নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ :  সৌরজগৎ ও ভূমন্ডল শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১. পৃথিবীর চারদিকে কীসের বিস্তৃত রয়েছে?
● অসীম মহাকাশ
খ. উল্কামণ্ডল
গ. অসংখ্য ধূমকেতু
ঘ. আরও সৌরজগত

২. নিচের কোনটি সৌরজগতের প্রাণকেন্দ্র হিসেবে অভিহিত?
● সূর্য
খ. মহাকাশ
গ. নক্ষত্র
ঘ. উল্কা

৩. ক্লাসে পড়ানোর সময় ৯ম শ্রেণির শিক্ষক তৈয়ব শিক্ষার্থীদের বললেন, একটি জ্যোতিষ্ক আমাদের মহাকাশের সব গ্রহ-উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। জ্যোতিষ্কটির নাম কী?
● সূর্য
খ. শনি
গ. প্লুটো
ঘ. ধূমকেতু

৪. সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড়?
ক. ৯ লক্ষ
● ১৩ লক্ষ
গ. ১২ লক্ষ
ঘ. ১৫ লক্ষ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৫. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
ক. ১৩ কোটি কি.মি.
● ১৫ কোটি কি.মি.
গ. ১৪ কোটি কি.মি.
ঘ. ১৬ কোটি কি.মি.

৬. সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ৫৫,৭০০
খ. ৩৬,০০০
গ. ৫৮,০০০
● ৫৭,০০০

৭. সূর্যে শতকরা কত ভাগ হাইড্রোজেন গ্যাস রয়েছে?
ক. ৩৩
খ. ৪৪
● ৫৫
ঘ. ৬৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৮. সূর্যে শতকরা কত ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে?
ক. ৩৩
● ৪৪
গ. ৫৫
ঘ. ৬৬

৯. সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত?
● ৫:৪
খ. ৫:৭
গ. ৭:১০
ঘ. ১১ : ৪

১০. সৌরকলঙ্ক বলতে কী বোঝায়?
ক. কালো সূর্য
খ. সূর্যের কলঙ্ক
গ. একটি গ্রহ
● সূর্যের কালো দাগ

১১. সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে?
● ২৫ দিনে
খ. ৪০ দিনে
গ. ৩০ দিনে
ঘ. ৫০ দিনে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১২. সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরলেও এগুলো কক্ষপথ থেকে বিচ্যুত হয় না কেন?
● মাধ্যাকর্ষণজনিত শক্তির কারণে
খ. চুম্বকত্বের কারণে
গ. কেন্দ্রগত শক্তির কারণে
ঘ. ফেরেলের সূত্রের কারণে

১৩. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক. পৃথিবী
খ. ইউরেনাস
গ. নেপচুন
● বুধ

১৪. বুধের ব্যাস কত?
● ৪,৮৫০ কিলোমিটার
খ. ৪,৯৫০ কিলোমিটার
গ. ৪,৭৫০ কিলোমিটার
ঘ. ৫,৮৫০ কিলোমিটার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১৫. সূর্যের চারদিকে পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে?
● ৮৮ দিন
খ. ২২৫ দিন
গ. ১২৫ দিন
ঘ. ২৮৭ দিন

১৬. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কি. মি.?
ক. ৪.৩ কোটি কি.মি.
খ. ৬.৮ কোটি কি.মি.
● ৫.৮ কোটি কি.মি.
ঘ. ৭.৪ কোটি কি.মি.

১৭. বুধের তাপমাত্রা অত্যধিক হওয়ার কারণ কী?
● সূর্যের নিকটতম গ্রহ বলে
খ. ঘূর্ণন ক্ষমতা বেশি বলে
গ. অত্যধিক চাপ আছে বলে
ঘ. তাপধারণ ক্ষমতা অত্যধিক বলে

১৮. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. বুধ
● শুক্র
গ. মঙ্গল
ঘ. বৃহস্পতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১৯. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত কিলোমিটার?
ক. ৯.৮ কোটি কিলোমিটার
● ১০.৮ কোটি কিলোমিটার
গ. ১১.৮ কোটি কিলোমিটার
ঘ. ১২.৮ কোটি কিলোমিটার

২০. সূর্যকে দুইবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?
ক. ২২৫ দিন
খ. ৩৬৫ দিন
● ৪৫০ দিন
ঘ. ৬৮৭ দিন

২১. শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
ক. ৯০ ভাগ
● ৯৬ ভাগ
গ. ১৮ ভাগ
ঘ. ৯৯ ভাগ

২২. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
ক. পৃথিবী
খ. বুধ
গ. মঙ্গল
● শুক্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

২৩. কোন গ্রহে ৰাতাসের চাপ বেশি?
ক. পৃথিবী
খ. মঙ্গল
গ. বুধ
● শুক্র

২৪. শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় কত গুণ বেশি বাতাসের চাপ রয়েছে?
ক. ৬০
● ৯০
গ. ১২০
ঘ. ১৬০

২৫. পৃথিবীতে কোনো স্থানের বায়ুর চাপ ৫ সেন্টিমিটার হলে শুক্র গ্রহে ঐ বায়ুর চাপ কত হবে?
ক. ২৫০ সে.মি.
খ. ৪০০ সে.মি.
গ. ৩০০ সে.মি.
● ৪৫০ সে.মি.

২৬. রাফি তার বাবার কাছে জেনেছে, আমরা যে গ্রহে বাস করি সেটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। গ্রহটির নাম কী?
ক. নেপচুন
খ. ইউরেনাস
● পৃথিবী
ঘ. বুধ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

২৭. পৃথিবীর আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ১২,৭৫২
খ. ৪৯,০০০
গ. ১,৪২,৮০০
● ৫১০,১০০, ৪২২

২৮. পূর্ব-পশ্চিমে পৃথিবীর ব্যাস কত কিলোমিটার?
ক. ১২,৭০৯
● ১২,৭৫২
গ. ৪৯,০০০
ঘ. ১,৪২,৮০০

২৯. উত্তর-দক্ষিণে পৃথিবীর ব্যাস কত কিলোমিটার?
● ১২,৭০৯
খ. ১২,৭৫২
গ. ৪৯,০০০
ঘ. ১,৪২,৮০০

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৩০. পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ১১.৮৯ ডিগ্রি সেলসিয়াস
খ. ১২.৮০ ডিগ্রি সেলসিয়াস
● ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ১৪.৯০ ডিগ্রি সেলসিয়াস

৩১. সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার?
ক. ৭.৮ কোটি
খ. ২০.৮ কোটি
গ. ১০.৮ কোটি
● ২২.৮ কোটি

৩২. পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কত কিলোমিটার?
ক. ৪.৩ কোটি
খ. ৫.৮ কোটি
গ. ৭.৮ কোটি
● ১০.৮ কোটি

৩৩. নিজ অক্ষে একবার আবর্তন করতে মঙ্গল গ্রহের কত সময় লাগে?
ক. ২৯ ঘণ্টা ১২ মিনিট
খ. ২৯ ঘণ্টা ৭ মিনিট
● ২৪ ঘণ্টা ৩৭ মিনিট
ঘ. ৩০ ঘণ্টা ২৫ মিনিট

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৩৪. সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের কতদিন সময় লাগে?
ক. ৬৮৯
খ. ৬৯১
● ৬৮৭
ঘ. ৬৯০

৩৫. মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?
● ফেবোস
খ. ক্যালিস্টো
গ. টেথিস
ঘ. ওবেরন

৩৬. কোন গ্রহে অল্প পরিমাণ পানির অস্তিত্ব রয়েছে?
ক. পৃথিবী
খ. শুক্র
গ. বুধ
● মঙ্গল

৩৭. কোন গ্রহটির গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে?
ক. শুক্র
খ. শনি
গ. ইউরেনাস
● মঙ্গল

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৩৮. মরিচা পড়ার কারণে কোন গ্রহের বর্ণ লালচে আকার ধারণ করেছে?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শনি
● মঙ্গল

৩৯. সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
ক. বুধ
খ. মঙ্গল
● বৃহস্পতি
ঘ. পৃথিবী

৪০. আয়তনে বৃহস্পতি পৃথিবীর থেকে কত গুণ বড়?
● ১৩০০
খ. ১৪০০
গ. ১২০০
ঘ. ১৫০০

৪১. সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত কিলোমিটার?
ক. ২২.৮ কোটি
● ৭৭.৮ কোটি
গ. ১৪৩ কোটি
ঘ. ২৮৭ কোটি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৪২. বৃহস্পতি কত সময়ে সূর্যকে একবার আবর্তন করে?
● ১২ বছরে
খ. ২৯ বছরে
গ. ৪৭ বছরে
ঘ. ৮৪ বছরে

৪৩. সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে কোন গ্রহের অবস্থান পঞ্চম?
● বৃহস্পতি
খ. প্লুটো
গ. নেপচুন
ঘ. শুক্র

৪৪. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৬৭টি। পৃথিবীর ক্ষেত্রে সংখ্যাটি কত?
● একটি
খ. চারটি
গ. দুইটি
ঘ. পাঁচটি

৪৫. কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে?
ক. শনি
খ. নেপচুন
গ. পৃথিবী
● বৃহস্পতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৪৬. সূর্য থেকে শনির দূরত্ব কত কিলোমিটার?
ক. ৭৭.৮ কোটি কি.মি.
খ. ২৮৭ কোটি কি.মি.
● ১৪৩ কোটি কি.মি.
ঘ. ৪৫০ কোটি কি.মি.

৪৭. শনি গ্রহ কত সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
ক. ২৭ বছরে
খ. ২৮ বছর ২ মাসে
● ২৯ বছর ৫ মাসে
ঘ. ৩০ বছর ৮ মাসে

৪৮. শনি গ্রহটি পৃথিবী থেকে কত গুণ বড়?
● প্রায় ৯ গুণ
খ. প্রায় ৮ গুণ
গ. প্রায় ১০ গুণ
ঘ. প্রায় ১১ গুণ

৪৯. কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে?
ক. দুইটি
খ. চারটি
● তিনটি
ঘ. পাঁচটি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৫০. ইউরেনাস কত বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
● ৮৪ বছরে
খ. ৮৬ বছরে
গ. ৮৫ বছরে
ঘ. ৮৭ বছরে

৫১. ইউরেনাসের আবহমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ অধিক?
● মিথেন
খ. আয়রণ
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই-অক্সাইড

৫২. ইউরেনাসের কয়টি উপগ্রহ রয়েছে?
● ২৭টি
খ. ২৫টি
গ. ২৮টি
ঘ. ৩০টি

৫৩. শিক্ষক তানিয়াকে সৌরজগতের অষ্টম গ্রহটির নাম বলতে বললেন। তানিয়া উত্তরে কোন গ্রহটির নাম বলেছিল?
● নেপচুন
খ. শনি
গ. বৃহস্পতি
ঘ. ইউরেনাস

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৫৪. নেপচুনের গড় ব্যাস কত?
ক. ৪৮,২০০ কি. মি.
● ৪৯,২৪৪ কি. মি.
গ. ৪৮,৩০০ কি. মি.
ঘ. ৪৮,৫০০ কি. মি.

৫৫. সূর্য থেকে অধিক দূরত্বের কারণে কোন গ্রহটি শীতল?
ক. শনি
খ. ইউরেনাস
● নেপচুন
ঘ. শুক্র

৫৬. পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব কত কিলোমিটার?
ক. ১,৪২,৮০০
খ. ২,৮১,৪২২
● ৩,৮১,৫০০
ঘ. ৭,১০০,৫০০

৫৭. পৃথিবীকে বেষ্টনকারী অদৃশ্য গ্যাসীয় আবরণকে কী বলে?
ক. ভূপৃষ্ঠ
খ. মহাকর্ষ
● বায়ুমণ্ডল
ঘ. ভূত্বক

৫৮. কোন শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেগে
আছে?
ক. মহাকর্ষ
খ. অভিকর্ষ
● মাধ্যাকর্ষণ
ঘ. আণবিক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৫৯. সালমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বায়ুমণ্ডলের এমন ১টি স্তর নিয়ে আলোচনা করছিলেন যেখানে মেঘ ও বৃষ্টি লক্ষ করা যায়। সালমা কোন স্তর নিয়ে কথা বলছিলেন?
● ট্রপোমণ্ডল
খ. কেন্দ্রমণ্ডল
গ. গুরুমণ্ডল
ঘ. ভূত্বক

৬০.ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
● ট্রপোমণ্ডল
খ. ওজোনস্তর
গ. স্ট্রাটোমণ্ডল
ঘ. আয়নস্তর

৬১.ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে?
● ট্রপোপস
খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্রাটোপস
ঘ. গ্যাসীয় স্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৬২. ভূ-তত্ত্ববিদরা ভূ-অভ্যন্তরকে কয়টি স্তরে বিভক্ত করেছেন?
● ৩টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬৩. পৃথিবীর কেন্দ্রের চারদিকে অবস্থিত গোলকটির ব্যাসার্ধ
কত কি.মি.?
ক. প্রায় ৩৪৭৪ কি. মি.
● প্রায় ৩৪৮৬ কি. মি.
গ. প্রায় ৩৪৭৬ কি. মি.
ঘ. প্রায় ৩৪৭৭ কি. মি.

৬৪. কেন্দ্রমণ্ডলে কোনটির পরিমাণ বেশি?
ক. সীসা ও ম্যাগনেসিয়াম
খ. সীসা ও সিলিকন
● নিকেল ও লৌহ
ঘ. লৌহ ও ম্যাগনেসিয়াম

৬৫. কেন্দ্রমণ্ডল পানি অপেক্ষা কতগুণ ঘন?
● ১০/১২ গুণ
খ. ১২/১৪ গুণ
গ. ১৪/১৬ গুণ
ঘ. ১৬/১৮ গুণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৬৬. কেন্দ্রমণ্ডল পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা কতগুণ ঘন?
● দ্বিগুণের অধিক
খ. চারগুণের অধিক
গ. তিনগুণের অধিক
ঘ. পাঁচগুণের অধিক

৬৭. কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি প্রায় কত কি. মি.?
ক. প্রায় ২,২৪৮ কি. মি.
খ. প্রায় ২,২৫২ কি. মি.
● গ. প্রায় ২,২৭০ কি. মি.
ঘ. প্রায় ২,২৫৪ কি. মি.

৬৮. কেন্দ্রমণ্ডলের উপর হতে চতুর্দিকে কত কি.মি. পর্যন্ত
গুরুমণ্ডল বিস্তৃত?
● ২,৮৮৫ কি. মি.
খ. ২,৮৯৬ কি. মি.
গ. ২,৮৯৭ কি. মি.
ঘ. ২.৮৯৮ কি. মি.

৬৯. গুরুমণ্ডলের উপরাংশের কত কি.মি. স্তর ব্যাসন্ট জাতীয়
উপাদান দ্বারা গঠিত?
ক. ১,৪৪৬ কি. মি.
খ. ১,৪৪৭ কি.মি.
● ১,৪৪৮ কি. মি.
ঘ. ১,৪৪৯ কি. মি.

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৭০. গুরুমণ্ডলের উপরাংশের নাম কী?
ক. কেন্দ্রমণ্ডল
● অশ্বমণ্ডল
গ. নভোমণ্ডল
ঘ. ভূ-মণ্ডল

৭১. ভূ-অভ্যন্তরের কোন স্তরটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত?
ক. কেন্দ্রমণ্ডল
● অশ্বমণ্ডল
গ. গুরুমণ্ডল
ঘ. লঘুমণ্ডল

৭২. অশ্বমণ্ডলের ভূ-ত্বকের গড় গভীরতা কত কি. মি.?
ক. ১৫ কি. মি.
খ. ১৬ কি. মি.
● ১৭ কি. মি.
ঘ. ১৮ কি. মি.

৭৩. পৃথিবীর বৃত্তের মোট পরিধি?
ক. ৮০°
খ. ১৮০°
গ. ৯০°
● ৩৬০°

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৭৪. কোনো স্থানের অক্ষাংশ বলতে কোনটিকে বোঝায়?
ক. অক্ষরেখার অংশ
খ. একটি স্থানের দূরত্ব
● কোনো স্থানের কৌণিক দূরত্ব
ঘ. কেন্দ্রের অংশ

৭৫. নিউজিল্যান্ড রাষ্ট্রটির অবস্থান নিরক্ষরেখার দক্ষিণ দিকে।
নিউজিল্যান্ড রাষ্ট্রটি কোন গোলার্ধে অবস্থিত?
● দক্ষিণ গোলার্ধে
খ. পশ্চিম গোলার্ধে
গ. উত্তর গোলার্ধে
ঘ. পূর্ব গোলার্ধে

৭৬. পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত
বিন্দুকে কী বলে?
ক. সুমেরু
খ. মেরুবিন্দু
গ. উত্তরমেরু
● কুমেরু

৭৭. ২৩.৫° উত্তর অক্ষাংশকে কী নামে অভিহিত করা হয়?
ক. মকরক্রান্তি
খ. সুমেরুবৃত্ত
গ. কুমেরুবৃত্ত
● কর্কটক্রান্তি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৭৮. ৬৬.৫° উত্তর অক্ষাংশকে কী নামে অভিহিত করা হয়?
ক. দ্রাঘিমাংশ
খ. কৌণিক দূরত্ব
● সুমেরুবৃত্ত
ঘ. ঘন্টা

৭৯. কোন অক্ষাংশ কুমেরুবৃত্ত নামে পরিচিত?
ক. ২৫.৫° উত্তর অক্ষাংশ
● ৬৬.৫° উত্তর অক্ষাংশ
গ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
ঘ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

৮০. কোন অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলা হয়?
● ০° থেকে ৩০° পর্যন্ত
খ. ৪৫° থেকে ৯০° পর্যন্ত
গ. ৩০° থেকে ৬০° পর্যন্ত
ঘ. ৬০° থেকে ৯০° পর্যন্ত

৮১. নিচের কোনটি মধ্য অক্ষাংশ?
ক. ২০° থেকে ৬০° পর্যন্ত
খ. ৩৫° থেকে ৪৫° পর্যন্ত
● ৩০° থেকে ৬০° পর্যন্ত
ঘ. ৩৫° থেকে ৬০° পর্যন্ত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৮২. কোনো স্থানের স্থানীয় সময় কীভাবে নির্ণয় করা যায়?
ক. অক্ষাংশের সাহায্যে
● দ্রাঘিমার সাহায্যে
গ. মূল মধ্যরেখার সাহায্যে
ঘ. গ্রিনিচের সাহায্যে

৮৩. কোন শহরের ওপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম
করেছে?
● লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. হার্ভার্ড

৮৪. গ্রিনিচ মান মন্দিরটি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. মস্কো
গ. প্যারিস
● লন্ডন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৮৫. কোনো স্থানের সময় বেলা ১২টা হলে তার ৫ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে?
● ১২টা ২০ মিনিট
খ. ১২টা ৩০ মিনিট
গ. ১২টা ৪০ মিনিট
ঘ. ১২টা ৫০ মিনিট

৮৬. কোনো স্থানের সময় বেলা ১২টা হলে তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানের সময় কত হবে?
ক. ১২টা ৫ মিনিট
খ. ১০টা ৪০ মিনিট
● ১১টা ৪০ মিনিট
ঘ. ৯টা ৪০ মিনিট

৮৭. ১২°৩০′ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
ক. ৩৯ মিনিট
● ৫০ মিনিট
গ. ৪৫ মিনিট
ঘ. ৫৪ মিনিট

৮৮. ক্রনোমিটার ঘড়ি থেকে কী জানা যায়?
● সঠিক সময়
খ. দ্রাঘিমাংশ
গ. অক্ষাংশ
ঘ. সঠিক তাপমাত্রা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৮৯. সেক্সট্যান্ট-এর সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ উন্নতি লক্ষ করে যে সময় নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক. প্রমাণ সময়
খ. অপরাহ্ন
● স্থানীয় সময়
ঘ. দ্বিপ্রহর

৯০.পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশে?
ক. চীনে
খ. যুক্তরাষ্ট্রে
গ. জাপানে
● কানাডায়

৯১.বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?
ক. ৪ ঘণ্টা
খ. ৫ ঘণ্টা
● ৬ ঘণ্টা
ঘ. ৮ ঘণ্টা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৯২. কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়?
● ৯০° পূর্ব
খ. ৯০° পশ্চিম
গ. ১৮০° পূর্ব
ঘ. ১৮০° পশ্চিম

৯৩. জনাব ‘ক’ সকাল ঠিক ১০টার সময় ঢাকায় অবস্থান করছে। তাঁর ১ ডিগ্রি পশ্চিমে অবস্থান করছে জনাব ‘খ’। জনাব ‘খ’ এর অবস্থিত স্থানের সময় কত হবে?
ক. ৯টা ২৪ মিনিট
● ৯টা ৫৬ মিনিট
গ. ১০টা ৪ মিনিট
ঘ. ১০টা ২৪ মিনিট

৯৪. বাংলাদেশে শুক্রবার ভোর ছয়টায় রফিককে লন্ডন থেকে তার মামা ফোন করেছে। লন্ডনে ঐ সময়ে কত হবে?
ক. শুক্রবার দুপুর ১২ টা
খ. শুক্রবার রাত ১২ টা
● বৃহস্পতিবার রাত ১২ টা
ঘ. বৃহস্পতিবার দুপুর ১২ টা

৯৫. পৃথিবী কীসের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজ অক্ষে আবর্তন করছে?
ক. লৌকিক বল
● মহাকর্ষ শক্তি
গ. চৌম্বক শক্তি
ঘ. অভিকর্ষজ ত্বরণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৯৬. পৃথিবীতে দিন ও রাত হয় কোন গতির ফলে?
● আহ্নিক গতি
খ. জোয়ার ভাটা
গ. বার্ষিক গতি
ঘ. সমুদ্রস্রোত

৯৭. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে কী বলে?
ক. দৈনিক গতি
খ. উত্তরায়ণ
● সৌরদিন
ঘ. বৃত্তাসূর

৯৮. পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে কী বলে?
ক. নিরক্ষবৃত্ত
খ. পূর্ণবৃত্ত
● ছায়াবৃত্ত
ঘ. অর্ধবৃত্ত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

৯৯. পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে?
ক. ২৩ কিলোমিটার
● ৩০ কিলোমিটার
গ. ৪৭ কিলোমিটার
ঘ. ৫০ কিলোমিটার

১০০. কত দিনে সৌরবছর গণনা করা হয়?
ক. ৩৬৪ দিনে
● ৩৬৫ দিনে
গ. ৩৬৭ দিনে
ঘ. ৩৬৬ দিনে

১০১. কত বছর পর পর অধিবর্ষ হয়?
ক. ২ বছর
খ. ৩ বছর
● ৪ বছর
ঘ. ৫ বছর

১০২. অধিবর্ষ বছর গণনা করা হয় কত দিনে?
ক. ৩৬৫ দিনে
● ৩৬৬ দিনে
গ. ৩৬৭ দিনে
ঘ. ৩৬৮ দিনে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১০৩. কোন বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে ধরা হয়?
ক. ৩৬৫ দিনের বছরে
খ. সৌরবছরে
গ. প্রতি বছরে
● অধিবর্ষে

১০৪. কত তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত?
● ২১শে জুন
খ. ২২শে ডিসেম্বর
গ. ২৩শে সেপ্টেম্বর
ঘ. ২১শে মার্চ

১০৫. ২৩শে সেপ্টেম্বর সূর্যরশ্মি মেরুদ্বয়ের কত ডিগ্রি কোণে পতিত হয়?
ক. ৬৬.৫°
● ০°
গ. ৯০°
ঘ. ১৮০°

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১০৬. কত তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়?
ক. ২১শে জুন
খ. ২৩শে সেপ্টেম্বর
● ২২শে ডিসেম্বর
ঘ. ২৫শে ডিসেম্বর

১০৭. কত তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়?
ক. ২১শে জুন
● ২২শে ডিসেম্বর
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২১শে মার্চ

১০৮. ২২শে ডিসেম্বর সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়?
ক. নিরক্ষরেখায়
খ. মূল মধ্যরেখায়
গ. কর্কটক্রান্তিরেখায়
● মকরক্রান্তি রেখায়

১০৯. কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়?
● ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর
খ. ২২শে ডিসেম্বর ও ২৩শে সেপ্টেম্বর
গ. ২১শে জুন ও ২১শে মার্চ
ঘ. ২১শে জুন ও ২২শে ডিসেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১১০. ঋতুর পরিবর্তন ঘটে কেন?
ক. আহ্নিক গতির ফলে
● বার্ষিক গতির ফলে
গ. জোয়ার ভাটার ফলে
ঘ. ভূমিকম্পের কারণে

১১১. কোনো স্থানে কত সময় পর পর জোয়ার ও ভাটা হয়?
ক. ১২ ঘণ্টা ৫৬ মিনিট
● ৬ ঘণ্টা ১৩ মিনিট
গ. ২৪ ঘণ্টা ৫২ মিনিট
ঘ. ৮ ঘণ্টা ১০ মিনিট

১১২. সমুদ্রের পানিরাশির নিয়মিতভাবে ফুলে ওঠাকে কী বলে?
ক. জোয়ার-ভাটা
খ. ভাটা
গ. কেন্দ্রাতিগ শক্তি
● জোয়ার

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১১৩. মহাবিশ্বের দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণ শক্তিকে কী বলে?
ক. কেন্দ্রাতিগ শক্তি
খ. অভিকর্ষ শক্তি
● মহাকর্ষ শক্তি
ঘ. আণবিক শক্তি

১১৪. দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি কী হয়?
ক. বাড়ে
খ. অপরিবর্তিত থাকে
গ. শূন্য হয়
● কমে

১১৫. সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
ক. ২.১০ কোটি
খ. ১.৫০ কোটি
গ. ৩.১০ কোটি
● ২.৬০ কোটি

১১৬. পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্র অপেক্ষা কীরূপ?
ক. দ্বিগুণ
● অর্ধেক
গ. এক-তৃতীয়াংশ
ঘ. দুই-তৃতীয়াংশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১১৭. কোনটির প্রভাবে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয়?
ক. মহাকর্ষ শক্তির
● কেন্দ্রাতিগ শক্তির
গ. অভিকর্ষ শক্তির
ঘ. আণবিক শক্তির

১১৮. পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি কোন জোয়ারের সৃষ্টি করে?
ক. গৌণ জোয়ার
● প্রত্যক্ষ জোয়ার
গ. পরোক্ষ জোয়ার
ঘ. চাঁদের জোয়ার

১১৯.চন্দ্র পৃথিবীকে কীভাবে পরিক্রমণ করছে?
● পশ্চিম হতে পূর্ব
খ. উত্তর থেকে দক্ষিণ
গ. দক্ষিণ থেকে উত্তর
ঘ. পূর্ব হতে পশ্চিম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১২০. চন্দ্র নিজ কক্ষপথে কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে?
ক. ২০ দিনে
● ২৭ দিনে
গ. ২৫ দিনে
ঘ. ৩০ দিনে

১২১. পৃথিবীর একবার আবর্তনকালে চন্দ্র ১৩ ডিগ্রি পথ অতিক্রম করে কত সময়ে?
ক. ৫০ মিনিটে
খ. ১ ঘণ্টায়
গ. ৫২ মিনিটে
● ২৪ ঘণ্টায়

১২২. দৈনিক কয়বার জোয়ার-ভাটা হয়?
ক. একবার
খ. তিনবার
● দুইবার
ঘ. চারবার

১২৩. সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে সূর্য-
ⅰ. গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত হয়েছে
ⅱ. আণবিক শক্তি প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়
ⅲ. সূর্যে কঠিন বা তরল পদার্থ আছে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১২৪. পৃথিবী সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে ভিন্ন হবার কারণ হলো—
ⅰ. অত্যধিক তাপমাত্রা
ⅱ. জীবনধারণের আদর্শ পরিবেশ
ⅲ. ভৌগোলিক পরিবেশের বৈচিত্র্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৫. পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাধান্য রয়েছে—
ⅰ. কার্বন ডাই-অক্সাইডের
ⅱ. অক্সিজেনের
ⅲ. নাইট্রোজেনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১২৬. ‘শনি’ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, যেটি —
ⅰ. সূর্য থেকে ১৪৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত
ⅱ. পৃথিবী থেকে বড়
ⅲ. উজ্জ্বল গ্রহ নামে পরিচিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৭. গুরুমণ্ডল গঠিত—
ⅰ. সিলিকন দ্বারা
ⅱ. অক্সিজেন দ্বারা
ⅲ. ম্যাগনেসিয়াম দ্বারা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৮. অশ্বমণ্ডলের শিলাসমূহ—
ⅰ. উত্তপ্ত ও গলিত
ⅱ. সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত
ⅲ. ৩০ থেকে ৬৪ কিলোমিটার গভীর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৯. কোনো স্থানের অবস্থান জানা যায়-
ⅰ. অক্ষরেখার সাহায্যে
ⅱ. দ্রাঘিমা রেখার সাহায্যে
ⅲ. নিরক্ষরেখার সাহায্যে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩০. সমাক্ষরেখাগুলো—
ⅰ. পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে
ⅱ. পরস্পর সমান্তরাল থাকে
ⅲ. অক্ষাংশ বাড়লে পরিধি বাড়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩১. দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী রেখা—
ⅰ. নিরক্ষরেখা
ⅱ. বিষুবরেখা
ⅲ. নিরক্ষবৃত্ত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১৩২. একই দ্রাঘিমা রেখায় অবস্থিত সকল দেশের―
ⅰ. সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময়ে হয়
ⅱ. একই অক্ষরেখা দেখা যায়
ⅲ. স্থানীয় সময় একই হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. প্রমাণ সময়ের ব্যবহার হয় সাধারণত-
ⅰ. পৃথিবীর ছোট দেশগুলোতে
ⅱ. পৃথিবীর বৃহৎ দেশগুলোতে
ⅲ. কানাডা, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইত্যাদি দীর্ঘ দ্রাঘিমারেখা
বিশিষ্ট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. পৃথিবীর আহ্নিক গতি ভূমিকা রাখে—
ⅰ. দিন রাত সংঘটনে
ⅱ. ঋতু পরিবর্তনে
ⅲ. জোয়ার-ভাটা সৃষ্টিতে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে—
ⅰ. ঋতু পরিবর্তন হয়
ⅱ. দিন রাত সংঘটিত হয়
ⅲ. দিন-রাত্রির দৈর্ঘ্যে তারতম্য ঘটে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

১৩৬. ২৩ সেপ্টেম্বর সূর্যরশ্মি পতিত হয়—
ⅰ. নিরক্ষরেখায় ২৩.৫° কোণে
ⅱ. সুমেরু ও কুমেরুবৃত্তে ৬৬.৫° কোণে
ⅲ. মেরুদ্বয়ে ০° কোণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়-
ⅰ. ২৩শে সেপ্টেম্বর
ⅱ. ২২শে ডিসেম্বর
ⅲ. ২১শে মার্চ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
নিলা একটি বই পড়ে জানতে পারে, প্রাণী ও জীব বসবাসের উপযোগী গ্রহটি সৃষ্টি হবার সময় বাষ্পীয় অবস্থায় ছিল। এটি শীতল ও ঘনীভূত হতে বহু বছর সময় লেগেছে। কোটি কোটি বছরের ঘূর্ণনের মধ্য দিয়ে তাপ বিকিরণ করতে করতে এর উপরিভাগে কঠিন আবরণের সৃষ্টি হয়।

১৩৮. উদ্দীপকে কীসের গঠন বর্ণিত হয়েছে?
● ভূত্বক
খ. কেন্দ্রমণ্ডল
গ. গুরুমণ্ডল
ঘ. বায়ুমণ্ডল

১৩৯. উক্ত গ্রহের উপরিভাগ কঠিন হলেও এখনো—
ⅰ. অভ্যন্তর ভাগ উত্তপ্ত
ⅱ. অভ্যন্তর ভাগ গলিত অবস্থায় রয়েছে
ⅲ. অভ্যন্তর ভাগ কঠিন ও শীতল অবস্থায় রয়েছে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
রানা রবিবার রাত ১২ টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। হিথ্রো বিমানবন্দরে পৌঁছে রানা লক্ষ করল বিমানবন্দরে ঘড়িতে রাত ২টা। কিন্তু রানার ঘড়িতে সোমবার সকাল ৮টা।

১৪০. বিমানবন্দরের ঘড়ি ও রানার ঘড়ির সময়ের পার্থক্য হওয়ার কারণ?
ক. অক্ষরেখার পার্থক্য
● দ্রাঘিমা রেখার পার্থক্য
গ. সময়ের পার্থক্য হওয়ার কারণে
ঘ. রানার ঘড়ির কাটা বন্ধ হয়ে যাওয়া

১৪১. লন্ডনের দ্রাঘিমা ০° হলে ঢাকার দ্রাঘিমা বের করতে রানাকে জানতে হবে-
ⅰ. ঢাকা ও লন্ডনের স্থানীয় সময়ের পার্থক্য
ⅱ. ১ দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য
ⅲ. ঢাকা ও লন্ডনের মধ্যবর্তী দূরত্ব
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
সামিন রহমানের নিজের বাড়ি ১৬০° পূর্ব দ্রাঘিমায় এবং তার নানা বাড়ি ১৫৫ পশ্চিম দ্রাঘিমায়। সে ১৮০° দ্রাঘিমা অতিক্রম করে তার নানা বাড়িতে গেল।

১৪২. সামিনের বাড়ি ও তার নানা বাড়ির মধ্যে সময়ের
ব্যবধান কত?
ক. ১ ঘণ্টা
খ. ১ ঘণ্টা ৪৫ মি.
● ৩ ঘণ্টা ০ মি.
ঘ. ২ ঘণ্টা ৩ মি.

১৪৩. সামিন যে রেখাটি অতিক্রম করেছিল তার বৈশিষ্ট্য—
ⅰ. এটি মূল মধ্যরেখা
ⅱ. এটি অতিক্রম করলে বারের তারিখের পরিবর্তন হয়
ⅲ. এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment