নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য EduQw তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ : স্বাধীন বাংলাদেশ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা EduQw থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১.১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক. পিপলস পার্টি
● আওয়ামী লীগ
গ. নেজামে ইসলাম
ঘ. মুসলিম লীগ

২. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলো কেন?
● শোষণ থেকে মুক্তি লাভের আশায়
খ. দেশীয় রাজনৈতিক দল বলে
গ. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে
ঘ. বঙ্গবন্ধুর মুক্তির জন্য

৩.ইয়াহিয়া খান ১৯৭১ সালের কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন?
● ১লা মার্চ
খ. ২রা মার্চ
গ. ৭ই মার্চ
ঘ. ৩রা মার্চ

৪.১৯৭১ সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৫.১৯৭০ সালের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের কত তারিখে শপথ পাঠ করানো হয়?
● ১৯৭১ সালের ৩রা জানুয়ারি
খ. ১৯৭১ সালের ৫ই জানুয়ারি
গ. ১৯৭১ সালের ৪ঠা জানুয়ারি
ঘ. ১৯৭১ সালের ৬ই জানুয়ারি

৬.প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হয়?
ক. জাতীয় সংসদে
● রেসকোর্স ময়দানে
গ. জিরো পয়েন্টে
ঘ. ধানমণ্ডি ৩২ নাম্বারে

৭.১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ সদস্যদের শপথ পাঠ করান কে?
ক. তোফায়েল আহমেদ
খ. মওলানা ভাসানী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. এম. মনসুর আলী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৮. শপথ অনুষ্ঠানে কীসের প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়?
● ৬ দফা ও ১১ দফার প্রতি
খ. বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি
গ. ইয়াহিয়ার নির্দেশের প্রতি
ঘ. গণপরিষদের ঘোষণার প্রতি

৯. জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার কারণে কোন নেতা অসহযোগ আন্দোলনের ডাক দেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. এম. মনসুর আলী
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. মওলানা ভাসানী

১০.১৯৭১ সালের ২রা মার্চ ঢাকায় হরতাল পালিত হওয়ার কারণ কী ছিল?
ক. অধিবেশন আহ্বান
● অধিবেশন স্থগিত
গ. ক্ষমতা হস্তান্তরে বিলম্ব
ঘ. নির্বাচনে কারচুপি

১১. অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ১৯৭১ সালের কত তারিখে সারা দেশে হরতাল পালিত হয়?
ক. ১লা মার্চ
● ৩রা মার্চ
গ. ২রা মার্চ
ঘ. ৪ঠা মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১২.নিচের কোনটি বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দলিল?
● ৭ই মার্চের ভাষণ
খ. দ্বিজাতিতত্ত্ব
গ. ঐতিহাসিক ছয় দফা
ঘ. লাহোর প্রস্তাব

১৩.নিচের কোনটি জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করে?
● ৭ই মার্চের ভাষণ
খ. ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা
গ. ১৬ই ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণ
ঘ. ২রা মার্চ অসহযোগ আন্দোলনের ঘোষণা

১৪. কত সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য দলিল’ হিসেবে স্বীকৃতি পায়?
ক. ২০১৬
● ২০১৭
গ. ২০১৮
ঘ. ২০১৯

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৫.কোন সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
● ইউনেস্কো
খ. ইউনিসেফ
গ. ইউএনডিপি
ঘ. ইউএনজিএ

১৬.“প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’- উক্তিটির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
ক. স্বাধীনতার ঘোষণা
খ. দৃঢ় মনোভাব
● স্বাধীনতার পূর্বপ্রস্তুতি
ঘ. ঘরকে শক্ত করার নির্দেশনা

১৭.২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী কোন পরিকল্পনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে?
● অপারেশন সার্চলাইট
খ. অপারেশন জ্যাকপট
গ. অপারেশন মোর্সকোড
ঘ. অপারেশন ঈগলস্টর্ম

১৮. কত তারিখে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড চালানোর
নীলনক্সা তৈরি করা হয়?
ক. ১৪ই মার্চ
খ. ১৫ই মার্চ
গ. ১৬ই মার্চ
● ১৭ই মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৯.বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত?
ক. ২০শে মার্চ
খ. ২২শে মার্চ
গ. ২৪শে মার্চ
● ২৫শে মার্চ

২০.স্বাধীনতা যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা নির্মিত হয়। এর সাথে জড়িত কত তারিখের স্মৃতি সবচেয়ে বেদনাদায়ক?
● ২৫শে মার্চ
খ. ৩০শে মার্চ
গ. ২৭শে মার্চ
ঘ. ৭ই মার্চ

২১.কোন দিনটি ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
ক. ৩১শে মার্চ
খ. ২৬শে মার্চ
গ. ৩০শে মার্চ
● ২৫শে মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

২২.২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কীসের মাধ্যমে পাঠিয়ে দেন?
ক. রেডিও
খ. সংবাদপত্র
গ. ফ্যাক্স
● ওয়্যারলেস

২৩.১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?
ক. ২৪শে মার্চ প্রথম প্রহরে
খ. ২৫শে মার্চ প্রথম প্রহরে
● ২৬শে মার্চ প্রথম প্রহরে
ঘ. ২৭শে মার্চ প্রথম প্রহরে

২৪.২৬শে মার্চের প্রথম প্রহরে কোন ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন?
ক. উর্দুতে
● ইংরেজিতে
গ. বাংলায়
ঘ. উর্দু ও ইংরেজিতে

২৫.স্বাধীনতার ঘোষণা বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণকে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন?
ক. পরবর্তী নির্দেশ পর্যন্ত
খ. ভারতের সম্মতি আদায় করা পর্যন্ত
● চূড়ান্ত বিজয় অর্জন করা পর্যন্ত
ঘ. বজাবন্ধুর মুক্তি পর্যন্ত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

২৬.বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন সংস্থার মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল?
ক. পুলিশ বাহিনী
● ইপিআর
গ. সেনাবাহিনী
ঘ. বিডিআর

২৭. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৬শে মার্চ দুপুরে কে প্রচার
করেন?
ক. মওলানা ভাসানী
● এম. এ. হান্নান
গ. জিয়াউর রহমান
ঘ. বিজন মল্লিক

২৮. ২৭শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র
কে পাঠ করেন?
● জিয়াউর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মওলানা ভাসানী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

২৯.বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. পাকিস্তান সরকার
● মুজিবনগর সরকার
গ. আওয়ামী লীগ সরকার
ঘ. পূর্ব পাকিস্তান সরকার

৩০. কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
● ১০ই এপ্রিল, ১৯৭১
খ. ১৭ই এপ্রিল, ১৯৭১
গ. ১৬ই ডিসেম্বর, ১৯৭১
ঘ. ২২শে ডিসেম্বর, ১৯৭১

৩১.বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘোষিত হয়?
● ১০ই এপ্রিল, ১৯৭১
খ. ১৬ই এপ্রিল, ১৯৭১
গ. ১১ই এপ্রিল, ১৯৭১
ঘ. ১৭ই এপ্রিল, ১৯৭১

৩২.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. এম. মনসুর আলী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৩৩. মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
● সৈয়দ নজরুল ইসলাম
গ. এ. এইচ. এম. কামারুজ্জামান
ঘ. কমরেড মণি সিং

৩৪.১৯৭১ সালে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কে ছিলেন?
● কমরেড মণি সিং
খ. ফরহাদ মাজহার
গ. সুখময় সেন
ঘ. অলি আহাদ

৩৫. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
● কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দীন আহমদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৩৬. ১০ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকার বাংলাদেশকে
কয়টি সেক্টরে ভাগ করে?
ক. ৩
খ. ৪
গ. ৭
● ১১

৩৭. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি ব্রিগেড ফোর্স গঠিত
হয়েছিল?
● ৩টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৬টি

৩৮. ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী অতর্কিত হামলা চালালে বাঙালিরা কীরূপ ভূমিকা পালন করেছিল?
● প্রতিরোধ করেছিল
খ. নিয়তি ভেবে মেনে নিয়েছিল
গ. বিনা প্রতিরোধে শহিদ হয়েছিল
ঘ. পরাস্ত হয়েছিল

৩৯. কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল?
ক. ছাত্র
● জনগণ
গ. সাংস্কৃতিক কর্মী
ঘ. পেশাজীবী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি?
ক. মুসলিম লীগ
খ. জামায়াতে ইসলামী
● আওয়ামী লীগ
ঘ. কমিউনিস্ট পার্টি

৪১.মুক্তিযুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণ করেছিল কারা?
ক. মিত্র বাহিনী
খ. সেক্টর কমান্ডাররা
গ. গেরিলা বাহিনী
● রাজনৈতিক নেতৃত্ব

৪২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সপক্ষে নিচের কোন দলটি ভূমিকা পালন করেছিল?
● কমিউনিস্ট পার্টি
খ. মুসলিম লীগ
গ. পিডিপি
ঘ. খেলাফত মজলিশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৪৩.বাঙালিদের মেধাশূন্য করার উদ্দেশ্যে কোন দল বুদ্ধিজীবী হত্যার নীলনক্সা করে?
● আলবদর
খ. খেলাফতে মজলিশ
গ. মুসলিম লীগ
ঘ. পিপলস পার্টি

৪৪.ছাত্ররা কত সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে?
ক. ১৯৬০
খ. ১৯৬৫
● ১৯৬২
ঘ. ১৯৬৬

৪৫.ছাত্ররা ১১ দফার দাবিতে সালে আন্দোলন করেছিল?
ক. ১৯৬২ সালে
● ১৯৬৮ সালে
গ. ১৯৬৪ সালে
ঘ. ১৯৭০ সালে

৪৬.মুক্তিযুদ্ধের সময় কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল?
ক. ব্যবসায়ীদের
খ. শিল্পীদের
● ছাত্র-ছাত্রীদের
ঘ. শিক্ষকদের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৪৭.যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন সাধারণত তাদেরকে কী নামে আখ্যায়িত করা হয়?
ক. আইনজীবী
খ. আমলা
● পেশাজীবী
ঘ. কূটনীতিক

৪৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে পেশাজীবীরা কীভাবে অবদান রেখেছিলেন?
● বিশ্ববাসীর কাছে তথ্য সরবরাহের মাধ্যমে
খ. অর্থ সংগ্রহের জন্য কনসার্ট আয়োজন করে
গ. মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রূষা করে
ঘ. মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে

৪৯.১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল?
ক. কিশোরীদের
খ. প্রবীণদের
গ. বিধবাদের
● ছাত্রীদের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৫০. মুক্তিযুদ্ধে নারীদের ত্যাগের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু সরকারিভাবে তাদেরকে কী উপাধিতে ভূষিত করেন?
ক. তিলোত্তমা
● বীরাঙ্গনা
গ. বীরোত্তমা
ঘ. মহীয়সী নারী

৫১.আওয়ামী লীগ সরকার কত সালে বীরাঙ্গনাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ২০১২
খ. ২০১৩
গ. ২০১৪
● ২০১৬

৫২.কারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছিলেন?
ক. ঢাকা বেতারের কর্মীরা
খ. রাজশাহী বেতারের কর্মীরা
● চট্টগ্রাম বেতারের কর্মীরা
ঘ. খুলনা বেতারের কর্মীরা

৫৩. কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করা হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. কুমিল্লায়
● চট্টগ্রামে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৫৪.মুক্তিযুদ্ধের সময় একটি বেতার কেন্দ্র তাদের সম্প্রচার কার্যক্রমের কারণে ‘স্বাধীন বাংলা’ বিপ্লবী বেতার কেন্দ্রে পরিণত হয়। বেতার কেন্দ্রটির নাম কী?
ক. ঢাকা সম্প্রচার কেন্দ্র
খ. খুলনা সম্প্রচার কেন্দ্র
গ. আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
● কালুরঘাট সম্প্রচার কেন্দ্র

৫৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কার তত্ত্বাবধানে পরিচালিত হতো?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. মিত্রবাহিনীর
● মুজিবনগর সরকারের
ঘ. সেক্টর কমান্ডারের

৫৬. মারুফ আহমেদ একজন প্রথিতযশা সাংবাদিক। ১৯৭১ সালে তিনি মুজিবনগর সরকারের প্রচারসেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। পত্রিকাটির নাম কী?
● জয়বাংলা
খ. চরমপত্র
গ. জাগো
ঘ. কথিকা সংকলন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৫৭. চরমপত্র এবং জল্লাদের দরবার প্রচারের উদ্দেশ্য কী ছিল?
ক. ভাষা আন্দোলনকারীদের উজ্জীবিত করা
খ. শিল্পীগোষ্ঠীদের উৎসাহিত করা
● মুক্তিযোদ্ধাদের সাহসী করে তোলা
ঘ. রাজনীতিবিদদের গুণগান করা

৫৮. বঙ্গবন্ধু কত সালে ছাত্রলীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন?
● ১৯৪৮
খ. ১৯৫৪
গ. ১৯৪৯
ঘ. ১৯৫৬

৫৯. ১৯৪৯ সালে কে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন?
ক. মওলানা ভাসানী
খ. সৈয়দ নজরুল ইসলাম
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. তাজউদ্দীন আহমদ

৬০.কোন রাজনৈতিক নেতা ভাষা আন্দোলনের কারাবন্দীদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. শামসুল হক
ঘ. অলি আহাদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৬১.কত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট অংশগ্রহণ করে?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫৩
● ১৯৫৪

৬২.ছয় দফা দাবি কে উত্থাপন করেন?
ক. নূরুল হক
খ. শামসুল হক
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. এ. কে. ফজলুল হক

৬৩. পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
ক. ১০ বছর
● ১২ বছর
গ. ১১ বছর
ঘ. ১৩ বছর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৬৪.আতিয়ার বাবা একজন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের সময় তিনি জাতীয় চার নেতার সহযোগী ছিলেন। এই নেতাদের অন্যতম কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
● সৈয়দ নজরুল ইসলাম
গ. মওলানা ভাসানী
ঘ. মোজাফফর আহমদ

৬৫. মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব কে পালন করেন?
ক. মওলানা ভাসানী
খ. এম এ জি ওসমানী
● সৈয়দ নজরুল ইসলাম
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

৬৬. ১৯৭১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক. এম মনসুর আল
● তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. খন্দকার মোশতাক

৬৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর ছিলেন কে?
ক. এম এ জি ওসমানী
খ. শ্রী মনোরঞ্জন ধর
গ. কমরেড মনি সিং
● তাজউদ্দীন আহমদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৬৮. ১৯৭১ সালের ১১ই এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
● তাজউদ্দীন আহমদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
ঘ. এ. এইচ. এম. কামারুজ্জামান

৬৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে কে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
● তাজউদ্দীন আহমদ
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

৭০.মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের দায়িত্বে কোন নেতা নিয়োজিত ছিলেন?
● এ. এইচ. এম. কামারুজ্জামান
খ. এম. মনসুর আলী
গ. কমরেড মণি সিং
ঘ. মওলানা ভাসানী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৭১.কোন দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায়?
ক. নেপাল
খ. শ্রীলংকা
গ. ভুটান
● ভারত

৭২.মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কোন দেশ ভারতে বিমান হামলা চালায়?
ক. রাশিয়া
● চীন
গ. পাকিস্তান
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

৭৩. কত তারিখে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৩রা ডিসেম্বর
খ. ৫ই ডিসেম্বর
গ. ৭ই ডিসেম্বর
● ৬ই ডিসেম্বর

৭৪.মুক্তিবাহিনী কোন দেশের বাহিনীর সাথে যৌথ কমান্ড গড়ে তোলে?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. নেপাল
● ভারত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৭৫. কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব করেছিল?
ক. সোভিয়েত ইউনিয়ন
● মার্কিন যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. চীন

৭৬. ভেটো কী?
● বিরোধিতা করা
খ. বিশেষ নিরাপত্তা ক্ষমতা
গ. প্রস্তাব গ্রহণের ক্ষমতা
ঘ. আগ্রাসনের ক্ষমতা

৭৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?
ক. পুঁজিবাদী
খ. ধনতান্ত্রিক
● সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি

৭৮. মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে?
● বিবিসি
খ. নিউইয়র্ক টাইমস
গ. ভোয়া
ঘ. ইন্ডিপেনডেন্ট

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৭৯. নিচের কোন শহর বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়?
ক. কলকাতা
খ. স্টকহোম
● লন্ডন
ঘ. ঢাকা

৮০. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে কোন বিদেশি সংগীত শিল্পী ভূমিকা রেখেছিলেন?
ক. জেমস ব্রাউন
● জর্জ হ্যারিসন
গ. আলবার্ট কিং
ঘ. জনি র‍্যামনি

৮১.জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?
ক. আমেরিকা
খ. রাশিয়া
গ. ভারত
● ব্রিটেন

৮২. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিকারী ‘কনসার্ট ফর বাংলাদেশ” কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
● নিউইয়র্কে
খ. লন্ডনে
গ. বার্লিনে
ঘ. মিউনিখে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৮৩. বিশ্ব নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করলেও কোন সংস্থা মুক্তিযুদ্ধের সময় নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল?
ক. কমনওয়েলথ
● জাতিসংঘ
গ. ওআইসি
ঘ. ইইউ

৮৪. নিচের কোন দেশ তৃতীয় বিশ্বের প্রথম দেশ হিসেবে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে?
ক. সোমালিয়া
খ. দক্ষিণ সুদান
● বাংলাদেশ
ঘ. পূর্ব তিমুর

৮৫. কত তারিখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়
অর্জিত হয়?
ক. ২৬শে মার্চ
খ. ১০ই এপ্রিল
গ. ৪ঠা নভেম্বর
● ১৬ই ডিসেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৮৬. স্বাধীন বাংলাদেশ সরকার কত তারিখে শাসন ক্ষমতা গ্রহণ করে?
ক. ২২শে জানুয়ারি
খ. ১৭ই এপ্রিল
গ. ২৬শে মার্চ
● ২২শে ডিসেম্বর

৮৭. মুজিবনগর সরকার দেশে ফেরার পর কীসের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছিলো?
ক. ১৯৫৬ সালের সংবিধান অনুযায়ী
খ. বঙ্গবন্ধুর আদেশ মেনে
● স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী
ঘ. অস্থায়ী সংবিধান আদেশ অনুসারে

৮৮. বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
ক. ১৬ই ডিসেম্বর, ১৯৭১
খ. ২২শে ডিসেম্বর, ১৯৭১
গ. ২রা জানুয়ারি, ১৯৭২
● ১০ই জানুয়ারি, ১৯৭২

৮৯. বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় রাষ্ট্রীয় কোষাগারের
অবস্থা কেমন ছিল?
ক. ভারসাম্যহীন
● অর্থশূন্য
গ. সমৃদ্ধ
ঘ. স্থিতিশীল

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৯০.কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন?
ক. ১৯৭০ সালের ১০ই এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ই এপ্রিল
● ১৯৭২ সালের ১০ই এপ্রিল
ঘ. ১৯৭৩ সালের ১০ই এপ্রিল

৯১.খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত জন ছিল?
ক. ৩০ জন
খ. ৩২ জন
● ৩৪ জন
ঘ. ৩৬ জন

৯২.বাংলাদেশের সংবিধান কখন থেকে বলবৎ হয়?
ক. ১৪ই ডিসেম্বর, ১৯৭২
খ. ১৬ই ডিসেম্বর, ১৯৭১
গ. ১৬ই ডিসেম্বর, ১৯৭৩
● ১৬ই ডিসেম্বর, ১৯৭২

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৯৩. স্বাধীনতার পর বঙ্গবন্ধু কয়টি প্রাথমিক বিদ্যালয়কে
জাতীয়করণ করেন?
ক. ৩৫ হাজার
খ. ৩৭ হাজার
গ. ৩৬ হাজার
● ৩৮ হাজার

৯৪.১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার কাকে প্রধান করে শিক্ষা কমিশন গঠন করে?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. শওকত ওসমান
● ড. কুদরাত-এ-খুদা
ঘ. অধ্যাপক কবীর চৌধুরী

৯৫. বাংলাদেশে রেশনিং ব্যবস্থা চালু হয় কত সালে?
ক. ১৯৭১
● ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪

৯৬. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ২৮শে ফেব্রুয়ারি, ১৯৭২
খ. ৭ই মার্চ, ১৯৭২
● ৭ই মার্চ, ১৯৭৩
ঘ. ১০ই এপ্রিল, ১৯৭৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

৯৭. বঙ্গবন্ধু সরকারের পক্ষ থেকে কত সাল পর্যন্ত বকেয়া সুদসহ কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়?
● ১৯৭২ সাল পর্যন্ত
খ. ১৯৭৫ সাল পর্যন্ত
গ. ১৯৭৩ সাল পর্যন্ত
ঘ. ১৯৭৮ সাল পর্যন্ত

৯৮. কত সালের বন্যায় দেশে খাদ্যোৎপাদন দারুণভাবে
ব্যাহত হয়?
ক. ১৯৭০-৭১
● ১৯৭৩-৭৪
গ. ১৯৮৭-৮৮
ঘ. ১৯৯৭-৯৮

৯৯. বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন কেন?
ক. এককেন্দ্রিক শাসন প্রতিষ্ঠার জন্য
খ. একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
● অর্থনৈতিক মুক্তি ও শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে
ঘ. রাষ্ট্রপতি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১০০. বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব মূলত কী ছিল?
ক. দেশকে স্বাধীন করার কর্মসূচি
● শোষণহীন সমাজ গঠনের রাজনৈতিক প্রচেষ্টা
গ. নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ
ঘ. দুর্নীতিবাজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন

১০১. “বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারও প্রতি বৈরী আচরণ সমর্থন করে না” – উক্তিটি কার?
ক. তাজউদ্দীন আহমদ
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এ.এইচ.এম. কামারুজ্জামান

১০২. ‘সকলের সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয়’— এটি কীসের নীতি?
ক. সাংবিধানিক মূলনীতি
● বাংলাদেশের পররাষ্ট্র নীতি
গ. বিশ্বভ্রাতৃত্ব নীতি
ঘ. সমবায় নীতি

১০৩. কোন দেশ চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে সহযোগিতা করে?
● সোভিয়েত ইউনিয়ন
খ. ভারত
গ. ব্রিটেন
ঘ. যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১০৪. পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে কোন বাহিনীর অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?
ক. নৌবাহিনীর
খ. বিমান বাহিনী
● মিত্র বাহিনীর
ঘ. গেরিলা বাহিনীর

১০৫. মুক্তিযুদ্ধের পর কবে ভারতীয় মিত্র বাহিনী নিজ দেশে ফিরে যায়?
ক. ১৯৭২ সালের জানুয়ারি মাসে
● ১৯৭২ সালের মার্চ মাসে
গ. ১৯৭২ সালের এপ্রিল মাসে
ঘ. ১৯৭২ সালের মে মাসে

১০৬. বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
● ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১০৭. বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালের ১৭ই সেপ্টেম্বর
● ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর
গ. ১৯৭৫ সালের ১৭ই সেপ্টেম্বর
ঘ. ১৯৭৭ সালের ১৭ই সেপ্টেম্বর

১০৮. কে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন?
ক. ড. কামাল হোসেন
খ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. অধ্যাপক আৰু সাঈদ

১০৯. বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন শান্তি পদকে ভূষিত করে?
ক. নোবেল
● জুলিও কুরি
গ. কমনওয়েলথ
ঘ. ম্যাগসেসে

১১০. একটি রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য কীসের মাধ্যমে প্রতিফলিত হয়?
● সংবিধানের মাধ্যমে
খ. আইনের মাধ্যমে
গ. প্রশাসনের কর্মতৎপরতার মাধ্যমে
ঘ. রাজনীতিবিদদের আচরণের মাধ্যমে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১১১. অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী বাংলাদেশের সরকারপ্রধান কে হবেন বলে ঠিক করা হয়?
● প্রধানমন্ত্রী
খ. প্রধান সামরিক শাসক
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধান আইন প্রশাসক

১১২. ১৯৭২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মোহাম্মদ উল্লাহ

১১৩. ১৯৭২ সালে গঠিত গণপরিষদের মূল লক্ষ্য কী ছিল?
ক. আইন প্রণয়ন করা
● সংবিধান প্রণয়ন করা
গ. নির্বাচন পরিচালনা করা
ঘ. দেশের শাসন কাজ পরিচালনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১১৪. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
● ড. কামাল হোসেন
খ. সুরঞ্জিত সেনগুপ্ত
গ. মোহাম্মদ উল্লাহ
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১১৫. গণপরিষদ কর্তৃক বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়?
ক. ১৯৭২ সালের ২৮শে অক্টোবর
খ. ১৯৭২ সালের ১লা নভেম্বর
গ. ১৯৭২ সালের ৩রা নভেম্বর
● ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর

১১৬. সংবিধান তৈরি করতে ভারতের কত সময় লেগেছিল?
ক. দুই বছর
খ. আট মাস
গ. এক বছর
● তিন বছর

১১৭. বাংলাদেশের সংবিধানের রূপ কোনটি?
● লিখিত
খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয়
ঘ. আংশিক লিখিত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১১৮. সংবিধানের কোন ঘোষণার দ্বারা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে?
ক. এক ব্যক্তি এক ভোট
● প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ
গ. ধর্মনিরপেক্ষতা সবার প্রথমে
ঘ. প্রজাতন্ত্রের সকল ক্ষমতা সরকারের হাতে

১১৯. নিচের কোনটি বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সং?
ক. সুপ্রিম কোর্ট
খ. সচিবালয়
● জাতীয় সংসদ
ঘ. হাইকোর্ট

১২০. সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে?
● ৭৭ নং অনুচ্ছেদে
খ. ৭৯ নং অনুচ্ছেদে
গ. ৭৮ নং অনুচ্ছেদে
ঘ. ৮০ নং অনুচ্ছেদে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১২১. কোনটি বাংলাদেশের সংবিধানে ভোটাধিকার প্রদানের স্বরূপ?
ক. পুরুষের ভোটাধিকার
● সর্বজনীন ভোটাধিকার
গ. বয়স্কদের ভোটাধিকার
ঘ. সকল নাগরিকের ভোটাধিকার

১২২. ১৯৭২ সালে প্রণীত সংবিধান বিভিন্ন সময়ে কতবার সংশোধন করা হয়েছে?
ক. চৌদ্দবার
খ. ষোলবার
গ. পনেরবার
● সতেরবার

১২৩. ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি নাম্বার কত ছিল?
ক. ৬৬০
খ. ৬৭০
● ৬৭৭
ঘ. ৬৮০

১২৪. ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমেদ বজাবন্ধু সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. শিল্প মন্ত্রণালয়
গ. পরিকল্পনা মন্ত্রণালয়
● বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১২৫. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. খন্দকার মোশাররফ হোসেন
● খন্দকার মোশতাক আহমেদ
ঘ. মওলানা ভাসানী

১২৬. খন্দকার মোশতাক কীভাবে ক্ষমতায় এসেছিলেন?
ক. গণতান্ত্রিকভাবে
খ. নিয়মতান্ত্রিকভাবে
গ. গণভোটের মাধ্যম
● অসাংবিধানিকভাবে

১২৭. লিবিয়ার সরকার সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে যে, যেসব গণহত্যা হয়েছে সেগুলোর বিচার করা যাবে না। এ নির্দেশ বাংলাদেশের কোন অধ্যাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. মোবাইল কোর্ট অধ্যাদেশ
● ইনডেমনিটি অধ্যাদেশ
গ. সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ
ঘ. বার কাউন্সিল অধ্যাদেশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১২৮. কত তারিখে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়?
ক. ২৭শে সেপ্টেম্বর, ১৯৭৫
● ২৬শে সেপ্টেম্বর, ১৯৭৫
গ. ২৮শে সেপ্টেম্বর, ১৯৭৫
ঘ. ২৯শে সেপ্টেম্বর, ১৯৭৫

১২৯. কত তারিখে বিচারপতি এ এস এম সায়েম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন?
ক. ১৯৭৫ সালের ৩রা নভেম্বর
খ. ১৯৭৫ সালের ৫ই নভেম্বর
● ১৯৭৫ সালের ৬ই নভেম্বর
ঘ. ১৯৭৫ সালের ৭ই নভেম্বর

১৩০. জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল কত তারিখে?
● ১৯৭৫ সালের ৩রা নভেম্বর
খ. ১৯৭৫ সালের ৪ঠা নভেম্বর
গ. ১৯৭৫ সালের ৫ই নভেম্বর
ঘ. ১৯৭৫ সালের ৬ই নভেম্বর

১৩১. জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলো হলো—
ⅰ. মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দান
ⅱ. ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী প্রাপ্তির জন্য রেশনিং ব্যবস্থা
ⅲ. ১৯৭৩ সালে নির্বাচন অনুষ্ঠান
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৩২. সংবিধানের মাধ্যমে প্রতিফলিত হয়—
ⅰ. রাষ্ট্রের উদ্দেশ্য
ⅱ. আদর্শ
ⅲ. লক্ষ্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. স্বাধীনতা লাভের পর জাতিসংঘ ছাড়াও বাংলাদেশ সদস্যপদ পায় –
ⅰ. জোট নিরপেক্ষ আন্দোলনের
ⅱ. সার্কের
ⅲ. ওআইসির
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য-
ⅰ. লিখিত ও দুষ্পরিবর্তনীয়
ⅱ. এককেন্দ্রিক রাষ্ট্র ও সংসদীয় সরকার
ⅲ. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৩৫. ১৯৭৫ সালের নভেম্বর মাসে সংঘটিত ঘটনাবলি হলো—
ⅰ. জাতীয় চার নেতা গ্রেফতার হন
ⅱ. খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা অভ্যুত্থান
ⅲ. খন্দকার মোশতাক পদত্যাগ করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬. পৈশাচিক জেলখানা হত্যাকাণ্ড সম্পর্কে বলা যায়—
ⅰ. খন্দকার মোশতাকের পতন ত্বরান্বিত করে
ⅱ. স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস করে
ⅲ. উদ্দেশ্য ছিল পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. ১৯৭৫–১৯৮১, বাংলাদেশের এ শাসনকালীন সময়ে-
ⅰ. সার্কের যাত্রা শুরু হয়
ⅱ. পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়
ⅲ. মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের রাজনীতির সুযোগ দেওয়া হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়—
ⅰ. চীন
ⅱ. সৌদি আরব
ⅲ. মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৩৯. জেনারেল এরশাদ যেসব কারণ দেখিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন সেগুলো হলো—
ⅰ. বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব
ⅱ. রাজনৈতিক অস্থিরতা
ⅲ. আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪০. ঘরোয়া রাজনীতির অনুমতি দান প্রকাশ্য রাজনীতির অনুমতি দান, এ দুটি কাজের সাথে জড়িত —
ⅰ. জেনারেল জিয়াউর রহমান
ⅱ. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ
ⅲ. বিচারপতি আব্দুস সাত্তার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪১. এরশাদের পতনের লক্ষ্যে সংগঠিত ৫ দফা কর্মসূচির মূল দাবি ছিলো—
ⅰ. অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার
ⅱ. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া
ⅲ. সার্বভৌম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১৪২. ১৯৯১ সালে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা চালুর ফলে—
ⅰ. সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়
ⅱ. অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টি হয়
ⅲ. মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে-
ⅰ. বাধ্যতামূলক কর্মসংস্থান
ⅱ. টিকা দান
ⅲ. দুঃস্থ নারীদের সহায়তা প্রকল্প
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৪. সরকারের কল্যাণমূলক কার্যক্রম হলো—
ⅰ. মুক্তিযোদ্ধা ভাতা প্রদান
ⅱ. বয়স্ক ভাতা প্রদান
ⅲ. প্রতিবন্ধী ভাতা প্রদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৫. ‘জাতীয় শিশু নীতি-২০১১’-এর উল্লেখযোগ্য নীতি হলো-
ⅰ. ১৫ বছরের কমবয়সী সকল ব্যক্তিই শিশু
ⅱ. ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ
ⅲ. পথশিশু ও বিপথগামী শিশুদের বিকাশে পৃথক ব্যবস্থা রাখা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
বশিরউদ্দিনের বয়স প্রায় ৬৫ বছর। ইদানীং নাতির সাথে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন। এত সব স্মৃতির মাঝে ১৯৭৫ সালের ঘটনা এখনো তার চোখে ভাসে। সেদিন সকালে ঢাকার রাজপথে ভারি সাঁজোয়া যান নেমে এসেছিলো। বাঙালি জাতির স্থপতিকে নির্মম কায়দায় হত্যা করে দেশে জারি করা হয়েছিলো সামরিক শাসন।

১৪৬. উপরের উদ্দীপকটি কোন ঘটনার সাথে সম্পর্কযুক্ত?
ক. ১৪ই ডিসেম্বরের মর্মান্তিক ঘটনা
● ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড
গ. জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড
ঘ. ২৫শে মার্চের কালরাত্রির ঘটনা

১৪৭. উল্লিখিত ঘটনার ফল ছিল —
ⅰ. পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ প্রতিষ্ঠা পায়
ⅱ. বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে
ⅲ. বাংলাদেশ তার স্বাধীনতা হারায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৮ ও ১৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা অনেক এগিয়ে গেছে। খাদ্য নীতি, বস্ত্র উৎপাদন, শিশুদের অধিকার, দারিদ্র্য নিরসনে বাংলাদেশ এগিয়ে চলেছে নিয়মের মধ্যে। আইন, নিরাপত্তা, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেশকে উন্নতির পথে নিয়ে গেছে। বিভিন্ন প্রকল্প, ভিশনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনে সরকার এগিয়ে চলেছে।

১৪৮. উদ্দীপকে উল্লেখিত শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনবিষয়টি কোন সালকে নির্দেশ করে?
ক. ২০০৯
● ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২

১৪৯. উদ্দীপকে গৃহীত কর্মকাণ্ডের ফলে—
ⅰ. দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা যাবে
ⅱ. বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে
ⅲ. মাতৃকল্যাণ নিশ্চিত ও নারীর ক্ষমতায়ন হবে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment