নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ : ইতিহাস পরিচিতি অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

১. আমাদের দেশে মুক্তিযুদ্ধ কবে সংঘটিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৯ সালে
● ১৯৭১ সালে

২. সত্য বিষয়/ঘটনা উপস্থাপন করে কোনটি?
ক. বাংলা
● ইতিহাস
গ. বিজ্ঞান
ঘ. দর্শন

৩. পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদেরকে কয় মাস যুদ্ধ করতে হয়?
ক. প্রায় সাত মাস
খ. প্রায় আট মাস
● প্রায় নয় মাস
ঘ. প্রায় দশ মাস

৪. “ইতিহাস’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ● ইতিহ
খ. ইত্তিহ
গ. ইতিকা
ঘ. ইতিম

৫. ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
ক. পুরনো কথা
খ. কল্পকাহিনী
গ. আগের দিনের কাহিনী
● ঐতিহ্য

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৬. ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অনন্তহীন সংলাপ’-উক্তিটি কার?
ক. হেরোডোটাসের
● ই.এইচ. কারের
গ. ই.বি. টেইলরের
ঘ. র‍্যাপসনের

৭. অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ কী?
● ইতিহাস
খ. পৌরনীতি
গ. ভূগোল
ঘ. দর্শন
৮. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
ক. সমসাময়িক ইতিহাস
● সাম্প্রতিক ইতিহাস
গ. বর্তমান ইতিহাস
ঘ. সঠিক ইতিহাস

৯. ইতিহাস শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? ক. ইতি + হাস
খ. ইতি + আস
গ. ইতিহ + হাস
● ইতিহ + আস

১০. ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে?
ক. হেরোডোটাস
● ড. জনসন
গ. ই.এইচ. কার
ঘ. র‍্যাপসন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

১১. সমাজ ও রাষ্ট্রে নিরক্ষর বয়ে যাওয়া ঘটনাপ্রবাহকে কী বলা হয়?
ক. সাম্প্রতিক ঘটনা
খ. নিরন্তর ঘটনা
গ. দুর্ঘটনা
● ইতিহাস

১২. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
● ইতিহাস
খ. দর্শন
গ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. মনোবিজ্ঞান

১৩. Historia কোন ধরনের শব্দ?
ক. পর্তুগিজ
খ. ইংরেজি
● গ্রিক
ঘ. জাপানিজ

১৪. History শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ক. History
খ. Histora
● Historia
ঘ. Historica

১৫. হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. ই.এইচ. কার
খ. ড. জনসন
● হেরোডোটাস
ঘ. র‍্যাপসন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

১৬. হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?
● খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
খ. খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে
গ. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে
ঘ. খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে

১৭. ইতিহাসের জনক কে?
ক. টয়েনবি
খ. র‍্যাপসন
গ. লিওপোল্ড ফন র‍্যাংকে
● হেরোডোটাস

১৮. ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে?
● হেরোডোটাস
খ. টয়েনবি
গ. ই.বি. টেইলর
ঘ. র‍্যাপসন

১৯. ‘সমাজের জীবনই ইতিহাস’-উক্তিটি কার? ক. হেরোডোটাসের
● টয়েনবির
গ. র‍্যাংকের
ঘ. ফ্রিডল্যান্ডারের

২০. সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত? ক. অনুমানকে
খ. মিথ্যাকে
● সত্যকে
ঘ. কল্পনাকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

২১. লিওপোল্ড ফন র‍্যাংকের মতে ইতিহাস হলো-
● নগ্নসত্য
খ. সঠিক ও সত্য
গ. গোপন সত্য
ঘ. ধ্রুব সত্য

২২. সঠিক ইতিহাস লিখতে কিসের গুরুত্ব অপরিসীম? ক. সাধারণ উপাদানের
খ. অলিখিত উপাদানের
গ. লিখিত উপাদানের
● ঐতিহাসিক উপাদানের
২৩. ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?
● দু ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

২৪. লামা তারনাথ কোন দেশীয় লেখক?
ক. চাইনিজ
খ. জাপানিজ
গ. স্প্যানিজ
● তিব্বতীয়

২৫. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. ধর্মপাল
খ. দেবপাল
● গোপাল
ঘ. নেপাল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

২৬. চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য? ক. ইবনে বতুতা
● হিউয়েন সাং
গ. বখতিয়ার খলজি
ঘ. শায়েস্তা খান

২৭. ইবনে বততা কোন দেশীয় পরিব্রাজক?
ক. মিসরীয়
খ. স্প্যানীয়
● আফ্রিকান
ঘ. জাপানীয়

২৮. প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান?
ক. লিখিত
● অলিখিত
গ. কথিত
ঘ. চিত্রিত

২৯. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
● নরসিংদী
গ. বগুড়া
ঘ. নওগাঁ

৩০. বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্তের উম্মোচন নিচের কোনটির প্রভাব?
● উয়ারী-বটেশ্বর
খ. ময়নামতি
গ. পাহাড়পুর
ঘ. সোমপুর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৩১. একটি জাতির ইতিহাস বদলানোর ক্ষেত্রে নিচের কোনটির প্রভাব অধিক যুক্তিযুক্ত?
ক. বৈজ্ঞানিক আবিষ্কার
● প্রত্নতাত্ত্বিক আবিষ্কার
গ. শৈল্পিক আবিষ্কার
ঘ. তথ্য আবিষ্কার

৩২. ইতিহাস রচনার লিখিত উপাদান হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
● দলিলপত্র
খ. তাম্রলিপি
গ. ইমারত
ঘ. মুদ্রা

৩৩. যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলা হয়?ইতিহাসের ক. দর্পণ
খ. ইতিহাসের খুঁটি
● ইতিহাসের উপাদান
ঘ. ইতিহাসের রক্ষক

৩৪. ফা-হিয়েন কে ছিলেন?
● চৈনিক পরিব্রাজক
খ. আরবীয় পরিব্রাজক
গ. স্প্যানীয় পরিব্রাজক
ঘ. ভারতীয় পরিব্রাজক

৩৫. ইতিহাস রচনার উপাদান হলো-
ক. লিখিত
খ. অলিখিত
● লিখিত ও অলিখিত
ঘ. জনশ্রুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৩৬. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
● স্মৃতিস্তম্ভ
খ. নথিপত্র
গ. সাহিত্য
ঘ. দলিলপত্র

৩৭. প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ক. জীবনী
খ. নথিপত্র
গ. সাহিত্য
● শিলালিপি

৩৮. ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? ক. সাহিত্য, নথিপত্র, জীবনী ইত্যাদি
● স্মৃতিস্তম্ভ, মুদ্রা, ইমারত ইত্যাদি
গ. অর্থশাস্ত্র ও সাহিত্য
ঘ. আইন-ই-আকবরী

৩৯. বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতিদানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
● উয়ারী-বটেশ্বর
খ. ময়নামতি
গ. মহাস্থানগর
ঘ. পাহাড়পুর

৪০. মুদ্রা, শিল্পলিপি ইত্যাদি কোথায় সংরক্ষিত থাকে? ● জাদুঘরে
খ. লাইব্রেরিতে
গ. মহাফেজখানায়
ঘ. প্রত্নতাত্ত্বিক বিভাগে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৪১. মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে? ক. সমাজবিজ্ঞান
● ইতিহাস
গ. অর্থনীতি
ঘ. পৌরনীতি

৪২. অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কোনটি?
● ইতিহাস
খ. সাহিত্য
গ. সংস্কৃতি
ঘ. বিজ্ঞান

৪৩. বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন কোনটিকে?
ক. সাহিত্য
খ. সমাজ
গ. বিজ্ঞান
● ইতিহাস

ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● দু ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

৪৪. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু ভাগে
● তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

৪৫. বিষয়বস্তুগত ইতিহাস কীভাবে রচিত হয়?
● কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে
খ. কোনো ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে
গ. কোনো গুরুত্বপূর্ণ কাহিনীর ওপর ভিত্তি করে
ঘ. কোনো ঐতিহাসিক স্থানের ওপর ভিত্তি করে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৪৬. ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন?
● ব্যাপক
খ. বিস্তীর্ণ
গ. ক্ষুদ্র
ঘ. সীমিত

৪৭. বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
● পাঁচ ভাগে

৪৮. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. রাজনৈতিক ইতিহাস
খ. অর্থনৈতিক ইতিহাস
গ. সামাজিক ইতিহাস
● জাতীয় ইতিহাস

৪৯. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হওয়ার যথার্থ কারণ কোনটি?
● সভ্যতার অগ্রগতি
খ. ইতিহাসের অগ্রযাত্রা
গ. সামাজিক পরিবর্তন
ঘ. ইতিহাসের বিষয়বস্তু

৫০. মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি?
ক. সাহিত্য
খ. সমাজবিজ্ঞান
গ. সাধারণ বিজ্ঞান
● ইতিহাস

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৫১. ভিকো কোন যুগের ঐতিহাসিক?
ক. সনাতন যুগের
খ. প্রাচীন যুগের
● আধুনিক যুগের
ঘ. মধ্যযুগের

৫২. মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু-এটি কার অভিমত? ক. টয়েনবির
খ. হেরোডোটাসের
গ. র‍্যাপসনের
● ভিকোর

৫৩. সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কী?
ক. ইতিহাসের উপাদান
● ইতিহাসের বিষয়বস্তু
গ. ইতিহাসের খুঁটি
ঘ. ইতিহাসের ভিত্তি

৫৪. অন্যান্য বিষয় থেকে আলাদা কোনটি?
ক. সাহিত্য
খ. গণিত
গ. বিজ্ঞান
● ইতিহাস

৫৫. নিচের কোন বিষয়টির উপস্থাপনা পদ্ধতি সতন্ত্র?
ক. বাংলা
খ. গণিত
● ইতিহাস
ঘ. ভূগোল

৫৬. ইতিহাস কোনমুখী?
ক. উত্তরমুখী
খ. দক্ষিণমুখী
● অতীতমুখী
ঘ. অতীত-বর্তমানমুখী

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৫৭. অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?
● ইতিহাসের
খ. রাষ্ট্রবিজ্ঞানের
গ. সমাজবিজ্ঞানের
ঘ. সাহিত্যের

৫৮. ইতিহাসে কিসের স্থান নেই?
ক. সত্যের
খ. মিথ্যার
● আবেগের
ঘ. চিন্তার

৫৯. ইতিহাসের বিষয়বস্তু কী?
● মানুষ
খ. কল্পকাহিনী
গ. সংস্কৃতি
ঘ. রম্যকাহিনী

৬০. ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা কার বৈশিষ্ট্য?
● ইতিহাসের
খ. সাহিত্যের
গ. বিজ্ঞানের
ঘ. ভূগোলের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৬১. ইতিহাস কোন ধরনের?
ক. স্থির
● প্রবহমান
গ. অপরিবর্তনীয়
ঘ. ঘটমান

৬২. বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কিসের বৈশিষ্ট্য?
ক. সাহিত্যের
খ. গণিতের
গ. বিজ্ঞানের
● ইতিহাসের

৬৩. প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
ক. একই
খ. অভিন্ন
● ভিন্ন ভিন্ন
ঘ. অতুলনীয়

৬৪. সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?
● ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন
খ. ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন
গ. ঘটনার সঠিক মূল্যায়ন
ঘ. ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন

৬৫. মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় কিসের আওতাভুক্ত?
ক. ইতিহাসের উপাদানের
খ. ইতিহাসের বিষয়বস্তুর
গ. ইতিহাসের প্রকারভেদের
● ইতিহাসের পরিসরের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৬৬. মানুষের চিন্তাভাবনা, কর্মধারা পরিবর্তনের সাথে সাথে কিসের পরিসর সম্প্রসারিত হচ্ছে?
ক. সাহিত্যের
খ. বিজ্ঞানের
গ. ভূগোলের
● ইতিহাসেরক

৬৭. খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের?
● প্রাগৈতিহাসিক
খ. আদিম
গ. মধ্য
ঘ. আধুনিক

৬৮. মানুষের কর্মকাণ্ডের পরিধি বাড়ার যথার্থ কারণ কোনটি? ক. নতুন নতুন জিনিসের আবিষ্কার
খ. জ্ঞানের পরিধি বৃদ্ধি
গ. সংস্কৃতির অগ্রগতি
● সভ্যতার অগ্রপতি

৬৯. অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাস রচনা নিচের কোনটির প্রভাব?
● মার্কসবাদ প্রচার
খ. গণতন্ত্রবাদ প্রচার
গ. আধুনিক মতবাদ প্রচার
ঘ. ইহুদিবাদ প্রচার

৭০. বিস্তৃতির সীমা স্থিতিশীল নয় কোনটির?
ক. সাহিত্যের
খ. ভূগোলে
গ. বিজ্ঞানের
● ইতিহাসের

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৭১. মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী?
ক. সাহিত্য
খ. বিজ্ঞান
গ. ভূগোল
● ইতিহাস

৭২. অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
● ইতিহাস পাঠ
খ. উপন্যাস পাঠ
গ. সাহিত্য পাঠ
ঘ. পত্রিকা পাঠ

৭৩. দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে কোনটির পাঠ অত্যন্ত জরুরি?
ক. সাহিত্য পাঠ
খ. উপন্যাস পাঠ
গ. পত্রিকা পাঠ
● ইতিহাস পাঠ

৭৪. মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে নিচের কোনটির সাহায্য অধিক উপযোগী বলে তুমি মনে কর?
● অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা
খ. অতীতের রম্যকাহিনী
গ. অতীতের আচার-আচরণ
ঘ. অতীতের সংস্কৃতি

৭৫. জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
● ইতিহাস পাঠ
খ. পৌরনীতি পাঠ
গ. অর্থনীতি পাঠ
ঘ. সাহিত্য পাঠ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৭৬. মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান?
ক. সাধারণ জ্ঞান
খ. ইসলামি জ্ঞান
গ. ধর্মের জ্ঞান
● ইতিহাসের জ্ঞান

৭৭. কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম?
ক. কম্পিউটারের
খ. মোবাইলের
গ. বিজ্ঞানের
● ইতিহাসের

৭৮. মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
ক. জ্ঞান
● শিক্ষা
গ. উপমা
ঘ. ধারণা

৭৯. বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
ক. বিজ্ঞানের শিক্ষা
খ. ধর্মের শিক্ষা
● ইতিহাসের শিক্ষা
ঘ. সাধারণ নৈতিক শিক্ষা

৮০. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কী? ● দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে
খ. সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে
গ. প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে
ঘ. দর্শনের শিক্ষা দেয় বলে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৮১. জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?
ক. সাহিত্য পাঠ
খ. কবিতা পাঠ
গ. উপন্যাস পাঠ
● ইতিহাস পাঠ

৮২. বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
● সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ
খ. ইসলামের ইতিহাস পাঠ
গ. ধর্মের ইতিহাস পাঠ
ঘ. মনীষিগণের জীবনী পাঠ

৮৩. অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা কিসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে?
● জ্ঞানের
খ. দক্ষতার
গ. যোগ্যতার
ঘ. অভিজ্ঞতার

৮৪. মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী –
ⅰ. গর্বের
ⅱ. কষ্টের
ⅲ. গৌরবের
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫.ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন–
ⅰ. ইতিহাসের ইতিবৃত্ত জানা
ⅱ. ইতিহাসের উপাদান জানা
ⅲ. ইতিহাসের প্রকারভেদ জানা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৮৬. বর্তমানের সকল বিষয় গড়ে উঠেছে-
ⅰ. অনুমানের ওপর ভিত্তি করে
ⅱ. অতীতের ক্রমবিবর্তনের ওপর ভিত্তি করে
ⅲ. অতীতের ঐতিহ্যের ওপর ভিত্তি করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৭. ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের কোন বিষয় লিপিবদ্ধ করেছেন-
ⅰ. প্রাপ্ত তথ্য
ⅱ. গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
ⅲ. গ্রিসের বিজয় গাঁথা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৮. ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন; কারণ-
ⅰ. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
ⅱ. এ বিবরণ যাতে তাদের উৎসাহিত করে
ⅲ. যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র‍্যাংকে মনে করেন-
ⅰ. প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস
ⅱ. ইতিহাস মানেই হলো নগ্নসভা
ⅲ. ইতিহাস হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সভ্যনিষ্ঠ বিবরণ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য—
ⅰ. মৌলিক উপাদান
ⅱ. লিখিত উপাদান
ⅲ. অলিখিত উপাদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৯১. Historia বা History শব্দের সরল ও সাধারণ অর্থ-
ⅰ. অনন্ত ঘটনাপ্রবাহ
ⅱ. অনুসন্ধান বা গবেষণা
ⅲ. অতীত কাহিনী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. ইতিহাসের লিখিত উপাদান-
ⅰ. সাহিত্য
ⅱ. জীবনী
ⅲ. বৈদেশিক বিবরণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৩. ইতিহাসের অলিখিত উপাদান হিসেবে তুমি চিহ্নিত করবে-
ⅰ. সাহিত্য
ⅱ. মুদ্র
ⅲ. তাম্রলিপি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৪. যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে—
ⅰ. জাতীয় পরিচয়
ⅱ. ইতিহাস
ⅲ. ঐতিহ্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৫. ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ. ইতিহাস চির অমর
ⅱ. ইতিহাস অতীত বর্তমানমুখী
ⅲ. ইতিহাস নিরন্তর প্রবহমান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

৯৬. ইতিহাসে ঠাঁই নেই-
ⅰ. আবেগের
ⅱ. আগ্রহের
ⅲ. অতিকথনের
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৭. ইতিহাসের বৈশিষ্ট্য হলো-
ⅰ. পক্ষপাতিত্ব
ⅱ. বস্তুনিষ্ঠতা
ⅲ. নিরপেক্ষতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৮. মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির যথার্থ কারণ হলো—
ⅰ. সময়ের বিবর্তন
ⅱ. সংস্কৃতির অগ্রযাত্রা
ⅲ. সভ্যতার অগ্রগতি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও :
রিপনের নানার পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। তারা ঐ জমিদারদের পুরনো দালানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। দালানটি হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর ভূগর্ভে মুদ্রা, শিলালিপি তাম্রলিপি ও ইমারত পাওয়া যায়। এছাড়াও সিন্দুকের মধ্যে পুরোনো দিনের বইও পাওয়া যায়।

৯৯. রিপনের নানার বাড়ির পুরনো দালানে পাওয়া উপাদানের মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
ক. শিলালিপি
খ. তাম্রলিপি
● পুরনো দিনের বই
ঘ. ইমারত

১০০. উক্ত বাড়ির পুরনো দালান ভেঙে ইতিহাসের যে উপাদান পাওয়া যায় তা হলো—
ⅰ. লিখিত উপাদান
ⅱ. অলিখিত উপাদান
ⅲ. প্রত্নতাত্ত্বিক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
বিশিষ্ট লেখিকা ফিরোজা বেগম মনে করেন ইতিহাসকে ভৌগোলিক অবস্থানগত দিক বিষয়বস্তুগত দিক দিয়ে অনুধাবন করা প্রয়োজন। অন্যদিকে, ঐতিহাসিক রিকো মনে করেন যে মানবসমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হন ইতিহাসের বিষয়স্তু।

১০১. ঐতিহাসিক রিকো-এর ধারণা কোন সময়ের বলে তোমার মনে হয়?
ক. প্রাচীন যুগ
খ. আধুনিক যুগ
গ. মধ্যযুগ
● অত্যাধুনিক যুগ

১০২. ফিরোজা বেগম ইতিহাসকে যে বিষয়বস্তুগত দিক দিয়ে অনুধাবনের কথা বলেছেন তা হলো-
ⅰ. সাংস্কৃতিক ঘটনা
ⅱ. বর্তমান ঘটনা
ⅲ. কূটনৈতিক ঘটনা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি

২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment