নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ : এসো বলকে জানি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

১. ‘যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে, তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কী বলে?
ক. পৃষ্ঠটান
খ. ক্ষমতা
গ. প্লবতা
● বল

২. কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে কোনটি প্রয়োগ করতে হবে?
ক. জ্বালানি
● বল
গ. ওজন
ঘ. চাপ

৩. কোনো বস্তুকে বল প্রয়োগ করলে কীসের পরিবর্তন ঘটবে?
● গতির
খ. ওজনের
গ. ভরের
ঘ. আয়তনের

৪. বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে কী বলে?
ক. ভরবেগ
খ. জড়তা
● বল
ঘ. শক্তি

৫. কোন বিজ্ঞানী গতি বিষয়ক সূত্র প্রদান করেন?
ক. আইনস্টাইন
খ. গ্যালিলিও
● নিউটন
ঘ. অ্যারিস্টটল

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৬. নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৭. ধাক্কা দিয়ে কোনো বস্তু দূরে সরাতে হলে কী করতে হয়?
ক. ভর হ্রাস
● বল প্রয়োগ
গ. চাকা ব্যবহার
ঘ. চাপ প্রয়োগ

৮. কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কী বলে?
ক. চাপ
খ. ভর
● বল
ঘ. ওজন

৯. ধোয়ার পর কাপড় মোচড়ানোর মাধ্যমে পানি বের করতে কী প্রয়োগ করা হয়?
● বল
খ. তাপ
গ. দক্ষতা
ঘ. ক্ষমতা

১০. বস্তুর ভর বেশি হলে কোনটি বেশি হবে?
ক. গতি
খ. ত্বরণ
গ. সময়
● প্রযুক্ত বল

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

১১. বলের কারণে কোনটি ঘটে?
● একটি স্থির বস্তু গতিশীল হয়
খ. একটি বস্তুর আকৃতি অপরিবর্তিত থাকে
গ. গতিশীল বস্তুর বেগ ঠিক থাকে
ঘ. দিকের পরিবর্তন হয় না

১২. কোনটি একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে?
● বল
খ. ওজন
গ. সান্দ্রতা
ঘ. ভর

১৩. কোনটি থেকে আমরা জানি, কোনো বস্তুই নিজের থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না?
ক. নিউটনের দ্বিতীয় সূত্র
● নিউটনের প্রথম সূত্র
গ. গ্যালিলিওর প্রথম সূত্র
ঘ. গ্যালিলিওর দ্বিতীয় সূত্র

১৪. “বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে- এটি কার সূত্র?
ক. গ্যালিলিও
খ. আইনস্টাইন
● নিউটন
ঘ. স্যার জগদীশ চন্দ্র বসু

১৫. কোন বিজ্ঞানী বল, ভর (জড়তা) ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
ক. গ্যালিলিও
খ. আইনস্টাইন
● নিউটন
ঘ. ডাল্টন

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

১৬. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি, বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে?
● প্রথম সূত্র
খ. দ্বিতীয় সূত্র
গ. সংরক্ষণ সূত্র
ঘ. তৃতীয় সূত্র

১৭. বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
ক. ভর
খ. বেগ
গ. বল
● জড়তা

১৮. কোন সূত্র থেকে আমরা জড়তা সম্পর্কে ধারণা পাই?
ক. আর্কিমিডিসের সূত্র
● নিউটনের ১ম সূত্র
গ. ওহমের সূত্র
ঘ. নিউটনের ২য় সূত্র

১৯. বল প্রয়োগ না করলে স্থির বস্তুকে গতিশীল করা যায় না। বস্তুর এ ধর্মকে কী বলে?
● স্থিতি জড়তা
খ. আকার
গ. গতি জড়তা
ঘ. ভর

২০. গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে কী বলে?
ক. স্থিতি জড়তা
খ. ভর
● গতি জড়তা
ঘ. আয়তন

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

২১. কীসের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়ি চালানোর সময় সিটবেল্ট পড়তে হয়?
ক. গতির
খ. ভরবেগের
● জড়তার
ঘ. মহাকর্ষের

২২. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন কেন?
● স্থিতি জড়তার জন্য
খ. বাসের ভরবেগের জন্য
গ. যাত্রীর দৈহিক ভরের জন্য
ঘ. গতি জড়তার জন্য

২৩. প্রত্যেক বস্তুর তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে কী বলে?
● জড়তা
খ. ভরবেগ
গ. বল
ঘ. গতি

২৪. জড়তা কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২৫. স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতাকে কী বলে?
ক. গতি জড়তা
● স্থিতি জড়তা
গ. ভরবেগ
ঘ. ভর

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

২৬. কোনো বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয়?
ক. ভরবেগ
● জড়তা
গ. বল
ঘ. বেগ

২৭. বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলে, যাত্রীরা গাড়ির আদিগতির দিকে সরে যায় কেন?
ক. যাত্রীর ভারসাম্যহীনতা
খ. বল
● জড়তা
ঘ. ভরবেগ

২৮. স্থির বস্তুকে গতিশীল করতে হলে কী প্রয়োগ করতে হয়?
ক. চাপ
খ. আলো
● বল
ঘ. বাধা

২৯. তুমি বল প্রয়োগ না করে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারবে না। এটি বস্তুর কোন ধর্মের কারণ?
ক. আয়তন
খ. আকার
গ. ঘনত্ব
● জড়তা

৩০. কোনটি জড়তার পরিমাপক?
● ভর
খ. ওজন
গ. বল
ঘ. আয়তন

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৩১. নিচের কোনটি দ্বারা ত্বরণ নির্দেশ করা হয়?
ক. F
খ. m
● a
ঘ. N

৩২. ভর এবং বেগের গুণফলকে কী বলে?
ক. বল
খ. জড়তা
গ. ত্বরণ
● ভরবেগ

৩৩. কোন বস্তুর ভর ৫ কেজি এবং এর বেগ ১০ মি/সে হলে বস্তুটির ভরবেগ কত?
ক. ২ কেজি. মি/সে
খ. ৫০ নিউটন
গ. ২ নিউটন
● ৫০ কেজি. মি/সে

৩৪. নিচের কোনটি ভরবেগের সূত্র?
ক. F = ma
● p=mv
গ. a = (v-u) t
ঘ. v=IR

৩৫. বেগের পরিবর্তনের হারকে কী বলে?
ক. সরণ
● ত্বরণ
গ. ভরবেগ
ঘ. বল

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৩৬. কোনটি ভরবেগের পরিবর্তনের হারকে নির্দেশ করে?
ক. mv
● ma
গ. a
ঘ. p

৩৭. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কীসের সমানুপাতিক?
ক. জড়তার
● প্রযুক্ত বলের
গ. ত্বরণের
ঘ. ভরের

৩৮. ২ কেজি ভরের একটি বস্তুতে ১০ মিটার/সে’ ত্বরণ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
● ২০ নিউটন
খ. ৫ নিউটন
গ. ০.২ নিউটন
ঘ. ৪০ নিউটন

৩৯. কত কেজি ভরের বস্তুর উপর ২০ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ৪ মিটার/সে’ ত্বরণ সৃষ্টি হবে?
ক. ০.৫
● ৫
গ. ১০
ঘ. ২০

৪০. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি, বল = ভর x ত্বরণ ?
ক. প্রথম সূত্র
খ. সংরক্ষণ সূত্র
গ. তৃতীয় সূত্র
● দ্বিতীয় সূত্র

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৪১. ক্রিয়া বল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ কোন বল থাকবে?
ক. ঘর্ষণ বল
খ. প্রযুক্ত বল
● প্রতিক্রিয়া বল
ঘ. ক্রিয়া-প্রতিক্রিয়া বল

৪২. কোন বল বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল অবস্থার উপর নির্ভর করে না?
ক. ক্রিয়া বল
খ. প্রতিক্রিয়া বল
● ক্রিয়া-প্রতিক্রিয়া বল
ঘ. ঘর্ষণ বল

৪৩. ক্রিয়া প্রতিক্রিয়া বলের সম্পর্কে কেমন হয়ে থাকে?
ক. সমান ও একমুখী
● সমান ও বিপরীতমুখী
গ. অসমান ও একমুখী
ঘ. অসমান ও বিপরীতমুখী

৪৪. কোন ধরনের মাটিতে প্রতিক্রিয়া বল কম থাকে?
● ঝুরঝুরে মাটিতে
খ. শক্ত মাটিতে
গ. পলি মাটিতে
ঘ. কাদা মাটিতে

৪৫. নিচের কোনটি এক ধরনের বল?
ক. ভর
● ওজন
গ. বেগ
ঘ. ত্বরণ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৪৬. কোন বলের প্রভাবে ওজন মাপার যন্ত্রে ওজন দেখা যাবে?
● ক্রিয়া বল
খ. প্রতিক্রিয়া বল
গ. লব্ধি বল
ঘ. চৌম্বকীয় বল

৪৭. কোথাও বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে যে বল তৈরি হয় তাকে কী বলে?
ক. ঘর্ষণ বল
খ. ক্রিয়া বল
গ. আকর্ষণ বল
● প্রতিক্রিয়া বল

৪৮. কোন সূত্রের দ্বারা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কে ধারণা পাওয়া যায়?
ক. গতির ১ম সূত্র
খ. গতির ২য় সূত্র
● গতির ৩য় সূত্র
ঘ. মহাকর্ষ সূত্র

৪৯. মাটিতে হাঁটার সময় যে বলের কারণে আমাদের ত্বরণ হয়, সেই বলটি কে প্রয়োগ করে?
ক. পা
খ. পেশি
গ. আমাদের ভর
● মাটি

৫০. নিউটনের গতিবিষয়ক কোন সূত্রের ভিত্তিতে রকেট চালানো হয়?
ক. প্রথম সূত্র
খ. দ্বিতীয় সূত্র
● তৃতীয় সূত্র
ঘ. ক ও খ উভয়ই

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৫১. আসিফ ৫০ নিউটন বলে দেওয়ালে ঘুষি মারল। এখানে প্রতিক্রিয়া বল কত?
ক. শূন্য
● ৫০ নিউটন
গ. ২০ নিউটন
ঘ. ১০০ নিউটন

৫২. নিউটনের গতিবিষয়ক কোন সূত্রের ভিত্তিতে রকেট চালানো হয়?
ক. প্রথম সূত্র
খ. দ্বিতীয় সূত্র
● তৃতীয় সূত্র
ঘ. ক ও খ উভয়ই

৫৩. আসিফ ৫০ নিউটন বলে দেওয়ালে ঘুষি মারল। এখানে প্রতিক্রিয়া বল কত?
ক. ২০ নিউটন
খ. শুন্য
● ৫০ নিউটন
ঘ. ১০০ নিউটন

৫৪. রাজিব ১০ নিউটন ওজনের একটি বস্তু নিয়ে দাড়িয়ে থাকায় ভূ-পৃষ্ঠ তার ওপর ৬১০ নিউটন প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। রাজিবের ওজন কত নিউটন?
● ৬০০
খ. ৬০.২২
গ. ৬০.০০
ঘ. ৬১০

৫৫. কোন বলের প্রভাবে একটি ফোলানো বেলুন ছেড়ে দিলে বিপরীত দিকে ছুটতে শুরু করে?
● ক্রিয়া-প্রতিক্রিয়া বল
খ. ঘর্ষণ বল
গ. অস্পর্শ বল
ঘ. আকর্ষণ বল

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৫৬. মৌলিক বল কয়টি?
ক. ৩
খ. ৫
গ. ৬
● ৪

৫৭. মাধ্যাকর্ষণ বলের অপর নাম কী?
● মহাকর্ষ বল
খ. তড়িৎ চৌম্বক বল
গ. চৌম্বক বল
ঘ. দুর্বল নিউক্লিয় বল

৫৮. মহাকর্ষ বল সৃষ্টির মূল কারণ কোনটি?
● বস্তুর ভর
খ. বস্তুর তাপমাত্রা
গ. বস্তুর আয়তন
ঘ. বস্তুর ঘনত্ব

৫৯. পৃথিবীর সাথে অন্য যেকোনো বস্তুর আকর্ষণ বলকে কী বলে?
● অভিকর্ষ বল
খ. ঘর্ষণ বল
গ. চৌম্বক বল
ঘ. নিউক্লীয় বল

৬০. মাধ্যাকর্ষণ বলের দিক কোনটি?
ক. পৃথিবীর উপরের দিকে
● পৃথিবীর কেন্দ্রের দিকে
গ. পৃথিবীর মেরু অঞ্চলের দিকে
ঘ. পৃথিবীর বিষুব অঞ্চলের দিকে

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৬১. আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই কোন বলের কারণে?
ক. চৌম্বক বল
● মাধ্যাকর্ষণ বল
গ. মহাকর্ষ বল
ঘ. তড়িৎ চৌম্বক বল

৬২. পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে এটি কোন বলের উদাহরণ?
● মাধ্যাকর্ষণ বল
খ. দুর্বল নিউক্লীয় বল
গ. চৌম্বক বল
ঘ. তড়িৎ চৌম্বক বল

৬৩. গ্যালাক্সির ভেতরে নক্ষত্রের ঘূর্ণনে কোন বল ক্রিয়া করে?
ক. অভিকর্ষ বল
খ. ঘর্ষণ বল
গ. চৌম্বক বল
● মহাকর্ষ বল

৬৪. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কেন?
ক. ঘর্ষণ বলের জন্য
● মাধ্যাকর্ষণ বলের জন্য
গ. চৌম্বক বলের জন্য
ঘ. নিউক্লীয় বলের জন্য

৬৫. বৃহস্পতি ও পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তাহলে বৃহস্পতি ও পৃথিবীর মধ্যবর্তী ক্রিয়াশীল বল কোনটি?
● মাধ্যাকর্ষণ বল
খ. অভিকর্ষ বল
গ. তড়িৎ চৌম্বক বল
ঘ. দুর্বল নিউক্লীয় বল

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৬৬. বস্তুর ভর বৃদ্ধির সাথে সাথে কোন বলের মান বৃদ্ধি পায়?
ক. স্পর্শ বল
খ. তড়িৎ চৌম্বক বল
● মাধ্যাকর্ষণ বল
ঘ. দুর্বল নিউক্লীয় বল

৬৭. মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে কী বলে?
ক. অভিকর্ষ বল
খ. চৌম্বক বল
● মহাকর্ষ বল
ঘ. দুর্বল নিউক্লীয় বল

৬৮. দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
ক. দুর্বল নিউক্লীয় বল
খ. চৌম্বক বল
গ. সবল নিউক্লীয় বল
● তড়িৎ চৌম্বক বল

৬৯. একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন তাকে কী বলে?
ক. স্থিতি ঘর্ষণ
খ. গতি ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ
● আবর্ত ঘর্ষণ

৭০. ঘর্ষণ বলের মধ্যে কোনটির মান সবচেয়ে ছোট?
ক. প্রবাহী ঘর্ষণ
খ. স্থিতি ঘর্ষণ
● আবর্ত ঘর্ষণ
ঘ. গতি ঘর্ষণ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৭১. কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে গেলে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হবে?
ক. স্থিতি ঘর্ষণ
খ. গতি ঘর্ষণ
● প্রবাহী ঘর্ষণ
ঘ. আবর্ত ঘর্ষণ

৭২. প্যারাসুট দিয়ে নিচে নামার সময় কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়?
ক. স্থিতি ঘর্ষণ
খ. আরত ঘর্ষণ
গ. গতি ঘর্ষণ
● প্রবাহী ঘর্ষণ

৭৩. গতি ঘর্ষণ কোথায় কম হয়?
ক. অমসৃণ পৃষ্ঠে
● মসৃণ পৃষ্ঠে
গ. খসখসে পৃষ্ঠে
ঘ. তল পৃষ্ঠে

৭৪. চাকা ব্যবহার করলে গতি ঘর্ষণের পরিবর্তে সৃষ্টি হয় কোনটি?
● আবর্ত ঘৰ্ষণ
খ. গতি ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ
ঘ. স্থিতি ঘর্ষণ

৭৫. লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ব্যবহারে ঘর্ষণের কীরূপ পরিবর্তন হয়?
ক. বেড়ে যায়
● কমে যায়
গ. অচল হয়
ঘ. কোনো পরিবর্তন হয় না

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৭৬. কোনটি ঘর্ষণ বৃদ্ধি করতে সহায়তা করে?
ক. লুব্রিকেন্ট
খ. মসৃণ তল
গ. পিচ্ছিলকারী পদার্থ
● অমসৃণ তল

৭৭. বল প্রয়োগ করতে হয়-
i. বস্তুর জড়তা বজায় রাখতে
ii. বস্তুকে প্রসারিত করতে
iii. বস্তুকে মোড়চানো বা ছেড়ায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৮. বল—
i. একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে
ii. এর একক নিউটন
iii. একটি গতিশীল বস্তুর বেগ হ্রাস করতে পারে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৯. বল প্রয়োগের ফলে-
i. বস্তুর গতির পরিবর্তন হয়
ii. বস্তুর ভরের পরিবর্তন হয়
iii. স্থির বস্তু চলতে থাকে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮০. ধাক্কা দিয়ে গতিশীল করার পর বিপরীত বল প্রয়োগ না করলেও একসময় বস্তু থেমে যায়-
i. ঘর্ষণের ফলে
ii. বাতাসের বাধায়
iii. তাপের প্রভাবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৮১. নিউটনের গতি বিষয়ক সূত্রের সাথে সম্পর্কিত—
i. বল ও ভর
ii. চাপ ও তাপ
iii. জড়তা ও গতি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮২. নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায়-
i. জড়তার
ii. বলের
iii. ভরের
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৩. বাইরে থেকে বল প্রয়োগ না করলে-
i. স্থির বস্তু স্থির থাকবে
ii. বস্তুর জড়তা বজায় থাকবে
iii. চলমান বস্তু সমবেগে চলতে থাকবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৮৪. নিউটনের প্রথম সূত্র হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে –
i. স্থির বস্তু স্থিরই থাকবে
ii. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে
iii. গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫. জড়তার ফলে—
i. বস্তুর বেগের পরিবর্তন ঘটে
ii. স্থির বস্তু স্থির থাকতে চায়
iii. গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৮৬. জড়তার প্রভাব অনুভূত হয়—
i. বস্তুর দিক পরিবর্তনে
ii. বস্তুর ভর হচ্ছে এর পরিমাপ
iii. স্থির বস্তু হঠাৎ চলমান হলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৭. জড়তা –
i. বস্তুর প্রাকৃতিক ধর্ম
ii. ওজনের তারতম্যে
iii. এর পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৮৮. কোনো গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর এক টুকরা পাথর রেখে পোস্টকার্ডটিকে জোরে টোকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায়। কারণ—
i. অভিকর্ষজ বল পাথরকে নিচের দিকে টানে
ii. স্থিতি জড়তার কারণে পাথর নিচে পড়ে যায়
iii. পোস্ট কার্ডের গতিশীলতা
● ● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. হঠাৎ বাস চলতে শুরু করলে—
i. যাত্রীদের শরীরের বাসসংলগ্ন অংশ গতিশীল হয়
ii. যাত্রীদের শরীরের উপরের অংশ জড়তার কারণে স্থির থাকে
iii. যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও :
আসিফ একটি স্থির টেনিস বলকে ছুড়ে শুভর কাছে মারলে শুভ সেটিকে ধরে থামিয়ে দিল।

৯০. আসিফ টেনিস বলটিতে কী প্রয়োগ করলো?
ক. তাপ
খ. ভর
● বল
ঘ. আলো

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

৯১. বল প্রয়োগের ফলে টেনিস বলটি –
i. থেমে গেল
ii. স্থির থাকলো
iii. গতিশীল হলো
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ৯২ নং প্রশ্নের উত্তর দাও :
দৈনন্দিন জীবনে আমরা লক্ষ করি যে, কোনো বল প্রয়োগ না করলেও চলমান বস্তু থেমে যাচ্ছে। কিন্তু একটি সূত্র অনুযায়ী তেমনটি হওয়ার কথা না।

৯২. উদ্দীপকে কোন সূত্রের ইঙ্গিত করা হয়েছে?
● গতির ১ম সূত্র
খ. প্রতিসরণের ২য় সূত্র
গ. গতির ৩য় সূত্র
ঘ. প্রতিসরণের ১ম সূত্র

নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১০ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment