নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ :  পূর্ব বাংলার আন্দলোন ও জাতীয়বাদের উত্থান শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা লেসনারি থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

২. কত তারিখে ব্রিটিশ শাসকদের হাত থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ই আগস্ট, ১৯৪৭
খ. ১৬ই আগস্ট, ১৯৪৭
গ. ১৭ই আগস্ট, ১৯৪৭
● ১৪ই আগস্ট, ১৯৪৭

৩. পূর্ববাংলার নাম পূর্ব পাকিস্তান হওয়ার কারণ কী ছিলো?
ক. ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভ হওয়া
● পাকিস্তানের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত
গ. জনতার দাবি
ঘ. ইংরেজদের বিভেদ নীতি

৪. শুরু থেকে পাকিস্তানের শাসনভার কাদের হাতে কেন্দ্রীভূত ছিলো?
ক. কৃষকগোষ্ঠীর হাতে
● ধনিকগোষ্ঠীর হাতে
গ. জমিদারদের হাতে
ঘ. রাজনীতিবিদদের হাতে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৫. কীসের মাধ্যমে পূর্ব বাংলার বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়?
● ভাষা আন্দোলনের মাধ্যমে
খ. দেশ বিভাগের মাধ্যমে
গ. স্বার্থ উদ্ধারের মাধ্যমে
ঘ. জাতীয়তাবাদের মাধ্যমে

৬. কত সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হয়?
ক. ১৯৫৪ সালের নির্বাচন
খ. ১৯৫৮ সালের নির্বাচন
গ. ১৯৬০ সালের নির্বাচন
● ১৯৭০ সালের নির্বাচন

৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিচের কোনটির পথ প্রশস্ত করে?
ক. ক্ষমতা দখলের পথ
● অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ
গ. গণঅভ্যুত্থানের পথ
ঘ. সমঝোতার পথ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৮. ১৯৪৭ সালের কোন মাসে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে যায়?
● এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই

৯.রাতিন এ বছর আলীগড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে জানতে পারে, ১৯৪৭ সালে এ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন। তার নাম কী ছিলো?
ক. চৌধুরী খলীকুজ্জামান
● ড. জিয়াউদ্দিন আহমদ
গ. এনামুল হক
ঘ. খাজা নাজিমুদ্দীন

১০.কোন ভাষাবিজ্ঞানী প্রবন্ধ লিখে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন?
ক. ড. আনিসুজ্জামান
● ড. মুহম্মদ শহীদুল্লা
গ. পবিত্র সরকার
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

১১.কত তারিখে ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়?
ক. ২রা জানুয়ারি
খ. ২১শে ফেব্রুয়ারি
গ. ২৬শে জুলাই
● ২রা সেপ্টেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১২.কত তারিখে তমদ্দুন মজলিসের যুবকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ৫-৬ ই সেপ্টেম্বর
● ৬-৭ই সেপ্টেম্বর
গ. ৮-৯ ই সেপ্টেম্বর
ঘ. ৯-১০ ই সেপ্টেম্বর

১৩.ছাত্রাবস্থায় মনজুর সাহেব তমদ্দুন মজলিসের সাথে যুক্ত ছিলেন। এ সংগঠন কোন আন্দোলনের গোড়াপত্তন করে?
● রাষ্ট্রভাষা আন্দোলন
খ. পাকিস্তান আন্দোলন
গ. সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলন
ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন

১৪.১৯৪৭ সালে কোন মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
ক. সেপ্টেম্বর
খ. নভেম্বর
গ. অক্টোবর
● ডিসেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১৫.গণপরিষদে উত্থাপিত ধীরেন্দ্রনাথ দত্তের দাবি অগ্রাহ্য হলে কোন মাসে ঢাকায় ধর্মঘট পালিত হয়?
● ফেব্রুয়ারি
খ. এপ্রিল
গ. মার্চ
ঘ. মে

১৬.কোথায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয়েছিল?
ক. চট্টগ্রামে
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
● ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. খুলনায়

১৭.কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস পালিত হয়?
ক. ২রা মার্চ, ১৯৪৮
খ. ৯ই মার্চ, ১৯৪৮
● ১১ই মার্চ, ১৯৪৮
ঘ. ২০শে মার্চ, ১৯৪৮

১৮.কোন সংগঠন থেকে ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
ক. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
খ. আওয়ামী মুসলিম লীগ
গ. গণআজাদী লীগ
● সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১৯.পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?
● ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি
খ. ১৯৪৮ সালের ৫ই জানুয়ারি
গ. ১৯৪৮ সালের ৬ই জানুয়ারি
ঘ. ১৯৪৮ সালের ৭ই জানুয়ারি

২০.কত তারিখে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানসহ মিছিল ও পিকেটিংরত অবস্থায় বঙ্গবন্ধু এবং আরও উনসত্তর জনকে গ্রেফতার করা হয়?
ক. ১০ই মার্চ, ১৯৪৮
খ. ১২ই মার্চ, ১৯৪৮
● ১১ই মার্চ, ১৯৪৮
ঘ. ১৩ই মার্চ, ১৯৪৮

২১.সদ্য স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার দাবিতে গ্রেফতারকৃত রাজবন্দিদের মধ্যে কোন নেতা শীর্ষস্থানীয় ছিলেন?
ক. অলি আহাদ
খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. শামসুল হক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

২২.৮ দফা চুক্তিতে শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষাকে চিহ্নিত করা হয়?
ক. ইংরেজি
● বাংলা
গ. উর্দু
ঘ. ফারসি

২৩.সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা কোন চুক্তি বা কর্মসূচিতে বলা হয়?
ক. ২১ দফা
● ৮ দফা
গ. ১১ দফা
ঘ. ১৫ দফা

২৪.১৯৪৮ সালের কত তারিখে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা দেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
ক. ২০শে মার্চ
খ. ২২শে মার্চ
● ২১শে মার্চ
ঘ. ২৩শে মার্চ

২৫.১৯৪৮ সালের মার্চ মাসের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়?
ক. ১৫ই মার্চ
খ. ১৯শে মার্চ
গ. ২১শে মার্চ
● ২৪শে মার্চ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

২৬.ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ছাত্ররা মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ করেন কেন?
● উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ায়
খ. আরবি হরফে বাংলা লেখার ঘোষণা দেওয়ায়
গ. পূর্ব বাংলার হিন্দুদের নির্যাতনের কথা বলায়
ঘ. পূর্ব বাংলার মুসলমানদের নামাজ পড়তে বলায়

২৭.রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল কারা?
ক. সচেতন নাগরিকেরা
খ. দেশীয় বুদ্ধিজীবীরা
● ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঘ. আওয়ামী লীগের নেতারা

২৮. পূর্ব বাংলার ভাষাকেন্দ্রিক আন্দোলন বাঙালি
জাতীয়তাবাদের ক্ষেত্রে কোন বিষয়টি প্রকাশ করেছিল?
● আস্থা
খ. অনাস্থা
গ. দৃঢ়তা
ঘ. শাসকদের সুদৃষ্টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

২৯.জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য পূর্ব বাংলার জনগণ কোন পদক্ষেপটি গ্রহণ করে?
ক. শাসকদের সঙ্গে আঁতাত
খ. সামরিক শক্তি অর্জন
● মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা
ঘ. বুদ্ধিবৃত্তিক আন্দোলন

৩০. প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে কত তারিখে ধর্মঘট পালিত হয়?
ক. ১৯৪৮ সালের ১১ই মার্চ
খ. ১৯৪৮ সালের ১৫ই মার্চ
গ. ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি
● ১৯৫২ সালের ৩০শে জানুয়ারি

৩১.কাকে আহবায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
● কাজী গোলাম মাহবুব
খ. অলি আহাদ
গ. কাজী আহমেদ এলাহী
ঘ. শামসুল হক

৩২.ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের অপরাধে বন্দি বঙ্গবন্ধুকে কোন কারাগারে স্থানান্তর করা হয়?
ক. কাশিমপুর
● ফরিদপুর
গ. মুন্সিগঞ্জ
ঘ. বিক্রমপুর

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৩৩. কাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করেন?
● মহিউদ্দিন আহমেদ
খ. শামসুল হক
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. তোফায়েল আহমেদ

৩৪.কত তারিখের সরকারি ঘোষণা অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়?
ক. ১৬ই ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ১৮ই ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ১৭ই ফেব্রুয়ারি, ১৯৫২
● ২০শে ফেব্রুয়ারি, ১৯৫২

৩৫. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা -করার কারণ কী ছিলো?
● ১৪৪ ধারা ভঙ্গ করা
খ. ভাষা শহিদদের স্মরণ করা
গ. সংগ্রাম পরিষদ গঠন করা
ঘ. মিছিলে নেতৃত্ব দেয়া

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৩৬. আরিফ বিবিসির এক প্রতিবেদনে দেখেছে, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকার এক অংশ ছাত্রদের জনসমুদ্রে পরিণত হয়। প্রতিবেদনের বর্ণনায় তৎকালীন সময়ের কোন জায়গার চিত্র পাওয়া যায়?
● ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা
খ. রেসকোর্স ময়দান
গ. প্রকৌশল বিশ্ববিদ্যালয় চতুর
ঘ. কুর্মিটোলা বিমানবন্দর

৩৭. ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে বের হওয়া মিছিলের অগ্রভাগে কারা নেতৃত্ব দিচ্ছিলেন?
ক. সরকারি চাকরিজীবীরা
খ. নাট্যকর্মীরা
● ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা
ঘ. রাজনীতিবিদরা

৩৮. ১৯৫২ সালের কত তারিখে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
ক. ২১শে ফেব্রুয়ারি
খ. ২২শে ফেব্রুয়ারি
● ২৩শে ফেব্রুয়ারি
ঘ. ২৪শে ফেব্রুয়ারি

৩৯. ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনারটি পুলিশ ১৯৫২ সালের কত তারিখে ভেঙে ফেলে?
ক. ২২শে ফেব্রুয়ারি
● ২৪শে ফেব্রুয়ারি
গ. ২৩শে ফেব্রুয়ারি
ঘ. ২৫শে ফেব্রুয়ারি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৪০.’কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কোন কবি লিখেছিলেন?
ক. গাজীউল হক
খ. আব্দুল গাফ্ফার চৌধুরী
● মাহবুব-উল-আলম চৌধুরী
ঘ. আলতাফ মাহমুদ

৪১.কোনটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক?
ক. অয়োময়
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. আরেক ফাল্গুন
● কবর

৪২.ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
ক. আগুনের পরশমণি
খ. শঙ্খনীল কারাগার
● আরেক ফাল্গুন
ঘ. চিলেকোঠার সেপাই

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৪৩.নিচের কোনটি ভাষা আন্দোলনের পর মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়?
● বাঙালি জাতীয়তাবাদের চেতনা
খ. পাকিস্তানের প্রতি মোহ
গ. বাঙালির অধিকার সচেতনতা
ঘ. নৃতাত্ত্বিক পরিচয়

৪৪.পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
● ১৯৫৬ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৭০ সালে

৪৫.ভাষা আন্দোলনের ওপর রচিত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রন্ধে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এর রচয়িতা কে?
ক. আলতাফ মাহমুদ
● আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আবদুল লতিফ
ঘ. ড. মুনীর চৌধুরী

৪৬.কোন দশক বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল হিসেবে বিবেচিত হয়?
● পঞ্চাশের দশক
খ. ষাটের দশক
গ. চল্লিশের দশক
ঘ. সত্তরের দশক

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৪৭.ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে?
● জাতীয়তাবাদের উন্মেষ
খ. অর্থনৈতিক মুক্তি
গ. সাংস্কৃতিক ব্যবধান হ্রাস
ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন

৪৮. পাকিস্তানি শাসনপর্বে বাঙালির জাতীয় মুক্তির প্রথম আন্দোলন ছিল কোনটি?
● ভাষা আন্দোলন
খ. ৬ দফা
গ. ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
ঘ. বঙ্গভঙ্গ

৪৯.কীসের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে?
● ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধতার মাধ্যমে
খ. নাগরিক হিসেবে ঘোষণা দানের দ্বারা
গ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যে
ঘ. পাকিস্তানের প্রতি সমর্থন দানের মাধ্যমে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৫০. কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে?
ক. ১৯৫২
● ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫

৫১.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১শে ফেব্রুয়ারি পালনের পূর্বে এ দিনটিকে কী হিসেবে পালন করা হতো?
ক. জাতীয় শোক দিবস
খ. মাতৃভাষা দিবস
● শহিদ দিবস
ঘ. কালো দিবস

৫২.পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন আন্দোলনের মাধ্যমে এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে?
● রাষ্ট্রভাষা আন্দোলন
খ. আওয়ামী লীগের বিজয়
গ. অসহযোগ আন্দোলন
ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলন

৫৩. আতিফা বাবার সাথে রিকশায় স্কুলে যাওয়ার সময় দেখে রাস্তার পাশের সাইনবোর্ডগুলোর বেশিরভাগই ইংরেজিতে লেখা। সে বাবাকে বলে, এগুলোর লেখাতো বাংলায় হওয়া উচিত। তার এ অনুভূতি বাংলার ইতিহাসের কোন ঘটনার প্রতিফলন?
ক. স্বাধীনতা আন্দোলন
খ. পণঅভ্যুত্থান
● ভাষা আন্দোলন
ঘ. শিক্ষা আন্দোলন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৫৪. কোন ঘটনায় পূর্ব বাংলার জনগণের সামনে দ্বিজাতিতত্ত্বের ভুলগুলো স্পষ্ট হতে শুরু করে?
● ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর
খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর
গ. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর
ঘ. ১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর

৫৫. কীসের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ভারত শাসন আইন
খ. মুসলিম লীগের প্রচেষ্টা
● দ্বিজাতিতত্ত্ব
ঘ. ১৯৪৬ সালের নির্বাচন

৫৬. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে কয়টি ধারা লক্ষ করা যায়?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৫৭. নিচের কোনটি পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দলের উদাহরণ?
ক. মুসলিম লীগ
খ. বাম দল
● ন্যাশনাল আওয়ামী পার্টি
ঘ. নেজামে ইসলাম

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৫৮. বাঙালির অধিকার আদায়ের উদ্দেশ্যে কোন রাজনৈতিক দলের জন্ম হয়েছিল?
ক. ভারতীয় কংগ্রেস
● আওয়ামী মুসলিম লীগ
গ. জাতীয়তাবাদী দল
ঘ. জাতীয় পার্টি

৫৯. কত তারিখে অনুষ্ঠিত সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠন করা হয়?
ক. ২২শে জুন
খ. ২০শে জুন
গ. ২৪শে জুন
● ২৩শে জুন

৬০.পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শামসুল হক
● মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬১.১৯৫২ সালের কত তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবন্দী ছিলেন?
● ২৭শে ফেব্রুয়ারি
খ. ১লা মার্চ
গ. ২রা মার্চ
ঘ. ২৮শে ফেব্রুয়ারি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৬২.কোন রাজনৈতিক দলের উদ্যোগে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. কৃষক প্রজা পার্টি
খ. জাতীয় কংগ্রেস
গ. গণতান্ত্রিক দল
● আওয়ামী লীগ

৬৩. কত সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটাতে নাম পরিবর্তন করে?
ক. ১৯৫৪ সালে
● ১৯৫৫ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৭ সালে

৬৪. আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে কেন?
● নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করতে
খ. নির্বাচনে মুসলিম লীগকে বিজয়ী করতে
গ. সংবিধান রচনার দাবিতে
ঘ. ভাষা আন্দোলনকে গতিশীল করতে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৬৫. আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে কখন?
ক. ১৯৫০ সালের ৮ই মে
খ. ১৯৫৩ সালের ১৫ই জুলাই
● ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর
ঘ. ১৯৫৩ সালের ২০শে আগস্ট

৬৬. আনোয়ার সাহেব এলাকার অসৎ ও ধর্মান্ধ চেয়ারম্যানকে পরাজিত করতে অন্য প্রার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করলেন। কোন ঘটনার সাথে এর সাদৃশ্য পাওয়া যায়?
ক. আওয়ামী লীগ গঠন
খ. মুসলিম শব্দটি বয়কট
● যুক্তফ্রন্ট গঠন
ঘ. সর্বদলীয় সংগ্রাম পরিষদ

৬৭. যুক্তফ্রন্ট কয়টি দল নিয়ে গঠিত হয়েছিল?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৬টি

৬৮. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
ক. ধানের শীষ
● নৌকা
গ. কাস্তে
ঘ. দাঁড়িপাল্লা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৬৯. ১৯৫৪ সালের কোন মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
● মার্চ
ঘ. এপ্রিল

৭০.জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে কী হিসেবে বিবেচনা করে?
ক. সংবিধান
● স্বার্থ রক্ষার সনদ
গ. রায়
ঘ. কন্ঠস্বর

৭১. ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের মোট আসন কয়টি ছিল?
ক. ২৩৬টি
● ২৩৭টি
গ. ২৩৮টি
ঘ. ২৩৯টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৭২.আহসান সাহেবের দেশে ১৯৫৪ সালে একটি ঐতিহাসিক নির্বাচন হয়। এতে আহসান সাহেবের সমর্থন করা জোট ২২৩টি আসন পেয়ে বিজয়ী হয়। এ রাজনৈতিক জোটের সাথে কোন জোটটির মিল রয়েছে?
ক. মুসলিম লীগ
● যুক্তফ্রন্ট
গ. কৃষক পার্টি
ঘ. গণতন্ত্রী

৭৩. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ
কতটি আসন লাভ করে?
● ৯টি
খ. ১১ টি
গ. ১০টি
ঘ. ১২টি

৭৪. যুক্তফ্রন্টের বিজয় কী প্রমাণ করে?
ক. যুক্তফ্রন্টের প্রয়োজন আছে
খ. বাংলাদেশের একমাত্র দল
গ. বাঙালিও নেতৃত্ব দিতে পারে
● জনগণই সকল ক্ষমতার উৎস

৭৫. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল?
● বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
খ. বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ
গ. বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া
ঘ. রাজবন্দিদের মুক্তিদান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৭৬. যুক্তফ্রন্টের ২১ দফায় কোন ধরনের কৃষি ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছিল?
● সমবায়
খ. মৌজাকেন্দ্রিক
গ. যন্ত্রনির্ভর
ঘ. সমন্বিত

৭৭. শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা হয়েছে কোনটিতে?
ক. ৮ দফায়
খ. ১১ দফায়
● ২১ দফায়
ঘ. ৬ দফায়

৭৮. কয়টি উপনির্বাচনে পরাজিত হলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে বলে ২১ দফায় উল্লেখ করা হয়?
ক. পরপর ২টি
● পরপর ৩টি
গ. যেকোনো ৩টি
ঘ. যেকোনো ৪টি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৭৯. যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
ক. ৫৩ দিন
খ. ৫৪ দিন
গ. ৫৫ দিন
● ৫৬ দিন

৮০. কত তারিখে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়?
ক. ২৮শে মে, ১৯৫৪
খ. ২৯শে মে, ১৯৫৪
গ. ৩১শে মে, ১৯৫৪
● ৩০শে মে, ১৯৫৪

৮১.কোন গভর্নর জেনারেল যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?
ক. ইস্কান্দার মীর্জা
● গোলাম মোহাম্মদ
গ. খাজা নাজিমুদ্দীন
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

৮২. বর্তমান সরকার দুর্নীতি নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তান আমলে এ ধরনের প্রতিজ্ঞার কথা কোথায় উল্লেখ করা হয়েছিল?
ক. ছয় দফায়
● যুক্তফ্রন্টের ২১ দফায়
গ. ছাত্রদের ১১ দফায়
ঘ. ১৯৫৬’র সংবিধানে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৮৩. পাকিস্তানে সামরিক শাসন জারির ফলাফল কী ছিল?
● অরাজক শাসন পর্ব শুরু হয়
খ. বাকশাল কায়েম করা হয়
গ. গণভোট অনুষ্ঠিত হয়
ঘ. গণতন্ত্রের বিজয় হয়

৮৪. ‘ক’ দেশের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ডেপুটি স্পিকার পরে হাসপাতালে মারা যান। তার সাথে কোন নামটি সাদৃশ্যপূর্ণ?
ক. ইস্কান্দার মীর্জা
● শাহেদ আলী
গ. অলি আহাদ
ঘ. আইয়ুব খান

৮৫. কত তারিখে ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন?
● ৭ই অক্টোবর, ১৯৫৮
খ. ৮ই অক্টোবর, ১৯৫৮
গ. ৯ই অক্টোবর, ১৯৫৮
ঘ. ১০ই অক্টোবর, ১৯৫৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৮৬. কোন সামরিক শাসক ক্ষমতা দখল করেই কেন্দ্রীয় ও প্রাদেশিক ভেঙে দেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. আইয়ুব খান
● ইস্কান্দার মীর্জা
ঘ. জুলফিকার আলী ভুট্টো

৮৭. ক্ষমতা গ্রহণ করেই ইস্কান্দার মীর্জা কোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন?
ক. সামাজিক
খ. ধর্মীয়
● রাজনৈতিক
ঘ. শিক্ষা

৮৮. ১৯৫৮ সালে জেনারেল আইয়ূব খান ইস্কান্দার মীর্জাকে উৎখাতের পর নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দেন। তিনি কত তারিখে ক্ষমতা দখল করেছিলেন?
ক. ২৫শে অক্টোবর
● ২৭শে অক্টোবর
গ. ২৬শে অক্টোবর
ঘ. ২৮শে অক্টোরর

৮৯. ‘X’ তার দেশের প্রেসিডেন্টকে অপসারণ করে ক্ষমতা দখলের পর নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। ‘X’ এর সাথে পাকিস্তানের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়?
● আইয়ুব খান
খ. ইস্কান্দার মীজা
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. ইয়াহিয়া খান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৯০.রাষ্ট্র ক্ষমতা দখলের পর আইয়ুব খান পূর্ব ঘোষিত কত সালের সাধারণ নির্বাচন স্থগিত করেন?
ক. ১৯৫৮
খ. ১৯৬০
● ১৯৫৯
ঘ. ১৯৬১

৯১. আইয়ুব খানের শাসনামলে প্রাদেশিক ও জাতীয় পরিষদ নির্বাচনে কতজন কাউন্সিল সদস্য ছিলেন?
ক. ৭০ হাজার
খ. ৭৫ হাজার
● ৮০ হাজার
ঘ. ৮৫ হাজার

৯২.আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ১৯৬৪
খ. ১৯৬৬
● ১৯৬৫
ঘ. ১৯৬৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৯৩. কোন পত্রিকার প্রতিবেদনে বাঙালিদের অবস্থান তুলে ধরা হয়েছিল?
● দৈনিক ডন
খ. দৈনিক ইত্তেফাক
গ. দৈনিক সান
ঘ. দৈনিক আজাদ

৯৪. ১৯৫৬ সালে প্রকাশিত দৈনিক ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি কর্নেল ছিলেন কয়জন?
ক. ০জন
খ. ২ জন
● ১ জন
ঘ. ৩ জন

৯৫. ১৯৫৬ সালে প্রকাশিত দৈনিক ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নৌবাহিনীতে মোট পশ্চিম পাকিস্তানি অফিসার ছিলেন কয়জন?
ক. ২জন
● ৫৯৩ জন
গ. ১৯৮ জন
ঘ. ৪০ জন

৯৬. পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার কোন শ্রেণির বিকাশ মন্থর হয়ে পড়ে?
ক. উচ্চবিত্ত
খ. নিম্নবিত
● মধ্যবিত্ত
ঘ. উচ্চ মধ্যবিত্ত

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

৯৭. রফিক সাহেব ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সে সময় শিক্ষার্থী হিসেবে তারা সরকারি অনুদান বাবদ বার্ষিক ৩৫০ টাকা পেলে একই বছর করাচির শিক্ষার্থী সরফরাজের বার্ষিক সরকারি অনুদানের টাকা কমপক্ষে কত হতে পারে?
ক. ১৭৫ টাকা
খ. ৭০০ টাকা
গ. ৩০০ টাকা
● ৭০১ টাকা

৯৮. কত সাল থেকে পূর্ব বাংলায় আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়?
● ১৯৬১ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৬৪ সালে

৯৯. ১৯৬২ সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে কারা প্রতিবাদমুখর হয়ে ওঠে?
ক. সাধারণ জনগণ
খ. বুদ্ধিজীবী শ্রেণি
গ. রাজনৈতিক নেতৃবৃন্দ
● ছাত্রসমাজ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১০০. আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্ররা কয় দফা দাবি ঘোষণা করে?
ক. ১২ দফা
খ. ১৩ দফা
গ. ১৪ দফা
● ১৫ দফা

১০১. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় কারা সম্পূর্ণ অরক্ষিত ছিল?
ক. ভারতের জনগণ
খ. পাকিস্তানের আমলারা
● পূর্ববঙ্গের জনগণ
ঘ. পশ্চিমাংশের জমিদাররা

১০২. পূর্ববঙ্গ ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কত মাইল ছিল?
● ১২শ মাইল
খ. ১৩শ মাইল
গ. ১৪শ মাইল
ঘ. ১৫শ মাইল

১০৩. সুপর্ণা ছায়ানটে রবীন্দ্রসংগীত শেখে। পাকিস্তান আমলে এটিকে কী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল?
● হিন্দু সংস্কৃতি
খ. বিশ্ব ঐতিহ্য
গ. জাতির অহংকার
ঘ. লোকশিল্প

১০৪. পশ্চিম পাকিস্তানি শাসকদের পক্ষ থেকে কার রচিত গানে হিন্দুয়ানির অভিযোগ তোলা হয়েছিলো?
ক. শচীন দেব বর্মণের
● নজরুল ইসলামের
গ. আব্বাসউদ্দীনের
ঘ. আবদুল আলীমের

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১০৫. বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
ক. এগারো দফা কর্মসূচিকে
● ছয় দফা কর্মসূচিকে
গ. একুশ দফা কর্মসূচিকে
ঘ. পনেরো দফা কর্মসূচিকে

১০৬. লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৬৬ সালের ২রা-৩রা ফেব্রুয়ারি
খ. ১৯৬৬ সালের ৩রা-৪ঠা ফেব্রুয়ারি
গ. ১৯৬৬ সালের ৪ঠা-৫ই ফেব্রুয়ারি
● ১৯৬৬ সালের ৫ই-৬ই ফেব্রুয়ারি

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১০৭. পাকিস্তানের কোন শহরে বঙ্গবন্ধু ছয় দফা পেশ করেছিলেন?
ক. করাচি
খ. রাওয়ালপিন্ডি
● লাহোর
ঘ. পেশোয়ার

১০৮. ৬ দফার উদ্দেশ্য কী ছিল?
● জনগণের অধিকার রক্ষা
খ. বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দান
গ. ২১শে ফেব্রুয়ারিকে ‘শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করা
ঘ. শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা

১০৯. ৬ সফার কত নং দফায় সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে?
● ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

১১০. ঐতিহাসিক ছয় দফায় কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুইটি বিষয় থাকার কথা বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন?
ক. শিল্পায়ন ও অর্থনীতি
● প্রতিরক্ষা ও পররাষ্ট্র
গ. প্রতিরক্ষা ও অর্থনীতি
ঘ. সামরিক শাসন ও বাণিজ্য

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১১১. ছয় দফার প্রস্তাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার মালিক হিসেবে কার কথা বলা হয়েছিল?
● অঙ্গরাজ্যগুলোর
খ. কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের
গ. কেন্দ্রীয় সরকারের
ঘ. জাতীয় রাজস্ব বোর্ডের

১১২. ছয় দফাকে আইয়ুব সরকার কী নামে আখ্যায়িত করে?
ক. অতিরঞ্জিত কর্মসূচি
খ. বাঙালি জাতীয়তাবাদের কর্মসূচি
● বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি
ঘ. পূর্ব বাংলার মুক্তির সনদ

১১৩. ছয় দফা কর্মসূচি ঘোষণার জন্য বঙ্গবন্ধুকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. বিচ্ছিন্নতাবাদী
খ. পাকিস্তানের এক নম্বর শত্রু
● বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের এক নম্বর শত্রু
ঘ. ষড়যন্ত্রকারী ও দেশদ্রোহী

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য কী ছিলো?
ক. ক্ষমতা দখল
● বাংলাদেশের স্বাধীনতা
গ. স্বায়ত্তশাসন অর্জন
ঘ. অর্থনৈতিক উন্নয়ন ঘটানো

১১৫. ঐতিহাসিক আগরতলা মামলার শিরোনাম কী ছিল?
ক. রাষ্ট্র বনাম অন্যান্য
● রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য
গ. রাষ্ট্র বনাম আগরতলা ষড়যন্ত্রকারী
ঘ. রাষ্ট্র বনাম রাষ্ট্রদ্রোহী এবং অন্যান্য

১১৬. পাকিস্তানি শাসকদের দৃষ্টিতে ষড়যন্ত্র হলেও নিচের কোনটি ছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর পরিকল্পনা?
● পশ্চিম পাকিস্তানিদের বন্দি করা
খ. আইয়ুব খানকে উৎখাত করা
গ. যুক্তফ্রন্ট গঠন করা
ঘ. বিরোধী দলগুলোর সাথে যোগাযোগ

১১৭. কে ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামি ছিলেন?
ক. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
গ. মওলানা ভাসানী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১১৮. বার্ষিক পরীক্ষার পর আসমা বাবার সাথে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ঘুরতে যায়। এই নেতার সাথে ঐতিহাসিক আগরতলা মামলার কী ধরনের সম্পর্ক রয়েছে?
● প্রধান আসামি
খ. অভিযোগকারী
গ. প্রধান বিচারক
ঘ. মামলাকারী

১১৯. পাকিস্তান দণ্ডবিধির কোন ধারায় ঐতিহাসিক আগরতলা মামলার অভিযোগ দায়ের করা হয়?
ক. ১৮১ ও ১৯১ ধারায়
খ. ১৬১ ও ১৭১ ধারায়
গ. ১৪১ ও ১৫১ ধারায়
● ১২১ ও ১৩১ ধারায়

১২০. ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কবে শুরু হয়েছিল?
● ১৯৬৮ সালের ১৯শে জুন
খ. ১৯৬৮ সালের ২০শে জুন
গ. ১৯৬৮ সালের ২১শে জুন
ঘ. ১৯৬৮ সালের ২২শে জুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১২১. ঐতিহাসিক ‘আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্রসমাজ কয়
দফা পেশ করে?
ক. ছয় দফা
খ. আট দফা
গ. বারো দফা
● এগারো দফা

১২২. আগরতলা মামলায় সরকারের ব্যর্থ হওয়ার কারণ কী ছিল?
ক. মামলার ধারা যথাযথ হয়নি
খ. মামলার সাথে ধারার কোনো সম্পর্ক ছিল না
● বঙ্গবন্ধুর পক্ষে প্রচণ্ড গণবিস্ফোরণ
ঘ. বিচারক বিচারে অনীহা প্রকাশ

১২৩. ঐতিহাসিক আগরতলা মামলার ফলাফল কী ছিল?
ক. বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দেওয়া হয়
● বঙ্গবন্ধুসহ সবাই নিঃশর্ত মুক্তি পান
গ. বঙ্গবন্ধু শর্ত মেনে মুক্তি পান
ঘ. বঙ্গবন্ধু ছাড়া অন্য সবাই মুক্তি পান

১২৪. কাদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেওয়া হয়েছিলো?
ক. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
● ছাত্র সংগ্রাম পরিষদ
গ. মুসলিম লীগ
ঘ. ন্যাশনাল কংগ্রেস

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১২৫. কে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেন?
ক. আ স ম আবদুর রব
খ. আব্দুর রাজ্জাক
● তোফায়েল আহমেদ
ঘ. মতিয়া চৌধুরী

১২৬. কত সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান
পদত্যাগ করতে বাধ্য হন?
ক. ১৯৬৮
● ১৯৬৯
গ. ১৯৭০
ঘ. ১৯৭১

১২৭. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি?
ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি?
খ. সংবিধান প্রতিষ্ঠা
গ. অর্থনৈতিক বৈষম্য হ্রাস
● জাতীয়তাবাদের বিকাশ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১২৮. কত তারিখে আইয়ুব খান প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন?
ক. ১৯৬৯ সালের ১৫ই মার্চ
খ. ১৯৬৯ সালের ২০শে মার্চ
● ১৯৬৯ সালের ২৫শে মার্চ
ঘ. ১৯৬৯ সালের ৩০শে মার্চ

১২৯. ১৯৭০ সালের নির্বাচনকে কোন দল ৬ দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে?
ক. ন্যাপ
খ. ডেমোক্রেটিক পার্টি
গ. জামায়াতে ইসলামি
● আওয়ামী লীগ

১৩০. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন ছিল কয়টি?
● ৩০০টি
খ. ৩০১টি
গ. ৩০২টি
ঘ. ২৯৯টি

১৩১. ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের জয় প্রশস্ত করে-
ⅰ. অর্থনৈতিক শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ
ⅱ. পাকিস্তানের অখন্ডতা রক্ষার পথ
ⅲ. অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১৩২. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির উল্লেখযোগ্য ঘটনা হলো-
ⅰ. ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল
ⅱ. মিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ
ⅲ. মিছিলে পুলিশের গুলিবর্ষণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. ১৪৪ ধারা ভাঙার মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে আরও ছিলেন—
ⅰ. ইডেন কলেজের ছাত্রীরা
ⅱ. কামরুন্নেসা গার্লস স্কুলের ছাত্রীরা
ⅲ. বাংলাবাজার গার্লস স্কুলের ছাত্রীরা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. পুলিশের গুলির মাধ্যমে ভাষা আন্দোলনকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল। এর ফলাফল হলো-
ⅰ. সাধারণ মানুষ ভাষার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে
ⅱ. সাধারণ মানুষ পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ শুর
ⅲ. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১৩৫. ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কোর স্বীকৃতি পায়-
ⅰ. রফিকুল ইসলাম ও আব্দুল সালামের উদ্যোগে
ⅱ. রাষ্ট্রপতির হস্তক্ষেপে
ⅲ. তৎকালীন প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬. রাষ্ট্র প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানিরা কর্তৃত্ব করতে শুরু করে-
ⅰ. প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে
ⅱ. রাষ্ট্র পরিচালনায়
ⅲ. রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় —
ⅰ. পূর্ব বাংলার প্রগতিশীল ব্যক্তিদের নেতৃত্বে
ⅱ. মুসলিম লীগের অনুপ্রেরণায়
ⅲ. পূর্ব বাংলার গণমানুষের নেতৃত্বে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. যুক্তফ্রন্ট সরকার বাতিলের ফলাফল ছিল-
ⅰ. কেন্দ্র ও প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন
ⅱ. সামরিক শাসন জারি
ⅲ. গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. ক্ষমতা দখলের পর ইস্কান্দার মীর্জা যেসব পদক্ষেপ
নেন তার মধ্যে ছিলো—
ⅰ. ১৯৫৬ সালের সংবিধান বাতিল
ⅱ. রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা
ⅲ. মৌলিক অধিকার কেড়ে নেওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১৪০. বঙ্গবন্ধু হয় দফা দাবি উপস্থাপন করেছিলেন—
ⅰ. পূর্ব বাংলার সুরক্ষার প্রশ্নে
ⅱ. বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়
ⅲ. আইয়ুব খানের নির্যাতন-নিপীড়নের পটভূমিতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪১. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে শহিদ হন –
ⅰ. আসাদুজ্জামান আসাদ
ⅱ. ড. শামসুজ্জোহা
ⅲ. ড. জি সি দেব
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪২. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়ে-
ⅰ. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে
ⅱ. ১৯৭০ সালের নির্বাচনে
ⅲ. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব হলো –
ⅰ. ৬ দফার প্রতি জনগণের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়
ⅱ. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে
ⅲ. পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে এদেশের
জনগণের অবস্থান সুদৃঢ় হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :

স্কুল শিক্ষক নিজাম উদ্দিন সাহেব লক্ষ করলেন, ছাত্ররা দিন দিন মাতৃভাষার গুরুত্ব ভুলে গিয়ে বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তিনি প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করে স্কুলে একটি ‘মাতৃভাষা সাংস্কৃতিক সংগঠন’ গড়ে তুললেন যাতে ছাত্ররা আবার মাতৃভাষার প্রতি আকৃষ্ট হয়।

১৪৪. উদ্দীপকের সাথে নিচের কোন প্রতিষ্ঠানটির মিল রয়েছে?
ক. মুসলিম বাংলা একাডেমি
খ. দুর্বার রাষ্ট্রভাষা পরিষদ
গ. পূর্ব বাংলা সাংস্কৃতিক জোট
● তমদ্দুন মজলিস

১৪৫. উক্ত প্রতিষ্ঠান ছিলো-
ⅰ. একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ⅱ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান
ⅲ. বাংলাকে শিক্ষা ও আইন-আদালতের বাহন করার
প্রস্তাবকারী
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :

১৯৫৪ সালের মার্চ মাসে পাকিস্তানের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ তা ঐ নির্বাচন প্রমাণ করে।

১৪৬. অনুচ্ছেদে যুক্তফ্রন্ট কোন নির্বাচনে জয়লাভ করে?
ক. জেলা পরিষদ
খ. জাতীয় সংসদ
গ. কেন্দ্রীয় পরিষদ
● প্রাদেশিক পরিষদ

১৪৭. উক্ত নির্বাচনের তাৎপর্য হচ্ছে-
ⅰ. বাংলাদেশ স্বাধীন হয়
ⅱ. যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানে সরকার গঠনের রায় লাভ করে
ⅲ. পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের অবসান ঘটে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment