এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল” অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলোর সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের এখানে কেবলমাত্র সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। এবং উত্তর PDF এর মাধ্যমে নিচের দিকে উল্লেখিত রয়েছে। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে। নিজে উল্লেখিত সকল প্রশ্নের উত্তর ডাউনলোড করার জন্য এই আর্টিকেল এর সর্বশেষ দিকটি ফলো করো।
১নং প্রশ্নঃ রাসেলের বিদেশি বন্ধু রবটি বাংলাদেশে এসে মুগ্ধ। এদেশের সবুজ প্রকৃতি তার খুব পছন্দ হয়। তবে রবার্টের খুব কষ্ট লেগেছে বড় বড় দালানের পাশে নোংরা বস্তি দেখে। তাদের দেশে মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ইত্যাদির চাহিদা পূরণে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাদের সংবিধানের মূল লক্ষ্য শোষণহীন সমাজ গঠন। রাসেল বলে, আমাদের সংবিধানে মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা আছে এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালিত হয়। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হয়। রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। তবে রাষ্ট্রপতি সর্বোচ্চ সম্মানের অধিকারী।
ক. বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
খ. বঙ্গবন্ধু কেন সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন?
গ. রবার্টের দেশে ‘৭২ সালের সংবিধানের কোন বৈশিষ্ট্যটি লক্ষ করা যায় ব্যাখ্যা করো।
ঘ. “রাসেলের কথায় ‘৭২ সালের সংবিধানের আংশিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে”- মূল্যায়ন করো।
২নং প্রশ্নঃ রামিমের বাবার ব্যক্তিগত লাইব্রেরিতে একটি বই আছে। এর ভাষা খুবই কঠিন। রামিম বইটি পড়তে গিয়ে কোনো আনন্দ পায়নি বলে সে আর পড়েনি। বাবা বলেছেন, এটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এটি দুষ্পরিবর্তনীয় এবং বাংলা ও ইংরেজি ভাষায় রচিত। লাখো শহিদের রক্তের বিনিময়ে এ দলিল অর্জন করা হয়।
ক. স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কত তারিখে হয়?
খ. সংসদীয় শাসনব্যবস্থা বলতে কী বোঝায়?
গ. রামিমের বাবার পাঠাগারের বইটি মূলত কী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত দলিলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
৩নং প্রশ্নঃ মুক্তিযোদ্ধা মতিউর সাহেব তার নাতি-নাতনিদের গল্প শোনাচ্ছেন। নিজের জীবনের গল্প। তিনি বললেন, যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসছি, মনে তখন শুধু আনন্দ, স্বাধীনতার আনন্দ! বাড়ি ফিরে আসার পথে দেখি চারদিকে শুধু ধ্বংস। বড় বড় সড়ক, সেতু ধ্বংস হয়ে গেছে। আমাদের যে হাটে আমরা সবসময় যাতায়াত করতাম সেখানে শুধু ছাই পড়ে আছে। যে স্কুলে আমরা ছোটবেলায় পড়েছি সেখানে কিছু নেই। সব কিছু ভেঙে চুরে গেছে। এত আনন্দের মাঝেও এসব দেখে বুকটা হাহাকার করে উঠল। স্বাধীনতা আর মুক্তির জন্য আমরা কত কিছুই না বিসর্জন দিয়েছি!
ক. সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সংবাদ সম্মেলন করেন কবে?
খ. প্রথম পাঁচসালা পরিকল্পনার ব্যাখ্যা দাও।
গ. মতিউর সাহেবের গল্পে যুদ্ধ পরবর্তী বাংলাদেশের কোন দিকটি প্রাধান্য পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মতিউর সাহেবের গল্পে বর্ণিত অবস্থার উন্নয়নে স্বাধীন দেশে ফিরে বঙ্গবন্ধুর গৃহীত কার্যক্রম বিশ্লেষণ করো।
৪নং প্রশ্নঃ ঘটনা ১: বাংলাদেশের এক মহান নেতা এদেশের ভবিষ্যৎ কর্মনীতি সম্পর্কে স্বাধীনতার পরে বলেছিলেন, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। আর তার ভিত্তি বিশেষ কোনো ধর্মভিত্তিক হবে না। রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
ঘটনা ২: দেশ পরিচালনার জন্য বিভিন্ন নীতির সমন্বয়ে একটি রাষ্ট্রীয় দলিলের প্রয়োজন হয়। বাংলাদেশে কয়েকমাসে এটি রচিত হয়। ১ম বিজয় দিবসে এ লিখিত দলিল পাস হয়।
ক. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচনা করা হয়েছে?
খ. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বাংলাদেশ সংবিধানে কী বলা হয়েছে? ব্যাখ্যা করো।
গ. ঘটনা ১-এ বর্ণিত ব্যক্তি কে ছিলেন? শিক্ষা ও কৃষি খাতে তার ভূমিকা বর্ণনা করো।
ঘ. ঘটনা ২-এ বর্ণিত দলিলটি মূলত কী? এর ৪টা ভাগ বিশ্লেষণ করো।
৫নং প্রশ্নঃ রাফিদ বাংলাদেশের একজন মহান নেতার আদর্শ অনুসরণ করতে চায়। এ মহান নেতার জীবনের উপর লিখিত অনেক বই সে পড়েছে। এ নেতা একসময় বাংলাদেশের শাসন পরিচালনা করেছেন। তার শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা রাফিদ তার খাতায় পয়েন্ট আকারে লিখেছে। রাফিদের লেখা পয়েন্টগুলো হলো- যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, সংবিধান প্রণয়ন, দেশের প্রথম নির্বাচন।
ক. মুক্তিযুদ্ধের নয় মাসে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা কত লাখ বাঙালিকে হত্যা করেছিল?
খ. সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করে?
গ. রাফিদের লেখা পয়েন্টগুলোতে কার শাসনকালের চিত্র ফুটে উঠছে? ব্যাখ্যা করো।
ঘ. রাফিদের লেখা পয়েন্টগুলোর আলোকে বঙ্গবন্ধুর শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা মূল্যায়ন করো।
৬নং প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। ১৯৪৪ সালে ইয়ুথ লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিলে সরকার তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘ ২৭ বছর কারাবাস করেন। বর্ণবাদের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বহু বছর সংগ্রাম করেন এবং শেষ পর্যন্ত সফল হন। আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের নিকট ‘মাদিবা’ নামে পরিচিত। যার অর্থ হলো ‘জাতির জনক’।
ক. বঙ্গবন্ধু তার শাসনামলে কৃষির উন্নয়নে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার একটি উল্লেখ করো।
খ. স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত নেতার সাথে বাংলাদেশের কোন নেতার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. স্বাধীন বাংলাদেশ সৃষ্টি এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে উক্ত নেতার ভূমিকা ছিল চিরস্মরণীয় – বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
৭নং প্রশ্নঃ সদ্য স্বাধীন হওয়া একটি দেশের মহান নেতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। যেমন- পরিবারের জন্য সর্বাধিক জমির মালিকানা, দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন, ধ্বংসপ্রাপ্ত রাস্তা, রেল ও বিমান যোগাযোগের উন্নয়নে কাজ করেন। এসব কাজের জন্য তিনি দেশবাসীর কাছে প্রশংসিত হন।
ক. সংবিধান কী?
খ. প্রথম পাঁচসালা পরিকল্পনা কেন করা হয়?
গ. উদ্দীপকে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের যে আর্থ-সামাজিক চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত পাওয়া যায়, দেশ পুনর্গঠনে তার অবদান মূল্যায়ন করো।
৮নং প্রশ্নঃ দিপা একটি পত্রিকা পড়ে জানতে পারে, একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে কিছু ক্ষমতালোভী ঘাতকরা সপরিবারে বিনা অপরাধে নৃশংসভাবে হত্যা করেছিল। ঘাতকরা দেশের ইতিহাস থেকে উক্ত নেতার নাম মুছে ফেলতে চেয়েছিল।
ক. সংবিধান কী?
খ. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- ব্যাখ্যা করো।
গ. দিপার পঠিত হত্যাকাণ্ডটি তোমার পাঠ্যবইয়ের কোন হত্যাকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর যে, এ দেশপ্রেমিক নেতাকে জাতি শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৯নং প্রশ্নঃ ‘চ’ রাষ্ট্রের জনগণ একজন মহান নেতার আহ্বানে যুদ্ধ করে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করে। স্বাধীনতা পরবর্তী সময়ে উক্ত নেতা দেশকে পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। তিনি সংবিধান প্রণয়ন ও দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য-সহযোগিতাও নিশ্চিত করেন।
ক. চরমপত্র কী?
খ. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন?
গ. উদ্দীপকে ‘চ’ রাষ্ট্রের নেতার সাথে তোমার দেশের কোন নেতার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দেশ পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে উক্ত নেতার গৃহীত পদক্ষেপগুলো উল্লেখপূর্বক শিক্ষার উন্নয়নে তাঁর অবদান বিশ্লেষণ করো।
১০নং প্রশ্নঃ গলাচিপা থানার একটি বহুমুখী কল্যাণ সংস্থা তাদের প্রতিষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষিত ও অভিজ্ঞ লোকের সমন্বয়ে একটি নীতিমালা তৈরি করেন। নীতিমালায় ৩টি ভাগ, ৩০টি অনুচ্ছেদ ও ৫টি তফসিল ছিল এবং তা লিখিত আকারে প্রকাশ করে। ফলে সংস্থাটি এ নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
ক. কত সালে শহীদ সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন?
খ. মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা বর্ণনা করো।
গ. উদ্দীপকের নীতিমালার সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নীতিমালার বৈশিষ্ট্যগুলো পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের সবগুলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় তুলে ধরেছি। উপরে লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।