ৩० A

৩০. বাড়িতে ওয়ারিং দেওয়ার সময় জীবন্ত তার কোনটির সাথে যুক্ত করা হয়?
● ফিউজ
খ. ভোল্টমিটার
গ. রোধ
ঘ. অ্যামিটার

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৩১. সাধারণত তারগুলো কোন পদার্থ দ্বারা মোচড়ানো থাকে?
ক. পরিবাহী
● অপরিবাহী
গ. তরল
ঘ. ধাত

৩২. কোনটি অপরিবাহী পদার্থ?
● পিভিসি
খ. লোহা
গ. ধাতব পদার্থ
ঘ. তামা

৩৩. মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে কোনটি?
ক. অ্যামিটার
খ. ভোল্টমিটার
● ফিউজ
ঘ. রোধ

৩৪. দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
ক. তড়িৎ প্রলেপন
● তড়িৎ বিশ্লেষণ
গ. গ্যালভানাইজেশন
ঘ. তড়িৎ বিশোধন

৩৫. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে দ্রবণটিকে বিশ্লেষণ করা হয় তাকে কী বলে?
ক. দ্রাবক
● তড়িৎ বিশ্লেষ্য
গ. দ্রবণ
ঘ. অন্তরক

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৩৬. এসিড মেশানো পানি নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
● তড়িৎ বিশ্লেষণ
খ. গ্যালভানাইজেশন
গ. তড়িৎ প্রলেপন
ঘ. ইলেকট্রোপ্লেটিং

৩৭. AgNO3নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
● তড়িৎ বিশ্লেষণে
খ. গ্যালভানাইজেশন
গ. তড়িৎ বিশোধন
ঘ. তড়িৎ সংযোগে

৩৮. HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
● তড়িৎ বিশ্লেষণে
খ. গ্যালভানাইজেশনে
গ. তড়িৎ প্রলেপনে
ঘ. তড়িৎ সংযোগে

৩৯. CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক. তড়িৎ প্রলেপনে
খ. গ্যালভানাইজেশনে
গ. তড়িৎ সংযোগে
● তড়িৎ বিশ্লেষণে

৪০. H2SO4 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক. তড়িৎ বিশোধন
খ. গ্যালভানাইজিং
● তড়িৎ বিশ্লেষণ
ঘ. ইলেকট্রোপ্লেটিং

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৪১. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
ক. ধনাত্মক আয়ন
খ. প্রোটন
● ঋণাত্মক আয়ন
ঘ. নিউট্রন

৪২. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কী বলে?
● ধনাত্মক আয়ন
খ. যৌগ মূলক
গ. ঋণাত্মক আয়ন
ঘ. অণু

৪৩. আরহেনিয়াস কীসের ব্যাখ্যা দেন?
ক. চুম্বক তরঙ্গ
খ. বিদ্যুৎ তরঙ্গ
● তড়িৎ বিশ্লেষণ
ঘ. বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ

৪৪. আরহেনিয়াস কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
ক. ১৯৮১
খ. ১৯৮২
● ১৮৮১
ঘ. ১৮৯১

৪৫. তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মাঝে কয়টি দণ্ড প্রবেশ করানো হয়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৪৬. তুঁতের সংকেত কোনটি?
ক. Na₂SO4
খ. ZnSO4
● CuSO4
ঘ. FeSO4

৪৭. তুঁতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করলে দ্রবণের ঘনত্ব পরিবর্তিত হয়? ক্ষার
ক. ধাতু
খ. অধাতু
গ. মৃৎক্ষার ধাতু
● নিষ্ক্রিয় ধাতু

৪৮. CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিচালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
● তামার অণু
খ. সালফারের অণু
গ. অক্সিজেন অণু
ঘ. হাইড্রোজেন অণু

৪৯. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
ক. গ্যালভানাইজেশন
● তড়িৎ প্রলেপন
গ. তড়িৎ মুদ্রণ
ঘ. তড়িৎ রিপেয়ারিং

৫০. তড়িৎ প্রলেপনে নিচের কোনটি ব্যবহার করা হয়?
● ভোল্টমিটার
খ. গ্যালভানোমিটার
গ. রোধ
ঘ. অ্যামিটার

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৫১. তড়িৎ প্রলেপনে যে বস্তুটির উপর প্রলেপ দিতে হয়ে তাকে কী হিসাবে ব্যবহার করা হয়?
খ. অ্যানোড
● ক্যাথোড
গ. তড়িৎ বিশ্লেষ্য
ঘ. দ্রাবক

৫২. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কী হিসাবে ব্যবহার করা হয়?
● অ্যানোড
খ. ক্যাথোড
গ. তড়িৎ বিশ্লেষ্য
ঘ. দ্রব

৫৩. তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে কী বলে?
● তড়িৎ মুদ্রণ
খ. তড়িৎ প্রলেপন
গ. ধাতু নিষ্কাশন ও শোধন
ঘ. কোনো বর্তনীর মেরু নির্ণয়

৫৪. তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে কম্পোজ করে কীসের ওপর ছাপ নেওয়া হয়?
● মোমের
খ. রূপার
গ. সোনার
ঘ. পানির

৫৫. তড়িৎ মুদ্রণে মোমের ছাপাকে পরিবাহী করতে কোনটির গুড়া ব্যবহার করা হয়?
ক. দস্তা
খ. নিকেল
গ. তামা
● গ্রাফাইট

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৫৬. তড়িৎ মুদ্রণে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়?
ক. জিংক সালফেট
খ. অ্যালুমিনিয়াম সালফেট
● কপার সালফেট
ঘ. সিলভার সালফেট

৫৭. খনি থেকে প্রাপ্ত নানা ধাতুর মিশ্রণকে কী বলে?
ক. তড়িৎ মুদ্রণ
খ. তড়িৎ কোষ
● আকরিক
ঘ. ধাতু নিষ্কাশন

৫৮. ধাতু নিষ্কাশনে তড়িৎ প্রবাহ চালনা করলে বিশুদ্ধ ধাতু কোথায় সঞ্চিত হয়?
● ক্যাথোডে
খ. তড়িৎ বিশ্লেষ্যে
গ. অ্যানোডে
ঘ. দ্রবণে

৫৯. নিম্নের কোনটি অবলম্বন করে কোনো যন্ত্রাংশ মেরামত করা হয়?
ক. তড়িৎ মুদ্রণ
খ. তড়িৎ প্রলেপন
● তড়িৎ রিপেয়ারিং
ঘ. ধাতু নিষ্কাশন

৬০. যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে তা তড়িৎ বিশ্লেষণে কী হিসেবে ব্যবহার করা হয়?
● অ্যানোড
খ. ক্যাথোড
গ. দ্রব
ঘ. দ্রাবক

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৬১. বাসা বাড়িতে তড়িৎ সংযোগের জন্য সিরিঞ্জ বর্তনী ব্যবহার করার ক্ষেত্রে-
i. ভোল্টেজ সমান থাকবে
ii. সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাল্ব জ্বলে উঠবে
iii. প্রত্যেক বাঘ বা ফ্যানই প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬২. সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনীর মধ্যে—
i. সিরিজ বর্তনীতে প্রত্যেকটি উপকরণে ভোল্টেজ ভিন্ন থাকে
ii. বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী সবচেয়ে উপযোগী
iii. সুইচ অন করলে সিরিজ বর্তনীতে সংযুক্ত সব বাল্ব একই সাথে জ্বলে উঠবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬৩. বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তারগুলোতে—
i. সাধারণত জীবন্ত তারটি লাল রঙের
ii. নিরপেক্ষ তারটিতে ভোল্টেজ কম থাকে
iii. জীবন্ত তারের বিদ্যুৎ ভোল্টেজ 220 Volt হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৪. হাউজ ওয়ারিং-এ –
i. মেইন তারটি ফিউজ হয়ে মিটারে যায়
ii. নিরপেক্ষ তারটি ভূ-সংযুক্ত করা থাকে
iii. মিটার হতে তারগুলো মেইন সুইচে যায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬৫. বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রে—
i. হিটারের জন্য ব্যবহৃত ফিউজ ১৫ A
ii. লাইটের জন্য ১০ A
iii. প্লাগ সকেটের জন্য ৩০
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৬৬. জীবন্ত তারে –
i. তড়িৎ ভোল্টেজ থাকে
ii. তড়িৎ ভোল্টেজ কম থাকে
iii. স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৭. নিরপেক্ষ তারে—
i. তড়িৎ ভোল্টেজ কম থাকে
ii. তড়িৎ চাপ থাকে না
iii. স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগে না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৬৮. নিরপেক্ষ তারে—
i. তড়িৎ ভোল্টেজ কম থাকে
ii. তড়িৎ চাপ থাকে না
iii. স্পর্শ করলে বৈদ্যুতিক শক লাগে না
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬৯. ওয়ারিং-এর তার—
i. পিভিসি অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
ii. যে কোনো অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
iii. অনেক সময় অন্তরক হিসাবে রাবারও ব্যবহার করা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭০. নিরাপত্তা ফিউজ হলো—
i. কম গলাঙ্কের ধাতব তার
ii. টিন ও সিসার সংকর ধাতু
iii. এক ধরনের নিয়ন্ত্রিত সুইচ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৭১. খনিতে ধাতুসমূহ –
i. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়
ii. আকরিক রূপে পাওয়া যায়
iii. নানা ধাতুর মিশ্রণ রূপে পাওয়া যায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭২. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে –
i. আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়
ii. ধাতু শোধন করা হয়
iii. যন্ত্রাংশ মেরামত করা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

৭৩. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশনের সময় ঐ ধাতুর-
i. বিশুদ্ধ পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়
ii. লবণকে তড়িৎ দ্রব হিসাবে ব্যবহার করা হয়
iii. বিশুদ্ধ পাতকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও :
কবির তার বাড়িতে হাউজ ওয়ারিং করার সময় বৈদ্যুতিক উপকরণগুলো এমনভাবে সাজাল যেখানে প্রতিটি উপাদানের বিভব পার্থক্য একই থাকে।

৭৪. কবির কোন ধরনের সংযোগ ব্যবহার করেছিল?সমান্তরাল
● সমান্তরাল সংযোগ
খ. সিরিজ সংযোগ
গ. মিশ্র সংযোগ
ঘ. সরল সংযোগ

৭৫. উক্ত সংযোগের ক্ষেত্রে সঠিক —
i. বাসা বাড়িতে ব্যবহৃত উপযোগী বর্তনী
ii. সুইচ অন করলে সকল বাহু সমান উজ্জ্বলতায় জ্বলবে
iii. কোনো বাহু বা ফ্যান প্রয়োজনীয় ভোল্টেজ পাবে না
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
একটি বাড়িতে রাস্তা থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হলো। যে তার দুটি আনা হলো সেটি মেইন তার হিসাবে প্রথমে মিটারে পরে মেইন সুইচের সাথে সংযুক্ত করা হলো। এর পর মেইন বক্সের সাথে সংযুক্ত করে শাখা লাইনে বিভক্ত করা হলো।

৭৬. উপর্যুক্ত তার দুটির যেটিতে তড়িৎ ভোন্টেজ থাকে তাকে কী তার বলে?
ক. নিশ্চল
খ. নেগেটিভ
গ. নিরপেক্ষ
● জীবন্ত

৭৭. উক্ত ক্ষেত্রে সকল বাতি-
i. সিরিজে সংযোগ দিলে সমান ভোল্টেজ পাবে
ii. শ্রেণিতে সংযোগ দিলে সমান ভোল্টেজ পাবে না
iii. সমান্তরালে সংযোগ দিলে সমান ভোল্টেজ পারে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১২ অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment